Category Archives: দক্ষিণবঙ্গ

Bangla News: মর্মান্তিক! বর্ধমানে বাড়ি ধসে মৃত এক! আহত দুই মহিলা

বর্ধমান: পরিকল্পনা ছিল মাটির বাড়ি পাকা করার। সেইমতো কাটা হয়েছিল নীচের একাংশ। সেখানে লোহার রড ঢুকিয়ে পিলার তৈরির পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল বিপর্যয়। সেই বাড়ি ধসে মৃত্যু হল এক মহিলার। গুরুতর আহত হয়েছেন আরও দুই মহিলা।

পূর্ব বর্ধমানের খন্ডঘোষের গোপালবেড়া অঞ্চলের পূর্বচক গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি  মাটির বাড়ি ভেঙে পড়ে তিনজন চাপা পড়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ধ্বংসস্তুপের নিচে যারা চাপা পড়ছেন তারা তিনজনই মহিলা। ঘটনাস্থলে পৌঁছয় খন্ডঘোষ, রায়না থানা ও সেহারাবাজার ফাঁড়ির পুলিশ। জেসিবি মেশিন দিয়ে উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন গোটা গ্রামের মানুষও।

প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় শেষমেষ তিনজন মহিলা কে উদ্ধার করে দ্রুততার সঙ্গে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে তাদের মধ্যে জুলেখা বেগম (৩৩) এর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। জানা গেছে বাড়ির মালিকের নাম শেখ হবিবর ইসলাম। আহতরা হলেন প্রতিবেশী মধুরানী বেগম ( ৩৮ ) এবং সাবানা বেগম (২৮)। তাঁরা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: ‘সবাই SSKM যাচ্ছেন, আপনি যাবেন না?’ প্রশ্ন শুনেই চমকে ওঠা উত্তর পার্থর! কাকে নিশানা?

ঘটনার বেশ কিছুক্ষণ পর বর্ধমান থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে। গ্রামবাসীদের সূত্রে জানা গেছে, মাটির দোতলা বাড়িটির মেরামতের কাজ চলছিল। মাটির মেঝে খুঁড়ে দেওয়ালে লোহার রড ঢোকানোর কাজ চলছিল। নিচ থেকে দোতলায় বেশ কিছু সামগ্রী, আসবাব ওপরে তুলে দেওয়া হয়েছিল। বাড়ির বড় বউমা জুলেখা বেগম একটি আলমারি সরাতে যাওয়ার সময়ই আচমকা ওপরের দেওয়াল হুড়মুড়িয়ে পড়ে আলমারিটির ওপর। এইসময় আরো দুই প্রতিবেশী মহিলা সেখানে ছিলেন। তিনজনই দেওয়াল চাপা পড়ে যায়।

আরও পড়ুন: কী চরম দুর্দিন পার্থ চট্টোপাধ্যায়ের জীবনে! যা বললেন আইনজীবী, মাথায় হাত অনুগামীদের

বাড়িটির কিছুটা অংশ পাশেই পুকুরের দিকেও ভেঙে পড়ে। আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশকে। এরপরই একটি জেসিবি মেশিন নিয়ে এসে উদ্ধারকাজ শুরু করে পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় চাপা পড়া তিনজন মহিলাকেই উদ্ধার করে দ্রুততার সঙ্গে বর্ধমান মেডিক্যালে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ। যদিও আহতদের মধ্যে জুলেখা বেগমের মৃত্যু হয় হাসপাতালে। এই ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে। পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে সেখানে।

West Bengal Weather Update: বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তিশালী হওয়ার পূর্বাভাস, ডিসেম্বরের শুরুতেই কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন

ডিসেম্বরের শুরুতেই কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা! বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তিশালী হওয়ার পূর্বাভাসে সেই আশঙ্কার মেঘ দেখছেন আবহাওয়াবিদরা। আগামিকাল, শনিবার আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত প্রথমে নিম্নচাপ ও পরে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে।
ডিসেম্বরের শুরুতেই কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা! বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তিশালী হওয়ার পূর্বাভাসে সেই আশঙ্কার মেঘ দেখছেন আবহাওয়াবিদরা। আগামিকাল, শনিবার আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত প্রথমে নিম্নচাপ ও পরে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে।
নিম্নচাপ শক্তি বাড়ানোয় আবহাওয়াবিদদের আশঙ্কা ডিসেম্বরের শুরুতেই বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ৷

নিম্নচাপ শক্তি বাড়ানোয় আবহাওয়াবিদদের আশঙ্কা ডিসেম্বরের শুরুতেই বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ৷
এদিকে কলকাতায় তাপমাত্রার পারদ আরও একটু নামল। মরশুমের প্রথম ১৮ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা। আজ, শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে ৷ উইকেন্ডে জমিয়ে শীতের আমেজ। শীতের অনুকূল পরিস্থিতি রাজ্যে।

এদিকে কলকাতায় তাপমাত্রার পারদ আরও একটু নামল। মরশুমের প্রথম ১৮ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা। আজ, শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে ৷ উইকেন্ডে জমিয়ে শীতের আমেজ। শীতের অনুকূল পরিস্থিতি রাজ্যে।
কলকাতায় আজ, শুক্রবার পরিষ্কার আকাশ। ধীরে ধীরে কমছে রাতের তাপমাত্রা। সকাল এবং সন্ধ্যায় শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে সামান্য উষ্ণতা । শুক্র ও শনিবার অর্থাৎ উইকেন্ডে শীতের আমেজ বেশি অনুভূত হবে।
কলকাতায় আজ, শুক্রবার পরিষ্কার আকাশ। ধীরে ধীরে কমছে রাতের তাপমাত্রা। সকাল এবং সন্ধ্যায় শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে সামান্য উষ্ণতা । শুক্র ও শনিবার অর্থাৎ উইকেন্ডে শীতের আমেজ বেশি অনুভূত হবে।
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি বেশি। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা এক ডিগ্রি নীচে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৯ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি বেশি। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা এক ডিগ্রি নীচে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৯ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Crime News: দেখে মনে হবে কোনও সিনেমা! হাসপাতালের সামনে দেহ ফেলে চম্পট দিল গাড়ি

হরিহরপাড়া: একেবারে ফিল্মি কায়দায় হাসপাতালের সামনে মৃতদেহ ফেলে রেখে চম্পট দিল একটি গাড়ি। হরিহরপাড়া থানার চোয়া গ্রামের বাসিন্দা মিনারুল ইসলাম পেশায় গাড়ি চালক। অভাবের সংসারে দুটো রোজগারের জন্য পুণেতে গাড়ি চালানোর কাজ করেন। এক মাস আগে এক নাবালিকার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে মিনারুল ইসলামের ছেলে। তারপর থেকেই মেয়ের পরিবারের লোকেরা হুমকি দিত বলে অভিযোগ।

এই নিয়ে আদালতে মামলাও চলছে। মিনারুল ইসলামের স্ত্রীকে পুলিশ গ্রেফতার করে। জামিনে ছাড়া পাওয়ার পর বেশ কিছুদিন ধরে ঘরছাড়া ছিল মিনারুলের পরিবার। কিছুদিন আগেই পুণে থেকে গ্রামে ফেরে মিনারুল ইসলাম। অভিযোগ বুধবার রাতে ওই নাবালিকার আত্মীয়রা মিনারুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে হরিহরপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সামনে এক ব্যক্তির মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সহ গাড়ির চালক।

হাসপাতাল কর্তৃপক্ষ হরিহরপাড়া থানায় খবর দিলে পুলিশ আসলে জানা যায় মৃতদেহটি মিনারুল ইসলামের। খবর পেয়ে পরিবারের লোকেরা এসে মৃতদেহ সনাক্ত করে। পরিবারের অভিযোগ ওই নাবালিকার পরিবারের লোকেরাই খুন করেছে মিনারুলকে। হাসপাতালের চিকিৎসক ডাঃ রবীন্দ্র বিশ্বাস বলেন, আমরা মৃতদেহটি উদ্ধার করে থানায় খবর দিই। মৃতদেহের গলায় দাগ রয়েছে। পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

মৃতের দাদা সোহরাবউদ্দিন শেখ বলেন, আমার ভাইপো একটি মেয়েকে নিয়ে পালিয়ে যায়। তারপর থেকে ওদের আর কোনও খোঁজ নেই। কিন্তু মেয়ের পরিবারের লোকেরা প্রায়ই হুমকি দিতে থাকে। এইনিয়ে আদালতে মামলাও চলছে। ওই মেয়ের পরিবারের লোকেরাই আমার ভাইকে খুন করেছে। আমি চাই পুলিশ তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করুক।

আরও পড়ুন, কোচের পদ থকে সরছেন রাহুল দ্রাবিড়! টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ ঠিক করে ফেলেছে বিসিসিআই

আরও পড়ুন, আজ নবান্নেও উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগের প্রস্তাব নিয়ে পর্যালোচনা

মৃতের স্ত্রী শেফালী বিবি বলেন, আমার স্বামী পুণেতে গাড়ি চালকের কাজ করে। ছেলে একটি মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তারপর থেকে মেয়ের পরিবারের লোকেরা আমাদের উপর খুব অত্যাচার করছে। আমাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় পরে জামিনে ছাড়া পায়। কিন্তু আমি জানিনা আমার ছেলে কোথায় আছে। আতঙ্কে আমি অনেকদিন বাড়ি ছাড়া ছিলাম। এইসব ঘটনা জানতে পেরে আমার স্বামী পুণে থেকে বাড়ি ফেরে।

বুধবার রাতে ওই মেয়ের আত্মীয়রা ওকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে আর কোনও যোগাযোগ হয়নি। সকালে জানতে পারি হাসপাতালের সামনে গাড়ি করে মৃতদেহ ফেলে রেখে গিয়েছে। আমি বিচার চাই। আমি আমার স্বামীর খুনিদের শাস্তি চাই।

Burdwan: ওটা আবার কে! বর্ধমানে ভূতুড়ে কাণ্ড, রাতে একা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে তরুণী

বর্ধমান: এ যেন এক ভূতুড়ে কান্ড! বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে গভীর রাতে বিনা বাধায় ঘুরে বেরাচ্ছেন এক তরুণী। বাইরে থেকে তাকে উদ্দেশ্য করে ডাকলেন কেউ কেউ। কিন্তু সেদিকে কোনও ভ্রুক্ষেপ নেই তরুণীর। হাঁটতে হাঁটতে হারিয়ে গেলেন গাছের ফাঁকে। আর দেখা নেই তাঁর।

সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সেই ভিডিও। তা এখন সকলের হাতে হাতে ঘুরছে। আচ্ছা বলুন, তো শেষ পর্যন্ত কি হল ওই তরুণীর? ভিডিওয় দেখা যাচ্ছ, ঘটনাটি  বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ গেটের। সেখানে দেখা নেই নিরাপত্তারক্ষীদের। কয়েকজন বাইরে থেকে চিৎকার করছেন বেরিয়ে আসার জন্য। কিন্তু তাতে কর্ণপাত করছেন না তরুণী। ভেতরের রাস্তা ধরে যেতে যেতে লহরের ধারে গাছের আড়ালে হারিয়ে যাচ্ছেন। আবার বেরিয়ে আসছেন।

কিছু পরে লহরের ধারে গাছের আড়ালে একেবারে হারিয়ে গেলেন। দেখে ভুতুড়ে কাণ্ড মনে হতে পারে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের চারপাশে রাজ আমলের পরিখা কাটা। সেই জলাশয়কে লহর নামে চেনেন সকলে। দু দিন আগেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই গোলাপবাগ ক্যাম্পাসের জলাশয় থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। তা নিয়ে ইতিমধ্যেই নানান প্রশ্ন উঠেছে। তারপরই সামনে  এসেছে এই ভাইরাল ভিডিও।

আরও পড়ুন, কোচের পদ থকে সরছেন রাহুল দ্রাবিড়! টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ ঠিক করে ফেলেছে বিসিসিআই

আরও পড়ুন, আজ নবান্নেও উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগের প্রস্তাব নিয়ে পর্যালোচনা

সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছে, কয়েকদিন আগে এই ভিডিওটি তোলা হয়েছে। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, ভিডিওতে দেখা তরুণীর দেহই কি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের লহর থেকে উদ্ধার হয়েছে? পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ভিডিওতে তরুণীকে দেখা গেলেও মেন গেটের কাছে নিরাপত্তারক্ষীদের ঘরে তাঁদের কাউকে দেখা যায়নি। তরুণীর দেহ উদ্ধারের পর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠতে শুরু করে। তবে এখনও ওই তরুণীর পরিচয় জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অনেকেই বলছেন হতে পারে ওই তরুণী মানসিক ভারসাম্য হারিয়েছিলেন। কিন্তু তাকে নিরাপত্তারক্ষীরা দেখতে পেলেন না কেন? তারা সজাগ থাকলে হয়তো ওই তরুণীকে এভাবে প্রাণ হারাতে হতো না।

Jagadhatri Puja 2023: হ্যারি পটারের জাদু সাম্রাজ্য দেখতে উপচে পড়ছে ভিড়

অশোকনগরেই দেখা মিলছে হ্যারি পটারের জাদুনগরীর। আর সন্ধ্যা নামলেই দীর্ঘ লাইন পরছে এই জাদু সাম্রাজ্য দেখার জন্য
অশোকনগরে উঠে এসেছে হ্যারি পটারের হগ‌ওয়ার্ডস জাদুনগরী। তা দেখতে সন্ধে নামলেই উপচে পড়ছে মানুষের ভিড়।
পুজো উদ্যোক্তাদের অভিনব চিন্তা ভাবনা সারা ফেলে দিয়েছে মানুষের মধ্যে, দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় জমাচ্ছেন এই মন্ডপ দেখার জন্য
পুজো উদ্যোক্তাদের অভিনব চিন্তাভাবনা সাড়া ফেলে দিয়েছে মানুষের মধ্যে। দূরদূরান্ত থেকে মানুষজন ভিড় জমাচ্ছেন এই মণ্ডপ দেখার জন্য।
অশোকনগর কল্যাণগড় পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বেকারির মোড় ভাতৃ সংঘের জগদ্ধাত্রী পুজোয় দেখা মিলছে এই থিমের
অশোকনগর -কল্যাণগড় পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেকারির মোড় ভাতৃ সংঘের জগদ্ধাত্রী পুজোয় দেখা মিলছে এই থিমের
মন্ডপে প্রবেশের পর নীলচে আলোয় গুহায় প্রবেশের পরই দেখা মিলছে এলইডি স্ক্রিনে হ্যারি পটার জাদুর নগরীর ওপর নির্মিত সিনেমার নানা ঘটনা ও চরিত্রের
নীলচে আলোয় গুহায় প্রবেশের পরই দেখা মিলছে এলইডি স্ক্রিনে হ্যারি পটার জাদুনগরীর উপর নির্মিত সিনেমার নানা ঘটনা ও চরিত্রের
জগদ্ধাত্রী পুজোর এই মন্ডপ দেখতে এখন প্রতিদিন সন্ধ্যায় হাজার হাজার মানুষ ভিড় করছেন কল্যাণগড়ে
জগদ্ধাত্রী পুজোর এই মণ্ডপ দেখতে এখন প্রতিদিন সন্ধেয় হাজার হাজার মানুষ ভিড় করছেন কল্যাণগড়ে

Jagadhatri Puja 2023: ফেলে দেওয়া লোহার জিনিসের দিয়ে তৈরি মণ্ডপ, শিল্পকর্ম দেখে অবাক সকলে

উত্তর ২৪ পরগনা: মানুষের ব্যবহার করার পর ফেলে দেওয়া লোহার নানা জিনিসপত্র দিয়ে সেজে উঠেছে মণ্ডপ। কল্যাণগড়ের নেতাজি বাগ জগদ্ধাত্রী পুজোয় এমনই দৃশ্য দেখা গেল। ফেলে দেওয়া লোহার জিনিসের শিল্পকর্ম দেখে অবাক হয়ে যাচ্ছেন দর্শনার্থীরাও।

আরও পড়ুন: ১০ তলা ওপিডি বিল্ডিং, উন্নত চিকিৎসা পরিষেবার পথে রামপুরহাট মেডিকেল

কল্যাণগড়ের এই জগধাত্রী পূজা এবার ৪৭ তম বর্ষের পদার্পণ করেছে। সেখানে মানুষের ব্যবহারের বাইকের অংশ দিয়ে বানানো হয়েছে পিঁপড়ে থেকে ফড়িং। এই রকম নানান ধরনের ফেলে দেওয়া লোহার জিনিস দিয়েই সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ। পাশাপাশি আলোর খেলাও রীতিমতো মন কেড়েছে দর্শনার্থীদের। মণ্ডপে প্রবেশের পথে লোহার গোল অয়াশার ব্যবহার করে ফুটিয়ে তোলা হয়েছে মানুষের মুখমণ্ডলী। গাড়ির ছোট স্প্রিং ব্যবহার করে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন চরিত্র। কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজোগুলির মধ্যে এবার অন্যতম নজরকাড়া এই মণ্ডপটি। দেখতে সন্ধ্যের পর থেকেই ভিড় জমছে মানুষের।

আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

ফেলে দেওয়া জিনিসের এমন সুন্দর ব্যবহার দেখে মুঠো ফোনে ক্যামেরাবন্দি করছেন সকলেই। পুজো মণ্ডপে প্রতিদিনই বসছে সংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে নামিদামি শিল্পীরা পারফর্ম করছেন। ভিড় সামাল দেওয়ার জন্য মণ্ডপ চত্বরে রাখা হয়েছে পুজো উদ্যোক্তাদের তরফ থেকে ভলেন্টিয়ার। তাই লৌহ মানবের থিমে এই বিশেষ প্যান্ডেল দেখতে আসতেই হবে কল্যাণগড়ে।

রুদ্রনারায়ণ রায়

North 24 Parganas News: ক্ষোভ সামাল দিতে দুয়ারে দুয়ারে পোস্টার হাতে ক্ষমা চাইছেন কাউন্সিলর! জলকষ্টে নাজেহাল বারাসত, মধ্যমগ্রাম

উত্তর ২৪ পরগনা: বারাসত, মধ্যমগ্রাম ও নিউ ব্যারাকপুরের বিস্তীর্ণ এলাকাজুড়ে কয়েক দিন ধরেই চলছে চরম জলকষ্ট। নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য মিলছে না জল। ফলে চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা। পরিস্থিতির চাপে বাধ্য হয়ে দুয়ারে দুয়ারে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন স্বয়ং কাউন্সিলর।

আরও পড়ুন: শিল্পীর নিজের কাঠ শিল্পের সংগ্রহশালা, না দেখলে অজানা থেকে যাবে অনেক কিছুই

জল কষ্টের কারণে এলাকাবাসীর মনে যে ক্ষোভের সঞ্চার হয়েছে তা সামাল দিতে এমনই কাণ্ড ঘটালেন কাউন্সিলর। এটা মধ্যমগ্রামের দৃশ্য হলেও বারাসতের ছবিটাও খুব আলাদা নয়। সেখানেও স্নান, বাসনমাজা, ঘর মোছা সবই প্রায় বন্ধ। বাধ্য হয়ে ঘটি, বাটি, মগে করে জল ধরে রাখতে দেখা যাচ্ছে এলাকাবাসীদের। জানা গিয়েছে, মুড়াগাছা এলাকায় গঙ্গার পাইপ লাইনে কাজের সময় ফাটল দেখা দেওয়ায় এই বিপত্তি দেখা দিয়েছে।

আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই ঘটনার জেরে গত তিনদিন ধরে জল পাচ্ছে না মধ্যমগ্রাম, বারাসতের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। এই বিপর্যয় সামাল দিতে পুরসভার তরফে কিছু জলের ট্যাঙ্ক বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়। কিন্তু তাতে এলাকাবাসীদের জলের চাহিদা মেটেনি। এই অবস্থায় ক্ষোভ চরমে উঠেছে ভুক্তভোগীদের। কিছু কিছু জায়গায় জল এলেও সেখানে প্রেসার এতটাই কম যে তাতে একটি বালতি ভরতে ঘণ্টার পর ঘণ্টা সময় চলে যাচ্ছে। তাই স্থানীয় জনপ্রতিনিধি বাধ্য হলেন মানুষের কাছে ক্ষমা চাইতে।

রুদ্রনারায়ণ রায়

South 24 Parganas News: সরকারি প্রাথমিক স্কুলের ‘হাই ডিমান্ড’, অভিভাবকরা নিজের সন্তানকে এখানেই ভর্তি করতে চায়! তাতে যা হল…

দক্ষিণ ২৪ পরগনা: গল্প কথা নয়, সত্যিই লটারির মাধ্যমে পড়ুয়া ভর্তি করছে এই সরকারি প্রাথমিক স্কুলটি। এমন অবাক ঘটনার সাক্ষী থাকল জয়নগরের মানুষ। যখন সবার মধ্যে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করানোর ঝোঁক দেখা যাচ্ছে ঠিক সেই সময় বাংলা মাধ্যম এই সরকারি প্রাথমিক স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করার জন্য ঝাঁপিয়ে পড়েছেন অভিভাবকরা। তাই বাধ্য হয়ে লটারির মাধ্যমে পড়ুয়া ভর্তির সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: শিল্পীর নিজের কাঠ শিল্পের সংগ্রহশালা, না দেখলে অজানা থেকে যাবে অনেক কিছুই

সাধারণত হাই স্কুলের লটারি মাধ্যমে পড়ুয়া ভর্তি নিতে দেখা যায়। তবে এক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়েও লটারির মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি নিচে বাধ্য হল দক্ষিণ ২৪ পরগনার এই প্রাথমিক স্কুলটি। যা আসলে সরকারি শিক্ষা ব্যবস্থার সাফল্যের ইঙ্গিত দেয়।

আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

স্থানীয় সূত্রে কথা বলে জানা গিয়েছে, এই প্রাথমিক স্কুলটি সরকারি হলেও এখানে পড়ুয়াদের মন দিয়ে পড়ানোর পাশাপাশি তাদের কঠোর হাতে নিয়ম-শৃঙ্খলা শেখানো হয়। পাশাপাশি প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত কম্পিউটার শিক্ষার সুযোগ আছে স্কুলটিতে। সেই কারণেই জয়নগর এলাকার সকল অভিভাবক নিজের সন্তানদের এখানে ভর্তি করতে চান।

সুমন সাহা

Jagadhatri Puja 2023: কপালে সিঁদুর পরে, মাথায় শাড়ির ঘোমটা টেনে দেবীকে বরণ করেন পুরুষরা!

হুগলি: নারী নয়, এখানে পুরুষরা মাথায় ঘোমটা দিয়ে বরণ করেন মা জগদ্ধাত্রীকে। ২৩১ বছর ধরে এই প্রথাই চলে আসছে ভদ্রেশ্বরের তেঁতুলতলা বারোয়ারি জগদ্ধাত্রী পুজোয়। এই বছরও তার ব্যতিক্রম ঘটেনি। মোট ১৫ জন পুরুষ একেবারে মহিলাদের মতো সেজে মাথায় ঘোমটা দিয়ে দেবীর কনকাঞ্জলি ও বিদায়বরণ সম্পন্ন করলেন সুষ্ঠভাবে।

কথিত ইতিহাস অনুযায়ী, ইংরেজ ও ফরাসিদের ছাউনি ছিল ভদ্রেশ্বরের গৌরহাটি এলাকায়। সেই সময় নিরাপত্তার কারণে মহিলারা বাড়ি থেকে বের হতেন না। তাঁদের অন্দরমহলেই রাখা হত। তাই তৎকালীন সময়ে জগদ্ধাত্রী পুজোর আচার অনুষ্ঠান পুরুষরাই সামলাতেন। এমনকি পরিবারের মহিলার যেভাবে বাড়ির ঠাকুরকে বরণ করতেন সেভাবেই পুরুষরা এখানে দেবীকে বরণ করেন। মহিলাদের মতই শাড়ি পরে মাথায় সিঁদুর লাগিয়ে বরণ ডালা নিয়ে দেবী জগদ্ধাত্রীকে বরণ করার এই প্রথা আজও চালু আছে। তার পর রীতি মেনেই শোভাযাত্রা বের হয়।

২৩১ বছরের আগে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুর গৌরহাটিতে বাস করতেন।তিনি রাজা কৃষ্ণচন্দ্রের অনুমতি নিয়ে দুই বিধবা কন্যাকে নিয়ে নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু করেন। পরবর্তীতে সেই পুজো বন্ধ হয়ে যায়। বদলে সেই পুজো আবার শুরু হয় তেঁতুলতলা বারোয়ারির হাত ধরে। ইংরেজ শাসনকালে এই অঞ্চল জঙ্গলে ভরা ছিল। মহিলারা বাড়ির অন্দরে থাকতেন। এই এলাকাগুলিতে গোরা সৈনিক থাকার কারণে নিরাপত্তা অভাব সব সময় লেগেই থাকত। মহিলাদের উপর অত্যাচারের কারনে তারাও আর বাড়ি থেকে বেরোতেন না। তাই সেই পরিস্থিতিতে কয়েকশো বছর ধরে চলে আসা পুরুষদের দিয়েই বরণের প্রচলন আজও চলে আসছে।

রাহী হালদার

Jagadhatri Puja 2023: যমরাজের দরবারে কীভাবে বিচার হয় দেখতে উপচে পড়ছে ভিড়

উত্তর ২৪ পরগনা: মৃত্যুর পর কী হয়, কেমন হয় জীবন! ইহলোকে দোষ করলে পরলোকে কি শাস্তি পেতে হয়? অশোকনগর-কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজোর থিম মৃত্যুর পর যমালয়ের বিচারসভা! ফুটবল কোচিং সেন্টারের ২৪ তম বর্ষের পুজোয় এই ভাবনা ফুটে উঠেছে।

আরও পড়ুন: ১০ তলা ওপিডি বিল্ডিং, উন্নত চিকিৎসা পরিষেবার পথে রামপুরহাট মেডিকেল

বিচারসভায় দেখা মিলছে চিত্রগুপ্ত, যমরাজের মতো চরিত্রদের। রয়েছে চিত্রগুপ্তের সেই বিশেষ খাতা, যেখানে হিসেব রাখা হয় সমস্ত দোষ-গুণের। আর তা মিলিয়ে বিচার করেই শাস্তি মেলে যমরাজের দরবারে। কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজোর অন্যতম বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে এটি। এই পুজোর উদ্বোধন করেছেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগর কল্যাণগড়ের পুরপ্রধান প্রবোধ সরকার, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিরা।

আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এখানে প্রতিমাতেও বিশেষত্ব আছে। এই থিম দর্শকদের পছন্দ হয়েছে। তা বিচারকদেরও মন ছুঁয়ে যাবে বলে উদ্যোক্তাদের আশা। মৃত্যুর পর যমরাজের দরবারে কেমনভাবে বিচার হয় তা জানতে আপনিও এখানে আসতে পারেন।

রুদ্রনারায়ণ রায়