Category Archives: অন্যান্য খেলা

Malda News: বক্সিংয়ে তিনটি সোনা মালদহের ঝুলিতে

মালদহ: বক্সিংয়ে দারুণ সাফল্য জেলার। তিনটি সোনা জিতল মালদহের বক্সাররা। জেলার তিন প্রতিভাবান খেলোয়ার রাজ্য স্তরের বক্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। এতে খুশির হাওয়া জেলার ক্রীড়া মহলে।

আরও পড়ুন: শীতে ছাদ বাগান সাজাতে ডালিয়ার জুরি মেলা ভার, এইভাবে পরিচর্যা করলে হবে দারুন ফুল

দীর্ঘদিন পর মালদহ জেলার ক্রীড়াবিদরা বক্সিং প্রতিযোগিতায় সাফল্য পেল। ওপেন বেঙ্গল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় এই সোনা জয়। সোনা জয়ী খেলোয়াড়দের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান মালদহ জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৃষ্ণেন্দু নারায়ণচৌধুরী বলেন, বক্সিং ছাড়াও অন্যান্য খেলাধুলোতে ভাল ফল করছে মালদহের খেলোয়ারেরা। আমরা সব সময় তাদের পাশে থেকে সাহায্যর হাত বাড়িয়ে দিচ্ছি। আরও ভাল খেলাধুলোর মান বৃদ্ধি করার পরিকল্পনা করেছি। জানা গিয়েছে, চলতি মাসের ১৮ এবং ১৯ তারিখ ওপেন বেঙ্গল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আলিপুরদুয়ার জেলায়। পশ্চিমবঙ্গ সহ মোট ১২ টি রাজ্যের খেলোয়াররা অংশগ্রহণ করেছিল ওই প্রতিযোগিতায়। অংশগ্রহণ করেছিল বেশ কয়েকজন। তাদের মধ্যে রবি শেখ, দেবরাজ বাসফোর ও প্রিয়াঙ্কা রায় নিজেদের বিভাগে সোনা জেতেন। এছাড়াও রুপো পেয়েছে সোমনাথ দাস এবং ব্রোঞ্জ পেয়েছে দীপ বর্মন।

হরষিত সিংহ

FIH junior World Cup : ভুবনেশ্বর বসছে বিশ্বকাপের আসর, অলিম্পিকে পদক জয়ী বড়রাই অনুপ্রেরণা হকির জুনিয়রদের

#ভুবনেশ্বর: টোকিওর নীল অ্যাস্ট্রোটার্ফে যখন প্রবল পরাক্রমশালী জার্মানিকে হারিয়ে ইতিহাস তৈরি করেছিল ভারতের সিনিয়র হকি দল, তখন দেশে বসেই সেই ইতিহাসের সাক্ষী থেকেছিলেন পবন, সাহিল, অভিষেক লকরা, সুনীল জোজোরা। এরা জুনিয়র ভারতীয় হকি দলের সদস্য। অধিনায়ক বিবেক সাগর সিনিয়র দলে খেলে ফেলেছেন। কিন্তু বয়স অল্প হওয়ায় জুনিয়ার বিশ্বকাপে তার খেলতে অসুবিধা নেই। জুনিয়র হকি বিশ্বকাপের জন্য ভারতের যুব দল অলিম্পিকে বড়দের সাফল্যের থেকে অনুপ্রেরণা নিচ্ছে।

আরও পড়ুন – Kolkata Derby ISL : আগামী শনিবার ডার্বিতে রয় কৃষ্ণদের বিরুদ্ধে কোন ছকে খেলবে ইস্টবেঙ্গল ? জানুন

গতবারের চ্যাম্পিয়ন ভারত বুধবার ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপের সফর শুরু করবে। এই বছরের টোকিও অলিম্পিকে রুপো জয় করে এনেছে ভারত। ৪১ বছর পর হকিতে অলিম্পিকে পদক জয় করে ইতিহাস সৃষ্টি করেছে এবারের ভারতীয় হকি দল। তাদের সাফল্য থেকেই অনুপ্রেরণা পাচ্ছে ছোটদের জাতীয় হকি দল। ভারতীয় হকির সফল ২০২১ মরসুমকে তৃতীয় বারের জন্য বিশ্বকাপ জিতে ঐতিহাসিক করে তুলতে চায় এই যুব হকি দল।

জুনিয়র তারকারা ২০১১তে অস্ট্রেলিয়াতে প্রথমবারের জন্য বিশ্বকাপ জেতে এবং ২০১৬ সালে লখনৌতে তাদের খেতাব রক্ষা করে। এই যুব বিশ্বকাপকে বলা হয় সিনিয়র দলে জায়গা পাওয়ার প্রথম পদক্ষেপ। এরকম দেখা গেছে ২০১৬ বিশ্বকাপে ভারতীয় দলের নয় জন ২০২১ টোকিও অলিম্পিকে ভারতীয় দলে থাকতে। যুব দলের প্লেয়াররা চাইবে বিশ্বকাপে ভাল প্রদর্শন দেখিয়ে নির্বাচকদের নজর কাড়তে যাতে তারা তাড়াতাড়ি সিনিয়র দলে জায়গা পায়।

তাদের সুযোগ হয়েছিল সিনিয়র দলের সঙ্গে অনুশীলন করার এবং টেকনিক্যাল প্রশিক্ষণ নেওয়ার। তাই মনপ্রীত, মনদিপ, শ্রীজেশদের মত অভিজ্ঞ প্লেয়ারদের থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছিল তাদের। শুধু তাই নয়, সিনিয়র দলের কোচ গ্রাহাম রিড এবং যুব দলের কোচ কারিপ্পা দুজনে এক সঙ্গে ছোটদের প্রশিক্ষণ দিয়েছেন। গ্রাহাম রিড বললেন যে যুব প্লেয়াররা বিদেশের মাটিতে গিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ না পেলেও ভুবনেশ্বরে সিনিয়র দলের সঙ্গে বেশ মূল্যবান অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছে।

ভুবনেশ্বরে আসার পর তিনি সবার আগে নতুন পিচের সাথে ধাতস্থ হলেন। ভারতের যুবদল পুল বি তে জায়গা পেয়েছে যেখানে তাদের সাথে আছে ফ্রান্স, কানাডা এবং পোল্যান্ড। ভারত এই পুলের ফেভারিট। প্রত্যেকটি পুল থেকে প্রথম দু’টি দল পরবর্তী রাউন্ডে যাবে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড করোনার কারণে নাম তুলে নেওয়ায় বিশ্বকাপের ফেভারিটদের মধ্যে আছে ভারত, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং জার্মানি। এদের মধ্যে জার্মানি সবথেকে বেশি বার (৬ বার) এই খেতাব জয় করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিশর এই প্রথমবার জুনিয়র দল পাঠিয়েছে।

Djokovic Calendar : ইতিহাসের হাতছানি থেকে সামান্য দূরে জকোভিচ

#নিউইয়র্ক: তাঁর ছাত্রের হাতে বিশ্বের এক নম্বর টেনিস তারকার হার হবে, এমনটাই ভবিষ্যদ্বাণী করেছিলেন ইতালিয়ান টেনিস তারকা বেরেত্তিনির কোচ। যদিও আজকের আগে পর্যন্ত একবারওই জকোভিচের বিরুদ্ধে জিততে না পারা ছাত্রকে নিয়ে ঠিক কোন কারণে এবার এতটা আত্মবিশ্বাসী ছিলেন তিনি জানা নেই। কিন্তু অঘটন ঘটল না। দিনের শেষে বাজিমাত করলেন সেই সার্বিয়ান তারকা। মাত্তেও বেরেত্তিনির বিরুদ্ধে প্রথম সেট হেরে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটানো নোভাক জকোভিচ একই বছর চার গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনন্য রেকর্ডের থেকে দুই কদম দূরে দাঁড়িয়ে রয়েছেন।

অন্যদিকে প্রথম প্রচেষ্টাতেই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে ফ্লাশিং মিডোসে ইতিহাস রচনা করলেন ইংল্যান্ডের এমা রাদুকানু। হারালেন অলিম্পিক চ্যাম্পিয়ন বেলিন্ডা বেনেসিচকে। বৃহস্পতিবার সকালে আর্থার অ্যাশে স্টেডিয়ামে হওয়া কোয়ার্টার ফাইনালে মাত্তেও বেরেত্তিনির মুখোমুখি হয়েছিলেন নোভাক জকোভিচ। ম্যাচের প্রথম সেটে বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে তুমুল প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয়। ওই সেটে হেরেও যান জোকার। ৭-৫ ফলাফলে প্রথম সেট জিতে নোভাক ফ্যানদের ধাক্কা দেন ইতালির টেনিস তারকা।

তবে ম্যাচে যে মোচড় তখনও বাকি, তা ধীরে ধীরে প্রমাণ করেন জকোভিচ। খোলস ছেড়ে বেরিয়ে নিজের সব অভিজ্ঞতা কাজে লাগিয়ে ম্যাচে প্রধান্য কায়েম করে প্রমাণ করেন যে কেন তিনি বিশ্বের এক নম্বর টেনিস তারকা। ক্যালেন্ডার বছরে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনন্য রেকর্ড গড়বেন জোকার। এর আগে যে রেকর্ডের মালিক হয়েছিলেন কিংবদন্তি রড লেভার ও স্টেফি গ্রাফ।

একই দলে অন্তর্ভূক্ত হতে গেলে জকোভিচকে সেমিফাইনাল ও ফাইনালের ধাপ পেরোতে হবে। শুক্রবার শেষ চারের লড়াইয়ে জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন নোভাক। একদিক থেকে দেখতে গেলে জার্মানির জেরেভের বিরুদ্ধে লড়াই হতে চলেছে তাঁর কাছে প্রতিশোধ ম্যাচ। টোকিও অলিম্পিকে জোকারের স্বপ্ন ভেঙে গিয়েছিল জার্মান তারকার কাছে হেরে। টোকিওর বদলা নিউইয়র্ক হয় কিনা সেটাই দেখার। সার্বিয়ান তারকা অবশ্য আত্মবিশ্বাসী আমেরিকা থেকে তিনি খালি হাতে ফিরবেন না।

Ind vs Eng: এত্ত রাগ! Pujara-র ওপর রাগ দেখাতে ইংলিশ বোলারের নিন্দনীয় কাণ্ড, দেখুন Viral Video

#ওভাল: ভারত বনাম ইংল্যান্ডের (India vs England)  মধ্যে ওভালে হচ্ছে চতুর্থ টেস্ট চলছে৷ ম্যাচে রোহিত শর্মা (Rohit Sharma), কেএল রাহুল (KL Rahul) আর চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) চমৎকার ব্যাটিং পারফরম্যান্স দিয়েছেন৷ তিন ক্রিকেটারের দাপুটে ব্যাটিং ভারতীয় ফ্যানরা খুশি৷ রোহিত ১২৭ রান করেছেন৷ রাহুল ৪৭ রান ও চেতেশ্বর পূজারা ৬১ রান করেছেন৷ এই ত্রয়ীর ব্যাটিং পারফরম্যান্সের জেরেই তৃতীয় দিনের খেলার শেষে দ্বিতীয় ইনিংসে ভারত ৩ উইকেটে ২৭০ রান করেছে৷

পূজারা ইংলিশ বোলারদের বেশ নাকাল করেছেন৷ ইংল্যান্ডের পেসার ক্রেগ ওবারটন পূজারার ওপর চাপ বাড়াতে নানারকম চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুতেই সাফল্য পাচ্ছিলেন না৷ পূজারার ব্যাটিং দেখে ওবারটন নিজের মেজাজের ওপরও নিয়ন্ত্রণ হারাচ্ছিলেন৷ ৪৯ ওভারে তিনি নিজের ভিতরে জমে থাকা রাগ বাইরে বার করে দেন৷ সেই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় দারুণ গতিতে ভাইরাল (Viral Video) ৷

পূজারা ওবারটনের বল ব্যাকফুটে দুটি দারুণ চার মারেন৷ এতে আরও রেগে ়যান তিনি৷ এরপর চতুর্থ বলে যা হয়েছে তাতে পরিষ্কার ইংল্যান্ডের প্লেয়ারদের নার্ভের ওপর কিরকম চাপ ছিল৷ ওবারটন সোজা বল করেন, তাতে পূজারা শানদার ডিফেন্স করেন৷

ওবারটন ফিরতি বল আটকান তারপর বল তুলে এরকম করেন যেন এবার বলটা দিয়ে পূজারাকে  মেরেই দেবেন৷ এভাবে উনি পূজারাকে ভয় দেখানোর চেষ্টা করেন৷ এইভাবে বল করার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রবল নিন্দার  শিকার হয়েছেন৷ তাঁকে ব্যাপকভাবে ট্রোল করা হচ্ছে৷ ওবারটন একের পর এক বাউন্ডারি খেয়ে ভীষণই অখুশি ছিলেন , আর এদিন পূজার বড় শট না খেলার মুডে ছিলেন না৷

Sumit Antil Wins Gold: ফের জ্যাভলিনে ভারতের সোনা জয়, প্যারালিম্পিক্সে বিশ্বরেকর্ড সুমিত আন্তিলের

#টোকিও: ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সত্যিই ভারতের সোনার সময় চলছে। টোকিও অলিম্পিক ২০২০ ভারতের ইতিহাসে অমর হয়ে থাকবে। কিছুদিন আগেই অলিম্পিকে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। এবার প্যারালিম্পিক্সেও (Tokyo Paralympics 2020) সুমিত আন্তিল (Sumit Antil Wins Gold) সোনা জয় করলেন জ্যাভলিন ছুড়ে। পাশাপাশি, বিশ্বরেকর্ড করে ভারতকে আরও গর্বিত করেছেন তিনি।

সোমবার টোকিও প্যারিলিম্পিক্সে (Tokyo Paralaympics 2020) একদিনে এল দু’টি সোনার পদক। সকালে ১০ মিটার প্যারা শ্যুটিংয়ে অবনী লেখারার পর, বিকেলে এবার জ্যাভলিন থ্রোয়ের F64 বিভাগে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন সুমিত আন্তিল (Sumit Antil )। গত ৭ অগাস্ট টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। আর সেই টোকিওতে প্যারালিম্পিক্সের সেই জ্যাভলিন থ্রোয়েই নীরজের ২৩ দিন পর সোনা জিতলেন সুমিত।

জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে সোনা জেতার পথে দু-দুবার বিশ্বরেকর্ড গড়েন সুমিত। দ্বিতীয় বারের চেষ্টাতে ছোঁড়েন ৬৮.০৮ মিটার। তার পর নিজের সেই বিশ্বরেকর্ড ভেঙে পঞ্চমবারের চেষ্টায় ছোঁড়েন ৬৮.৫৫ মিটার। টোকিও প্যারালিম্পিকে কয়েক মিনিটের ব্যবধানে নিজের গড়া বিশ্ব রেকর্ডই তিন তিনবার ভেঙে ফেললেন সুমিত। সকলকে চমকে দিয়ে সোনা জিতে নিলেন নীরজ চোপড়ার মতোই হরিয়ানা থেকে উঠে আসা সুমিত আন্তিল। টোকিও প্যারালিম্পিকে সুমিতের সেরা থ্রো ৬৮.৫৫ মিটার।

তবে একটুর জন্য পদক হাতছাড়া হয় সন্দীপ চৌধুরির। চতুর্থ স্থানে শেষ করেন তিনি। সুমিতের সাফল্যে উচ্ছ্বসিত দেশবাসী। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি। ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee।

আরও পড়ুন: প্যারালিম্পিক্সে ইতিহাস, অসুস্থতাকে জয় করে দেশকে প্রথম সোনা দিলেন অবনী লেখারা!

Tokyo Paralympics 2020| Vabina Patel| এবার ইতিহাস প্যারাঅলিম্পিকসে! টেবিলটেনিস ফাইনালে দেশের গর্ব ভাবিনা

#টোকিও: অলিম্পিকের পর এবার প্যারাঅলিম্পিকস। ইতিহাস গড়লেন ভারতের টেবিল টেনিস খেলোয়াড় ভাবিনা পাটেল। শনিবার টেবিল টেনিসের সেমিফাইনালে চিনের মিয়াও ঝাংকে রীতিমতো উড়িয়ে দিলেন ভাবিনা। খেলার ফল ৩-২। প্রথম সেটেই পিছিয়ে শুরু করলেও , গোটা ম্যাচে কার্যত প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি ভাবিনা। এই জয়ের মাধ্যমে রূপো নিশ্চিত করলেন ভাবিনা। রবিবার তিনি মুখোমুখি হতে চলেছেন ইং ঝুংয়ের। সেই ম্যাচে জয়ের অর্থ প্যারাঅলিম্পিক থেকেও ভারতের ঘরে সোনা আসবে।

শুক্রবারে কোয়ার্টার ফাইনালের ম্যাচে প্রথম বড় অঘটন ঘটানোর ভাবিনা। বিশ্বের দুই নম্বর র‍্যাঙ্কিংয়ে থাকা সার্বিয়ান টেবিল টেনিস  তারকা রানকোভিচ পেরিচকে হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করেন ভাবিনা।  ভাবিনার বাবাও একপ্রকার নিশ্চিত, এবার স্বর্ণপদক আনবে মেয়ে।

ভাবিনা আজ বলেন, “আমি আমার ১০০% দিয়েছি। ফাইনালের জন্য আমি মানসিকভাবে পুরোপুরি তৈরি। ৩৪ বছরের ভাবিনা ২০ বছর ধরে টেবিল টেনিস খেলছেন। তাঁর পদকের আশায় বুক বাঁধছেন দেশের বহু ক্রিড়াপ্রেমী। উল্লেখ্য অলিম্পিকের মতোই এবার প্যারাঅলিম্পিকসেও ভারতীয়দের পারফরম্যান্স কার্যত নজরকাড়া। এখনও পর্যন্ত ভারতীয়রা প্যারা অলিম্পিকে  তিনটি বিভাগে অন্তত ১২ টি নিশ্চিত করেছেন। এর মধ্যে রয়েছে সাঁতার, ভারোত্তলন, অ্যাথলেটিক্স। ভাবিনার পদক প্যারাঅলিম্পিকসের টেবিল টেনিসে ভারতের প্রথম পদক। এখন অপেক্ষা স্রেফ সোনা নিয়ে ঘরে ফেরার।

Neeraj Chopra on Independence Day: লালকেল্লায় অলিম্পিক ‘স্বাধীনতা’র কারিগর, সোনার ছেলে নীরজের মন্তব্যে গায়ে কাঁটা দেবে!

#নয়াদিল্লি: লালকেল্লায় জীবনে প্রথমবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখলেন অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra on Independence Day)। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামিল হতে পেরে আবেগাপ্লুত নীরজ জানালেন মনের কথা। নিজের ট্যুইটারে রবিবারের অভিজ্ঞতার কথা লিখতে গিয়ে এককথায় নীরজ বর্ণনা তিনি, ‘গর্বিত’। এদিন লালকেল্লায় অলিম্পিক্সের পদকজয়ী ক্রীড়াবিদদের ভূয়সী প্রশংসা করেন নরেন্দ্র মোদি। লালকেল্লা থেকে দেশের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়াবিদদের সাফল্য গোটা দেশকে অনুপ্রেরণা দেবে।

এদিন ট্যুইটে নীরজ লিখেছেন, ‘ঐতিহাসিক লালকেল্লায় স্বাধীনতা দিবসের উদযাপনে সামিল হতে পারাটা গর্বের। খেলোয়াড় ও জওয়ান দুই হিসেবেই। আমাদের জাতীয় পতাকাকে অত উচ্চতায় উড়তে দেখে আমার হৃদয় আবেগে ভরে উঠেছিল। জয় হিন্দ’। রবিবার সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন সোনাজয়ী নীরজ চোপড়া, রুপোজয়ী মীরাবাই চানু, ব্রোঞ্জজয়ী পিভি সিন্ধু, বজরং পুনিয়ারা। এ ছাড়া প্রাক্তন এবং বর্তমান অলিম্পিয়ান মিলিয়ে হাজির ছিলেন ২৪০ জন। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া এবং বিভিন্ন ক্রীড়া সংস্থার কর্তারাও হাজির ছিলেন।

জ্বরে ভুগতে থাকলেও রবিবার সুস্থ হয়ে অনুষ্ঠানে হাজির ছিলেন নীরজ। তিনি বলেছেন, ‘এতদিন টিভিতে এই অনুষ্ঠান দেখতাম। আজ সামনে থেকে দেখছি। একটা নতুন অভিজ্ঞতা। অনেক দিন পর ব্যক্তিগত ইভেন্টে দেশ সোনা জিতেছে। দেশ যে আমার জন্য গর্বিত, এটা ভেবে আমি খুশি।’

প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের ভাষণের শুরুতেই খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, ‘টোকিয়ো অলিম্পিক্সে দেশকে গর্বিত করা ক্রীড়াবিদরা আমাদের সঙ্গে রয়েছেন। গোটা দেশকে অনুরোধ করব ওঁদের কৃতিত্বকে তারিফ জানাতে। ওঁরা শুধু আমাদের হৃদয় জিতে নেননি, ভবিষ্যৎ প্রজন্মকে দারুণ ভাবে অনুপ্রাণিত করেছেন।’ তাঁর কথায়, ‘একটা সময় খেলাধুলোকে সমাজের মূলস্রোতের অংশ বলে ধরাই হত না। বাবা-মায়েরা বলতেন, খেলাধুলো করলে গোটা জীবনটাই নষ্ট হয়ে যাবে। এখন গোটা দেশে খেলাধুলো এবং ফিটনেসের ব্যাপারে মানুষ অনেক সচেতন। এ বারের অলিম্পিক্সেই সেটা ভালো ভাবে বোঝা গিয়েছে। দেশের পক্ষে এটা একটা বিরাট সম্মানের ব্যাপার। এই দশকে খেলাধুলোয় প্রতিভা, প্রযুক্তি এবং পেশাদারিত্বের দিক থেকে আমাদের আরও এগিয়ে যেতে হবে। বোর্ডের পরীক্ষা হোক বা অলিম্পিক্স, ভারতের মেয়েদের দুর্দান্ত প্রদর্শন আমাদের সবাইকে গর্বিত করেছে।’

Bajrang-Neeraj : রাজকীয় সংবর্ধনায় দেশে পা রাখল অলিম্পিক পদকজয়ীরা

#নয়াদিল্লি: সোমবার বিকেল চারটের কিছুক্ষণ পরে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখলেন ভারতের অলিম্পিক পদকজয়ীরা। দেশের মাটিতে বিমানের চাকা নামতেই ভেতর থেকে ছবি ট্যুইট করেছিলেন নীরজ, লাভলিনারা। মিনিট কুড়ি পর একে একে বেরোলেন ভারতের নায়করা। তবে দেশের নায়কদের অভিবাদন জানাতে সকাল থেকেই উপস্থিত ছিলেন কয়েক হাজার মানুষ।

প্রায় এক কিলোমিটার লম্বা রাস্তা মানুষ আর মানুষ। বজরং, রবি, নিরজদের জন্য উপস্থিত ছিলেন পরিবারের লোকেরা। একবার ছুঁয়ে দেখার জন্য, একটা সেলফি তোলার জন্য মানুষের হাহাকার। গলায় ফুলের মালা লাগিয়ে একে একে বেরোলেন দেশের বাহুবলীরা।

দিল্লি পৌঁছে গিয়েছিলেন পিভি সিন্ধু। কিছু পরে দিল্লির অশোকা হোটেলে সাই এবং সরকারের পক্ষ থেকে সম্মান জানানো হবে প্রত্যেককে।একটা সময় ছিল ভারতের ক্রিকেটার ছাড়া অন্য কোন খেলোয়াড় দাম পেতেন না। কিন্তু এবারের অলিম্পিক যেন মানুষের চোখ খুলে দিয়েছে। দেশের সেরা সন্তানদের বুকে টেনে নিয়েছে দেশবাসী।

Neeraj Chopra Bollywood : করিনা থেকে অনুষ্কা, নীরজের প্রশংসায় বলিউড

#টোকিও: টোকিও অলিম্পিকে শেষপাতে সোনা। সোনার ছেলে নীরজের জন্য গর্বিত গোটা দেশ। ছয় ফুট উচ্চতা, ঘাড় পর্যন্ত লম্বা চুল, পেশীবহুল বাহু। আজ ভারতের আসল বাহুবলী এই হরিয়ানার ছেলে। তাঁর প্রশংসা পঞ্চমুখ বলিউড। অনুষ্কা শর্মা থেকে করিনা কাপুর, ভিকি কৌশল থেকে অভিষেক বচ্চন, অর্জুন কাপুর, অক্ষয় কুমার, অজয় দেবগন ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন নীরজকে। এমনিতে ক্যাটরিনা কাইফ এবং আরো কয়েকজন বলিউড অভিনেত্রী আগে থেকেই এই ছেলের ফ্যান। রহস্য ভেদ করেছিলেন অভিষেক বচ্চন।

অনুষ্কা লিখেছেন, “একটা সোনা এল দেশে। নীরজ তুমি গোটা দেশকে গর্বিত করেছ। অনেক শুভেচ্ছা”। করিনা জাতীয় পতাকা হাতে নীরজের ছবি পোস্ট করে দুটি ইমোজি দিয়েছেন। অজয় দেবগন লিখেছেন,” তোমাকে শুভেচ্ছা জানানোর ভাষা নেই। নিজের বাবা-মাকে গর্বিত করেছ, দেশবাসীকে গর্বিত করেছ। আমি আজ নিজের খুশি ব্যক্ত করতে পারছি না। ঈশ্বর তোমায় আরো শক্তি দিক “।

অমিতাভ পুত্র লিখেছেন, ” ইতিহাস তৈরি হল আজ। নীরজের হাত ধরে দেশের প্রথম অ্যাথলেটিক পদক। ওয়েলডান “। রনবির সিং লিখেছেন, ” ভারত মাতা কি জয়, ঐতিহাসিক সোনার পদক”। অভিনেত্রী রকুলপ্রীত সিং লিখেছেন, “ওই হাত ১৩০ কোটি মানুষের শক্তি বহন করেছে। শুভেচ্ছা তোমাকে”।

অতীতে সিনেমায় নামা প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু হরিয়ানার সাধাসিধে কৃষক পরিবারের ছেলে নিজের ফোকাস ঠিক রাখতে জানেন। পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তাঁর জায়গা রিল লাইফ নয়, ট্র্যাক অ্যান্ড ফিল্ড। আজ তার পরিণাম সকলের সামনে।

Tokyo Olympics 2020: ২০০৮-র পর ১৩ বছর পার অলিম্পিক্সের মঞ্চে জাতীয় সঙ্গীত, দেখুন শিহরণ জাগানো দুই মুহূর্ত

#টোকিও: ভারতের জন্য শনিবার ৭ অগাস্ট গৌরবের দিন৷ পাশাপাশি সেটা খুশিতে ভরা৷ পুরো দেশ অধীর আগ্রহে যে মুহূর্তের জন্য অপেক্ষা করছিল সেই মুহূর্ত এল৷ টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics) জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া  (Neeraj Chopra)  ইতিহাস তৈরি করলেন৷ ১০০ বছরে প্রথমবার ভারত থেকে কেউ অ্যাথলেটিক্সে (ট্র্যাক অ্যান্ড ফিল্ডে) পদক জয় করল৷ পাশাপাশি এদিনের এই মুহূর্তে আরও বিশেষ হল কারণ ১৩ বছর বাদে অলিম্পিক্সে মঞ্চে বাজল জাতীয় সঙ্গীত৷

হরিয়ানার পানিপথের বাসিন্দা আর্মি ম্যান নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো (Javelin Throw)  তে সোনা জিতল৷ এটা টোকিও অলিম্পিক্সে ভারতের প্রথম ব্যক্তিগত ইভেন্টে ওভারঅল দ্বিতীয় সোনার পদক৷ এঁর আগে বেজিং এ অভিনব বিন্দ্রা  (Abhinav Bindra) ২০০৮ সালে অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন৷ যা ভারতের হয়ে প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনা ছিল৷

এবার যখন ভারতীয় অ্যাথলিটরা একের পর এক পদক জিতছিলেন তখন সমস্ত দেশবাসীরা সকলেই চাইছিলেন দেড়শো কোটির দেশে সোনা আসুক৷ শনিবারের বারবেলায় নিজের অতি চমৎকার পারফরম্যান্সে দেশের মানুষের ইচ্ছা পূরণ করলেন৷

নীরজ চোপড়া অ্যাথলেটিক্সে অলিম্পিক পদক জয়ী  প্রথম খেলোয়াড় হলেন৷ নীরজ চোপড়া ফাইনালে ৮৭.৫৮  মিটার দূরে জ্যাভলিন ছুঁড়েছিলেন৷ আর তাতেই সোনা নিশ্চিত হয়ে যায় তাঁর৷ ফাইনালে কোনও অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj chopra javelin thrower) কাছারাছিও ছুঁড়তে পারেননি৷ নীরজ চোপড়া একমাত্র যে ৮৭ মিটারের বেশি ছুঁড়েছিল৷ চেক প্রজাতন্ত্রের দুই খেলোয়াড় রূপো ও ব্রোঞ্জ পান৷

ভারতীয় সেনায় কর্মরত নীরজ অলিম্পিক্সের শুরুতেই পদকের দাবিদার মনে করা হচ্ছিল৷ ২৩ বছরের অ্যাথলিট নিজের প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল৷ যোগ্যতা অর্জন পর্বে নিজের প্রথম অ্যাটেম্পটে ৮৬.৫৯ ছুঁড়েছিলেন তিনি৷ তিনি গ্রুপ থেকে শীর্ষে থেকে ফাইনালে পৌঁছেছিলেন৷ ফাইনালে প্রথমবারেই ৮৭.০৩ মিটার ছুঁড়ে প্রথম স্থান ধরে রেখেছিলেন তিনি৷ ভারত একশ বছর প্রথমবার অ্যাথলেটিক্সে অংশ নিয়েছিল আর তারপর ২০১৬ অবধি কখনও এই বিভাগে পদক পায়নি৷