Tag Archives: Fertilizers

Jute Processing: পাউডারে মুশকিল আসান, কম বৃষ্টিতেও দিব্যি পচছে পাট

নদিয়া: একদিকে অনাবৃষ্টি অন্যদিকে ক্রমশ কমে আসছে খাল-বিল, পুকুর, জলাশয়। ফলে বাংলার অন্যতম প্রধান অর্থকারী ফসল পাট চাষ ঘিরে দুশ্চিন্তা বাড়ছে কৃষকদের মধ্যে। তবে এর সমাধান হিসেবে বাজারে এসে গিয়েছে বিকল্প এক ধরনের পাউডার। যার সাহায্যে সহজেই পাট জাঁক দেওয়া বা পচানো সম্ভব হচ্ছে।

পাট পচানোর বিকল্প পদ্ধতি বার করা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চলছে। তার ফসল হিসেবেই এই পাউডার বাজারে এসেছে। এর নাম NINFET সাথী পাউডার। নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের মোল্লাবেড় গ্রামে একটি সারপ্রস্তুতকারক সংস্থার উদ্যোগে পাট চাষিদের বিনামূল্যে এই NINFET সাথী পাউডার বিতরণ করা হয়। এই পাউডারের সাহায্যে পাটের ভালভাবে পচনের পাশাপাশি পাটের তন্তুর সোনালি রঙ ভালভাবে বজায় থাকে। ফলে এই পাউডার ব্যবহার করে পাট চাষিরা আর্থিক দিক থেকে লাভবান হচ্ছেন।

আর‌ও পড়ুন: বেতন বৈষম্য মেটানোর আশ্বাস, কাজে ফিরলেন দুর্গাপুরের অস্থায়ী সাফাই কর্মীরা

গত বেশ কয়েক বছর ধরেই আবহাওয়ার পরিবর্তনের ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির আকাল দেখা যাচ্ছে। যার ফলে পাট পচাতে রীতিমত বেগ পেতে হচ্ছে চাষিদের। চলতি বছরেও একই অবস্থা। এমন পরিস্থিতিতে এই পাউডার ব্যবহার করার ফলে স্বাভাবিকের তুলনায় কম জলৈই পাট পচাতে পারছেন চাষিরা।

মৈনাক দেবনাথ

Biofertilizers: রাসায়নিক সারের ব্যবহার কমাবে বায়োফার্টিলাইজার! বাংলার বুকে গবেষণা

দক্ষিণ ২৪ পরগনা: নিমপীট কৃষি বিজ্ঞান কেন্দ্রে তৈরি হচ্ছে জীবাণু সার, অর্থাৎ বায়োফার্টিলাইজার। যা কৃষিকাজে রাসায়নিক সারের বিকল্প হিসেবে উঠে আসতে পারে। কারণ রাসায়নিক সার ব্যবহার করে চাষবাসের ফলে দীর্ঘ মেয়াদে লাভের বদলে ক্ষতি বেশি হয়। কারণ গাছ তার নিজের খাবার প্রাকৃতিক উপায়ে বাতাস ও মাটিতে যে খনিজ আছে সেগুলি বিভিন্ন জীবাণুর মাধ্যমে সংগ্রহ করে। ফলে বায়োফার্টিলাইজার সফলভাবে তৈরি হলে তা কৃষিকাজকে অনেক বেশি জৈবিক অবস্থায় রাখতে সাহায্য করবে।

বায়োফার্টিলাইজার হল এক ধরনের জীবাণু। যে জীবাণু মাটিতে ফিরে গিয়ে প্রকৃতিতে যে খাবারগুলি রয়েছে তা আবারও গাছের কাছে পৌঁছে দেয়। এই বায়োফার্টিলাইজার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন রাইজোবিয়াম। যারা ডাল জাতীয় চাষের ক্ষেত্রে বা সর্ষে চাষে গাছের শিকড়ে এক ধরনের গুটি তৈরি করে এবং সেখানে তারা বসবাস করে গাছ থেকে শর্করা জাতীয় খাবার নেয়। এছাড়াও বাতাস থেকে নাইট্রোজেন আবদ্ধ রেখে বিভিন্ন প্রোটিন তৈরি করে গাছকে সরবরাহ করে। অর্থাৎ রাইজোবিয়াম দিয়ে ডাল জাতীয় শস্য ভালভাবে চাষ করতে পারবেন কৃষকরা, তার জন্য আর রাসায়নিক সারের দরকার পড়বে না।

আরও পড়ুন: মুম্বই, বেঙ্গালুরুর ট্রেন্ড বাঁকুড়াতেও, মহিলাদের মধ্যে ফিটনেস ঝড়!

জিন সলিউশন ব্যাকটেরিয়া, পটাশিয়াম ব্যাকটেরিয়া, সিলিকন ব্যাকটেরিয়া এই ধরনের বিভিন্ন ব্যাকটেরিয়া বায়োফার্টিলাইজার আকারে বাজারে পৌঁছে দিচ্ছেন কৃষি বিজ্ঞানীরা। সেই মত নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রে বায়োফার্টিলাইজার গবেষণাগার তৈরি হয়েছে। রাষ্ট্রীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের যোজনার অন্তর্গত একটি প্রকল্পের মাধ্যমে এই গবেষণা হচ্ছে। যার লক্ষ্য বছরে প্রায় ৫০ হাজার লিটার বায়োফার্টিলাইজার তৈরি করা। বর্তমানে নিমপিঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রের গবেষণা কেন্দ্র থেকে বছরে প্রায় ১০ থেকে ১৫ লিটার তৈরি হচ্ছে। এই ধরনের জীবাণু সার যদি চাষিরা ব্যবহার করেন তাহলে রাসায়নিক সারের উপর তাঁদের নির্ভরতা অনেকটাই কমবে।

সুমন সাহা

Rose Gardening Tips: গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

গোলাপ ফুলের সৌন্দর্য অন্য কোনও ফুলের সঙ্গে তুলনা করা যায় না। অনন্য সৌন্দর্যের কারণে একে ফুলের রাজা বলা হয়। আপনি যদি এটি মাথায় রেখে আপনার বারান্দায় রাখেন, তাহলে আপনার বারান্দাটি বেশ সতেজ এবং সুগন্ধযুক্ত থাকবে।
গোলাপ ফুলের সৌন্দর্য অন্য কোনও ফুলের সঙ্গে তুলনা করা যায় না। অনন্য সৌন্দর্যের কারণে একে ফুলের রাজা বলা হয়। আপনি যদি এটি মাথায় রেখে আপনার বারান্দায় রাখেন, তাহলে আপনার বারান্দাটি বেশ সতেজ এবং সুগন্ধযুক্ত থাকবে।
তবে এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, যে আপনার কাছে গোলাপ এবং গরম সম্পর্কে আগে থেকেই কিছু তথ্য রয়েছে। তবে জেনে রাখুন দেশি গোলাপ প্রতিটি ঋতুতে ফোটে যেখানে বিদেশি গোলাপ কেবল শীতকালেই ফোটে।
তবে এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, যে আপনার কাছে গোলাপ এবং গরম সম্পর্কে আগে থেকেই কিছু তথ্য রয়েছে। তবে জেনে রাখুন দেশি গোলাপ প্রতিটি ঋতুতে ফোটে যেখানে বিদেশি গোলাপ কেবল শীতকালেই ফোটে।
 আপনি যদি গরমেও গোলাপ লাগাতে চান, তবে অবশ্যই বাগানে দেশি গোলাপ লাগান। যদিও গরমে গোলাপ ফুল  শুকিয়ে যায়৷ কিন্তু এবার আর টেনশন করতে হবে না৷ বরং বেশ কয়েকটি জিনিস মাথায় রাখলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ৷
আপনি যদি গরমেও গোলাপ লাগাতে চান, তবে অবশ্যই বাগানে দেশি গোলাপ লাগান। যদিও গরমে গোলাপ ফুল শুকিয়ে যায়৷ কিন্তু এবার আর টেনশন করতে হবে না৷ বরং বেশ কয়েকটি জিনিস মাথায় রাখলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ৷
যখনই আপনি গাছে জল দেবেন, মনে রাখবেন যে খুব বেশি উচ্চতা থেকে জল ঢালবেন না। এটাকে বেশি চাপ দিয়ে ফেলবেন না। এতে করে গাছের শিকড় নড়ে যায় এবং নষ্ট হয়ে যায়।
যখনই আপনি গাছে জল দেবেন, মনে রাখবেন যে খুব বেশি উচ্চতা থেকে জল ঢালবেন না। এটাকে বেশি চাপ দিয়ে ফেলবেন না। এতে করে গাছের শিকড় নড়ে যায় এবং নষ্ট হয়ে যায়।
মাটি দিয়ে টবটি পুরো ভর্তি করবেন না। টবের মধ্যে মাটি দেওয়ার পরও যেন পর্যাপ্ত জায়গা থাকে, যাতে জল বা সার যোগ করতে কোনও সমস্যা না হয়। এমনকি যদি গরমে ফুল না বাড়ে তবে তার সঙ্গে কম্পোস্ট এবং সার যোগ করা বন্ধ করবেন না।
মাটি দিয়ে টবটি পুরো ভর্তি করবেন না। টবের মধ্যে মাটি দেওয়ার পরও যেন পর্যাপ্ত জায়গা থাকে, যাতে জল বা সার যোগ করতে কোনও সমস্যা না হয়। এমনকি যদি গরমে ফুল না বাড়ে তবে তার সঙ্গে কম্পোস্ট এবং সার যোগ করা বন্ধ করবেন না।
গরমে কড়া রোদে গোলাপ গাছ রাখবেন না। এগুলি এমন জায়গায় রাখুন যেখানে তারা সকাল বা সন্ধ্যার সূর্যালোক পায়। এতে গাছগুলি জ্বলবে না এবং সূর্যের আলোও পাবে।
গরমে কড়া রোদে গোলাপ গাছ রাখবেন না। এগুলি এমন জায়গায় রাখুন যেখানে তারা সকাল বা সন্ধ্যার সূর্যালোক পায়। এতে গাছগুলি জ্বলবে না এবং সূর্যের আলোও পাবে।
 মাসে একবার নিমের তেল স্প্রে করুন। এতেপোকামাকড়ের আক্রমণের সম্ভাবনা দূরে থাকবে। এই বিষয়গুলো মাথায় রাখলে আপনি সারাবছরই থোকা থোকা গোলাপে ভরা রাখতে পারবেন আপনার সখের বাগান৷
মাসে একবার নিমের তেল স্প্রে করুন। এতেপোকামাকড়ের আক্রমণের সম্ভাবনা দূরে থাকবে। এই বিষয়গুলো মাথায় রাখলে আপনি সারাবছরই থোকা থোকা গোলাপে ভরা রাখতে পারবেন আপনার সখের বাগান৷