Category Archives: দক্ষিণ ২৪ পরগনা

Food: বাড়িতেই বানাতেন এই খাবার, ভারত সেরা পুষ্টিকর খাবারের দৌড়ে প্রথম পাঁচে সুন্দরবনের এই পদ, রইল রেসিপি

সুন্দরবন: ভারতের সেরা পুষ্টিকর খাবারের দৌড়ে প্রথম পাঁচে জায়গা করে নিল সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের গৃহবধূর তৈরি ‘কাঁকড়া-ডাল।’ একটি সর্বভারতীয় সংস্থার উদ্যোগে বেশ কয়েক বছর ধরেই দেশব্যাপী পুষ্টিকর খাবারের প্রতিযোগিতা শুরু হয়েছে। সেই প্রতিযোগিতায় মৈপিঠ কোস্টাল থানার পূর্ব গুড়গুড়িয়ার বাসিন্দা গঙ্গারানি হালদারের তৈরি কাঁকড়া-ডালের রেসিপি পাঠিয়েছিল এক স্বেচ্ছাসেবী সংগঠন। গোটা দেশের প্রায় ৮০০ রেসিপির মধ্যে থেকে গঙ্গারানির সেই রান্না জায়গা করে নিয়েছে সেরা পাঁচে। মুম্বই যাবেন গঙ্গারানি। সেখানে চূড়ান্ত প্রতিযোগিতায় বিচারকদের সামনে নিজেই রাঁধবেন কাঁকড়া-ডাল।

শ্বশুর, শাশুড়ি, স্বামী, দুই ছেলেকে নিয়ে গঙ্গারানির সংসার। স্বামী চাষ-বাস করেন। বছর পঁয়তাল্লিশের গঙ্গারানি মূলত ঘর সামলান। রোজকার প্রয়োজনেই রান্নাঘরে কাটে অনেকটা সময়। চিরাচরিত নানা পদের সঙ্গে নিজের ভাবনা মিশিয়ে প্রায়ই বানিয়ে ফেলেন নিত্যনতুন খাবার।

আরও পড়ুনঃ ধেয়ে আসবে কালবৈশাখী? টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণের কোন কোন জেলায় বৃষ্টি? বদলাচ্ছে আবহাওয়া

সুন্দরবন ঘেঁষা এই সব এলাকায় কাঁকড়া খুবই সহজলভ্য। কাঁকড়ার নানা চেনা পদ বাড়িতে প্রায়ই বানাতেন গঙ্গারানি। এক দিন সেই কাঁকড়ার সঙ্গে ডালের মিশেলে তৈরি করে ফেলেন কাঁকড়া-ডাল। পরিবারের লোকের পাশাপাশি বাড়িতে আসা অতিথিদের প্রায়ই খাওয়াতেন তাঁর তৈরি এই পদ। এ ভাবেই একদিন তাঁর বাড়িতে আসা এক স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েক জন সদস্য কাঁকড়া-ডালের স্বাদ পান। তাঁরাই পুষ্টিকর খাবারের সর্বভারতীয় প্রতিযোগিতায় পাঠিয়ে দেন গঙ্গারানির ওই রেসিপি।

গঙ্গারানি জানিয়েছেন, “দু’ধরনের ডাল আর কাঁকড়া দিয়ে এই পদ তৈরি হয়। খুব বেশি মশলা লাগে না। হালকা খাবার হিসেবেই খাওয়া যায়। বাড়িতেই খাওয়ার জন্য বানাতাম। কেউ এলেও বানিয়ে দিতাম। ভাবিনি, কোনও দিন মুম্বইয়ে গিয়ে বানাতে হবে। খুবই ভাল লাগছে।” স্ত্রী সাফল্যে খুশি গঙ্গারানির স্বামী। বলেন, ঘরের সামান্য একটা রান্না এত বড় মঞ্চে স্বীকৃতি পাবে ভাবিনি।

সুমন সাহা

Lok Sabha Election 2024: তীব্র গরমে প্রচার! ভরসা দলীয় প্রতীকওয়ালা ছাতা ও টুপিতেও

দক্ষিণ ২৪ পরগনা: আগামী ৫ই জুন যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোট। এই কেন্দ্রে মূলত ত্রিমুখী লড়াই এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী সিপিএম এর সৃজন ভট্টাচার্য তৃণমূলের সায়নী ঘোষ। জোর কদমে প্রচার চালাচ্ছেন এই তিন প্রার্থী। প্রচারে খামতি রাখছেনা কেউ। প্রচারের ফাঁকে অভিনব প্রচার দেখা মিলছে কখনওকোন প্রার্থীকে বাজার করতে দেখা যাচ্ছে। আবার কখনওআসল দলীয় প্রতীক হাতে নিয়ে প্রচার করছে। আর এবার বিজেপি প্রার্থী তিনি এক অভিনব প্রচার দেখতে পাওয়া গেল এ দিন সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের রুমঝুম পার্ক এলাকায়।

আরও পড়ুন:  অভিষেকের বিরুদ্ধে CPIM প্রার্থী ঘুরছেন একটি চাবি নিয়ে! কীসের চাবি? শুনে চমকে উঠবেন

নির্বাচনী প্রচার সারলেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী। এই তীব্র গরমে প্রার্থী থেকে কর্মীরা প্রচারে বেরিয়ে নাজেহাল হয়ে পড়ছে। আর সেই কথা মাথায় রেখে এদিন প্রখর রোদের হাত থেকে বাঁচতে বিজেপি কর্মীরা এদিন দলীয় সিম্বল দেওয়া ছাতা এবং টুপি ব্যবহার করে এলাকায় প্রচার সাড়লেন। প্রচারের ফাঁকে তিনি বলেন এই সমস্ত এলাকায় পঞ্চায়েত ভোট হোক বা বিধানসভা যে কোনো নির্বাচন এলে এই এলাকায় বারবার সন্ত্রাসের অভিযোগ ওঠে। বারবার এখানে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা। খুনের ঘটনাও ঘটেছে । বহু বিজেপি কর্মী এখনো ঘরছাড়া। এবার সন্ত্রাসবিহীন ভোটের আশ্বাস দিলেন বিজেপি প্রার্থী। তার দাবি নির্বাচন কমিশন এই বিষয়টি সুনিশ্চিত করবে। এই এলাকার অনুন্নয়ন নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা

Strom: ভয়ানক তাণ্ডব…! মাত্র কয়েক মিনিটের ঝড়ে সব শেষ, লন্ডভন্ড গোটা এলাকা, মৃত্যু গবাদিপশুর, ব্যাপক ক্ষয়-ক্ষতি

রায়দিঘি: মাত্র কয়েক মিনিটের ঝড়। আর তাতেই ধূলিসাৎ ঘর-বাড়ি। ভেঙে পড়েছে ইলেকট্রিক পোস্ট। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। ঘটনাটি ঘটেছে রায়দিঘির নন্দকুমারপুরের মহব্বতনগরে। ঘটনার পর পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান রায়দিঘির বিধায়ক ডা: অলক জলদাতা।

ঠিক কি হয়েছিল এলাকায়, স্থানীয় বাসিন্দাদের মতে হঠাৎ ঝোড়ো বাতাস বইতে শুরু করে প্রথমে। পড়ে সেই বাতাসের গতিবেগ মুহূর্তে বেড়ে যায়। এরপর এলাকার অধিকাংশ ঘরের ছাউনি উড়িয়ে নিয়ে যায় বাতাসে। কিছু ঘর ভেঙে পড়ে। গোয়ালঘর ভেঙে মৃত্যু হয় গবাদিপশুর।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

প্রাণভয়ে স্থানীয় বাসিন্দারা ততক্ষণে আশ্রয় নেন নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে। ঝড় থামলে এলাকায় এসে দেখেন ততক্ষণে সব শেষ।বর্তমানে এলাকা থেকে ভাঙা ইলেকট্রিক পোস্ট সারিয়ে এলাকায় বিদ্যুৎ পরিষেবা সচল করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

সকাল থেকে এলাকার বিধায়ক স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেছেন। এই ঝড় নিয়ে তিনি জানিয়েছেন, আদর্শ আচরণ বিধি বলবৎ রয়েছে এলাকায়। তার মধ্যে আসা ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষরা অসহায় অবস্থায় রয়েছে। সেজন্য এই মানুষগুলি যাতে সাহায্য পায় সেজন্য প্রশাসনিক আধিকারিকদের কাছে অনুরোধ করব সর্বোতভাবে।

নবাব মল্লিক

Madhyamik Result 2024: এখনও নিজের মাধ্যমিকের রেজাল্ট জানতে পারেনি আলিমা, কারণ শুনলে অবিশ্বাস্য মনে হবে!

রায়দিঘি: ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। রাজ্যজুড়ে পরীক্ষার্থীরা ইতিমধ্যে তাদের ফলাফল জেনে ফেলেছেন। কিন্তু রায়দিঘির নন্দকুমারপুরের মহব্বতনগরের এক মাধ্যমিক পরীক্ষার্থী আলিমা খাতুন এখনও অপেক্ষায় রয়েছেন রেজাল্টের জন্য।

এই এলাকায় হঠাৎ আসা ঝড়ে লন্ডভন্ড হয়েছে সবকিছু্। আলিমাদের ঘরের ছাউনিও উড়ে গিয়েছে ঝড়ে। ঝড় শেষ হওয়ার পর কিছুক্ষণের জন্য বৃষ্টিও হয়। বৃষ্টিতে নষ্ট হয়েছে ঘরের একাধিক নথি। তার মধ্যে আলিমার গুরুত্বপূর্ণ কিছু নথি রয়েছে। ভিজেছে বই, খাতা। কিন্তু সবকিছু হলেও এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় স্কুলেও যেতে পারছেনা সে।

আরও পড়ুন: অবিশ্বাস্য! মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম স্থান, অথচ চন্দ্রচূড়ের এই একটি বিষয় শুনে সকলে চমকে উঠছেন

মোবাইলে চার্জ নেই, সঙ্গে টাওয়ারও নেই‌‌। ফলে নেট থেকে দেখাও যাচ্ছে না। বৃহস্পতিবার সকাল থেকে আলিমাদের ঘর সারানোর কাজ করছে পরিবারের সদস্যরা। তার সঙ্গে হাত মিলিয়েছে আলিমাও। আলিমার অভিভাবকরা জানিয়েছে, রেজাল্ট জানার অপেক্ষায় রয়েছে। এলাকায় জোরকদমে কাজ চলছে।

আরও পড়ুন: ২০২৪-এর মাধ্যমিকের প্রথম দশে কারা? দেখুন সম্পূর্ণ মেধাতালিকা

পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে মনে করছেন তারা। বিদ্যুৎ ব্যবস্থা ও রাস্তা থেকে গাছ কাটার কাজ শেষ হলেই তারা রেজাল্ট দেখবেন বলে জানিয়েছেন। প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার রাতের মধ্যেই সবকিছু ঠিক করা হবে। এখন কবে ঠিক হয় পরিস্থিতি সেদিকেই তাকিয়ে সকলে।

নবাব মল্লিক