Tag Archives: Hair Care

Summer Special Haircut: গরমে এবার নয়া ট্রেন্ড এই হেয়ারকাট, এই চুলের স্টাইলই এখন স্বস্তির ঠিকানা

পুরুলিয়া: শীত বসন্ত পেরিয়ে এবার ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। বেশ জ্বালাপোড়া গরম অনুভূত হচ্ছে এখনই। আস্তে আস্তে বাড়ছে গরমের দাপট। দক্ষিণের অন্যান্য জেলার তুলনায় জেলা পুরুলিয়ায় তাপমাত্রার পারদ অনেক বেশি থাকে। এই জেলায় গরমের অনুভূতি অনেকটাই বেশি হয়।

গরমকালে মেয়েদের চুল নিয়ে নানান সমস্যার মধ্যে পড়তে হয়। বিশেষ করে যাঁদের লম্বা চুল তাঁরা অনেক সমস্যায় পড়েন। তাই গরমের দিনে বেশ কিছু হেয়ারকাটে ভরসা রাখেন মেয়েরা। আর দিন দিন সেই সমস্ত হেয়ারকাটের চাহিদাও বাড়ছে।

আরও পড়ুন: ল্যান্ডিংয়ের আগে সব শেষ…! পাইলট-স্বামীকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা শাহরুখের সহ-অভিনেত্রীর, চোখে জল আনবে নায়িকার জীবন

এ বিষয়ে পুরুলিয়ার একটি স্যালোঁর কর্ণধার বলেন, ”আগেকার দিনে যে সমস্ত ছোট হেয়ারকাটগুলি প্রচলিত ছিল আবারও সেগুলোই মানুষ বেশি পছন্দ করছে। যেমন বব, পিক্সি, এগুলোর ডিমান্ড অনেকটাই বেশি রয়েছে। বিশেষ করে গরমকালের জন্যই এগুলি বেশি পছন্দ করছে কাস্টমাররা। এছাড়াও এই গরমে চুলের বিশেষ যত্নের প্রয়োজন। তাই এই সময়ে বিভিন্নভাবে চুলের যত্ন নেওয়া উচিত। এছাড়াও প্রতিনিয়ত চুল পরিষ্কার রাখা উচিত। শুধুমাত্র পার্লারে এসে চুলের যত্ন নিতে হবে তা নয়, প্রয়োজন পড়লে বাড়িতেই হেয়ার অয়েল মাসাজ ও নিয়মিত শ্যাম্পু করেও চুল ভাল রাখা যায় গরমের এই সময়টাতে।”

ওই স্যালোঁতে আসা এক কাস্টমার জানান, সময় ও জীবনধারার পরিবর্তনের সঙ্গে সঙ্গে হেয়ারকাটেরও পরিবর্তন হয়। কর্মব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে অনেকেই যথাযথভাবে চুলের যত্ন নিতে পারেন না। সে ক্ষেত্রে ছোট চুল থাকলে চুলের যত্ন অনায়াসে নেওয়া যায়। আর গরমের এই সময়টাতে তিনি ছোট চুল রাখতেই বেশি পছন্দ করেন।

মেয়েদের চুলের সমস্যা বরাবরের। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিশেষভাবে চুলের যত্ন নিতে হয়। গরমের এই সময়টাতে অনেকেই ছোট চুল রাখতে পছন্দ করেন। আর এই গরমের জন্যই এই বিশেষ হেয়ারকাটগুলি মানুষ পছন্দ করে।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Health Tips: ১৫ দিনেই এক ঢাল কালো চুল, এই পাতা ব্যবহার করুন বিশেষ পদ্ধতিতে, ম্যাজিক হবে

*চুলের যত্ন নিতে পারেন বিনা খরচে। চুল হবে সিল্কি এবং সতেজ। কেশুতি এবং ভৃঙ্গরাজ পাতায় রয়েছে অসম্ভব ঔষধি গুণ।
*চুলের যত্ন নিতে পারেন বিনা খরচে। চুল হবে সিল্কি এবং সতেজ। কেশুতি এবং ভৃঙ্গরাজ পাতায় রয়েছে অসম্ভব ঔষধি গুণ।
*জানেন কি? মাথার চুল ভাল রাখতে ভুরি ভুরি টাকা খরচ বাঁচাতে পারে, গ্রাম বাংলার আনাছে-কানাচে বেড়ে ওঠা এই গাছ।
*জানেন কি? মাথার চুল ভাল রাখতে ভুরি ভুরি টাকা খরচ বাঁচাতে পারে, গ্রাম বাংলার আনাছে-কানাচে বেড়ে ওঠা এই গাছ।
*কথায় রয়েছে কেশ'ই নারীর বেশ। সেদিক থেকে মাথার চুল ভাল রাখতে এবং চুলের সৌন্দর্য বাড়াতে নিরলস পরিশ্রম তো রয়েছে। যদি হাতের কাছে থাকে কেশুতি, তাহলে তো আর কথাই নেই।
*কথায় রয়েছে কেশ’ই নারীর বেশ। সেদিক থেকে মাথার চুল ভাল রাখতে এবং চুলের সৌন্দর্য বাড়াতে নিরলস পরিশ্রম তো রয়েছে। যদি হাতের কাছে থাকে কেশুতি, তাহলে তো আর কথাই নেই।
*কেশুতি চুলের নানা সমস্যা দূর করে। যেমন চুল ওঠা, রুক্ষ চুল, চুল ভেঙে যাওয়ার মত নানা সমস্যা সমাধানে দারুন কার্যকরী।
*কেশুতি চুলের নানা সমস্যা দূর করে। যেমন চুল ওঠা, রুক্ষ চুল, চুল ভেঙে যাওয়ার মত নানা সমস্যা সমাধানে দারুন কার্যকরী।
*এ প্রসঙ্গে ডা: সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, কেশুতি ও ভৃঙ্গরাজ পাতার রস চুলে মাখলে, চুল কালো এবং গোড়া শক্ত হয়।
*এ প্রসঙ্গে ডা: সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, কেশুতি ও ভৃঙ্গরাজ পাতার রস চুলে মাখলে, চুল কালো এবং গোড়া শক্ত হয়।
*উপকার পেতে এই পাতা ছায়ায় শুকিয়ে ভাল নারকেল তেলে মিশিয়ে নিন। কয়েক দিন রাখার পর। পাতা ছেঁকে ওই তেল চুলে মাখলে। দারুন উপকার পাওয়া যেতে পারে।
*উপকার পেতে এই পাতা ছায়ায় শুকিয়ে ভাল নারকেল তেলে মিশিয়ে নিন। কয়েক দিন রাখার পর। পাতা ছেঁকে ওই তেল চুলে মাখলে। দারুন উপকার পাওয়া যেতে পারে।

Silky Hair Care Tips: রান্নাঘরের এই জিনিসের গন্ধের ভয়ে নাক সিঁটকোন! চুলে লাগান তরতরিয়ে বাড়বে ঘন কালো চুল

: চুল নিয়ে কমবেশি সকলেই সচেতন। প্রতিদিনের জীবনযাত্রায় চুলের যত্ন নেওয়া চাই সকলের। তবে সামান্য বেশ কিছু ঘরোয়া নিয়ম মানলে গোছা ভরা চুলের পরিচর্যা করা যাবে অনায়াসে।
: চুল নিয়ে কমবেশি সকলেই সচেতন। প্রতিদিনের জীবনযাত্রায় চুলের যত্ন নেওয়া চাই সকলের। তবে সামান্য বেশ কিছু ঘরোয়া নিয়ম মানলে গোছা ভরা চুলের পরিচর্যা করা যাবে অনায়াসে।
সামান্য কিছু টিপস এবং কিছু ঘরোয়া টোটকা মানলেই অনায়াসে ঘন, সিল্কি হবে আপনার চুল। কীভাবে যত্ন নেবেন আপনার কোমর সমান চুলের? বিস্তারিত জানালেন বিশেষজ্ঞ বাবাই চন্দ।
সামান্য কিছু টিপস এবং কিছু ঘরোয়া টোটকা মানলেই অনায়াসে ঘন, সিল্কি হবে আপনার চুল। কীভাবে যত্ন নেবেন আপনার কোমর সমান চুলের? বিস্তারিত জানালেন বিশেষজ্ঞ বাবাই চন্দ।
প্রতিদিনের পাশাপাশি সপ্তাহে অন্তত তিনটি দিন চুলের যত্ন নিতে হবে নিজেকে। কীভাবে রাখবেন যত্ন? প্রথমত স্নানের আগে চুল যত্ন সহকারে আঁচড়ে নেওয়া জরুরি। এক্ষেত্রে একদিকে চুলের ক্ষয় কম হবে, পাশাপাশি চিরুনি করার সময় মোটা দাঁড়যুক্ত চিরুনি ব্যবহার করা প্রয়োজন।
প্রতিদিনের পাশাপাশি সপ্তাহে অন্তত তিনটি দিন চুলের যত্ন নিতে হবে নিজেকে। কীভাবে রাখবেন যত্ন? প্রথমত স্নানের আগে চুল যত্ন সহকারে আঁচড়ে নেওয়া জরুরি। এক্ষেত্রে একদিকে চুলের ক্ষয় কম হবে, পাশাপাশি চিরুনি করার সময় মোটা দাঁড়যুক্ত চিরুনি ব্যবহার করা প্রয়োজন।
চুলে বেশি শ্যাম্পু নয়, সপ্তাহে তিনদিন শ্যাম্পু করলেই যথেষ্ট। বেশি শ্যাম্পু করলে চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ও শক্তি নষ্ট হয়।
চুলে বেশি শ্যাম্পু নয়, সপ্তাহে তিনদিন শ্যাম্পু করলেই যথেষ্ট। বেশি শ্যাম্পু করলে চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ও শক্তি নষ্ট হয়।
স্নানের পর অনেকেই চুলে শক্ত করে গামছা কিংবা টাওয়েল দিয়ে মুড়ে রাখেন। সে ক্ষেত্রে কোনও প্রয়োজন নেই চুল শুকানোর এই পদ্ধতি। গামছা বা টাওয়েল দিয়ে চুল মুড়ে রাখলে চুলের গোড়া ফেটে যায়। চুলে অল্প তেল লাগিয়ে মাসাজ করতে হবে। পাশাপাশি বিশেষজ্ঞের মতে, রাতে ঘুমানোর আগে চুল যত্ন করে আঁচড়ে বিনুনি করে রাখা প্রয়োজন।
স্নানের পর অনেকেই চুলে শক্ত করে গামছা কিংবা টাওয়েল দিয়ে মুড়ে রাখেন। সে ক্ষেত্রে কোনও প্রয়োজন নেই চুল শুকানোর এই পদ্ধতি। গামছা বা টাওয়েল দিয়ে চুল মুড়ে রাখলে চুলের গোড়া ফেটে যায়। চুলে অল্প তেল লাগিয়ে মাসাজ করতে হবে। পাশাপাশি বিশেষজ্ঞের মতে, রাতে ঘুমানোর আগে চুল যত্ন করে আঁচড়ে বিনুনি করে রাখা প্রয়োজন।
বিশেষজ্ঞ বাবাই চন্দ জানান, শ্যাম্পু করার পর সামান্য জলে চায়ের লিকার কিংবা লেবু দিলে চুল ধুলে চুল সিল্কি ও শক্ত সামর্থ্য হয়।
বিশেষজ্ঞ বাবাই চন্দ জানান, শ্যাম্পু করার পর সামান্য জলে চায়ের লিকার কিংবা লেবু দিলে চুল ধুলে চুল সিল্কি ও শক্ত সামর্থ্য হয়।
এছাড়াও চুল পড়া বন্ধ করতে গেলে পেঁয়াজের রস ভালো করে চুলের গোড়ায় বেশ কয়েক মিনিট ধরে মাসাজ করলে চুল পড়া বন্ধ হয় প্রতিদিন করতে পারলে অবশ্যই ভাল।
এছাড়াও চুল পড়া বন্ধ করতে গেলে পেঁয়াজের রস ভালো করে চুলের গোড়ায় বেশ কয়েক মিনিট ধরে মাসাজ করলে চুল পড়া বন্ধ হয় প্রতিদিন করতে পারলে অবশ্যই ভাল।
শুধুমাত্র তথ্য দেওয়ার উদ্দেশ্যে এই প্রতিবেদনটি করা। চুলের কোনওসমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরী। Input- Ranjan Chanda
শুধুমাত্র তথ্য দেওয়ার উদ্দেশ্যে এই প্রতিবেদনটি করা। চুলের কোনওসমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরী। Input- Ranjan Chanda

Hair Care: অল্প বয়সেই পাকা চুল? ৫ খাবারেই ফিরবে ঘন কালো চুল, কমবে চুল পড়া, জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ

কম বয়সেই সাদা হয়ে যাচ্ছে চুল। বড়দের পাশাপাশি কিশোর-কিশোরীদের মধ‍্যেও দেখা যাচ্ছে এই সমস‍্যা। বহু বাবা-মাই বর্তমানে বাচ্চাদের এই সমস‍্যা নিয়ে বেশ চিন্তায়। বাচ্চাদের চুল সাদা হয়ে যাওয়ার একাধিক কারণ রয়েছে। কিন্ত এর থেকে মুক্তির উপায় কী? এই সমস‍্যা থেকে সহজ উপায় জানালেন বিশেষজ্ঞ।
কম বয়সেই সাদা হয়ে যাচ্ছে চুল। বড়দের পাশাপাশি কিশোর-কিশোরীদের মধ‍্যেও দেখা যাচ্ছে এই সমস‍্যা। বহু বাবা-মাই বর্তমানে বাচ্চাদের এই সমস‍্যা নিয়ে বেশ চিন্তায়। বাচ্চাদের চুল সাদা হয়ে যাওয়ার একাধিক কারণ রয়েছে। কিন্ত এর থেকে মুক্তির উপায় কী? এই সমস‍্যা থেকে সহজ উপায় জানালেন বিশেষজ্ঞ।
আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডাঃ দীক্ষা ভাবসার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমনই ৫টি খাবারের কথা জানিয়েছেন, যেগুলো অবশ্যই শিশুদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। এটি চুলের অকাল পাকা হওয়া রোধ করবে।
আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডাঃ দীক্ষা ভাবসার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমনই ৫টি খাবারের কথা জানিয়েছেন, যেগুলো অবশ্যই শিশুদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। এটি চুলের অকাল পাকা হওয়া রোধ করবে।
আমলকি: আমলকি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি সমৃদ্ধ, যা অল্প বয়সে চুল পাকা হওয়া প্রতিরোধ করে। আপনার বাচ্চাদের খাদ্যতালিকায় আমলার জুস রাখুন। এটি পাউডার আকারেও দেওয়া যেতে পারে। এর জন্য ৩ গ্রাম আমলকির গুঁড়ো এবং আধা চা চামচ ঘি মিশিয়ে খাওয়ান। গরম জলে আমলকির রস মিশিয়ে খালি পেটে পান করুন। এটি ৫-১০ মিলি-এর বেশি হওয়া উচিত নয়। এছাড়াও আমলা ক্যান্ডি দিন এবং আমলা তেল দিয়ে চুল ম্যাসাজ করুন।
আমলকি: আমলকি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি সমৃদ্ধ, যা অল্প বয়সে চুল পাকা হওয়া প্রতিরোধ করে। আপনার বাচ্চাদের খাদ্যতালিকায় আমলার জুস রাখুন। এটি পাউডার আকারেও দেওয়া যেতে পারে। এর জন্য ৩ গ্রাম আমলকির গুঁড়ো এবং আধা চা চামচ ঘি মিশিয়ে খাওয়ান। গরম জলে আমলকির রস মিশিয়ে খালি পেটে পান করুন। এটি ৫-১০ মিলি-এর বেশি হওয়া উচিত নয়। এছাড়াও আমলা ক্যান্ডি দিন এবং আমলা তেল দিয়ে চুল ম্যাসাজ করুন।
তিল: কালো তিল মেলানিন (চুল এবং ত্বকের রঙের জন্য দায়ী রঞ্জক) উত্পাদন করতে মেলানোসাইট কার্যকলাপকে উন্নীত করতে পারে। আপনি যদি না চান আপনার বাচ্চাদের চুল অল্প বয়সে ধূসর হোক, তাহলে তাদের তিল খাওয়ান।

তিল: কালো তিল মেলানিন (চুল এবং ত্বকের রঙের জন্য দায়ী রঞ্জক) উত্পাদন করতে মেলানোসাইট কার্যকলাপকে উন্নীত করতে পারে। আপনি যদি না চান আপনার বাচ্চাদের চুল অল্প বয়সে ধূসর হোক, তাহলে তাদের তিল খাওয়ান।
এ জন্য খাবারের পর দিনে ১ টেবিল চামচ খেতে পারেন। এছাড়াও, লাড্ডু/চিক্কির আকারেও তিলের বীজ খাওয়া যেতে পারে। আটার সঙ্গে মিশিয়ে রুটি তৈরি করতে পারেন। তিলের বীজের তেল মাথার ত্বকে রক্ত​সঞ্চালন বাড়াতে এবং চুল পাকা রোধ করতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি থাকে।
এ জন্য খাবারের পর দিনে ১ টেবিল চামচ খেতে পারেন। এছাড়াও, লাড্ডু/চিক্কির আকারেও তিলের বীজ খাওয়া যেতে পারে। আটার সঙ্গে মিশিয়ে রুটি তৈরি করতে পারেন। তিলের বীজের তেল মাথার ত্বকে রক্ত​সঞ্চালন বাড়াতে এবং চুল পাকা রোধ করতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি থাকে।
কিশমিশ- কিশমিশক হল আয়রনের পাওয়ার হাউস। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা খনিজকে দ্রুত শোষণ করতে সহায়তা করে। চুলে সঠিক পুষ্টি জোগায়। পাকা চুল, চুল পড়া রোধ করতে সাহায্য করে। স্বাস্থ্যকর চুলের বৃদ্ধি প্রচার করে। প্রতিদিন সকালে বাচ্চাদের খেতে দিতে পারেন ৫টি ভেজানো কালো কিশমিশ।

কিশমিশ- কিশমিশক হল আয়রনের পাওয়ার হাউস। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা খনিজকে দ্রুত শোষণ করতে সহায়তা করে। চুলে সঠিক পুষ্টি জোগায়। পাকা চুল, চুল পড়া রোধ করতে সাহায্য করে। স্বাস্থ্যকর চুলের বৃদ্ধি প্রচার করে। প্রতিদিন সকালে বাচ্চাদের খেতে দিতে পারেন ৫টি ভেজানো কালো কিশমিশ।
কারি পাতা- এগুলো ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন বি১২ সমৃদ্ধ। এছাড়াও কারি পাতা আয়রন এবং ক্যালসিয়ামের একটি বড় উৎস। কারি পাতা চুল পড়া কমায়। চুল পাকা হওয়া রোধ করে। ডাল, পোলাও, স্যুপ, সবজির মতো যে খাবারই তৈরি করুন না কেন, তাতে অবশ্যই ৩-৪টি কারি পাতা যোগ করুন। এতে শুধু স্বাদই বাড়বে না, চুলের পাশাপাশি শরীরেরও উপকার হবে।

কারি পাতা- এগুলো ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন বি১২ সমৃদ্ধ। এছাড়াও কারি পাতা আয়রন এবং ক্যালসিয়ামের একটি বড় উৎস। কারি পাতা চুল পড়া কমায়। চুল পাকা হওয়া রোধ করে। ডাল, পোলাও, স্যুপ, সবজির মতো যে খাবারই তৈরি করুন না কেন, তাতে অবশ্যই ৩-৪টি কারি পাতা যোগ করুন। এতে শুধু স্বাদই বাড়বে না, চুলের পাশাপাশি শরীরেরও উপকার হবে।
ঘি- ঘি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চুল পাকা রোধ, চুল পড়া রোধ, চুলের বৃদ্ধি ভাল করতে গরুর ঘি ৩ টি উপায়ে ব্যবহার করা যেতে পারে। প্রতিদিন আপনার বাচ্চাদের ডায়েটে এটি অন্তর্ভুক্ত করুন।

ঘি- ঘি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চুল পাকা রোধ, চুল পড়া রোধ, চুলের বৃদ্ধি ভাল করতে গরুর ঘি ৩ টি উপায়ে ব্যবহার করা যেতে পারে। প্রতিদিন আপনার বাচ্চাদের ডায়েটে এটি অন্তর্ভুক্ত করুন।

Grey Hair Remedies: কম বয়সেই পাকা চুল? ভুলেও রং করবেন না! এই ৫ উপায়ে নিমেষে কালো হবে চুল! জানুন

অতিরিক্ত স্ট্রেস, অতিরিক্ত ধূমপান-মদ্যপান, হেরিডিটি, এনিমিয়া, অপুষ্টির কারণে তাড়াতাড়ি চুল সাদা হয়ে যায়। প্রসঙ্গত শরীরের ভিটামিন বি ১২এর অভাব ঘটলে বা থাইরয়েড হরমোনের ঘাটতি হলে চুল সাদা হয়ে যায়।  আবার অনেক সময়ে বংশগত কারণেও চুল সাদা হয়! কম বয়সেই চুল সাদা আজকাল অনেকের হয়! তবে চিন্তার কিছু নেই। প্রাকৃতিক উপায়ে মাত্র কয়েক দিনেই এই চুল ফের কালো করে ফেলা যায়! এমনকি সাদা চুল গজানো বন্ধ করা সম্ভব! photo source collected
অতিরিক্ত স্ট্রেস, অতিরিক্ত ধূমপান-মদ্যপান, হেরিডিটি, এনিমিয়া, অপুষ্টির কারণে তাড়াতাড়ি চুল সাদা হয়ে যায়। প্রসঙ্গত শরীরের ভিটামিন বি ১২এর অভাব ঘটলে বা থাইরয়েড হরমোনের ঘাটতি হলে চুল সাদা হয়ে যায়। আবার অনেক সময়ে বংশগত কারণেও চুল সাদা হয়! কম বয়সেই চুল সাদা আজকাল অনেকের হয়! তবে চিন্তার কিছু নেই। প্রাকৃতিক উপায়ে মাত্র কয়েক দিনেই এই চুল ফের কালো করে ফেলা যায়! এমনকি সাদা চুল গজানো বন্ধ করা সম্ভব! photo source collected
নারকেল তেল ও হেনা সাদা চুল কালো করতে দারুণ কাজের। ৩-৪ চামচ নারকেল তেল গরম করে তাতে কয়েকটি মেহেন্দি পাতা দিয়ে ফোটান। যতক্ষণ না তেলের রঙ বাদামি হচ্ছে, ততক্ষণ ফোটাতে থাকুন। তেল ঠান্ডা হলে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত তেল লাগান। ১ ঘন্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন! রোজ এই তেল মাখলে কয়েক সপ্তাহের মধ্যই সাদা চুল কালো হয়ে যায়। নতুন চুলও কালোই গজাবে!
নারকেল তেল ও হেনা সাদা চুল কালো করতে দারুণ কাজের। ৩-৪ চামচ নারকেল তেল গরম করে তাতে কয়েকটি মেহেন্দি পাতা দিয়ে ফোটান। যতক্ষণ না তেলের রঙ বাদামি হচ্ছে, ততক্ষণ ফোটাতে থাকুন। তেল ঠান্ডা হলে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত তেল লাগান। ১ ঘন্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন! রোজ এই তেল মাখলে কয়েক সপ্তাহের মধ্যই সাদা চুল কালো হয়ে যায়। নতুন চুলও কালোই গজাবে!
১ চামচ ক্যাস্টর তেল ও ২ চামচ সরষের তেল মিশিয়ে কয়েক সেকেন্ডের জন্য গরম করুন। তেল ঠান্ডা হলে চুলের গোড়ায় ও স্ক্যাল্পে দিয়ে ১০ মিনিট ধরে ভাল করে মাসাজ করুন। অন্তত ৪৫ মিনিট অপেক্ষা করার পর শ্যাম্পু করে নিন! কয়েকদিনে চুল কালো হয়ে যাবে!
১ চামচ ক্যাস্টর তেল ও ২ চামচ সরষের তেল মিশিয়ে কয়েক সেকেন্ডের জন্য গরম করুন। তেল ঠান্ডা হলে চুলের গোড়ায় ও স্ক্যাল্পে দিয়ে ১০ মিনিট ধরে ভাল করে মাসাজ করুন। অন্তত ৪৫ মিনিট অপেক্ষা করার পর শ্যাম্পু করে নিন! কয়েকদিনে চুল কালো হয়ে যাবে!
২  চামচ আমলা পাউডার ও ৩ চামচ ফ্রোজেন নারকেল তেল মিশিয়ে গরম করুন! তেল ঠান্ডা হলে চুলের গোড়ায় দিয়ে মাসাজ করুন। সারারাত মাথায় তেল মেখে রাখুন। সপ্তাহে তিন দিন করুন। মাস খানেকে চুল কালো হবে।
২ চামচ আমলা পাউডার ও ৩ চামচ ফ্রোজেন নারকেল তেল মিশিয়ে গরম করুন! তেল ঠান্ডা হলে চুলের গোড়ায় দিয়ে মাসাজ করুন। সারারাত মাথায় তেল মেখে রাখুন। সপ্তাহে তিন দিন করুন। মাস খানেকে চুল কালো হবে।
কেশুতি পাতার সঙ্গে আমলকি মিশিয়ে পেস্ট করুন। এতে দু চামচ নারকেল তেল মিশিয়ে নিন। চুলের গোড়ায় ভাল করে লাগিয়ে এক ঘণ্টা রাখুন। এর পর শ্যাম্পু করে নিন! কয়েকদিনেই কালো চুল পাবেন! নতুন চুলও গজাবে!
কেশুতি পাতার সঙ্গে আমলকি মিশিয়ে পেস্ট করুন। এতে দু চামচ নারকেল তেল মিশিয়ে নিন। চুলের গোড়ায় ভাল করে লাগিয়ে এক ঘণ্টা রাখুন। এর পর শ্যাম্পু করে নিন! কয়েকদিনেই কালো চুল পাবেন! নতুন চুলও গজাবে!
নারকেল তেলের মধ্যে দুটো বিটামিন ই ক্যাপসুল কেটে দিয়ে দিন। একটা আমলকি কুচি কুচি করে কেটে দিয়ে দিন! এই তেল রোজ রাতে মাথায় মাখুন। কয়েকদিনেই কালো চুল পাবেন!
নারকেল তেলের মধ্যে দুটো বিটামিন ই ক্যাপসুল কেটে দিয়ে দিন। একটা আমলকি কুচি কুচি করে কেটে দিয়ে দিন! এই তেল রোজ রাতে মাথায় মাখুন। কয়েকদিনেই কালো চুল পাবেন!

Dandruff Treatment: মাথা ভর্তি খুশকি? এই পাতা লাগালে এক দিনেই দূর হবে! জানুন নিয়ম

শীত প্রায় শেষের পথে। এসময় অনেকের খুশকির সমস্যা শুরু হয়। একবার খুশকির সমস্যা শুরু হলে নামি-দামি শ্যাম্পু ব্যবহার করেও মুক্তি পাওয়া যায় না।
শীত প্রায় শেষের পথে। এসময় অনেকের খুশকির সমস্যা শুরু হয়। একবার খুশকির সমস্যা শুরু হলে নামি-দামি শ্যাম্পু ব্যবহার করেও মুক্তি পাওয়া যায় না।
খুশকির সমস্যা দূর করতে নিমপাতা বেশ কার্যকর। নিমের অ্যান্টিফাঙ্গাল গুণ খুশকির সমস্যা দূর করতে বেশ উপকারী।
খুশকির সমস্যা দূর করতে নিমপাতা বেশ কার্যকর। নিমের অ্যান্টিফাঙ্গাল গুণ খুশকির সমস্যা দূর করতে বেশ উপকারী।
মাথায় খুশকি থাকলে রাতে ঘুমাতে যাওয়ার আগে সপ্তাহে অন্তত তিন দিন মাথার ত্বকে নিমের তেল দিয়ে মালিশ করুন।
মাথায় খুশকি থাকলে রাতে ঘুমাতে যাওয়ার আগে সপ্তাহে অন্তত তিন দিন মাথার ত্বকে নিমের তেল দিয়ে মালিশ করুন।
নিম পাতা দিয়ে এই তেল বানাতে পারেন। নারকেল তেলে কয়েকটি নিমপাতা ফুটিয়ে তার সঙ্গে কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে নিয়ে মাথার ত্বকে ব্যবহার করুন।
নিম পাতা দিয়ে এই তেল বানাতে পারেন। নারকেল তেলে কয়েকটি নিমপাতা ফুটিয়ে তার সঙ্গে কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে নিয়ে মাথার ত্বকে ব্যবহার করুন।
কয়েকটি নিমপাতা বেটে নিয়ে তার সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে একটি ঘন মিশ্রণেও ভাল কাজ পেতে পারেন। মিশ্রণটি মাথার ত্বকে ভালো করে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।
কয়েকটি নিমপাতা বেটে নিয়ে তার সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে একটি ঘন মিশ্রণেও ভাল কাজ পেতে পারেন। মিশ্রণটি মাথার ত্বকে ভালো করে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।

মাথার সামনে চওড়া হচ্ছে টাক! চুল পড়া আটকাবে এই ‘তিন’ খাবার, হাতের সামনেই থাকে

অল্প বয়স থেকে অনেকেরই চুল উঠতে শুরু করে। তবে হরমোনাল বা জেনেটিক কারণ ছাড়াও অনেক সময় অল্প বয়স থেকেই চুল উঠতে শুরু করে। যদি শারীরিক কোনও সমস্যা গুরুতর না হয়, তা হলে কিন্তু চুল পড়ার সমস্যার সমাধান করা যায়।
অল্প বয়স থেকে অনেকেরই চুল উঠতে শুরু করে। তবে হরমোনাল বা জেনেটিক কারণ ছাড়াও অনেক সময় অল্প বয়স থেকেই চুল উঠতে শুরু করে। যদি শারীরিক কোনও সমস্যা গুরুতর না হয়, তা হলে কিন্তু চুল পড়ার সমস্যার সমাধান করা যায়।
শীত, গরম হোক বা বর্ষা চুল পড়ার সমস্যা থেকে যেন মুক্তি নেই! হাত দিলেই মুঠো মুঠো চুল পড়তে থাকে! অনেকের এই চুল পড়া থেকে টাকও পড়ে যায়! তবে খুব সহজেই এই সমস্যার মোকাবিলা করা সম্ভব!
শীত, গরম হোক বা বর্ষা চুল পড়ার সমস্যা থেকে যেন মুক্তি নেই! হাত দিলেই মুঠো মুঠো চুল পড়তে থাকে! অনেকের এই চুল পড়া থেকে টাকও পড়ে যায়! তবে খুব সহজেই এই সমস্যার মোকাবিলা করা সম্ভব!
সবুজ শাক সবজি যত বেশি খাবেন তত আপনার চুলের স্বাস্থ্য ভাল থাকবে। কারণ আপনার শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও আয়রনের ঘাটতি মেটাবে শাক সবজি।
সবুজ শাক সবজি যত বেশি খাবেন তত আপনার চুলের স্বাস্থ্য ভাল থাকবে। কারণ আপনার শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও আয়রনের ঘাটতি মেটাবে শাক সবজি।
সাইট্রাস যুক্ত ফল রোজ ডায়েটে রাখুন। চুল পড়া রুখতে ও চুলের বৃদ্ধিতে ভিটামিন সি-র গুরুত্ব অপরিসীম। লেবুর মতো সাইট্রাস যুক্ত ফল চুলের গঠনে সাহায্য় করবে।
সাইট্রাস যুক্ত ফল রোজ ডায়েটে রাখুন। চুল পড়া রুখতে ও চুলের বৃদ্ধিতে ভিটামিন সি-র গুরুত্ব অপরিসীম। লেবুর মতো সাইট্রাস যুক্ত ফল চুলের গঠনে সাহায্য় করবে।
নিয়মিত নিয়ম করে ডিম খেলে শরীরের প্রয়োজনীয় প্রোটিনের ঘাটতি মিটবে। চুলের গঠনে প্রোটিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে প্রোটিনের ঘাটতি হলে চুলের স্বাস্থ্য বিগড়ে যেতে বাধ্য।
নিয়মিত নিয়ম করে ডিম খেলে শরীরের প্রয়োজনীয় প্রোটিনের ঘাটতি মিটবে। চুলের গঠনে প্রোটিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে প্রোটিনের ঘাটতি হলে চুলের স্বাস্থ্য বিগড়ে যেতে বাধ্য।
বাজারের বিভিন্ন কেমিক্যাল প্রোডাক্ট  আপনার চুলের ক্ষতি করতে পারে। তাই যতটা সম্ভব ভেষজ উপাদানে তৈরি প্রোডাক্ট চুলে ব্যবহার করাই ভাল।
বাজারের বিভিন্ন কেমিক্যাল প্রোডাক্ট আপনার চুলের ক্ষতি করতে পারে। তাই যতটা সম্ভব ভেষজ উপাদানে তৈরি প্রোডাক্ট চুলে ব্যবহার করাই ভাল।
সুন্দর, স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে দৈনন্দিন জীবনযাত্রায় কিছু পরিবর্তনও কিন্তু খুব জরুরি। সেটা ভুললে কিন্তু চলবে না।
সুন্দর, স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে দৈনন্দিন জীবনযাত্রায় কিছু পরিবর্তনও কিন্তু খুব জরুরি। সেটা ভুললে কিন্তু চলবে না।

Vastu Tips: সব হওয়া কাজ হবে নষ্ট, চরম দুর্দশা নেমে আসবে জীবনে, সপ্তাহের ‘এই’ ৪ দিন চুলে-শরীরে ভুলেও তেল লাগাবেন না, সাবধান…!

স্বাস্থ্যকর চুলের জন্য তেল লাগানো খুব ভাল বলে মনে করা হয়। পুরুষরা অনেকেই প্রায় প্রতিদিনই স্নানের আগে মাথায় তেল মাখেন। মহিলারাও সপ্তাহে অন্তত দু'বার তেল লাগান। তেল লাগালে চুলের পাশাপাশি শরীরেরও উপকার হয়।
স্বাস্থ্যকর চুলের জন্য তেল লাগানো খুব ভাল বলে মনে করা হয়। পুরুষরা অনেকেই প্রায় প্রতিদিনই স্নানের আগে মাথায় তেল মাখেন। মহিলারাও সপ্তাহে অন্তত দু’বার তেল লাগান। তেল লাগালে চুলের পাশাপাশি শরীরেরও উপকার হয়।
তেল লাগালে একদিকে চুল মজবুত হয় অন্যদিকে শরীরের শুষ্ক ত্বক থেকে মুক্তি পাওয়া যায়, তবে তেল লাগানোর বিষয়ে শাস্ত্রে কিছু নিয়ম উল্লেখ আছে। সেই নিয়মগুলো মাথায় রাখলে গ্রহদের কোনও দোষ থাকে না। জেনে নিন শাস্ত্রে তেল সংক্রান্ত কী কী নিয়ম রয়েছে।
তেল লাগালে একদিকে চুল মজবুত হয় অন্যদিকে শরীরের শুষ্ক ত্বক থেকে মুক্তি পাওয়া যায়, তবে তেল লাগানোর বিষয়ে শাস্ত্রে কিছু নিয়ম উল্লেখ আছে। সেই নিয়মগুলো মাথায় রাখলে গ্রহদের কোনও দোষ থাকে না। জেনে নিন শাস্ত্রে তেল সংক্রান্ত কী কী নিয়ম রয়েছে।
শাস্ত্র অনুযায়ী চুলে তেল লাগাতে যেমন শুভ দিনগুলির কথা বলা হয়েছে, তেমনই সপ্তাহের কিছু দিন চুলে তেল লাগালে অশুভ বলে মনে করা হয়। কথিত আছে, যে এটি করে আপনি নিজের দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানান। শাস্ত্র মতে, মঙ্গল, শুক্র, বৃহস্পতিবার ও রবিবার চুলে তেল লাগানো খুবই খারাপ।
শাস্ত্র অনুযায়ী চুলে তেল লাগাতে যেমন শুভ দিনগুলির কথা বলা হয়েছে, তেমনই সপ্তাহের কিছু দিন চুলে তেল লাগালে অশুভ বলে মনে করা হয়। কথিত আছে, যে এটি করে আপনি নিজের দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানান। শাস্ত্র মতে, মঙ্গল, শুক্র, বৃহস্পতিবার ও রবিবার চুলে তেল লাগানো খুবই খারাপ।
মঙ্গলবার চুলে তেল লাগালে আপনার জীবন থেকে দুঃখের শেষ হবে না এবং কোনও না কোনও সমস্যা সবসময় আপনার সঙ্গে থাকবে।
মঙ্গলবার চুলে তেল লাগালে আপনার জীবন থেকে দুঃখের শেষ হবে না এবং কোনও না কোনও সমস্যা সবসময় আপনার সঙ্গে থাকবে।
শাস্ত্রমতে, শুক্রবার মাথায় তেল লাগালে  প্রতিটি কাজে ক্ষতি হয়। একজন ব্যক্তির করা কাজও নষ্ট হয়ে যেতে পারে এবং তাকে তার কাজে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে।
শাস্ত্রমতে, শুক্রবার মাথায় তেল লাগালে প্রতিটি কাজে ক্ষতি হয়। একজন ব্যক্তির করা কাজও নষ্ট হয়ে যেতে পারে এবং তাকে তার কাজে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে।
বৃহস্পতিবার তেল লাগালে একজন ব্যক্তির সৌভাগ্য নষ্ট হতে থাকে এবং তাকে নানা ধরনের ঝামেলায় পড়তে হয়।
বৃহস্পতিবার তেল লাগালে একজন ব্যক্তির সৌভাগ্য নষ্ট হতে থাকে এবং তাকে নানা ধরনের ঝামেলায় পড়তে হয়।
রবিবার চুলে তেল লাগাতে অনেকেই পছন্দ করে। তবে ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি করা ঠিক বলে মনে করা হয় না। কথিত আছে রবিবার চুলে তেল লাগালে মানুষ সারাজীবন সুস্থ থাকে।
রবিবার চুলে তেল লাগাতে অনেকেই পছন্দ করে। তবে ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি করা ঠিক বলে মনে করা হয় না। কথিত আছে রবিবার চুলে তেল লাগালে মানুষ সারাজীবন সুস্থ থাকে।
হিন্দু ধর্মে প্রতিটি দিনের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। সোমবার থেকে রবিবার পর্যন্ত, এটি কোনও দেবতা বা অন্যকে উৎসর্গ করা হয়। কোন দিন চুল ধুতে হবে আর কোন দিন নয়। এর কথা তো সবাই জানেন, কিন্তু জানেন কি তেল মাখানোর দিনটিও শাস্ত্রে বলা হয়েছে।
হিন্দু ধর্মে প্রতিটি দিনের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। সোমবার থেকে রবিবার পর্যন্ত, এটি কোনও দেবতা বা অন্যকে উৎসর্গ করা হয়। কোন দিন চুল ধুতে হবে আর কোন দিন নয়। এর কথা তো সবাই জানেন, কিন্তু জানেন কি তেল মাখানোর দিনটিও শাস্ত্রে বলা হয়েছে।
সোমবার চুলে তেল লাগালে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। বুধবার তেল লাগালে সৌভাগ্য বৃদ্ধি পায়। শনিবার তেল মাখলে ধন ও বুদ্ধি আসে।
সোমবার চুলে তেল লাগালে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। বুধবার তেল লাগালে সৌভাগ্য বৃদ্ধি পায়। শনিবার তেল মাখলে ধন ও বুদ্ধি আসে।

Hair Care Tips: এক টাকাও খরচ নেই! চুল পড়বে না, হবে কালো কুচকুচে, কায়দা করে কাজে লাগান এই পাতা

অতিরিক্ত তৈলাক্ত, মসলাযুক্ত খাবার এবং দৈনন্দিন রুটিনের কারণে  অনেকেরই অল্প বয়সে চুল পেকে এবং পড়ার সমস্যা আছে। রান্নায় ব্যবহৃত কারি পাতাও চুলের জন্য খুবই উপকারী। এটি সঠিকভাবে ব্যবহার করলে আশ্চর্যজনক সুবিধা পাওয়া যাবে।
অতিরিক্ত তৈলাক্ত, মসলাযুক্ত খাবার এবং দৈনন্দিন রুটিনের কারণে অনেকেরই অল্প বয়সে চুল পেকে এবং পড়ার সমস্যা আছে। রান্নায় ব্যবহৃত কারি পাতাও চুলের জন্য খুবই উপকারী। এটি সঠিকভাবে ব্যবহার করলে আশ্চর্যজনক সুবিধা পাওয়া যাবে।
আয়ুর্বেদাচার্য সুষমা সুমন বলেন যে, খাবারে কারি পাতা যোগ করলে এর স্বাদ বাড়ে। একই ভাবে চুলের ভাল যত্ন নিতে কারি পাতা খুবই কার্যকরী। সপ্তাহে এক থেকে দু'বার চুলে কারি পাতার পেস্ট লাগালে চুল কালো, চকচকে, মজবুত এবং ঘন হয়। সেই সঙ্গে মাথার ত্বকও পর্যাপ্ত পুষ্টি পায়, যার কারণে চুল গজায়।
আয়ুর্বেদাচার্য সুষমা সুমন বলেন যে, খাবারে কারি পাতা যোগ করলে এর স্বাদ বাড়ে। একই ভাবে চুলের ভাল যত্ন নিতে কারি পাতা খুবই কার্যকরী। সপ্তাহে এক থেকে দু’বার চুলে কারি পাতার পেস্ট লাগালে চুল কালো, চকচকে, মজবুত এবং ঘন হয়। সেই সঙ্গে মাথার ত্বকও পর্যাপ্ত পুষ্টি পায়, যার কারণে চুল গজায়।
সুমন বলেন, কারি পাতায় রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি, প্রোটিন এবং এই ধরনের অনেক অ্যান্টি-অক্সিডেন্ট, যা মাথার ত্বকে সম্পূর্ণ পুষ্টি জোগায়। কারি পাতার সঙ্গে মেথি এবং আমলা মিশিয়ে পেস্ট তৈরি করা যেতে পারে।
সুমন বলেন, কারি পাতায় রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি, প্রোটিন এবং এই ধরনের অনেক অ্যান্টি-অক্সিডেন্ট, যা মাথার ত্বকে সম্পূর্ণ পুষ্টি জোগায়। কারি পাতার সঙ্গে মেথি এবং আমলা মিশিয়ে পেস্ট তৈরি করা যেতে পারে।
নারকেল তেলে ১০ থেকে ১৫টি কারি পাতা ভাল করে ফুটিয়ে রেখে নিয়মিত চুলে ব্যবহার করা যায়। এতে চুল কালো, মজবুত ও চকচকে হয়।
নারকেল তেলে ১০ থেকে ১৫টি কারি পাতা ভাল করে ফুটিয়ে রেখে নিয়মিত চুলে ব্যবহার করা যায়। এতে চুল কালো, মজবুত ও চকচকে হয়।
কালো চুলের জন্য সকালে খালি পেটে ৫টি কারি পাতা ধুয়ে খেলে অভ্যন্তরীণ উপকার পাওয়া যায়। এতে শরীরে ভিটামিন বি এবং সি বৃদ্ধি পাবে। যা কোলাজেন বাড়ায় এবং চুল কালো করতে সাহায্য করে। এটি হজম সংক্রান্ত সমস্যা থেকেও মুক্তি দেয়।
কালো চুলের জন্য সকালে খালি পেটে ৫টি কারি পাতা ধুয়ে খেলে অভ্যন্তরীণ উপকার পাওয়া যায়। এতে শরীরে ভিটামিন বি এবং সি বৃদ্ধি পাবে। যা কোলাজেন বাড়ায় এবং চুল কালো করতে সাহায্য করে। এটি হজম সংক্রান্ত সমস্যা থেকেও মুক্তি দেয়।

Hair Care: চুল পাকা থেকে পড়া বন্ধ হবে সাত দিনেই! টাকে গজাবে চুল! মাত্র ১০ টাকার এই উপাদানে! জানুন

প্রতিদিন চুলে লাগান দশ টাকা দামের এই উপাদান। এই উপাদানটি লাগালেই সাদা চুল হবে স্থায়ীভাবে কালো। টানা সাত দিন লাগালেই মাথা জুড়ে ছেয়ে যাবে কালো চুলের গোছা। দ্বিগুন লম্বা হবে  চুল। যাদের অকালে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে কিংবা বয়স জনিত কারণে সাদা হয়ে যাচ্ছে তারাও সমস্যা থেকে মুক্তি পাবেন। (তথ্য: সুমন সাহা)
প্রতিদিন চুলে লাগান দশ টাকা দামের এই উপাদান। এই উপাদানটি লাগালেই সাদা চুল হবে স্থায়ীভাবে কালো। টানা সাত দিন লাগালেই মাথা জুড়ে ছেয়ে যাবে কালো চুলের গোছা। দ্বিগুন লম্বা হবে  চুল। যাদের অকালে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে কিংবা বয়স জনিত কারণে সাদা হয়ে যাচ্ছে তারাও সমস্যা থেকে মুক্তি পাবেন। (তথ্য: সুমন সাহা)
এই উপাদানটি লাগালে আর কখনও কলপ করতে হবে না বয়স বাড়লেও চুল থাকবে কালো। টাক মাথাতেও চুল গজিয়ে দেবে এই জিনিসটি। চুল এত ঘন লম্বা ও সুন্দর হবে যা আপনি কল্পনা ও করতে পারবেন না একবার এই উপাদানের উপকারিতা জানলে চুল আর কখনই রং করাবেনই না। এর মধ্যে হাজারো শক্তিশালী গুণ থাকা সত্ত্বেও আমরা একে ব্যবহার করি না আসলেই এই উপাদানটির গুণাবলী সম্পর্কে অনেকেরই ধারণা নেই! (তথ্য: সুমন সাহা)
এই উপাদানটি লাগালে আর কখনও কলপ করতে হবে না বয়স বাড়লেও চুল থাকবে কালো। টাক মাথাতেও চুল গজিয়ে দেবে এই জিনিসটি। চুল এত ঘন লম্বা ও সুন্দর হবে যা আপনি কল্পনা ও করতে পারবেন না একবার এই উপাদানের উপকারিতা জানলে চুল আর কখনই রং করাবেনই না। এর মধ্যে হাজারো শক্তিশালী গুণ থাকা সত্ত্বেও আমরা একে ব্যবহার করি না আসলেই এই উপাদানটির গুণাবলী সম্পর্কে অনেকেরই ধারণা নেই! (তথ্য: সুমন সাহা)
কী সেই উপাদান ভাবছেন তো?  গোলাপ জল।গোলাপ জলের নানান ব্যবহার জানলেও চুলে ব্যবহার সম্পর্কে অনেকেই জানে না গোলাপ জলে রয়েছে ভিটামিন এ সি ডি। যা চুল ঝলমলে রাখতে সাহায্য করে এছাড়াও রয়েছে অ্যান্টিক এনফেমোটরি যা চুলের রুক্ষতা এবং তৈলাক্ততা নিমন্ত্রণ করে বিশেষজ্ঞদের মতে গোলাপজল ব্যবহার করে খুব সহজে চুলের চারটি সাংঘাতিক বড় বড় সমস্যা দূর করা যায়। (তথ্য: সুমন সাহা)
কী সেই উপাদান ভাবছেন তো?  গোলাপ জল।গোলাপ জলের নানান ব্যবহার জানলেও চুলে ব্যবহার সম্পর্কে অনেকেই জানে না গোলাপ জলে রয়েছে ভিটামিন এ সি ডি। যা চুল ঝলমলে রাখতে সাহায্য করে এছাড়াও রয়েছে অ্যান্টিক এনফেমোটরি যা চুলের রুক্ষতা এবং তৈলাক্ততা নিমন্ত্রণ করে বিশেষজ্ঞদের মতে গোলাপজল ব্যবহার করে খুব সহজে চুলের চারটি সাংঘাতিক বড় বড় সমস্যা দূর করা যায়। (তথ্য: সুমন সাহা)
সময়ের অভাবে তেল দেওয়া হয়ে ওঠে না যার ফলে দিনের পর দিন চুলের গোড়া আলগা হতে হতে চুল পড়ার মতো সমস্যা তৈরি হয়। এই সমস্যা দূর করার জন্য সপ্তাহে একদিন করে নারকেল তেলের সাথে গোলাপ জল মিশিয়ে চুলে ভাল করে ম্যাসাজ করে পরের দিন জলে ধুয়ে নিন এই কাজটি করতে পারলে ভাল ফলাফল পাওয়া যায়। (তথ্য: সুমন সাহা)
সময়ের অভাবে তেল দেওয়া হয়ে ওঠে না যার ফলে দিনের পর দিন চুলের গোড়া আলগা হতে হতে চুল পড়ার মতো সমস্যা তৈরি হয়। এই সমস্যা দূর করার জন্য সপ্তাহে একদিন করে নারকেল তেলের সাথে গোলাপ জল মিশিয়ে চুলে ভাল করে ম্যাসাজ করে পরের দিন জলে ধুয়ে নিন এই কাজটি করতে পারলে ভাল ফলাফল পাওয়া যায়। (তথ্য: সুমন সাহা)
 খুশকির সমস্যা থেকে মুক্তি। শীতকাল মানেই খুশকির সমস্যা।  লেবুর রসের সঙ্গে গোলাপ জলের মিশ্রণ বানিয়ে নিয়ে তুলো দিয়ে চুলের স্কেল্পে অল্প অল্প করে দিয়ে ভাল করে মালিশ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু  করে নিন। দেখবেন খুশকি কিছুদিনের মধ্যেই উধাও হয়ে গিয়েছে অবশ্যই এই মিশ্রণটি বেশিক্ষণ চুলে রাখা যাবে না যেহেতু এই মিশ্রণের লেবুর রস দেওয়া আছে তা চুলের ক্ষতি করতে পারে। (তথ্য: সুমন সাহা)
খুশকির সমস্যা থেকে মুক্তি। শীতকাল মানেই খুশকির সমস্যা।  লেবুর রসের সঙ্গে গোলাপ জলের মিশ্রণ বানিয়ে নিয়ে তুলো দিয়ে চুলের স্কেল্পে অল্প অল্প করে দিয়ে ভাল করে মালিশ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু  করে নিন। দেখবেন খুশকি কিছুদিনের মধ্যেই উধাও হয়ে গিয়েছে অবশ্যই এই মিশ্রণটি বেশিক্ষণ চুলে রাখা যাবে না যেহেতু এই মিশ্রণের লেবুর রস দেওয়া আছে তা চুলের ক্ষতি করতে পারে। (তথ্য: সুমন সাহা)
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পাকতে শুরু করে ! আবার শারীরিক সমস্যা দেখা দিলে বা চুলের চর্চায় অনিয়ম হলে চুল পাকতে শুরু করে! অকালপক্ষতা রোধ করার জন্য পেঁয়াজের রসের সঙ্গে কয়েক ফোটা গোলাপ জল নিয়ে চুলে ম্যাসাজ করলে খুব ভাল কাজ হয়। এই হেয়ার মাস্কটি ব্যবহার করলে চুলের পাক ধরা কমতে থাকে। (তথ্য: সুমন সাহা)
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পাকতে শুরু করে ! আবার শারীরিক সমস্যা দেখা দিলে বা চুলের চর্চায় অনিয়ম হলে চুল পাকতে শুরু করে! অকালপক্ষতা রোধ করার জন্য পেঁয়াজের রসের সঙ্গে কয়েক ফোটা গোলাপ জল নিয়ে চুলে ম্যাসাজ করলে খুব ভাল কাজ হয়। এই হেয়ার মাস্কটি ব্যবহার করলে চুলের পাক ধরা কমতে থাকে। (তথ্য: সুমন সাহা)
প্রতিদিন বাইরে বেরোনোর ফলে চুল রুক্ষ হয়ে যায় আর এই রুক্ষতার জন্য চুল নিষ্প্রাণ দেখায় আর এই রুক্ষতা দূর করার জন্য তৈরি করুন অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে তাতে গোলাপজল মিশিয়ে চুলে ব্যবহার করতে পারলে চুলের রুক্ষতা অনায়াসেই দূর হয়ে যাবে! মাসে একবার করে এই হেয়ার মাস্ক টি ব্যবহার করলে দারুণ ফলাফল পাওয়া যায়।যে সমস্ত ব্যক্তিদের গোলাপজলে এলার্জি রয়েছে তারা অবশ্যই গোলাপজল এড়িয়ে চলবেন। (তথ্য: সুমন সাহা)
প্রতিদিন বাইরে বেরোনোর ফলে চুল রুক্ষ হয়ে যায় আর এই রুক্ষতার জন্য চুল নিষ্প্রাণ দেখায় আর এই রুক্ষতা দূর করার জন্য তৈরি করুন অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে তাতে গোলাপজল মিশিয়ে চুলে ব্যবহার করতে পারলে চুলের রুক্ষতা অনায়াসেই দূর হয়ে যাবে! মাসে একবার করে এই হেয়ার মাস্ক টি ব্যবহার করলে দারুণ ফলাফল পাওয়া যায়।যে সমস্ত ব্যক্তিদের গোলাপজলে এলার্জি রয়েছে তারা অবশ্যই গোলাপজল এড়িয়ে চলবেন। (তথ্য: সুমন সাহা)