Tag Archives: CCTV Footage

Bangla News: গভীর রাতে রাস্তায় ওরা কারা? গুলি চালাতে চালাতে ছুটছে! মালদহের এই ভিডিও দেখলে গায়ে কাঁটা দেবে! দেখুন

মালদহ: রাতদুপুরে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতী বাহিনী। মুখে গামছা বাধা, শরীরে কালো পোশাক, প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র। স্থানীয়দের ভয় দেখানোর জন্যে মাঝে মধ্যেই শূন্যে গুলি ছুড়ছে দুষ্কৃতী দল। সিসিটিভি ফুটেজে পরিষ্কার ধরা পড়েছে এমন ভিডিও। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে মালদহের ভূতনি থানার হরচন্দ্রপুর এলাকায়।

ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, এদিন গভীর রাত থেকেই দুষ্কৃতী দলটি তাণ্ডব চালায় এলাকা জুড়ে। তবে কোথাও কোনও চুরি ডাকাতির মতো ঘটনা ঘটেনি। স্থানীয়দের প্রাথমিক অনুমান এলাকায় ব্যাঙ্ক বা সোনার দোকানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুষ্কৃতী দলটি। যে এলাকায় দুষ্কৃতী দলটি গভীর রাতে ঘুরে বেড়াচ্ছিল, সেখানেই রয়েছে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখা ও একটি বহু পুরনো সোনার দোকান।

আরও পড়ুন: ‘মদ দিবি কি না?’, বারে ঢুকে বুকে বন্দুক ঠেকিয়ে প্রশ্ন! তারপর শুধু রক্তের বন্যা, মারাত্মক কাণ্ড

সেখানে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার ও স্থানীয়দের তৎপরতায় রক্ষা পায় চুরি বা ডাকাতির ঘটনা এমনটাই দাবি স্থানীয়দের। স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী শ্যামচাঁদ মণ্ডল বলেন, ‘গভীর রাতে শব্দ শুনে ছাদের উপরে যাই। ছাদ থেকে দেখি ছয় থেকে সাতজনের একটি দুষ্কৃতী দল এলাকায় ঘুরে বেড়াচ্ছে। সকলের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। হাতে আগ্নেয়াস্ত্র ছিল। ঘটনায় আমরা আতঙ্কিত।’

আরও পড়ুন: বৃষ্টিভেজা দিনে খিচুড়ি না খেলেই নয়! খিচুড়ি খেলে শরীরে কী হয় জানেন? রইল লোভনীয় এক রেসিপি

রবিবার গভীর রাতে একদল দুষ্কৃতী এই এলাকায় ঘোরাফেরা করে। স্থানীয়দের অভিযোগ, দুষ্কৃতীরা এলাকায় প্রায় পাঁচ রাউন্ড গুলি ছোড়ে সাধারণ মানুষকে ভীত করার জন্য। এই ডাকাত দলে প্রায় সাতজন সদস্য ছিল বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। তবে দুষ্কৃতীরা পরপর কয়েক রাউন্ড গুলি ছড়ায় সজাগ হয়ে যায় এলাকার বাসিন্দারা। তারই জেরে এদিন এলাকায় কোনও চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি বলে দাবি স্থানীয়দের।  ইতিমধ্যে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।

হরষিত সিংহ

Student Missing:  সন্ন্যাসী হওয়ার ইচ্ছেয় গেরুয়া বসনে বাড়ি ছাড়ল একাদশ শ্রেণির ছাত্র!

হুগলি: সন্ন্যাসী হবে বলে বাড়ি ছাড়ল একাদশ শ্রেণির পড়ুয়া। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপাড়ার। নিখোঁজ ছাত্রের নাম আদর্শ তিওয়ারি। সে যে সন্ন্যাসীর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তা চিঠি লিখে পরিজনদের জানিয়ে গেছে এই ছাত্র।

হুগলির উত্তরপাড়ার বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণির ছাত্র আদর্শ তিওয়ারি সাধু বেশে নিখোঁজ হয়েছে। তার সেই সাধুবেশের ছবি রেল স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। উত্তরপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাম-সীতা ঘাট রোডের বাসিন্দা আদর্শ। হঠাৎই সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পরিজনরা তার সন্ধানে নানান জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে জানা যায়, এই বয়সেই সন্ন্যাসী হওয়ার লক্ষ্যে বাড়ি ত্যাগ করেছে ওই যুবক। বাড়ির লেটার বক্সে সে একটি চিঠি লিখে রেখে যায়। সেখানে আদার্স লিখেছে, নিজের ইচ্ছেতেই বাড়ি ছাড়ছে সে, আধ্যাত্বিকতার পথে যাচ্ছে।

আরও পড়ুন: ব্যাঙ্কের ভল্ট ঘরে ভয়াবহ আগুন, পুড়ে ছাই গ্রাহকদের নথি

যাওয়ার আগে ওই পড়ুয়া গঙ্গায় স্নান করে। এরপর ঘরেই নিজের ফোন, মানিব্যাগ, চটি রেখে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির লেটার বক্সে রাখা চিঠিতে সে জানিয়ে গিয়েছে, প্রথমে নবদ্বীপে যাবে। পরে বৃন্দাবন যাবেন সন্ন্যাসী হওয়ার জন্য। পরিবারের সদস্যরা পরে জানতে পারেন, সাড়ে পাঁচটা নাগাদ আদর্শকে উত্তরপাড়া স্টেশনে দেখা গেছে। সেই সময় তার পরনে ছিল ধুতি, গামছা, হাতে লাঠি ও কপালে মাটি লেপা। দেখলে মনে হবে যেন কোন‌ও সংসার ত্যাগী সন্ন্যাসী। ঘটনার পর উত্তরপাড়া থানায় নিখোঁজ ডায়রি করেছে পরিবারের সদস্যরা।

রাহী হালদার

CCTV Footage: চাল-চোরকে ধরিয়ে দিল CCTV ফুটেজ!

জলপাইগুড়ি: যাবতীয় রহস্য ভেদ করল সিসিটিভি ক্যামেরা। চুরি যাওয়া ১০৪ বস্তা চাল সহ দু’জনকে গ্রেফতার করল বানারহাট থানার পুলিশ। অথচ এই চোর ধরতেই প্রথমে হিমশিম খাচ্ছিল পুলিশ।

জানা গিয়েছে,গত ৭ মে বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়া এলাকার এক ব্যবসায়ীর চালের গোডাউন থেকে ১০৪ বস্তা চাল চুরি হয়ে যায়। বিষয়টি নজরে আসতেই ওই ব্যবসায়ী পুলিশের দারস্থ হন। তদন্ত নেমে বানারহাট থানার পুলিশ ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। পাশাপাশি খতিয়ে দেখে সিসিটিভির ফুটেজ। সিসিটিভি ফুটেজে দেখার ভিত্তিতে একটি মালবাহী ছোট গাড়িকে সনাক্ত করে পুলিশ। গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে গাড়িটি তিনি ভাড়া দিয়েছিলেন।

আরও পড়ুন: রাতের অন্ধকারে বেঘোরে প্রাণ গেল চিতাবাঘের

এর পরের ধাপে সেই গাড়ির জিপিএস ট্র্যাক করে পুলিশ চুরি যাওয়া চালের বস্তার সন্ধান পায়। সেই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জেরার মুখে পড়ে একসময় তারা যাবতীয় ঘটনা স্বীকার করে নেয়। এরপর তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম অমিত দত্ত এবং সুমন লাল মিন্স। তাদের একজনের বাড়ি মালবাজার ও অপরজনের বাড়ি ডিমডিমা চা বাগানে। বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে।

সুরজিৎ দে