Tag Archives: Food thali

99 Rupees Thali: বিরাট অফার! মাত্র ৯৯ টাকায় কাঁসার থালায় ১৩ পদ! কোথায়?

বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে ১০০ টাকায় মন পছন্দের পেট ভর্তি খাবারও ঠিক পাওয়া যায় না। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়েও যদি মাত্র ৯৯ টাকায় বড় কোনো রেস্তোরাঁতে খাবারের সুযোগ পান তবে কেমন লাগবে? উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর সুকান্ত মোড়ে অবস্থিত একটি বিখ্যাত রেস্তোরাঁতে ৯৯ টাকায় দিচ্ছে ১৩ খানা পদ। (পিয়া গুপ্তা)
বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে ১০০ টাকায় মন পছন্দের পেট ভর্তি খাবারও ঠিক পাওয়া যায় না। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়েও যদি মাত্র ৯৯ টাকায় বড় কোনো রেস্তোরাঁতে খাবারের সুযোগ পান তবে কেমন লাগবে? উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর সুকান্ত মোড়ে অবস্থিত একটি বিখ্যাত রেস্তোরাঁতে ৯৯ টাকায় দিচ্ছে ১৩ খানা পদ। (পিয়া গুপ্তা)
বাঙালির হারিয়ে যাওয়া কাসার থালায় ৯৯ টাকায় ১৩ খানা কী কী পদ রয়েছে এই রেস্তোরাঁতে জানেন কি? রেস্তোরাঁর কর্ণধার দেবোত্তম দাস জানান, ৯৯ টাকার থালিতে তাঁরা দিচ্ছেন উত্তর দিনাজপুরের বিখ্যাত সুগন্ধি তুলাইপাঞ্জি চালের ভাত, স্যালাড, দুই রকম পাপড় ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, পটল পোস্ত, মাছের মাথা দিয়ে ডাল, শুক্ত, মোচার ডালনা,পনিরের তরকারি, চাটনি, মিষ্টি পায়েস এই সমস্ত খাবার মিলবে মাত্র ৯৯ টাকায়। আর এই খাবারগুলোর সব কয়টাই কাসার থালায় পরিবেশন করা হচ্ছে।
বাঙালির হারিয়ে যাওয়া কাসার থালায় ৯৯ টাকায় ১৩ খানা কী কী পদ রয়েছে এই রেস্তোরাঁতে জানেন কি? রেস্তোরাঁর কর্ণধার দেবোত্তম দাস জানান, ৯৯ টাকার থালিতে তাঁরা দিচ্ছেন উত্তর দিনাজপুরের বিখ্যাত সুগন্ধি তুলাইপাঞ্জি চালের ভাত, স্যালাড, দুই রকম পাপড় ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, পটল পোস্ত, মাছের মাথা দিয়ে ডাল, শুক্ত, মোচার ডালনা,পনিরের তরকারি, চাটনি, মিষ্টি পায়েস এই সমস্ত খাবার মিলবে মাত্র ৯৯ টাকায়। আর এই খাবারগুলোর সব কয়টাই কাসার থালায় পরিবেশন করা হচ্ছে।
জিনিসপত্রের দাম যেখানে আকাশ ছোঁয়া সেখানে দাঁড়িয়ে কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে ৯৯ টাকার ১৩ খানা পদ খেতে বহু দূর দূরান্ত থেকে আসা মানুষই এই রেস্তোরাঁতে ভিড় জমাচ্ছেন ।
জিনিসপত্রের দাম যেখানে আকাশ ছোঁয়া সেখানে দাঁড়িয়ে কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে ৯৯ টাকার ১৩ খানা পদ খেতে বহু দূর দূরান্ত থেকে আসা মানুষই এই রেস্তোরাঁতে ভিড় জমাচ্ছেন ।
দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সমস্ত কিছুরই দাম দিন প্রতিদিন বেড়েই চলছে এই পরিস্থিতিতে এত কম মূল্যে সুস্বাদু খাবার কোথায় পাওয়া যায় ! এত কম মূল্যে দুপুরের খাবার বিক্রি করলে তাদের লভ্যাংশ কত থাকে এটাই হল বড় প্রশ্ন বর্তমান বাজারে।
দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সমস্ত কিছুরই দাম দিন প্রতিদিন বেড়েই চলছে এই পরিস্থিতিতে এত কম মূল্যে সুস্বাদু খাবার কোথায় পাওয়া যায় ! এত কম মূল্যে দুপুরের খাবার বিক্রি করলে তাদের লভ্যাংশ কত থাকে এটাই হল বড় প্রশ্ন বর্তমান বাজারে।
জানা যায় এই খাবার দুপুর ১২ টা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত পাওয়া যাচ্ছে। দুপুরের নির্দিষ্ট সময়ে মাত্র ৯৯ টাকায় এত কিছু পাওয়া যাওয়ায় বহু মানুষ এই রেস্তোরাঁতে ভিড় জমাচ্ছেন।
জানা যায় এই খাবার দুপুর ১২ টা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত পাওয়া যাচ্ছে। দুপুরের নির্দিষ্ট সময়ে মাত্র ৯৯ টাকায় এত কিছু পাওয়া যাওয়ায় বহু মানুষ এই রেস্তোরাঁতে ভিড় জমাচ্ছেন।
দোকানের মালিক দেবোত্তম দাস আরও জানান, কালিয়াগঞ্জ শহর মূলত কৃষি প্রধান এলাকা। শ্রমজীবী দিন আনা দিন খাওয়া মানুষের কাছে বড় বড় রেস্তোরাঁতে গিয়ে খাওয়া অনেকটা বিলাসিতা! সবার পক্ষে বড় রেস্তোরাঁতে গিয়ে খাবার খাওয়া সম্ভব হয়না। সাধারণ মধ্যবিত্ত ,নিম্নবিত্ত সকল শ্রেণীর মানুষই যাতে এই রেস্তোরাঁতে খেতে পারে তার জন্যই মাত্র ৯৯ টাকায় পেট ভরে দুপুরের খাবারের এখানে ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক গ্রাহকেরই দাবি এই রেস্তোরাঁতে ৯৯ টাকায় ১৩ খানা পদই ভীষণ সুস্বাদু।
দোকানের মালিক দেবোত্তম দাস আরও জানান, কালিয়াগঞ্জ শহর মূলত কৃষি প্রধান এলাকা। শ্রমজীবী দিন আনা দিন খাওয়া মানুষের কাছে বড় বড় রেস্তোরাঁতে গিয়ে খাওয়া অনেকটা বিলাসিতা! সবার পক্ষে বড় রেস্তোরাঁতে গিয়ে খাবার খাওয়া সম্ভব হয়না। সাধারণ মধ্যবিত্ত ,নিম্নবিত্ত সকল শ্রেণীর মানুষই যাতে এই রেস্তোরাঁতে খেতে পারে তার জন্যই মাত্র ৯৯ টাকায় পেট ভরে দুপুরের খাবারের এখানে ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক গ্রাহকেরই দাবি এই রেস্তোরাঁতে ৯৯ টাকায় ১৩ খানা পদই ভীষণ সুস্বাদু।
সুতরাং বলাই বাহুল্য মূল্যবৃদ্ধির বাজারেও আজও এ রেস্তোরাঁ গুলো সাধারণ মানুষের কথা চিন্তা করে সামান্য টাকায় সুস্বাদু খাবার পরিবেশন করে চলছে।
সুতরাং বলাই বাহুল্য মূল্যবৃদ্ধির বাজারেও আজও এ রেস্তোরাঁ গুলো সাধারণ মানুষের কথা চিন্তা করে সামান্য টাকায় সুস্বাদু খাবার পরিবেশন করে চলছে।

Veg Thali: এই রাজধানীতে মাত্র ২০ টাকায় পাওয়া যাচ্ছে ভেজ থালি! খাওয়ার খরচ কমে অর্ধেক

নিজস্ব প্রতিবেদন: কলকাতার যে কোন‌ও পাইস হোটেলে দুপুরের ভেজ থালির দাম কত হয়? এর কোন‌ও নির্দিষ্ট রেট নেই। তবে আজকের বাজার দরে ৫০ টাকার নিচে ভেজ থালি পাওয়া হাতে চাঁদ পাওয়ার সমান। কিন্তু প্রতিবেশী রাজ্য অসমের রাজধানী গুয়াহাটিতে গেলে রীতিমত চমকে যাবেন। এখানকার একটি ভাতের হোটেলে আপনি মাত্র ২০ টাকায় ভেজ বা নিরামিষ থালি পেয়ে যাবেন!

লকডাউনের ঠিক আগে জানু দত্ত নামে গুয়াহাটির এক স্থানীয় মহিলা এই হোটেলটি চালু করেছিলেন। স্বামী মারা যাওয়ায় সংসার চালাতে তিনি এই ব্যবসায় নামেন। হোটেলটি শহরের উলুবাড়ির ডাঃ বিকে কাকতি রোডে অবস্থিত। এখানে ভেজ থালিতে ভাত, ডাল, সবজি, লেবু এবং চাটনি থাকে। এছাড়াও ২০ টাকায় ডিমের তরকারি, ৪০ টাকায় মটর পনির, ৪০ টাকায় চিকেন কষা, চিকেন কারি, ৪০ টাকায় ডিম পাটোরি এবং মাত্র ৪০ টাকায় এখানে ফিশ কারিও পাওয়া যায়।

আর‌ও পড়ুন: চিড়ে, দই, লাড়ু, পিঠে খাওয়ার জন্য এই সময় বিদেশ থেকে ছুটে আসেন পর্যটকরা!

এই ভাতের হোটেলের মালকিন জানু দত্তের দুই মেয়ে ও এক ছেলে আছে। জানু দত্তের এই ভাতের হোটেলে প্রতিদিনই ক্রেতার সংখ্যা বাড়ছে। ফলে দুপুরে ফুসরত ফেলার সুযোগ পান না তিনি। অত্যন্ত সস্তায় খাবার খাইয়েও সংসারে ফিরেছে স্থিতিশীলতা।

Food Thali: মাত্র ৩৫ টাকায় থালি! সঙ্গে আবর হরেক রকম পদ! কোথায় মিলছে জানেন?

মুর্শিদাবাদ: কথায় কথায় বলে ভোজন রসিক বাঙালি। কিন্তু নিজের সামর্থ্যের মধ্যে যদি অতি সহজেই হাতের কাছে সবজি-ভাত পান তাহলে কী করবেন। নবাবের জেলা মুর্শিদাবাদ জেলাতে সাধারণ মধ্যেবিত্ত মানুষের কথা মাথায় রেখে, শহর বহরমপুর এই শুরু হল এক রেস্তোরাঁয় ৩৫ টাকায় সবজি থালি।

আরও পড়ুনঃ চোখধাঁধানো সৌন্দর্য! পাখির চোখে সুবিশাল রাম মন্দির! দেখুন ‘তীর্থনগরীর’ ভিডিও

কী ভাবছেন মাত্র ৩৫টাকাতে এও সম্ভব নাকি। কিন্তু এও কি সম্ভব! আর সম্ভব করে তুলেছেন বহরমপুর শহরের এক রেস্তোরাঁ। সবজি থালিতে থাকছে শাক ও ভাজা, ভাত, ডাল, তরকারি, চাটনি ও পাঁপড়। আর বর্তমানের দুর্মূল‍্যের বাজারে এত কিছু মিলছে মাত্র ৩৫ টাকায়। যা খেয়ে তৃপ্তি পেয়েছেন সাধারণ মানুষ। বহরমপুর, পাসপোর্ট অফিস লাগোয়া এই রেস্তোরাঁ, সুলভ মূল্য খাবারের ভীড় করছেন নিত্যদিন আমজনতার। মূলত, পাসপোর্ট অফিস সহ বেশ কিছু গাড়ির শোরুম ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। ফলে অনেকেই নিত্যদিন আসে এই এলাকায়। সকলের কথা মাথায় রেখেই এই ৩৫ টাকাতে সবজি ভাত বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তাই কথায় বলে বাঙালি মানেই ভোজন রসিক। আর ভোজন রসিক বাঙালি ভালো খাবার পেলে তা পেট পুরে খেতে পছন্দ করেন। ফলে ভোজন রসিকদের কথা মাথায় রেখে বহরমপুরে মিলছে মাত্র ৩৫টাকাতে বিভিন্ন পদের রান্না। যা দৈনন্দিন দুপুর হতেই ভিড় হচ্ছে এই হোটেলে।

বিক্রেতাদের কথায়, মুর্শিদাবাদ জেলা মানেই নবাবের জেলা। অনেকেই নানা কাজে আসে। কম খরচে কেও দুপুরের ভোজন করতে চান। তাই তাদের কথা মাথায় রেখে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি সম্প্রতি। যার কারণে এখন মিলছে মাত্র ৩৫টাকাতে এই সব্জি ভাত। যার মধ্যে থাকছে শাক ও ভাজা, ভাত, ডাল, তড়কারি, চাটনি ও পাঁপড়।

ভোজন রসিক ক্রেতাদের কথায়, বাঙালিরা ভালো খাবার তৃপ্তি করে খেতে চান সকলেই। তবে অনেক ক্ষেত্রে ভালো খেতে গেলে টাকা দিতে হয়। তবে মাত্র ৩৫ টাকায় এত গুলো পদের রাজকীয় খাবার খেতে পাচ্ছি এটাতে বেশ ভালো লাগছে বলেই জানান এক ভোজন রসিক বাঙালি।

কৌশিক অধিকারী

Rajasthani Thali: মাত্র ২৫০ টাকায় স্পেশ‍্যাল রাজস্থানি থালি! কোথায় মিলছে? র‌ইল ঠিকানা

শিলিগুড়ি: সবচেয়ে ঐতিহ্যবাহী থালি হিসাবে রাজস্থানি থালি ভোজনরসিকদের কাছে ভীষণ প্রিয়।রাজস্থানের থালিতেও কিন্তু বেশ মশলাদার এবং ঝাল খাবার থাকে। ডাল বাটি চুরমা এই থালির অন্যতম অঙ্গ। এছাড়া থাকে বিভিন্ন ধরনের রুটি, বুন্দি বা বোঁদের রায়তা। এছাড়াও গাট্টে কি সবজি, রাজমা, মুগ ডালের হালুয়া, গুন্দ কা লাড্ডু নিরামিষ পদের আকর্ষণ। শিলিগুড়ির সরস মেলার এই রাজস্থান থেকে তাঁদের নিজস্ব খাবারের পরিচিতি ঘটাতে এসছেন সুরিন্দর সিং। তাঁর দোকানে অথেনটিক রাজস্থানি থালি খেতে ভিড় উপচে পড়ছে শহরবাসীর।

আরও পড়ুনঃ ব্রেকফাস্ট ফেলে অফিস যাচ্ছেন? বাড়বে ওজন, হবে ডায়াবেটিস! কী বলছে বিশেষজ্ঞ? জানুন

রাজস্থানের জনপ্রিয় ডাল বাটি, চুর্মা, বাজরা রুটি, ছোলে মসালা, গাট্টের তরকারি, আচার স্যালাড, রসুন চাটনি, মুগ ডালের হালুয়া, মুগ ডালের লাড্ডু নিয়ে গোটা থালি সাজানো রয়েছে। এই থালির দাম মাত্র ২৫০ টাকা। তাই সামান্য এই টাকা খরচ করে রাজস্থানী খাবার খেতে প্রচুর মানুষ ভিড় করছেন তাঁদের দোকানে। সুরিন্দর বলেন, “শিলিগুড়িতে এ নিয়ে আমি দ্বিতীয়বার এসেছি। আমাদের রাজস্থানী খাবার মানুষ এত পছন্দ করছে যে তাঁদের সামলাতে আমাদের রীতিমত ও হিমশিম খেতে হচ্ছে ।”এছাড়াও তিনি জানান সরকারের তরফ থেকে যেখানে যেখানে মেলার আয়োজন করা হয় তাঁরা সেখানে গিয়ে থাকেন এবং প্রতিটি জায়গাতেই তাঁদের খাবর লোকজন পছন্দ করছেন।

রাজস্থানী থালি খেতে এসে প্রিয়াঙ্কা শর্মা জানান, “সরস মেলায় আমি এই নিয়ে দুদিন আসলাম এবং দুদিনই এই রাজস্থানী থালি উপভোগ করেছি। অসাধারণ খেতে তাঁদের সমস্ত খাবার। যারা শিলিগুড়িতে অথেন্টিক রাজস্থান খাবার খেতে চান তাঁরা একবার ঘুরে যেতে পারেন এই দোকানে।” রাজস্থানী থালি ছাড়াও, বিভিন্ন রকমের হালুয়া দই বড়া, জিলিপি, পিয়াজ কচুরি, ডালের কচুরি সহ আরও নানান রাজস্থানী খাবার মিলছে এই দোকানে। তাই ভোজন রসিক মানুষরা দেরি না করে একবার এখানে ঢুঁ মেরে আসলে মন্দ হবে না।’

অনির্বাণ রায়

Bengali Food: ৫০ টাকায় থালি! কাসার থালায় মিলবে মাছ, চিকেন ও মটন! ঘুরে আসুন সপরিবারে

কাঁসার থালায় সুস্বাদু ভেজ থালি। তাও আবার মাত্র ৫০ টাকায়।
কাঁসার থালায় সুস্বাদু ভেজ থালি। তাও আবার ৫০ টাকায়।
পুরুলিয়া শহরে জেলা পরিষদ ভবনের ঠিক পাশেই একটি হোটেল এমনই দুর্দান্ত থালি নিয়ে হাজির হয়েছে।
পুরুলিয়া শহরে জেলা পরিষদ ভবনের ঠিক পাশেই একটি হোটেল এমনই দুর্দান্ত থালি নিয়ে হাজির হয়েছে।
এছাড়াও রয়েছে ননভেজ থালিও। যার দাম শুরু হচ্ছে মাত্র ৭০ টাকা থেকে। সেগুলিও দেওয়া হচ্ছে কাঁসার থালায়।
এছাড়াও রয়েছে ননভেজ থালিও। যার দাম শুরু হচ্ছে মাত্র ৭০ টাকা থেকে। সেগুলিও দেওয়া হচ্ছে কাঁসার থালায়।
এখানে পাওয়া যাচ্ছে ৭০ টাকায় এগ থালি , ৯০ টাকায় ফিস থালি , ১৩০ টাকায় চিকেন থালি , ১৯০ টাকায় মটন থালি।
এখানে পাওয়া যাচ্ছে ৭০ টাকায় এগ থালি , ৯০ টাকায় ফিস থালি , ১৩০ টাকায় চিকেন থালি , ১৯০ টাকায় মটন থালি।
৫০ টাকার ভেজ থালির মেনুতে রয়েছে লেবু , লঙ্কা , স্যালাড , সরু চালের ভাত , ডাল , আলুভাজা , বেগুনি , মিক্সড ভেজ , আলুপোস্ত , চাটনি , পাপড়।
৫০ টাকার ভেজ থালির মেনুতে রয়েছে লেবু , লঙ্কা , স্যালাড , সরু চালের ভাত , ডাল , আলুভাজা , বেগুনি , মিক্সড ভেজ , আলুপোস্ত , চাটনি , পাপড়।