Tag Archives: Court

Bangla Video: জলকষ্ট থেকে মুক্তি দিতে যা কেউ পারল না সেটাই করে দেখাল পুলিশ!

মুর্শিদাবাদ: ফের কান্দি থানার আইসি’র মানবিক মুখের সাক্ষী থাকল মানুষ। বৃষ্টির দেখা নেই। তীব্র গরমে রাস্তায় বেরোলেই মানুষের গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে জলকষ্ট। কান্দি মহকুমা আদালতেও জল কষ্টের সমস্যা অত্যন্ত তীব্র। এদিকে এখানকার জলের ব্যবস্থার উপর নির্ভরশীল কান্দি মহকুমার পাঁচটি ব্লকের সাধারণ মানুষ। বিচারের আশায় প্রতিদিন কয়েক হাজার মানুষ এখানে আসেন। কিন্তু আদালত চত্বরে মেলে না পানীয় জলের পরিষেবা।

কারণ হিসেবে জানা গিয়েছে, জলের কল থাকলেও তা থেকে পড়ে না জল। টিউবওয়েল অকেজো থাকার কারণে পানীয় জলের ব্যবস্থা থেকে বঞ্চিত হয় সাধারণ মানুষ। তাই কান্দি থানার আইসি মৃণাল সিনহা নিজে উদ্যোগ গ্রহণ করে দুটি পাম্প বসানোর ব্যবস্থা গ্রহণ করলেন কান্দি মহকুমা আদালত চত্বরে। কান্দি মহকুমা আদালতে আসা সাধারণ মানুষজনের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: অস্বাভাবিক গরমে ধাক্কা খেয়েছে পর্যটন, বৃষ্টির অপেক্ষায় ব্যবসায়ীরা

কান্দি থানার আইসি মৃণাল সিনহার এই উদ্যোগে খুশি সকলেই। তীব্র দাবদহের কারণে মাটির নিচে অনেকটাই জলস্তর নেমে গিয়েছে। যার কারণে জল সঙ্কট তৈরি হয়েছে বিভিন্ন জায়গাতে। কান্দি মহকুমা আদালতে আসা সাধারণ মানুষজন জলকষ্টে ভুগতেন। তাই তাঁদের কথা মাথায় রেখেই এই দুটি সাবমার্সিবল টিউবওয়েল বসানোর ব্যবস্থা গ্রহণ করেন কান্দি থানার আইসি। পুলিশের এই ভূমিকায় খুশি সকলেই।

কৌশিক অধিকারী

Nadia News: আদালতে সটান ঢুকে পড়ল, বিচারের আশায় নয়, গরমে খানিক স্বস্তি পেতে, তারপর…!

নদিয়া: প্রখর গ্রীষ্মের বিচার পেতে আদালতের দ্বারস্থ মহেশ্বরের বাহন ভোলা। আদালতে যারা সাক্ষী বা আসামিদের আত্মীয়স্বজন, সবাই ভয়ে এক দিকে হয়ে গেছে।ভোলাবাবু নির্বিকার, শুধু দাড়িয়ে আছেন বিশাল  চেহারা নিয়ে। এতক্ষন যার কথা বললাম সেই ভোলাবাবুর পরিচয় হল শিব ঠাকুরের বাহন ‌ষাঁড়।

চৈত্রের দাবদাহ আর গরমের হাত থেকে রক্ষা পেতে সটান হাজির  মহকুমা আদালতে। বিচার পাবার আশায় নয়! গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। বারান্দাতে ফ্যানের হাওয়া সেই সঙ্গে ঠান্ডা পরিবেশ এই জায়গাটায় বেছেছেন। ঘণ্টা তিনেক এই রকম পরিবেশে থেকে কিছুটা গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই জায়গা বেছে নেওয়া।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

গরমের তাপদাহ থেকে বাঁচতে একটু ঠান্ডা আশ্রয়ের খোঁজে রানাঘাট আদালতের ভিতরে আশ্রয় নিল একটি পূর্ন বয়স্ক ষাড়। এর জেরে আদালতে আসা পুলিশ কর্মী থেকে বিচার প্রার্থী ও আইনজীবীরা সমস্যার সম্মুখীন হলেও মানবিকতার পরিচয় দিয়ে ষাড়টিকে না তাড়িয়ে তার জন্য পানীয় জল ও খাবারের ব্যবস্থা করেন আদালতের কর্মীরা।

জানা যায়, আনুমানিক বেলা ১২:৪০ নাগাদ একটি বিশালাকার ষাড় রানাঘাট আদালতের ভিতরে ঢুকে পড়ে। এবং যে জায়গায় পাখা আছে সেই হওয়ার নীচে দাঁড়িয়ে পড়ে। ঘটনার জেরে আদালতের প্রবেশদ্বার রুদ্ধ হয়ে পড়লেও বিষয়টিকে মানবিকতার দিক দিয়ে দেখেছেন আদালতে আসা মানুষজন।

Mainak Debnath

Local News: আদালতের কালো কোটের আড়ালে লুকিয়ে বিস্ময় প্রতিভা!

বীরভূম: কর্মব্যস্তময় জীবন সকলের। নিজের নিজের কাজে ব্যস্ত রয়েছে। কেউ সরকারি কর্মচারি, কেউ বেসরকারি সমস্যায় চাকরি করেন অথবা কেউ দিন আনি দিন খাই-এর মত ব্যাপার। আবার কেউবা আদালতে পেশাগত আইনজীবী। সকাল থেকে রাত্রি অবধি বিভিন্ন কেস নিয়ে নিজেদের ব্যস্ত রাখেন আইনজীবীরা। তবে পেশায় আইনজীবী হলেও নিজের কর্মব্যস্তময় জীবনের মাঝেও তাঁর যে প্রতিভা তা আর পাঁচজন দেখলে কপালে হাত দেবেন।

আরও পড়ুন: উপেক্ষিত নারী স্বাধীনতা সংগ্রামীদের কথা ফুটে উঠল মণ্ডপে

পেশায় আইনজীবী বীরভূমের রামপুরহাটের বাসিন্দা সুরজিৎ সিনহা। সকাল থেকে রাত্রি পর্যন্ত আইন সংক্রান্ত বিভিন্ন বই নিয়ে তাঁর দিন কেটে যায়। এছাড়াও আদালতে মামলা লড়তে হয়। তবে এত ব্যস্ততার মাঝেও তাঁর ছোটবেলার ভালোবাসা এবং প্রতিভার কথা জানলে চোখ কপালে উঠবে। ছোট থেকে ছবি আঁকার প্রতি ঝোঁক ছিল সুরজিতের।

ছবি আঁকার বিষয়ে বরাবর প্রশ্রয় পেয়ে এসেছিলেন মায়ের। তবে এক জীবনে চাইলেই কি সবকিছু পেয়ে ওঠা সম্ভব! হয়ত নয়, আর তাই আজ প্রতিষ্ঠিত আইনজীবী হওয়া সত্ত্বেও তাঁর ছোটবেলার ছবি আঁকার প্রতি যে ঝোঁক সেই ঝোঁককে পূরণ করতে পারেননি তিনি। তবে হাজারো ব্যস্ততার মাঝে নিজের স্বপ্নকে পূরণ করবার অক্লান্ত পরিশ্রম করে চলেছিলেন সুরজিৎবাবু। সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রায় ১৫ ঘণ্টা নিজের কাজ করবার পরেও ভালোবাসার পেছনে সময় দিচ্ছেন এই আইনজীবী।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বীরভূমের রামপুরহাটের কামারপট্টি মোড় থেকে কিছুটা দূরেই বাড়ি আইনজীবী সুরজিৎ সিনহার।ছবি আঁকার পাশাপাশি তিনি তাঁর বাড়িতে বিভিন্ন সিমেন্ট, পাথর, বালি দিয়ে বিভিন্ন কারুকার্যময় মূর্তি তৈরি করেছেন। এক কথায় বাড়ির রূপসজ্জা নিজের হাতেই করছেন তিনি। তাঁর এই প্রতিভা দেখে বাহবা জানাচ্ছেন স্থানীয়রা থেকে শুরু করে শিল্পপ্রেমী মানুষজন সকলে।

সৌভিক রায়