Tag Archives: App

Find My Device: গাড়ির চাবি, ব্যাগ, পার্স খুঁজে পাচ্ছেন না? কোথায় রেখেছেন হদিশ দেবে গুগলের ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্ক

কলকাতাঃ অবশেষে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য ‘ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্ক’ ফিচার চালু করল গুগল। গত বছর এই ফিচার চালুর কথা ঘোষণা করেছিল টেক জায়ান্ট সংস্থা। তারপর থেকে এর উপর কাজ করছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা।

আরও পড়ুনঃ ফাঁস হয়েছে iPhone 16-এর ফিচার; আড়ম্বরপূর্ণ রঙ, পরিমার্জিত নকশা এবং ম্যাট ফিনিশ সহ লঞ্চ করা হতে পারে এই ফোন

গত সপ্তাহে একটি প্রতিবেদন থেকে জানা যায়, খুব শীঘ্রই এই ফিচার আনতে চলেছে গুগল। শেষ পর্যন্ত ৮ এপ্রিল বিশ্বব্যাপী এই নতুন ফিচার চালু করেছে টেক জায়ান্ট সংস্থা। এখন অ্যান্ড্রয়েড ইউজাররা ক্রাউডসোর্সড নেটওয়ার্ক ব্যবহার করে স্মার্টফোন এবং আনুষাঙ্গিক শনাক্ত করতে পারবেন। অ্যাপলে এই ফিচার ফাইন্ড মাই অ্যাপের মতো কাজ করে।

ব্লগ পোস্টে এই ফিচার লঞ্চের ঘোষণা করে গুগলের ভিপি ইঞ্জিনিয়ারিংয়ের এরিক কে বলেন, “আজ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শুরু করে সারা বিশ্বের অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিতে সম্পূর্ণ নতুন Find My Device চালু হচ্ছে৷ এক বিলিয়নের বেশি অ্যান্ড্রয়েড ডিভাইসে ক্রাউডসোর্স নেটওয়ার্কের মাধ্যমে ‘ফাইন্ড মাই ডিভাইস’ ইউজারকে হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ডিভাইস এবং দৈনন্দিন জিনিসগুলো দ্রুত এবং নিরাপদে খুঁজে পেতে সাহায্য করবে”।

ক্রাউডসোর্স নেটওয়ার্কের উল্লেখযোগ্য বৈশিষ্ট হল, ডিভাইস অফলাইনে থাকলেও শনাক্ত করতে পারে। অর্থাৎ স্মার্টফোন বা আনুষাঙ্গিক ডিভাইস ট্র্যাক করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই। Pixel 8 এবং Pixel 8 Pro ইউজাররা এই সুবিধা পাবেন। ডিভাইস যদি স্যুইচড অফ থাকে বা ব্যাটারি শেষ হয়ে যায়, তাহলেও সেগুলো ট্র্যাক করতে অসুবিধা হবে না। ডিভাইস চুরি হলে, এই ফিচার কাজে আসবে। ফাইন্ড মাই ডিভাইস নেট ওয়ার্কে ‘ফাইন্ড নিয়ারবাই’ বাটন রয়েছে, যা স্মার্টফোন বা ডিভাইসের সঠিক অবস্থান বের করতে সাহায্য করবে।

গুগল জানিয়েছে, ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্কের মাধ্যমে চিপোলো এবং পেবলবি থেকে ব্লুটুথ ট্র্যাকার ট্যাগগুলিকে অনুমতি দেবে এবং তাদের অবস্থান ট্র্যাক করবে। এই ট্যাগ দৈনন্দিন জিনিসপত্র যেমন চাবি, ওয়ালেট বা ব্যাগের সঙ্গে যুক্ত করা যেতে পারে। মে মাস থেকেই এই ফিচার চালু হয়ে যাবে। এই বছরের শেষ দিকে, eufy, Motorola এবং Jio-এর ব্লুটুথ ট্যাগগুলিও যোগ করা হবে।

Money Making Tips: বিনিয়োগ ছাড়াই রোজগার করতে পারবেন মোটা টাকা, দেখুন কী ভাবে

এক পয়সাও বিনিয়োগ করতে হবে না। কিন্তু রোজগার হবে প্রতি মাসে। এমনটা আবার হয় না কি? অনেকেই ভুরু কোঁচকাবেন। কিন্তু বেশ কিছু অ্যাপ রয়েছে, যা আয়ের যথেষ্ট সুযোগ দিচ্ছে। এই অ্যাপগুলোকে বলা হয়, মানি আর্নিং অ্যাপ।
এক পয়সাও বিনিয়োগ করতে হবে না। কিন্তু রোজগার হবে প্রতি মাসে। এমনটা আবার হয় না কি? অনেকেই ভুরু কোঁচকাবেন। কিন্তু বেশ কিছু অ্যাপ রয়েছে, যা আয়ের যথেষ্ট সুযোগ দিচ্ছে। এই অ্যাপগুলোকে বলা হয়, মানি আর্নিং অ্যাপ।
মানি আর্নিং অ্যাপ কী: এই মোবাইল অ্যাপ্লিকেশনগুলো ইউজারদের বিভিন্ন কাজের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ করে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। সেটা গেমিং থেকে শুরু করে সার্ভে, এমনকী বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধানও হতে পারে।
মানি আর্নিং অ্যাপ কী: এই মোবাইল অ্যাপ্লিকেশনগুলো ইউজারদের বিভিন্ন কাজের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ করে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। সেটা গেমিং থেকে শুরু করে সার্ভে, এমনকী বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধানও হতে পারে।
এই ধরনের অ্যাপে সাইন আপ করলে রিওয়ার্ড দেওয়া হয় ইউজারদের। সেটা নগদ টাকা হতে পারে কিংবা গিফট কার্ড বা অন্যান্য সুযোগ সুবিধা। মোদ্দা কথা হল, ইউজারের সময় এবং দক্ষতা কাজে লাগানো। যাতে অ্যাপের মানদণ্ড পূরণ করা যায়।
এই ধরনের অ্যাপে সাইন আপ করলে রিওয়ার্ড দেওয়া হয় ইউজারদের। সেটা নগদ টাকা হতে পারে কিংবা গিফট কার্ড বা অন্যান্য সুযোগ সুবিধা। মোদ্দা কথা হল, ইউজারের সময় এবং দক্ষতা কাজে লাগানো। যাতে অ্যাপের মানদণ্ড পূরণ করা যায়।
বিভিন্ন ধরনের মানি আর্নিং অ্যাপ:
বিভিন্ন ধরনের মানি আর্নিং অ্যাপ:
সার্ভে অ্যাপ – এই ধরনের অ্যাপে ইউজারদের বিভিন্ন সমীক্ষায় অংশ নিতে হয়। অ্যাপ বা স্পনসররা নানা রকমের প্রশ্ন করেন, ইউজার তাঁর উত্তর দেন। বিনিময়ে নগদ টাকা কিংবা গিফট কার্ড দেওয়া হয়। এই অ্যাপের মাধ্যমে ভাল টাকা রোজগারের সুযোগ রয়েছে।
সার্ভে অ্যাপ – এই ধরনের অ্যাপে ইউজারদের বিভিন্ন সমীক্ষায় অংশ নিতে হয়। অ্যাপ বা স্পনসররা নানা রকমের প্রশ্ন করেন, ইউজার তাঁর উত্তর দেন। বিনিময়ে নগদ টাকা কিংবা গিফট কার্ড দেওয়া হয়। এই অ্যাপের মাধ্যমে ভাল টাকা রোজগারের সুযোগ রয়েছে।
ক্যাশব্যাক অ্যাপ – ইউজার যখন কোনও দোকানে বা ই-কমার্স সাইটে কেনাকাটা করেন, তখন এই ধরনের অ্যাপের মাধ্যমে নগদের একটা অংশ ফেরত দেওয়া হয়। এটাকেই ক্যাশব্যাক বলে। সাধারণত নগদ বা রিওয়ার্ড পয়েন্টের মাধ্যমে ক্যশব্যাক দেওয়া হয়।
ক্যাশব্যাক অ্যাপ – ইউজার যখন কোনও দোকানে বা ই-কমার্স সাইটে কেনাকাটা করেন, তখন এই ধরনের অ্যাপের মাধ্যমে নগদের একটা অংশ ফেরত দেওয়া হয়। এটাকেই ক্যাশব্যাক বলে। সাধারণত নগদ বা রিওয়ার্ড পয়েন্টের মাধ্যমে ক্যশব্যাক দেওয়া হয়।
রেফারেল অ্যাপ – বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের কাছে অ্যাপের রেফারেল লিঙ্ক পাঠাতে হয়। তাঁরা সেই লিঙ্কের মাধ্যমে সাইন আপ করলে মেলে কমিশন। সেল অ্যান্ড আর্ন অ্যাপ – এই ধরনের অ্যাপে অনলাইনে বিভিন্ন পণ্য বা পরিষেবা বিক্রির মাধ্যমে কমিশন অর্জনের সুযোগ রয়েছে।
রেফারেল অ্যাপ – বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের কাছে অ্যাপের রেফারেল লিঙ্ক পাঠাতে হয়। তাঁরা সেই লিঙ্কের মাধ্যমে সাইন আপ করলে মেলে কমিশন। সেল অ্যান্ড আর্ন অ্যাপ – এই ধরনের অ্যাপে অনলাইনে বিভিন্ন পণ্য বা পরিষেবা বিক্রির মাধ্যমে কমিশন অর্জনের সুযোগ রয়েছে।
ফ্রিল্যান্সিং অ্যাপ – এই ধরনের অ্যাপে ফ্রিল্যান্সাররা নিজেদের জ্ঞান এবং দক্ষতা অনুযায়ী আয় করতে পারেন। কনটেন্ট রাইটার, গ্রাফিক্স ডিজাইনর, ডেভেলপমেন্ট, মার্কেটিং ইত্যাদি কাজের সুযোগ মেলে।
ফ্রিল্যান্সিং অ্যাপ – এই ধরনের অ্যাপে ফ্রিল্যান্সাররা নিজেদের জ্ঞান এবং দক্ষতা অনুযায়ী আয় করতে পারেন। কনটেন্ট রাইটার, গ্রাফিক্স ডিজাইনর, ডেভেলপমেন্ট, মার্কেটিং ইত্যাদি কাজের সুযোগ মেলে।
গিগ ইকোনমি অ্যাপ – এই ধরনের অ্যাপে ফ্রিলান্সিং বা স্বাধীনভাবে কাজ করতে পারেন ইউজাররা। সেটা ড্রাইভিং, পার্সেল দেওয়া কিংবা যে কোনও ধরনের পরিষেবা প্রদান হতে পারে।
গিগ ইকোনমি অ্যাপ – এই ধরনের অ্যাপে ফ্রিলান্সিং বা স্বাধীনভাবে কাজ করতে পারেন ইউজাররা। সেটা ড্রাইভিং, পার্সেল দেওয়া কিংবা যে কোনও ধরনের পরিষেবা প্রদান হতে পারে।

Lok Sabha Election 2024: নির্বাচনী বিধি লঙ্ঘন হলেই জানান এই অ‍্যাপে! আজই ডাউনলোড করে নিন আপনার ফোনে

মালদহ: নির্বাচন কমিশনের অভিযোগ নিষ্পত্তির নতুন অ্যাপ সিভিজিল। কোথাও কোনও নির্বাচনী বিধি লঙ্ঘন করার অভিযোগ পেলে দ্রুত নিষ্পত্তি হবে এই অ্যাপের মাধ্যমে। যেকোনও সাধারণ নাগরিক মোবাইলে সিভিজিল অ্যাপ ডাউনলোড করে তার মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন।

মাত্র ১০০ মিনিটের মধ্যে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশনের কর্তব্যরত কর্তারা। অর্থাৎ এখন আর কোথাও গিয়ে অভিযোগ জানাতে হবে না। কোথাও কোনও নির্বাচনী বিধি লঙ্ঘন হলে যে কেউ সেই ছবি বা ভিডিও সিভিজিল অ্যাপে আপলোড করতে পারবেন।‌

আরও পড়ুন: ‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’! বিয়ের দু’মাস আগেই…কী হয়েছিল সানির সঙ্গে? কষ্ট-যন্ত্রণা নিয়ে নিজেই মুখ খুললেন নায়িকা

অ্যাপে ছবি বা ভিডিও আপলোড হওয়ার পর প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন। দ্রুত এই সংক্রান্ত মামলার নিষ্পত্তির জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ফ্লাইং স্কোয়াড এই গাড়িগুলি ঘুরবে গোটা জেলা জুড়ে।

মালদহ জেলায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১৭ টি ফ্লাইং স্কোয়াড গাড়ির সূচনা করা হয়েছে। বিভিন্ন ধরনের মামলার নিষ্পত্তির জন্য। সিভিজিল অ্যাপে জেলার যেকোনও প্রান্ত থেকে অভিযোগ জানালে দ্রুত সেখানে পৌঁছাবে এই গাড়িগুলি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। মালদহ জেলা শাসক নীতিন সিংহানিয়া বলেন, সিভিজিল অ্যাপ সহ বিভিন্ন মাধ্যমে আমরা অভিযোগ পাচ্ছি। সে সমস্ত অভিযোগগুলি খতিয়ে দেখে নিষ্পত্তি করা হচ্ছে। জেলা জুড়ে ফ্লাইং স্কোয়াড গাড়ি চালু করা হয়েছে। সেগুলিও কাজ করছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগে থেকেই বিভিন্ন বিধি নিষেধ জারি করা হয়েছে। সেগুলি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচারও করা হয়। তারপরেও যদি কোথাও কোনো রকম নির্বাচনে বিধি লঙ্ঘন করে থাকে কোন রাজনৈতিক দল থেকে ভোটারেরা তার জন্যই এই সিভিজিল অ্যাপ চালু নির্বাচন কমিশনের।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ই মে মালদহ জেলায় দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে। ইতিমধ্যে জেলা জুড়ে নির্বাচনে বিধি-নিষেধ চালু রয়েছে। তারপরও জেলার বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠে আসছে এমনটাই অভিযোগ। সেই সমস্ত অভিযোগ গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

হরষিত সিংহ

Photomath: অঙ্ক কি কঠিন! এবার ছবি তুললেই হল, নিমেষে কষে দেবে গুগলের এই অ্যাপ

জটিল গণিত সমস্যার সঙ্গে সংগ্রাম করার দিন শেষ। কারণ গুগল নিয়ে এসেছে নতুন ফটোম্যাথ অ্যাপ। এটি একটি স্মার্ট ক্যামেরা ক্যালকুলেটর এবং গণিত সহকারী অ্যাপ। যা ইউজারদের কেবল একটি ছবি তোলার মাধ্যমে সমীকরণগুলি সমাধান করতে দেয়। তাই এটি জটিল ত্রিকোণমিতি বা কঠিন বীজগণিত সমীকরণই হোক না কেন, এই অ্যাপটি ইউজারদের ধাপে ধাপে সমাধান দিয়ে বুঝতে সাহায্য করতে পারে।

২০২২ সালের মে মাসে প্রাথমিক ঘোষণার পর এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদনের পর Google আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের মার্চ মাসে ফটোম্যাথ অ্যাপটি অধিগ্রহণ করে। তবে অ্যাপটি এখন Google-এর অ্যাপ পোর্টফোলিওতে সম্পূর্ণরূপে একত্রিত হয়েছে এবং এটি বিশ্বব্যাপী ব্যবহারকারীদের কাছে আরও অ্যাক্সেসযোগ্য করে তুলেছে।

এটি প্লে স্টোরে উপলব্ধ এবং ব্যবহারকারীদের বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিসংখ্যান এবং ক্যালকুলাস-সহ বিভিন্ন বিষয়ে গণিতের সমস্যাগুলি মোকাবিলা করার অনুমতি দেয়। ব্যবহারকারীরা সহজভাবে সমস্যার একটি ছবি তুলতে পারেন এবং এটি সমাধানের জন্য ধাপে ধাপে ব্যাখ্যা পেতে পারেন। এই নতুন অ্যাপ ইন্টিগ্রেশনের মাধ্যমে, Google তার শিক্ষাগত পোর্টফোলিওকে প্রসারিত করছে এবং গণিতের সমস্যা এবং সমাধানকে সহজ করার জন্য প্রযুক্তির সুবিধা নেওয়ার লক্ষ্য রাখছে।

আরও পড়ুন: প্রশ্নচিহ্নের মুখে সাইবার নিরাপত্তা, দেশে বন্ধ হতে পারে পরিচিত মোবাইল গেম! সীমা হায়দারের ঘটনাই কি দায়ী?

ফটোম্যাথ অ্যাপ ব্যবহার করার উপায় –

– অ্যান্ড্রয়েড ডিভাইসে প্লে স্টোর বা iOS ডিভাইসে অ্যাপ স্টোর ওপেন করতে হবে।

– “Photomath” সার্চ করে অ্যাপটি ডাউনলোড করতে হবে।

– এরপর অ্যাপটি ওপেন করতে হবে এবং যে গণিত সমস্যার সমাধান করতে চান তার দিকে নিজেদের ক্যামেরা ফোকাস করতে হবে। নিশ্চিত করতে হবে যে পুরো সমীকরণটি ফ্রেমের মধ্যে পরিষ্কারভাবে ক্যাপচার করা হয়েছে।

– যদি স্ক্যান করা সম্ভব না হয়, তাহলে সমস্যাটি ম্যানুয়ালি টাইপ করতে নিজেদের অন্তর্নির্মিত গণিত কি-বোর্ড ব্যবহার করতে পারেন।

– একবার সমস্যাটি স্ক্যান বা টাইপ করলে, ফটোম্যাথ এটি প্রক্রিয়া করা শুরু করবে এবং সমাধান প্রদান করবে।

– এরপর ইউজাররা ধাপে ধাপে এর ব্যাখ্যা পাবেন।

মজার বিষয় হল, ফটোম্যাথ বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিসংখ্যান এবং ক্যালকুলাস সহ বিভিন্ন গণিত বিষয়গুলি পরিচালনা করতে পারে। এটি ইউজারদের আরও ভাল অভিজ্ঞতা প্রদানের জন্য একাধিক ভাষা অফার করে। শুধু তাই নয়, ইউজাররা উন্নত সমস্যা সমাধানের কৌশল এবং বিজ্ঞাপন-মুক্ত অ্যাক্সেসের মতো অতিরিক্ত বৈশিষ্ট্যগুলির জন্য ফটোম্যাথ প্লাসে সাবস্ক্রাইব করতে পারে।

উল্লেখযোগ্যভাবে, গণিতের সমস্যা সমাধানের জন্য ফটোম্যাথ অ্যাপটি সর্বদা বিশ্বজুড়ে অনেক ব্যবহারকারীর মধ্যে জনপ্রিয়। ক্রোয়েশিয়াতে বিকশিত এবং ২০১৪ সালে চালু হওয়া, ফটোম্যাথ এখন ১০০ মিলিয়নেরও বেশি ডাউনলোড অর্জন করেছে এবং Google Play Store-এ ৪.৫-স্টার রেটিং অর্জন করেছে। অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করা গেলেও কেউ চাইলে একটি ঐচ্ছিক “ফটোম্যাথ প্লাস” সাবস্ক্রিপশন সহ পাঠ্যপুস্তক সমাধান, অ্যানিমেটেড টিউটোরিয়াল অফার নিতে পারেন মাসিক বা বার্ষিক ফি প্রদান করে।

জ্ঞান থেকে স্বাস্থ্য, বিনোদন এখন এক আঙুলের ছোঁয়ায়, KnowPedia কাজে আসবে সবারই

কলকাতা: দ্য অ্যাকোলেড গ্রুপ নিয়ে এল KnowPedia। ডিজিটাল মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা এবং বিনোদন জগতের জ্ঞানকোষ। আঙুলের ছোঁয়ায় মিলবে সব তথ্য।

কলকাতায় KnowPedia-র উন্মোচন অনুষ্ঠানে অ্যাকোলেড গ্রুপের সিইও মনিকা পরাশর লাহিড়ি ছাড়াও উপস্থিত ছিলেন অ্যাকোলেড গ্রুপের হেলথোলজি-র প্রধান উপদেষ্টা ড. দেবাশিস ভট্টাচার্য, অ্যাকোলেড গ্রুপের শিক্ষা বিভাগের প্রধান উপদেষ্টা অধ্যাপক গুরুদাস গুপ্ত, ফুড ভ্লগার এবং উপদেষ্টা ইন্দ্রজিৎ লাহিড়ি, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের প্রাক্তন এমডি এবং সিইও পার্থপ্রতিম সেনগুপ্ত, লাইফলাইন হাসপাতালের চেয়ারম্যান এবং চিফ সার্জন সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. জে এস রামকুমার প্রমুখ।

আরও পড়ুন– ভিক্ষা করে ৪৫ দিনেই রোজগার আড়াই লক্ষ টাকা; মহিলার অ্যাকাউন্ট দেখে হাঁ ব্যাঙ্কের অফিসাররাও!

তথ্য বা জ্ঞান সবার কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। প্ল্যাটফর্মে তিনটি স্বতন্ত্র বিভাগ রয়েছে। LearnHub, HealthOlogy এবং KnowFlix। LearnHub হল পার্সোনালাইজড লার্নিং অ্যাগ্রিগেটর। বিশ্বের সেরা প্রতিষ্ঠানের কোর্স এখানে পাওয়া যাবে। ব্যক্তিগত প্রয়োজন পূরণ এবং লক্ষ্য অর্জনের জন্য আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স চালিত লার্নহাব ব্যবহার করতে পারবেন যে কেউ। HealthOlogy হল হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে ইউজার স্বাস্থ্য পর্যবেক্ষণ, অগ্রগতি এবং সমাধানের সুযোগ পাবেন। অন্য দিকে, KnowFlix হল আকর্ষক অডিও ভিজ্যুয়াল কন্টেন্টের লাইব্রেরি। এক ছাতার তলায় বিভিন্ন ধরনের বিষয়বস্তুর সমাহার।

অ্যাকোলেড গ্রুপের মতে, একজন মানুষ যে পরিস্থিতিতেই থাকুক না কেন, জ্ঞানের আলো পৌঁছে দিতে হবে। অ্যাসেন্ড আইনলেজ তথ্যপূর্ণ এবং উপভোগ্য উপস্থাপনার মাধ্যমে সমস্ত ধরনের বাধা সরিয়ে সেই কাজটাই করবে। সবার শেখার জন্যই এখানে কিছু না কিছু রয়েছে। এআই টেকনোলজি প্ল্যাটফর্মকে ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী গড়েপিটে নেওয়া হয়েছে, যাতে সবাই ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন- ‘মা’-এর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন যুবক, বিয়ের ভাইরাল ভিডিও দেখে নেটদুনিয়ার ক্ষোভ বাঁধ ভাঙল

KnowPedia সফটওয়্যার উন্মোচন অনুষ্ঠানে অ্যাকোলেড গ্রুপের সিইও মনিকা পরাশর লাহিড়ি বলেন, ‘‘জ্ঞানকে আকর্ষণীয়ভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যই অ্যাসেন্ডের জন্ম। আমরা সমাজের প্রতিটি সদস্যকে অনুপ্রাণিত করতে চাই।’’ অধ্যাপক গুরুদাস গুপ্ত বলেন, ‘‘লার্নিং ল্যান্ডস্কেপে গেম চেঞ্জার হতে চলেছে লার্নহাব। সেরা প্রতিষ্ঠানের সব কোর্স এখন মিলবে আঙুলের ডগায়।’’ ইন্দ্রজিৎ লাহিড়ি বলেন, ‘‘KnowFlix হল জ্ঞান এবং বিনোদনের ভান্ডার। বিষয়বস্তু সম্পর্কে কৌতূহল জাগিয়ে তোলে, চিন্তাশীল কাজের অনুপ্রেরণা জোগায়।’’

Tech News: চুরি বা হারিয়ে যাওয়া স্মার্ট ফোনের খোঁজ পাবেন ঘরে বসেই! করতে হবে এই ছোট্ট কাজ

বর্তমানে ফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। এখন ফোনে মানুষের অনেক প্রয়োজনীয় তথ্য বা জিনিস থাকে। ফলে ফোন হারিয়ে গিলে মাথায় আকাশ ভেঙে পড়ার মত অবস্থা হয়।
বর্তমানে ফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। এখন ফোনে মানুষের অনেক প্রয়োজনীয় তথ্য বা জিনিস থাকে। ফলে ফোন হারিয়ে গিলে মাথায় আকাশ ভেঙে পড়ার মত অবস্থা হয়।
ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তা দ্রুত খুঁজে পাওয়া বা ফোনের লোকেশন ট্র্যাক করার একটি সহজ উপায় রয়েছে। যেটা ব্যবহার করলে আপনি আপনার হারিয়ে যাওয়া ফোন পেয়ে যেতে পারেন।
ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তা দ্রুত খুঁজে পাওয়া বা ফোনের লোকেশন ট্র্যাক করার একটি সহজ উপায় রয়েছে। যেটা ব্যবহার করলে আপনি আপনার হারিয়ে যাওয়া ফোন পেয়ে যেতে পারেন।
ফোন খুঁজে পাওয়ার জন্য গুগলের ফাইন্ড মাই ডিভাইস অ্যাপটি খুব কার্যকরী হতে পারে। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি নামিয়ে ইনস্টল করে নিন। নিজের জি মেইল অ্যাকাউন্ট থেকে লগ ইন করতে হবে।
ফোন খুঁজে পাওয়ার জন্য গুগলের ফাইন্ড মাই ডিভাইস অ্যাপটি খুব কার্যকরী হতে পারে। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি নামিয়ে ইনস্টল করে নিন। নিজের জি মেইল অ্যাকাউন্ট থেকে লগ ইন করতে হবে।
এই অ্যাপের মাধ্যমে যে শুধু নিজের মোবাইল ট্র্যাক করতে পারবেন তা নয়, বাড়ির অন্যান্য মোবাইলও আপনি ট্র্যাক করতে পারবেন। অন্যান্য ফোনের তথ্য এই অ্যাপে নির্দিষ্ট পদ্ধতিতে সেভ করলেই সব ফোন ট্র্যাক করা যায়।
এই অ্যাপের মাধ্যমে যে শুধু নিজের মোবাইল ট্র্যাক করতে পারবেন তা নয়, বাড়ির অন্যান্য মোবাইলও আপনি ট্র্যাক করতে পারবেন। অন্যান্য ফোনের তথ্য এই অ্যাপে নির্দিষ্ট পদ্ধতিতে সেভ করলেই সব ফোন ট্র্যাক করা যায়।
অ্যাপটি পুরো ইনস্টল করার পর ফোনের লোকেশন সবসময় অন রাখতে হবে। অ্যাপে এলার্ট সিস্টেমও রয়েছে। ফোন হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার পর যখনও তা অন করা হবে সেখান অ্যালার্ম বাজতে থাকবে।
অ্যাপটি পুরো ইনস্টল করার পর ফোনের লোকেশন সবসময় অন রাখতে হবে। অ্যাপে এলার্ট সিস্টেমও রয়েছে। ফোন হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার পর যখনও তা অন করা হবে সেখান অ্যালার্ম বাজতে থাকবে।
বাড়ির অন্যান্য সদস্যর স্মার্টফোনও অ্যাপে যোগ করার জন্য তাদের জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে যার ফলে যে কোনও একটি ফোন হারিয়ে গেলে তার তথ্য আপনি অন্য ফোনে পেয়ে যাবেন।
বাড়ির অন্যান্য সদস্যর স্মার্টফোনও অ্যাপে যোগ করার জন্য তাদের জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে যার ফলে যে কোনও একটি ফোন হারিয়ে গেলে তার তথ্য আপনি অন্য ফোনে পেয়ে যাবেন।
বাড়ির অন্যান্য সদস্যর স্মার্টফোনও অ্যাপে যোগ করার জন্য তাদের জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে যার ফলে যে কোনও একটি ফোন হারিয়ে গেলে তার তথ্য আপনি অন্য ফোনে পেয়ে যাবেন।
বাড়ির অন্যান্য সদস্যর স্মার্টফোনও অ্যাপে যোগ করার জন্য তাদের জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে যার ফলে যে কোনও একটি ফোন হারিয়ে গেলে তার তথ্য আপনি অন্য ফোনে পেয়ে যাবেন।

Google: অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ থাকবে লুকানো, Google টেস্ট করছে ‘প্রাইভেট স্পেস’ ফিচার

Google : গুগল একটি ‘প্রাইভেট স্পেস’ ফিচারে কাজ করছে বলে জানা গিয়েছে, যা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নিরাপদে অ্যাপ লুকানোর জন্য সাপোর্ট যোগ করবে। কোম্পানির মোবাইল অপারেটিং সিস্টেমের একটি আসন্ন সংস্করণে এই ফিচার যোগ করা হতে পারে, যা ব্যবহারকারীদের অন্য ব্যবহারকারীদের থেকে অ্যাপ এবং ফাইলগুলিকে নিরাপদে লুকানোর অনুমতি দেবে বলে আশা করা হচ্ছে। স্যামসাং গত ছয় বছর ধরে একটি অনুরূপ বৈশিষ্ট্য – সুরক্ষিত ফোল্ডার অফার করেছে। Google প্রাইভেট স্পেসের সঙ্গে নেটিভ সাপোর্ট যোগ করলে, অন্যান্য ফোন নির্মাতারা তাদের ফোনে একই কার্যকারিতা অফার করতে পারবে।

আসন্ন Android 14 QPR2 রিলিজের প্রথম বিটাতে ডেভেলপমেন্টের আগে মিশেল রহমান এই ফিচারটি দেখেছিলেন এবং দ্বিতীয় বিটা সংস্করণে ফিচার সম্পর্কে আরও বিশদ তথ্য রয়েছে। রহমান জানিয়েছেন যে, এই ফিচারটি অ্যান্ড্রয়েডের সর্বশেষ বিটা সংস্করণে, সেটিংস অ্যাপের Security & privacy অপশনের অধীনে দেখা যেতে পারে। বর্তমানে এই ফিচারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে একটি নতুন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর প্রোফাইল তৈরি করতে দেয়। যা ব্যবহারকারীর বায়োমেট্রিক্স, তাঁদের পাসওয়ার্ড বা পিন ব্যবহার করে লক করা যেতে পারে। যে ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েডের ‘ওয়ার্ক প্রোফাইল’ ফিচার ব্যবহার করার চেষ্টা করেছেন তাঁরা এই কার্যকারিতার সঙ্গে পরিচিত হতে পারেন।

উল্লেখযোগ্যভাবে, প্রোফাইল লক হয়ে গেলে অ্যান্ড্রয়েড শুধুমাত্র এই অ্যাপগুলির উপস্থিতিই নয় বরং তাদের বিজ্ঞপ্তিগুলির বিষয়বস্তুও লুকিয়ে রাখবে। নির্দিষ্ট অ্যাপ বা অন্যান্য সামগ্রীতে অ্যাক্সেস রোধ করার সময় কেউ যদি নিজেদের ফোনটি পরিবারের কোনও সদস্যের কাছে হস্তান্তর করতে চায়, তবে এটি কার্যকর হতে পারে। রহমানের মতে, গুগল সার্চ বারে “প্রাইভেট স্পেস” শব্দগুলি অনুসন্ধান করলেই এই অ্যাপগুলি দেখানোর ক্ষমতা তৈরি করছে। এটি অন্য ব্যবহারকারীদের জানতে বাধা দেবে যে, কেউ প্রথমেই প্রাইভেট স্পেস ফিচার সক্ষম করেছে কি না।

আরও পড়ুন: বালিশের তলে লোহার তালা রেখে ঘুমিয়ে পড়ুন! দেখুন তারপর কী ঘটে! চমকে যাবেন

স্যামসাং ২০১৭ সাল থেকে তার স্মার্টফোনগুলিতে সুরক্ষিত ফোল্ডারের আকারে একই কার্যকারিতার জন্য সমর্থন অফার করেছে৷ এই ফিচারটি একটি পৃথক প্রোফাইলও তৈরি করে, যা ব্যবহারকারীদের একটি বিচ্ছিন্ন জায়গায় পরিচিতি, ফাইল, ফটো এবং অ্যাপগুলির একটি পৃথক সেট অ্যাক্সেস করতে দেয়। যা একটি পাসওয়ার্ড, পিন বা ইউজারদের বায়োমেট্রিক্স ব্যবহার করে সুরক্ষিত করা যেতে পারে।

গুগল অবশেষে স্মার্টফোন নির্মাতাদের তাদের হ্যান্ডসেটে স্যামসাং-এর সিকিউর ফোল্ডার কার্যকারিতার জন্য সমর্থন দেওয়ার অনুমতি দেবে। রহমান উল্লেখ করেছেন যে ফিচারটি অ্যান্ড্রয়েড ১৫-তে আসতে পারে। তিনি আরও জানিয়েছেন যে, সর্বশেষ বিটাতে সমস্ত প্রাইভেট স্পেস ফিচারটি সক্ষম করা যায়নি, কারণ এটি এখনও পরীক্ষা করা হচ্ছে।