Tag Archives: bollywood actor

Pankaj Tripathi: কাছের মানুষকে হারালেন পঙ্কজ ত্রিপাঠী, বোনের অবস্থাও গুরুতর আশঙ্কাজনক, শোকের ছায়া পরিবারে

বিহার: আবারও এক দুঃসংবাদ৷ বিনোদন জগতের সময়টা যে মোটেই ভাল যাচ্ছে না তা বেশ ভালই বোঝা যাচ্ছে৷ কাছের মানুষকে হারালেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী৷ ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতার ভগ্নিপতি রাজেশ তিওয়ারির৷ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন অভিনেতার বোন৷

শনিবার বিকেল চারটে নাগাদ বিহারের জিটি রোডের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে৷ সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলেই ভগ্নিপতির মৃত্যু হয়৷ পঙ্কজের বোনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ তড়িঘড়ি করে ধানবাদ মেডিক্যাল কলেজের এসএনসিইউ-তে ভর্তি রয়েছেন পঙ্কজের বোন৷

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা গিয়েছে, বিহারের গোপালগঞ্জের কমলপুর থেকে পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছিলেন রাজেশ ও তাঁর স্ত্রী সরিতা তিওয়ারি৷ নিরসা মার্কেট চকে পৌঁছানোর আগেই ডিভাইডারে সজোরে ধাক্কা মারে গাড়িটি৷ সঙ্গে সঙ্গে দুমরে-মুচড়ে যায় গাড়ি৷

পুলিশ ও স্থানীয়দের সাহায্যে তাদের ধানবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই রাজেশ তিওয়ারিকে মৃত বলে ঘোষণা করা হয়৷ এবং সরিতাকে সার্জিক্যাল আইসিইউতে ভর্তি রাখা হয়৷ জানা গিয়েছে, পঙ্কজ ত্রিপাঠীর ভগ্নিপতি রেলে কর্মরত ছিলেন৷ গ্রাম থেকে চিত্তরঞ্জন আসার সময়েই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে৷ উল্লেখ্য, ২০২৩ সালে বাবাকে হারান পঙ্কজ ত্রিপাঠি৷ বছর ঘুরতে না ঘুরতে ফের শোকের ছায়া অভিনেতার পরিবারে৷ অভিনেতার গোটা পরিবার শোকে ভেঙে পড়েছেন৷

‘মির্জাপুর’-এর কথা ভুলে যাবেন; থ্রিলার-সাসপেন্স কী নেই! কোথায় দেখা যাচ্ছে তুমুল জনপ্রিয় ওয়েব সিরিজটি?

ওয়েব সিরিজপ্রেমীদের কাছে তুমুল চর্চিত একটা সিরিজ হল ‘মির্জাপুর’। আসলে এই ওয়েব সিরিজের অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ে আঞ্চলিক ছোঁয়া এবং স্ক্রিন প্রেজেন্স সকলকে মুগ্ধ করেছে। এখনও পর্যন্ত ‘মির্জাপুর’-এর সিজন ২ এসেছে। আর এই সিরিজের তৃতীয় সিজনের জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বলা ভাল যে, এই সিরিজের জনপ্রিয়তা আকাশছোঁয়া! তবে এমন অনেক সিরিজ রয়েছে, যা ‘মির্জাপুর’-এর সঙ্গে অনায়াসে পাল্লা দিতে পারে।
ওয়েব সিরিজপ্রেমীদের কাছে তুমুল চর্চিত একটা সিরিজ হল ‘মির্জাপুর’। আসলে এই ওয়েব সিরিজের অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ে আঞ্চলিক ছোঁয়া এবং স্ক্রিন প্রেজেন্স সকলকে মুগ্ধ করেছে। এখনও পর্যন্ত ‘মির্জাপুর’-এর সিজন ২ এসেছে। আর এই সিরিজের তৃতীয় সিজনের জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বলা ভাল যে, এই সিরিজের জনপ্রিয়তা আকাশছোঁয়া! তবে এমন অনেক সিরিজ রয়েছে, যা ‘মির্জাপুর’-এর সঙ্গে অনায়াসে পাল্লা দিতে পারে।
এমনকী, জনপ্রিয়তার নিরিখে ছাড়িয়ে যেতে পারে ‘মির্জাপুর’-কেও। আজকের প্রতিবেদনে আমরা এমন একটি ওয়েব সিরিজের কথা বলতে চলেছি, যেখানে ‘মির্জাপুর’-এর মতো আঞ্চলিক ছোঁয়ার স্বাদ পাবেন ভক্তরা। আসলে এখানেও প্রায় একই ধরনের ভাষার ব্যবহার এবং রাহাজানি দেখা যাবে।
এমনকী, জনপ্রিয়তার নিরিখে ছাড়িয়ে যেতে পারে ‘মির্জাপুর’-কেও। আজকের প্রতিবেদনে আমরা এমন একটি ওয়েব সিরিজের কথা বলতে চলেছি, যেখানে ‘মির্জাপুর’-এর মতো আঞ্চলিক ছোঁয়ার স্বাদ পাবেন ভক্তরা। আসলে এখানেও প্রায় একই ধরনের ভাষার ব্যবহার এবং রাহাজানি দেখা যাবে।
আবার ‘মির্জাপুর’-এর মতোই এই সিরিজেও এখনও পর্যন্ত রয়েছে দু’টি সিজন। কিন্তু কী নাম সেই সিরিজের? আর কোথায়ই বা দেখা যাবে? জেনে নেওয়া যাক বিশদে। বলে রাখা ভাল যে, এই সিরিজটির প্রথম সিজন মুক্তি পেয়েছে ‘মির্জাপুর’-এর প্রথম সিজনের আগেই।
আবার ‘মির্জাপুর’-এর মতোই এই সিরিজেও এখনও পর্যন্ত রয়েছে দু’টি সিজন। কিন্তু কী নাম সেই সিরিজের? আর কোথায়ই বা দেখা যাবে? জেনে নেওয়া যাক বিশদে। বলে রাখা ভাল যে, এই সিরিজটির প্রথম সিজন মুক্তি পেয়েছে ‘মির্জাপুর’-এর প্রথম সিজনের আগেই।
২০১৮ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত এই সিরিজটিও দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল। এর IMDb রেটিং হল ৮.৩। এর পরে মুক্তি পাওয়া ‘মির্জাপুর’-এর IMDb রেটিং হল ৮.৫। উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ডের আঞ্চলিক ছোঁয়ার স্বাদ মিলবে এই সিরিজে। প্রধান নায়কের গ্রাম্য স্টাইল সকলের মন জয় করেছিল। তাঁকে আঞ্চলিক ভাষাতেই কথা বলতে শোনা গিয়েছে। এই সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছিল ২০২২ সালে। এই সিরিজটির নাম ‘অপহরণ’।
২০১৮ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত এই সিরিজটিও দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল। এর IMDb রেটিং হল ৮.৩। এর পরে মুক্তি পাওয়া ‘মির্জাপুর’-এর IMDb রেটিং হল ৮.৫। উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ডের আঞ্চলিক ছোঁয়ার স্বাদ মিলবে এই সিরিজে। প্রধান নায়কের গ্রাম্য স্টাইল সকলের মন জয় করেছিল। তাঁকে আঞ্চলিক ভাষাতেই কথা বলতে শোনা গিয়েছে। এই সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছিল ২০২২ সালে। এই সিরিজটির নাম ‘অপহরণ’।
সিরিজের দু’টি সিজনেই মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অরুণোদয় সিং। এটি মূলত একটি অ্যাকশন-থ্রিলার সিরিজ। এই সিরিজটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ সেনগুপ্ত। আর প্রযোজনা করেছেন একতা কাপুর।‘অপহরণ’-এর নাম শুনেই এর পটভূমিকা বেশ খানিকটা আন্দাজ করা যাবে। আসলে এই সিরিজের দু’টি সিজনই কিডন্যাপিং বা অপহরণের উপর ভিত্তি করে তৈরি। এর সঙ্গে সাসপেন্স, থ্রিলার এবং রহস্য তো রয়েছেই!
সিরিজের দু’টি সিজনেই মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অরুণোদয় সিং। এটি মূলত একটি অ্যাকশন-থ্রিলার সিরিজ। এই সিরিজটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ সেনগুপ্ত। আর প্রযোজনা করেছেন একতা কাপুর। ‘অপহরণ’-এর নাম শুনেই এর পটভূমিকা বেশ খানিকটা আন্দাজ করা যাবে। আসলে এই সিরিজের দু’টি সিজনই কিডন্যাপিং বা অপহরণের উপর ভিত্তি করে তৈরি। এর সঙ্গে সাসপেন্স, থ্রিলার এবং রহস্য তো রয়েছেই!
এই সিরিজটি Jio Cinema-য় দেখতে পাওয়া যাবে। এই সিরিজের প্রথম সিজনে মোট ১২টি এপিসোড এবং দ্বিতীয় সিজনে মোট ১১টি এপিসোড ছিল। ২০১৮ স্ট্রিমিং অ্যাওয়ার্ডে এই সিরিজের প্রথম সিজন মোট ৪টি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। এখানেই শেষ নয়, ভক্তরা অপেক্ষা করছেন এই সিরিজের তৃতীয় সিজনের জন্য। অরুণোদয় সিং অভিনীত চরিত্র রুদ্র শ্রীবাস্তবকে আবার পর্দায় দেখতে চাইছেন ভক্তরা। ফলে খুব শীঘ্রই ‘অপহরণ’-এর তৃতীয় সিজনও মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
এই সিরিজটি Jio Cinema-য় দেখতে পাওয়া যাবে। এই সিরিজের প্রথম সিজনে মোট ১২টি এপিসোড এবং দ্বিতীয় সিজনে মোট ১১টি এপিসোড ছিল। ২০১৮ স্ট্রিমিং অ্যাওয়ার্ডে এই সিরিজের প্রথম সিজন মোট ৪টি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। এখানেই শেষ নয়, ভক্তরা অপেক্ষা করছেন এই সিরিজের তৃতীয় সিজনের জন্য। অরুণোদয় সিং অভিনীত চরিত্র রুদ্র শ্রীবাস্তবকে আবার পর্দায় দেখতে চাইছেন ভক্তরা। ফলে খুব শীঘ্রই ‘অপহরণ’-এর তৃতীয় সিজনও মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

চার দিনেই রেকর্ড; বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’, ইতিহাস তৈরি থেকে এক ধাপ দূরে

বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। শুধু ভারত নয়, গোটা বিশ্বেই হইহই করে চলছে এই ছবি। বহুদিন পর দর্শক আবার হলমুখী। আয়েও রেকর্ড। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ এখন ১০০ কোটির ক্লাব থেকে কয়েক ইঞ্চি দূরে। চার দিনে বিশ্ব জুড়ে কত কোটি টাকার ব্যবসা করল অক্ষয়-টাইগারের যুগলবন্দি?
বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। শুধু ভারত নয়, গোটা বিশ্বেই হইহই করে চলছে এই ছবি। বহুদিন পর দর্শক আবার হলমুখী। আয়েও রেকর্ড। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ এখন ১০০ কোটির ক্লাব থেকে কয়েক ইঞ্চি দূরে। চার দিনে বিশ্ব জুড়ে কত কোটি টাকার ব্যবসা করল অক্ষয়-টাইগারের যুগলবন্দি?
‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ পুরোদস্তুর অ্যাকশন সিনেমা। অক্ষয় এবং টাইগার জুটি সুপারহিট। ছবিটি প্রথম দিনেই বিশ্বব্যাপী ৩৬.৩৩ কোটি টাকার ব্যবসা করেছে। গত চার দিনে আয় করেছে ৯৬.১৮ কোটি টাকা। পঞ্চম দিনেই ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ১০০ কোটির ক্লাবে পা রাখবেন বলে আশা করছেন ছবির প্রযোজক, পরিচালকরা।
‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ পুরোদস্তুর অ্যাকশন সিনেমা। অক্ষয় এবং টাইগার জুটি সুপারহিট। ছবিটি প্রথম দিনেই বিশ্বব্যাপী ৩৬.৩৩ কোটি টাকার ব্যবসা করেছে। গত চার দিনে আয় করেছে ৯৬.১৮ কোটি টাকা। পঞ্চম দিনেই ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ১০০ কোটির ক্লাবে পা রাখবেন বলে আশা করছেন ছবির প্রযোজক, পরিচালকরা।
চলতি বছরে ১০০ কোটির পঞ্চম ছবি: ২০২৪ সালে ১০০ কোটির ব্যবসা করা পঞ্চম ছবি হতে চলেছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। এর আগে, হৃতিক রোশনের 'ফাইটার', অজয় দেবগন-আর মাধবনের 'শয়তান', ইয়ামি গৌতমের 'আর্টিকেল ৩৭০' এবং করিনা কাপুর, কৃতি স্যানন, টাবুর 'ক্রু' ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে।
চলতি বছরে ১০০ কোটির পঞ্চম ছবি: ২০২৪ সালে ১০০ কোটির ব্যবসা করা পঞ্চম ছবি হতে চলেছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। এর আগে, হৃতিক রোশনের ‘ফাইটার’, অজয় দেবগন-আর মাধবনের ‘শয়তান’, ইয়ামি গৌতমের ‘আর্টিকেল ৩৭০’ এবং করিনা কাপুর, কৃতি স্যানন, টাবুর ‘ক্রু’ ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে।
সারা দেশে এত কোটি টাকার ব্যবসা করেছে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’: ঘরোয়া বক্স অফিসে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ প্রথম দিনে ১৫.৬৫ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিনে আয় করে ৭.৬ কোটি টাকা। তৃতীয় দিনে ৮.৫ কোটি এবং চতুর্থ দিনে ৯.১ কোটি টাকার ব্যবসা করে। সব মিলিয়ে চার দিনে ৪০.৮ কোটি টাকার ব্যবসা করেছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’।
সারা দেশে এত কোটি টাকার ব্যবসা করেছে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’: ঘরোয়া বক্স অফিসে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ প্রথম দিনে ১৫.৬৫ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিনে আয় করে ৭.৬ কোটি টাকা। তৃতীয় দিনে ৮.৫ কোটি এবং চতুর্থ দিনে ৯.১ কোটি টাকার ব্যবসা করে। সব মিলিয়ে চার দিনে ৪০.৮ কোটি টাকার ব্যবসা করেছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’।
অজয় দেবগনের ‘ময়দান’কে টক্কর দিচ্ছে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’: অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ছবি ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মানুষি চিল্লার, আলায় এফ-এর মতো তারকারা। ১১ এপ্রিল ইদে মুক্তি পাওয়া ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ জোর টক্কর দিচ্ছে অজয় দেবগনের ‘ময়দান’কে।
অজয় দেবগনের ‘ময়দান’কে টক্কর দিচ্ছে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’: অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ছবি ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মানুষি চিল্লার, আলায় এফ-এর মতো তারকারা। ১১ এপ্রিল ইদে মুক্তি পাওয়া ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ জোর টক্কর দিচ্ছে অজয় দেবগনের ‘ময়দান’কে।

Bollywood Actor Family Tragedy: জন্মদিনের পার্টিতে চোখের সামনে গোটা পরিবার শেষ…! মা-বোনকে হত্যা করেই আত্মঘাতী বাবা! বলি নায়কের জীবন যেন দুঃস্বপ্ন

১৯৯২ সালে ছবি ‘বেখুদি’-তে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা কমল সাদানাহ। একাধিক সুপারস্টার নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করে নিয়েছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জীবনের ভয়াবহ একটি অভিজ্ঞতার কথা বলেছেন তিনি। যা শুনে শিউরে উঠতে হয়।
১৯৯২ সালে ছবি ‘বেখুদি’-তে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা কমল সাদানাহ। একাধিক সুপারস্টার নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করে নিয়েছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জীবনের ভয়াবহ একটি অভিজ্ঞতার কথা বলেছেন তিনি। যা শুনে শিউরে উঠতে হয়।
নিজের চোখের ছোট কমল গোটা পরিবারকে শেষ হয়ে যেতে দেখেছিলেন। তিনজন কাছের মানুষের মৃত্যুর পরে অত্যন্ত মানসিক বিষাদের মধ্যে দিয়ে গিয়েছিলেন।
নিজের চোখের ছোট কমল গোটা পরিবারকে শেষ হয়ে যেতে দেখেছিলেন। তিনজন কাছের মানুষের মৃত্যুর পরে অত্যন্ত মানসিক বিষাদের মধ্যে দিয়ে গিয়েছিলেন।
রেডিও হোস্ট সিদ্ধার্থ কাননের সঙ্গে একটি সাক্ষাত্কারের সময় অভিনেতা তাঁর ২০তম জন্মদিনের দুঃখজনক ঘটনাটি নিয়ে আলোচনা করেছিলেন।
রেডিও হোস্ট সিদ্ধার্থ কাননের সঙ্গে একটি সাক্ষাত্কারের সময় অভিনেতা তাঁর ২০তম জন্মদিনের দুঃখজনক ঘটনাটি নিয়ে আলোচনা করেছিলেন।
তাঁর বাবা ব্রীজ সাদনাহ আত্মহত্যা করার আগে তাঁর মা সাঈদা খান এবং তাঁর বোন নম্রতাকে গুলি করে হত্যা করেছিলেন। সিদ্ধার্থের সঙ্গে সাক্ষাৎকারের সময় কমল বলেন, ‘‘এ যে কী যন্ত্রণার কী বলব। আপনার চোখের সামনে আপনার পরিবারকে হত্যা করা হচ্ছে। এমনকি আমাকেও গুলি করা হয়েছিল।’’
তাঁর বাবা ব্রীজ সাদনাহ আত্মহত্যা করার আগে তাঁর মা সাঈদা খান এবং তাঁর বোন নম্রতাকে গুলি করে হত্যা করেছিলেন। সিদ্ধার্থের সঙ্গে সাক্ষাৎকারের সময় কমল বলেন, ‘‘এ যে কী যন্ত্রণার কী বলব। আপনার চোখের সামনে আপনার পরিবারকে হত্যা করা হচ্ছে। এমনকি আমাকেও গুলি করা হয়েছিল।’’
‘‘আমার ঘাড়ের এক পাশ থেকে একটি গুলি চলে গিয়েছে এবং অন্য দিক থেকে বেরিয়ে এসেছে। আমি বেঁচে গিয়েছি। যে আমার বেঁচে থাকার কোন যুক্তিসঙ্গত কারণ নেই। এটা অনেকটা এরকম যে গুলিটা সমস্ত শিরাউপশিরা পেরিয়ে বেরিয়ে গিয়েছে। কিন্তু আঘাতটা শরীরে পড়েনি।’’
‘‘আমার ঘাড়ের এক পাশ থেকে একটি গুলি চলে গিয়েছে এবং অন্য দিক থেকে বেরিয়ে এসেছে। আমি বেঁচে গিয়েছি। যে আমার বেঁচে থাকার কোন যুক্তিসঙ্গত কারণ নেই। এটা অনেকটা এরকম যে গুলিটা সমস্ত শিরাউপশিরা পেরিয়ে বেরিয়ে গিয়েছে। কিন্তু আঘাতটা শরীরে পড়েনি।’’
‘‘আমার মা ও বোনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। তখন আমি জানতাম না যে আমাকেও গুলি করা হয়েছে। ডাক্তার জিজ্ঞেস করলেন, ‘আপনার শার্টে এত রক্ত কেন?’ আমি বললাম, ‘না, এটা নিশ্চয়ই আমার মা বা বোনের কাছ থেকে লেগেছে।’ তিনি বলেন, না এটা তোমারই রক্ত।’’
‘‘আমার মা ও বোনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। তখন আমি জানতাম না যে আমাকেও গুলি করা হয়েছে। ডাক্তার জিজ্ঞেস করলেন, ‘আপনার শার্টে এত রক্ত কেন?’ আমি বললাম, ‘না, এটা নিশ্চয়ই আমার মা বা বোনের কাছ থেকে লেগেছে।’ তিনি বলেন, না এটা তোমারই রক্ত।’’
আমি কেবল বলছিলাম, ‘‘না, আপনি শুধু আমার মা এবং বোনকে বাঁচিয়ে রাখুন। এবং আমিও আমার বাবাকে চেক করার চেষ্টা করছিলাম যে তিনি সেই সময়ে কী করতে চলেছেন।’’ কমল জানান, তাঁর বাবা মদ্যপান করে তাঁর মা-বোনকে গুলি করেছিলেন।
আমি কেবল বলছিলাম, ‘‘না, আপনি শুধু আমার মা এবং বোনকে বাঁচিয়ে রাখুন। এবং আমিও আমার বাবাকে চেক করার চেষ্টা করছিলাম যে তিনি সেই সময়ে কী করতে চলেছেন।’’ কমল জানান, তাঁর বাবা মদ্যপান করে তাঁর মা-বোনকে গুলি করেছিলেন।
১৯৯০ সালে ২১ অক্টোবর জন্মদিনের পার্টির আয়োজন করছিলেন নিজে। বাড়ির নীচতলায় তাঁর বাবা-মায়ের মধ্যে ঝগড়া শুরু হয়, এরপর গুলি চলে। কমল তাঁর মা ও বোন দু’জনকেই গুলিবিদ্ধ, অচেতন অবস্থায় দেখে নীচে ছুটে আসেন।
১৯৯০ সালে ২১ অক্টোবর জন্মদিনের পার্টির আয়োজন করছিলেন নিজে। বাড়ির নীচতলায় তাঁর বাবা-মায়ের মধ্যে ঝগড়া শুরু হয়, এরপর গুলি চলে। কমল তাঁর মা ও বোন দু’জনকেই গুলিবিদ্ধ, অচেতন অবস্থায় দেখে নীচে ছুটে আসেন।
কমল আরও জানান, যেদিন তাঁকে গুলি করা হয়েছিল, সেদিন ছিল তাঁর জন্মদিন। আর সেই ভয়াবহ স্মৃতির কারণে তিনি বহু বছর পর্যন্ত জন্মদিন পালন করতে পারতেন না। তবে গত এক বা দুই বছর ধরে তিনি একটি ছোট পার্টির আয়োজন করা শুরু করেছেন।
কমল আরও জানান, যেদিন তাঁকে গুলি করা হয়েছিল, সেদিন ছিল তাঁর জন্মদিন। আর সেই ভয়াবহ স্মৃতির কারণে তিনি বহু বছর পর্যন্ত জন্মদিন পালন করতে পারতেন না। তবে গত এক বা দুই বছর ধরে তিনি একটি ছোট পার্টির আয়োজন করা শুরু করেছেন।
কমলের কথায়, ‘‘প্রতি বছর, আমার বন্ধুরা আসে। গত বছর বা গত বছরের আগে, আমি আসলে বলেছিলাম, ‘আমি একটি ছোট পার্টি করতে চলেছি।’ এবং আমার দুই সন্তানই সেখানে ছিল। চমৎকার ছিল পার্টিটা।’’
কমলের কথায়, ‘‘প্রতি বছর, আমার বন্ধুরা আসে। গত বছর বা গত বছরের আগে, আমি আসলে বলেছিলাম, ‘আমি একটি ছোট পার্টি করতে চলেছি।’ এবং আমার দুই সন্তানই সেখানে ছিল। চমৎকার ছিল পার্টিটা।’’
কমলকে শেষবার দেখা গিয়েছিল ২০২৩ সালের প্রাইম ভিডিও ফিল্ম ‘পিপ্পা’- এ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ইশান খট্টর এবং ম্রুণাল ঠাকুর।
কমলকে শেষবার দেখা গিয়েছিল ২০২৩ সালের প্রাইম ভিডিও ফিল্ম ‘পিপ্পা’- এ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ইশান খট্টর এবং ম্রুণাল ঠাকুর।

Salman Khan: সলমনের বাড়ির সামনে গুলি চালানোর পর সিসিটিভি-তে আততায়ীদের মুখ স্পষ্ট! দায়ের করা হল FIR

মুম্বই: রবিবার ভোরে শহরের বান্দ্রা এলাকায় বলিউড সুপারস্টার সলমন খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি চলার পর থেকেই সারা দেশ তোলপাড়। সম্প্রতি নতুন খবর, মোটরবাইকে চেপে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মুম্বই পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে, এমনটাই জানালেন এক আধিকারিক। এছাড়া যারা গুলি চালিয়েছে, তাদের স্পষ্ট ছবিও পাওয়া গিয়েছে সিসিটিভি-র সাহায্যে।

পুলিশ অভিনেতার বাড়ি থেকে এক কিলোমিটারেরও বেশি দূরে একটি দুই চাকার গাড়ি অর্থাৎ বাইক উদ্ধার করেছে। সন্দেহ করা হচ্ছে, তারা দু’জনে ওই বাইকে চেপেই এসেছিল।

আরও পড়ুন: পয়লা বৈশাখে দুঃসংবাদ! প্রখ্যাত প্রযোজকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘরেই, পরিবারের কথায় দানা বাঁধছে রহস্য!

বান্দ্রা পুলিশ কর্মকর্তার মতে, ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩০৭ (হত্যার চেষ্টা) এবং অস্ত্র আইনের অধীনে ‘অজ্ঞাতপরিচয় ব্যক্তির’ বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

মোটরবাইকে চেপে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মুম্বই পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে
মোটরবাইকে চেপে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মুম্বই পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে

বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দু’জন ব্যক্তি চার রাউন্ড গুলি চালায়। অভিনেতা থাকেন সেই বাড়িতেই। ভোর ৫টার দিকে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা, পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। গুলি চালানোর পর খানের বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় পুলিশ, অপরাধ শাখার কর্মীরা এবং ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল অভিনেতার বাড়ির কাছের সিসিটিভি ক্যামেরার ফুটেজ-সহ প্রমাণ সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার সময় অভিনেতা বাড়িতে উপস্থিত ছিলেন কিনা সে বিষয়ে পুলিশ বা খানের পরিবারের পক্ষ থেকে কোনও তথ্য দেওয়া হয়নি।

গত বছরের মার্চ মাসে, সলমনকে হুমকি দিয়ে একটি ইমেল পাঠানো হয় তাঁর অফিসে। যার পরে মুম্বই পুলিশ তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার এবং অন্য একজনের বিরুদ্ধে আইপিসি ধারা ১২০-বি (অপরাধী ষড়যন্ত্র), ৫০৬-II (অপরাধীর ভীতি প্রদর্শন) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য)-তে মামলা নথিভুক্ত হয়। তার আগে ২০২২ সালের জুনে একজন অজ্ঞাত ব্যক্তি একটি হাতে লেখা নোটের মাধ্যমে সলমনকে হুমকি দিয়েছিল।

Salman Khan: এলোপাথাড়ি গুলি সলমনের বাড়ির বাইরে, সাতসকালে ভয়ঙ্কর কাণ্ড! আবারও কি তবে খুনের চেষ্টা? তদন্তে পুলিশ

বলিউডের ভাইজান সলমন খানের মুম্বইয়ের বাড়ির বাইরে ভয়ঙ্কর কাণ্ড৷ গ্যালাক্সির বাইরে শোনা গেল এলোপাথাড়ি গুলির শব্দ৷ ঘটনা জানাজানি হতেই বিরাট আতঙ্ক শুরু হয়েছে৷
বলিউডের ভাইজান সলমন খানের মুম্বইয়ের বাড়ির বাইরে ভয়ঙ্কর কাণ্ড৷ গ্যালাক্সির বাইরে শোনা গেল এলোপাথাড়ি গুলির শব্দ৷ ঘটনা জানাজানি হতেই বিরাট আতঙ্ক শুরু হয়েছে৷
রবিবার সকাল ৫ টায় মোটরসাইকেল করে এক ব্যক্তি বান্দ্রায় সলমন খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি ছুড়ে সেখান থেকে  পালিয়ে যায়৷ তারপরই ধুন্ধুমার শুরু হয়৷
রবিবার সকাল ৫ টায় মোটরসাইকেল করে এক ব্যক্তি বান্দ্রায় সলমন খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি ছুড়ে সেখান থেকে পালিয়ে যায়৷ তারপরই ধুন্ধুমার শুরু হয়৷
কে এই ব্যক্তি? কী উদ্দেশ্য নিয়ে সলমন খানের বাড়ির বাইরে গুলি ছুড়ে পালিয়ে গেলেন ওই ব্যক্তি তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ বাড়ছে৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ৷ এবং ওই ব্যক্তিকেও খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে৷
কে এই ব্যক্তি? কী উদ্দেশ্য নিয়ে সলমন খানের বাড়ির বাইরে গুলি ছুড়ে পালিয়ে গেলেন ওই ব্যক্তি তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ বাড়ছে৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ৷ এবং ওই ব্যক্তিকেও খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে৷
বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমারকে নিয়ে চর্চার থেকে চিন্তায় পড়েছেন ভক্তরা ৷  এর আগেও একাধিকবার মৃত্যুর হুমকি পেয়েছেন ভাইজান৷
বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমারকে নিয়ে চর্চার থেকে চিন্তায় পড়েছেন ভক্তরা ৷ এর আগেও একাধিকবার মৃত্যুর হুমকি পেয়েছেন ভাইজান৷
কুখ্যাত গ্যাংস্টার লরেন্স এবং গোল্ডি ব্রারের  নজরে রয়েছেন সলমন খান৷ বারবার অভিনেতাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে ৷  ফের আবারও নতুন বিপদ সলমন খানের জীবনে৷ তা নিয়েই চিন্তা বাড়ছে ভক্তদের৷
কুখ্যাত গ্যাংস্টার লরেন্স এবং গোল্ডি ব্রারের নজরে রয়েছেন সলমন খান৷ বারবার অভিনেতাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে ৷ ফের আবারও নতুন বিপদ সলমন খানের জীবনে৷ তা নিয়েই চিন্তা বাড়ছে ভক্তদের৷
দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করে খুন করার চেষ্টা চলছে বলিউডের ভাইজানকে। যে কোনও সময়েই খুন হয়ে যেতে পারেন সলমন খান। সলমনের বান্দ্রার বাড়ির ওপরও চলছিল নিয়মিত নজরদারি। এমনকী রেইকি পর্যন্তও করা হয়েছিল সলমনের বাড়িতে। কোথায়, কখন যাচ্ছেন, কে কখন আসছে ভাইজানের বাড়িতে সবকিছুর উপরই চলছে কড়া নজরদারি। কড়া নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়িও ব্যবহার করেন ভাইজান৷
দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করে খুন করার চেষ্টা চলছে বলিউডের ভাইজানকে। যে কোনও সময়েই খুন হয়ে যেতে পারেন সলমন খান। সলমনের বান্দ্রার বাড়ির ওপরও চলছিল নিয়মিত নজরদারি। এমনকী রেইকি পর্যন্তও করা হয়েছিল সলমনের বাড়িতে। কোথায়, কখন যাচ্ছেন, কে কখন আসছে ভাইজানের বাড়িতে সবকিছুর উপরই চলছে কড়া নজরদারি। কড়া নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়িও ব্যবহার করেন ভাইজান৷
সলমনের এই বুলেটপ্রুফ গাড়িতে বি৬ কিংবা বি৭ স্তরের সুরক্ষা রয়েছে ৷  বি৬ ব্যালিস্টিক সুরক্ষার জন্য দারুণ কার্যকরী৷ যেটি একটি ৪১ মিমি পুরু কাচের উচ্চ-ক্ষমতা সম্পন্ন রাইফেল থেকে গুলি ছুটলেও ভিতরে থাকা গাড়ির যাত্রীদের রক্ষা করতে পারে৷ এবং বি৭ ও ৭৮ মিমি পুরু কাঁচের বেষ্টনীতে মোড়া৷ জানা গিয়েছে, সলমনের আগের টয়োটা ল্যান্ড ক্রুজার এলসি২০০-এর থেকেও অনেক বেশি নিরাপত্তায় মোড়া৷ আপাতত কড়া নিরাপত্তার মধ্যেই রয়েছেন সলমন খান৷ সলমন খানের বাড়ির বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
সলমনের এই বুলেটপ্রুফ গাড়িতে বি৬ কিংবা বি৭ স্তরের সুরক্ষা রয়েছে ৷ বি৬ ব্যালিস্টিক সুরক্ষার জন্য দারুণ কার্যকরী৷ যেটি একটি ৪১ মিমি পুরু কাচের উচ্চ-ক্ষমতা সম্পন্ন রাইফেল থেকে গুলি ছুটলেও ভিতরে থাকা গাড়ির যাত্রীদের রক্ষা করতে পারে৷ এবং বি৭ ও ৭৮ মিমি পুরু কাঁচের বেষ্টনীতে মোড়া৷ জানা গিয়েছে, সলমনের আগের টয়োটা ল্যান্ড ক্রুজার এলসি২০০-এর থেকেও অনেক বেশি নিরাপত্তায় মোড়া৷ আপাতত কড়া নিরাপত্তার মধ্যেই রয়েছেন সলমন খান৷ সলমন খানের বাড়ির বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Bollywood Viral: আমির-পুত্রের চেহারার একী হল! চোখে মোটা কাজল, মাথায় টিকা! জুনেইদকে দেখে চমকে উঠবেন

বাবার পথেই চলবেন ছেলেও। আমির খানের পুত্র জুনেইদ খানের বলিউড এন্ট্রি নিয়ে অনেকদিন ধরেই উত্‍সাহী ভক্তকুল। বোন ইরার বিয়েতে বাবার সঙ্গে তাঁকেও দেখা গিয়েছে। তবে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশের আগেই চর্চায় জুনেইদ। হঠাত্‍ পাপারাজ্জিদের ক‍্যামেরাবন্দি হতেই জুনেইদের সাজ নিয়ে শুরু হয়েছে চর্চা।

বুধবার রাতে, তাকে মুম্বাইয়ের জুহু এলাকার বিখ্যাত পৃথ্বী থিয়েটারের বাইরে দেখা যায় জুনেইদকে। তবে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে জুনেইদের সাজ। চোখে মোটা করে লাগান কাজল। মাথায় কালো টিকা। রীতিমতো মেকআপ করা চেহারা।

আরও পড়ুন: ‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’! বিয়ের দু’মাস আগেই…কী হয়েছিল সানির সঙ্গে? কষ্ট-যন্ত্রণা নিয়ে নিজেই মুখ খুললেন নায়িকা

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

যদিও আমির পুত্রের পরণে ছিল একেবারে সাধারণ পোশাক। জুনেইদের সাজ দেখেই বোঝা যায় কোনও চরিত্রে অভিনয়ের জন‍্যই এমন সেজেছিলেন তিনি। তবে পাপারাজ্জিদের দেখে কোনওরকম বিরক্তি না দেখিয়ে মিষ্টি হেসে জুনেইদ বলেন, ‘‘এখনও মেকআপ করেই আছি, এবার গিয়ে তুলবো।’’

মেকআপ করা অবস্থাতেই ক‍্যামেরার জন‍্য পোজও দিলেন আমির খান এবং তাঁর প্রাক্তন স্ত্রী রিনা দত্তের পুত্র জুনেইদ খান। তাঁর মিষ্টি ব‍্যবহারে মুগ্ধ পাপারাজ্জি থেকে নেটিজেনরাও। হবু অভিনেতার ভাইরাল পোস্টে কমেন্ট ভরে গিয়েছে ব‍্যবহারের প্রশংসায়। এক জনৈক ব‍্যবহারকারীর মন্তব‍্য, ‘‘”এত সহজ এবং খাঁটি মনের মানুষ’’। অন‍্য এক ব‍্যক্তি লিখেছেন, ‘‘উনি অত‍্যন্ত ভাল মানুষ।’’

Rishi Kapoor: একাধিক মহিলার সঙ্গে রাত কাটাতেন ঋষি, একের পর এক পরকীয়া… হাতেনাতে ধরেও চুপ থেকেছেন নীতু

এক সময় বলিউড কাঁপিয়ে বেরিয়েছেন ঋষি কাপুর। পরপর হিট, বহু নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সেই সময়ের বলিউড হার্টথ্রব।
এক সময় বলিউড কাঁপিয়ে বেরিয়েছেন ঋষি কাপুর। পরপর হিট, বহু নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সেই সময়ের বলিউড হার্টথ্রব।
ঋষি-নীতুর দুই সন্তান৷ রণবীর কাপুর ও ঋদ্ধিমা কাপুর৷
ঋষি-নীতুর দুই সন্তান৷ রণবীর কাপুর ও ঋদ্ধিমা কাপুর৷
বলিউডের সফল জুটিদের যদি একটি তালিকা তৈরি হয়, ঋষি এবং নীতু কাপুরের নাম বেশ উপরের দিকেই থাকবে। একসঙ্গে অভিনয় থেকে আলাপ। আলাপ থেকে প্রেম। প্রেম থেকে বিয়ে। দুই সন্তানকে নিয়ে গুছিয়ে সংসার করেছেন তাঁরা। এমনকি পরিবারের জন্য অভিনয় পর্যন্ত ছেড়ে দেন নীতু। তবে তাঁদের সংসারের ভিতও নড়বড়ে হয়েছে।
বলিউডের সফল জুটিদের যদি একটি তালিকা তৈরি হয়, ঋষি এবং নীতু কাপুরের নাম বেশ উপরের দিকেই থাকবে। একসঙ্গে অভিনয় থেকে আলাপ। আলাপ থেকে প্রেম। প্রেম থেকে বিয়ে। দুই সন্তানকে নিয়ে গুছিয়ে সংসার করেছেন তাঁরা। এমনকি পরিবারের জন্য অভিনয় পর্যন্ত ছেড়ে দেন নীতু। তবে তাঁদের সংসারের ভিতও নড়বড়ে হয়েছে।
ঋষির এ হেন আচরণ যদিও প্রথমে মেনে নিতে পারেননি নীতু। তা নিয়ে ঝগড়াও করেছেন স্বামীর সঙ্গে। কিন্তু শেষমেশ যদিও বিষয়টির সঙ্গে মানিয়ে নিয়েছিলেন অভিনেত্রী।
ঋষির এ হেন আচরণ যদিও প্রথমে মেনে নিতে পারেননি নীতু। তা নিয়ে ঝগড়াও করেছেন স্বামীর সঙ্গে। কিন্তু শেষমেশ যদিও বিষয়টির সঙ্গে মানিয়ে নিয়েছিলেন অভিনেত্রী।
অতীতে এক সাক্ষাৎকারে নীতু জানান, দীর্ঘ কেরিয়ারে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন ঋষি। কিন্তু তা নিয়ে যদিও বিশেষ ভাবিত ছিলেন না নীতু। অভিনেত্রীর কথায়, ও বহু বার ফ্লার্ট করতে গিয়ে আমার কাছে ধরা পড়েছে। আউটডোর লোকেশনে গিয়ে কোনও সম্পর্কে জড়িয়ে পড়লে, সে বিষয়ে সকলের আগে আমিই জানতে পারব। আমি জানি, সেগুলো সব এক রাতের বিষয়
অতীতে এক সাক্ষাৎকারে নীতু জানান, দীর্ঘ কেরিয়ারে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন ঋষি। কিন্তু তা নিয়ে যদিও বিশেষ ভাবিত ছিলেন না নীতু। অভিনেত্রীর কথায়, ও বহু বার ফ্লার্ট করতে গিয়ে আমার কাছে ধরা পড়েছে। আউটডোর লোকেশনে গিয়ে কোনও সম্পর্কে জড়িয়ে পড়লে, সে বিষয়ে সকলের আগে আমিই জানতে পারব। আমি জানি, সেগুলো সব এক রাতের বিষয়
ঋষির মৃত্যুর পরে রণবীরের জীবনে অনেক কিছু বদলে গিয়েছে। আলিয়া ভাটের সঙ্গে তাঁর বিয়ে, এবং তারপরে মেয়ে রাহার জন্ম। স্বামী এবং বাবার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তবে তিনি স্বীকার করেছেন যে, ঋষির মৃত্যুর সঙ্গে এখনও বোঝাপড়া করে উঠতে পারেননি।
ঋষির মৃত্যুর পরে রণবীরের জীবনে অনেক কিছু বদলে গিয়েছে। আলিয়া ভাটের সঙ্গে তাঁর বিয়ে, এবং তারপরে মেয়ে রাহার জন্ম। স্বামী এবং বাবার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তবে তিনি স্বীকার করেছেন যে, ঋষির মৃত্যুর সঙ্গে এখনও বোঝাপড়া করে উঠতে পারেননি।
২০২০ সালের ৩০ এপ্রিল প্রয়াত হন ঋষি। লিউকেমিয়ার মতো মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই করেছিলেন তিনি। কোভিড-১৯ লকডাউনের কারণে তাঁদের পরিবারের খুব কাছের মানুষেরাই কেবল ঋষির অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন।
২০২০ সালের ৩০ এপ্রিল প্রয়াত হন ঋষি। লিউকেমিয়ার মতো মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই করেছিলেন তিনি। কোভিড-১৯ লকডাউনের কারণে তাঁদের পরিবারের খুব কাছের মানুষেরাই কেবল ঋষির অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন।

Ranbir- Alia: ধাওয়া করে রণবীর-আলিয়ার নতুন গাড়িতে হামলে পড়লেন ছবিশিকারীরা, দেখুন ভিডিও!

মুম্বইঃ গত বছর মুক্তিপ্রাপ্ত ‘অ্যানিম্যাল’ ছবির কারণে সাফল্যের শিখরে রয়েছেন রণবীর কাপুর। সম্প্রতি তিনি একটি নতুন বিলাসবহুল গাড়ি কিনেছেন। যার ফলে সেই নিয়েই শুরু হয়েছে বিস্তর চর্চা। আসলে রণবীর কাপুর কিনেছেন একটি বেন্টলি। যার মূল্য প্রায় ৮ কোটি টাকা। আপাতত স্ত্রী আলিয়া এবং তাঁর নিজের নতুন বাড়ির কাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করছেন রণবীর।

আরও পড়ুনঃ শিরদাঁড়ায় গুরুতর চোট, বন্ধ থাকবে শ্যুটিং, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন শিবপ্রসাদ, এখন কেমন আছেন?

এদিকে রবিবার রাতে নিজের নতুন গাড়ি চালিয়ে ঘুরতে দেখা গেল বি-টাউনের সুপারস্টারকে। যদিও ছবিশিকারীদের উপর যারপরনাই বিরক্তও হয়ে মেজাজ হারালেন তিনি। বিরল ভায়ানির শেয়ার করা একটি ভিডিও-য় দেখা গিয়েছে যে, রণবীরকে দেখামাত্রই তাঁকে ক্যামেরাবন্দি করার জন্য গাড়ির পিছনে হুড়মুড়িয়ে ছুটতে শুরু করেন ছবিশিকারীরা। রীতিমতো অভিনেতার বাড়ি পর্যন্ত ধাওয়া করেন তাঁরা। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিনেতা।

শনিবার রাতে আবার নিজের নতুন বেন্টলি চালাতে গিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন রণবীর। গভীর রাতে মুম্বইয়ে ঘুরতে বেরিয়েছিলেন রণবীর-আলিয়া। নিজেদের অ্যাপার্টমেন্ট বাস্তু থেকে বেরোতে দেখা যায় তাঁদের। কালো শার্টে চিরাচরিত স্টাইলিশ অবতারে দেখা গেল রণবীরকে। আর রেড স্ট্র্যাপি ড্রেসে আলিয়াও কম যান না! পাপারাৎজিদের দিকে তাকিয়ে মিষ্টি হাসি ছুড়ে দেন অভিনেত্রী। ছবিশিকারীরা রীতিমতো হামলে পড়েন গাড়ির ভিতরে। বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন অভিনেতা। পাপারাৎজিদের উদ্দেশ্যে বলেন, “আজা অন্দর বইঠ জা (একেবারে ভিতরে ঢুকে বসে পড়ুন)।”

https://www.instagram.com/reel/C5bgkE8SPP_/?utm_source=ig_web_copy_link

প্রসঙ্গত রণবীর এখন নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি এই ছবির বিষয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী আকৃতি সিং। ওই ভিডিও-য় দেখা যাচ্ছে যে, রাজকীয় অযোধ্যার সেট রীতিমতো মুম্বইয়েই তুলে আনা হয়েছে। বিশালাকার খিলান, প্রাসাদের ঝলক মিলেছে ভিডিও-য়। ক্যাপশনে আকৃতি লিখেছেন, “রামায়ণ ডে ১।”

যদিও পরে অবশ্য ভিডিওটি ডিলিট করে দিয়েছেন অভিনেত্রী। গত ২ এপ্রিল সেটে পূজা সেরেছেন নীতেশ তিওয়ারি। এরপরেই অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে শ্যুটিং শুরু হয়েছে। আর কিছু সময়ের মধ্যে শ্যুটিংয়ে যোগ দিতে চলেছেন রণবীর কাপুর। ভগবান রামের ভূমিকায় অবতীর্ণ হবেন তিনি।

Guess the Celebrity: চরম আর্থিক অনটন! মাত্র ১১ বছরে বাড়ি ছেড়ে…, আজ বলিউড কাঁপাচ্ছেন বিখ্যাত গায়ক-অভিনেতা, বলুন তো কে তিনি?

তারকাদের ব্যক্তিগত জীবন জানার জন্য সকলেই মুখিয়ে থাকেন৷ আজ এমন এক তারকার ব্যক্তিগত জীবনের কথা জানবেন যার পাঞ্জাবের জলন্ধরে জন্ম ৷ ছোটবেলা থেকেই গানের প্রতি অনুরাগী ছিলেন তিনি। কখনও তিনি কীর্তনের জন্য গুরুদ্বারে যেতেন আবার কখনও বিয়েতে পারফর্ম করতেন।
তারকাদের ব্যক্তিগত জীবন জানার জন্য সকলেই মুখিয়ে থাকেন৷ আজ এমন এক তারকার ব্যক্তিগত জীবনের কথা জানবেন যার পাঞ্জাবের জলন্ধরে জন্ম ৷ ছোটবেলা থেকেই গানের প্রতি অনুরাগী ছিলেন তিনি। কখনও তিনি কীর্তনের জন্য গুরুদ্বারে যেতেন আবার কখনও বিয়েতে পারফর্ম করতেন।
রাস্তায় কর্মরত এক অতি সামান্য ব্যক্তির ছেলে, যাকে আজ মানুষ শুধু অভিনয়ের জন্যই নয়, তার গানের জন্যও চেনে। তিনি যে কনসার্টে যোগ দেন সেখান থেকে ওয়ান্স মোর শব্দ আসতে থাকে। এই গায়ক ব্যক্তিগত জীবন, পরিবার কোনওকিছু নিয়েই খুব একটা মুখ খোলেন না। সম্প্রতি তিনি তাঁর পরিবারের কথা বলেছেন এবং আজ পর্যন্ত তাকে কী যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে, তা-ও জানিয়েছেন।
রাস্তায় কর্মরত এক অতি সামান্য ব্যক্তির ছেলে, যাকে আজ মানুষ শুধু অভিনয়ের জন্যই নয়, তার গানের জন্যও চেনে। তিনি যে কনসার্টে যোগ দেন সেখান থেকে ওয়ান্স মোর শব্দ আসতে থাকে। এই গায়ক ব্যক্তিগত জীবন, পরিবার কোনওকিছু নিয়েই খুব একটা মুখ খোলেন না। সম্প্রতি তিনি তাঁর পরিবারের কথা বলেছেন এবং আজ পর্যন্ত তাকে কী যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে, তা-ও জানিয়েছেন।
চরম আর্থিক অনটনের কারণে দশম শ্রেণী পেরিয়ে পড়া আর হয়নি। আজ তিনি বিখ্যাত গায়ক৷ একাধিক গান গেয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি৷ তিনি আর কেউ নন, তিনি হলেন দিলজিৎ দোসাঞ্জ৷
চরম আর্থিক অনটনের কারণে দশম শ্রেণী পেরিয়ে পড়া আর হয়নি। আজ তিনি বিখ্যাত গায়ক৷ একাধিক গান গেয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি৷ তিনি আর কেউ নন, তিনি হলেন দিলজিৎ দোসাঞ্জ৷
তিনি কেবল পাঞ্জাবি নয়, বলিউড ইন্ডাস্ট্রিরও পরিচিত মুখ হয়ে উঠেছেন। সম্প্রতি পিতামাতার সাথে তাঁর সম্পর্কের কথা বলেছেন দিলজিৎ দোসাঞ্জ৷
তিনি কেবল পাঞ্জাবি নয়, বলিউড ইন্ডাস্ট্রিরও পরিচিত মুখ হয়ে উঠেছেন। সম্প্রতি পিতামাতার সাথে তাঁর সম্পর্কের কথা বলেছেন দিলজিৎ দোসাঞ্জ৷
দিলজিৎ বলেন, যে আমার বয়স যখন ১১ বছর, তখন আমি আমার বাড়ি ছেড়ে আমার মামার সঙ্গে থাকতে শুরু করি। আমি আমার গ্রাম ছেড়ে শহরে চলে এসেছিলাম। এবং আমার বাবা-মা আমার জন্য একটি ভাল জীবন চাইতেন এবং তারা আশ্বাস দিয়েছিলেন যে তিনি শহরে খাবার, বাসস্থান এবং স্কুলের শিক্ষা পাবেন।
দিলজিৎ বলেন, যে আমার বয়স যখন ১১ বছর, তখন আমি আমার বাড়ি ছেড়ে আমার মামার সঙ্গে থাকতে শুরু করি। আমি আমার গ্রাম ছেড়ে শহরে চলে এসেছিলাম। এবং আমার বাবা-মা আমার জন্য একটি ভাল জীবন চাইতেন এবং তারা আশ্বাস দিয়েছিলেন যে তিনি শহরে খাবার, বাসস্থান এবং স্কুলের শিক্ষা পাবেন।
দিলজিৎ বলেন, আমার মামা বললেন, 'ওকে আমার সঙ্গে শহরে পাঠাও' আর আমার বাবা-মা বললেন, 'হ্যাঁ, নিয়ে যাও।' তারা আমাকে জিজ্ঞেস করেনি আমি কি চাই এবং তারপর আমি লুধিয়ানায় চলে আসি।
দিলজিৎ বলেন, আমার মামা বললেন, ‘ওকে আমার সঙ্গে শহরে পাঠাও’ আর আমার বাবা-মা বললেন, ‘হ্যাঁ, নিয়ে যাও।’ তারা আমাকে জিজ্ঞেস করেনি আমি কি চাই এবং তারপর আমি লুধিয়ানায় চলে আসি।
তিনি আরও বলেন, 'একটি ছোট ঘরে একা থাকতাম। আমি শুধু স্কুলে যেতাম এবং ফিরে আসতাম, সেখানে টিভি ছিল না। আমার অনেক সময় ছিল। তাছাড়া তখন আমাদের কাছে মোবাইল ফোন ছিল না, তাই বাড়িতে ফোন করলেও বা বাবা-মায়ের ফোন রিসিভ করলেও টাকা খরচ করতে হতো। তারপর ধীরে ধীরে আমি আমার পরিবার থেকে দূরে সরে যেতে শুরু করি।
তিনি আরও বলেন, ‘একটি ছোট ঘরে একা থাকতাম। আমি শুধু স্কুলে যেতাম এবং ফিরে আসতাম, সেখানে টিভি ছিল না। আমার অনেক সময় ছিল। তাছাড়া তখন আমাদের কাছে মোবাইল ফোন ছিল না, তাই বাড়িতে ফোন করলেও বা বাবা-মায়ের ফোন রিসিভ করলেও টাকা খরচ করতে হতো। তারপর ধীরে ধীরে আমি আমার পরিবার থেকে দূরে সরে যেতে শুরু করি।
দিলজিৎ বলেন, 'আমি আমার মাকে অনেক শ্রদ্ধা করি। আমার বাবা খুব মিষ্টি মানুষ। সে আমাকে কিছুই জিজ্ঞাসা করেননি। এমনকি আমি কোন স্কুলে পড়ি তাও সে জিজ্ঞাসা করেননি। কিন্তু তার সঙ্গে আমার সম্পর্ক ভেঙ্গে গেছে এবং এই সম্পর্ক শুধু তার সঙ্গেই নয়, সবার সঙ্গেই ভেঙ্গে গেছে।
দিলজিৎ বলেন, ‘আমি আমার মাকে অনেক শ্রদ্ধা করি। আমার বাবা খুব মিষ্টি মানুষ। সে আমাকে কিছুই জিজ্ঞাসা করেননি। এমনকি আমি কোন স্কুলে পড়ি তাও সে জিজ্ঞাসা করেননি। কিন্তু তার সঙ্গে আমার সম্পর্ক ভেঙ্গে গেছে এবং এই সম্পর্ক শুধু তার সঙ্গেই নয়, সবার সঙ্গেই ভেঙ্গে গেছে।