Tag Archives: East Bengal

Derby Cancelled: আরজি কর ঘটনার প্রেক্ষিতে ডার্বি ম্যাচে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা, বন্ধ হল মোহন বনাম ইস্ট ম্যাচ

কলকাতা: রবিবার ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি ম্যাচ নিয়ে জটিলতায়!  খেলা হবে না ডার্বি ম্যাচ৷ আরজি কর কাণ্ডের জেরে অস্থিরতার আভাস ছিল, আর সেই শঙ্কাতেই যুবভারতীতে বাতিল হল মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচ৷

দুপুরে জরুরি বৈঠকে প্রশাসন এবং ডুরান্ড কমিটির। পিছিয়ে দেওয়া হয় দুই দলের সাংবাদিক সম্মেলনের সময়। দুপুরের পরিবর্তে হবে বিকেলে। আগে খবর হয়েছিল, সেখানে জানা গিয়েছিল আইনশৃঙ্খলা সমস্যা হতে পারে ম্যাচ আয়োজন করার ক্ষেত্রে। তাই বিধাননগর পুলিশের পক্ষ থেকে আপত্তি ছিল।

আরও পড়ুন – RG Kar Rape and Murder Case: তিনিও মেয়ের বাবা, আরজি করের ঘটনায় ফের মুখ খুললেন সৌরভ, যা বললেন দাদা

 ‌ইতিমধ্যেই দুই দলের সমর্থকের পক্ষ থেকে শ্লোগান উঠেছিল এবারের ডার্বি “উই ওয়ান্ট জাস্টিস” এর পক্ষে। দুই দলের সমর্থকরা খেলার শুরুতে মিছিল করতে পারেএরকম শোনা গিয়েছিল৷ পাশাপাশি এই স্লোগানও ভাইরাল হয়েছিল দুই গ্যালারি একই স্বর আরজি কর, আরজি কর৷

মাঠে যদি হঠাৎ করেই পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায় তাই আগাম ব্যবস্থা নিল প্রশাসন৷ জানিয়ে দেওয়া হল ডুরান্ডের ডার্বি ম্যাচ পরিত্যক্ত৷ দুই দলের মধ্যে একটি করে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে৷ দুই দলই পৌঁছে গেল ডুরান্ডের নক আউট পর্বে৷

Mohammed Shami in Domestic Cricket: কঠিন সংগ্রামে ব্রতী, জীবন নিয়ে নিলেন এক বড় সিদ্ধান্ত, পাখির চোখ এখন একটাই মহম্মদ শামির

শামিকে প্রাইড অব বেঙ্গলে সম্মানিত করছে ইস্টবেঙ্গল। পয়লা আগস্ট ক্লাবের জন্মদিনে আয়োজিত অনুষ্ঠানে মহম্মদ শামিকে সম্মানিত করতে চলেছে লাল হলুদ। ক্রিকেটার হিসেবে শামি ইস্টবেঙ্গলের হয়ে খেলেননি। কিন্তু বাংলা এবং ভারতের হয়ে অর্জিত কৃতিত্বকে সম্মান দিতেই প্রাইড অব বেঙ্গল সম্মান তুলে দেওয়া হয়৷ 
শামিকে প্রাইড অব বেঙ্গলে সম্মানিত করছে ইস্টবেঙ্গল। পয়লা আগস্ট ক্লাবের জন্মদিনে আয়োজিত অনুষ্ঠানে মহম্মদ শামিকে সম্মানিত করতে চলেছে লাল হলুদ। ক্রিকেটার হিসেবে শামি ইস্টবেঙ্গলের হয়ে খেলেননি। কিন্তু বাংলা এবং ভারতের হয়ে অর্জিত কৃতিত্বকে সম্মান দিতেই প্রাইড অব বেঙ্গল সম্মান তুলে দেওয়া হয়৷
এদিকে এদিনের অনুষ্ঠানে জানা যায় মহম্মদ শামির সামনের বড় লক্ষ্যের কথা৷ শামিকে এদিন ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ক্লাব ক্রিকেটে খেলার প্রস্তাব দেওয়া হয়৷ তবে শামির এর চেয়েও বেশি বড় প্ল্যান এদিন সামনে চলে এল৷
এদিকে এদিনের অনুষ্ঠানে জানা যায় মহম্মদ শামির সামনের বড় লক্ষ্যের কথা৷ শামিকে এদিন ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ক্লাব ক্রিকেটে খেলার প্রস্তাব দেওয়া হয়৷ তবে শামির এর চেয়েও বেশি বড় প্ল্যান এদিন সামনে চলে এল৷
দীর্ঘ সময় জাতীয় দলে নেই মহম্মদ শামি৷ যেভাবে সকলেই পারফর্ম করছেন তাতে জাতীয় দলে ফেরার লড়াইটা ভীষণ কঠিন হতে চলেছে জানেন মহম্মদ শামি৷ তাই তাঁর ফোকাসে ঘরোয়া ক্রিকেটে ফের খেলা৷
দীর্ঘ সময় জাতীয় দলে নেই মহম্মদ শামি৷ যেভাবে সকলেই পারফর্ম করছেন তাতে জাতীয় দলে ফেরার লড়াইটা ভীষণ কঠিন হতে চলেছে জানেন মহম্মদ শামি৷ তাই তাঁর ফোকাসে ঘরোয়া ক্রিকেটে ফের খেলা৷
নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকরের কথায় মহম্মদ শামির মতো পারফরমারকে বাদের তালিকায় মোটেই ফেলা হয়নি, হয়ত বাংলাদেশ সফরেই তিনি জাতীয় দলে সুযোগ পেতে পারেন৷ কিন্তু কোনও হয়ত, যদির উপরে ভরসা করতে নারাজ বঙ্গ স্পিডস্টার মহম্মদ শামি৷ তাই ঘরোয়া ক্রিকেট অর্থাৎ প্রাথমিকভাবে দলীপ ট্রফি এবং পরের দিকে বাংলার জার্সিতে রনজি খেলতে পারেন মহম্মদ শামি৷
নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকরের কথায় মহম্মদ শামির মতো পারফরমারকে বাদের তালিকায় মোটেই ফেলা হয়নি, হয়ত বাংলাদেশ সফরেই তিনি জাতীয় দলে সুযোগ পেতে পারেন৷ কিন্তু কোনও হয়ত, যদির উপরে ভরসা করতে নারাজ বঙ্গ স্পিডস্টার মহম্মদ শামি৷ তাই ঘরোয়া ক্রিকেট অর্থাৎ প্রাথমিকভাবে দলীপ ট্রফি এবং পরের দিকে বাংলার জার্সিতে রনজি খেলতে পারেন মহম্মদ শামি৷
কারণ বিশ্বকাপে দারুণ পারফর্ম করা মহম্মদ শামির পাখির চোখ যেমন ফের জাতীয় দলের জার্সিতে ফিরে আসা, ঠিক তেমনিই তাঁর লক্ষ্য অস্ট্রেলিয়া সফরে পাঁচটি টেস্টে তিনি যেন দলের অংশ হতে পারেন৷ তার জন্যে খাটনির কসুর করবেন না শামি৷
কারণ বিশ্বকাপে দারুণ পারফর্ম করা মহম্মদ শামির পাখির চোখ যেমন ফের জাতীয় দলের জার্সিতে ফিরে আসা, ঠিক তেমনিই তাঁর লক্ষ্য অস্ট্রেলিয়া সফরে পাঁচটি টেস্টে তিনি যেন দলের অংশ হতে পারেন৷ তার জন্যে খাটনির কসুর করবেন না শামি৷
বৃহস্পতিবার ইস্টবেঙ্গল তাদের ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া হবে আগেই জানিয়েছিল। শুধু ভারত গৌরব এবং প্রাইড অব বেঙ্গল নয় ,এদিন জানানো হয়েছে বর্ষসেরাদের নাম।
বৃহস্পতিবার ইস্টবেঙ্গল তাদের ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া হবে আগেই জানিয়েছিল। শুধু ভারত গৌরব এবং প্রাইড অব বেঙ্গল নয় ,এদিন জানানো হয়েছে বর্ষসেরাদের নাম।
সচিব রূপক সাহা জানান, লাল-হলুদের বিচারে গত মরশুমের বর্ষসেরা ফুটবলার হয়েছেন নন্দাকুমার শেখার। বর্ষসেরা উদীয়মান ফুটবলারের সম্মান পান প্রভসুখন গিল (জীবন চক্রবর্তী স্মৃতি সম্মান)। একই সঙ্গে পিকে বন্দ্যোপাধ্যায় পুরস্কার তুলে দেওয়া হচ্ছে সিনিয়র দলের কোচ কার্লেস কুয়াদ্রাতকে। পাশাপাশি জানানো হল ‘প্রাইড অব বেঙ্গল’ সম্মানে সম্মানিত করা হবে জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামিকে ও সানিয়া মির্জার বাবা ইমরাজ আজিজ মির্জার হাতে তুলে দেওয়া হবে দ্য মেকার অব এ চ্যাম্পিয়ন সম্মান। কারন চ্যাম্পিয়ন তৈরি করার পেছনে যাদের অবদান থাকে তাদের সম্মানিত করার প্রয়োজনীয়তা রয়েছে বলে ইস্টবেঙ্গল মনে করে।
সচিব রূপক সাহা জানান, লাল-হলুদের বিচারে গত মরশুমের বর্ষসেরা ফুটবলার হয়েছেন নন্দাকুমার শেখার। বর্ষসেরা উদীয়মান ফুটবলারের সম্মান পান প্রভসুখন গিল (জীবন চক্রবর্তী স্মৃতি সম্মান)। একই সঙ্গে পিকে বন্দ্যোপাধ্যায় পুরস্কার তুলে দেওয়া হচ্ছে সিনিয়র দলের কোচ কার্লেস কুয়াদ্রাতকে। পাশাপাশি জানানো হল ‘প্রাইড অব বেঙ্গল’ সম্মানে সম্মানিত করা হবে জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামিকে ও সানিয়া মির্জার বাবা ইমরাজ আজিজ মির্জার হাতে তুলে দেওয়া হবে দ্য মেকার অব এ চ্যাম্পিয়ন সম্মান। কারন চ্যাম্পিয়ন তৈরি করার পেছনে যাদের অবদান থাকে তাদের সম্মানিত করার প্রয়োজনীয়তা রয়েছে বলে ইস্টবেঙ্গল মনে করে।
বৃহস্পতিবার পয়লা আগষ্ট ইস্টবেঙ্গল দিবসের বিকালে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পুরস্কার প্রাপকদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মহানাগরিক ফিরহাদ হাকিম সহ অন্যান্য বিশিষ্টরা। প্রতিবারের মতো এবারও দু’জন প্রাক্তন ফুটবলারকে জীবনকৃতি সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল। এবারে জীবনকৃতি পুরস্কার পান প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখোপাধ্যায় (নশা সেন জীবনকৃতি সম্মান)। আরেক প্রাক্তন প্রশান্ত বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন বোমকেশ বসু জীবনকৃতী পুরস্কার। বর্ষসেরা ক্রিকেটার পাচ্ছেন সাত্যকি দত্তকে। বর্ষসেরা দুই সমর্থককেও সম্মানিত করবেন লাল-হলুদ কর্তারা। স্বপন বল স্মৃতি সম্মান পাচ্ছেন লাল-হলুদ অন্ত প্রাণ মুকুল গঙ্গোপাধ্যায় ও গনেশ দাস। সুকৃতি দত্ত ও জয়ন্ত বন্দ্যোপাধ্যায়ের মত প্রাক্তন রেফারিদের সম্মানিত করবে ইস্টবেঙ্গল। দুই বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সরদেশাই ও সরোজ চক্রবর্তীকেও এই অনুষ্ঠানে সম্মান জানানো হবে। Input- Eeron Roy Burman
বৃহস্পতিবার পয়লা আগষ্ট ইস্টবেঙ্গল দিবসের বিকালে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পুরস্কার প্রাপকদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মহানাগরিক ফিরহাদ হাকিম সহ অন্যান্য বিশিষ্টরা। প্রতিবারের মতো এবারও দু’জন প্রাক্তন ফুটবলারকে জীবনকৃতি সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল। এবারে জীবনকৃতি পুরস্কার পান প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখোপাধ্যায় (নশা সেন জীবনকৃতি সম্মান)। আরেক প্রাক্তন প্রশান্ত বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন বোমকেশ বসু জীবনকৃতী পুরস্কার। বর্ষসেরা ক্রিকেটার পাচ্ছেন সাত্যকি দত্তকে। বর্ষসেরা দুই সমর্থককেও সম্মানিত করবেন লাল-হলুদ কর্তারা। স্বপন বল স্মৃতি সম্মান পাচ্ছেন লাল-হলুদ অন্ত প্রাণ মুকুল গঙ্গোপাধ্যায় ও গনেশ দাস। সুকৃতি দত্ত ও জয়ন্ত বন্দ্যোপাধ্যায়ের মত প্রাক্তন রেফারিদের সম্মানিত করবে ইস্টবেঙ্গল। দুই বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সরদেশাই ও সরোজ চক্রবর্তীকেও এই অনুষ্ঠানে সম্মান জানানো হবে। Input- Eeron Roy Burman

East Bengal: ২ দিনের ব্যবধানে ফের বড় প্রাপ্তি! এবার সৌরভের মুকুটে যোগ ইস্টবেঙ্গলের ‘ভারত গৌরব’

২৯ জুলাই মোহনবাগান দিবসে 'মোহনবাগান রত্ন' দিয়ে সম্মানিত করা হয়েছিল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তার ২ দিন যেতে না যেতেই এবার সৌরভের মুকুটে যোগ হতে চলেছে আরও এক নয়া পালক।
২৯ জুলাই মোহনবাগান দিবসে ‘মোহনবাগান রত্ন’ দিয়ে সম্মানিত করা হয়েছিল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তার ২ দিন যেতে না যেতেই এবার সৌরভের মুকুটে যোগ হতে চলেছে আরও এক নয়া পালক।
পয়লা অগাস্ট ইস্টবেঙ্গল দিবস। ১০৫ তম প্রতিষ্ঠা দিবস পালন করছে লাল-হলুদ। বৃষ্টি মাথায় নিয়েই সকাল থেকেই সেলিব্রেশন মুডে ময়দানের লাল-হলুদ তাবু। পৌছে গিয়েছেন ক্লাব কর্তা থেকে সমর্থকরা।
পয়লা অগাস্ট ইস্টবেঙ্গল দিবস। ১০৫ তম প্রতিষ্ঠা দিবস পালন করছে লাল-হলুদ। বৃষ্টি মাথায় নিয়েই সকাল থেকেই সেলিব্রেশন মুডে ময়দানের লাল-হলুদ তাবু। পৌছে গিয়েছেন ক্লাব কর্তা থেকে সমর্থকরা।
ইস্টবেঙ্গল দিবসের অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সম্মানিত করা হবে 'ভারত গৌরব' দিয়ে। ভারতের প্রাক্তন অধিনায়ককে এই সম্মান দেওয়ার ঘোষণা আগেই করে দিয়েছিল শতাব্দী প্রাচীন ক্লাবটি।
ইস্টবেঙ্গল দিবসের অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সম্মানিত করা হবে ‘ভারত গৌরব’ দিয়ে। ভারতের প্রাক্তন অধিনায়ককে এই সম্মান দেওয়ার ঘোষণা আগেই করে দিয়েছিল শতাব্দী প্রাচীন ক্লাবটি।
এর আগে একাধিক ফুটবলার এই সম্মান পেলেও ক্রিকেটারদের মধ্যে এখনও পর্যন্ত মাত্র ২ জন ইস্টবেঙ্গল 'ভারত গৌরব' সম্মানে ভূষিত হয়েছেন। এক প্রাক্তন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেব, অপরজন বাংলার গর্ব ও প্রাক্তন ভারতীয় মহিলা দলের অধিনায়ক ঝুলন গোস্বামী।
এর আগে একাধিক ফুটবলার এই সম্মান পেলেও ক্রিকেটারদের মধ্যে এখনও পর্যন্ত মাত্র ২ জন ইস্টবেঙ্গল ‘ভারত গৌরব’ সম্মানে ভূষিত হয়েছেন। এক প্রাক্তন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেব, অপরজন বাংলার গর্ব ও প্রাক্তন ভারতীয় মহিলা দলের অধিনায়ক ঝুলন গোস্বামী।
প্রসঙ্গত, ২০১১ সাল থেকে এই 'ভারত গৌরব' সম্মান দেওয়া শুরু করে ইস্টবেঙ্গল ক্লাব। এবার এই সম্মান পেয়ে গর্বিত সৌরভ গঙ্গোপাধ্যায়। দুই বড় ক্লাব থেকে এমন সম্মান ও ভালবাসা পেয়ে আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায়।
প্রসঙ্গত, ২০১১ সাল থেকে এই ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া শুরু করে ইস্টবেঙ্গল ক্লাব। এবার এই সম্মান পেয়ে গর্বিত সৌরভ গঙ্গোপাধ্যায়। দুই বড় ক্লাব থেকে এমন সম্মান ও ভালবাসা পেয়ে আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায়।

Sourav Ganguly: দাদাকে নিয়ে দড়ি টানাটানি! সৌরভ আসলে কার? লাল হলুদ নাকি সবুজ মেরুন, কী কাণ্ড জানুন

সৌরভকে নিয়ে টানাটানি দুই ফুটবল ক্লাবের। মোহনবাগানের পর এবার ইস্টবেঙ্গল।
সৌরভকে নিয়ে টানাটানি দুই ফুটবল ক্লাবের। মোহনবাগানের পর এবার ইস্টবেঙ্গল।
সৌরভকে সম্মান জানাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবও। ক্লাবের সর্বোচ্চ সম্মান ভারত গৌরব সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেবে ইস্টবেঙ্গল।
সৌরভকে সম্মান জানাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবও। ক্লাবের সর্বোচ্চ সম্মান ভারত গৌরব সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেবে ইস্টবেঙ্গল।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়েই টানাটানি। আসলে তিনি সবার। মোহনবাগান রত্ন দিচ্ছে এবার সবুজ মেরুন। ইস্টবেঙ্গলই বা পিছিয়ে থাকবে কেন?
সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়েই টানাটানি। আসলে তিনি সবার। মোহনবাগান রত্ন দিচ্ছে এবার সবুজ মেরুন। ইস্টবেঙ্গলই বা পিছিয়ে থাকবে কেন?
সৌরভ যে ভারতের গর্ব। তাই ইস্টবেঙ্গল ক্লাবও এবছর ভারত গৌরব পুরস্কার তুলে দিচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
সৌরভ যে ভারতের গর্ব। তাই ইস্টবেঙ্গল ক্লাবও এবছর ভারত গৌরব পুরস্কার তুলে দিচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
আগামী ১ অগাস্ট ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫ তম প্রতিষ্ঠা দিবস। সেদিনই তাঁর হাতে এই সম্মান-পুরস্কার তুলে দেবে লাল হলুদ।
আগামী ১ অগাস্ট ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫ তম প্রতিষ্ঠা দিবস। সেদিনই তাঁর হাতে এই সম্মান-পুরস্কার তুলে দেবে লাল হলুদ।
সেখানেও হাজির থাকবেন বলে সম্মতি জানিয়েছেন সৌরভ। মোহনবাগান থেকেও রত্ন পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২৯ জুলাই এই সম্মান পাবেন মহারাজ। (রিপোর্টার-- ঈরণ রায় বর্মণ)
সেখানেও হাজির থাকবেন বলে সম্মতি জানিয়েছেন সৌরভ। মোহনবাগান থেকেও রত্ন পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২৯ জুলাই এই সম্মান পাবেন মহারাজ। (রিপোর্টার– ঈরণ রায় বর্মণ)

Syllabus: একাদশ শ্রেণীর পাঠক্রমে মোহনবাগানের ইতিহাস! মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা ক্লাবের এক্সিকিউটিভ বোর্ডের

কলকাতা: নিউজ এইট্টিন বাংলার খবরের জের। একাদশ শ্রেণির পাঠক্রমে মোহনবাগান ক্লাবের ইতিহাসকে অন্তর্ভুক্ত করায় মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হল মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে। শুধু তাই নয় এ দিনের মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে রাজ্যকে শুভেচ্ছা ও জানানো হয়।

পাশাপাশি সূত্রের খবর এক্সিকিউটিভ কমিটি মোহনবাগানের আরও কিছু অংশ অন্তর্ভুক্ত করতে চায় পাঠক্রমে। সেই কারণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে আরও কিছু প্রস্তাব দিতে পারে মোহনবাগান ক্লাব। গতকালই নিউজ এইট্টিন বাংলা জানিয়েছিল মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান ক্লাবের ইতিহাসকে পাঠক্রমে যুক্ত করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুন: তৈরি নিম্নচাপ…! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সতর্কতা দক্ষিণবঙ্গে! কলকাতায় কবে বৃষ্টি? ‘দিন’ বলে দিল আলিপুর

১০ বছর পর ফের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সিলেবাসে বদল আনা হয়েছে। শিক্ষাবিদরা সর্বভারতীয় বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করেছেন নতুন সিলেবাস। ১১ বছর আগে শেষ সিলেবাস সংশোধন হয়েছিল। শিক্ষা দফতর সূত্রে খবর এই সিলেবাসে একাদশ শ্রেণির বইতে এবার থেকে থাকছে মোহনবাগান বা ইস্টবেঙ্গলের মতো ফুটবল ক্লাবের ইতিহাস। যে ফুটবল নিয়ে বাঙালির গর্ব, সেই ফুটবলের নানা গল্প থাকবে বইতে।একাদশের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় সহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পরিবর্তন হচ্ছে।

West Bengal School Education: স্কুলে পড়তে হবে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডানের ইতিহাস, এবছর থেকেই শুরু রাজ্যে

কলকাতা: এ বার  স্কুলের পাঠ্যবইয়ে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান ক্লাবের ইতিহাস। ভারতের ফুটবলের ইতিহাসে তিন ক্লাবেরই অবদান প্রচুর। শুধু তাই নয়, কলকাতার এই তিন প্রধান ক্লাবকে ঘিরে রয়েছে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত নানা ঘটনা।

আরও পড়ুন: ভারতের শ্রীলঙ্কা সফরের আগেই দুঃসংবাদ! গুলি করা খুন করা হল প্রাক্তন ক্রিকেটারকে

এবার ছাত্রছাত্রীদের পাঠ্য়বইয়ে এই তিন ক্লাবের কী অবদান, তা নিয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সময়ে এই তিন ক্লাবে খেলে যাওয়া উল্লেখযোগ্য খেলোয়াড়দেরও নাম পাঠ্যবইয়ে স্থান পেয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই ছাত্রছাত্রীরা স্কুলে পড়বে তিন ক্লাবের ইতিহাস। একাদশ শ্রেণিতেই এই তিন ক্লাবের ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: প্রসবের সময় মৃত্যু স্ত্রীর! সৎকার করে চিতাভস্ম থেকে যা পাওয়া গেল… শিউরে উঠবেন

“স্বাধীনতার আগে এবং পরে এই তিন ক্লাবের কী অবদান রয়েছে সে সম্পর্কে ছাত্রছাত্রীদের জানার প্রয়োজন। এই কারণেই আমরা এই তিন ক্লাবের ইতিহাস পাঠ্যবইয়ে নিয়ে এসেছি”, বললেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। মোহনবাগানের আইএফএ শিল্ড পাওয়া থেকে শুরু করে বিভিন্ন সময়কার ট্রফি জয় এবং ইতিহাস তুলে ধরা হয়েছে পাঠ্যবইয়ে।

১৯১১ সালে মোহনবাগান ক্লাবের আইএফএ শিল্ড জয়ের সঙ্গে যুক্ত খেলোয়ারদের নাম ছবি-সহ বিস্তারিত উল্লেখ করা হয়েছে পাঠ্যবইতে। বিস্তারিত ইতিহাস রয়েছে ইস্টবেঙ্গল এবং মহামেডানেরও।

ডার্বি জয় ইস্টবেঙ্গলের, দায়সারা ফুটবল খেলে বড় ম্যাচে হার মোহনবাগানের

কলকাতা: দায়সারা ফুটবল যাকে বলে! ঠিক সেরকম ফুটবল খেলল মোহনবাগান। ফল যা হওয়ার তাই হল। মরশুমের প্রথম ডার্বিতে হার মোহনবাগানের।

আজ শততম বর্ষে পা দিল কলকাতা ফুটবল লিগের ডার্বি। পাঁচ বছর পর  কলকাতা ফুটবল লিগের ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল। আর মরশুমের প্রথম ডার্বিতে ২-১ গোলে জিতল লাল-হলুদ।

এই পাঁচ বছরে আইএসএল, ডুরান্ড কাপে কলকাতার দুই প্রধান দলের বড় ম্যাচ হয়েছে। তবে কলকাতা লিগে ডার্বি পাঁচ বছর পর হল। ফলে স্বাভাবিকভাবেই এই ডার্বি ঘিরে বাড়তি উন্মাদনা ছিলই।

আরও পড়ুন- কেকেআরের কোন সদস্যদের ভারতীয় দলে চান গম্ভীর? সামনে এল অবাক করা দুই নাম

কলকাতা লিগে বরাবর দাপট নিয়ে খেলে ইস্টবেঙ্গল। স্থানীয় লিগ হলেও এই টুর্নামেন্টে কখনওই ইস্টবেঙ্গলকে গা ছাড়া মনোভাবে দেখা যায় না। তবে এদিন মোহনবাগান যে ফুটবল খেলল তা ছন্নছাড়া। না ছিল কোনও পরিকল্পনা, না কোনও স্ট্র্যাটেজি।

ম্যাচের বিভিন্ন সময়ে মোহনবাগান ফুটবলারদের দেখে মনে হচ্ছিল, মাঠে নামতে হয় বলে নামা! আর এদিন সেই সুযোগটাই নিল ইস্টবেঙ্গল। যদিও গোলের সংখ্যা আরও বাড়াতে পারত ইস্টবেঙ্গল। তবে বেশ কিছু সুযোগ নষ্ট করে তারা।

৫০ মিনিটের মাথায় বিষ্ণুর গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। মাঝমাঠ থেকে সার্থক গলুইয়ের বাড়ানো বল ধরেন বিষ্ণু। তিনি বল রিসিভ করতেই মোহনবাগানের দুজন ফুটবলার কেটে যান। এর পর গোলকিপারকে প্রায় দাঁড় করিয়ে বাঁ পায়ে বল জালে জড়ান বিষ্ণু।

আরও পড়ুন- লর্ডসে ক্রিকেট থেকে সন্ন্যাস নিলেন অ্যান্ডারসন, আড়াই দিনে জিতল ইংল্যান্ড

৬৪ মিনিটে গোল করেন জেসিন। পরিবর্ত হিসেবে নেমেই ইস্টবেঙ্গলকে ২ গোলে এগিয়ে দেন তিনি। ৭৬ মিনিটে জঘন্য ফাউল করেন জোসেফ। লাল কার্ড দেখেন। ইস্টবেঙ্গল ১০ জনে খেলে। সেই সুযোগ নিয়ে অতিরিক্ত সময়ে গোল করেন সুহেল ভাট। মোহনবাগান এক গোল শোধ করে।

Nadia News: এবার গ্রামগঞ্জের খুদেরাও ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারবে আই লিগ! শান্তিপুরে হল সিলেকশন

নদিয়া: তীব্র গরমের মধ্যেও ভর দুপুরে সবুজ ঘাসে দাপিয়ে বেড়াচ্ছে ওরা! ওদের বয়স ১৩ থেকে ১৫ এর নিচে, স্বপ্ন বড় ফুটবলার হওয়া । আর তাইতো অ্যান্ড্রয়েড ছেড়ে পড়াশোনার সঙ্গে সমান তালে পায়ে বল নিয়ে ১১ জনের একজন কেউবা আবার গোলরক্ষক হিসেবে ১১ জনের ধকল সামলাচ্ছেই একাই। ওদের স্বপ্ন পূরণ হতে হয়তো আর বেশি দেরি নেই ! নদিয়ার বিভিন্ন প্রান্তের খুদে ফুটবলার তো বটেই আশেপাশের মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, বর্ধমান কিংবা সুদূর কোচবিহার, আলিপুরদুয়ার থেকে কাক ভরে মা-বাবা কিংবা দাদু দিদা র হাত ধরে নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের গোবিন্দপুর প্রমথনগরে এসে পৌঁছেছে। কারণ সেখানকার বিগত ১০ বছর ধরে খুদে ফুটবলারদের নিয়ে নিয়মিত অনুসরণ করানো ব্রাজুকা ফুটবল অ্যাকাডেমীর আয়োজনে এদিন ইস্টবেঙ্গলের সিলেকশন টিমের মেম্বাররা এবং স্বয়ং কোচ উপস্থিত হয়েছেন সেখানে।

আরও পড়ুন:  ৬০ টাকার আম ১২০ টাকায়! উজবেকিস্তানের বাজার কাঁপাচ্ছে নদিয়ার হিমসাগর আম, ভিডিও

নদিয়ার মাটিতে বাছাই করে খেলোয়াড়দের নিয়ে যেতে তাদের টিমে। আর তাতেই হয়তো সুযোগ রয়েছে সুরেশ সর্দার, আনোয়ার শেখ, সৈকত দে, সোহম ঘোষের মতো প্রতিভাবান খুদে ফুটবলারদের। এই প্রথম শান্তিপুর প্রমোদনগর ফুটবল ময়দানে ব্রাজুকা ফুটবল একাডেমির তত্ত্বাবধানে ইস্টবেঙ্গলের আই লিগের অনূর্ধ্ব ১৫ এবং অনূর্ধ্ব ১৩ দলের সিলেকশন পর্ব অনুষ্ঠিত হল। ইস্টবেঙ্গলের চিফ কোচ ফাল্গুনী দত্ত এবং তার সঙ্গে গোলকিপার কোচ কোমল বিশ্বাস মাঠে আগত প্রায় ৪০০ খুদে খেলোয়াড়দের মধ্য থেকে প্রাথমিকভাবে বাছাই করেন ৪০ জনকে। প্রথমে প্রায় ৪০ টি দল গঠন করে অল্প সময়ের ফুটবল ম্যাচের মাধ্যমে খেলোয়াড়দের পারফরম্যান্সের উপর নির্ভর করে বাছাই করা হয় তাদের। এই প্রথমবার সরাসরি ইস্টবেঙ্গলের সিলেকশন টিমের সদস্যরা আছেন খেলোয়াড় বাছাই করতে শান্তিপুরের মাটিতে।

আরও পড়ুন: তৃতীয়বার প্রধানমন্ত্রী! শিল্প-কর্মে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা নদিয়ার শিল্পীর

আগত ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের থেকে জানা যায়, প্রথমে সকল খেলোয়াড়কে মাঠে আসার পরে লাইন আপ করে একটি টিম করে দেওয়া হয়। এরপর আমাদের সামনে তারা তাদের পারফরম্যান্স দেখাবে। এবং সেই পারফরম্যান্সের উপরে ভিত্তি করেই করা হবে সিলেকশন। যারা আগামীতে ইস্টবেঙ্গল আই লিগ খেলবে অনুর্ধ ১৩ এবং অনুর্ধ ১৫ এর জন্য। এই মাঠ থেকেই আজকের বাছাইয়ের ক্ষুদে খেলোয়াড় কে হয়ত আগামী দিনে লাখো লাখো ফুটবলপ্রেমী বড় কোন ফুটবল মাঠে নামিদামি ফুটবল সংস্থার হয়ে খেলতে দেখা যাবে রাজ্য অথবা দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে জাতীয় ফুটবল দলের।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Mainak Debnath

East Bengal News: ক্রেসপোকে নিয়ে মেগা সুখবর, লাল-হলুদ জার্সিতে আরও এত বছর খেলবেন স্প্যানিশ তারকা

কলকাতা: ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর। আরও দুবছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সাউল ক্রেসপো। গত মরসুমে দলের ভালো পারফরম্যান্সের অন্যতম কারিগর ছিলেন স্প্যানিশ মিডফিল্ডার। সেই জন্য নতুন বছরেও সফল বিদেশিকে ধরে রাখলো টিম ম্যানেজমেন্ট। এই মরসুমে শক্তিশালী দল গড়তে বসে পুরানো দল থেকে যেসব ফুটবলারদের রেখে দেওয়া হচ্ছে তাদের মধ্যে সাউল ক্রেসপো অন্যতম।

আগামী দু’বছরের জন্য সই করানো হল। স্প্যানিশ ফুটবলারের চুক্তি নবীকরনের পরে কোচ কার্লোস কুয়াদ্রাত বলেছেন,“সাউল আমাদের দলের গুরুত্বপূর্ন সদস্য। ওঁর সেরা পারফরম্যান্স আমাদের গত মরশুমে সেরা পারফরম্যান্স মেলে ধরতে সাহায্য করেছে। ক্রেসপোর দাপুটে ফুটবল আমাদের দলের আক্রমনে বাড়তি মাত্রা যোগ করে যা প্রতিপক্ষের কাছে সমস্যা তৈরি করে।”‌

আরও পড়ুন – Monsoon Rain Update: এখনও বৃষ্টির শিকে ছিঁড়বে না এই জেলাগুলিতে, তবে প্রবল বেগে দুর্যোগের রেড অ্যালার্ট জারি একাধিক জেলায়

আরও দুবছর লাল হলুদ জার্সিতে চুক্তি নবীকরনে খুশি ক্রেসপোও। স্প্যানিশ মিডফিল্ডার বলেন, “আমি দারুন খুশি ইস্টবেঙ্গলের মত ঐতিহ্যবাহী দলের সঙ্গে আরও দু’বছরের জন্য যুক্ত হতে পেরে। এই দল আমার এখন পরিবার। আমি সমর্থকদের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়ে অভিভূত।”

—- Polls module would be displayed here —-

২৭ বছর বয়সী ক্রেসপো সুপার কাপের ফাইনালে সেরা ফুটবলার হয়েছিলেন। আইএসএলে চারটি গোল করেছেন। মাঝমাঠে তাঁর ভালো পারফরম্যান্সে ইস্টবেঙ্গলের সমর্থকদেরও মন জিতে নিয়েছিল।  স্বাভাবিক ভাবেই নতুন মরসুমের দল গড়তে বসে ক্রেসপোকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছিল ইস্টবেঙ্গলের রিক্রুটাররা।  এছাড়াও পুরানো দল থেকে বিদেশিদের মধ্যে ক্লেটন সিলভা, হিজাজি মাহেরকে রাখা হচ্ছে। এমনকি চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা জর্ডন এলসেকেও রাখা হবে বলে শোনা যাচ্ছে। স্টাইকার হিসেবে সর্বোচ্চ গোলদাতা দিয়ামান্টোকোসকে নিয়েছে ইস্টবেঙ্গল।  যদিও তাঁর সঙ্গে চুক্তির  বিষয়টি সরকারি ভাবে জানানো হয়নি। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন ইতিমধ্যেই বেশ কিছু ফুটবলারের সঙ্গে চুক্তি হয়েছে। তাদের নাম ধীরে ধীরে জানানো হবে।  কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন তারা গর্বিত করার মত দল তৈরি করতে চলেছেন। এদিকে বুধবার ইস্টবেঙ্গল ক্লাব তাদের নতুন কর্মসমিতির নাম ঘোষণা করবে। সচিব পদ থেকে কল্যান মজুমদার দীর্ঘ ২৮বছর পরে সরে যাচ্ছেন। তার বদলে সচিব পদে আসছেন সহসচিব রূপক সাহা।

East Bengal: ৪-১ গোলে চরম লজ্জার হার,আইএসএলে স্বপ্ন শেষ ইস্টবেঙ্গলের

দিল্লি: যে ম্যাচে মরশুমের সেরা ফুটবলটা ইস্টবেঙ্গল দলের কাছে আশা করেছিল লাল-হলুদ ফ্যানেরা। সেই ম্যাচেই মরশুমের জঘন্যতম ফুটবল খেলে নিজেদের কফিনে নিজেরাই শেষ পেরেকটা মেরে দিল কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। আইএসএলের সুপার সিক্সে থাকার লড়াইয়ের মরণ-বাঁচন ম্যাচে পঞ্জাব এফসির কাছে ৪-১ গোলে লজ্জার হার ইস্টবেঙ্গলের। একইসঙ্গে এবারের মত শেষ হল লাল-হলুদের আইএসএল অভিযান।

এদিন খেলার শুরু থেকেই ছন্নছাড়া দেখায় ইস্টবেঙ্গলকে। পঞ্জাব এফসি দ্রুত মাঝমাঠের দখল নিয়ে একের পর এক আক্রমণ গড়ে তোলে। যদিও ম্যাচের ৭ মিনিটে নিশু কুমার গোলের সহজ সুযোগ নষ্ট করে। এরপর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় পঞ্জাব। পঞ্জাবের তালাল এবং জর্ডন জুটিকে সামলাতে রীতিমত হিমসিম খেতে হয় ইস্টবেঙ্গলকে। ম্যাচের ১৯ মিনিটে জর্ডনের গোলেই প্রথম লিড নেয় পঞ্জাব।

যদিও সেই গোল শোধ করতে ইস্টবেঙ্গল বেশি সময় নেয়নি। ২৫ মিনিটে একক দক্ষতায় গোল করে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান সায়ন বন্দ্যোপাধ্যায়। এরপর গোটা ম্যাচ জুড়ে পঞ্জাবের একাধিপত্ব দেখা যায়। মুহূর্মুহূ আক্রমণে বেসামাল দেখায় লাল-হলুদ রক্ষণকে। কোন পরিকল্পনা নিয়ে খেলছে ইস্টবেঙ্গল তাও বোঝা যাচ্ছিল না। তারই সুযোগ নিয়ে ৪৩ মিনিটে পঞ্জাবকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তালাল।

আরও পড়ুনঃ T20 World Cup 2024, Team India Squad: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে বাদ একাধিক মহাতারকা? স্কোয়াডে অনেক চমক! জেনে নিন বিস্তারিত

দ্বিতীয়ার্ধে মনে করা হয়েছিল পরিকল্পনা বদলে দলকে ম্যাচে ফেরাবেন কার্লোস কুয়াদ্রাত। কিন্তু দলের খেলা একেবারে নিরাশ করে ফ্যানেদের। উল্টে ম্যাচের ৬২ মিনিটে ৭০ মিনিটে গোল করে লাল-হলুদের সব স্বপ্ন শেষ করে দেন জর্ডন ও মাজেন। ম্যাচে জোড়া গোল করে পঞ্জাবের নায়ক জর্ডন। এই হারের ফলে ২৪ পয়েন্টে মরশুম শেষ করল কার্লোস কুয়াদ্রাতের দল। পড়শী ক্লাব যেখানে চ্যাম্পিয়নশিপের দৌড়ে রয়েছে সেখানে আইএসএলে আরও একটি মরশুম হতাশাই সাঙ্গ হল ফ্যানেদের।