Tag Archives: High Blood Pressure Control Tips

High Blood Pressure Control Tips: ওষুধ ছাড়াই ব্লাডপ্রেশার নির্মূল! এই চারটি খাবারেই উচ্চ রক্তচাপের ছুটি, শরীর থাকবে তরতাজা

হাই ব্লাডপ্রেশার নিঃশব্দে সমস্ত কিছুই শেষ করে দিতে পারে ৷ এই হাই ব্লাডপ্রেশার ঘিরে ধরে আজকের দিনে এমন কেউ নেই যে তাঁকে ৷ প্রতীকী ছবি ৷
হাই ব্লাডপ্রেশার নিঃশব্দে সমস্ত কিছুই শেষ করে দিতে পারে ৷ এই হাই ব্লাডপ্রেশার ঘিরে ধরে আজকের দিনে এমন কেউ নেই যে তাঁকে ৷ প্রতীকী ছবি ৷
লাগামছাড়া প্রেশার হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, স্ট্রোক অর্থাৎ হার্ট সংক্রান্ত নানান রকমের রোগের জন্ম দিয়ে থাকে ৷ এই সময়ে এই ধরনের রোগ থেকে মুক্তি পাওয়াটা সব থেকে জরুরি বিষয় ৷ প্রতীকী ছবি ৷
লাগামছাড়া প্রেশার হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, স্ট্রোক অর্থাৎ হার্ট সংক্রান্ত নানান রকমের রোগের জন্ম দিয়ে থাকে ৷ এই সময়ে এই ধরনের রোগ থেকে মুক্তি পাওয়াটা সব থেকে জরুরি বিষয় ৷ প্রতীকী ছবি ৷
যদি হাই ব্লাডপ্রেশারে আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে এই চারটি রোগ অত্যন্ত পরিমাণে চিন্তায় রাখতে পারে ৷ প্রতীকী ছবি ৷
যদি হাই ব্লাডপ্রেশারে আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে এই চারটি রোগ অত্যন্ত পরিমাণে চিন্তায় রাখতে পারে ৷ প্রতীকী ছবি ৷
যা নিয়মিত সেবন করলে হাই ব্লাডপ্রেশার থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়ে থাকে ৷ বিশিষ্ট পুষ্টিবিদ লবনীত বাত্রা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন ৷ প্রতীকী ছবি ৷
যা নিয়মিত সেবন করলে হাই ব্লাডপ্রেশার থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়ে থাকে ৷ বিশিষ্ট পুষ্টিবিদ লবনীত বাত্রা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন ৷ প্রতীকী ছবি ৷
এবার জেনে নেওয়া যাক ঠিক কীভাবে সুবিধা পেতে পারেন ৷ তালিকার প্রথম নামই বিট ৷ পুষ্টিগত দিক তেকে বিচার করলে বলা যেতে পারে বিটে নাইট্রিক অক্সাইড থাকে ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে ৷ প্রতীকী ছবি ৷
এবার জেনে নেওয়া যাক ঠিক কীভাবে সুবিধা পেতে পারেন ৷ তালিকার প্রথম নামই বিট ৷ পুষ্টিগত দিক তেকে বিচার করলে বলা যেতে পারে বিটে নাইট্রিক অক্সাইড থাকে ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে ৷ প্রতীকী ছবি ৷
কেননা মোলেকুয়্যাল এতে প্রচুর পরিমাণে থাকে যা খেলে ব্লাডপ্রেশার সঠিক ও রক্ত সংবহণ প্রক্রিয়ার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা গ্রহণ করে থাকে ৷ প্রতীকী ছবি ৷
কেননা মোলেকুয়্যাল এতে প্রচুর পরিমাণে থাকে যা খেলে ব্লাডপ্রেশার সঠিক ও রক্ত সংবহণ প্রক্রিয়ার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা গ্রহণ করে থাকে ৷ প্রতীকী ছবি ৷
একই সঙ্গে বেশ কিছু স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টে বলা হয়েছে বিটে নাইট্রিক অক্সাইডের সঙ্গে সঙ্গে পটাশিয়ামও বিপি নিয়ন্ত্রণ করতে বিশেষ ভাবে কাজে লাগে ৷ প্রতীকী ছবি ৷
একই সঙ্গে বেশ কিছু স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টে বলা হয়েছে বিটে নাইট্রিক অক্সাইডের সঙ্গে সঙ্গে পটাশিয়ামও বিপি নিয়ন্ত্রণ করতে বিশেষ ভাবে কাজে লাগে ৷ প্রতীকী ছবি ৷
কলা হাই বিপির রোগীদের জন্য কলা অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ একটি ফল ৷ কলাতে পটাশিয়ামের মাত্রা বেশি পরিমাণে থাকে ৷ প্রতীকী ছবি ৷
কলা হাই বিপির রোগীদের জন্য কলা অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ একটি ফল ৷ কলাতে পটাশিয়ামের মাত্রা বেশি পরিমাণে থাকে ৷ প্রতীকী ছবি ৷
আর হাই ব্লাডপ্রেশারে পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে ৷ দিনের শুরুতেই কলা খেলে ব্লাডপ্রেশারকে চেপে ধরা সম্ভব হবে ৷ প্রতীকী ছবি ৷
আর হাই ব্লাডপ্রেশারে পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে ৷ দিনের শুরুতেই কলা খেলে ব্লাডপ্রেশারকে চেপে ধরা সম্ভব হবে ৷ প্রতীকী ছবি ৷
জোয়ান লবনীত বাত্রা জানিয়েছেন জোয়ান উচ্চ রক্তচাপ যুক্ত মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে ৷ প্রতীকী ছবি ৷
জোয়ান লবনীত বাত্রা জানিয়েছেন জোয়ান উচ্চ রক্তচাপ যুক্ত মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে ৷ প্রতীকী ছবি ৷
জোয়ানের রসে মজুত থেলাইড রক্তবাহিকাকে বিশ্রাম দিয়ে থাকে ৷ এরফলে ব্লাডপ্রেশার থাকে নিয়ন্ত্রণে দিনের শুরুতেই খেলে শরীর থাকবে ঝরঝরে ৷ প্রতীকী ছবি ৷
জোয়ানের রসে মজুত থেলাইড রক্তবাহিকাকে বিশ্রাম দিয়ে থাকে ৷ এরফলে ব্লাডপ্রেশার থাকে নিয়ন্ত্রণে দিনের শুরুতেই খেলে শরীর থাকবে ঝরঝরে ৷ প্রতীকী ছবি ৷
হাই ব্লাডপ্রেশারের যম তরমুজ ৷ লবনীত বাত্রা আরও জানিয়েছেন তরমুজে প্রাকৃতিক স্যালাইন জাতীয় পদার্থ উপস্থিত থাকে ৷ প্রতীকী ছবি ৷
হাই ব্লাডপ্রেশারের যম তরমুজ ৷ লবনীত বাত্রা আরও জানিয়েছেন তরমুজে প্রাকৃতিক স্যালাইন জাতীয় পদার্থ উপস্থিত থাকে ৷ প্রতীকী ছবি ৷
যা রক্ত প্রবাহের সময়ে শিরা উপশিরাকে আরাম দেয় ও ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণ করতে বড় ভূমিকা গ্রহণ করে ৷ প্রতীকী ছবি ৷
যা রক্ত প্রবাহের সময়ে শিরা উপশিরাকে আরাম দেয় ও ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণ করতে বড় ভূমিকা গ্রহণ করে ৷ প্রতীকী ছবি ৷
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ ব্যবহারিক প্রয়োগের আগে চিকিৎসকের পরামর্শ আবশ্যিক ৷ প্রতীকী ছবি ৷
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ ব্যবহারিক প্রয়োগের আগে চিকিৎসকের পরামর্শ আবশ্যিক ৷ প্রতীকী ছবি ৷

Blood Pressure Age Chart: নারী-পুরুষ ভেদে ব্লাড প্রেশার ‘কত’ হলে ‘নরম্যাল’? বয়স অনুযায়ী জানুন ‘পারফেক্ট’ BP লেভেল! চোখ রাখুন চার্টে

রক্তচাপ বৃদ্ধি এবং কমার সমস্যা আজকাল খুবই সাধারণ হয়ে উঠেছে। হাই ব্লাড প্রেশার নিয়ে ঘরে ঘরে সমস্যা বাড়ছে। বাড়ছে লো বিপি-র সমস্যাও। দেশে বিপুল সংখ্যক মানুষ রক্তচাপের সমস্যায় ভুগছেন।
রক্তচাপ বৃদ্ধি এবং কমার সমস্যা আজকাল খুবই সাধারণ হয়ে উঠেছে। হাই ব্লাড প্রেশার নিয়ে ঘরে ঘরে সমস্যা বাড়ছে। বাড়ছে লো বিপি-র সমস্যাও। দেশে বিপুল সংখ্যক মানুষ রক্তচাপের সমস্যায় ভুগছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বিশ্বে ৩০-৭৯ বছর বয়সি প্রায় ১২৮ কোটি মানুষ উচ্চ রক্তচাপের (উচ্চ রক্তচাপের) শিকার হয়েছেন। এর মধ্যে ৪৬ শতাংশ মানুষ এই শারীরিক অবস্থার কথা জানেনও না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বিশ্বে ৩০-৭৯ বছর বয়সি প্রায় ১২৮ কোটি মানুষ উচ্চ রক্তচাপের (উচ্চ রক্তচাপের) শিকার হয়েছেন। এর মধ্যে ৪৬ শতাংশ মানুষ এই শারীরিক অবস্থার কথা জানেনও না।
কিন্তু সময়মতো রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে মৃত্যুও হতে পারে। রক্তচাপ নিয়ে প্রায়ই আলোচনা হয়, কিন্তু আপনি কি জানেন রক্তচাপের স্বাভাবিক মাত্রা কত? আসলে সচেতনতার অভাবে 'স্বাভাবিক' রক্তচাপ কী তা অনেকেই জানেন না। আজ এই প্রতিবেদনে চলুন আমরা রক্তচাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিই।
কিন্তু সময়মতো রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে মৃত্যুও হতে পারে। রক্তচাপ নিয়ে প্রায়ই আলোচনা হয়, কিন্তু আপনি কি জানেন রক্তচাপের স্বাভাবিক মাত্রা কত? আসলে সচেতনতার অভাবে ‘স্বাভাবিক’ রক্তচাপ কী তা অনেকেই জানেন না। আজ এই প্রতিবেদনে চলুন আমরা রক্তচাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিই।
২০১৭ সালে, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন (AHA), আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এবং ৯টি অন্যান্য স্বাস্থ্য সংস্থা দ্বারা রক্তচাপ সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
২০১৭ সালে, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন (AHA), আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এবং ৯টি অন্যান্য স্বাস্থ্য সংস্থা দ্বারা রক্তচাপ সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
এই অনুসারে, সিস্টোলিক চাপ অর্থাৎ সমস্ত প্রাপ্তবয়স্কদের উপরের বিপি লেভেল ১২০ মিমি এইচজি এবং ডায়াস্টোলিক চাপ অর্থাৎ নিম্ন মাত্রা ৮০ মিমি এইচজি বা তার কম হওয়া উচিত। যদি আপনার রক্তচাপ ১২০/৮০ mm Hg হয়, তাহলে তা স্বাভাবিক বলে বিবেচিত হয়। এর বেশি বা কম হলে উচ্চ ও নিম্ন রক্তচাপের সমস্যা আছে বলে অভিহিত হবে।
এই অনুসারে, সিস্টোলিক চাপ অর্থাৎ সমস্ত প্রাপ্তবয়স্কদের উপরের বিপি লেভেল ১২০ মিমি এইচজি এবং ডায়াস্টোলিক চাপ অর্থাৎ নিম্ন মাত্রা ৮০ মিমি এইচজি বা তার কম হওয়া উচিত। যদি আপনার রক্তচাপ ১২০/৮০ mm Hg হয়, তাহলে তা স্বাভাবিক বলে বিবেচিত হয়। এর বেশি বা কম হলে উচ্চ ও নিম্ন রক্তচাপের সমস্যা আছে বলে অভিহিত হবে।
রক্তচাপ কখন ভুল হয়?আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, স্বাভাবিক রক্তচাপ হল ১২০/৮০ mm Hg। একইসঙ্গে সিস্টোলিক চাপ ১২০-১২৯ mm Hg হয় এবং ডায়াস্টোলিক চাপ ৮০ mm Hg হলে তা মার্জিন হিসাবে বিবেচিত হয়।
রক্তচাপ কখন ভুল হয়?
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, স্বাভাবিক রক্তচাপ হল ১২০/৮০ mm Hg। একইসঙ্গে সিস্টোলিক চাপ ১২০-১২৯ mm Hg হয় এবং ডায়াস্টোলিক চাপ ৮০ mm Hg হলে তা মার্জিন হিসাবে বিবেচিত হয়।
- যখন সিস্টোলিক রক্তচাপ ১৩০-১৩৯ mm Hg হয় এবং ডায়াস্টোলিক চাপ ৮০-৮৯ mm Hg হয়, তখন এটি স্টেজ ১ উচ্চ রক্তচাপ (উচ্চ রক্তচাপ) হিসাবে বিবেচিত হয়।
– যখন সিস্টোলিক রক্তচাপ ১৩০-১৩৯ mm Hg হয় এবং ডায়াস্টোলিক চাপ ৮০-৮৯ mm Hg হয়, তখন এটি স্টেজ ১ উচ্চ রক্তচাপ (উচ্চ রক্তচাপ) হিসাবে বিবেচিত হয়।
- আবার যখন সিস্টোলিক রক্তচাপ ১৪০ mm Hg হয় এবং ডায়াস্টোলিক চাপ ৯০ mm Hg বা তার বেশি হয়, তখন এটি স্টেজ 2 হাইপারটেনশন হিসাবে বিবেচিত হয়।
– আবার যখন সিস্টোলিক রক্তচাপ ১৪০ mm Hg হয় এবং ডায়াস্টোলিক চাপ ৯০ mm Hg বা তার বেশি হয়, তখন এটি স্টেজ 2 হাইপারটেনশন হিসাবে বিবেচিত হয়।
যখনই সিস্টোলিক রক্তচাপ ১৮০ mm Hg বা তার বেশি হয় এবং ডায়াস্টোলিক চাপ ১২০ mm Hg বা তার বেশি হয় তখন তাকে হাইপারটেনসিভ ক্রাইসিস বলা হয়। এই অবস্থায় রোগীকে অবিলম্বে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত, অন্যথায় জীবন হারাতে পারেন ওই ব্যক্তি।
যখনই সিস্টোলিক রক্তচাপ ১৮০ mm Hg বা তার বেশি হয় এবং ডায়াস্টোলিক চাপ ১২০ mm Hg বা তার বেশি হয় তখন তাকে হাইপারটেনসিভ ক্রাইসিস বলা হয়। এই অবস্থায় রোগীকে অবিলম্বে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত, অন্যথায় জীবন হারাতে পারেন ওই ব্যক্তি।
পুরুষদের স্বাভাবিক রক্তচাপ চার্ট:২১ থেকে ২৫ বছর - ১২০/৭৮ ২৬ থেকে ৩০ বছর - ১১৯/৭৬ ৩১ থেকে ৩৫ বছর - ১১৪/৭৫ ৩৬ থেকে ৪০ বছর - ১২০/৭৫
পুরুষদের স্বাভাবিক রক্তচাপ চার্ট:
২১ থেকে ২৫ বছর – ১২০/৭৮
২৬ থেকে ৩০ বছর – ১১৯/৭৬
৩১ থেকে ৩৫ বছর – ১১৪/৭৫
৩৬ থেকে ৪০ বছর – ১২০/৭৫
৪১ থেকে ৪৫ বছর - ১১৫/৭৮৪৬ থেকে ৫০ বছর - ১১৯/৮০ ৫১থেকে ৫৫ বছর - ১২৫/৮০ ৫৬ থেকে ৬০ বছর - ১২৯/৭৯ ৬১ থেকে ৬৫ বছর - ১৪৩/৭৬
৪১ থেকে ৪৫ বছর – ১১৫/৭৮
৪৬ থেকে ৫০ বছর – ১১৯/৮০
৫১থেকে ৫৫ বছর – ১২৫/৮০
৫৬ থেকে ৬০ বছর – ১২৯/৭৯
৬১ থেকে ৬৫ বছর – ১৪৩/৭৬
মহিলাদের স্বাভাবিক বিপি চার্ট২১ থেকে ২৫ বছর - ১১৫/৭০ ২৬ থেকে ৩০ বছর - ১১৩/৭১ ৩১ থেকে ৩৫ বছর - ১১০/৭২ ৩৬ থেকে ৪০ বছর - ১১২/৭৪
মহিলাদের স্বাভাবিক বিপি চার্ট
২১ থেকে ২৫ বছর – ১১৫/৭০
২৬ থেকে ৩০ বছর – ১১৩/৭১
৩১ থেকে ৩৫ বছর – ১১০/৭২
৩৬ থেকে ৪০ বছর – ১১২/৭৪
৪১ থেকে ৪৫ বছর - ১১৬/৭৩৪৬ থেকে ৫০ বছর -১২৪/৭৮ ৫১ থেকে ৫৫ বছর - ১২২/৭৪ ৫৬ থেকে ৬০ বছর - ১৩২/৭৮ ৬১ থেকে ৬৫ বছর - ১৩০/৭৭
৪১ থেকে ৪৫ বছর – ১১৬/৭৩
৪৬ থেকে ৫০ বছর -১২৪/৭৮
৫১ থেকে ৫৫ বছর – ১২২/৭৪
৫৬ থেকে ৬০ বছর – ১৩২/৭৮
৬১ থেকে ৬৫ বছর – ১৩০/৭৭

High Blood Pressure Control Tips: হাইপার টেনশন ছেঁকে ধরছে? হাই ব্লাডপ্রেশারে এই দুধের তৈরি খাবার যম! পেটে পড়লেই পালাবে উচ্চ রক্তচাপ

হাই ব্লাডপ্রেশার ভারতের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের মধ্যে বেশি পরিমাণে বা্ড়তে শুরু করেছে ৷ এই সমস্যার বেড়াজালে রীতমত চাপে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে ৷ প্রতীকী ছবি ৷
হাই ব্লাডপ্রেশার ভারতের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের মধ্যে বেশি পরিমাণে বা্ড়তে শুরু করেছে ৷ এই সমস্যার বেড়াজালে রীতমত চাপে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে ৷ প্রতীকী ছবি ৷
হাই ব্লাডপ্রেশার এমন এক সমস্যার সৃষ্টি করে যা হার্টের রোগের অন্যতম কারণ হিসাবে ধরা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
হাই ব্লাডপ্রেশার এমন এক সমস্যার সৃষ্টি করে যা হার্টের রোগের অন্যতম কারণ হিসাবে ধরা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
দক্ষিণ অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় একটি রিসার্চে জানতে পারা গিয়েছে দই ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা গ্রহণ করে ৷ হাই ব্লাডপ্রেশারে এই দুগ্ধজাত পদার্থ ব্লাডপ্রেশার স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে ৷ প্রতীকী ছবি ৷
দক্ষিণ অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় একটি রিসার্চে জানতে পারা গিয়েছে দই ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা গ্রহণ করে ৷ হাই ব্লাডপ্রেশারে এই দুগ্ধজাত পদার্থ ব্লাডপ্রেশার স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে ৷ প্রতীকী ছবি ৷
হাই ব্লাডপ্রেশার ও হাইপার টেনশন এই পৃথিবীতে একটি সাধারণ সমস্যা রূপে পরিণত হয়েছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়াল্ড হেল্থ সংস্থা (World Health Organization) সূত্রে জানতে পারা গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
হাই ব্লাডপ্রেশার ও হাইপার টেনশন এই পৃথিবীতে একটি সাধারণ সমস্যা রূপে পরিণত হয়েছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়াল্ড হেল্থ সংস্থা (World Health Organization) সূত্রে জানতে পারা গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
২০২২ সালের আগে একটি সমীক্ষায় জানতে পারা গিয়েছে ৩০ থেতে ৭৯ বছর বয়স তাঁরা মোট ১.২৮ মিলিয়ন মানুষ আক্রান্ত ৷ প্রতীকী ছবি ৷
২০২২ সালের আগে একটি সমীক্ষায় জানতে পারা গিয়েছে ৩০ থেতে ৭৯ বছর বয়স তাঁরা মোট ১.২৮ মিলিয়ন মানুষ আক্রান্ত ৷ প্রতীকী ছবি ৷
স্বাস্থ্য বিশেষজ্ঞ আলেকজান্দ্রা ওয়েড (Dr.Alexandra Wade) ৷ দুধের থেকে তৈরি বিভিন্ন ধরনের খাবার ৷ বিশেষত দই, ব্লাডপ্রেশার স্বাভাবিক রাখতে বিশেষ ভাবে সাহায্য করে ৷ প্রতীকী ছবি ৷
স্বাস্থ্য বিশেষজ্ঞ আলেকজান্দ্রা ওয়েড (Dr.Alexandra Wade) ৷ দুধের থেকে তৈরি বিভিন্ন ধরনের খাবার ৷ বিশেষত দই, ব্লাডপ্রেশার স্বাভাবিক রাখতে বিশেষ ভাবে সাহায্য করে ৷ প্রতীকী ছবি ৷
এই কারণেই ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, পটাশিয়াম, মাইক্রো নিউট্রিশনস হয়ে থাকে ৷ একটি রিসার্চে জানতে পারা গিয়েছে যাঁদের উচ্চ রক্তচাপ আছে ৷ তাঁদের জন্য দই অত্যন্ত ভাল হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
এই কারণেই ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, পটাশিয়াম, মাইক্রো নিউট্রিশনস হয়ে থাকে ৷ একটি রিসার্চে জানতে পারা গিয়েছে যাঁদের উচ্চ রক্তচাপ আছে ৷ তাঁদের জন্য দই অত্যন্ত ভাল হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
এছাড়াও দাঁত, হাড়ের জন্য অত্যন্ত লাভের মত ৷ তাই দই বা দুগ্ধজাত দ্রব্য ক্যালশিয়াম ফসফরাস দাঁত ও হাড় মজবুত করতে বিশেষ ভাবে কাজে লাগে ৷ প্রতীকী ছবি ৷
এছাড়াও দাঁত, হাড়ের জন্য অত্যন্ত লাভের মত ৷ তাই দই বা দুগ্ধজাত দ্রব্য ক্যালশিয়াম ফসফরাস দাঁত ও হাড় মজবুত করতে বিশেষ ভাবে কাজে লাগে ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷

High Blood Pressure Superfood: হাই ব্লাডপ্রেশারে ধন্বন্তরি! দিনভর এই খাবারেই কমবে রক্তচাপ! খেতে হবে এই ঘরোয়া সুপারফুড

হাই ব্লাডপ্রেশার বা হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ মূলত লাইফস্টাইল সংক্রান্ত অসুখ৷ ওষুধের পাশাপাশি ডায়েট নিয়ন্ত্রণও অত্যন্ত জরুরি এই অসুখে৷
হাই ব্লাডপ্রেশার বা হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ মূলত লাইফস্টাইল সংক্রান্ত অসুখ৷ ওষুধের পাশাপাশি ডায়েট নিয়ন্ত্রণও অত্যন্ত জরুরি এই অসুখে৷

 

ম্যাগনেসিয়াম, পটাশিয়ামে ভরপুর কিছু খাবারকে বলা হয় হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের সুপারফুড৷ বলছেন পুষ্টিবিদ অবনী কৌল৷
ম্যাগনেসিয়াম, পটাশিয়ামে ভরপুর কিছু খাবারকে বলা হয় হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের সুপারফুড৷ বলছেন পুষ্টিবিদ অবনী কৌল৷

 

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা টক দইয়ের৷ ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে আছে টকদইয়ে৷ সকাল থেকেরাত নানা ডায়েটে একাধিক উপায়ে খেতে পারেন টক দই৷
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা টক দইয়ের৷ ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে আছে টকদইয়ে৷ সকাল থেকেরাত নানা ডায়েটে একাধিক উপায়ে খেতে পারেন টক দই৷

 

স্যামন, ম্যাকারেল, সার্ডিনের মতো মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে৷ এই সামুদ্রিক মাছগুলি ইনফ্লেম্যাশন ও খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে৷
স্যামন, ম্যাকারেল, সার্ডিনের মতো মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে৷ এই সামুদ্রিক মাছগুলি ইনফ্লেম্যাশন ও খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে৷

 

টকটকে লাল বিটরুটে প্রচুর নাইট্রেট আছে৷ এই উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণ করে৷ শিকড় থেকে শুরু করে পাতা-বিটগাছের সবই রক্তচাপ নিয়ন্ত্রণে সুপারফুড৷ স্যালাড, জুস, তরকারি-নানা ভাবে খেতে পারেন বিটরুট৷
টকটকে লাল বিটরুটে প্রচুর নাইট্রেট আছে৷ এই উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণ করে৷ শিকড় থেকে শুরু করে পাতা-বিটগাছের সবই রক্তচাপ নিয়ন্ত্রণে সুপারফুড৷ স্যালাড, জুস, তরকারি-নানা ভাবে খেতে পারেন বিটরুট৷

 

অ্যান্টি অক্সিড্যান্ট, পলিফেনলে ঠাসা ডার্ক চকোলেট ডায়েটে থাকলে রক্তচাপ বশে থাকে৷ তবে দৈনিক ২ টি স্কোয়্যারের বেশি খাবেন না৷
অ্যান্টি অক্সিড্যান্ট, পলিফেনলে ঠাসা ডার্ক চকোলেট ডায়েটে থাকলে রক্তচাপ বশে থাকে৷ তবে দৈনিক ২ টি স্কোয়্যারের বেশি খাবেন না৷

 

নাইট্রেট ভরপুর বাঁধাকপি, পালংশাক, কেল এবং অন্যান্য সবুজ শাকসবজি রক্তচাপ বশে রাখে৷ ডায়েটে নানাভাবে সবুজ শাকসবজি রাখতে ভুলবেন না৷
নাইট্রেট ভরপুর বাঁধাকপি, পালংশাক, কেল এবং অন্যান্য সবুজ শাকসবজি রক্তচাপ বশে রাখে৷ ডায়েটে নানাভাবে সবুজ শাকসবজি রাখতে ভুলবেন না৷

 

গোটা দানাশস্য উচ্চ রক্তচাপ কমাতে কার্যকর৷ কারণ ওটস এবং অন্যান্য গোটা দানাশস্যে থাকা বিটা গ্লুকান সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে৷ ব্রেকফাস্টে খান চিনিছাড়া ওটমিল৷ লাঞ্চে হোল গ্রেন ব্রেড এবং রাতে সাইড ডিশে খান সিজনড কিনোয়া৷
গোটা দানাশস্য উচ্চ রক্তচাপ কমাতে কার্যকর৷ কারণ ওটস এবং অন্যান্য গোটা দানাশস্যে থাকা বিটা গ্লুকান সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে৷ ব্রেকফাস্টে খান চিনিছাড়া ওটমিল৷ লাঞ্চে হোল গ্রেন ব্রেড এবং রাতে সাইড ডিশে খান সিজনড কিনোয়া৷

High Blood Pressure Control Tips: সকালে ঘুম থেকে উঠে মানুন এই সহজ নিয়ম! কোনওদিন ভুগতে হবে না হাই ব্লাড প্রেশারে

ইদানীং লাইফস্টাইল ডিজিজগুলির মধ্যে অন্যতম ভয়াবহ হাইপার টেনশন বা হাই ব্লাডপ্রেশার। এই মারণরোগ তিলে তিলে ঝাঁঝরা করে দেয় শরীর। ডেকে আনে হার্ট ও কিডনির সমস্যা।
ইদানীং লাইফস্টাইল ডিজিজগুলির মধ্যে অন্যতম ভয়াবহ হাইপার টেনশন বা হাই ব্লাডপ্রেশার। এই মারণরোগ তিলে তিলে ঝাঁঝরা করে দেয় শরীর। ডেকে আনে হার্ট ও কিডনির সমস্যা।

 

ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা আসতে পারে যে কোনও বয়সেই। নিয়মিত, চেকআপ, ওষুধ খাওয়ার পাশাপাশি মানতে হবে কিছু সহজ নিয়ম। সকালে ঘুম থেকে ওঠার পর এই নিয়মগুলি মানলেই বশে থাকবে সমস্যা। বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা।
ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা আসতে পারে যে কোনও বয়সেই। নিয়মিত, চেকআপ, ওষুধ খাওয়ার পাশাপাশি মানতে হবে কিছু সহজ নিয়ম। সকালে ঘুম থেকে ওঠার পর এই নিয়মগুলি মানলেই বশে থাকবে সমস্যা। বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা।

 

সম্ভব হলে চেষ্টা করুন সকালে ঘুম থেকে ওঠার সময় সুনির্দিষ্ট করতে। তাহলে শরীরের ইন্টারনাল ক্লক সাহায্য করবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে। ক্রনিক স্ট্রেসও যতটা সম্ভব দূর করুন জীবন থেকে।
সম্ভব হলে চেষ্টা করুন সকালে ঘুম থেকে ওঠার সময় সুনির্দিষ্ট করতে। তাহলে শরীরের ইন্টারনাল ক্লক সাহায্য করবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে। ক্রনিক স্ট্রেসও যতটা সম্ভব দূর করুন জীবন থেকে।

 

দিন শুরু করুন এক গ্লাস জল খেয়ে। ঘুম থেকে উঠে নিজেকে হাইড্রেটেট রাখলে সারা দিন নিয়ন্ত্রিত থাকবে রক্তচাপ। সাধারণ জল খেতে ইচ্ছে না হলে ফ্লেভার্ড ওয়াটারও খেতে পারেন।
দিন শুরু করুন এক গ্লাস জল খেয়ে। ঘুম থেকে উঠে নিজেকে হাইড্রেটেট রাখলে সারা দিন নিয়ন্ত্রিত থাকবে রক্তচাপ। সাধারণ জল খেতে ইচ্ছে না হলে ফ্লেভার্ড ওয়াটারও খেতে পারেন।

 

ওয়াকিং, জগিং, সাইক্লিং, সুইমিং, অ্যারোবিক্সের মধ্যে কিছু একটা করতেই হবে সকালে। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট রাখুন শরীরচর্চার জন্য। নিয়মিত শরীরচর্চায় রক্তচাপ কম থাকে।
ওয়াকিং, জগিং, সাইক্লিং, সুইমিং, অ্যারোবিক্সের মধ্যে কিছু একটা করতেই হবে সকালে। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট রাখুন শরীরচর্চার জন্য। নিয়মিত শরীরচর্চায় রক্তচাপ কম থাকে।

 

মানসিক উদ্বেগ ব্লাড প্রেশারের বড় কারণ। তাই ডিপ ব্রিদিং বা মেডিটেশন করুন। স্ট্রেস কমাতে খুবই প্রয়োজনীয় মেডিটেশন।
মানসিক উদ্বেগ ব্লাড প্রেশারের বড় কারণ। তাই ডিপ ব্রিদিং বা মেডিটেশন করুন। স্ট্রেস কমাতে খুবই প্রয়োজনীয় মেডিটেশন।

 

নিয়মিত চেকআপ, ব্লাড প্রেশার চেক করা, ওষুধ খেতে ভুল না করার পাশাপাশি ক্যাফেইন সেবন নিয়ন্ত্রণও জরুরি ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা এড়াতে।
নিয়মিত চেকআপ, ব্লাড প্রেশার চেক করা, ওষুধ খেতে ভুল না করার পাশাপাশি ক্যাফেইন সেবন নিয়ন্ত্রণও জরুরি ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা এড়াতে।

 

ব্রেকফাস্ট বা দিনের প্রথম খাবার সুস্থতার জন্য খুব জরুরি। তাই চেষ্টা করুন সুষম আহারে সাজানো ব্যালান্সড ব্রেকফাস্ট করতে।
ব্রেকফাস্ট বা দিনের প্রথম খাবার সুস্থতার জন্য খুব জরুরি। তাই চেষ্টা করুন সুষম আহারে সাজানো ব্যালান্সড ব্রেকফাস্ট করতে।

High Blood Pressure and Heart Diseases: নীরব ঘাতক হাই ব্লাডপ্রেশারই বাড়িয়ে তোলে হৃদরোগের আশঙ্কা, জানুন ডাক্তার কী বলছেন

মানবদেহের হৃদযন্ত্রের স্বাস্থ্যের সঙ্গে গভীর যোগ রয়েছে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ (হাই ব্লাড প্রেশার)-এর। অর্থাৎ হাইপারটেনশন কিন্তু কার্ডিও-ভাসক্যুলার স্বাস্থ্য ভাল রাখার অন্যতম প্রধান সূচক। আবার হাইপারটেনশনকে নীরব ঘাতক বলেও অভিহিত করা হয়। আসলে তা বছরের পর বছর ধরে যদি না ধরা পড়ে, তাহলে তা নীরবে রক্তবাহী ধমনীগুলিকে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। যা হৃদরোগ, স্ট্রোক বা পক্ষাঘাত এবং অন্যান্য শারীরিক জটিলতার ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয়। এই প্রসঙ্গে কথা বলছেন বিএম বিড়লা হার্ট হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ডিরেক্টর ড. অঞ্জন সায়োটিয়া

কলকাতা: হার্টের রোগীদের ক্ষেত্রে অন্যতম কোমর্বিডিটি হল হাইপারটেনশন। কারণ সারা বিশ্ব জুড়ে এটাই বেশিরভাগ ক্ষেত্রে হৃদরোগের কারণ। গোটা বিশ্বের প্রায় ৫০ শতাংশেরও বেশি মানুষ হাইপারটেনশনে আক্রান্ত। আসলে হাইপারটেনশনের মূল সমস্যা হল, এটা সহজে নির্ণয় করা যায় না। ফলে চিকিৎসাও হয় না।

হাইপারটেনশনের প্রসঙ্গে আলাপ-আলোচনা হলে চিকিৎসকরা হামেশাই ‘রুল অফ হাফস’-এর কথা বলেন। উদাহরণস্বরূপ, বিশ্বের মোট জনসংখ্যার যদি ৫০ শতাংশ মানুষ হাইপারটেনসিভ হন, তাহলে এই মানুষগুলির অর্ধেক অংশই জানেন না যে, তাঁদের হাইপারটেনশন রয়েছে। কারণ তাঁরা কখনওই নিজেদের রক্তচাপ পরীক্ষা করাননি। আর অবশিষ্ট অংশ যাঁরা নিজেদের রক্তচাপ পরীক্ষা করান, তাঁরা নিজেদের হাইপারটেনশনের জানেন। আর এই অবশিষ্টদের মধ্যে অর্ধেক অংশ ওষুধ খান এর জন্য। আর যাঁরা ওষুধ খেয়ে থাকেন, তাঁদের মধ্যে অর্ধেক অংশই নিজেদের রক্তচাপ পর্যাপ্ত ভাবে নিয়ন্ত্রণ করতে পারেন।

আরও পড়ুন: ব্লাড সুগারে কাঁঠাল খাওয়া যায়? কোন কোন অসুখে এই ফল খেলে চরম সর্বনাশ! জানুন কারা এই ফল মুখেও তুলবেন না

এর অর্থ হল, হাইপারটেনশনের খুব অল্প সংখ্যক রোগীই ওষুধের মাধ্যমে ভাল ভাবে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারেন। বাকিরা তো ওষুধই খান না অথবা পর্যাপ্ত ডোজ নেন না। এটাই হাইপারটেনশনের উল্লেখযোগ্য সমস্যা। আর যেহেতু পর্যাপ্ত চিকিৎসা হচ্ছে না, তাই স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো হাইপারটেনশন সংক্রান্ত জটিলতা খুবই সাধারণ হয়ে উঠেছে। এই কারণে অবিলম্বে রোগ নির্ণয় করতে হবে এবং হামেশাই রক্তচাপ পরীক্ষা করাতে হবে। আর চিকিৎসের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। ওষুধ খাওয়ার পরেও কিন্তু রক্তচাপ নিয়মিত পরীক্ষা করাতে হবে। কারণ রক্তচাপ পর্যাপ্ত ভাবে নিয়ন্ত্রিত না থাকলে ওষুধের ডোজ এ-দিক ও-দিক করতে হবে।

নিয়মিত রক্তচাপ পরীক্ষা করার পাশাপাশি সুস্থ জীবনযাপন করাও আবশ্যিক। আসলে জীবনযাপন উন্নত করাই এক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করবে। ডায়েটে প্রচুর পরিমাণে ফল, শাকসবজি, লিন প্রোটিন এবং হোল গ্রেন যোগ করতে হবে। এর পাশাপাশি সোডিয়াম সেবনে রাশ টানতে হবে। আর খাওয়াদাওয়ার পাশাপাশি সঠিক ওজন বজায় রাখাটাও জরুরি। এর জন্য এক্সারসাইজ করতে হবে। আর হাইপারটেনশনের ঝুঁকি কমাতে ধূমপান এবং মদ্যপানের অভ্যাসও ত্যাগ করতে হবে। এছাড়া মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন, যোগা, ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। আর সময়ে সময়ে মেডিক্যাল চেক-আপ করিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

High Blood Pressure Control Tips: সকালে ঘুম থেকে উঠে সহজ কিছু নিয়ম মানুন! গরমেও কমবে হাই ব্লাড প্রেশার! দূরে থাকবে হার্টের অসুখ

হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ মূলত লাইফস্টাইল অসুখ। মানসিক উদ্বেগ, ভুলভাল ডায়েট, শরীরচর্চার অভাব-সহ একাধিক কারণে রক্তচাপ বাড়তে থাকে।
হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ মূলত লাইফস্টাইল অসুখ। মানসিক উদ্বেগ, ভুলভাল ডায়েট, শরীরচর্চার অভাব-সহ একাধিক কারণে রক্তচাপ বাড়তে থাকে।

 

নীরব ঘাতক হয়ে হাই ব্লাড প্রেশার ডেকে আনে হৃদরোগ, কিডনির জটিলতার মতো সমস্যা। ওষুধের পাশাপাশি সকালের কিছু নির্দিষ্ট নিয়ম সাহায্য করে উচ্চ রক্তচাপ কমাতে। বলেন পুষ্টিবিদ লভনীত বাত্রা।
নীরব ঘাতক হয়ে হাই ব্লাড প্রেশার ডেকে আনে হৃদরোগ, কিডনির জটিলতার মতো সমস্যা। ওষুধের পাশাপাশি সকালের কিছু নির্দিষ্ট নিয়ম সাহায্য করে উচ্চ রক্তচাপ কমাতে। বলেন পুষ্টিবিদ লভনীত বাত্রা।

 

চেষ্টা করুন রোজ সকালে একই সময়ে ঘুম থেকে উঠতে। এতে শরীরের ইন্টার্নাল ক্লক ঠিক থাকলে রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে। নির্দিষ্ট রুটিন থাকলে স্ট্রেস কমাতেও সাহায্য করে। ক্রনিক স্ট্রেস হাই ব্লাড প্রেশারের বড় কারণ।
চেষ্টা করুন রোজ সকালে একই সময়ে ঘুম থেকে উঠতে। এতে শরীরের ইন্টার্নাল ক্লক ঠিক থাকলে রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে। নির্দিষ্ট রুটিন থাকলে স্ট্রেস কমাতেও সাহায্য করে। ক্রনিক স্ট্রেস হাই ব্লাড প্রেশারের বড় কারণ।

 

সকালে দিন শুরু করুন এক গ্লাস জল পান করে। হাইড্রেটেড থাকলে রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে। সাধারণ জল না চাইলে লেবুর রস, ফল বা সবজির নির্যাসে মেশানো জলপান করতে পারেন।
সকালে দিন শুরু করুন এক গ্লাস জল পান করে। হাইড্রেটেড থাকলে রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে। সাধারণ জল না চাইলে লেবুর রস, ফল বা সবজির নির্যাসে মেশানো জলপান করতে পারেন।

 

সকালে হাঁটা, জগিং, সাইক্লিং, সুইমিং বা অন্য কোনও শরীরচর্চা করতে হবে। সপ্তাহে ১৫০ মিনিট বরাদ্দ করতেই হবে শরীরচর্চার জন্য। সকালই সেরা সময় শরীরচর্চার। নিয়মিত এক্সারসাইজ সময়ের সঙ্গে রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
সকালে হাঁটা, জগিং, সাইক্লিং, সুইমিং বা অন্য কোনও শরীরচর্চা করতে হবে। সপ্তাহে ১৫০ মিনিট বরাদ্দ করতেই হবে শরীরচর্চার জন্য। সকালই সেরা সময় শরীরচর্চার। নিয়মিত এক্সারসাইজ সময়ের সঙ্গে রক্তচাপ নিয়ন্ত্রণ করে।

 

সকালে ঘুম থেকে উঠে কিছু সময় ধরে ডিপ ব্রিদিং বা অন্যভাবে মেডিটেশন করুন। মনোসংযোগের পাশাপাশি রক্তচাপ কমানোরও মহৌষধ মেডিটেশন।
সকালে ঘুম থেকে উঠে কিছু সময় ধরে ডিপ ব্রিদিং বা অন্যভাবে মেডিটেশন করুন। মনোসংযোগের পাশাপাশি রক্তচাপ কমানোরও মহৌষধ মেডিটেশন।

 

ফল, সবজি, গোটা দানাশস্য, লিন প্রোটিন, লো ফ্যাট ডেয়ারি প্রডাক্ট রাখু ব্রেকফাস্টে। খেয়াল রাখুন সোডিয়াম, স্যাচিওরেটেড এবং ট্রান্স ফ্যাট, চিনি যেন ডায়েটে নিয়ন্ত্রিত থাকে।
ফল, সবজি, গোটা দানাশস্য, লিন প্রোটিন, লো ফ্যাট ডেয়ারি প্রডাক্ট রাখু ব্রেকফাস্টে। খেয়াল রাখুন সোডিয়াম, স্যাচিওরেটেড এবং ট্রান্স ফ্যাট, চিনি যেন ডায়েটে নিয়ন্ত্রিত থাকে।

 

ক্যাফেইন খাওয়া কমান। কারণ ক্যাফেইন থেকে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে।
ক্যাফেইন খাওয়া কমান। কারণ ক্যাফেইন থেকে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে।

 

নিয়মিত ব্লাড প্রেশার চেক করুন। ওষুধ খান প্রেসক্রিপশন মেনে। ডাক্তারের সব পরামর্শ মানুন ও তাঁর নির্দেশ অনুসরণ করুন।
নিয়মিত ব্লাড প্রেশার চেক করুন। ওষুধ খান প্রেসক্রিপশন মেনে। ডাক্তারের সব পরামর্শ মানুন ও তাঁর নির্দেশ অনুসরণ করুন।

High Blood Pressure Control Tips: সহজ পদ্ধতিতেই উচ্চ রক্তচাপ স্বাভাবিক করুন, শরীর থাকবে চনমনে ও চাঙ্গা, ছুঁড়ে ফেলবেন ওষুধপত্রও

হাই ব্লাডপ্রেশার এমন এক রোগ যা অতি সহজেই খারাপ খাদ্যাভাস, খারাপ জীবনশৈলী, একই সঙ্গে টেনশন এর কারণে অত্যন্ত দায়ি ৷ হাই বিপি এমনই গম্ভীর রোগ যার মাধ্যমে অন্যান্য রোগের প্রকোপ থেকে বাঁচাটা মুশকিল হয়ে যায় ৷ প্রতীকী ছবি ৷
হাই ব্লাডপ্রেশার এমন এক রোগ যা অতি সহজেই খারাপ খাদ্যাভাস, খারাপ জীবনশৈলী, একই সঙ্গে টেনশন এর কারণে অত্যন্ত দায়ি ৷ হাই বিপি এমনই গম্ভীর রোগ যার মাধ্যমে অন্যান্য রোগের প্রকোপ থেকে বাঁচাটা মুশকিল হয়ে যায় ৷ প্রতীকী ছবি ৷
হাই বিপি যদি দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণ না করা যায় সেক্ষেত্রে দীর্ঘ সময় ধরে হাই ব্লাডপ্রেশার থাকলে কিডনি ও ফুসফুসের নানান ধরনের সমস্যা হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
হাই বিপি যদি দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণ না করা যায় সেক্ষেত্রে দীর্ঘ সময় ধরে হাই ব্লাডপ্রেশার থাকলে কিডনি ও ফুসফুসের নানান ধরনের সমস্যা হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
উচ্চ রক্তচাপের সঙ্গে সঙ্গে নিম্ন রক্তচাপ বা লো বিপিও প্রকবণতাও দেখতে পাওয়া যায় বিভিন্ন মানুষের মধ্যে ৷ একজন সুস্থ ও স্বাভাবিক মানুষের বিপি থাকে 120/80 . প্রতীকী ছবি ৷
চিকিৎসক অমিতাভ সাহা সূত্রে জানা গিয়েছে উচ্চ রক্তচাপের সঙ্গে সঙ্গে নিম্ন রক্তচাপ বা লো বিপিও প্রকবণতাও দেখতে পাওয়া যায় বিভিন্ন মানুষের মধ্যে ৷ একজন সুস্থ ও স্বাভাবিক মানুষের বিপি থাকে 120/80 . প্রতীকী ছবি ৷
যদি ব্লাডপ্রেশারের স্তর এর থেকে বেশি বেড়ে যায় সেক্ষেত্রে হাই বিপি শ্রেণির দিকে বিপি যাচ্ছে বলা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
যদি ব্লাডপ্রেশারের স্তর এর থেকে বেশি বেড়ে যায় সেক্ষেত্রে হাই বিপি শ্রেণির দিকে বিপি যাচ্ছে বলা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
বিপি বৃদ্ধি হয়ে থাকে বেশ কয়েকটি কারণেই ৷ শারীরিক ক্রিয়া বন্ধ, মানসিক চাপ, ক্লান্তি সব সময়েই যদি ব্লাডপ্রেশার চড়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
বিপি বৃদ্ধি হয়ে থাকে বেশ কয়েকটি কারণেই ৷ শারীরিক ক্রিয়া বন্ধ, মানসিক চাপ, ক্লান্তি সব সময়েই যদি ব্লাডপ্রেশার চড়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
সেক্ষেত্রে খারাপ লাইফস্টাইল, মানসিক চাপ, খারাপ খাওয়া দাওয়া, প্রচুর পরিমাণে ধূমপান, নিষ্ক্রিয় জীবন শৈলী অথবা মেদ ৷ অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাঁরা সুগার বা কিডনির রোগেও ভোগেন ৷ প্রতীকী ছবি ৷
সেক্ষেত্রে খারাপ লাইফস্টাইল, মানসিক চাপ, খারাপ খাওয়া দাওয়া, প্রচুর পরিমাণে ধূমপান, নিষ্ক্রিয় জীবন শৈলী অথবা মেদ ৷ অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাঁরা সুগার বা কিডনির রোগেও ভোগেন ৷ প্রতীকী ছবি ৷
হাই বিপির জন্য পারিবারিক ইতিহাসও দেখা উচিৎ কতখানি প্রবণতা আছে সেটির ক্ষেত্রে ৷ হাই ব্লাডপ্রেশার দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হয় ৷ প্রতীকী ছবি ৷
হাই বিপির জন্য পারিবারিক ইতিহাসও দেখা উচিৎ কতখানি প্রবণতা আছে সেটির ক্ষেত্রে ৷ হাই ব্লাডপ্রেশার দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হয় ৷ প্রতীকী ছবি ৷
তবে হাই বিপি থেকেও মুক্তি পাওয়া যায় ৷ তবে শুধুই একটি কারণেই হাই বিপির সমস্যা দেখতে পাওয়া যায় তাই নয়, হাই বিপির জন্য বেশ কিছু কারণ রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
তবে হাই বিপি থেকেও মুক্তি পাওয়া যায় ৷ তবে শুধুই একটি কারণেই হাই বিপির সমস্যা দেখতে পাওয়া যায় তাই নয়, হাই বিপির জন্য বেশ কিছু কারণ রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
হাই বিপির থেকে মুক্তি পেতে গেলে সবার আগে লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে ৷ নিষ্ক্রিয় জীবনশৈলী হাই বিপির জন্য সব থেকে বড় কারণ ৷ প্রতীকী ছবি ৷
হাই বিপির থেকে মুক্তি পেতে গেলে সবার আগে লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে ৷ নিষ্ক্রিয় জীবনশৈলী হাই বিপির জন্য সব থেকে বড় কারণ ৷ প্রতীকী ছবি ৷
লাইফস্টাইলে উন্নতিসাধন করার জন্য সব সময়ে শরীর সক্রিয় রাখতে হবে প্রতিদিন কমপক্ষে ৪৫ মিনিট শরীর চর্চা করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
লাইফস্টাইলে উন্নতিসাধন করার জন্য সব সময়ে শরীর সক্রিয় রাখতে হবে প্রতিদিন কমপক্ষে ৪৫ মিনিট শরীর চর্চা করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
প্রসেসড ফুড বা জাঙ্ক ফুড একদমই নয় ৷ কেননা এই ধরনের খাবারে সোডিয়ামের মাত্রা বেশি থাকে ৷ হাই ব্লাডপ্রেশারে সোডিয়াম ভয়ঙ্কর ৷ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত করতে গেলে সবার আগে লাইফ স্টাইলে বদল আনতে হবে ৷ প্রতীকী ছবি ৷
প্রসেসড ফুড বা জাঙ্ক ফুড একদমই নয় ৷ কেননা এই ধরনের খাবারে সোডিয়ামের মাত্রা বেশি থাকে ৷ হাই ব্লাডপ্রেশারে সোডিয়াম ভয়ঙ্কর ৷ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত করতে গেলে সবার আগে লাইফ স্টাইলে বদল আনতে হবে ৷ প্রতীকী ছবি ৷
হাই বিপির সমস্যা থাকে মেদহীন শরীর থাকতে হবে, একই সঙ্গে ওজনও যেন বেশি না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
হাই বিপির সমস্যা থাকে মেদহীন শরীর থাকতে হবে, একই সঙ্গে ওজনও যেন বেশি না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
ওজন কম হলে বিপিও কম হতে পারে ৷ নুন অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড তাই কোনও ভাবেই বেশি নুন সেবন করবেন না, সে রান্নারই হোক বা কাঁচা ৷ প্রতীকী ছবি ৷
ওজন কম হলে বিপিও কম হতে পারে ৷ নুন অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড তাই কোনও ভাবেই বেশি নুন সেবন করবেন না, সে রান্নারই হোক বা কাঁচা ৷ প্রতীকী ছবি ৷
যাঁরা হাই বিপির সমস্যায় ভুগছেন তাঁদের রাতে কমপক্ষে ৭-৮ ঘণ্টার ঘুম দরকার ৷ যাঁরা ৬ ঘণ্টা বা তার কম ঘুমান তাঁদের হঠাৎ কের ব্লাডপ্রেশার বেড়ে যায় ৷ প্রতীকী ছবি ৷
যাঁরা হাই বিপির সমস্যায় ভুগছেন তাঁদের রাতে কমপক্ষে ৭-৮ ঘণ্টার ঘুম দরকার ৷ যাঁরা ৬ ঘণ্টা বা তার কম ঘুমান তাঁদের হঠাৎ কের ব্লাডপ্রেশার বেড়ে যায় ৷ প্রতীকী ছবি ৷
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, ব্যবহারিক প্রয়োগের আগে চিকিৎসকের পরামর্শ আবশ্যিক ৷ প্রতীকী ছবি ৷
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, ব্যবহারিক প্রয়োগের আগে চিকিৎসকের পরামর্শ আবশ্যিক ৷ প্রতীকী ছবি ৷

High Blood Pressure: বসে না শুয়ে! রক্তচাপ পরীক্ষা কীভাবে করা উচিত? ৯০% মানুষই এই ভুলটাই করে, ডাক্তারের কাছ থেকে জানুন সঠিক বিপি মাপার নিয়ম

বর্তমানে রক্তচাপের সমস্যা ক্রমাগত বাড়ছে। কোটি কোটি মানুষ উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপের সম্মুখীন। তরুণদের ক্ষেত্রেও এই সমস্যার ঝুঁকি বেড়েছে। আজকাল, বাজারে ডিজিটাল রক্তচাপ চেকিং মেশিন পাওয়া যায়, যার মাধ্যমে মানুষ সহজেই ঘরে বসেও তাদের বিপি পরীক্ষা করতে পারে।
বর্তমানে রক্তচাপের সমস্যা ক্রমাগত বাড়ছে। কোটি কোটি মানুষ উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপের সম্মুখীন। তরুণদের ক্ষেত্রেও এই সমস্যার ঝুঁকি বেড়েছে। আজকাল, বাজারে ডিজিটাল রক্তচাপ চেকিং মেশিন পাওয়া যায়, যার মাধ্যমে মানুষ সহজেই ঘরে বসেও তাদের বিপি পরীক্ষা করতে পারে।
প্রায়শই লোকেরা বিছানায় শুয়ে বা বসে তাদের বিপি পরীক্ষা করে। তবে বিশেষজ্ঞদের মতে, রক্তচাপ পরীক্ষা করার সঠিক নিয়ম জানা উচিত, তা না হলে রক্তচাপ সঠিকভাবে জানা সম্ভব হবে না। যা শরীরের জন্য বড় ক্ষতি৷
প্রায়শই লোকেরা বিছানায় শুয়ে বা বসে তাদের বিপি পরীক্ষা করে। তবে বিশেষজ্ঞদের মতে, রক্তচাপ পরীক্ষা করার সঠিক নিয়ম জানা উচিত, তা না হলে রক্তচাপ সঠিকভাবে জানা সম্ভব হবে না। যা শরীরের জন্য বড় ক্ষতি৷
স্যার গঙ্গা রাম হাসপাতালের প্রিভেন্টিভ হেলথ অ্যান্ড ওয়েলনেস ডিপার্টমেন্টের ডিরেক্টর ডা. সোনিয়া রাওয়াত বলেছেন, যে প্রাপ্তবয়স্কদের স্বাভাবিক রক্তচাপ ১২০/৮০ মিমি এইচজি। সিস্টোলিক চাপ ১২০ মিমি এইচজি পর্যন্ত এবং ডায়াস্টোলিক চাপ ৮০ মিমি এইচজি পর্যন্ত হওয়া উচিত। এর বেশি বা কম হলে উচ্চ ও নিম্ন রক্তচাপের সমস্যা শুরু হয়।
স্যার গঙ্গা রাম হাসপাতালের প্রিভেন্টিভ হেলথ অ্যান্ড ওয়েলনেস ডিপার্টমেন্টের ডিরেক্টর ডা. সোনিয়া রাওয়াত বলেছেন, যে প্রাপ্তবয়স্কদের স্বাভাবিক রক্তচাপ ১২০/৮০ মিমি এইচজি। সিস্টোলিক চাপ ১২০ মিমি এইচজি পর্যন্ত এবং ডায়াস্টোলিক চাপ ৮০ মিমি এইচজি পর্যন্ত হওয়া উচিত। এর বেশি বা কম হলে উচ্চ ও নিম্ন রক্তচাপের সমস্যা শুরু হয়।
 বর্তমান যুগের জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে রক্তচাপের সমস্যা দ্রুত বাড়ছে। বিপির সমস্যা এড়াতে প্রত্যেকের উচিত তাদের রক্তচাপ পরীক্ষা করা এবং তা কম বা বেশি হলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত।
বর্তমান যুগের জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে রক্তচাপের সমস্যা দ্রুত বাড়ছে। বিপির সমস্যা এড়াতে প্রত্যেকের উচিত তাদের রক্তচাপ পরীক্ষা করা এবং তা কম বা বেশি হলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত।
সোনিয়া রাওয়াত বলেছেন, রক্তচাপ পরীক্ষা করার সময় প্রথমে চেয়ারে বসতে হবে। চেয়ারে বসার সময়, আপনার পা মেঝেতে থাকা উচিত এবং আপনার হাতগুলি আপনার সামনে টেবিলে বুকের  উচ্চতার সমান হওয়া উচিত। আপনি ডান বা বাম হাত দিয়ে বিপি পরীক্ষা করতে পারেন। এই অবস্থানে কিছুক্ষণ বসে থাকার পর আপনার রক্তচাপ পরীক্ষা করা উচিত। এর মাধ্যমে আপনি বিপি-র সঠিক রিডিং পাবেন।
সোনিয়া রাওয়াত বলেছেন, রক্তচাপ পরীক্ষা করার সময় প্রথমে চেয়ারে বসতে হবে। চেয়ারে বসার সময়, আপনার পা মেঝেতে থাকা উচিত এবং আপনার হাতগুলি আপনার সামনে টেবিলে বুকের উচ্চতার সমান হওয়া উচিত। আপনি ডান বা বাম হাত দিয়ে বিপি পরীক্ষা করতে পারেন। এই অবস্থানে কিছুক্ষণ বসে থাকার পর আপনার রক্তচাপ পরীক্ষা করা উচিত। এর মাধ্যমে আপনি বিপি-র সঠিক রিডিং পাবেন।
তিনি আরও বলেছেন, যারা মাথা ঘোরা অনুভব করেন, তাদের শুয়ে থাকা অবস্থায়ও তাদের রক্তচাপ পরীক্ষা করা যেতে পারে। তবে শুয়ে শুয়ে রক্তচাপ পরীক্ষা করলে বসে থাকার তুলনায় রিডিং কিছুটা কম পাবেন। তাই, সঠিক জানার জন্য, চেয়ারে বসে মানুষের সঠিকভাবে বিপি পরীক্ষা করা উচিত।
তিনি আরও বলেছেন, যারা মাথা ঘোরা অনুভব করেন, তাদের শুয়ে থাকা অবস্থায়ও তাদের রক্তচাপ পরীক্ষা করা যেতে পারে। তবে শুয়ে শুয়ে রক্তচাপ পরীক্ষা করলে বসে থাকার তুলনায় রিডিং কিছুটা কম পাবেন। তাই, সঠিক জানার জন্য, চেয়ারে বসে মানুষের সঠিকভাবে বিপি পরীক্ষা করা উচিত।
রক্তচাপ পরীক্ষা করার সময় একজন ব্যক্তির অবস্থান ভুল হলে, বিপি রিডিংয়ে সামান্য পরিবর্তন হতে পারে। রক্তচাপের সমস্যা এড়াতে মানুষের উচিত ভাল জীবনযাপন, স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং নিয়মিত ব্যায়াম করা। এছাড়া সময় সময় রক্ত ​​পরীক্ষা করা উচিত এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
রক্তচাপ পরীক্ষা করার সময় একজন ব্যক্তির অবস্থান ভুল হলে, বিপি রিডিংয়ে সামান্য পরিবর্তন হতে পারে। রক্তচাপের সমস্যা এড়াতে মানুষের উচিত ভাল জীবনযাপন, স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং নিয়মিত ব্যায়াম করা। এছাড়া সময় সময় রক্ত ​​পরীক্ষা করা উচিত এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

High Blood Pressure Control Tips: গরমে ৭ ফলেই বাজিমাত! হাই ব্লাডপ্রেশার ম্যাজিকের মত কমবে, পালাবার পথ পাবেনা হাইপার টেনশন

গরমে অনেক ক্ষেত্রেই হাইপার টেনশনে ভুগকতে থাকেন সাধারণ মানুষ ৷ চলতি কথায় একে হাই ব্লাডপ্রেশার বলা হয়ে থাকে ৷ ব্লাডপ্রেশারের সমস্যা এড়িয়ে ভয়ঙ্কর রোগ ছেঁকে ধরে শরীরকে ৷ প্রতীকী ছবি ৷
গরমে অনেক ক্ষেত্রেই হাইপার টেনশনে ভুগকতে থাকেন সাধারণ মানুষ ৷ চলতি কথায় একে হাই ব্লাডপ্রেশার বলা হয়ে থাকে ৷ ব্লাডপ্রেশারের সমস্যা এড়িয়ে ভয়ঙ্কর রোগ ছেঁকে ধরে শরীরকে ৷ প্রতীকী ছবি ৷
প্রতিদিনের খাদ্য তালিকায় এই সাতটি খাবার রাখলেই বলে বলে ব্লাডপ্রেশারকে বেশ কয়েক গোল দিতে পারে ৷ প্রতীকী ছবি ৷
প্রতিদিনের খাদ্য তালিকায় এই সাতটি খাবার রাখলেই বলে বলে ব্লাডপ্রেশারকে বেশ কয়েক গোল দিতে পারে ৷ প্রতীকী ছবি ৷
হাইপার টেনশনের জন্য বেশ কয়েকটি সমস্যা ঘিরে ধরে শরীরকে ৷ প্রয়োজনের তুলনায় বেশি নুন খাওয়া, কম পটাশিয়াম, বেশি পরিমাণ মদ্যপান, শরীরচর্চা না করা এই সবের ফলেই হাই ব্লাডপ্রেশারের সমস্যা দেখা দেয় ৷ প্রতীকী ছবি ৷
জনপ্রিয় চিকিৎসক অনিল কুমার মালহোত্রা সূত্রে জানতে পারা গিয়েছে হাইপার টেনশনের জন্য বেশ কয়েকটি সমস্যা ঘিরে ধরে শরীরকে ৷ প্রয়োজনের তুলনায় বেশি নুন খাওয়া, কম পটাশিয়াম, বেশি পরিমাণ মদ্যপান, শরীরচর্চা না করা এই সবের ফলেই হাই ব্লাডপ্রেশারের সমস্যা দেখা দেয় ৷ প্রতীকী ছবি ৷
ক্রমাগত হাই ব্লাডপ্রেশারের কারণে হতে পারে হার্ট ফেলিয়র, কিডনি ফেলিওর, দৃষ্টিশক্তি চলে যাওয়া ইত্যাদি ৷ প্রতীকী ছবি ৷
ক্রমাগত হাই ব্লাডপ্রেশারের কারণে হতে পারে হার্ট ফেলিয়র, কিডনি ফেলিওর, দৃষ্টিশক্তি চলে যাওয়া ইত্যাদি ৷ প্রতীকী ছবি ৷
কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম থাকে বলে ব্লাডপ্রেশার কম করে পাচন শক্তি বৃদ্ধি করে ৷ পেটও দীর্ঘ সময় ধরে ভরা থাকে ৷ প্রতীকী ছবি ৷
কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম থাকে বলে ব্লাডপ্রেশার কম করে পাচন শক্তি বৃদ্ধি করে ৷ পেটও দীর্ঘ সময় ধরে ভরা থাকে ৷ প্রতীকী ছবি ৷
দইয়ে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ক্যালশিয়ামের মাত্রা প্রচুর পরিমাণে থাকে ৷ প্রতিদিন সেবন করলে হাই ব্লাডপ্রেশার থেকে মুক্তি পাওয়া যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
দইয়ে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ক্যালশিয়ামের মাত্রা প্রচুর পরিমাণে থাকে ৷ প্রতিদিন সেবন করলে হাই ব্লাডপ্রেশার থেকে মুক্তি পাওয়া যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
বেদানায় অত্যন্ত পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে ৷ এই কারণেই হার্ট ভাল রাখে ৷ বেদানা খেলে সঙ্কোচন, প্রসারণ পদ্ধতি বিশেষ ভাবে কাজ করে ৷ প্রতীকী ছবি ৷
বেদানায় অত্যন্ত পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে ৷ এই কারণেই হার্ট ভাল রাখে ৷ বেদানা খেলে সঙ্কোচন, প্রসারণ পদ্ধতি বিশেষ ভাবে কাজ করে ৷ প্রতীকী ছবি ৷
বিপির স্তর নিয়ন্ত্রণ করতে প্রতিদিন এক গ্লাস করে বেদানার রস খাওা দরকার ৷ শরীরের জন্য এটিই রামবাণ ৷ প্রতীকী ছবি ৷
বিপির স্তর নিয়ন্ত্রণ করতে প্রতিদিন এক গ্লাস করে বেদানার রস খাওা দরকার ৷ শরীরের জন্য এটিই রামবাণ ৷ প্রতীকী ছবি ৷
গরমে শরীরে জলশূন্যতা থেকে মুক্তি পেতে ডাবের জল অত্যন্ত কার্যকরী ভূমিকা রয়েছে ৷ ডাব রক্তের চাপ নিয়ন্ত্রণে রাখে ৷ প্রতীকী ছবি ৷
গরমে শরীরে জলশূন্যতা থেকে মুক্তি পেতে ডাবের জল অত্যন্ত কার্যকরী ভূমিকা রয়েছে ৷ ডাব রক্তের চাপ নিয়ন্ত্রণে রাখে ৷ প্রতীকী ছবি ৷
গরমে তরমুজ শুধুই শরীর ঠান্ডা রাখে তাই নয়, তরমুজ নিয়মিত খেলে হাইব্লাডপ্রেশার থেকেও মুক্তি পাওয়া সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
গরমে তরমুজ শুধুই শরীর ঠান্ডা রাখে তাই নয়, তরমুজ নিয়মিত খেলে হাইব্লাডপ্রেশার থেকেও মুক্তি পাওয়া সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
তরমুজে ৯০ শতাংশ জল থাকে সেই কারণেই গরমে শরীরে জলের সমতা বজায় থাকে ৷ তরমুজে ম্যাগনেশিয়াম থাকে সেই কারণেই হাই ব্লাডপ্রেশার অতি সহজেই নিয়ন্ত্রিত করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
তরমুজে ৯০ শতাংশ জল থাকে সেই কারণেই গরমে শরীরে জলের সমতা বজায় থাকে ৷ তরমুজে ম্যাগনেশিয়াম থাকে সেই কারণেই হাই ব্লাডপ্রেশার অতি সহজেই নিয়ন্ত্রিত করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
লেবুতে ভিটামিন সি থাকার সঙ্গে সঙ্গে থাকে অ্যান্টি অক্সিডেন্টও ৷ ফ্রি রেডিক্যালস দূরে ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণেও বড় ভূমিকা গ্রহণ করে ৷ প্রতীকী ছবি ৷
লেবুতে ভিটামিন সি থাকার সঙ্গে সঙ্গে থাকে অ্যান্টি অক্সিডেন্টও ৷ ফ্রি রেডিক্যালস দূরে ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণেও বড় ভূমিকা গ্রহণ করে ৷ প্রতীকী ছবি ৷
হাই ব্লাডপ্রেশারে কাবু? কোনও চিন্তা নেই খাদ্য তালিকায় রাখুন জাম ৷ এতে অ্যান্টি অক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম থাকায় ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণ হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
হাই ব্লাডপ্রেশারে কাবু? কোনও চিন্তা নেই খাদ্য তালিকায় রাখুন জাম ৷ এতে অ্যান্টি অক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম থাকায় ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণ হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, ব্যবহারিক প্রয়োগের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ৷ প্রতীকী ছবি ৷
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, ব্যবহারিক প্রয়োগের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ৷ প্রতীকী ছবি ৷