Tag Archives: Army

Accident: লাদাখে হড়পা বানে ট্যাঙ্ক সমেত ভেসে গেলেন ৫ সেনা জওয়ান! শোকপ্রকাশ রাজনাথের

নয়াদিল্লি: লাদাখের ভারত-চিন সীমান্তে মৃত‍্যু পাঁচ সেনা জওয়ানের। দৌলত বেগ ওল্ডি এলাকায় ট‍্যাঙ্ক নিয়ে অনুশীলন করার সময় নদী পার হতে গিয়েই ঘটে দুর্ঘটনা। শনিবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে এই দু:সংবাদ জানানো হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, জলের তোড়ে তলিয়ে যান পাঁচ সেনা জওয়ান। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এক্স হ‍্যান্ডেলে তিনি লেখেন, ‘‘লাদাখে একটি নদী পার হওয়ার সময় দুর্ভাগ্যজনকভাবে একটি দুর্ঘটনায় আমাদের পাঁচ সাহসী ভারতীয় সেনা সৈন্যের প্রাণ হারানোয় আমরা গভীরভাবে দুঃখিত। জাতির প্রতি আমাদের বীর সেনাদের দৃষ্টান্তমূলক সেবা আমরা কখনও ভুলব না। শোকাহত পরিবারের প্রতি আমার আন্ত:রিক সমবেদনা। এই দুঃসময়ে জাতি তাদের পাশে রয়েছে।’’

সূত্রের খবর অনুযায়ী, লাইন অফ অ‍্যাকচুয়াল লাইন বা এলওসি টি-১২ ট‍্যাঙ্ক নিয়ে নদী পেরোনোর চেষ্টা করে সেনাবাহিনীর দলটি। তবে নদীর জল বাড়তে শুরু করে। ট‍্যাঙ্ক-সহ সেনা জওয়ানরা নদীর জলে ভেসে যান। কিছুক্ষণের মধ‍্যেই শুরু হয় উদ্ধারকাজ।

আরও পড়ুন: রূপকথার মতো সাফল‍্য! খ‍্যাতির শীর্ষে অভিনয়কে বিদায়, ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে এখন আইএএস অফিসার, চেনেন অভিনেত্রীকে? র‍্যাঙ্ক জানলে মাথা ঘুরে যাবে

জানা গিয়েছে, ঘটনাটি মন্দির মোড় এলাকা থেকে ১৪৮ কিলোমিটার দূরে ঘটেছে শুক্রবার রাত ১ টায় ঘটে এই দুর্ঘটনা। শোক নদীতে তলিয়ে যায় পাঁচ জওয়ানের দেহ।

Indian Army: দুর্গম পাহাড়ি এবং ডুয়ার্সের জঙ্গল পথে মহিলা বাইকারদের অভিযান! কেন জানেন?

সেনার পক্ষ থেকে নারী শক্তিকে উজ্জীবিত করতে দুর্গম পাহাড়ি এবং ডুয়ার্সের জঙ্গল পথে মহিলা বাইকারদের অভিযান।
সেনার পক্ষ থেকে নারী শক্তিকে উজ্জীবিত করতে দুর্গম পাহাড়ি এবং ডুয়ার্সের জঙ্গল পথে মহিলা বাইকারদের অভিযান।
উইমেন এম্পাওয়ারমেন্টকে এগিয়ে নিয়ে যেতে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর ত্রুিশক্তি কর্পস-এর পক্ষ থেকে উত্তরের জঙ্গল পথ দিয়ে ভুটান সীমান্ত হয়ে পাহাড়ি পথে সিকিম পর্যন্ত এক অভিনব মোটর সাইকেল এক্সপিডিশনের আয়োজন করা হয়।
উইমেন এম্পাওয়ারমেন্টকে এগিয়ে নিয়ে যেতে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর ত্রুিশক্তি কর্পস-এর পক্ষ থেকে উত্তরের জঙ্গল পথ দিয়ে ভুটান সীমান্ত হয়ে পাহাড়ি পথে সিকিম পর্যন্ত এক অভিনব মোটর সাইকেল এক্সপিডিশনের আয়োজন করা হয়।
এই অভিযানে এনসিসি'র ৩ নম্বর ব্যাটালিয়নের মহিলা ক্যাডেটদের সঙ্গে সিকিমে মিলিত হয় দিল্লির আয়রন হর্স অ্যাকাডেমির অভিযাত্রী দলের সদস্যরা।
এই অভিযানে এনসিসি’র ৩ নম্বর ব্যাটালিয়নের মহিলা ক্যাডেটদের সঙ্গে সিকিমে মিলিত হয় দিল্লির আয়রন হর্স অ্যাকাডেমির অভিযাত্রী দলের সদস্যরা।
ভারতীয় সেনার ত্রুিশক্তি কর্পস-এর শুকনা সেনা ছাউনি থেকে যাত্রা শুরু করে। যাত্রা পথে ডুয়ার্স-এর গভীর জঙ্গল পথে যাবার সময় স্থানীয় মানুষদের সঙ্গে মিলিত হবার পাশাপশি এই অঞ্চলের পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল হয়।
ভারতীয় সেনার ত্রুিশক্তি কর্পস-এর শুকনা সেনা ছাউনি থেকে যাত্রা শুরু করে। যাত্রা পথে ডুয়ার্স-এর গভীর জঙ্গল পথে যাবার সময় স্থানীয় মানুষদের সঙ্গে মিলিত হবার পাশাপশি এই অঞ্চলের পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল হয়।
ডুয়ার্স দিয়ে যাবার পথে অভিযাত্রী দলটি ভারত-ভুটান সীমান্ত লাগোয়া গ্রামের সাধারণ মানুষের সঙ্গে মিলিত হবার পাশাপশি এনসিসি ক্যাডেটদের সঙ্গেও দেখা করে।
ডুয়ার্স দিয়ে যাবার পথে অভিযাত্রী দলটি ভারত-ভুটান সীমান্ত লাগোয়া গ্রামের সাধারণ মানুষের সঙ্গে মিলিত হবার পাশাপশি এনসিসি ক্যাডেটদের সঙ্গেও দেখা করে।
শুধুই যে অভিযান তাই নয় এই বিশেষ মোটর সাইকেল অভিযানের সময় মহিলাদের এই দলটি জলপাইগুড়ির ডামডিমে অবস্থিত ওয়ার মেমোরিয়াল গিয়ে শ্রদ্ধা জানান বীর শহীদের প্রতি।
শুধুই যে অভিযান তাই নয় এই বিশেষ মোটর সাইকেল অভিযানের সময় মহিলাদের এই দলটি জলপাইগুড়ির ডামডিমে অবস্থিত ওয়ার মেমোরিয়াল গিয়ে শ্রদ্ধা জানান বীর শহীদের প্রতি।

Bike Accident: ছুটির আনন্দ বদলে গেল বিষাদে, বাড়িতে এসে দুর্ঘটনায় মৃত্যু জওয়ানের

দক্ষিণ দিনাজপুর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল সেনা জওয়ানের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম জয়ন্ত বর্মন (৩৭)। সোমবার রাতে বাইকে করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর।

সূত্রের খবর, বালুরঘাট ব্লকের কৃষ্ণনগর এলাকায় রাস্তার পাশের একটি গাছে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সেনা জওয়ান জয়ন্ত বর্মনের বাইক। তাঁর ভাই রক্তাক্ত অবস্থায় অচৈতন্য হয়ে তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শেষরক্ষা হয়নি। সেখানেই চিকিৎসারত অবস্থায় প্রয়াত হন জয়ন্ত বর্মন নামে ওই সেনা জওয়ান।

আর‌ও পড়ুন: ইদের আনন্দে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে ভয়ঙ্কর কাণ্ড! আপনিও সাবধান হন

মৃত জ‌ওয়ানের পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন কুড়ি আগে ছুটিতে বাড়ি এসেছিলেন বালুরঘাটের ভাটপাড়া এলাকার জয়ন্ত বর্মন। বাড়িতে রয়েছে স্ত্রী ও দুই সন্তান। বর্তমানে তিনি কাশ্মীরে কর্মরত ছিলেন। শনিবার তাঁর আবার কাজের জায়গায় ফিরে যাওয়ার কথা ছিল। তাঁর মৃত্যুতে পরিবারের পাশাপাশি শোকস্তব্ধ প্রতিবেশীরাও। জেলা সৈনিক বোর্ডের তরফ থেকেগার্ড অফ অনার দেওয়া হয়। পাশাপাশি পুলিশের তরফ থেকে গান স্যালুট দেওয়া হয়। এরপর হয় শেষকৃত্য। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

সুস্মিতা গোস্বামী

Helipad Destroyed Youth Hope: ভিআইপিদের হেলিপ্যাড গড়ে তরুণদের চাকরির স্বপ্নে ‘ফুলস্টপ’

জলপাইগুড়ি: উঁচু শাল গাছের কোঠর থেকে আর উঁকি দেয় না ছটফটে চোখ। চোখে পড়ে না লাল ঠোঁট, উড়ন্ত সবুজের সমাহার। ডুয়ার্সের টিয়া বনে একসময় এভাবেই চোখে পড়ত টিয়া পাখির ঝাঁক। লাল ঠোঁট বিশিষ্ট সবুজ টিয়ায় ছেয়ে যাওয়া টিয়া বনের সৌন্দর্য থেকে তখন চোখ ফেরানো দায় হত। কিন্তু সেসব আজ অতীত। সেই টিয়া বনের ময়দান আজ ভিভিআইপি-দের কপ্টারের হ্যালিপ্যাডে পরিণত হয়েছে।

এই টিয়া বনে এখন খুব একটা দেখা মেলে না টিয়া পাখির। একদিকে উঁচু শাল গাছের কঠোরে উঁকি দিত লাল ঠোঁটের টিয়া পাখি, আর নিচে মাঠের এপার ওপার দৌড়ে নিজেকে শারীরিকভাবে সেনা বাহিনীর চাকরির জন্য তৈরি করার যুদ্ধে লেগে থাকত মাঠ সংলগ্ন জয় আশ্রম ১৯ নম্বর লাইন এলাকার মনীন্দ্র রায়, প্রকাশ ওঁরাও-দের মত যুবকেরা। তবে হঠাৎ যেন সব বদলে যায়। এই অঞ্চলের এক সময়ের ছোটখাটো জমিদার পরিবারের বর্তমান প্রজন্ম কল্যাণ রায়ের কাছ থেকে জানা গেল, হঠাৎ-ই একদিন সব শাল গাছ কেটে ফেলা হল। খেলার মাঠ, লোহার নেট দিয়ে ঘিরে ফেলে তৈরি হল হেলিকপ্টার ওঠা নামার জন্য হেলিপ্যাড। ২০১৯ সালের ঘটনা। এতেই আশ্রয় হারাল টিয়া পাখির দল। এলাকা থেকে উঠে গেল খেলার মাঠ।

আর‌ও পড়ুন: শিংওয়ালা হাতি! কাজিরাঙা’কে ভালবেসে ইউরোপীয় পর্যটকের শরীরজুড়ে ইউনিকর্নের ট্যাটু

কাতর কন্ঠে কল্যাণ বাবু আরও জানান, সেই থেকে এই ২০২৪ পর্যন্ত বহু জায়গায় অনুরোধ করেও অন্যত্র একটি খেলার মাঠ তৈরি হয়নি। কেউ কথা রাখেনি। আগে স্থানীয় বহু ছেলেই এই মাঠে নিজেকে তৈরি করে বর্তমানে দেশের সেনা বাহিনীতে কাজ করছে। তবে আজ আর এই গ্রাম থেকে কেউ খেলায় বা প্রতিরক্ষা দফতরে কাজ পায় না। যে ময়দানে দৌড়ঝাঁপ করে এক সময় সেনাবাহিনী থেকে পুলিশের কর্মী হয়েছে স্থানীয় রাজবংশী এবং আদিবাসী যুবকেরা, আজ সেই মাঠ ভিআইপিদের হেলিপ্যাড হয়ে যেন সব স্বপ্নে দাড়ি টেনে দিয়েছে!

সুরজিৎ দে

আর্মির পোশাকে কী করছেন আমির?

#মুম্বই: লুক চেঞ্জের ব্যাপারে বরাবরই আমির খান অন্যান্য বলিউড অভিনেতার থেকে অনেকটা এগিয়ে ৷ যে কোনও চ্যালেঞ্জে সবার আগে যিনি এগিয়ে আসেন তিনিই আমির খান৷

এবারও হল তাই ৷ নিজের নতুন ছবি ‘লাল সিং চড্ডা’র লুক নিয়ে একের পর এক এক্সপেরিমেন্টে ব্যস্ত আমির ৷ কখনও মাথায় পাগড়ি লাগিয়ে, তো কখনও দাঁড়ি লাগিয়ে, কলকাতা থেকে মুম্বই, দিল্লি থেকে জয়পুর, দেশের নানা শহরে তিনি দৌঁড়ে বেড়াচ্ছেন ছবির চরিত্র হয়ে ৷ আর এবার দেখা গেল ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরে আমির খান ৷

কিছুদিন আগে হিমাচল প্রদেশের পাহাড়ি রাস্তায় মুখে লম্বা দাড়ি, মাথায় টুপি পরে নজর কাড়লেন আমির খান ৷

আমিরের ‘লাল সিং চড্ডা’ ছবিটি টম হ্যাঙ্কসের জনপ্রিয় ছবি ‘ফরেস্ট গাম’ থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে ৷ ইতিমধ্যেই ছবির ষোলোয়ানা শ্যুটিং শেষ ৷ কিছু মাস আগে কলকাতাতেও এই ছবির শ্যুটিংয়ে এসেছিলেন আমির খান ৷ হাওড়া ব্রিজ ও উত্তর কলকাতার বেশ কিছু জায়গাতে আমিরকে শ্যুটিং করতে দেখা গিয়েছিল৷