Category Archives: অন্যান্য খেলা

Sports News: জুডোয় জাপানের প্রতিযোগীকে হারিয়ে চমক হুগলির জিৎ-এর

হুগলি: আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে দেশের নাম উজ্জ্বল করল একদল তরুণ-তরুণী। তাদের মধ্যে সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে হুগলির বৈদ্যবাটির কিশোর জিৎ দাস। বিশ্বের সাতটি দেশের তাবড় তাবড় প্রতিযোগীদের পিছনে ফেলে ভারতের নাম উজ্জ্বল করেছে বাংলার জুডো দল।

আরও পড়ুন: সকালে ঘুম থেকে উঠেই গ্যাসের ট্যাবলেট খান? জানেনও না কী ভুল করছেন! আজই সাবধান হোন

গত ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, বাংলাদেশ, জাপান, শ্রীলঙ্কা সহ মোট সাতটি দেশের প্রতিযোগিতা অংশগ্রহণ করে। ভারতের হয়ে বাংলার জুডো দলটি প্রতিনিধিত্ব করে। সেই দলের হাত ধরে ভারত মোট দুটি সোনা এবং তিনটি রুপোর পদক জেতে। এই দলেরই অন্যতম সদস্য হুগলি জেলার বৈদ্যবাটির ছেলে জিৎ দাস। জিৎ দেশকে এনে দিয়েছে একটি স্বর্ণপদক এবং একটি রুপো। তার এই জোড়া পদক জয় চমকে দিয়েছে সবাইকে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই বিষয়ে ইন্ডিয়া জুডো টিমের ম্যানেজার তমাল ব্যানার্জি বলেন, ভারতের মধ্যে সেল্ফ ডিফেন্স গেম হিসাবে জুডো বিশ্ব স্তরে নাম অর্জন করেছে। ভারতের ক্রীড়াবিদদের কাছে এটি খুব গৌরবময় সময়। জুডোর জন্য বিখ্যাত জাপান দলকেও পরাস্ত করেছে ভারতীয় তরুণ তারকারা। আগামী দিনে এই সাফল্য আরও বেশি শক্তি প্রদান করবে এমনটাই আশাবাদী তিনি।

রাহী হালদার

Sports News: যেন আহত বাঘ! ক্ষিপ্রতার সঙ্গে প্রতিপক্ষকে মাটি ধরাল এই ছেলে

বাঁকুড়া: এই জেলার মানুষ বেশ শান্তিপ্রিয়, কিন্তু রাগিয়ে দিলে রক্ষা নেই, এমন একটি কথা প্রচলিত। তবে এবার বাস্তবে তেমনই কাজ করলেন বাঁকুড়ার কিশোর স্নেহাংশু মণ্ডল। মুয়াই থাই মার্শাল আর্টে সিদ্ধহস্ত এই ছেলে ২০২৩ সালে প্রথম না হওয়ার রাগ যেভাবে উগরে দিলেন সেটা চিন্তাও করতে পারবেন না। কথায় আছে সুস্থ সবল বাঘের চেয়ে আহত বাঘ বেশি বিপজ্জনক। এই কিশোর সেই আহত বাঘের মতই ক্ষিপ্রতার সঙ্গে লড়াই করে বাঁকুড়াবাসীকে দিলেন এক বিশেষ উপহার। জিতে নিলেন শিরোপা।

আরও পড়ুন: নাশকতা? উদ্বোধনের আগেই পুড়ে ছাই ক্লাব

প্রতিদিন ভোর ৫ টায় উঠে জঙ্গলে পাঞ্চিং ব্যাগ বেঁধে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করেও প্রথম হওয়ার খিদে মিটছিল না স্নেয়াংশুর। তবে এবার যা হল সেই ছবি দেখলে বাঁকুড়ার মানুষের গর্ব হওয়া উচিত। থাইল্যান্ডের ভয়ানক কঠিন মার্শাল আর্ট মুয়াই থাই। এই মার্শাল আর্টে ব্যাবহার করা হয় পা থেকে কনুই পর্যন্ত। ২০২৩ সালে চেষ্টা করেও সে প্রথম হতে পারেনি। তারপর ক্যামেরার সামনেই প্রথম হওয়ার অঙ্গীকার করে। নিজের কথা রাখতে এবারে আহত বাঘের মত ঝাঁপিয়ে পড়ল বিহার এবং রাজ্যের‌ই হুগলির মুয়াই থাই ফাইটারদের উপর। অপরাজিত থেকে জাতীয় মুয়াই থাই চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব ১৬ বিভাগে প্রথম স্থান অধিকার করে বাঁকুড়ার স্কুল ডাঙার বাসিন্দা স্নেহাংশু মণ্ডল। একই সঙ্গে আসন্ন থাইল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মুয়াই থাই চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করে নেয়। জেলাবাসীর কাছে কথা রাখতে পেরে খুশি এই কিশোর।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বিহারের ফাইটারের সামনে তাসের ঘরের মত লুটিয়ে পড়ছিল সকলে। তাদের গতি এবং ক্ষিপ্রতা দেখে প্রাথমিকভাবে ভয়ই পেয়ে গিয়েছিলেন বাঁকুড়ার স্নেহাংশু মণ্ডল। তবে স্নেহাংশুর প্রশিক্ষক সৌরভ রুইদাস ছাত্রের মনের জোর বাড়াতে থাকেন। এক প্রকার ভয়কে জয় করেই প্রথম হয়েছেন স্নেহাংশু। তার এই সফলতায় গর্বিত প্রশিক্ষক সৌরভ। স্নেহাংশু জানিয়েছে, আগামী দিনে পড়াশোনার সঙ্গে তাল মিলিয়ে মুয়াই থাই চালিয়ে যেতে চায়। জাতীয় প্রতিযোগিতায় প্রথম হয়ে আগের বারের মত এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মেডেল জেতার ইচ্ছা প্রকাশ করেছে সে।

নীলাঞ্জন ব্যানার্জী

Local Sports: ভারত সেরা গোঘাটের সঞ্চিতা! তার সাফল্য জানলে তাক লেগে যাবে

হুগলি: ক্রিকেট-ফুটবলের পাশাপাশি এখন অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতাগুলোতেও মানুষের আগ্রহ বাড়ছে। তার মধ্যে প্রথম সারিতে অবস্থান করছে যোগাসন। এবার অনূর্ধ্ব ১৪ বিভাগের জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় ভারত সেরা হল গোঘাটের সঞ্চিতা।

আরও পড়ুন: সুন্দরবন ঘুরতে যাচ্ছেন? সাবধান হন এখনই, না হলে কড়া শাস্তি

৬৭ তম ন্যাশনাল স্কুল গেমসে ৭৮৫.৬ পয়েন্ট পেয়ে অনূর্ধ্ব ১৪ বিভাগের যোগাসনে প্রথম হয়েছে বাংলার সঞ্চিতা মণ্ডল। রাজস্থানের জয়পুরে এই প্রতিযোগিতার আসর বসেছিল। সঞ্চিতার বাড়ি গোঘটের সাওড়া পঞ্চায়েতের দক্ষিণ বলরামপুর এলাকায়। সাওড়া ইউনিয়ন হাইস্কুলের অষ্টম শ্রেণিতে পড়ে সঞ্চিতা। তার বাবা সঞ্চয় মণ্ডল সোনা-রুপোর কাজ করেন এবং মা রিঙ্কু মণ্ডল গৃহবধূ।

সঞ্চিতার এই সাফল্যের কথা জানাজানি হতেই খুশিতে ফেটে পড়েছে প্রতিবেশী থেকে বন্ধু-বান্ধব সকলে। পদক নিয়ে সে বাড়ি ফিরলে দেওয়া হয় সংবর্ধনা। সঞ্চিতা এই সাফল্য প্রসঙ্গে জানিয়েছে, ছোটবেলা থেকেই যোগাব্যায়াম করত। সেই থেকেই ভালোলাগা শুরু। সেই পথ ধরেই এই সাফল্য এসেছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই কৃতি কিশোরীর প্রশিক্ষক রিনা পাল নন্দী জানান, ছোট থেকেই ‌ যোগাসনের সঞ্চিতার প্রবল আগ্রহ। এই রেজাল্ট সেই পরিশ্রমের ফলস্বরূপ। আগামী দিনের সে আরও অনেক বড় বড় সাফল্য পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শুভজিৎ ঘোষ

Sports News: ক্রিকেট-ফুটবল বাদ দিন, এই খেলাই আগামী প্রজন্মকে অলিম্পিকের স্বপ্ন দেখাবে

নদিয়া: রানাঘাটে এই প্রথম ইস্ট জোনের সফট বল প্রতিযোগিতার আসর বসল। ১৩ তম ইস্ট জোন সফট বল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের মাঠে। এটি একটি অলিম্পিকস গেম, এশিয়াডেও সফট বল খেলা হয়। যদিও পশ্চিমবঙ্গে এই খেলার প্রচার তেমন নেই।

আরও পড়ুন: আর পরিযায়ী শ্রমিক হতে হবে না, বাড়িতে বসে এই ব্যবসা করে প্রচুর টাকা করুন

সফট বল প্রতিযোগিতা ঘিরে রানাঘাটের মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ ছিল। মহিলা ও পুরুষদের বিভাগে অংশগ্রহণ করে ওড়িশা, বিহার, পশ্চিমবঙ্গ, মনিপুরের মত রাজ্যগুলো।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

ফুটবল ক্রিকেটের পাশাপাশি ক্রমেই বিভিন্ন খেলার উৎসাহ বাড়ছে মানুষের মধ্যে। একসময় অলিম্পিক গেমগুলোর প্রতি খুব একটা উৎসাহ দেখা যেত না বাঙালি ছেলেমেয়েদের। তবে এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। অথচ অলিম্পিক, এশিয়াডের মত আন্তর্জাতিক মাল্টি ইভেন্ট ক্রীড়া প্রতিযোগিতার আসরে সফট বলের মত বিভিন্ন খেলাই মূলত মান্যতা পেয়ে এসেছে। এই খেলাগুলোর দিকে ঝোঁকায় ভবিষ্যতে অলিম্পিকের মতো আসরে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে বাংলার ছেলেমেয়েদের কাছে। আগামী দিনে এই সফট বলের মাধ্যমেই হয়ত নতুন কোন‌ও তারকা উঠে আসবে বাংলার ক্রীড়া জগতে।

মৈনাক দেবনাথ

Sports News: কিক বক্সিংয়ে দেশের সেরা রায়গঞ্জের তানিয়া

উত্তর দিনাজপুর: রাস্তাঘাটে কোন‌ও অপ্রীতিকর পরিস্থিতিতে পড়লে যাতে আত্মরক্ষা করতে পারে তার জন্য আজকাল কলকাতার গণ্ডি ছাড়িয়ে বাংলার জেলায় জেলায় মেয়েদের শেখানো হচ্ছে ক্যারাটে, কিক বক্সিং-এর মত খেলাগুলো। সেই কিকবক্সিং-এর হাত ধরে জেলায় এল বিপুল সাফল্য। জাতীয় স্তরে সোনা জিতলেন রায়গঞ্জের তানিয়া ভট্টাচার্য।

আরও পড়ুন: বন ও বন্যপ্রাণ রক্ষায় সচেতন করতে বিশেষ উদ্যোগ

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের মিলন পাড়ার বাসিন্দা তানিয়া। তিনি সম্প্রতি কিক বক্সিংয়ে জাতীয় স্তরে সোনা জিতেছেন। তাঁর এই সাফল্যে খুশি রায়গঞ্জের মানুষ। গত ৭ ও ৮ জানুয়ারি বিহারে অনুষ্ঠিত হয়েছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের ‘খেলো ইন্ডিয়া’প্রতিযোগিতা। সেখানেই কিক বক্সিংয়ে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করেন তানিয়া।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কিকবক্সিংয়ে দুটি বিভাগে অংশ নিয়েছিলেন তানিয়া। একটিতে সোনা এবং অন্যটিতে ব্রোঞ্জ জিতেছেন। একাধিক রাজ্যের প্রতিনিধিরা এই খেলায় অংশ নিয়েছিলেন। তার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন তানিয়া। এই সাফল্য প্রসঙ্গে তানিয়া জানান, তাঁর বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন। তার থেকে অনুপ্রেরণা পেয়ে ছোট থেকেই খেলাধুলোর প্রতি উৎসাহ ছিল। তারই ফলশ্রুতি এই সাফল্য।

পিয়া গুপ্তা

Siliguri News: এশিয়ার প্রতিযোগীদের হারিয়ে ক্যারাটেতে সোনা শিলিগুড়ির ছেলের

শিলিগুড়ি: আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন দেশকে হারিয়ে সোনা জিতল শিলিগুড়ির গোবিন্দ সরকার। এই সাফল্যে খুশি গোটা শহর। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, ভুটান, জিম্বাবোয়ের মোট ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। ভারত থেকে মোট ৯০ জন প্রতিযোগী অংশ নেন‌। তাঁদের সকলের মধ্যে ৬৫ কেজি বিভাগে সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করেন গোবিন্দ সরকার।

আরও পড়ুন: আর মিলবে না রেশন, বন্ধ হচ্ছে দোকান! ডিলারদের সিদ্ধান্তে মাথায় হাত

শিলিগুড়ির ক্যারাটে প্রশিক্ষক নিরুপ মণ্ডল ছাত্রের এই সাফল্য প্রসঙ্গে জানান, আন্তর্জাতিক স্তরে তাঁদের ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজন ছিল আরও বেশি ও নিবিড় প্রশিক্ষণের। তিনি নিজে আলাদা করে কিছু ছেলেমেয়েদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেন। বিদেশের প্রশিক্ষিত ছেলেমেয়েদের সঙ্গে প্রতিযোগিতায় এঁটে ওঠার জন্য তাঁদের দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ চলে। যার ফলাফল হাতেনাতে পাওয়া গিয়েছে। আগামী দিনে এই প্রশিক্ষণ সংস্থা থেকে দিল্লিতে জাতীয় প্রতিযোগিতায় ছেলেমেয়েদের পাঠানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। উপযুক্ত প্রশিক্ষণ এবং অধ্যাবসায়ের মাধ্যমে আরও ভাল প্রশিক্ষিত প্রতিযোগী তৈরি করা হবে বলে জানান তিনি।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

আগামী দিনে রাজ্যের আরও প্রতিযোগী আন্তর্জাতিক স্তরে পুরস্কার নিয়ে আসতে পারবে বলে দাবি করেন গোবিন্দ। তিনি বলেন, এই সাফল্য একটি ভাল সূচনার ইঙ্গিত দেয়, যা আগামী দিনে আরও এগিয়ে যেতে তাঁকে উদ্বুদ্ধ করবে।

অনির্বাণ রায়

West Bardhaman News: ট্রিপলেট-দের অবাক সাফল্য! জাতীয় তাইকোন্ডে চমক বাংলার তিন বোনের

পশ্চিম বর্ধমান: জাতীয় তাইকোন্ড প্রতিযোগিতায় কুলটির তিন বোনের বড় সাফল্য। জিতল রৌপ্য পদক। সুচেতা, রঞ্জিতা ও সুপ্রীতির বয়স এক, একই মায়ের গর্ভ থেকে এক‌ইসঙ্গে তাদের জন্ম। এরা ট্রিপলেট বা তিনজন যমজ বোন। ডিসেরগড় এসডি হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী তিনজনেই। মেয়েদের সাফল্যে খুশির হওয়া চট্টোপাধ্যায় পরিবারে।

আরও পড়ুন: এই কাজ না করলে বন্ধ হবে হেঁসেলের রান্না! লাইনে না দাঁড়িয়ে করুন বাড়িতেই

বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে তিন বোন এই পুরস্কার ছিনিয়ে নিয়েছে। উত্তরাখণ্ডের দেরাদুনে বসেছিল জাতীয় তাইকোন্ড প্রতিযোগিতার আসর। সেখানে রুপো জেতার পাশাপাশি তিন বোন পৃথক ইভেন্টে একক ও যুগ্মভাবে ব্রোঞ্জ পদক’ও পেয়েছে। উল্লেখ্য, গত বছর এই তিন বোন রাজস্থানের কোটা থেকে রাজ্যের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিল।

কুলটির ডিসেরগরের বাসিন্দা পেশায় গৃহ শিক্ষক বামাপ্রসাদ চট্টোপাধ্যায় হলেন এই উজ্জ্বল তিন কন্যার পিতা, যিনি এলাকায় রুপম স্যার বলেই বেশি পরিচিতি। তাদের মা সুনেত্রা চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায় দম্পতি নিজস্ব উদ্যোগে তিন মেয়েকে চার বছর আগে শুভ গঙ্গোপাধ্যায়ের কাছে তাইকোন্ড প্রশিক্ষণে ভর্তি করেন। এর আগে রাজ্যস্তরের প্রতিযোগিতায় এই তিন বোন স্বর্ণপদক পেয়েছিল।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

গত ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দেরাদুনে ছিল ষষ্ঠ জাতীয় ক্যাডেট ইউরোজি এবং পুমাসে তাইকোন্ড চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪। প্রতিযোগিতার আয়োজক ছিল তাইকোন্ড ফেডারেশন অফ ইন্ডিয়া। এই সংস্থা অলিম্পিক অ্যাসোসিয়েশনের আওতায় রয়েছে। সেই প্রতিযোগিতায় এই তিন বোনের সাফল্যে খুশি জেলার মানুষ। আগামী দিনে তিন বোন আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্বল করবে এমনটাই আশা সকলের।

নয়ন ঘোষ

East Medinipur News: এবার ভারতীয় দল কাঁপাবে বাংলার এই মেয়ে

পূর্ব মেদিনীপুর: কোলাঘাটের আফসানারা খাতুন লিখল সফলতার অন্য কাহিনী। হ্যান্ডবল খেলায় আন্তর্জাতিক মঞ্চে পা রাখতে চলেছেন তিনি। ক্রিকেট-ফুটবলের দেশে হ্যান্ডবল তুলনায় অপরিচিত খেলা হলেও আন্তর্জাতিক মঞ্চে এটি বেশ জনপ্রিয়।

আরও পড়ুন: বন্ধ মিল যেন কার্তিকের কলোনি! কটন মিন কীভাবে কার্তিক-পাড়া হয়ে উঠল দেখুন

কোলাঘাটের গ্রামে বাড়ি আফসানারা খাতুন ওরফে হেনার। তিনি এখন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পাশাপাশি গোটা বাংলার গর্ব। কারণ দেশের হ্যান্ডবল টিমে সুযোগ পেয়েছেন। বাংলার হয়ে নানা প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি এবার ভারতবর্ষের প্রতিনিধিত্ব করবেন আফসানারা। তাঁর এই সাফল্যে খুশি পরিবারের পাশাপাশি কোলাঘাটের মানুষজন।

পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা সমানভাবে অংশ নিচ্ছে। ক্রিকেট ফুটবল বা অন্যান্য ধরনের খেলাধুলার পাশাপাশি হ্যান্ডবল খেলাতেও বর্তমানে আগ্রহ বাড়ছে। আর এই হ্যান্ডবল খেলায় অন্য সফলতার কাহিনী লিখল কোলাঘাটের আফসানারা। ছোট থেকেই তিনি হ্যান্ডবল খেলেন। শেষ ১১ বছর হ্যান্ডবল খেলার সঙ্গে যুক্ত আফসানারা। রাজ্যের হ্যান্ডবল টিমে ৬ বছর ধরে খেলছেন। বহুদিন রাজ্য দলের ক্যাপটেন। দেশের বিভিন্ন রাজ্যে বাংলার হয়ে খেলেছেন।

আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সম্প্রতি নেপালের পোখরায় ইন্দো-নেপাল আন্তর্জাতিক স্পোর্টস গেম খেলতে গিয়েছেন আফসানারা’রা। দেশকে জিতিয়ে আানাই তাঁর একমাত্র লক্ষ্য। জানুয়ারি মাসে রয়েছে রাজ্য স্তরীয় ও দেশের হয়ে একাধিক প্রতিযোগিতা। সব প্রতিযোগিতাতেই সাফল্য পাওয়াটাই বাংলার এই কৃতী মেয়ের লক্ষ্য।

সৈকত শী

Jalpaiguri News: জাতীয় তীরন্দাজিতে বড় সাফল্য, লক্ষ্যভেদ জলপাইগুড়ির

জলপাইগুড়ি: রাজ্য ও জাতীয় তীরন্দাজিতে জোড়া সাফল্য পেল জলপাইগুড়ির দ্বাদশ শ্রেণির দুই পড়ুয়া। তোড়লপাড়া নেতাজি বিদ্যাপীঠের দুই ছাত্র তীরন্দাজি প্রতিযোগিতায়‌ অংশ নিয়ে রাজ্য স্তরে সোনা এবং জাতীয় স্তরে ব্রোঞ্জ পদক পেয়েছে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশ থেকে সাইকেল চালিয়ে ভারত ভ্রমণ, মহিন্দ্র কুমারের সম্বল বলতে ১০ হাজার টাকা

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ৬৭ তম ওয়েস্ট বেঙ্গল স্টেট স্কুল গেমস আর্চারি প্রতিযোগিতায়‌ সোনা জিতেছে জলপাইগুড়ির জিৎ বর্মন। অনূর্ধ্ব ১৯ বছর বিভাগে এই সাফল্য পেয়েছে সে। অন্য এক কৃতী ছাত্র ধনঞ্জয় রায় জাতীয় প্রতিযোগিতায়‌ ব্রোঞ্জ পদক জয় করেছে‌। উত্তরপ্রদেশের অযোধ্যায় আয়োজিত ২৯ তম এনটিপিসি সিনিয়র ইন্ডিয়ান রাউন্ড ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপের মিক্স ডাবলস বিভাগে ব্রোঞ্জ পেয়েছে সে।

আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই দুই কৃতী ছাত্রকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হল। তাদের এই সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। প্রত্যন্ত গ্রামের এই দুই কৃতী ছাত্র অভাবের সঙ্গে লড়াই‌ করে এই সাফল্য অর্জন করেছে বলে জানান শিক্ষকরা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সহ অন্যান্য সদস্য, প্রধান শিক্ষক সহ অনেকে। আগামীদিনে তাদের আর‌ও বড় প্রতিযোগিতায় সাফল্য কামনা করেন সকলে।

সুরজিৎ দে

Malda News: বক্সিংয়ে তিনটি সোনা মালদহের ঝুলিতে

মালদহ: বক্সিংয়ে দারুণ সাফল্য জেলার। তিনটি সোনা জিতল মালদহের বক্সাররা। জেলার তিন প্রতিভাবান খেলোয়ার রাজ্য স্তরের বক্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। এতে খুশির হাওয়া জেলার ক্রীড়া মহলে।

আরও পড়ুন: শীতে ছাদ বাগান সাজাতে ডালিয়ার জুরি মেলা ভার, এইভাবে পরিচর্যা করলে হবে দারুন ফুল

দীর্ঘদিন পর মালদহ জেলার ক্রীড়াবিদরা বক্সিং প্রতিযোগিতায় সাফল্য পেল। ওপেন বেঙ্গল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় এই সোনা জয়। সোনা জয়ী খেলোয়াড়দের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান মালদহ জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৃষ্ণেন্দু নারায়ণচৌধুরী বলেন, বক্সিং ছাড়াও অন্যান্য খেলাধুলোতে ভাল ফল করছে মালদহের খেলোয়ারেরা। আমরা সব সময় তাদের পাশে থেকে সাহায্যর হাত বাড়িয়ে দিচ্ছি। আরও ভাল খেলাধুলোর মান বৃদ্ধি করার পরিকল্পনা করেছি। জানা গিয়েছে, চলতি মাসের ১৮ এবং ১৯ তারিখ ওপেন বেঙ্গল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আলিপুরদুয়ার জেলায়। পশ্চিমবঙ্গ সহ মোট ১২ টি রাজ্যের খেলোয়াররা অংশগ্রহণ করেছিল ওই প্রতিযোগিতায়। অংশগ্রহণ করেছিল বেশ কয়েকজন। তাদের মধ্যে রবি শেখ, দেবরাজ বাসফোর ও প্রিয়াঙ্কা রায় নিজেদের বিভাগে সোনা জেতেন। এছাড়াও রুপো পেয়েছে সোমনাথ দাস এবং ব্রোঞ্জ পেয়েছে দীপ বর্মন।

হরষিত সিংহ