Tag Archives: Ganesh Chaturthi 2024

Ganesh Chaturthi 2024 Lucky Zodiacs: গণেশ চতুর্থী থেকেই ১৮০ ডিগ্রি ভাগ্য ঘুরছে ৪ রাশির! সারা বছর সিদ্ধিদাতার রক্ষাকবচ, ধনবর্ষা জীবনে

হিন্দু ধর্মে সবার আগে গণেশের পুজো করা হয়। যে কোনও শুভ কাজ, অনুষ্ঠান বা পুজোর শুরুতেও এই রীতি মেনে চলা হয়। প্রতীকী ছবি ৷

ভাদ্র মাসে ভগবান গণেশের জন্ম হয়েছিল বলে বিশ্বাস। তাই এই মাসে গণেশ আরাধনার গুরুত্ব অপরিসীম। প্রতীকী ছবি ৷
ভাদ্র মাসে ভগবান গণেশের জন্ম হয়েছিল বলে বিশ্বাস। তাই এই মাসে গণেশ আরাধনার গুরুত্ব অপরিসীম। প্রতীকী ছবি ৷
ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্মগ্রহণ করেন ভগবান গণেশ। তাই এই দিন গণেশ চতুর্থী হিসাবে পরিচিত। প্রতীকী ছবি ৷
ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্মগ্রহণ করেন ভগবান গণেশ। তাই এই দিন গণেশ চতুর্থী হিসাবে পরিচিত। প্রতীকী ছবি ৷
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলছেন, এই বছর ৭ সেপ্টেম্বর পালিত হবে গণেশ চতুর্থী। গণেশ উৎসব চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময় বাড়িতে শ্রীগণেশের মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করতে পারেন ভক্তরা। প্রতীকী ছবি ৷
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলছেন, এই বছর ৭ সেপ্টেম্বর পালিত হবে গণেশ চতুর্থী। গণেশ উৎসব চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময় বাড়িতে শ্রীগণেশের মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করতে পারেন ভক্তরা। প্রতীকী ছবি ৷
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চারটি রাশির জাতক জাতিকারা গণেশের খুব প্রিয়। ভগবান সর্বদা তাঁদের উপর নজর রাখেন। প্রতীকী ছবি ৷
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চারটি রাশির জাতক জাতিকারা গণেশের খুব প্রিয়। ভগবান সর্বদা তাঁদের উপর নজর রাখেন। প্রতীকী ছবি ৷
পূর্ণ করেন সমস্ত মনস্কামনা। গণেশ চতুর্থী এই রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি বয়ে আনতে চলেছে। প্রতীকী ছবি ৷
পূর্ণ করেন সমস্ত মনস্কামনা। গণেশ চতুর্থী এই রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি বয়ে আনতে চলেছে। প্রতীকী ছবি ৷
মেষ রাশি: মেষ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল। এই রাশির জাতক জাতিকারা সাহসী এবং পরাক্রমী হন। প্রতীকী ছবি ৷
মেষ রাশি: মেষ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল। এই রাশির জাতক জাতিকারা সাহসী এবং পরাক্রমী হন। প্রতীকী ছবি ৷
বুদ্ধিমত্তায় এঁরা সবাইকে ছাপিয়ে যান। ভগবান গণেশের সবচেয়ে প্রিয় রাশি মনে করা হয় মেষ রাশিকেই। এই কারণে মেষ রাশির জাতক জাতিকাদের উপর ভগবান গণেশের আশীর্বাদ সবসময় থাকে। প্রতীকী ছবি ৷
বুদ্ধিমত্তায় এঁরা সবাইকে ছাপিয়ে যান। ভগবান গণেশের সবচেয়ে প্রিয় রাশি মনে করা হয় মেষ রাশিকেই। এই কারণে মেষ রাশির জাতক জাতিকাদের উপর ভগবান গণেশের আশীর্বাদ সবসময় থাকে। প্রতীকী ছবি ৷
মিথুন রাশি: মিথুন রাশি ভগবান গণেশের অন্যতম প্রিয় রাশি। এই রাশির জাতক জাতিকাদের প্রতি ভগবান সর্বদা দয়াশীল। প্রতীকী ছবি ৷
মিথুন রাশি: মিথুন রাশি ভগবান গণেশের অন্যতম প্রিয় রাশি। এই রাশির জাতক জাতিকাদের প্রতি ভগবান সর্বদা দয়াশীল। প্রতীকী ছবি ৷
শ্রীগণেশের কৃপায় এঁরা সবার কাছে সম্মান পান। খ্যাতি ও সামাজিক প্রতিপত্তিও বেশি হয়। পাশাপাশি সমৃদ্ধশালীও হন মিথুন রাশির জাতক জাতিকারা। প্রতীকী ছবি ৷
শ্রীগণেশের কৃপায় এঁরা সবার কাছে সম্মান পান। খ্যাতি ও সামাজিক প্রতিপত্তিও বেশি হয়। পাশাপাশি সমৃদ্ধশালীও হন মিথুন রাশির জাতক জাতিকারা। প্রতীকী ছবি ৷
মকর রাশি: মকর রাশির জাতক জাতিকাদের উপর ভগবান গণেশের সদা কৃপা থাকে। তাঁর আশীর্বাদেই মকর রাশির সমস্ত সমস্যা কেটে যায়। প্রতীকী ছবি ৷
মকর রাশি: মকর রাশির জাতক জাতিকাদের উপর ভগবান গণেশের সদা কৃপা থাকে। তাঁর আশীর্বাদেই মকর রাশির সমস্ত সমস্যা কেটে যায়। প্রতীকী ছবি ৷
জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পান তাঁরা। ব্যবসা ও শিক্ষার ক্ষেত্রেও বিশেষ সুবিধা মেলে। প্রতীকী ছবি ৷
জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পান তাঁরা। ব্যবসা ও শিক্ষার ক্ষেত্রেও বিশেষ সুবিধা মেলে। প্রতীকী ছবি ৷
বৃষ রাশি: গণেশ চতুর্থীতে বৃষ রাশির জাতক জাতিকাদের সব বাধা কেটে যাবে। পারিবারিক সমস্যার সমাধানও হবে ভগবান গণেশের আশীর্বাদে। পিতামাতার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। প্রতীকী ছবি ৷
বৃষ রাশি: গণেশ চতুর্থীতে বৃষ রাশির জাতক জাতিকাদের সব বাধা কেটে যাবে। পারিবারিক সমস্যার সমাধানও হবে ভগবান গণেশের আশীর্বাদে। পিতামাতার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। প্রতীকী ছবি ৷
কর্মক্ষেত্রেও লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভেরও সম্ভাবনা রয়েছে। প্রতীকী ছবি ৷
কর্মক্ষেত্রেও লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভেরও সম্ভাবনা রয়েছে। প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ 
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷

Ganesh Chaturthi 2024: বাড়িতে গণেশ পুজো করবেন? সিদ্ধিদাতার ভোগে এগুলি রাখতেই হবে! জেনে নিন পুরোহিতের মত

আগামী শনিবার ৭ সেপ্টেম্বর পালিত হবে গণেশ চতুর্থী। ঠিক এই দিন ঘরে উমাপুত্রের পুজো করলে অবশ্যই ভোগে এই চার জিনিস দিতে ভুলবেন না। জানিয়েছেন বিশিষ্ট পুরোহিত শশাঙ্ক বন্দ্যোপাধ্যায়।
আগামী শনিবার ৭ সেপ্টেম্বর পালিত হবে গণেশ চতুর্থী। ঠিক এই দিন ঘরে উমাপুত্রের পুজো করলে অবশ্যই ভোগে এই চার জিনিস দিতে ভুলবেন না। জানিয়েছেন বিশিষ্ট পুরোহিত শশাঙ্ক বন্দ্যোপাধ্যায়।
উমাপুত্র গণেশের ভীষণ প্রিয় লাড্ডু। তাই গণেশ পুজোর দিন তাঁর ভোগে মোতিচুরের লাড্ডু দিতে ভুলবেন না। তাঁকে আটটি লাড্ডু নিবেদন করলে সব বিঘ্ন কেটে যায়।
উমাপুত্র গণেশের ভীষণ প্রিয় লাড্ডু। তাই গণেশ পুজোর দিন তাঁর ভোগে মোতিচুরের লাড্ডু দিতে ভুলবেন না। তাঁকে আটটি লাড্ডু নিবেদন করলে সব বিঘ্ন কেটে যায়।
ভগবান গণেশের আরও একটি প্রিয় মিষ্টি হল মোদক। মোদক ছাড়া গণেশ চতুর্থীর পুজো সম্পূর্ণ হয় না বলেই মনে করা হয়। তাই রংবেরঙের বিভিন্ন মোদক গণপতির ভোগে দিতে পারেন।
ভগবান গণেশের আরও একটি প্রিয় মিষ্টি হল মোদক। মোদক ছাড়া গণেশ চতুর্থীর পুজো সম্পূর্ণ হয় না বলেই মনে করা হয়। তাই রংবেরঙের বিভিন্ন মোদক গণপতির ভোগে দিতে পারেন।
সিদ্ধিদাতা বিঘ্নহর্তার খুব পছন্দের হলুদ রঙের মিষ্টি। তাই গণেশ চতুর্থীর পুজোতে মোটেও হলুদ রঙের মিষ্টি দিতে ভুলবেন না। লাড্ডু, হলুদ মোদকের পাশাপাশি আরও অন্যান্য হলুদ মিষ্টি ভগবানকে অর্পণ করতে পারেন।
সিদ্ধিদাতা বিঘ্নহর্তার খুব পছন্দের হলুদ রঙের মিষ্টি। তাই গণেশ চতুর্থীর পুজোতে মোটেও হলুদ রঙের মিষ্টি দিতে ভুলবেন না। লাড্ডু, হলুদ মোদকের পাশাপাশি আরও অন্যান্য হলুদ মিষ্টি ভগবানকে অর্পণ করতে পারেন।
ফলের মধ্যে কলার পাশাপাশি নারকেল অর্পণ করলে প্রসন্ন হন ভগবান গণেশ। তাই এদিন ভগবানকে গুড়ের তৈরি নারকেল নাড়ু অবশ্যই অর্পণ করবেন। এই চার রকমের মিষ্টি অর্পণ করলে ভগবান গণেশ ভীষণ খুশি হবেন।
ফলের মধ্যে কলার পাশাপাশি নারকেল অর্পণ করলে প্রসন্ন হন ভগবান গণেশ। তাই এদিন ভগবানকে গুড়ের তৈরি নারকেল নাড়ু অবশ্যই অর্পণ করবেন। এই চার রকমের মিষ্টি অর্পণ করলে ভগবান গণেশ ভীষণ খুশি হবেন।

Ganesh Chaturthi 2024 : গণেশ চতুর্থীতে করুন এই কাজ, হাতে আসবে ‘কুবেরের ধন’! শুভ দিন আসার আগেই জেনে নিন

দূর্বা ছাড়া হিন্দু ধর্ম মতে অনেক দেবদেবীর পুজো সম্পন্ন হয় না। তবে গণেশ পুজোয় দূর্বার বিশেষ গুরুত্ব রয়েছে। আগামী শনিবার পালিত হবে গনেশ পুজো। তার আগে জেনে কিভাবে দূর্বার ব্যবহারে গণপতির আরাধনা করবেন।
আগামী ৭ সেপ্টেম্বর গণেশ চতুর্থী। এইদিন গণপতির পুজোয় মেতে উঠবে গোটাদেশবাসী। যেকোনও পূজার্চনা জাতীয় ধর্মীয় কাজে দূর্বাঘাসের বিশেষ গুরুত্ব রয়েছে।
সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী বলছেন, গণেশ চতুর্থীতে অবশ্যই বাড়িতে গণেশের পুজো করুন। কাঠের চৌকির ওপর লাল কাপড় রেখে, তার ওপর গণপতিকে স্থাপন করুন। অবশ্যই গণপতির বামদিকে দূর্বা দিতে ভুলবেন না।
গণপতির আরাধনার মাধ‍্যমে ঋণ থেকে মুক্তি পেতে কীভাবে দূর্বার ব‍্যবহার করতে হবে, তা নিয়ে পরামর্শ দিলেন পুরোহিত। গণেশ পুজোর আগে অবশ‍্যই জেনে নিন এই বিশেষ নিয়ম।
সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী জানালেন, ‘‘গণেশ চতুর্থীতে অবশ্যই বাড়িতে গণেশের পুজো করুন। কাঠের চৌকির ওপর লাল কাপড় রেখে, তার ওপর গণপতিকে স্থাপন করুন। অবশ্যই গণপতির বামদিকে দূর্বা দিতে ভুলবেন না।’’
সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী জানালেন, ‘‘গণেশ চতুর্থীতে অবশ্যই বাড়িতে গণেশের পুজো করুন। কাঠের চৌকির ওপর লাল কাপড় রেখে, তার ওপর গণপতিকে স্থাপন করুন। অবশ্যই গণপতির বামদিকে দূর্বা দিতে ভুলবেন না।’’
ঋণ থেকে মুক্তি পেতে চাইলে গণপতির আরাধনা করুন। করুন দূর্বার সহজ টোটকা। ঋণ মুক্তির জন্য এদিন গণপতিকে নিবেদন করুন ১১'টি বেসনের লাড্ডু এবং ১০৮'টি দূর্বা।
ঋণ থেকে মুক্তি পেতে চাইলে গণপতির আরাধনা করা উচিত বলেই জানালেন দামোদর চক্রবর্তী। তাঁর মতে, ঋণ মুক্তির জন্য এদিন গণপতিকে নিবেদন করুন ১১’টি বেসনের লাড্ডু এবং ১০৮’টি দূর্বা।
যেকোনও মনস্কামনা পূরণ এবং কার্যসিদ্ধির জন্য দুর্বা ঘাসের টোটকা করতে পারেন গণেশ চতুর্থীতে। ২১টি দুর্বা ঘাস নিয়ে তৈরি করুন একটি সন্ধি। একইভাবে ১১ টি সন্ধি তৈরি করে সেগুলি উমাপুত্রের চরণে নিবেদন করুন। ভগবানকে জানেন আপনার মনস্কামনা। গণপতি আপনার ইচ্ছা পূরণ করবেন।
দামোদর চক্রবর্তীর মতে, যেকোনও মনস্কামনা পূরণ এবং কার্যসিদ্ধির জন্য দুর্বা ঘাসের টোটকা করতে পারেন গণেশ চতুর্থীতে। ২১টি দুর্বা ঘাস নিয়ে তৈরি করুন একটি সন্ধি। একইভাবে ১১ টি সন্ধি তৈরি করে সেগুলি উমাপুত্রের চরণে নিবেদন করুন। ভগবানকে জানেন আপনার মনস্কামনা।
বিশ্বাস করা হয়, ভগবান গণেশকে দূর্বা নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। বিশ্বাস, দূর্বা দিয়ে গণেশের পুজো করলে ওই ব্যক্তি কুবেরের সমান ধন-সম্পদ লাভ করেন। তাই অবশ্যই গনেশ চতুর্থীর মত শুভ তিথিতে তাকে দূর্বা অর্পণ করতে ভুলবেন না।
পুরোহিত জানালেন, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভগবান গণেশকে দূর্বা নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। বিশ্বাস, দূর্বা দিয়ে গণেশের পুজো করলে ওই ব্যক্তি কুবেরের সমান ধন-সম্পদ লাভ করেন। তাই অবশ্যই গনেশ চতুর্থীর মত শুভ তিথিতে তাকে দূর্বা অর্পণ করতে ভুলবেন না।(দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)

Ganesh Chaturthi 2024: আসছে গণেশ চতুর্থী! কারখানায় তৈরি হচ্ছে হরেক রকমের লাড্ডু, কোথায় পাওয়া যাচ্ছে জানুন

দক্ষিণ ২৪ পরগনা: কয়েকদিন পরই গণেশ পুজো। আর এই গণেশ চতুর্থীর দিনে যদি লাড্ডুর সুবাস না ছড়ালে আর সিদ্ধিদাতার বন্দনা কীসের? বাঙালির পুজো থেকে পেটপুজো, বরাবরই সবেতে মিষ্টির কদর আছে।

তাই গণেশ চতুর্থীর প্রধান প্রসাদ হিসেবে বরাবরই লাড্ডুর কথা উঠে আসে। আর সেই লাড্ডু এখন আর সেভাবে বাড়িতে বানাতে দেখা যায় না। কারণ আগেকার দিনে সমস্ত এই ধরনের পুজোগুলিতে বাড়ির ঠাকুমা কাকিমারা নিজের হাতেই এই ধরনের বিভিন্ন মিষ্টি বানিয়ে দেবতাকে নিবেদন করতেন।

আরও পড়ুন: পুজো দিতে গিয়েই সর্বনাশ! মন্দিরের ভিতর বিষধর, এক ছোবলে সব শেষ, মর্মান্তিক পরিণতি বৃদ্ধার

কিন্তু এখন সময়ের অভাবে দোকানেই ভরসা। আর তাই গণেশ চতুর্থীর আগে জোর কদমে চলছে লাড্ডু তৈরির প্রস্তুতি। দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকায় একের পর এক লাড্ডু কারখানা কারিগরদের নাভিশ্বাস উঠছে এই লাড্ডু বানাতে গিয়ে। একের পর এক অর্ডার, আর সেগুলি তৈরি করেই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকাতে পাইকারি চলে যাচ্ছে। সারা বছর ধরে লাড্ডু তৈরি হলেও গণেশ চতুর্থীতে তাঁদের ব্যস্ততা তুঙ্গে। লাড্ডুর সেরা কারিগরদের অন্যতম এই এলাকা। নববর্ষ, দীপাবলি আর গণেশ চতুর্থীতে লাড্ডুর সুবাসে ম’ ম’ করে এই এলাকা।

সুমন সাহা

Ganesh Chaturthi Astro Tips: গণেশ চতুর্থীতে কড়ি ও সুপারি দিয়ে ছোট্ট কাজ! সংসারে উপচে পড়বে অর্থ ধনসম্পদ সমৃদ্ধি ও সৌভাগ্য

জ্যোতিষ শাস্ত্র মতে, গণেশ চতুর্থীর দিন গণেশ যন্ত্র স্থাপন করা শুভ, আর তাতে বিশেষ ফল পাওয়া যায়। গণেশ যন্ত্রকে অত্যন্ত বিষ্ময়কর যন্ত্র বলেও মনে করা হয়, এই যন্ত্র ঠাকুরঘরে স্থাপন করা হলে আর কখনও নেগেটিভ শক্তির প্রবেশ হয় না। সুস্মিতা গোস্বামী
জ্যোতিষ শাস্ত্র মতে, গণেশ চতুর্থীর দিন গণেশ যন্ত্র স্থাপন করা শুভ, আর তাতে বিশেষ ফল পাওয়া যায়। গণেশ যন্ত্রকে অত্যন্ত বিষ্ময়কর যন্ত্র বলেও মনে করা হয়, এই যন্ত্র ঠাকুরঘরে স্থাপন করা হলে আর কখনও নেগেটিভ শক্তির প্রবেশ হয় না।
সুস্মিতা গোস্বামী

 

আর্থিক দিকে উন্নতি করতে গণেশ চতুর্থীর দিন একটি পাত্রে ঘিয়ের ওপর ১১ টা দূর্বা দিয়ে তারপরে সিঁদুর দিয়ে গণেশের চরণে রেখে দিতে হবে। পুজো শেষ হলে সেই দূর্বা তুলে কোনও গোপন স্থানে রেখে দিলে জীবনে ঘটবে মিরাক্যল। বলছেন জ্যোতিষ বিশারদ কৃষ্ণকুমার ভার্গব।
আর্থিক দিকে উন্নতি করতে গণেশ চতুর্থীর দিন একটি পাত্রে ঘিয়ের ওপর ১১ টা দূর্বা দিয়ে তারপরে সিঁদুর দিয়ে গণেশের চরণে রেখে দিতে হবে। পুজো শেষ হলে সেই দূর্বা তুলে কোনও গোপন স্থানে রেখে দিলে জীবনে ঘটবে মিরাক্যল।
বলছেন জ্যোতিষ বিশারদ কৃষ্ণকুমার ভার্গব।
জীবনের সকল কাজেই বাঁধা আসবেই, সেই বাঁধা থেকে বের হতে এই গণেশ চতুর্থীর দিনে গণপতিকে দুটি লাড্ডু, একটি সুপারি, একটি লবঙ্গ নিবেদন করলে এতে যেকোনও কাজেই সাফল্য নিশ্চিত। সুস্মিতা গোস্বামী
জীবনের সকল কাজেই বাঁধা আসবেই, সেই বাঁধা থেকে বের হতে এই গণেশ চতুর্থীর দিনে গণপতিকে দুটি লাড্ডু, একটি সুপারি, একটি লবঙ্গ নিবেদন করলে এতে যেকোনও কাজেই সাফল্য নিশ্চিত।
সুস্মিতা গোস্বামী
যদি বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করাতে চান, তাহলে গণপতির সামনে এক টাকা ও একটা কড়ি রেখে দিতে হবে। এতে দেবতার বিশেষ কৃপা মিলবে এবং জীবনে প্রত্যেকটি কাজেই সাফল্য নিশ্চিত মিলবে। সুস্মিতা গোস্বামী
যদি বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করাতে চান, তাহলে গণপতির সামনে এক টাকা ও একটা কড়ি রেখে দিতে হবে। এতে দেবতার বিশেষ কৃপা মিলবে এবং জীবনে প্রত্যেকটি কাজেই সাফল্য নিশ্চিত মিলবে।
সুস্মিতা গোস্বামী
গণেশ চতুর্থীতে দেবতাকে নিবেদন করতে হবে একটি সুপারি। পুজো শেষ হয়ে গেলে সেই সুপারি কাপড়ে জড়িয়ে নিজের মানিব্যাগে রাখলে অথবা আলমারিতে যেখানে টাকা থাকে সেখানে রাখলে আর্থিক স্বাচ্ছন্দ্য আসবে। গণেশ চতুর্থীতে দেবতাকে নিবেদন করতে হবে একটি সুপারি। বলছেন জ্যোতিষ বিশারদ সুকুমার রায়।
গণেশ চতুর্থীতে দেবতাকে নিবেদন করতে হবে একটি সুপারি। পুজো শেষ হয়ে গেলে সেই সুপারি কাপড়ে জড়িয়ে নিজের মানিব্যাগে রাখলে অথবা আলমারিতে যেখানে টাকা থাকে সেখানে রাখলে আর্থিক স্বাচ্ছন্দ্য আসবে।
গণেশ চতুর্থীতে দেবতাকে নিবেদন করতে হবে একটি সুপারি। বলছেন জ্যোতিষ বিশারদ সুকুমার রায়।
এছাড়া আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে গণেশ চতুর্থীতে নিবেদন করতে হবে খাঁটি ঘি ও গুড় ৷ তারপর সেই গুড় ও ঘি খাওয়াতে হবে কোনও গরুকে। শুদ্ধ মনে এই নিয়ম পালন করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ৷ সুস্মিতা গোস্বামী
এছাড়া আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে গণেশ চতুর্থীতে নিবেদন করতে হবে খাঁটি ঘি ও গুড় ৷ তারপর সেই গুড় ও ঘি খাওয়াতে হবে কোনও গরুকে। শুদ্ধ মনে এই নিয়ম পালন করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ৷
সুস্মিতা গোস্বামী

Ganesh Chaturthi 2024: রুষ্ট হবেন ঠাকুর! ছারখার হবে সংসার! জীবনে নামবে অন্ধকার! গণেশ চতুর্থীতে ভুলেও এই কাজ নয়!

ভাদ্র মাস ভগবান গণেশের উদ্দেশ্যে নিবেদিত। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে গণেশ চতুর্থী পালিত হয়। এটি বিশ্বাস করা হয় যে এই সময়ে ভগবান গণেশের উপাসনা করলে সমস্ত দুঃখ ও সংকট শেষ হয়।
ভাদ্র মাস ভগবান গণেশের উদ্দেশ্যে নিবেদিত। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে গণেশ চতুর্থী পালিত হয়। এটি বিশ্বাস করা হয় যে এই সময়ে ভগবান গণেশের উপাসনা করলে সমস্ত দুঃখ ও সংকট শেষ হয়।
মোদক ভগবান গণেশকে নিবেদন করা হয়। কিন্তু, এমন কিছু জিনিস রয়েছে যা ভুলে যাওয়া উচিত নয় এবং ভগবান গণেশকে অর্পণ করা উচিত নয়। এতে পুজো নিষ্ফল হয়ে যায়।
মোদক ভগবান গণেশকে নিবেদন করা হয়। কিন্তু, এমন কিছু জিনিস রয়েছে যা ভুলে যাওয়া উচিত নয় এবং ভগবান গণেশকে অর্পণ করা উচিত নয়। এতে পুজো নিষ্ফল হয়ে যায়।
দেওঘরের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল স্থানীয় ১৮-কে জানিয়েছেন, চলতি বছরের ৭ সেপ্টেম্বর থেকে গণেশ উৎসব শুরু হতে চলেছে। ভাদ্রমাসের চতুর্থীর দিন থেকে শুরু হবে ১০ দিন ধরে গণেশের পুজো করা হবে।
দেওঘরের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল স্থানীয় ১৮-কে জানিয়েছেন, চলতি বছরের ৭ সেপ্টেম্বর থেকে গণেশ উৎসব শুরু হতে চলেছে। ভাদ্রমাসের চতুর্থীর দিন থেকে শুরু হবে ১০ দিন ধরে গণেশের পুজো করা হবে।
এই সময় ভক্তরা গজাননকে অনেক কিছু নিবেদন করবেন। মোদক নিবেদন করবেন। এটি বিশ্বাস করা হয় যে এটি ভগবান গণেশকে খুব খুশি করে তোলে এবং ঘরে সুখ ও সমৃদ্ধি বাড়ায়।
এই সময় ভক্তরা গজাননকে অনেক কিছু নিবেদন করবেন। মোদক নিবেদন করবেন। এটি বিশ্বাস করা হয় যে এটি ভগবান গণেশকে খুব খুশি করে তোলে এবং ঘরে সুখ ও সমৃদ্ধি বাড়ায়।
এই জিনিসগুলি ভুলবেন নাজ্যোতিষীরা বলেন, ভগবান গণেশ অনেক কিছু ভালোবাসেন এবং অনেক কিছুই অপ্রীতিকর। উদাহরণস্বরূপ, ভগবান গণেশেকে তুলসির একটি পাতাও দেওয়া উচিত নয়। এটি ভগবান গণেশকে বিরক্ত করতে পারে এবং ভক্তের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এই জিনিসগুলি ভুলবেন না
জ্যোতিষীরা বলেন, ভগবান গণেশ অনেক কিছু ভালোবাসেন এবং অনেক কিছুই অপ্রীতিকর। উদাহরণস্বরূপ, ভগবান গণেশেকে তুলসির একটি পাতাও দেওয়া উচিত নয়। এটি ভগবান গণেশকে বিরক্ত করতে পারে এবং ভক্তের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
কেতকী ফুল
কেতকী ফুল ভগবান গণেশের কাছে অপচ্ছন্দের, তাই ভগবান গণেশকে কেতকী ফুল অর্পণ করে ভুল করবেন না।

কেতকী ফুল
কেতকী ফুল ভগবান গণেশের কাছে অপচ্ছন্দের, তাই ভগবান গণেশকে কেতকী ফুল অর্পণ করে ভুল করবেন না।
ভাঙা বা ভাঙা চালপুজোয় অক্ষত হিসেবে চাল নিবেদন করা হয়, কিন্তু গণেশকে ভাঙা চাল নিবেদন করবেন না। এতে গণেশ ক্রুদ্ধ হতে পারেন।
ভাঙা বা ভাঙা চাল
পুজোয় অক্ষত হিসেবে চাল নিবেদন করা হয়, কিন্তু গণেশকে ভাঙা চাল নিবেদন করবেন না। এতে গণেশ ক্রুদ্ধ হতে পারেন।
সাদা বস্তুএটা বিশ্বাস করা হয় যে চাঁদ একবার ভগবান গণেশকে উপহাস করেছিল, তখনই ভগবান গণেশ চাঁদকে অভিশাপ দিয়েছিলেন। এমন পরিস্থিতিতে চাঁদ সম্পর্কিত জিনিসগুলি ভগবান গণেশকে অর্পণ করা উচিত নয়। সাদা ফুল, সাদা বস্ত্র, ইত্যাদি অর্পণ করলে পুজো নিষ্ফল হয়ে যেতে পারে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
সাদা বস্তু
এটা বিশ্বাস করা হয় যে চাঁদ একবার ভগবান গণেশকে উপহাস করেছিল, তখনই ভগবান গণেশ চাঁদকে অভিশাপ দিয়েছিলেন। এমন পরিস্থিতিতে চাঁদ সম্পর্কিত জিনিসগুলি ভগবান গণেশকে অর্পণ করা উচিত নয়। সাদা ফুল, সাদা বস্ত্র, ইত্যাদি অর্পণ করলে পুজো নিষ্ফল হয়ে যেতে পারে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)

Ganesh Chathuthi Astro Tips: গণেশ পুজোয় এই কাজ করুন, এই রাশির জাতক-জাতিকারা কাজ করলেই কেল্লাফতে, দরজা খুললেই টাকা

শিবের আশীর্বাদে যে কোনও পুজোর সূচনাই করতে হয় সিদ্ধিদাতার পুজো দিয়ে। এই দিন বাড়ি ও মণ্ডপে ঋদ্ধি সিদ্ধির দাতা গণপতির পুজো করা হয়। মনে করা হয়, দশ দিন কৈলাস থেকে পৃথিবীতে ভক্তদের হাজির থাকেন বিঘ্ননাশকারী গৌরিপুত্র গণেশ।
শিবের আশীর্বাদে যে কোনও পুজোর সূচনাই করতে হয় সিদ্ধিদাতার পুজো দিয়ে। এই দিন বাড়ি ও মণ্ডপে ঋদ্ধি সিদ্ধির দাতা গণপতির পুজো করা হয়। মনে করা হয়, দশ দিন কৈলাস থেকে পৃথিবীতে ভক্তদের হাজির থাকেন বিঘ্ননাশকারী গৌরিপুত্র গণেশ।
এবছর ৬ই সেপ্টেম্বর থেকে গণেশপুজো শুরু হবে। সকলেই সিদ্ধিদাতার আরাধনা করবেন অবশ্যই। তবে কয়েকটি রাশির প্রতি সদাই তুষ্ট গণপতি। এঁরা যদি গণেশপুজো করেন, তাহলে সুখ-শান্তি বর্ষণ হয় তাঁদের উপর। মান - যশ -খ্যাতি , কিছুরই অভাব থেকে না। মেষ, মকর ও মিথুন রাশির জাতক জাতিকাদের গনেশের আর্শিবাদ সঙ্গে থাকে।
এবছর ৬ই সেপ্টেম্বর থেকে গণেশপুজো শুরু হবে। সকলেই সিদ্ধিদাতার আরাধনা করবেন অবশ্যই। তবে কয়েকটি রাশির প্রতি সদাই তুষ্ট গণপতি। এঁরা যদি গণেশপুজো করেন, তাহলে সুখ-শান্তি বর্ষণ হয় তাঁদের উপর। মান – যশ -খ্যাতি , কিছুরই অভাব থেকে না। মেষ, মকর ও মিথুন রাশির জাতক জাতিকাদের গনেশের আর্শিবাদ সঙ্গে থাকে
মকর - গণপতি মহারাজ মকর রাশির মানুষদের খুব পছন্দ করেন। এই রাশির জাতকরা খুব পরিশ্রমী হন। ভগবান গণেশের আশীর্বাদে তারা জীবনে অনেক উন্নতি অর্জন করেন। এই রাশির জাতকরা তাঁদের সমস্ত কাজ অত্যন্ত সততার সাথে করেন।
মকর – গণপতি মহারাজ মকর রাশির মানুষদের খুব পছন্দ করেন। এই রাশির জাতকরা খুব পরিশ্রমী হন। ভগবান গণেশের আশীর্বাদে তারা জীবনে অনেক উন্নতি অর্জন করেন। এই রাশির জাতকরা তাঁদের সমস্ত কাজ অত্যন্ত সততার সাথে করেন।
মকর রাশির জাতক জাতিকারা একবার কোনও কাজে হাতে নিলে তা শেষ না করে ছাড়েন না। ভগবান গণেশের কৃপায়,এঁরা প্রচুর খ্যাতি এবং গৌরব অর্জন করে। এই মানুষদের উপর সর্বদা গণেশের আশীর্বাদ থাকে।
মকর রাশির জাতক জাতিকারা একবার কোনও কাজে হাতে নিলে তা শেষ না করে ছাড়েন না। ভগবান গণেশের কৃপায়,এঁরা প্রচুর খ্যাতি এবং গৌরব অর্জন করে। এই মানুষদের উপর সর্বদা গণেশের আশীর্বাদ থাকে।
মেষ- মেষ রাশি গণপতির খুব প্রিয়। বিশ্বাস করা হয়, ভগবান গণেশ মেষ রাশির জাতকদের প্রতি সর্বদা সদয় হন। তাদের কৃপায় মেষ রাশির জাতক জাতিকারা প্রতিটি কাজে সফল হন। গণপতির কৃপায় সেই ব্যক্তির সমস্ত কাজ বিনা বাধায় সম্পন্ন হয়।
মেষ- মেষ রাশি গণপতির খুব প্রিয়। বিশ্বাস করা হয়, ভগবান গণেশ মেষ রাশির জাতকদের প্রতি সর্বদা সদয় হন। তাদের কৃপায় মেষ রাশির জাতক জাতিকারা প্রতিটি কাজে সফল হন। গণপতির কৃপায় সেই ব্যক্তির সমস্ত কাজ বিনা বাধায় সম্পন্ন হয়।
মনে করা হয় মেষ রাশির জাতকরা জ্ঞানী, গুণী এবং সাহসী হন। গণপতিকে বুদ্ধির দেবতা মনে করা হয়। তাই তাদের কৃপায় মেষ রাশির জাতক জাতিকারা যেকোন কাজ নিয়ে চিন্তাভাবনা করে এবং তাতে সফলতা পায়।
মনে করা হয় মেষ রাশির জাতকরা জ্ঞানী, গুণী এবং সাহসী হন। গণপতিকে বুদ্ধির দেবতা মনে করা হয়। তাই তাদের কৃপায় মেষ রাশির জাতক জাতিকারা যেকোন কাজ নিয়ে চিন্তাভাবনা করে এবং তাতে সফলতা পায়।
মিথুন- ভগবান গণেশের দ্বিতীয় প্রিয় রাশি হল মিথুন। এই রাশির জাতকদের উপরও সর্বদা গণেশের আশীর্বাদ থাকে। তাঁর কৃপায় এই রাশির জাতকরাও তাঁদের কর্মজীবনে অনেক সাফল্য অর্জন করেন।
মিথুন- ভগবান গণেশের দ্বিতীয় প্রিয় রাশি হল মিথুন। এই রাশির জাতকদের উপরও সর্বদা গণেশের আশীর্বাদ থাকে। তাঁর কৃপায় এই রাশির জাতকরাও তাঁদের কর্মজীবনে অনেক সাফল্য অর্জন করেন।
গণপতির কৃপায় এই রাশির জাতক জাতিকারা ব্যবসা বা শিক্ষার ক্ষেত্রে সাফল্য অর্জন করেন। এঁদের ব্যক্তিত্ব বেশ চিত্তাকর্ষক হয়। গণপতি বাপ্পার কৃপায় এই মানুষগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফল হন।
গণপতির কৃপায় এই রাশির জাতক জাতিকারা ব্যবসা বা শিক্ষার ক্ষেত্রে সাফল্য অর্জন করেন। এঁদের ব্যক্তিত্ব বেশ চিত্তাকর্ষক হয়। গণপতি বাপ্পার কৃপায় এই মানুষগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফল হন।

Ganesh Chaturthi Rituals 2024: গণেশ চতুর্থীতে কিনুন এই রঙের গণপতি মূর্তি! রাখুন ঘরের ঠিক এই কোণে! টাকায় উপচে পড়বে সংসার

ভাদ্র মাস ভগবান গণেশকে উৎসর্গ করা হয়। এই মাসের চতুর্থী তিথি থেকে ভগবান গণপতির দশ দিনব্যাপী উৎসব শুরু হয়। সারা দেশ জুড়ে মহাসমারোহে পালিত হতে চলেছে গণেশ উৎসব। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ভগবান গণেশ হলেন প্রথম পূজনীয় দেবতা। আর তাঁর পূজা করলে ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। যিনি খুশি হলে ভক্তদের কষ্ট-যন্ত্রণা দূর করেন। সেই সঙ্গে গণেশ উৎসবের সময় যদি কেউ নিজের বাড়িতে প্রথমবারের জন্য গণপতি বাপ্পার মূর্তি স্থাপন করেন, তাহলে তাঁর কিছু বিষয় মাথায় রাখা আবশ্যক।

দেওঘরের জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানিয়েছেন, প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ উৎসব শুরু হয়। ভগবান গণেশকে প্রথম উপাস্য দেবতা জ্ঞানেই পূজা করা হয়। আসলে প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ভগবান গণপতির পূজা করে তবেই কোনও শুভ কাজ শুরু করা যেতে পারে। চলতি বছর ৭ সেপ্টেম্বর পড়েছে গণেশ চতুর্থী। এই দিন বাড়িতে ভগবান গণেশের মূর্তি স্থাপন ও পূজা হবে। তবে বাপ্পার মূর্তি কেনার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি, তা নাহলে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

প্রতিমা কেনার ক্ষেত্রে এই বিষয়গুলি মাথায় রাখা উচিত:

জ্যোতিষী বলেছেন, ভগবান গণপতি বাপ্পার সাদা ও লাল সিঁদুর রঙা মূর্তিই কেনা উচিত। এর পাশাপাশি বাপ্পার বিগ্রহ যেন ইঁদুরের উপর অধিষ্ঠিত থাকেন, সেটাও দেখে নিতে হবে। এছাড়া কেনার সময় মাথায় রাখতে হবে যে, বিগ্রহের এক হাত যেন আশীর্বাদের ভঙ্গিতে থাকে এবং তাঁর অন্য হাতে যেন মোদক বা লাড্ডু থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভগবান গণেশের মূর্তির শুঁড় যেন বাম দিকে ঝুঁকে থাকে, সেটাও দেখে নিতে হবে।

আরও পড়ুন : গা ছমছমে বনে তেঁতুলগাছের নীচে ৫০০ বছরের প্রাচীন পাতালচণ্ডী মন্দিরে কৌশিকী অমাবস্যার পুজোয় অগণিত ভক্ত সমাগম

কোন দিশায় রাখা উচিত ভগবান গণেশের মূর্তি?

ভুল করেও গণেশের মূর্তি কখনওই দক্ষিণ দিশায় রাখা উচিত নয়। তাই ভগবান গণেশের মূর্তি স্থাপন করতে হলে এটি শুধুমাত্র উত্তর বা পূর্ব দিকেই স্থাপন করা উচিত। এমনটা করা হলে ভগবান গণেশের অধিষ্ঠান থাকবে সংসারে।

ভগবান গণেশের পূজাবিধি:

ভগবান গণেশের মূর্তি স্থাপনের পর গঙ্গাজল ছিটিয়ে মূর্তি ও  আশপাশের স্থান শুদ্ধ করতে হবে। এরপর ষোড়শোপচার পদ্ধতিতে গণেশের পূজা সম্পন্ন করতে হবে। সেই সঙ্গে ভগবান গণেশের উদ্দেশে মোদক বা লাড্ডু নিবেদন করা উচিত। এইসব উপায় অবলম্বন করলে ভগবান গণেশ প্রসন্ন হন এবং বাড়িতে কোনও ধরনের ঝামেলাও হয় না।

Ganesh Favorite Zodiac: সামনেই গণেশ চতুর্থী, বিরাট মুহূর্তে কাঁপাবে ৪ রাশি, সিদ্ধিদাতা কখনই খালি হাতে ফেরান না

সিদ্ধিদাতা গণেশের কৃপায় জীবনের বিরাট মুহূর্ত আসতে চলেছে ৷ নতুন করে জীবন শুরু করতে পারেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
সিদ্ধিদাতা গণেশের কৃপায় জীবনের বিরাট মুহূর্ত আসতে চলেছে ৷ নতুন করে জীবন শুরু করতে পারেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
আগামী ৬ সেপ্টেম্বর ২০২৪ গণেশ চতুর্থী সেই মুহূর্ত থেকেই জীবন ঘুরে দাঁড়াবে ৷ নতুন করে জীবন শুরু শুরু করতে পারবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
আগামী ৬ সেপ্টেম্বর ২০২৪ গণেশ চতুর্থী সেই মুহূর্ত থেকেই জীবন ঘুরে দাঁড়াবে ৷ নতুন করে জীবন শুরু শুরু করতে পারবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে ৷ সব মিলিয়ে জাতক-জাতিকাদের জন্য বিশাল প্রভাব বিস্তার করতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে ৷ সব মিলিয়ে জাতক-জাতিকাদের জন্য বিশাল প্রভাব বিস্তার করতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে ৷ সাহস পরাক্রমেই জীবন আরও সুন্দর হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে ৷ সাহস পরাক্রমেই জীবন আরও সুন্দর হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
গণেশের কৃপায় বহু পুরনো সমস্যার সমাধান হবে এবার ৷ নতুন নতুন দিক থেকে নতুন নতুন সম্ভাবনা তৈরি হবে ৷ প্রতীকী ছবি ৷
গণেশের কৃপায় বহু পুরনো সমস্যার সমাধান হবে এবার ৷ নতুন নতুন দিক থেকে নতুন নতুন সম্ভাবনা তৈরি হবে ৷ প্রতীকী ছবি ৷
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য সিদ্ধিদাতা গণেশের কৃপা জীবনকে আরও সুন্দর ও সমৃদ্ধ হবে ৷ জীবনের চারদিক থেকে উন্নতি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য সিদ্ধিদাতা গণেশের কৃপা জীবনকে আরও সুন্দর ও সমৃদ্ধ হবে ৷ জীবনের চারদিক থেকে উন্নতি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
জাতক-জাতিকাদের জন্য বিরাট অঙ্কের টাকা আসতে চলেছে ৷ সব মিলিয়ে জাতক-জাতিকাদের জীবনে আরও সুন্দর হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
জাতক-জাতিকাদের জন্য বিরাট অঙ্কের টাকা আসতে চলেছে ৷ সব মিলিয়ে জাতক-জাতিকাদের জীবনে আরও সুন্দর হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবন আগের থেকে আরও সুন্দর হতে চলেছে ৷ কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের রাশি পরিবর্তন গণেশ চতুর্থী হাত ভরে দেবে ৷ প্রতীকী ছবি ৷
কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবন আগের থেকে আরও সুন্দর হতে চলেছে ৷ কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের রাশি পরিবর্তন গণেশ চতুর্থী হাত ভরে দেবে ৷ প্রতীকী ছবি ৷
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত বড়সড় প্রভাব বিস্তার করতে চলেছে ৷ সাফল্যের শীর্ষে থাকবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত বড়সড় প্রভাব বিস্তার করতে চলেছে ৷ সাফল্যের শীর্ষে থাকবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য জীবন অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত হতে চলেছে ৷ বিশ্বাসযোগ্যতা আগের থেকে আরও বাড়তে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য জীবন অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত হতে চলেছে ৷ বিশ্বাসযোগ্যতা আগের থেকে আরও বাড়তে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য জীবন অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত হতে চলেছে ৷ বিশ্বাসযোগ্যতা আগের থেকে আরও বাড়তে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য জীবন অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত হতে চলেছে ৷ বিশ্বাসযোগ্যতা আগের থেকে আরও বাড়তে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
সিদ্ধিদাতা গণেশের কৃপায় এবার আরও সুন্দর প্রভাব আসতে চলেছে, সিদ্ধিদাতা গণেশের কৃপাতেই সমস্ত বিষয় আগের থেকে আরও ভাল হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
সিদ্ধিদাতা গণেশের কৃপায় এবার আরও সুন্দর প্রভাব আসতে চলেছে, সিদ্ধিদাতা গণেশের কৃপাতেই সমস্ত বিষয় আগের থেকে আরও ভাল হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷

Ganesh Chaturthi 2024: প্রতিবার পুজো করেও তুষ্ট নন গণপতি, পুজোর সময় এই মোক্ষম ভুল করছেন না তো, গণেশের ঘট স্থাপনার সময় এটা ঠিক করে নিন

সামনেই গণেশ চতুর্থী৷ গণেশোৎসবের প্রস্তুতি চলছে পুরোদমে। গণপতি বাপ্পাকে প্রতিষ্ঠার জন্য গণেশ চতুর্থীর আগে প্রতিটি বাড়ি পরিষ্কার করা হয়৷ পাশাপাশি বিশেষ পুজোর জন্য সুসজ্জিত করা হয়। এই বছর গণেশ চতুর্থী ২০২৪-র ৭ সেপ্টেম্বর। এই দিনে, শুভ সময়ে ভগবান গণেশকে সঠিকভাবে প্রতিষ্ঠা করুন৷ Photo- Representative
সামনেই গণেশ চতুর্থী৷ গণেশোৎসবের প্রস্তুতি চলছে পুরোদমে। গণপতি বাপ্পাকে প্রতিষ্ঠার জন্য গণেশ চতুর্থীর আগে প্রতিটি বাড়ি পরিষ্কার করা হয়৷ পাশাপাশি বিশেষ পুজোর জন্য সুসজ্জিত করা হয়। এই বছর গণেশ চতুর্থী ২০২৪-র ৭ সেপ্টেম্বর। এই দিনে, শুভ সময়ে ভগবান গণেশকে সঠিকভাবে প্রতিষ্ঠা করুন৷ Photo- Representative
যদি গণেশ স্থাপনার সময়টি সঠিক না বাছেন তাহলে  শুভ সময়ে করা কাজ সফল হয় এবং শুভ সময় ছাড়া যদি যে কোনও সময়ে কাজ করেন  ফল ব্যর্থ হয়। জেনে নিন গণেশ চতুর্থীতে বাড়িতে কীভাবে গণপতির মূর্তি প্রতিষ্ঠা করবেন। Photo- Representative
যদি গণেশ স্থাপনার সময়টি সঠিক না বাছেন তাহলে  শুভ সময়ে করা কাজ সফল হয় এবং শুভ সময় ছাড়া যদি যে কোনও সময়ে কাজ করেন  ফল ব্যর্থ হয়। জেনে নিন গণেশ চতুর্থীতে বাড়িতে কীভাবে গণপতির মূর্তি প্রতিষ্ঠা করবেন। Photo- Representative
গণেশ চতুর্থীতে কীভাবে গণপতি প্রতিষ্ঠা করবেন (গণেশ চতুর্থী মূর্তি স্থাপনার নিয়ম)গণেশ চতুর্থীর দিন স্নান করার পর পরিষ্কার হলুদ বা লাল রঙের কাপড় পরিধান করুন। নিরম্বু থাকার চেষ্টা করুন৷ Photo- Representative
গণেশ চতুর্থীতে কীভাবে গণপতি প্রতিষ্ঠা করবেন (গণেশ চতুর্থী মূর্তি স্থাপনার নিয়ম)
গণেশ চতুর্থীর দিন স্নান করার পর পরিষ্কার হলুদ বা লাল রঙের কাপড় পরিধান করুন। নিরম্বু থাকার চেষ্টা করুন৷ Photo- Representative
উত্তর-পূর্ব দিকে গণেশ পুজোর মঞ্চ তৈরি করুন এবং তাঁর উপর একটি লাল বা সাদা কাপড় বিছিয়ে দিন। বাপ্পার পুজোর মঞ্চ সাজান। সুগন্ধি ফুল এবং আম্রপত্র পুজো উপকরণে রাখুন৷ এটা পুজোর জন্য খুবই পবিত্র মানা হয়৷ Photo- Representative
উত্তর-পূর্ব দিকে গণেশ পুজোর মঞ্চ তৈরি করুন এবং তাঁর উপর একটি লাল বা সাদা কাপড় বিছিয়ে দিন। বাপ্পার পুজোর মঞ্চ সাজান। সুগন্ধি ফুল এবং আম্রপত্র পুজো উপকরণে রাখুন৷ এটা পুজোর জন্য খুবই পবিত্র মানা হয়৷ Photo- Representative
পুজোর মঞ্চে চাল রাখুন এবং শুভ সময়ে গণেশের মূর্তি স্থাপন করুন। গণপতির ডানদিকে কলস স্থাপন করুন। Photo- Representative
পুজোর মঞ্চে চাল রাখুন এবং শুভ সময়ে গণেশের মূর্তি স্থাপন করুন। গণপতির ডানদিকে কলস স্থাপন করুন। Photo- Representative
কলসে জল, আম শাখা, মুদ্রা, অক্ষত রাখুন এবং সবার  উপরে নারকেল স্থাপন করুন৷ এর উপরে মৌলি বেঁধে দিন। Photo- Representative
কলসে জল, আম শাখা, মুদ্রা, অক্ষত রাখুন এবং সবার  উপরে নারকেল স্থাপন করুন৷ এর উপরে মৌলি বেঁধে দিন। Photo- Representative
গণেশকে কুমকুম, চন্দন, হলুদ, সিঁদুর, মেহেন্দি, আবীর, অক্ষত,  লাল ফুল, লবঙ্গ, এলাচ, পান, পবিত্র সুতো এবং নারকেল নিবেদন করুন। Photo- Representative
গণেশকে কুমকুম, চন্দন, হলুদ, সিঁদুর, মেহেন্দি, আবীর, অক্ষত,  লাল ফুল, লবঙ্গ, এলাচ, পান, পবিত্র সুতো এবং নারকেল নিবেদন করুন। Photo- Representative
জোড়ায় জোড়ায় দুর্বা নিবেদন করুন। লাড্ডু বা মোদক নিবেদন করুন৷   গণেশ চতুর্থীর কথা শুনুন। পুজো শেষে, আরতি করুন, ফুল নিবেদন করুন এবং পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ সকলকে বিতরণ করুন৷ Photo- Representative
জোড়ায় জোড়ায় দুর্বা নিবেদন করুন। লাড্ডু বা মোদক নিবেদন করুন৷   গণেশ চতুর্থীর কথা শুনুন। পুজো শেষে, আরতি করুন, ফুল নিবেদন করুন এবং পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ সকলকে বিতরণ করুন৷ Photo- Representative
ভগবান গণেশের প্রতিষ্ঠা মন্ত্র (গণেশ চতুর্থী পূজা মন্ত্র)अस्य प्राण प्रतिषठन्तु अस्य प्राणा: क्षरंतु च। अस्यै देवत्वमर्चार्यै मामहेति च कश्चन ऊं सिद्धि-बुद्धि सहिताय श्री महागणाधिपतयें नम:। सुप्रतिष्ठो वरदो भव।। Photo- Representative
ভগবান গণেশের প্রতিষ্ঠা মন্ত্র (গণেশ চতুর্থী পূজা মন্ত্র)
अस्य प्राण प्रतिषठन्तु अस्य प्राणा: क्षरंतु च।
अस्यै देवत्वमर्चार्यै मामहेति च कश्चन
ऊं सिद्धि-बुद्धि सहिताय श्री महागणाधिपतयें नम:।
सुप्रतिष्ठो वरदो भव।। Photo- Representative
ভগবান গণেশের মূর্তিটি এমন হওয়া উচিতগণপতির বাম কাণ্ডে চন্দ্রের প্রভাব রয়েছে এবং চাঁদের প্রকৃতি যেমন শান্ত, শীতল ও কোমল, তেমনি বাম কাণ্ডের গণপতি শ্রী, লক্ষ্মী, আনন্দ, সুখ, সমৃদ্ধি, খ্যাতি ও সমৃদ্ধির দাতা। Photo- Representative
ভগবান গণেশের মূর্তিটি এমন হওয়া উচিত
গণপতির বাম কাণ্ডে চন্দ্রের প্রভাব রয়েছে এবং চাঁদের প্রকৃতি যেমন শান্ত, শীতল ও কোমল, তেমনি বাম কাণ্ডের গণপতি শ্রী, লক্ষ্মী, আনন্দ, সুখ, সমৃদ্ধি, খ্যাতি ও সমৃদ্ধির দাতা। Photo- Representative
ঘরে সিঁদুর রঙের গণপতি মূর্তি আনলে নেতিবাচক শক্তি নষ্ট হয়।এছাড়াও মনে রাখবেন, বাস্তু গণপতি বসালে বাস্তু দোষ দূর হয় Photo- Representative
ঘরে সিঁদুর রঙের গণপতি মূর্তি আনলে নেতিবাচক শক্তি নষ্ট হয়।
এছাড়াও মনে রাখবেন, বাস্তু গণপতি বসালে বাস্তু দোষ দূর হয় Photo- Representative
আপনি যদি শ্বেত বর্ণের অর্থাৎ সাদা রঙের গণপতি আনেন পুজো করেন তবে তিনি গণেশের প্রকৃত রূপ।Photo- Representative
আপনি যদি শ্বেত বর্ণের অর্থাৎ সাদা রঙের গণপতি আনেন পুজো করেন তবে তিনি গণেশের প্রকৃত রূপ।Photo- Representative