Tag Archives: Ganesh Chaturthi 2024

Ganesh Chaturthi Lucky Zodiac Signs: চাকরি! প্রচুর বেতন বৃদ্ধি! বিদেশযাত্রা! কেরিয়ারে লাভবান! গণেশ চতুর্থীতে এই ৭ রাশির ভাগ্য সোনায় বাঁধানো

আগামী ৭ সেপ্টেম্বর গণেশ চতুর্থী। দেশজুড়ে পালিত হবে গণেশপুজো বা গণপতি উ‍ৎসব৷ এই উৎসব উপলক্ষে কোন কোন রাশির কপাল খুলবে? বলছেন জ্যোতিষ বিশারদ কৃষ্ণকুমার ভার্গব৷
আগামী ৭ সেপ্টেম্বর গণেশ চতুর্থী। দেশজুড়ে পালিত হবে গণেশপুজো বা গণপতি উ‍ৎসব৷ এই উৎসব উপলক্ষে কোন কোন রাশির কপাল খুলবে? বলছেন জ্যোতিষ বিশারদ কৃষ্ণকুমার ভার্গব৷

 

মেষরাশির জাতক জাতিকাদের উপর বর্ষিত হবে গণপতির আশীর্বাদ৷ কঠোর পরিশ্রম ও নিষ্ঠা প্রশংসিত হবে৷ কর্মক্ষেত্রে উন্নতি হবে৷ কেরিয়ারে ও অর্থনৈতিক দিক থেকে উন্নতি হাতের মুঠোয়৷
মেষরাশির জাতক জাতিকাদের উপর বর্ষিত হবে গণপতির আশীর্বাদ৷ কঠোর পরিশ্রম ও নিষ্ঠা প্রশংসিত হবে৷ কর্মক্ষেত্রে উন্নতি হবে৷ কেরিয়ারে ও অর্থনৈতিক দিক থেকে উন্নতি হাতের মুঠোয়৷

 

অভীষ্ট লক্ষ্য পূর্ণ হবে মিথুনরাশির জাতক জাতিকাদের জন্য৷ জীবনের সব ক্ষেত্রে পরিচিতি ও সম্মান বাড়বে৷ কথার দাম থাকবে৷ অর্থ বিনিয়োগে লাভবান হবেন৷ বাবা মাকে উপহার দিতে পারেন৷ সার্বিক সাফল্য, উন্নতি বাড়িয়ে তুলবে আপনার আত্মবিশ্বাস৷
অভীষ্ট লক্ষ্য পূর্ণ হবে মিথুনরাশির জাতক জাতিকাদের জন্য৷ জীবনের সব ক্ষেত্রে পরিচিতি ও সম্মান বাড়বে৷ কথার দাম থাকবে৷ অর্থ বিনিয়োগে লাভবান হবেন৷ বাবা মাকে উপহার দিতে পারেন৷ সার্বিক সাফল্য, উন্নতি বাড়িয়ে তুলবে আপনার আত্মবিশ্বাস৷

 

কর্কটরাশির জাতক জাতিকারা আর্থিক দিকে প্রচুর লাভবান হবেন৷ বিনিয়োগে ভাল রিটার্ন পাবেন৷ আর্থিক ও পেশাগত জীবনে প্রচুর উন্নতি হবে৷ জীবনে অধরা লক্ষ্যপূরণে সচেষ্ট হতে পারেন৷
কর্কটরাশির জাতক জাতিকারা আর্থিক দিকে প্রচুর লাভবান হবেন৷ বিনিয়োগে ভাল রিটার্ন পাবেন৷ আর্থিক ও পেশাগত জীবনে প্রচুর উন্নতি হবে৷ জীবনে অধরা লক্ষ্যপূরণে সচেষ্ট হতে পারেন৷

 

কন্যারাশির জাতক জাতিকাদের পায়ে লুটোবে অফুরন্ত সাফল্য৷ জীবনে এগিয়ে চলার পথ মসৃণ হয়ে উঠবে৷ কেরিয়ার, সম্পর্ক, ব্যক্তিগত বৃদ্ধির ক্ষেত্রে জয় অপেক্ষা করে থাকবে৷ পরিশ্রম ও নিষ্ঠা পুরস্কৃত হবে৷ বাড়বে আত্মবিশ্বাস এবং নিরবচ্ছিন্ন সাফল্য হবে সঙ্গী৷
কন্যারাশির জাতক জাতিকাদের পায়ে লুটোবে অফুরন্ত সাফল্য৷ জীবনে এগিয়ে চলার পথ মসৃণ হয়ে উঠবে৷ কেরিয়ার, সম্পর্ক, ব্যক্তিগত বৃদ্ধির ক্ষেত্রে জয় অপেক্ষা করে থাকবে৷ পরিশ্রম ও নিষ্ঠা পুরস্কৃত হবে৷ বাড়বে আত্মবিশ্বাস এবং নিরবচ্ছিন্ন সাফল্য হবে সঙ্গী৷

 

সিদ্ধিদাতার আশীর্বাদে অর্থবৃষ্টি হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর৷ লাভবান হবেন এই সময়ে৷ পারিবারিক সম্পত্তি থেকে উপকৃত হবেন৷ বাড়বে সম্পত্তি৷ সমৃদ্ধ হবে সম্পদের ভান্ডার৷ আর্থিক স্থিতি নিশ্চিত হবে৷
সিদ্ধিদাতার আশীর্বাদে অর্থবৃষ্টি হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর৷ লাভবান হবেন এই সময়ে৷ পারিবারিক সম্পত্তি থেকে উপকৃত হবেন৷ বাড়বে সম্পত্তি৷ সমৃদ্ধ হবে সম্পদের ভান্ডার৷ আর্থিক স্থিতি নিশ্চিত হবে৷

 

মকররাশির জাতক জাতিকাদের কাছে কেরিয়ারে উন্নতি করার আদর্শ সময় এটাই৷ চাকরি পরিবর্তনের সুবর্ণসুযোগ আসতে পারে কাছে৷ কর্মহীনদের কাছেও আসতে পারে চাকরি সুযোগ৷ তবে যে কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভাবনা চিন্তা করবেন৷
মকররাশির জাতক জাতিকাদের কাছে কেরিয়ারে উন্নতি করার আদর্শ সময় এটাই৷ চাকরি পরিবর্তনের সুবর্ণসুযোগ আসতে পারে কাছে৷ কর্মহীনদের কাছেও আসতে পারে চাকরি সুযোগ৷ তবে যে কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভাবনা চিন্তা করবেন৷

 

জীবনের সব ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা পাবেন সিদ্ধিদাতার আশীর্বাদ৷ পড়াশোনা, গবেষণার ক্ষেত্রে আসবে পছন্দসই ফলাফল৷ আসতে পারে বিদেশে ভ্রমণের সুযোগ৷ পেশাদার ও ব্যক্তিগত জীবনে বাধা বিঘ্ন জয় করতে পারবেন৷ ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য পাবেন সুযোগ৷
জীবনের সব ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা পাবেন সিদ্ধিদাতার আশীর্বাদ৷ পড়াশোনা, গবেষণার ক্ষেত্রে আসবে পছন্দসই ফলাফল৷ আসতে পারে বিদেশে ভ্রমণের সুযোগ৷ পেশাদার ও ব্যক্তিগত জীবনে বাধা বিঘ্ন জয় করতে পারবেন৷ ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য পাবেন সুযোগ৷

Ganesh Chaturthi Date & Shubh Muhurt: গণপতি উৎসব কবে? কত ক্ষণ থাকবে গণেশ চতুর্থী তিথি? কোন শুভ মুহূর্তে পুজো করলে সেরা ফল পাবেন, জানুন

ভাদ্রমাসের অন্যতম বড় উৎসব গণেশ চতুর্থী৷ ভাদ্রপদামাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় এই পার্বণ৷
ভাদ্রমাসের অন্যতম বড় উৎসব গণেশ চতুর্থী৷ ভাদ্রপদামাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় এই পার্বণ৷

 

এ বছর গণেশ চতুর্থী বা গণপতি উৎসব পড়েছে ৭ সেপ্টেম্বর৷ চতুর্থী তিথি শুরু হচ্ছে ৬ সেপ্টেম্বর, শুক্রবার দুপুর ৩.০১ মিনিটে৷
এ বছর গণেশ চতুর্থী বা গণপতি উৎসব পড়েছে ৭ সেপ্টেম্বর৷ চতুর্থী তিথি শুরু হচ্ছে ৬ সেপ্টেম্বর, শুক্রবার দুপুর ৩.০১ মিনিটে৷

 

চতুর্থী তিথি থাকবে ৭ সেপ্টেম্বর বিকেল ৫.৩৭ মিনিট পর্যন্ত৷
চতুর্থী তিথি থাকবে ৭ সেপ্টেম্বর বিকেল ৫.৩৭ মিনিট পর্যন্ত৷

 

গণেশ চতুর্থীর পুজোর শুভ মুহূর্ত থাকছে ৭ সেপ্টেম্বর সকাল ১১.০৩ থেকে দুপুর ১.৩৪ মিনিট পর্যন্ত৷
গণেশ চতুর্থীর পুজোর শুভ মুহূর্ত থাকছে ৭ সেপ্টেম্বর সকাল ১১.০৩ থেকে দুপুর ১.৩৪ মিনিট পর্যন্ত৷

 

গণপতি বিসর্জনের দিন ১৭ সেপ্টেম্বর৷ ভক্তদের বিশ্বাস, নিষ্ঠা ভরে গণেশ চতুর্থী পালন করলে সব বিঘ্ন নাশ করেন সিদ্ধিদাতা৷
গণপতি বিসর্জনের দিন ১৭ সেপ্টেম্বর৷ ভক্তদের বিশ্বাস, নিষ্ঠা ভরে গণেশ চতুর্থী পালন করলে সব বিঘ্ন নাশ করেন সিদ্ধিদাতা৷

Ganesh Chaturthi 2024: খাবেন নাকি জ্বালাবেন? এবার গণেশ পুজোয় ট্রেন্ডিং লাড্ডু মোমবাতি, কোথায় পাবেন!

শিলিগুড়ি: গণেশের প্রিয় লাড্ডুতে এবার জ্বালাতে পারবেন আলো। অবাক কাণ্ড! আসলে গণেশ পুজো উপলক্ষ্যে লাড্ডুর সুগন্ধি মোমবাতি বানিয়েছেন শিলিগুড়ির মোমবাতি শিল্পীরা। এই লাড্ডু মোমবাতি এবার পুজোয় ট্রেন্ডিং। গণেশ পুজো আসতে আর বেশি দেরি নেই। আর গণেশ পুজো মানেই লাড্ডু। ঠিক সেই ভাবনা থেকেই এবার লাড্ডু তৈরি করেছেন রিমা, পিঙ্কিরা।

এবার লাড্ডু মোমবাতির চাহিদা কিন্তু দারুণ। উত্তরবঙ্গ তো বটেই, দক্ষিণবঙ্গেও তাঁদের এই লাড্ডু মোমবাতির চাহিদা তুঙ্গে রয়েছে। এই নতুন ধরনের মোমবাতি তৈরি করে সকলকে চমকে দিয়েছেন শিলিগুড়ির এই মহিলারা। শিলিগুড়িতে তৈরি এই মোমবাতি এখন পাড়ি দিচ্ছে দেশবিদেশ-সহ বিভিন্ন জায়গায়। ইতিমধ্যেই মালয়েশিয়া, গোয়া, কলকাতা, দুবাই-সহ বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে এই মোমবাতি।

আরও পড়ুন: উদ্বোধন হল Jio Brain, AI Adoption-কে স্ট্রিমলাইন করার জন্য নয়া উদ্যোগ সংস্থার

‘টেগোর অ্যাপ্রিসিয়েশন সোসাইটি ও ওয়েস্ট বেঙ্গল এসসি-এসটি-ওবিসি ডেভেলপমেন্ট ও ফাইন্যান্স কর্পোরেশন’-এর উদ্যোগে সমাজের অনগ্রসর শ্রেণির মহিলাদের স্বনির্ভর করতে ‘লাক্সারি ক্যান্ডেল মেকিং প্রোগ্রাম’ শুরু করা হয়। এই প্রোগ্রামের মাধ্যমে অনেক মহিলাই সুগন্ধি মোমবাতি তৈরি শিখে ব্যবসা করছেন। এবার লাড্ডু মোমবাতি তৈরি করে সকলকে চমকে দিয়েছেন তাঁরা।

লাড্ডু মোমবাতি প্রস্তুতকারী রিমা দাস বলেন, ”গণেশের প্রিয় জিনিস হচ্ছে লাড্ডু, আমরা গণেশ পুজো মানেই প্রসাদ হিসেবে লাড্ডুকে বেছে নিই সবার আগে। সেই ভাবনা থেকেই এই লাড্ডু মোমবাতি তৈরি করেছি। পুজোতে যেমন প্রসাদ হিসেবে লাড্ডু থাকবে, তেমনই লাড্ডুর মোমবাতি ব্যবহার করতে পারবেন সকলে।” খুবই সামান্য খরচে আপনার বাড়িতেও এবার এই লাড্ডু মোমবাতি পৌঁছে যেতে পারে।

অনির্বাণ রায়

Ganesh Chaturthi 2024: গণেশ চতুর্থী কবে? ঠিক ‘এই’ সময়ে করুন ছোট্ট কাজ, জীবনের সব সমস্যা নিমেষে শেষ…

সনাতন ধর্মে, সমস্ত দেব-দেবীর মধ্যে সর্বপ্রথম ভগবান গণেশের পূজা করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে, ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থীর উৎসবটি খুব জাঁকজমকের সঙ্গে পালিত হয়।
সনাতন ধর্মে, সমস্ত দেব-দেবীর মধ্যে সর্বপ্রথম ভগবান গণেশের পূজা করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে, ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থীর উৎসবটি খুব জাঁকজমকের সঙ্গে পালিত হয়।
ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে গণপতি বাপ্পার জন্মদিনও পালন করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান গণেশের আরাধনা করলে এবং কিছু বিশেষ ব্যবস্থা করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং মানুষ গণেশের আশীর্বাদ লাভ করে।
ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে গণপতি বাপ্পার জন্মদিনও পালন করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান গণেশের আরাধনা করলে এবং কিছু বিশেষ ব্যবস্থা করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং মানুষ গণেশের আশীর্বাদ লাভ করে।
অযোধ্যার জ্যোতিষী পন্ডিত কল্কি রাম বলেছেন যে এই বছর ভাদ্রপদ মাসের চতুর্থী তিথি শুরু হবে ৬ সেপ্টেম্বর বিকেল ৩:০১ মিনিটে এবং এটি ৭ সেপ্টেম্বর বিকেল ৫:৩৭ মিনিটে শেষ হবে।
অযোধ্যার জ্যোতিষী পন্ডিত কল্কি রাম বলেছেন যে এই বছর ভাদ্রপদ মাসের চতুর্থী তিথি শুরু হবে ৬ সেপ্টেম্বর বিকেল ৩:০১ মিনিটে এবং এটি ৭ সেপ্টেম্বর বিকেল ৫:৩৭ মিনিটে শেষ হবে।
উদয় তিথি অনুসারে, ৭ সেপ্টেম্বর শনিবার গণেশ চতুর্থীর উৎসব পালিত হবে। এই দিনে ভগবান গণেশের বিশেষ আরাধনা ও পূজা করা হয়, যার কারণে ভগবান গণেশ প্রসন্ন হন।
উদয় তিথি অনুসারে, ৭ সেপ্টেম্বর শনিবার গণেশ চতুর্থীর উৎসব পালিত হবে। এই দিনে ভগবান গণেশের বিশেষ আরাধনা ও পূজা করা হয়, যার কারণে ভগবান গণেশ প্রসন্ন হন।
আপনি যদি আর্থিক সঙ্কটে ভুগে থাকেন এবং তা থেকে মুক্তি পেতে চান, তাহলে গণেশ চতুর্থীর দিন গণেশের স্তোত্র পাঠ করুন। গরীবদের দান করুন। বিশ্বাস অনুসারে, এটি করলে আর্থিক অসুবিধা দূর হয় এবং আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হয়।
আপনি যদি আর্থিক সঙ্কটে ভুগে থাকেন এবং তা থেকে মুক্তি পেতে চান, তাহলে গণেশ চতুর্থীর দিন গণেশের স্তোত্র পাঠ করুন। গরীবদের দান করুন। বিশ্বাস অনুসারে, এটি করলে আর্থিক অসুবিধা দূর হয় এবং আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হয়।
গণেশ চতুর্থীর দিন পূজার সময় গণপতি বাপ্পাকে শমী পাতা ও দূর্বা নিবেদন করুন। এটি করলে ভগবান গণেশ প্রসন্ন হন এবং সাধকের সমস্ত ইচ্ছা পূরণ হয়।
গণেশ চতুর্থীর দিন পূজার সময় গণপতি বাপ্পাকে শমী পাতা ও দূর্বা নিবেদন করুন। এটি করলে ভগবান গণেশ প্রসন্ন হন এবং সাধকের সমস্ত ইচ্ছা পূরণ হয়।

Ganesh Chaturthi 2024: মহারাষ্ট্রের গণেশ চতুর্থীর ছোঁয়া এবার বঙ্গে! তৈরি হচ্ছে ৩০ ফুটের মূর্তি, বড় চমক শিলিগুড়িতে

শিলিগুড়ি: আর মাত্র কিছুদিন বাদেই গণেশ পুজো। একটা সময় শহর শিলিগুড়িতে হাতে গোনা কয়েকটি গণেশ পুজো হত। তবে এখন সেখানে জাঁকজমকভাবে পূজিত হন গণপতি বাপ্পা। তবে এবছর শিলিগুড়িতে উত্তরবঙ্গের সবথেকে বড় গণেশ প্রতিমা তৈরি হচ্ছে। মহারাষ্ট্রের আদলে তৈরি হচ্ছে বিশালাকার গনেশ প্রতিমা। শিলিগুড়ির প্রধান নগর গণেশ পুজো কমিটির এবার চতুর্থ বর্ষপূর্তি। এবার ৩০ ফুটের মূর্তি বানাচ্ছে শিলিগুড়ির এই ক্লাব। এখানকার শিল্পীরাই তৈরি করছে এই গণেশ মূর্তি। এর সঙ্গে আলোকসজ্জাতেও থাকছে চমক।

আরও পড়ুন: অভিনেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ! বাড়িতে ডেকে ঘরবন্দি করে হেনস্থা অভিনেত্রীকে

২০২১ সাল থেকে প্রধান নগর এলাকার কিছু যুবক মিলে এই গণেশ পুজোর সূচনা করেছিলেন। শুরু থেকেই তাঁদের মাথায় ছিল যে কোনওদিন তাঁরা বড় আকারে মহারাষ্ট্রের মতো গণেশ পুজোর আয়োজন করবেন। তাই এ বছর বাজেট বাড়িয়ে করা হয় পাঁচ লক্ষ টাকা। প্রধান নগর এলাকার বাসিন্দারা তো বটেই, আশেপাশের বহু লোক এই পুজোয় তাঁদের সাহায্য করেছেন। দীর্ঘ এক মাস ধরে চলছে মূর্তি তৈরির কাজ। বাঁশের চাঙর লাগিয়ে শিলিগুড়ি কুমোরটুলির শিল্পীরাই গণেশ মূর্তি গড়ছেন। তাঁদের বিশ্বাস, এবার তাঁদের পুজো শিলিগুড়ির বাকি সমস্ত পুজোকে ছাপিয়ে যাবে।

ক্লাব সম্পাদক দেবরাজ পাল বলেন, ”গত চার বছর ধরে আমরা এই গণেশ পুজো করে আসছি। এবার শহরবাসীকে একটু মহারাষ্ট্রের গণেশ পুজোর আনন্দ দিতে চাই। তাই এই বিশালাকার প্রতিমা তৈরি হচ্ছে। ৬ই সেপ্টেম্বর আমাদের পুজোর শুভ উদ্বোধন হবে।” পুজোর কয়েকদিন গরিব দুঃস্থদের সেবা প্রদান-সহ প্রতিদিন ভোগ দেওয়া হবে। এছাড়াও আরও কিছু কর্মসূচি করা হবে বলে জানিয়েছেন তাঁরা। ভিড় এড়ানোর জন্য পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে সব রকম ব্যবস্থা থাকবে। তাঁরা আশাবাদী যে, তাঁদের পুজো শহরবাসীর মন জয় করে নেবে।

অনির্বাণ রায়

Ganesh Chaturthi 2024: গণপতির হাত থাকবে মাথায়, উপচে পড়বে টাকা-সম্পত্তি, গণেশ চতুর্থীতে ৪ শুভ যোগ, সময় মেনে পুজো করুন

ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থীর পবিত্র উৎসব পালিত হয়। এ বছর গণেশ চতুর্থী শনিবার, ৭ সেপ্টেম্বর। এবার গণেশ চতুর্থীতে ৪টি শুভ যোগ তৈরি হচ্ছে। গণেশ চতুর্থীর দিন, বাড়িতে গণেশের একটি মূর্তি স্থাপন করে, আচার অনুসারে পুজো করা হয়। এরপর চতুর্দশীর দিন গণেশ দেবতাকে বিসর্জন দেওয়া হয়।
ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থীর পবিত্র উৎসব পালিত হয়। এ বছর গণেশ চতুর্থী শনিবার, ৭ সেপ্টেম্বর। এবার গণেশ চতুর্থীতে ৪টি শুভ যোগ তৈরি হচ্ছে। গণেশ চতুর্থীর দিন, বাড়িতে গণেশের একটি মূর্তি স্থাপন করে, আচার অনুসারে পুজো করা হয়। এরপর চতুর্দশীর দিন গণেশ দেবতাকে বিসর্জন দেওয়া হয়।
গণেশ চতুর্থীকে অনেকে ভাদ্রপদ মাসের বিনায়ক চতুর্থীও বলতে পারেন। আসুন জেনে নেওয়া যাক পুরীর কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষী ডক্টর গণেশ মিশ্রের থেকে, গণেশ চতুর্থীতে কোন শুভ যোগগুলি তৈরি হচ্ছে। গণেশ চতুর্থীর পুজোর উপকরণ এবং শুভ সময় কী কী?
গণেশ চতুর্থীকে অনেকে ভাদ্রপদ মাসের বিনায়ক চতুর্থীও বলতে পারেন। আসুন জেনে নেওয়া যাক পুরীর কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষী ডক্টর গণেশ মিশ্রের থেকে, গণেশ চতুর্থীতে কোন শুভ যোগগুলি তৈরি হচ্ছে। গণেশ চতুর্থীর পুজোর উপকরণ এবং শুভ সময় কী কী?
গণেশ চতুর্থীতে সর্বার্থ সিদ্ধি সহ ৪টি যোগ করা হবে-এই বছর গণেশ চতুর্থীতে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, ব্রহ্ম যোগ এবং ইন্দ্র যোগ গঠিত হবে ১. সর্বার্থ সিদ্ধি যোগ: এই যোগ ৭ই সেপ্টেম্বর দুপুর ১২.৩৪ টায় শুরু হবে এবং পরের দিন ৮ই সেপ্টেম্বর সকাল ৬:০৩ টা পর্যন্ত চলবে।
গণেশ চতুর্থীতে সর্বার্থ সিদ্ধি সহ ৪টি যোগ করা হবে-
এই বছর গণেশ চতুর্থীতে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, ব্রহ্ম যোগ এবং ইন্দ্র যোগ গঠিত হবে
১. সর্বার্থ সিদ্ধি যোগ: এই যোগ ৭ই সেপ্টেম্বর দুপুর ১২.৩৪ টায় শুরু হবে এবং পরের দিন ৮ই সেপ্টেম্বর সকাল ৬:০৩ টা পর্যন্ত চলবে।
২. রবি যোগ: গণেশ চতুর্থীর দিন, রবি যোগ সকাল ৬.০২ থেকে দুপুর ১২.৩৪ পর্যন্ত।৩. ব্রহ্ম যোগ: চতুর্থী উপলক্ষ্যে, ব্রহ্ম যোগ সূর্যোদয় ৬.০২ থেকে রাত ১১.১৭ পর্যন্ত। ৪. ইন্দ্র যোগ: গণেশ চতুর্থীর রাত ১১.১৭ থেকে পরের দিন পর্যন্ত।
২. রবি যোগ: গণেশ চতুর্থীর দিন, রবি যোগ সকাল ৬.০২ থেকে দুপুর ১২.৩৪ পর্যন্ত।
৩. ব্রহ্ম যোগ: চতুর্থী উপলক্ষ্যে, ব্রহ্ম যোগ সূর্যোদয় ৬.০২ থেকে রাত ১১.১৭ পর্যন্ত।
৪. ইন্দ্র যোগ: গণেশ চতুর্থীর রাত ১১.১৭ থেকে পরের দিন পর্যন্ত।
গণেশ চতুর্থী ২০২৪ পূজার উপকরণ-১. গণেশ মূর্তি, কাঠের পোষ্ট, মন্ডপ তৈরি করতে কলা গাছ ২. হলুদ এবং লাল রঙের কাপড়, নতুন পোশাক, পবিত্র সুতো, পতাকা ৩. চন্দন, দূর্বা, ফুল, অক্ষত, পান, সুপারি, মৌসুমি ফল ৪. ধূপ, প্রদীপ, গঙ্গাজল, কর্পূর, সিঁদুর, কলশ, মোদক, কলা ৫. পঞ্চামৃত, পঞ্চমেব, মৌলি, আম এবং অশোক পাতা ৬. গণেশ চালিসা এবং আরতি, গণেশ চতুর্থী ব্রত কথার বই
গণেশ চতুর্থী ২০২৪ পূজার উপকরণ-
১. গণেশ মূর্তি, কাঠের পোষ্ট, মন্ডপ তৈরি করতে কলা গাছ
২. হলুদ এবং লাল রঙের কাপড়, নতুন পোশাক, পবিত্র সুতো, পতাকা
৩. চন্দন, দূর্বা, ফুল, অক্ষত, পান, সুপারি, মৌসুমি ফল
৪. ধূপ, প্রদীপ, গঙ্গাজল, কর্পূর, সিঁদুর, কলশ, মোদক, কলা
৫. পঞ্চামৃত, পঞ্চমেব, মৌলি, আম এবং অশোক পাতা
৬. গণেশ চালিসা এবং আরতি, গণেশ চতুর্থী ব্রত কথার বই
গণেশ চতুর্থী ২০২৪ পূজা মুহুর্ত- এই বছর, ৭সেপ্টেম্বর গণেশ চতুর্থীর পুজোর শুভ সময় হল সকাল ১১.০৩ টা থেকে ১.৩৪ টা পর্যন্ত। গণেশ চতুর্থীর দিন বিকেলে পুজো হবে এবং রাতে চাঁদ দেখা যাবে না। গণেশ চতুর্থীতে চাঁদ দেখা একটি মিথ্যা কলঙ্ক তৈরি করে।

গণেশ চতুর্থী ২০২৪ পূজা মুহুর্ত-
এই বছর, ৭সেপ্টেম্বর গণেশ চতুর্থীর পুজোর শুভ সময় হল সকাল ১১.০৩ টা থেকে ১.৩৪ টা পর্যন্ত। গণেশ চতুর্থীর দিন বিকেলে পুজো হবে এবং রাতে চাঁদ দেখা যাবে না। গণেশ চতুর্থীতে চাঁদ দেখা একটি মিথ্যা কলঙ্ক তৈরি করে।

Ganesh Chathurthi: বাংলায় তৈরি গণেশ পাড়ি দিচ্ছে মহারাষ্ট্রে!

দক্ষিণ দিনাজপুর: হাতে গোনা আর মাত্র কয়েক দিন, তারপরই গণেশ চতুর্থী। সিদ্ধিদাতা গণেশের বন্দনায় গোটা দেশ মেতে উঠবে। বিশেষ করে মহারাষ্ট্র, ওড়িশা, গোয়া সহ ভারতের দক্ষিণের রাজ্যগুলিতে জনপ্রিয় গণপতির পুজো। ৭ সেপ্টেম্বর প্রতি ঘরে ঘরে পূজিত হবেন গণপতি বাপ্পা। এছাড়াও দক্ষিণের রাজ্যগুলিতেও বিশাল আকারে ১০ দিন ধরে গণেশ পুজো চলে, যা বিশাল উৎসবের চেহারা নেয়। সেই গণেশ পুজো উপলক্ষে বুনিয়াদপুর কুমারটুলিতে এবার হই হই কাণ্ড।

দক্ষিণ দিনাজপুরের এই কুমোরটুলিতে তৈরি ছাঁচের গণেশ এই প্রথম পাড়ি দিচ্ছে মহারাষ্ট্র ও ওড়িশায়। সেই কারণে বিগত তিন মাস ধরে চরম ব্যস্ততার মধ্যে রয়েছে বুনিয়াদপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কোইল পালপাড়ার রীতা শিল্পালয়।

আরও পড়ুন: কবে আবার স্থায়ী উপাচার্য পাবে বিশ্বভারতী? উত্তর অজানা

তিন মাস আগে ওড়িশার কটকের সম্বল পাল বুনিয়াদপুরে এসে রীতা শিল্পালয়ে বরাত দিয়েছিলেন। বিভিন্ন সাইজের ৬০০০ গণেশ মূর্তি চেয়েছিলেন। সময় কম হওয়ায় প্রথম বার ৪০০০ বিভিন্ন সাইজের গণেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কাজে নেমে পড়েন সংস্থার কর্ণধার তাপস পাল। এই প্রথম তাঁদের তৈরি ছাঁচের গণেশ যাবে ওড়িশা ও দক্ষিণ ভারতের বাজারে। জানা গেছে, তাপস পালকে সহযোগিতা করছেন তাঁর মতন নিপুণ কিছু দক্ষ শিল্পীরা।

রীতা শিল্পালয়ের কর্ণধার তাপস পাল জানিয়েছেন, দক্ষিণ ভারত থেকে এবার প্রথম বরাত পেয়ে খুশি হয়েছেন। বুনিয়াদপুরের মত ছোট্ট একটা জায়গা থেকে এই মূর্তিগুলো গণেশ চতুর্থী উপলক্ষে এতটা দূরে যাচ্ছে। এই মাটির মূর্তি তৈরি করতে লেবার, মাটি, রঙের জন্য প্রচুর টাকা লাগে। তবে, সরকারি দিক থেকে আর্থিক সাহায্য পেলে আগামী বছরে আগে থেকে আরও বেশি করে গণেশ বানিয়ে মহারাষ্ট্রে পাঠাতে পারবেন এবং এতে এলাকার দক্ষ শিল্পীদের কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ করা যাবে বলে জানিয়েছেন তিনি।

সুস্মিতা গোস্বামী