Tag Archives: Basirhat

North 24 Parganas News: উপমহাদেশের দূর্লভ এই গাছকে বাঁচাতে বসিরহাটে সরে গিয়েছিল ব্রিজ!

বসিরহাট: বসিরহাট প্রাচীন সময়ের যেসব গাছ আছে তার মধ্যে অন্যতম নিশিপদ্ম গাছ। যার নাইট ক্যুইন’ খুবই সহজ একটি নাম। আর এই নামটি শুনে সহজেই অনুমান করা যায় রাতের আঁধার আলো করে ফোটে ফুলটি। ইছামতীর তীরে বসিরহাট শহরে সেতুর কোলঘেঁষে দেখা মিলবে এই গাছের। নিশিপদ্ম গাছ যা ভারতীয় উপমহাদেশে খুবই দূর্লভ। এক কথায় নদীর নাম ইছামতী, শহরের নাম বসিরহাট। বসিরহাট শহরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ভারতীয় উপমাহাদেশে বিরল প্রাজাতির এই গাছের।

আরও পড়ুন: পেশা বাঁচাতেই ছেলে গিয়েছিলেন ব্রিগেডে, তারপর…? কোথায়…? চোখের জলে কাকুতি মিনতি বাবার!

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট শহরের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককের দফতর ও বসিরহাটের ইছামতি নদীর তীরে গড়ে ওঠা সেতুর ঠিক কোল ঘেঁষে দেখা মিলবে। বসিরহাট শহর এ গ্রামের মিলনক্ষেত্র ইছামতী সেতু। আর এই সেতু তৈরির আকার পরিবর্তনে এই নিশিপদ্ম গাছের জন্যই বলে জানান শহরের প্রবীনদের মধ্যে অনেকেই। ইছামতি নদীর উপর গড়ে ওঠা সেতুটির আকার অনেকটা ইংরেজি এইচ অক্ষরের মতো করতে হয়েছিল।

আরও পড়ুন:  মথুরাপুরের সঙ্গে জুড়ল চৈতন্য মহাপ্রভুর নাম, ইতিহাস আজও ফিসফিস করে কথা বলে

বিরল এই নিশিপদ্ম গাছটিকে রক্ষা করার জন্য গাছটিকে বাঁচিয়ে রাখতেই সেতুর এমন আকার করা হয়েছিল বলে জানা যায়। যদিও আম্ফন ঝড়ে গাছটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছিল। তারপরে আজও গাছটি মাথা তুলে যেন বসিরহাটের ঐতিহ্যের জানান দেয়। বসিরহাট সেতু তৈরির সময়ে গাছটিকে বিশেষ কৌশলে সংরক্ষণ করলেও গাছটি ভগ্নাপ্রায় হতে চলেছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এলাকার অনেকেই গাছটিকে প্রয়োজনীয় সংরক্ষণের দাবি জানিয়েছেন।

জুলফিকার মোল্যা

North 24 Parganas News:  সীমান্তের সরকারি মাদ্রসায় চালু ডিজিটাল অ্যাটেনডেন্স পদ্ধতি

বসিরহাট: বসিরহাটের সীমান্তের সরকারি মাদ্রসায় স্বয়ংক্রিয় অ্যাটেনডেন্স পদ্ধতি। স্কুলেই দেখা মিলছে ছাত্র-ছাত্রীর পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের স্বয়ংক্রিয় অ্যাটেনডেন্স পদ্ধতি। তবে এমনটি কলকাতা কিংবা কোন শহরের বেসরকারি স্কুল নয়। বসিরহাটের সীমান্তের গ্রামের সরকারি হাই মাদ্রসার ব্যবস্থাপনায় তাক লেগে যাবে। শিক্ষাকেন্দ্রের আধুনিক পরিকাঠামো, সাজসজ্জায় টেক্কা দিতে পারে শহরের নামী শিক্ষা প্রতিষ্ঠানকে। রাজ্যের একাধিক স্কুলে যখন শিক্ষক-শিক্ষিকার অভাবের পাশাপাশি কখনো কখনো স্কুলের প্যালেস্তারা খসে পড়া, সহ একাধিক দুরবস্থার কথা সামনে এসেছে। ঠিক সেসময় যেন পথ দেখাল উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাটের ফুলবাড়ি আমিনিয়া হাই মাদ্রাসা।

আরও পড়ুন: WPL 2024-এ দিল্লির হয়ে খেলছে বাংলার এই মেয়ে, অপর্ণা চান গায়ে উঠুক ইন্ডিয়ার জার্সি

স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৯০০, আর স্কুলের পরিকাঠামো রীতিমত টক্কর দেবে অনেক কোনও বেসরকারি হাইটেক শিক্ষাপ্রতিষ্ঠানকে। স্কুলের প্রধান শিক্ষক, সহ শিক্ষক সহ পরিচলন সমিতির উদ্যোগে স্কুলেকে রীতিমতো আধুনিক পরিকাঠামগত পদ্ধতিতে তৈরি করা হয়েছে।স্কুলে ঢুকে ক্লাসরুমে প্রবেশ ও ছুটির সময় ডিজিটাল পরিচয় পত্র মেশিনের সামনে নিয়ে গেলেই স্মার্ট কার্ডের মাধ্যমে উপস্থিত গ্রহণ করা হয়। একইভাবে বাড়ি ফেরার সময় ওই মেশিনেই বাড়ি ফেরার বার্তা অভিভাবকের মোবাইল ফোনে মেসেজ পৌঁছাবে।

আরও পড়ুন:  দাদা অপমান করায় জেদে পথচলা শুরু, বাংলার একমাত্র মহিলা সানাই বাদককে চেনেন?

এর ফলে ছেলে মেয়েদের স্কুলে পৌঁছানোর নিশ্চয়তা অপরদিকে বাড়ি ফেরার সম্পর্কেও জানতে পারবেন পরিবারের সদস্যরা। স্কুলের এই উদ্যোগে খুশি স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকরাও। শুধু ডিজিটাল অ্যাটেনডেন্স মেশিন নয়, এই স্কুল আর পাঁচটা সাধারণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় অনেকটাই এগিয়ে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সব মিলে প্রত্যন্ত এলাকার সীমান্তের গ্রামের এই স্কুলই যেন এবার পথ দেখাচ্ছে।

জুলফিকার মোল্যা

North 24 Parganas News: শিবরাত্রির আগে নয়ারূপে সেজে উঠল বসিরহাটের এই শিব মন্দির

বসিরহাট: শিবরাত্রির আগে নয়ারূপে শিব মন্দির উদ্বোধন বসিরহাটে। শিবরাত্রের হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি। তারপরেই হিন্দু ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব শিবরাত্রি। বহুকাল ধরে এদেশের সর্বত্র এই উৎসব পালিত হয়ে আসছে। কোথাও আবার নতুন ভাবে গড়ে উঠছে শিবের মন্দির। এই রকম ভাবে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের ১৫ নম্বর ওয়ার্ডের মির্জাপুর এলাকায় আনন্দময়ী ক্লাবের উদ্যোগে উদ্বোধন হলএক সুদৃশ্য শিব মন্দির। স্থানীয় মানুষদের আর্থিক সাহায্য নিয়ে এই মন্দির গড়ে তোলা হয়েছে বলে জানা গেছে। এদিন রীতিমতো পুজা অর্চনার এই মন্দিরের উদ্বোধন করা হয়।

আরও পড়ুন: মাটি ফুঁড়ে বেরিয়ে এলেন কে, এ যেন অলৌকিক কাণ্ড! ছুটে এলেন মহিলারা

বসিরহাট শহরের ১৫ নম্বর ওয়ার্ডের মির্জাপুরে এই মন্দিরটির এতদিন বেহাল অবস্থা ছিল। সেই মন্দিরটি যেন এবার নব রূপ ফিরে পেল। আগামী শুক্রবার শিবরাত্রির উৎসব পালিত হবে। তারই আগে পৌর নাগরিকদের যেন উপহারস্বরূপ নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা হলো শিব মন্দির। আগে শিব রাত্রির দিন এই এলাকার মানুষদের যেতে হত বেশ কিছুটা দূরে। ফলে উপোস করে সমস্যার সম্মুখীন হতে হত ভক্তদের। এই মন্দির উদ্বোধনের ফলে উপকৃত হল এই এলাকার ধর্মপ্রাণ মানুষেরা। এদিন অনুষ্ঠান উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছিল গোটা এলাকা। মন্দির ঘিরে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত। দীর্ঘ বেশ কয়েক মাসের চেষ্টায় এই মন্দির নির্মাণ করা হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
প্রতিদিনই পুজো হবে এই মন্দিরে জানিয়েছেন মন্দির কমিটি।

জুলফিকার মোল্যা

North 24 Parganas News: বসিরহাটে বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত যুবক

বসিরহাট: বসিরহাটে বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত যুবক। মহকুমায় পরপর পথ দুর্ঘটনায় মৃত্যু যেন পিছু ছাড়ছে না। এদিনের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের রাঘবপুর এলাকার ঘটনা। স্থানীয় সুত্রে জানা যায়, ন্যাজাট-বসিরহাট রোড়ে সংলগ্ন এলাকায় একটি বাইকে চেপে হাসনাবাদের বোলদেপোতার যুবক রোমজান গাজী বসিরহাটে যাচ্ছিল। বাইক আরোহী রোমজান গাজী রাঘবপুর সংলগ্ন এলাকায় আসতেই অপরদিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। একপ্রকার বাইক থেকে নীচে ছিটকে পড়ে রোমজান গাজী।

আরও পড়ুন: রাতারাতি গোটা বনগাঁ জুড়ে লাড্ডুর চরম আকাল! মিলছেনা একটাও! কারণ শুনলে চোখ কপালে উঠবে!

স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জনবহুল এলাকায় এই ধরনের ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটায় যথেষ্ট চঞ্চল্য ছড়িয়েছে। হাসনাবাদের বোলদেপোতায় মৃত রোমজান গাজীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জুলফিকার মোল্যা

Sheikh Shahajahan Arrest Update: শেখ শাহজাহানের ১০ দিনের পুলিশি হেফাজত! ১১টি ধারায় মামলা রুজু! ধরা পরেই হাইকোর্টে পাল্টা আবেদন সন্দেশখালির ‘বাদশার’

কলকাতা: পুলিশ হেফাজতে শেখ শাহজাহান। ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বসিরহাট আদালতের। ইডির উপর হামলার ৫৫ দিন পর ধৃত সন্দেশখালির বেতাজ বাদশা। ভোররাতে মিনাখাঁ থেকে তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। আজ সকালে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। শেখ শাহজাহানকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বিচারকের।

সূত্রের খবর, আদালতের লকআপে রাখা হয়েছে তাকে। গত ৫ জানুয়ারি থেকেই এ রাজ্যের সবচেয়ে আলোচ্য নাম ছিল শাহজাহান। তার ঘনিষ্ঠ বহু নেতাকে ধরলেও অধরা ছিল ‘সন্দেশখালির বাঘ’। শেষপর্যন্ত শাহজাহানকে মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷

বাংলার ছেলের এমন কীর্তি! জানলে স্যালুট জানাবেন আপনিও

এ যেন একপ্রকার বাংলার ছেলের বিশ্বজয়। গবেষণায় কেমব্রিজ থেকে ডাক পেলেন বসিরহাটের ছেলে সাগ্নিক মণ্ডল।

North 24 Parganas News: অবশেষে বসিরহাট জেলা হাসপাতালে চালু নাইট শেল্টার

বসিরহাট: অবশেষে বসিরহাট জেলা হাসপাতালে শুরু হল বড় পরিষেবা। এলাকার মানুষের দাবী মেনে অবশেষে বসিরহাট জেলা হাসপাতালে নতুন পরিষেবা চালু হল। উত্তর ২৪ পরগণা জেলার সীমান্ত থেকে সুন্দরবন লাগোয়া অঞ্চল বসিরহাট মহাকুমা। যেখানে সীমান্ত থেকে সুন্দরবনের ১১টি ব্লকের প্রায় ৩৫ লক্ষ মানুষ চিকিৎসা পরিষেবা পেতে বসিরহাট জেলা নির্ভরশীল। বসিরহাট শহর লাগোয়া জেলা হাসপাতাল থেকে সুন্দরবন অঞ্চল ৭০-৭৫ কিলোমিটার দূরে নদী ও সড়ক পথে রোগী আত্মীয় পরিজনদের হাসপাতালে পৌঁছাতে হয়।

আরও পড়ুন:  অষ্টম শ্রেণির ছাত্রী না দক্ষ পটুয়া বোঝা মুশকিল! সুন্দরবনের চমক রিঙ্কির বাগদেবী

রাতে আত্মীয় পরিজনদের থাকার জন্য পর্যাপ্ত জায়গা ছিল না, অগত্যা হাসপাতাল চত্বরেই রাত কাটাতে হত। আত্মীয় পরিজন থেকে শুরু করে এলাকাবাসীর দাবী ছিল হাসপাতাল চত্বরে নাইট শেল্টারের ব্যবস্থা করা। যেখানে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জি।অবশেষে এলাকার মানুষের দাবী মেনে বসিরহাট জেলা হাসপাতাল চত্বরে রোগীর আত্মীয় পরিজনদের থাকার জন্য নাইট শেল্টার চালু করা হল। এর ফলে একদিকে সীমান্ত থেকে সুন্দরবন অঞ্চলের মানুষকে যেমন খোলা আকাশের নীচে রাত কাটাতে হবেনা তেমনি রোগীর আত্মীয় পরিজনদদের রাতে নিরাপত্তাও অনেকটাই নিশ্চিত হল বলে মনে করছেন অনেকেই।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সব মিলিয়ে বসিরহাট জেলা হাসপাতালে নাইট শেল্টার চালু হওয়ায় চিকিৎসা পরিষেবা পেতে লক্ষ লক্ষ মানুষের পথ বেশ কিছুটা সুগম হল প্রত্যন্ত এলাকার মানুষের।

জুলফিকার মোল্যা

North 24 Parganas News: শীতে পিঠেপুলি তৈরি পাত্রের বরাত বাড়ায় খুশির হাওয়া কুমোর পাড়ায়

বসিরহাট: শীতে পিঠেপুলি তৈরি পাত্রের বরাত বাড়ায় খুশির হাওয়া কুমোর পাড়ায়। গ্রামবাংলার শীতের মরশুমে বাড়ে পিঠেপুলির রসদ। রসে ভেজা, ক্ষীরে মেশা হরেক স্বাদের পিঠের আমেজ যেন অন্যমাত্রা দেয়। তবে নানা পদের পিঠেপুলি তৈরিতে ব্যবহার করা হয় কুমোরদের হাতে নিখাদ নিপুনভাবে তৈরি হরেক রকমের মাটির পাত্র। প্লাস্টিক, স্টিল অ্যালুমিনিয়ামের বাড়বাড়ন্তে মৃৎশিল্পের কারিগরদের আগের তুলনায় অনেকাংশে কাজের পরিসর কমেছে। দুর্দিনে তারা বসে থাকেন।

আরও পড়ুন: রাত নামলেই বদলাচ্ছে পরিবেশ! আসল ঘটনা জানলে চোখ কপালে উঠবে, আতঙ্কে এলাকাবাসী

টিকে থাকার লড়াইয়ে উদ্ভাবন করেছেন ঋতুবৈচিত্রের সাধারণের ব্যবহার নানা সামগ্রী। শীতের মৌসুমে বাঙালীর জীবনে পিঠেপুলি থাকতেই হবে। তা না হলে শীতই বেমানান। মৃৎশিল্পীরা বানিয়েছে বাহারি পিঠা বানানোর বাসনকোসন। নক্সি পিঠার জন্য মাটির ছাঁচও বানিয়েছে। মাটির পাত্রে তৈরি পিঠা যে সুস্বাদের হয় বাঙালী ললনারা তা জানে। বিশেষ করে গাঁয়ের বধূ বংশ পরম্পরায় জেনে এসেছে লোহার কড়াইয়ে, এ্যালুমিনিয়ামের পাতিলে, কলিকালের ফ্রাইপ্যানে আর যাই হোক পিঠে ভাল করে বানানো যায় না। তাদের কাছে মাটির উনানে তাপ নিয়ন্ত্রণে মাটির পাত্রে বানানো পাটিসাপটা পিঠের স্বাদই যেন আলাদা। একেবারে মুখে লেগে থাকে।

আরও পড়ুন: থাইরয়েড শরীরে নিয়ন্ত্রণ করে অনেক কিছু, তোলপাড় করে দেওয়ার আগে এইগুলো খেয়ে নিয়ন্ত্রণে রাখুন এই হরমোন

উত্তর ২৪ পরগনার বসিরহাটের ভেবিয়া, ধোপাবেড়িয়য় কুমোরবাড়িতে সারি সারি তৈজসপত্র শুকানো হচ্ছে। একটা সময় বিদ্যাধরী নদি দিয়ে নৌকায় মাটির পাত্র ভরে বিভিন্ন স্থানে যেত। যদিও এখন স্থল পথেই শহর-গ্রামে পৌঁছায়। শীতের মরশুমে গাঁয়ে গ্রামের বধুদের মধ্যে কে পিঠেপুলি ভাল বানাতে পারে তারও একটা প্রতিযোগিতা শুরু হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই প্রতিযোগিতায় পরোক্ষভাবে সহায়তা দিতে এগিয়ে এসেছেন মৃৎশিল্পীরা। তাদের তৈরি মাটির পাত্র পিঠেপুলির স্বাদ অনেক বাড়িয়েছে।

জুলফিকার মোল্যা

Madhyamik Examination 2024: মাধ্যমিক পরীক্ষার্থিনীর মুখে বন্দুক ধরল যুবক! তার পর কী হল কিশোরীর? পরিণতি জানলে চমকে যাবেন

জুলফিকার মোল্যা, বসিরহাট: মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর কাছে ফোন নম্বর চেয়ে, ফোন নম্বর না পাওয়ায় নকল বন্দুক দেখিয়ে ছাত্রীর মোবাইল নম্বর পাওয়ার চেষ্টা করল যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার এবিএস মদনমোহন বিদ্যাপীঠের বাইরে, শনিবার দুপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এবিএস মদনমোহন বিদ্যাপীঠ স্কুলে শনিবার মাধ্যমিকের দ্বিতীয় দিন পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ আগে কেন্দ্রের বাইরে একটি বাইকে তিন যুবক পৌঁছয়।

ওই যুবকরা হিঙ্গলগঞ্জের দিক থেকে নেবুখালির দিকে যাচ্ছিল। সে সময় স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকা এক নাবালিকাকে দেখে তার ফোন নাম্বার চাইতে থাকে। নাবালিকা ফোন নম্বর দিতে অস্বীকার করায় তিন যুবকের সঙ্গে বচসা হয়। অভিযোগ, এর পর তিন যুবক পিস্তলের মতো দেখতে একটি গ্যাস লাইটার বের করে হুমকি দেয়। পরীক্ষাকেন্দ্রের বাইরে থাকা অভিভাবকদের মধ্যে হৈচৈ শুরু হয়ে যায়।

আরও পড়ুন : নামে রসুন হলেও এটা লতানে ফুলগাছ! সামান্য যত্নেই থোকা থোকা বেগুনি ফুলে ভরবে আপনার বাড়ির বাগান

কর্তব্যরত পুলিশকর্মীরা ঘটনাস্থলে এলে তিন যুবক লেবুখালির দিকে বাইক নিয়ে পালিয়ে যায়। এরপর হিঙ্গলগঞ্জ থানার পুলিশের গাড়ি খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে। পুলিশ গাড়ি নিয়ে ধাওয়া করে তিন যুবককে কয়েক কিলোমিটার দূরে গিয়ে ধরে ফেলে। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ সূত্রে খবর, ধৃত তিন যুবকের বাড়ি ন্যাজাট ও বাদুড়িয়া থানা এলাকায়।একজনের বয়স ১৯ বছর অন্য দুজনের ২৪-২৫ বছরের মধ্যে।

North 24 Parganas News: বসিরহাট পৌরসভায় বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা

বসিরহাট: বসিরহাট পৌরসভায় বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা। বসিরহাট পৌরসভায় প্রথম বিনামূল্যে পৌর নাগরিকদের জন্য শুরু হলো ওয়াইফাই পরিষেবা প্রদান। দেশ তথা রাজ্য ডিজিটালিকরনের লক্ষ্যে এগিয়ে চলেছে। এবার সেই লক্ষ্যে নয়া পালক দিতে বসিরহাট পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে চালু হল বিন্যমূল্যে ওয়াইফাই পরিষেবা। ইন্টারনেটমুখী নতুন প্রজন্মকে কাজে লাগাতে ওয়াই-ফাই নেটওয়ার্ক চালু করা হয়েছে। এতে আউট সোর্সিংয়ের কাজ বৃদ্ধি পাবে। ছেলেমেয়েরা আয়ের পাশাপাশি নিজেদের তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ করার সুযোগ পাবেন।

আরও পড়ুন: জয়নগরেও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, আয় বাড়াতে পরিকল্পনা পুরসভার

মোবাইল ইন্টারনেটে গতি কমের পাশাপাশি দিনে নির্দিষ্ট একটি সীমা পর্যন্ত মোবাইলে ইন্টারনেট ডাটা চালাতে পারে। অনেকেই আবার মোবাইলে ইন্টারনেট পরিবেষা পেতে মোবাইলে মাসে মাসে রিচার্জ করার সামার্থ থাকেনা। সেই সব সমস্যা সমাধানে পৌর নাগরিকদের ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে নিজেই উদ্যোগ নিলেন বসিরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক দত্ত। বসিরহাট পৌরসভার প্রাণ কেন্দ্র বিবেকানন্দ মোড় এলাকায় পরীক্ষামূলকভাবে এই ওয়াইফাই পরিষেবা প্রদান করা হল।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
যা প্রায় ১ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পরিষেবা দেবে। পরবর্তীতে এই পরিসর আরও বাড়ানো হবে বলে জানান কাউন্সিলর।

জুলফিকার মোল্যা