Category Archives: দক্ষিণ ২৪ পরগনা

South 24 Parganas News : গ্রামেও শহরের ছোঁয়া! পথচারীদের তৃষ্ণা নিবারণে দেওয়া হচ্ছে লস্যি

দক্ষিণ ২৪ পরগনা : তীব্র গরমে সাধারণ মানুষের জনজীবন নাজেহাল হয়ে পড়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৪০ থেকে ৪২ আবার কখনও ৪৩ ডিগ্রি তাপমাত্রা দেখা গিয়েছে। তবে গত কয়েক বছরে এই ধরনের তাপমাত্রা দেখা যায়নি। আর এই গরমের মধ্যে পথ চলতি মানুষের কথা মাথায় রেখে কয়েকজন যুবক মানুষের তৃষ্ণা নিবারণের জন্য এগিয়ে এল। কথায় আছে? জলই জীবন আর তাই জল দান হল জীবন দান। অর্থাৎ এই তীব্র গরমে তাপপ্রবাহে রাস্তায় যে সমস্ত মানুষ বেরিয়েছে, ভ্যান চালক রিক্সাচালক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে লস্যি খাওয়ালেন এই যুবকরা। এই গরমের মধ্যে একটু ঠান্ডা এই জল পেয়ে খুশি পথ চলতি মানুষরা।

আরও পড়ুন:  অবশেষে স্বস্তি, সোমবার থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গে, রাজ্য জুড়ে কমতে চলেছে তাপমাত্রা

এই গরমে পথ চলতি মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে এক ফোঁটা জলের জন্য আর তার উপরে উপরি এই লস্যি পাওয়ায় অত্যন্ত খুশি। এদিন জয়নগর এলাকার বহরু হাচিপুর গ্রামে কয়েকজন যুবক তাদের নিজস্ব উদ্যোগে সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই কাজের উদ্যোগ হয়। এবং তারা আগামী কয়েক দিন ধরে করা হবে বলে তারা জানান।এ প্রসঙ্গে এক পথ চলতি মানুষ তিনি বলেন মূলত এই গরমে মানুষ সেভাবে রাস্তায় বেরোতে পারছে না আমার একটি প্রয়োজনে আমি বাইরে বেরিয়ে ছিলাম প্রচন্ড তৃষ্ণা পাচ্ছিল এই ছেলেগুলো এভাবে আমার হাতে এক গ্লাস ঠান্ডা লস্যি তুলে দিল খুব ভালো লাগল এবং এই গরমের মধ্যে এই কাজ অত্যন্ত ভাল কাজ এভাবে মানুষের পাশে থাকার জন্য ওই যুবকদের ধন্যবাদ জানান সবাই।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সুমন সাহা

Weather Update Rain forecast in West Bengal: অবশেষে স্বস্তি, সোমবার থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গে, রাজ্য জুড়ে কমতে চলেছে তাপমাত্রা

কলকাতা: গরমের দাপট থেকে মুক্তির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। গত কয়েক দিন ধরে টানা তাপপ্রবাহ চলছিল দক্ষিণবঙ্গে, তাপমাত্রা বেড়েছিল উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও। ‘তাপের শাসন’ মুক্তির আভাস দিল হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, সোমবার থেকে রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা কম, সারা রাজ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। রাজ্যে কী ভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে তাও ব্যাখ্যা করেছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করেছে, যার ফলে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে, তাই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: ক্রিকেটের বড় যুদ্ধে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকস্তান, জিততে পারবে আইপিএল?

বৃষ্টি হলে গরম থেকে কয়েক দিনের জন্য রেহাই পেতে পারে দক্ষিণবঙ্গ। প্রায় ৬ থেকে ৮ দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা ৪-৬ থেকে কমতে পারে, এমনকি স্বাভাবিকও হয়ে যেতে পারে। কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনায় সোম এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোম এবং মঙ্গলবার। বুধ-বৃহস্পতিবারেও বৃষ্টি হতে পারে দক্ষিণের কোনও কোনও জেলায়।

আরও পড়ুন: বিশ্বকাপের দলে ৩ রঞ্জি খেলা ‘ভারতীয়’, ২ জন খেলেন ভারতের U19 দলে, কোন দলে?

উত্তরবঙ্গে রবিবার থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে দমকা হাওয়ার সঙ্গে তীব্র বৃষ্টি হতে পারে, চলবে মঙ্গলবার পর্যন্ত। গত কয়েক দিন মালদহ এবং দুই দিনাজপুরে তাপপ্রবাহ চললেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে, তাই তাপমাত্রা কমবে।

Lok Sabha Election 2024: প্রচারে বেরিয়ে নিজের কর্তব্যে অবিচল BJP-র চিকিৎসক প্রার্থী, পরামর্শ দিলেন সুস্বাস্থ্য নিয়ে

দক্ষিণ ২৪ পরগনা: হাতে আর কয়েকটা দিন বাকি। এরপর দক্ষিণবঙ্গে লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের অভিনব পন্থায় প্রচার করতে দেখা যাচ্ছে। কখনও কোনও প্রার্থী বাজার থেকে বাজার করছেন, আবার কখনও কোন প্রার্থী সাইকেল চালিয়ে প্রচার করছেন৷ আর এবার জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পেশায় একজন চিকিৎসক ডক্টর অশোক কাণ্ডারি।

লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ

এদিন তিনি প্রচারে বেরিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে মানুষের সেবা করলেন। এই তীব্র গরমে কর্মী সমর্থকরা কীভাবে সারাদিন চলাফেরা করবেন বা কী খাওয়া দাওয়া করবেন অথবা কী করবেন, করবেন না, সেই বিষয়ের উপরে চিকিৎসক প্রার্থী কর্মী থেকে সাধারণ মানুষকে পরামর্শ দিলেন।

এদিন জয়নগর লোকসভা কেন্দ্রে জয়নগর বিধানসভা এলাকার গৌরহাট বাজারে বিভিন্ন কর্মী-সমর্থকদের নিয়ে এদিন এই হাটে দোকানদারদের সঙ্গে জনসংযোগ করে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: ঘরজুড়ে সত্যজিতের ছবি, আমার জন্য মাছের ঝোল আনা… বিদ্যা আমাদের চেয়ে অনেক বেশি বাঙালি: শীর্ষা

তিনি এদিন এই ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষ ও কর্মী সমর্থকদের উদ্দেশে বলেন, ‘‘যেভাবে রাজ্যে খুন সন্ত্রাস লুটেদের শাসন চলছে তাতে সাধারণ মানুষ অতিষ্ঠ। এবং জয়নগর পুরসভা ভোটে শাসক দলের যে ভূমিকা রেখেছে, তাতে মানুষ নিজেরাই জেনে গিয়েছে যে রাজ্যে শাসক দল কীভাবে পরিচালনা করছে।’’ তাই এই সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পেতে জয়নগর লোকসভা কেন্দ্রে পদ্মফুল ফোটানো আহ্বান জানান চিকিৎসক বিজেপি প্রার্থী।

Lok Sabha Election 2024: দক্ষিণে পাখির চোখ মথুরাপুর, প্রচার কৌশলে বিরাট বদল বিজেপির

দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তাদের আঁতুড় ঘর বলে বিবেচনা করা হয় দক্ষিণ ২৪ পরগনা জেলাকে। সেই জেলাতেই এবার সিঁধ কাটার বড়সড় পরিকল্পনা করে ফেলেছে বিজেপি। মথুরাপুর লোকসভাকে পাখির চোখ করে এগোচ্ছে তারা। গেরুয়া শিবিরের বিবেচনায় সুন্দরবন লাগোয়া এই লোকসভা আসনটি এবার অত্যন্ত ‘পজেটিভ’।

অষ্টাদশ লোকসভা নির্বাচনের একেবারে শেষ দফায় অর্থাৎ ১ জুন মথুরাপুরে ভোটগ্রহণ হবে। ফলে এখানে ভোট প্রচারে সব পক্ষ‌ই অনেকটা বেশি সময় পাচ্ছে। এতদিন পর্যন্ত এই কেন্দ্রে ছোট ছোট পথসভার মাধ্যমে ভোট প্রচার করছিল বিজেপি। এবার তারা মথুরাপুরের মানুষকে বার্তা দিতে বড় জনসভার পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। এমনই ইঙ্গিত দিয়েছেন বিজেপি প্রার্থী অশোক পুরকাইত।

আর‌ও পড়ুন: ‘গনি’ মিথ আজ‌ও অটুট? মালদহ দক্ষিণে গঙ্গা ভাঙন ইস্যুর সঙ্গেই চলছে এই প্রশ্নের উত্তর খোঁজা

এতদিন পর্যন্ত বিভিন্ন জায়গায় তাঁকে পদযাত্রা অথবা ছোট জনসভায় দেখা যাচ্ছিল। পদযাত্রায় থাকছিল ঢোল, করতাল সহ অন্যান্য বাদ্যযন্ত্র। তবে এবার লোকসভা নির্বাচনের দিন সামনে এসে যাওয়ায় প্রচারের গতি বাড়াতে চাইছেন তিনি। জানিয়েছেন আগামী ৬ এপ্রিল মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর ক্রমান্বয়ে আসবেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করেছে বিজেপি নেতৃত্বরা। যতদিন না ভোট হয় ততদিন পর্যন্ত প্রচারের গতি বাড়িয়ে যেতে চান তিনি।

নবাব মল্লিক

South 24 Parganas News: গাছ ভর্তি কাঁদি কাঁদি কলা ঢাকা বস্তা দিয়ে! কারণ জানলে অবাক হবেন

সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা : বিভিন্ন জাতের কলা এখন দক্ষিণ চব্বিশ পরগনা বাণিজ্যিকভাবে চাষ হতে দেখা যাচ্ছে। আর কলা চাষ করে প্রচুর টাকা লাভবান হচ্ছে কৃষকরা। এখন দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর কুলতলি ক্যানিং মন্দির বাজার এবং সুন্দরবনের বেশ কিছু এলাকায় কৃষকরা অন্যান্য চাষের তুলনায় প্রচুর পরিমাণে কলা গাছ চাষ করছে। যেহেতু খরচ অনেকটাই কম এবং লাভবান হওয়ার উপায়, তাই অল্প খরচ করে কলা চাষের প্রতি আগ্রহ দেখাচ্ছে কৃষকরা।

তবে আপনি দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু এলাকায় এই কলাবাগান গুলিতে আসলে আপনার চোখে পড়বে যে কলা গাছের যে কলা হয়ে আছে সেই গলাতে প্লাস্টিক বা চটের ব্যাগ দিয়ে মুড়ে রাখা হয়। আপনি কি জানেন কলার কাঁদিকেন এই চটের বা প্লাস্টিক দেয়া হয়, না জানা থাকলে জেনে নিন। কলাচাষিদের কথা অনুযায়ী কলার কাঁদি যদি গাছের ঝুলিয়ে রাখা যায় তাহলে কলার পচন ধরে না এবং গাছে থেকে কলা কেটে রাখলে ধীরে ধীরে পাকতে থাকে।

আরও পড়ুন : একগাদা টাকা দিয়েও পাতিলেবু কিনে ঠকছেন? দোকানির ঝুড়িতে রসে টইটম্বুর পাতিলেবু চেনার টিপস জানুন

গাছে ঝুলিয়ে রাখলে কলার গায়ে কোনও দাগ আসে না। আর যদি গাছে এ গলা ঝুলে থাকে তাহলে অন্য কোনও পশু পাখি থেকে আটকানো যেতে পারে। তাই এই কলা গাছের কাঁদি বাড়ার সঙ্গে সঙ্গে যদি আপনারাও কোনও প্লাস্টিকের চটের বস্তা দিয়ে কলার কাণ্ড থেকে গোড়া পর্যন্ত মুড়ে রাখেন তাহলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারে। এবং কলার কাঁদি নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাই কলা গাছের কাণ্ড থেকে গোড়া পর্যন্ত প্লাস্টিকের বস্তা দিয়ে মুড়ে রাখা হয়।

Biri Demand: গরম বাড়তেই বেড়েছে বিড়ির চাহিদা, যোগান দিয়ে উঠতে পারছেন না শ্রমিকরা

দক্ষিণ ২৪ পরগনার: এই তীব্র গরমে স্বাভাবিকভাবেই ঠান্ডা পানীয় জলের চাহিদা বেড়েছে। তবে আরও এমন একটা জিনিসের চাহিদা বেড়েছে যা শুনলে অবাক হয়ে যাবেন। গরম বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিড়ির চাহিদা! কিন্তু এই তুঙ্গ চাহিদা সামলে উঠতে পারছেন না বিড়ি ব্যবসায়ী থেকে শুরু করে দোকানদার কেউই। কারণ গরমের জন্য বেশি কাজ করতে পারছেন না বিড়ি শ্রমিকরা। ফলে চাহিদা ও যোগানের বিরাট ঘাটতি তৈরি হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, কুলতলি গোসাবা, বাসন্তি, ক্যানিং, বজবজ এই সমস্ত এলাকায় বহু মানুষ বিড়ি বাঁধাই শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু এই প্রচন্ড গরমের জন্য এই সব বিড়ি শ্রমিকরা ইচ্ছে থাকলেও বেশিক্ষণ কাজ করতে পারছেন না। ফলে বিড়ির বাড়তি চাহিদা যোগান দেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

আর‌ও পড়ুন: ভোট কাটাকুটির অঙ্কে মুর্শিদাবাদে ‘পদ্ম’ ফোটানোর আশা

বিড়ি শ্রমিকদের মজুরি বেশ কম। তার উপর দীর্ঘদিন এই কাজ করার ফলে নানান কঠিন অসুখে তাঁরা আক্রান্ত হন। তবেৎসংসার সামাল দিতে পুরুষদের পাশাপাশি মহিলারাও এই কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। একটাই এই গরমের মধ্যে বিড়ি তৈরি করতে গেলে এই সমস্ত শ্রমিকদের তাই একই জায়গায় একভাবে বসে থেকে সারাদিন ধরে বিড়ি তৈরি করতে হয় এবং এবং বাধা হয়ে গেলে সেগুলি আবার আগুনে সেঁকে নিতে হয়। কিন্তু এই গরমে বেশিক্ষণ এইভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। তাই চাহিদা থাকলেও বিড়ির যোগানে ঘাটতি দেখা দিয়েছে। এতে অনেক সময় বাজারে বিড়ি কিনতে গিয়ে হতাশ হতে হচ্ছে বিড়িপ্রেমীদের।

সুমন সাহা

Nayantara Flower Benefits: নয়নতারা ফুল এই নিয়মে খেলেই দূর হবে ডায়াবেটিস! জানুন চিকিৎসকের মত

বাড়ির আশেপাশে অগোছালোভাবে জন্মানো একটি গাছ যা আপনার শরীরের এত বড় রোগ থেকে নির্মূল করতে পারে। আপনি কি জানেন কি সেই গাছ।

বাড়ির আশেপাশে অগোছালোভাবে জন্মানো একটি গাছ যা আপনার শরীরের এত বড় রোগ থেকে নির্মূল করতে পারে। আপনি কি জানেন কি সেই গাছ।

বাড়ির আশেপাশে একটু খেয়াল করলে দেখা মিলবে কিন্তু এই গাছের এই গাছ দু তিন ধরনের কালারের গাছ দেখা যায়। গাছের নীল ফুলে দেখা যায়। তবে আপনার রোগ নিরাময় করতে গেলে সাদা ফুল গাছের কাজ অতুলনীয়।
বাড়ির আশেপাশে একটু খেয়াল করলে দেখা মিলবে কিন্তু এই গাছের এই গাছ দু তিন ধরনের কালারের গাছ দেখা যায়। গাছের নীল ফুলে দেখা যায়। তবে আপনার রোগ নিরাময় করতে গেলে সাদা ফুল গাছের কাজ অতুলনীয়।
আমরা আমাদের শরীরের কোনরকম সমস্যা বা রোগ জীবাণুতে আক্রান্ত হলেই তবেই আমরা ঔষধ খাই কিন্তু বেশ কিছু রোগ আছে যা আমরা আমাদের শরীরে ভিতরে থাকলেও আমরা তা টের পাই না।
আমরা আমাদের শরীরের কোনরকম সমস্যা বা রোগ জীবাণুতে আক্রান্ত হলেই তবেই আমরা ঔষধ খাই কিন্তু বেশ কিছু রোগ আছে যা আমরা আমাদের শরীরে ভিতরে থাকলেও আমরা তা টের পাই না।
তাই আমরা শরীরের ভিতর থেকে যদি সুস্থ থাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাহলে আমাদের এই প্রাণঘাতী রোগ থেকে আমরা রেহাই পেতে পারি। তাই এই নয়ন তারা ফুল গাছ গুরুত্ব অপরিসীম।
তাই আমরা শরীরের ভিতর থেকে যদি সুস্থ থাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাহলে আমাদের এই প্রাণঘাতী রোগ থেকে আমরা রেহাই পেতে পারি। তাই এই নয়ন তারা ফুল গাছ গুরুত্ব অপরিসীম।
এ প্রসঙ্গে এক বিশিষ্ট চিকিৎসক জে এন হালদার তিনি বলেন ঘরোয়া উপায়ে এই নয়নতারা গাছের ফুল শরীরের ডায়াবেটিস থেকে মুক্তি পেতে অনেকটাই সাহায্য করে।
এ প্রসঙ্গে এক বিশিষ্ট চিকিৎসক জে এন হালদার তিনি বলেন ঘরোয়া উপায়ে এই নয়নতারা গাছের ফুল শরীরের ডায়াবেটিস থেকে মুক্তি পেতে অনেকটাই সাহায্য করে।
কীভাবে খাবেন ? এই গাছের ফুল শুকনো অবস্থায় একটি কাপে সারারাত ভিজিয়ে রাখুন তারপর সকালে সেই জলটাকে ছেঁকে ফুটিয়ে অর্ধেক করে নিয়ে আপনি খেতে পারেন এরপর আপনি রক্ত পরীক্ষা করিয়ে নিয়ে ডাক্তারের পরামর্শ নিন।
কীভাবে খাবেন ?এই গাছের ফুল শুকনো অবস্থায় একটি কাপে সারারাত ভিজিয়ে রাখুন তারপর সকালে সেই জলটাকে ছেঁকে ফুটিয়ে অর্ধেক করে নিয়ে আপনি খেতে পারেন এরপর আপনি রক্ত পরীক্ষা করিয়ে নিয়ে ডাক্তারের পরামর্শ নিন।

Illegal Tree Cutting: তাপপ্রবাহের মধ্যেই কাকদ্বীপে কেটে ফেলা হল হাজার হাজার গাছ!

দক্ষিণ ২৪ পরগনা: তীব্র গরমে যখন সবাই গাছ লাগানোর কথা বলছে ঠিক তখন‌ই কাকদ্বীপে কেটে ফেলা হল হাজার হাজার গাছ। সেই ছবি দেখে আঁতকে উঠছেন অনেকেই। ‌এমন যদি অবস্থা হয় তবে আগামী দিনে আরও ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে বলে সতর্ক করে দিচ্ছেন পরিবেশপ্রেমীরা।

তীব্র গরমে পুড়ছে গোটা বাংলা। পরিবেশবিদদের মতে যথেচ্ছ হারে গাছ কেটে নেওয়ার ফল ভুগতে হচ্ছে বাংলাকে। এর‌ই মধ্যে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ব্লকের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শিবকালীনগরে প্রায় হাজারের কাছাকাছি সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠল। রাস্তার পাশে সরকারিভাবে লাগানো সোনাঝুরি গাছ কাটা শুরু হয় প্রথমে। তারপর সেই গাছ কাটার পর পাচারও হয়ে যাচ্ছিল। এলাকার মানুষ সব দেখেও ভয়ে চুপচাপ ছিল। এরপর কাকদ্বীপের বাসিন্দা তথা বিজেপি নেতা দীপঙ্কর জানা লিখিতভাবে অভিযোগ করেন কাকদ্বীপের বিডিও, এসডিও ও হারুড পয়েন্ট উপকূল থানায়।

আর‌ও পড়ুন: মোষের পিঠে চেপে মনোনয়ন পেশ কুড়মি প্রার্থী অজিতের! রইল ভিডিও

বিজেপি নেতার থেকে অভিযোগ পাওয়ার পর সমন্বিত ফেরে পুলিশের। ওই এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু গাছের গুঁড়ি বাজেয়াপ্ত করে তারা। সবকিছুর পরও প্রশ্ন উঠছে, সরকারিভাবে লাগানো এই গাছ কার অনুমতিতে কাটা হচ্ছিল। বন দফতরের অনুমতি ছিল কিনা সেটাও স্পষ্ট নয়। সবচেয়ে ভয়াবহ বিষয় হল পরিবেশ ক্রমশ চরম হয়ে উঠলেও প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ, কারোর মধ্যেই বিশেষ একটা সচেতনতা দেখা যাচ্ছে না।

নবাব মল্লিক

SSC রায়ে ১১ জনের চাকরি গিয়েছে, সাড়ে পাঁচ হাজার পড়ুয়ার স্কুলে এখন মোটে ৩০ জন শিক্ষক!

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর। এই এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নামী শিক্ষা প্রতিষ্ঠান হল কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল। এটি জেলার‌ও অন্যতম নামকরা স্কুল। পড়ুয়ার সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার। কিন্তু আগে থেকেই সেই অনুপাতে স্কুলের স্থায়ী শিক্ষক-শিক্ষিকা ছিল না। পার্শ্বশিক্ষক এবং স্থায়ী শিক্ষক মিলিয়ে সংখ্যাটা ছিল ৫৫ জন। কিন্তু কলকাতা হাইকোর্ট নিয়োগে দুর্নীতির কারণে ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে দেওয়ায় এখানকার ১১ জন শিক্ষক চাকরি খুইয়েছেন। ফলে তাঁরা আর স্কুলে আসছেন না। এতে ক্লাস করাই সমস্যার হয়ে দাঁড়িয়েছে।

৫৫ জন শিক্ষক থেকে প্রথমে ১৪ জন কমে যায়। এরপর আবারও এই স্কুলের ১১ জন শিক্ষক-শিক্ষিকার সংখ্যা কমেছে। এমন একটি গুরুত্বপূর্ণ স্কুল বর্তমানে মাত্র ৩০ জন শিক্ষক-শিক্ষিকাকে নিয়ে চলছে। সেখানে মোট পড়ুয়ার সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার। বোঝাই যাচ্ছে এতে পড়াশোনা কার্যত লাটে ওঠার জোগাড় হয়েছে।

আর‌ও পড়ুন: দুর্গা-কালী-শিব তিন দেবতার নামে জয়ধ্বনি দিয়ে বাংলায় বক্তব্য শুরু মোদির

এই বিষয়ে মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষকের চন্দন মাইতি বলেন, প্রায় সাড়ে পাঁচ হাজারের বেশি ছাত্রছাত্রী পড়ে। কিন্তু যদি একসঙ্গে এতজন শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে যায় তাহলে স্কুলের পঠন-পাঠন চলবে কীভাবে? তিনি জানান, হাইকোর্টের নির্দেশে ১১ জনের চাকরি চলে যাওয়া ছাড়াও সম্প্রতি তিনজন শিক্ষক-শিক্ষিকা উৎস্যশ্রী পোর্টালের মাধ্যমে বদলি হয়ে যান।

তবে শুধু কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল নয়, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্যান্য স্কুলেও এই সমস্যা দেখা দিয়েছে‌। দ্রুত এই সমস্যার সমাধান হোক, এটাই এখন চাইছেন অভিভাবক থেকে শুরু করে প্রধান শিক্ষকরাও।

নবাব মল্লিক

Rain Updates: রবিবার থেকেই হাওয়া-বদল! উত্তাল হতে পারে সমুদ্র, দক্ষিণবঙ্গের দুই জেলায় সতর্ক করা হল মৎস্যজীবীদের

চলছে ব্যান পিরিয়ড। এমনিতেই সমুদ্রে যাওয়া বন্ধ মৎস্যজীবীদের। তার মধ্যেই সমুদ্র উত্তাল হওয়ার সতর্কতা জারি করা হল আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
চলছে ব্যান পিরিয়ড। এমনিতেই সমুদ্রে যাওয়া বন্ধ মৎস্যজীবীদের। তার মধ্যেই সমুদ্র উত্তাল হওয়ার সতর্কতা জারি করা হল আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
তাপপ্রবাহের পরিস্থিতি রবিবার থেকে পরিবর্তন হবে। সোম-থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তাপপ্রবাহের পরিস্থিতি রবিবার থেকে পরিবর্তন হবে। সোম-থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া এতটাই পরিবর্তন হতে চলেছে যার জেরে সপ্তাহের শুরুতে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধ করে দেওয়া হয়েছে।
আবহাওয়া এতটাই পরিবর্তন হতে চলেছে যার জেরে সপ্তাহের শুরুতে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধ করে দেওয়া হয়েছে।
ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে আগামী সোম ও মঙ্গলবার সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের। যদিও এখন মৎস্যজীবীরা সমুদ্রে যান না।
ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে আগামী সোম ও মঙ্গলবার সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের। যদিও এখন মৎস্যজীবীরা সমুদ্রে যান না।
পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের জন্য থাকছে এই সতর্কতা। এই দুই জেলারই অনেকেই সমুদ্রে যান।
পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের জন্য থাকছে এই সতর্কতা। এই দুই জেলারই অনেকেই সমুদ্রে যান।
বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে সতর্ক থাকতে হবে সকলকে।
বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে সতর্ক থাকতে হবে সকলকে।