Tag Archives: Bollywood

Janhvi Kapoor Schools Paparazzi: বনি কাপুরকে মাস্ক খুলতে বলায় ছবিশিকারিকে ‘শিক্ষা’ দিলেন মেয়ে জাহ্নবী! দেখুন

#মুম্বই: মঙ্গলবার রাতেই ছুটি কাটিয়ে মুম্বইয়ে ফিরেছেন শ্রীদেবী (Sridevi) ও বনি কাপুরের (Boney Kapoor) বড় মেয়ে, অভিনেত্রী জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। রাতে বিমানবন্দর থেকে মেয়েকে বাড়ি নিয়ে আসতে গিয়েছিলেন বাবা, বলিউডের প্রযোজক-পরিচালক বনি কাপুর। আর সেখানেই পাপারাৎজিদের খপ্পড়ে পড়েন বনি ও জাহ্নবী (Janhvi Kapoor Schools Paparazzi)। ছবিশিকারিদের অনুরোধ মতো জাহ্নবী ও বনি ছবির আবদার মিটিয়েও ছিলেন। কিন্তু গোল বাঁধে, যখন এক পাপারাৎজি বনি কাপুরকে মাস্ক খুলতে বলেন (Janhvi Kapoor Schools Paparazzi)। জাহ্নবীর শক্ত কথায় একেবারে চুপ করে যান ছবিশিকারিরা (Janhvi Kapoor Schools Paparazzi)।

ঠিক কী হয়েছিল মুম্বই বিমানবন্দরে?

বিমান থেকে নামার পর টার্মিনাল দিয়ে বাবার সঙ্গে হেঁটে বেরোচ্ছিলেন জাহ্নবী। সেই সময় দু’জনেই করোনার বিধি অনুযায়ী মাস্ক পরেছিলেন। পাপারাৎজিরাও দুই তারকাকে দেখতে পেয়ে স্বাভাবিক ভাবেই ছবির আবদার করেন। বনি ও জাহ্নবী ঠান্ডা মাথায় সেই আবদারও মেটান। কিন্তু একজন বার বার বনি কাপুরকে তাঁর মাস্ক খুলে ছবি তোলার অনুরোধ করতে থাকেন। সেই সময় বনিও মাস্ক খুলতেও উদ্যত হন। সেখানেই তীব্র প্রতিবাদ করেন মেয়ে জাহ্নবী। বাবাকে মাস্ক না খুলতে বলার পাশাপাশি ওই ছবিশিকারিকেও শক্ত ভাবে বুঝিয়ে দেন, এ অনুরোধ যে তাঁর একেবারেই পছন্দ হয়নি। সেই ঘটনারই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Gossip Girl?? (@bolly_newzz)

ভিডিওটিতে পাপারাৎজিকে বলতে শোনা যায়, ‘কিছু হবে না’। এর পরিপ্রেক্ষিতে জাহ্নবী উত্তর দেন, ‘হবে, এই ভুল উপদেশ একদম দেবেন না।’ অর্থাৎ, করোনাভাইরাসের এই কালবেলায় বনি কাপুরকে মাস্ক না খোলারই কারণ দেখিয়ে প্রতিবাদ করেন মেয়ে জাহ্নবী। সোশ্যাল মিডিয়ায় জাহ্নবীর এই প্রতিবাদ মুগ্ধ করেছে তাঁর ভক্তদের। বাবার শরীরের কথা মাথায় রেখে এবং করোনার সময় কোনও ভাবেই যে মাস্কের সঙ্গে আপোষ করা ঠিক নয়, জাহ্নবী সে কথাই মনে করিয়ে দিয়েছেন তাঁর প্রতিবাদে।

আরও পড়ুন: পোশাক নেই, বাথরোবেই ছুটির দিন কাটাচ্ছেন ‘এলোমেলো’ জাহ্নবী কাপুর!

মুসৌরিতে গিয়েছিলেন জাহ্নবী। মঙ্গলবার সেখান থেকে নিজের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন নায়িকা। কাজের দিক থেকে রাজকুমার রাও ও বরুণ শর্মার সঙ্গে শেষ ‘রুহি’ ছবিতে দেখা গিয়েছিল জাহ্নবীকে। ২০১৮ সালে ‘ধড়ক’ ছবিতে বলি অভিষেক হয়েছিল তাঁর। এর পর নেটফ্লিক্সে ঘোস্ট স্টোরিজ, গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল-এ দেখা গিয়েছে তাঁকে। এর পর তাঁকে কার্তিক আরিয়ানের সঙ্গে দোস্তানা ২ ও গুড লাক জেরি নামে একটি ছবিতে দেখা যাবে।

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

আরও পড়ুন: প্রথম পাওয়া চেক দিয়ে কী করেছিলেন জাহ্নবী? খোলাখুলি সে কথা প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী

Akshay Kumar Gorkha Poster: অক্ষয় কুমারের নতুন ছবি ‘গোর্খা’র পোস্টারে বড়সড় ভুল ধরালেন প্রাক্তন অফিসার!

#মুম্বই: চমকের শেষ নেই। একের পর এক নতুন ছবি করছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার (Akshay Kumar)। দশেরার দিন ইতিমধ্যেই ঘোষণা করে ফেলেছেন তাঁর পরের ছবি ‘গোর্খা’-র। মেজর জেনারেল ইয়েন কার্ডোজোর জীবনের ওপর নির্ভর করে গড়ে উঠছে সিনেমাটি। ‘রাম সেতু’ অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবির প্রথম লুক (Akshay Kumar Gorkha Poster)। এক নায়ক-যোদ্ধার জীবন নিয়ে তৈরি হচ্ছে গোর্খা। অক্ষয় (Akshay Kumar) জানিয়েছেন, এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে তিনি খুবই গর্বিত ও আনন্দিত (Akshay Kumar Gorkha Poster)।

কিন্তু গোর্খার পোস্টার মুক্তির পরই ধরা পড়েছে, সেই পোস্টারে রয়েছে বড়সড় ভুল (Akshay Kumar Gorkha Poster)। সোশ্যাল মিডিয়ায় গোর্খার পোস্টার শেয়ার করেছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। সেই ট্যুইটেই ভুল ধরিয়ে দিয়েছেন এক প্রাক্তন গোর্খা অফিসার। মেজর মানিক এম জলির পোস্টারে প্রকাশিত ‘খুকরি’-এর ছবিতে খানিক ভুল চোখে পড়ে। তিনি বলেন খুকরি-এর ধারালো দিকটা সঠিক নেই। অক্ষয়ও মন দিয়ে মেজর মানিকের বক্তব্য পড়েছেন এবং সেটি সঠিক করার কথা দিয়েছেন।

মেজর মানিক এম জলি ট্যুইটে লিখেছেন, ‘প্রিয় অক্ষয় কুমার, একজন প্রাক্তন গোর্খা অফিসার হিসেবে, এই ছবিটা তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ। যদিও খুঁটিনাটি সঠিক হওয়া প্রয়োজন। দয়া করে খুকরিটা ঠিক করে নিন। ধারালো দিকটা অপর দিকে থাকে। এটা তো তরোয়াল নয়। ব্লেডের ভিতর দিক থেকে বেরোয় খুকরি।’ তারই সঙ্গে খুকরির একটি ছবিও পোস্ট করে দেন মেজর মানিক, যাতে খুকরির সঠিক দিক চিনতে সুবিধে হয় অক্ষয় ও নির্মাতাদের।

এই ভুল ধরিয়ে দেওয়ার জন্য পাল্টা ধন্যবাদ জানিয়ে জবাব দেন অক্ষয় কুমার। তিনি লিখেছেন, ‘প্রিয় মেজর জলি, এই ভুল ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা শ্যুটিংয়ের সময় খেয়াল রাখব। আমি গোর্খা তৈরি করতে পেরে খুবই গর্বিত এবং উচ্ছ্বসিত। এটাকে সত্যের কাছাকাছি পৌঁছে দিতে যে কোনও সাজেশনই সাগ্রহে গৃহীত হবে।’ ভারতীয় সেনার মেজর জেনারেল ইয়ান কার্ডোজো। প্রাক্তন এই সেনা অফিসার ‘কার্তুজ সাহিব’ নামে পরিচিত। তাঁর দুঃসাহসিক কীর্তি এবং কর্মজীবনের ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে এই ছবি। ছবির পরিচালনায় সঞ্জয় চৌহান। ২০২২-এর স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার কথা এই ছবিটির।

আরও পড়ুন: কখনও জিমি জিমি, কখনও জানু মেরি জান! জিমের ভিতর হৃত্বিকের কাণ্ড ভাইরাল…

Bollywood Films Release Dates: অক্ষয়ের ‘পৃথ্বীরাজ’, দুই রণবীরের ‘জয়েশভাই’ ও ‘শামশেরা’র মুক্তির দিন ঘোষিত! জানুন

#মুম্বই: দীর্ঘদিন ধরে বলিউডে বড় বাজেটের কোনও ছবি মুক্তি পায়নি। করোনাভাইরাসের কালবেলাতে ছবির শ্যুটিং থেকে মুক্তি সবই পিছিয়ে গিয়েছে অনন্তকালের জন্য (Bollywood Films Release Dates)। তবে বলিউডপ্রেমীদের জন্য সুখবর। ২০২২ সালে বেশ কয়েকটি বিগ বাজেটের ছবির মুক্তি হতে চলেছে (Bollywood Films Release Dates)। এবং এই প্রতিটি ছবিই বড় পর্দায় মুক্তি পাবে (Bollywood Films Release Dates)। তালিকায় রয়েছে অক্ষয় কুমারের (Akshay Kumar) ‘পৃথ্বীরাজ’, রণবীর সিংয়ের (Ranveer Singh) ‘জয়েশভাই জোরদার’ ও রণবীর কাপুরের (Ranbir Kapoor) ‘শামশেরা’। জানা গিয়েছে, এই তিনটি ছবিই ২০২২ সালে বড় পর্দায় মুক্তি পাবে।

সইফ আলি খান ও রানি মুখোপাধ্যায় অভিনীত ‘বান্টি অওর বাবলি ২’ ছবির মুক্তির দিনও ঘোষণা করা হয়েছে। এ বছরের ১৯ নভেম্বর মুক্তি পাবে এই ছবি। সইফ-রানির সঙ্গে এই ছবিতে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদীকে, বড় পর্দায় মুক্তি পাবে ‘বান্টি অওর বাবলি ২’। শনিবার অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনেতী রোহিত শেট্টির ‘সূর্যবংশী’রও মুক্তির দিন জানানো হয়েছে। এ বছরের দিওয়ালিতে বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি। অক্ষয় কুমারের ‘পৃথ্বীরাজ’ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে মানুষী চিল্লার, সঞ্জয় দত্ত, মানব ভিজ, আশুতোষ রানা ও সোনু সুদকে। বলিউডে মানুষী চিল্লারের এটি প্রথম ছবি।

ছবির মুক্তির কথা জানিয়ে আগেই অক্ষয় কুমার ট্যুইট করেছিলেন, ‘ভারতের সবচেয়ে সাহসী রাজা পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে অভিনয় করতে পেরে আমি গর্বিত। দেশের নাগরিক হিসেবে এই মানুষগুলির মতো নায়কদের উদযাপন করা উচিত আমাদের।…’ অন্যদিকে, রণবীর সিংয়ের ‘জয়েশভাই জোরদার’ ছবিটি মুক্তি পাবে ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি। ছবির পরিচালক দিব্যাঙ্গ ঠাক্কর। প্রযোজনা করেছেন মণীশ শর্মা। এই ছবিতে দেখা যাবে শালিনী পান্ডেকেও। ছবির প্রথম ঝলক শেয়ার করে রণবীর লিখেছিলেন, ‘জয়েশভাই একেবারে জোরদার’।

 

View this post on Instagram

 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

 

View this post on Instagram

 

A post shared by Ranbir Kapoor ? (@theranbirkapoor__)

রণবীর কাপুরের ‘শামশেরা’ ছবিটিও ২০২২ সালের ১৮ মার্চ মুক্তি পাওয়ার কথা। এই ছবিতে বাণী কাপুর ও সঞ্জয় দত্তকেও দেখা যাবে। ১৮০০ সালের পটভূমিতে তৈরি এই ছবিটি। ব্রিটিশ রাজ থেকে মুক্তির আশায় একদল ডাকাতের সংগ্রামের গল্প বলবে এই ছবি। শামশেরা পরিচালনা করেছেন করণ মালহোত্রা। রানি ও সইফের ‘বান্টি অওর বাবলি ২’ এই বছরের ১৯ নভেম্বর মুক্তির অপেক্ষায়। ছবির পরিচালক বরুণ শর্মা, এটি ২০০৫ সালের ‘বান্টি অওর বাবলি’ ছবির সিক্যুয়েল।

আরও পড়ুন: করোনার সংকটে শিল্পীদের পাশে দাঁড়াতে চারণের অভিনব উদ্যোগ ‘হোপ ২১’

Priyanka Chopra Surprise Gift: জন্মদিনের আসল সারপ্রাইজ ‘পাঁচতলা’! নিককে চমকে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

#নয়াদিল্লি: জন্মদিন যেন শেষই হচ্ছে না। ১৭ সেপ্টেম্বর স্বামী নিক জোনাসের (Nick Jonas) জন্মদিন উপলক্ষে লন্ডনের কাজ ফেলে আমেরিকায় উড়ে যান প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সেদিনটা ভালোবাসা, আলিঙ্গন, চুমুতে ভরিয়ে রাখার পর আসল উপহারটা দিলেন পরের দিন। জোনাস ব্রাদার্সের কনসার্টের মাঝেই পাঁচতলা কেক (Priyanka Chopra Surprise Gift) পাঠিয়ে চমকে দেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। গল্ফ থিমের পাঁচতলা কেক এবং বেলুনে সাজানো ঘরে গিয়ে অভিভূত হয়েছেন নিক (Priyanka Chopra Surprise Gift)। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি পোস্ট করেছেন তিনি (Nick Jonas)। নিকের (Nick Jonas) একাধিক ফ্যানপেজ থেকেও সারপ্রাইজের নানা ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Nick Jonas (@nickjonas)

 

View this post on Instagram

 

A post shared by Jerry x Mimi ? (@jerryxmimi)

জোনাস ব্রাদার্সের কনসার্টে উপস্থিত না থাকতে পারলেও, সেখানে পাঁচতলা কেক পাঠিয়েছিলেন তিনি (Priyanka Chopra Surprise Gift)। স্বামীকে শুভেচ্ছা জানিয়ে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস লিখেছেন, ‘আমার জীবনের ভালবাসা৷ সব থেকে সহৃদ এবং সহানুভূতিশীল ব্যক্তিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা৷ আমি তোমায় ভালোবাসি, বেবি৷ তোমার মতো তুমি, তার জন্য ধন্যবাদ৷’ এভাবে স্বামীর জন্মদিনে নিককে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা৷ অন্যদিকে, লন্ডনে সিটাডেলের সেট থেকে ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।

কয়েকদিন আগেই ‘ম্যাটরিক্স ৪’-এর টিজার শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছিলেন নায়িকা। ১৯৯৯ সালে প্রথম মুক্তি পেয়েছিল ‘ম্যাটরিক্স’ দুনিয়ার ছবি। কিয়েনু রিভসকে দেখা গিয়েছিল নিও হিসেবে। সায়েন্স ফিকশন ফ্র্যাঞ্চাইজির এই ছবি তাদের চতুর্থ ইন্সটলমেন্ট নিয়ে। এই ছবিতে এবার প্রিয়াঙ্কা চোপড়াকেও দেখা যাবে। এ বছরই সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা এই ছবির। ১৯৯৯ সালে প্রথম মুক্তি পেয়েছিল ‘দ্য ম্যাটরিক্স’। এর পর ‘দ্য ম্যাটরিক্স রিলোডেড’ ও ‘দ্য ম্যাটরিক্স রেভোলিউশন’ দুটিই মুক্তি পেয়েছে ২০০৩ সালে। এবার আসবে চতুর্থ ছবি।

তবে যতই ব্যস্ত থাকুন না কেন, নিজেদের (Nick-Priyanka) সঙ্গে সময় কাটাতে ভোলেন না নিক-প্রিয়াঙ্কা৷ কখনও সমুদ্র সৈকতে দেখা যায় দু’জনকে, কখনও আবার কোনও বাড়িতেই থেকে একান্তে সময় কাটাতে পছন্দ করেন তারকা দম্পতি৷ বলিউডে প্রিয়াঙ্কা চোপড়ার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য হোয়াইট টাইগার’৷ তাঁর বিপরীতে ছিলেন রাজকুমার রাও, আদর্শ গৌরব৷ ডিজিটালে মুক্তি পেয়েছিল ছবিটি। এর পর জোয়া আখতারের সঙ্গে কাজ করবেন প্রিয়াঙ্কা। সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে।

আরও পড়ুন: জন্মদিনে স্বামীর সঙ্গে সোহাগ প্রিয়াঙ্কার, নিকের আলতো চুমুতে জমে গেল রাত!

Mr India Manoj Patil Attempted Suicide: আত্মহত্যার চেষ্টা প্রাক্তন মিস্টার ইন্ডিয়া মনোজ প্যাটেলের, অভিযোগ বলিউড অভিনেতার বিরুদ্ধে!

#মুম্বই: আত্মহত্যার চেষ্টা করলেন প্রাক্তন ‘মিস্টার ইন্ডিয়া’ মনোজ প্যাটেল (Mr India Manoj Patil Attempted Suicide)। গতকাল গভীর রাতে তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছেন তাঁর ম্যানেজার। তাঁকে (Manoj Patil) মুম্বইয়ের কুপার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। কয়েকদিন আগেই বলিউডের অভিনেতা সাহিল খানের (Sahil Khan) বিরুদ্ধে ওশিয়ারা থানায় অভিযোগ দায়ের করেন মনোজ। তিনি (Manoj Patil) দাবি করেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর মানহানি করছেন সাহিল (Sahil Khan)। তিনি ব্যক্তিগত জীবনেও সমস্যা তৈরি করছেন। সাহিলের প্ররোচনাতেই এর পর আত্মহত্যার চেষ্টা করেন মনোজ (Mr India Manoj Patil Attempted Suicide)।

মনোজের (Manoj Patil) সুইসাইড নোট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মানসিক চাপের কারণেই নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বলে সুইসাইড নোটে লিখেছেন মনোজ (Mr India Manoj Patil Attempted Suicide)। পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে মুম্বইয়ের ওশিওয়ারায় নিজের বাড়িতেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন মনোজ। তাঁকে পরিবারের লোকেরা কুপার হাসপাতালে ভর্তি করান। অভিযোগ, সাহিল খান (Sahil Khan) নামে এক বলিউড অভিনেতা ও ফিটনেস গুরু সোশ্যাল মিডিয়ায় মনোজের নামে কুৎসা রটাচ্ছেন। এই ঘটনা নিয়ে মানসিক চাপে ছিলেন মনোজ।

মনোজের সুইসাইড নোট।
মনোজের সুইসাইড নোট।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন মনোজ। সেখানে সাহিলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ছিলেন তিনি। তাঁর দাবি, গত দু’তিন বছর ধরে তাঁর পরিবারকে নানা ভাবে হেনস্থা করছেন সাহিল। ওই অভিনেতার মুখোশ খুলে দেবেন বলেও ভিডিওতে দাবি করেন মনোজ। সেই ভিডিও পোস্ট করার তিন দিন পরই আত্মহত্যার চেষ্টা করলেন প্রাক্তন মিস্টার ইন্ডিয়া মনোজ প্যাটেল। মনোজের ম্যানেজার পারি নাজ জানিয়েছেন, পেশাগত ক্ষেত্রে কয়েকমাস ধরেই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন মনোজ। নাজের কথায়, মনোজের শারীরিক অবস্থা সংকটজনক। তবে এই নিয়ে এখনও অভিনেতা সাহিল খানের তরফ থেকে কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মনোজ ওশিয়ারা থানায় সাহিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও, এই থানার আধিকারিকরা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি। মনোজ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁকে দেখতে সেখানে গিয়েছেন পুলিশ আধিকারিকরা। মনোজের পরিবার ওশিওয়ারা থানায় একটি অভিযোগও দায়ের করেছেন। বর্তমানে মিস্টার অলিম্পিয়া প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মনোজ। ২০১৬-এ মিস্টার ইন্ডিয়া খেতাব জিতেছিলেন তিনি।

আরও পড়ুন: অভিনয় জগত থেকে চিরবিদায় অরুণা ইরানির! কারণে কী জানালেন অভিনেত্রী?

Viral video: মাধুরীর সঙ্গে নাচ করতে গিয়ে বিপদে ইয়ামি ও জ্যাকলিন ! ভাইরাল ভিডিও

#মুম্বই: গণেশ চতুর্থী(Ganesh Chaturthi 2021) । এই সময় গোটা দেশ গণেশ দেবতার আরাধনায় মেতে ওঠে। মুম্বইয়ে গণেশ পুজোয় সব থেকে বড় করে হয়। সলমন খান থেকে শিল্পা শেট্টি কেউ বাদ যান না এই পুজো করতে। সকলের বাড়িতেই ধুমধাম করে আনা হয় গণেশ ঠাকুরকে। তারপর চলে পুজো। মাধুরী দিক্ষিতও (madhuri dixit)  গণেশ পুজো করলেন তবে বাড়িতে নয় ‘ডান্স দিওয়ানে’র (Dance Diwane) সেটে। এই রিয়ালিটি শোতে বিচারকের আসনে রয়েছেন মাধুরী। তবে গনেশ চতুর্থীতে এই রিয়ালিটি শোতে ছিল নতুন চমক। এসেছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ ও ইয়ামি গৌতম।

 

View this post on Instagram

 

A post shared by ??????? ????? (@madhuridixitnene___)

জ্যাকলিন(Jacqueline Fernandez) সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। মাঝে মধ্যেই নানান ছবি , ভিডিও পোস্ট করতে দেখা যায় তাঁকে। সলমন খান থেকে জন আব্রাহাম সকলের সঙ্গেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। জ্যাকলিনের শরীর কথা বলে। আর সেই ছন্দেই অভিনয় করে বলিউডকে মাতিয়ে রেখেছেন তিনি। অন্যদিকে ইয়ামি গৌতমও(yami gautam) বলিউডের পরিচিত মুখ। কিছুদিন আগেই বিয়ে সেরেছেন তিনি। শেষ করেছেন, ‘লস্ট’ ছবির কাজ। এই মুহূর্তে বলিউডের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে ইয়ামি একজন। রিয়ালিটি শোতে তিনি বেনারসি শাড়ি পরে গিয়েছিলেন। সেই শাড়ির দাম দেড় লাখের ওপরে। যা নিয়ে ইতি মধ্যেই খবর হয়েছে। তবে এবারের বিষয়টা অন্য।

 

View this post on Instagram

 

A post shared by Madhuri Dixit (@madhuridixitnene)

ইয়ামি বা জ্যাকলিন যত ভালোই নাচ করুন না কেন, মাধুরী দিক্ষিতকে টেক্কা দেওয়া মুশকিল। এই তিনজনকে কখনও এক সঙ্গে নাচ করতে দেখাও যায়নি। তবে সম্প্রতি এমন এক ভিডিও সামনে এসেছে যেখানে তিনজনে এক সঙ্গে নাচ করছেন। মারাঠি সাজে দারুণ মানানসই মাধুরী। লালা শাড়িতে সেজেছেন জ্যাকলিন। ইয়ামি পরেছেন বেনারসি। এর পর তাঁর তিন জনে মিলে ‘রেশমা শাড়ি’ গানে চুটিয়ে নেচেছেন। এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মাধুরী। যা মুহূর্তে ভাইরাল (Viral video) হয়। ফ্যানেরা লিখেছেন, ” বয়সে বড় হলেও মাধুরীর জেল্লা সব থেকে বেশি।” মাধুরী নাকি পিছনে ফেলে দিয়েছেন জ্যাকলিন ও ইয়ামিকে। আপাতত এই ভিডিও রয়েছে চর্চায়। যদিও আজকাল মাধুরীও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। তিনি ও তাঁর স্বামী দু’জনে মিলে ইউটিউবে একটি মজার রান্নার চ্যানেল চালান। তাছাড়াও নানা মেক-আপ টিপস দিতেও দেখা যায় মাধুরীকে।

Naseeruddin Shah : ‘তালিবান’ নিয়ে বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ! নেটদুনিয়ায় বিতর্কের ঝড়….

#মুম্বই : আফগানিস্তান প্রসঙ্গে তোলপাড় গোটা বিশ্ব। তালিবানরাজ শুরু হওয়ার পর থেকেই সে দেশে যেভাবে সন্ত্রাসের বাতাবরণ, তাঁর কড়া সমালোচনা করেছে গোটা বিশ্ব। একের পর এক হাড় হিম করা দৃশ্য স্তব্ধ করে দিয়েছে বিশ্ববাসীকে। কখনও দেখা গিয়েছে দেশ ছেড়ে পালাতে না পেরে কেউ নিজের সন্তানদের তুলে দিচ্ছেন মার্কিন সৈনিকদের হাতে, তো কেউ প্লেনের চাকায় নিজেকে বেঁধে রেখে পালাতে গিয়ে ওপর থেকে পড়ে প্রাণ হারাচ্ছেন। যা প্রত্যক্ষ করে সকলেই আতঙ্কিত। অনেকেরই আশঙ্কা আজ যা সেই দেশের সঙ্গে হচ্ছে, কাল তো তা যে কোনও দেশের সঙ্গেই হতে পারে। তালিবানদের সন্ত্রাসের হাত প্রসারিত হলে না জানি আরও কত ভয়ঙ্কর।

 ইতিমধ‍্যে একাধিক তারকা, বুদ্ধিজীবী নিজেদের মতামত রেখেছেন এই বিষয়ে। এবার মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। তিনি বললেন ভারতে থেকেও মুসলিমদের যে একাংশ তালিবানদের জয় উদযাপন করছে তারা ভয়ঙ্কর।সোশ‍্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও বার্তায় নাসিরুদ্দিন (Naseeruddin Shah) বলেন, “আফগানিস্তানে তালিবানদের পুনরায় ক্ষমতায় ফেরা গোটা বিশ্বের কাছে নিঃসন্দেহে চিন্তার কারণ। কিন্তু বিষয়টি নিয়ে ভারতীয় মুসলিমদের যে একাংশ বর্বরের মতো উদযাপন করছে তারাও কোনো অংশে কম ক্ষতিকারক না।”

স্পষ্ট ভাষায় নাসিরুদ্দিন প্রশ্ন ছুঁড়েছেন, যারা তালিবানের জয় উদযাপন করছেন তারা নিজেদের প্রশ্ন করুন, নিজের ধর্মকে নতুন করে তৈরি করতে চান নাকি পুরনো বর্বরতাকে সঙ্গী করেই বেঁচে থাকতে চান? অভিনেতা ভিডিও বার্তায় বলেন, ভারতীয় মুসলিমদের সঙ্গে বিশ্বের অন‍্যান‍্য মুসলিমদের অনেক পার্থক‍্য রয়েছে। কিন্তু তাঁর ভয় এমন কোনোদিন যেন না আসে যখন এই পার্থক‍্যটা মিটে যায়। সে দিন বাস্তবিকই ভয়ঙ্কর বলে দাবি করেছেন বর্ষীয়ান অভিনেতা।

গত ১৫ অগাস্ট যখন ভারত ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করছিল, সীমান্তের ওপারে তখন সশস্ত্র তালিবান সদর্পে দখল করছিল আফগানিস্তানের একের পর এক অংশ। তারা দাবি করেছিল বাসিন্দাদের থেকে কোনো বাধা পায়নি তারা, বরঞ্চ স্বাগতই জানানো হয়েছে তাদের। সদ‍্য ২০ বছরের যুদ্ধ শেষ করে আফগানিস্তানের মাটি থেকে বিদায় নিয়ে মার্কিন সেনাবাহিনী। আফগানদের পরিস্থিতির উপরেই নজর রেখেছে বিভিন্ন দেশ।

Bollywood Celebrates Independence Day: স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে দেশপ্রেমের বার্তা অমিতাভ-সিদ্ধার্থ-রণবীর-শিল্পাদের

#মুম্বই: রবিবার দেশজুড়ে পালিত হচ্ছে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। আর এই উৎসবে সামিল হল বলিউডও (Bollywood Celebrates Independence Day)। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে বার্তা দিলেন বলিউডের সেলিব্রিটিরা। অমিতাভ বচ্চন, রণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা থেকে শিল্পা শেট্টি– প্রত্যেকেই ট্যুইট করে এদিন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। অমিতাভ বচ্চন এদিন ভারতের তেরঙা রয়েছে তাঁরই এমন একাধিক পোস্টারের কোলাজ শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘স্বতন্ত্রতা দিবসের অনেক অনেক শুভকামনা’।

অন্যদিকে, ট্যুইট করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। সম্প্রতি ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন নিয়ে ‘শেরশাহ’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এদিন শহিদ বিক্রম বাত্রার মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে, সেখানে তোলা ছবি শেয়ার করেছেন অভিনেতা। স্বাধীনতা দিবসে কার্গিল যুদ্ধের নায়ককে স্মরণ করে গর্বিত ও আবেগঘন হয়ে বার্তা দিয়েছেন সিদ্ধার্থ। তিনি লিখেছেন, ‘ক্যাপ্টেন বিক্রম বাত্রা ও দিল্লির অন্য ফৌজিদের আমার শ্রদ্ধা নিবেদন করেছি। খুবই আবেগঘন একটা মুহূর্ত। ওঁর মূর্তির সামনে দাঁড়িয়ে ওঁর বলিদান ও ৫২৭ অন্য শহিদকে মনে করছি। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’

রণবীর সিং গান্ধিজি, নেতাজি ও ভগত সিংয়ের ছবি শেয়ার করে তাঁদের বিখ্যাত উক্তি শেয়ার করেছেন। নিজে ক্যাপশনে লিখেছেন, ‘জয় হিন্দ’। স্বামী পর্নকাণ্ডে জেলে রয়েছেন। সেই বিতর্কের মধ্যেও দেশের স্বাধীনতা দিবসে ভক্তদের শুভেচ্ছা জানাতে ভোলেননি শিল্পা শেট্টি। ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন, ফারহান আখতার, দিলজিত দোসাঞ্জ, ইমরান হাশমিও।

Anupam Shyam Died: কিডনি বিকল হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা অনুপম শ্যাম!

#মুম্বই: প্রবীণ অভিনেতা অনুপম শ্যাম প্রয়াত (Anupam Shyam Died)। গত সপ্তাহেই কিডনিতে সংক্রমণের জেরে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তাঁর কাছের বন্ধু যশপাল শর্মা জানিয়েছেন, সোমবার ওই হাসপাতালেই শরীরের একাধিক যন্ত্রাংশ বিকল হয়ে গিয়ে মারা গিয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। টেলিভিশনে ‘মন কি আওয়াজ: প্রতিজ্ঞা’ করেই সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিলেন তিনি। এছাড়াও ‘স্লামডগ মিলিনেয়ার’, ও ‘ব্যান্ডিট কুইন’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।

চারদিন আগেই গুরগাঁওয়ের লাইফলাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। অনুপম শ্যামের বন্ধু যশপাল শর্মা জানিয়েছেন, নিজের দুই ভাই অনুরাগ ও কাঞ্চনের উপস্থিতিতেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্যাম। তিনি বলেছেন, ‘কিছুক্ষণ আগেই চিকিৎসকেরা শ্যামকে মৃত ঘোষণা করেন। ওর দুই ভাই অনুরাগ ও কাঞ্চন হাসপাতালে রয়েছে। ওর দেহ হাসপাতালেই রয়েছে এখনও।’ কয়েকদিন আগে পর্যন্ত একটি ফিল্মের শ্যুটিং করেছেন তিনি। সেই সময় হাই ব্লাড সুগারের কারণে ইঞ্জেকশনও নিতেন অনুপম শ্যাম।

অনুপম শ্যামের নিউ দিনদোশির বাড়িতে দেহ নিয়ে যাওয়া হবে। পরে এদিনই শেষকৃত্য হবে তাঁর। প্রায় তিন দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন অনুপম শ্যাম। বলিউডের একাধিক হিট ছবিতে কাজ করেছেন তিনি। তালিকায় রয়েছে, ‘সত্যা’, ‘দিল সে’, ‘লগান’, ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’। অভিনয়ের জন্য দর্শকের প্রশংসাও পেয়েছেন তিনি। ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা’-য় ঠাকুর সজ্জন সিংয়ের ভূমিকায় দারুণ জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

কয়েকদিন আগেই ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা’-র দ্বিতীয় সিজনের শ্যুটিং শুরু করেছিলেন তিনি। অনুপম শ্যামের মৃত্যুতে শোকাহত তাঁর অভিনয় জগতের সহকর্মীরা। মনোজ জোশি, অশোক পণ্ডিত এদিন ট্যুইটে সমবেদনা জানিয়েছেন। গত বছরও তাঁর ডায়ালিসিস করা হয়েছিল। সেই সময় খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। চিকিৎসার জন্য বিনোদন জগত ও বন্ধুদের কাছে সাহায্য চেয়েছিল তাঁর পরিবার।

Tokyo Olympics 2020: ‘চক দে ইন্ডিয়া’-র কবীর খান থেকে ‘গোল্ড’-এর তপন দাস, অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জজয়ে উচ্ছ্বসিত বলিউড

মুম্বই : ৪১ বছরের খরা কাটিয়ে অলিম্পিকে (Tokyo Olympics 2020) ভারতের পদক লাভ হকিতে ৷ সারা দেশের সঙ্গে উচ্ছ্বসিত বলিউডও (Bollywood) ৷ সকলেরই নজর ছিল শাহরুখ খানের ট্যুইটার হ্যান্ডলের দিকে ৷ কী বলেন পর্দার ‘চক দে! ইন্ডিয়া’-র নায়ক? নেটিজেনদের নিরাশ করেননি কিং খান ৷ ভারতের ব্রোঞ্জপ্রাপ্তির সকালে তিনি অভিনন্দন জানিয়েছেন ভারতীয় হকি দলকে ৷ লিখেছেন, ‘‘প্রতিরোধ ক্ষমতা এবং দক্ষতা শীর্ষে ৷ কী রোমাঞ্চকর ম্যাচ ছিল৷’’

‘স্বদেশ’-এর নায়কের পাশাপাশি দেশের গর্বের দিনে আপ্লুত অক্ষয়কুমারও ৷ ‘গোল্ড’-এর তপন দাস ট্যুইট করেছেন, ‘‘পুনরায় ইতিহাস তৈরির জন্য টিম ইন্ডিয়াকে ধন্যবাদ ৷ ৪১ বছর পর অলিম্পিকে পদক! কী ম্যাচ! কী কামব্যাক!’’

সংক্ষিপ্ত বক্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাপসী পন্নুও ৷ লিখেছেন, ‘এবং এটা ব্রোঞ্জপদক!!!!!’

ভারতীয় হকির ইতিহাসে নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন স্বানন্দ কিরকিরেও ৷ গীতিকার, গায়ক, অভিনেতা তথা সহকারী পরিচালক কিরকিরে লিখেছেন, ‘‘জবরদস্ত!! ইন্ডিয়া!! ইন্ডিয়া!!’’

ভারতীয় দলের পাশাপাশি ভাল খেলার জন্য জার্মানিকেও অভিনন্দন জানিয়েছেন অভিনেতা রাহুল বোস ৷ জাতীয় হকি দলকে স্পনসর করার জন্য রাহুল তাঁর অভিনন্দনবার্তায় উল্লেখ করেছেন ওড়িশা সরকারের ক্রীড়া বিভাগের কথাও ৷

প্রসঙ্গত ২০১৮ সালে জাতীয় হকি দলের পৃষ্ঠপোষকের ভূমিকা থেকে সরে দাঁড়ায় সহারা ৷ সে সময় এগিয়ে আসেন নবীন পট্টনায়ক ৷ হকির জাতীয় পুরুষ ও মহিলা দলের প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকা নেয় ওড়িশা সরকার ৷ ৫ বছরের জন্য চুক্তি হয়  ৷

নবীন বলেছিলেন, ‘‘ওড়িশার তরফে এটা দেশকে উপহার ৷ ’’ তাঁর রাজ্যের আদিবাসীপ্রধান এলাকায় হকিকে জীবনধারণের অন্যতম উপায় বলে বর্ণনা করে ওড়িশার মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘সেখানে হকি স্টিক ধরেই প্রথম হাঁটতে শেখে শিশুরা ৷’’ দুন স্কুলে পড়াশোনার সময় নবীন পট্টনায়ক নিজেও হকি খেলতেন ৷ তিনি ছিলেন দলের গোলকিপার ৷

টোকিয়ো অলিম্পিক্সে বৃহস্পতিবার ম্যাচের শুরুতেই ১ গোলে পিছিয়ে পড়ে ভারত। একসময় সেই ব্যবধান বেড়ে যায় ১-৩ অবধি ৷ কিন্তু দ্বিতীয় কোয়ার্টারেই ম্যাচে ফেরে ভারত। দুই গোল শোধ করে ফিরে আসেন মনপ্রীতরা। তৃতীয় কোয়ার্টারে জার্মানির বিরুদ্ধে ৫-৩ গোলে এগিয়ে যান তাঁরা ৷ চতুর্থ কোয়ার্টারে কঠিন লড়াইয়ে শেষ মুহূর্তে একটি গোল শোধ করে জার্মানি। ৫-৪ ফলাফলে জয়মাল্য তথা ব্রোঞ্জ পদক পরে টিম ইন্ডিয়া ৷