Tag Archives: IPL 2024

IPL 2024 Playoffs Scenario: প্রথম দল হিসেবে প্লে অফে কেকেআর, বাকি ৩ দল কারা? পয়েন্ট টেবিলে বড় চমক

আইপিএল ২০২৪-এর প্রথম দল হিসেবে প্লেঅফে কোয়ালিফাই করেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফ্যানেদের সুখবর দিয়েছে কেকেআর। ১২ ম্য়াচে ৯ জয়, ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে নাইটরা।
আইপিএল ২০২৪-এর প্রথম দল হিসেবে প্লেঅফে কোয়ালিফাই করেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফ্যানেদের সুখবর দিয়েছে কেকেআর। ১২ ম্য়াচে ৯ জয়, ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে নাইটরা।
শুধু প্লে অফে কোয়ালিফাই করাই নয়, প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়াও পাকা করে ফেলেছে কেকেআর। বাকি ম্যাচগুলিতে কেকেআর ও রাজস্থান রয়্যালসের ফলাফলের উপর নির্ভর করবে লিগ টপার হবে কোন দল। তবে কেকেআরের রানরেট ভাল থাকায় প্রথম দুইয়ে জায়গা পাকা।
শুধু প্লে অফে কোয়ালিফাই করাই নয়, প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়াও পাকা করে ফেলেছে কেকেআর। বাকি ম্যাচগুলিতে কেকেআর ও রাজস্থান রয়্যালসের ফলাফলের উপর নির্ভর করবে লিগ টপার হবে কোন দল। তবে কেকেআরের রানরেট ভাল থাকায় প্রথম দুইয়ে জায়গা পাকা।
রাজস্থান রয়্যালসের বর্তমানে ১১ ম্যাচে ৮ জয়, ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সরকারিভাবে প্লেঅফের টিকিট পাকা না হলেও কার্যত পাকা হয়ে গিয়েছে। আর দুটি ম্যাচ জিতলেই রাজস্থানেরও প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়া পাকা হয়ে যাবে।
রাজস্থান রয়্যালসের বর্তমানে ১১ ম্যাচে ৮ জয়, ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সরকারিভাবে প্লেঅফের টিকিট পাকা না হলেও কার্যত পাকা হয়ে গিয়েছে। আর দুটি ম্যাচ জিতলেই রাজস্থানেরও প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়া পাকা হয়ে যাবে।
লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ১২ ম্যাচে ৭ জয়, ১৪ পয়েন্ট প্যাট কামিন্সের দলের। ফলে হায়দাবাদের কাছেও শেষ দুটি ম্যচ জিতলে প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়ার সুযোগ রয়েছে। আর রানরেট ভাল থাকায় একটি ম্যাচ জিতলে প্লেঅফ কার্যত পাকা হয়ে যাবে এসআরএইচের।
লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ১২ ম্যাচে ৭ জয়, ১৪ পয়েন্ট প্যাট কামিন্সের দলের। ফলে হায়দাবাদের কাছেও শেষ দুটি ম্যচ জিতলে প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়ার সুযোগ রয়েছে। আর রানরেট ভাল থাকায় একটি ম্যাচ জিতলে প্লেঅফ কার্যত পাকা হয়ে যাবে এসআরএইচের।
এরপর চতুর্থস্থান নিয়েই চলছে জোর টক্কর। ১২ ম্যাচে ৬ জয়, ১২ পয়েন্ট নিয়ে রানরেটের বিচারে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই, পঞ্চম স্থানে রয়েছে দিল্লি, ষষ্ঠ স্থানে রয়েছে লখনউ। ফলে আগামী ২টি ম্যাচ জিততে পারলে তিনটি দলের কাছেই সুযোগ রয়েছে প্লেঅফে যাওয়ার।
এরপর চতুর্থস্থান নিয়েই চলছে জোর টক্কর। ১২ ম্যাচে ৬ জয়, ১২ পয়েন্ট নিয়ে রানরেটের বিচারে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই, পঞ্চম স্থানে রয়েছে দিল্লি, ষষ্ঠ স্থানে রয়েছে লখনউ। ফলে আগামী ২টি ম্যাচ জিততে পারলে তিনটি দলের কাছেই সুযোগ রয়েছে প্লেঅফে যাওয়ার।
১২ ম্যাচ ৫ জয়, ১০ পয়েন্টে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স। এই দুই দল যদি সব ম্যাচ জেতে তাহলে শেষ করবে ১৪ পয়েন্টে। প্লেঅফে যাওয়ার ক্ষীণ আশা থাকলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। একমাত্র মুম্বই ও পঞ্জাবের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে।
১২ ম্যাচ ৫ জয়, ১০ পয়েন্টে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স। এই দুই দল যদি সব ম্যাচ জেতে তাহলে শেষ করবে ১৪ পয়েন্টে। প্লেঅফে যাওয়ার ক্ষীণ আশা থাকলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। একমাত্র মুম্বই ও পঞ্জাবের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে।

ফিরল সেই ‘পুরনো’ কেকেআর! প্লে-অফে শাহরুখের দল, এবারই নাইটদের আসল চিন্তা

কলকাতা: এই নিয়ে চলতি মরশুমে ২ বার মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল কেকেআর। প্রথমবার মুম্বইয়ের ঘরের মাঠে, আর এদিন ইডেনে। সেইসঙ্গে এবারের আইপিএলে প্লে-অফে জায়গাও পাকা করে ফেলল বলিউড কিং শাহরুখ খানের দল।

মুম্বইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে কেকেআর তুলেছিল ১৫৭ রান। ৭ উইকেটে। এদিন বৃষ্টির জন্য ম্যাচ হয় ১৬ ওভারে। মুম্বই শেষ পর্যন্ত ১৩৯ রান তুলতে পারে। আট উইকেটে। সেইসঙ্গে প্লে-অফের টিকিট পাকা করে ফেলল কেকেআর। তবে এবারই আসল চিন্তা। কারণ শোনা যাচ্ছে, আন্দ্রে রাসেলকে আর পাবে না কেকেআর। তিনি বিশ্বকাপের প্রস্তুতির জন্য দেশে ফিরবেন

আইপিএলের ৬০তম ম্যাচেও খাতা খুলতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারিন। মুম্বই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ প্রথম বলেই নারিনকে বোল্ড করেন।

আরও পড়ুন- সেঞ্চুরির পরেই আইপিএলে শাস্তির কোপে শুভমন, চেন্নাইয়ের বিরুদ্ধে কী করেছেন গিল?

নারিন টি-টোয়েন্টি ক্রিকেটে ৪৪তম বার ব্যক্তিগত স্কোর শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন সুনীল নারিনের নামের পাশে।

ইংল্যান্ডের প্রাক্তন ওপেনার অ্যালেক্স হেলসকে পিছনে ফেলেছেন নারিন।  তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ৪৩ বার শূন্য রানে আউট হয়েছিলেন। সেই রেকর্ড এদিন ভেঙে দিলেন কেকেআরের তারকা অলরাউন্ডার।

কেকেআরের ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে জসপ্রিত বুমরাহের বলে বোল্ড হন বাঁহাতি ওপেনার সুনীল নারিন। বুমরাহের বল বুঝতে ভুল করেন নারিন। অনেকে বলছেন, এদিন আইপিএলের সেরা ডেলিভারি করেন বুমরপাহ।

আরও পড়ুন- বইবে ঝোড়ো হাওয়া, বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির দাপট, KKR ম্যাচে কোন অশনি সংকেত

আইপিএলে এই নিয়ে ১৬ বার শূন্য রানে আউট হলেন নারিন। তিনি পীযূষ চাওলার সাথে যৌথভাবে দ্বিতীয় ব্যাটার হিসেবে আইপিএলে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন। এই তালিকায় যৌথভাবে এক নম্বরে রয়েছেন দীনেশ কার্তিক, গ্লেন ম্যাক্সওয়েল ও রোহিত শর্মা।

বল ঘুরল হাওয়ায়! আইপিএলের সেরা ডেলিভারি এটাই! ইডেনে ‘বুম বুম’ বুমরাহ…

কলকাতা: এমনিতেই বৃষ্টিবিঘ্নিত ম্যাচ। বিরক্তিকর। দর্শকরা হা হুতাশ করছিলেন। ম্যাচ শুরুর আগেই বৃষ্টি। মাঠ ঢাকা পড়ল কভারে। সেই কভার কখন সরবে, ম্যাচ আদৌ হবে কি না, সেসব চিন্তা তো ছিলই। তবে এমন ম্যাচে দর্শকদের সেরা পাওনা, আইপিএলের সেরা ডেলিভারি দেখা।

জসপ্রিত বুমরাহ এদিন প্রথম ওভারে যেমন বোলিং করলেন, তা আগুনে বললেও হয়তো কম বলা হবে। সুনীন নারিনকে এমন ডেলিভারিতে প্যাভিলিয়নে ফেরালেন, যেটা দেখলে আপনিও বলবেন, এটাই এবারের আইপিএলের সেরা ডেলিভারি।

আরও পড়ুন- সেঞ্চুরির পরেই আইপিএলে শাস্তির কোপে শুভমন, চেন্নাইয়ের বিরুদ্ধে কী করেছেন গিল?

ধারাভাষ্যকাররা বলছিলেন, নারিন যে অ্যাঙ্গেল থেকে বলটাকে রিলিজ করেছিলেন, তাতে ওয়াইড হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু বাস্তবে সেই ডেলিভারি সুনীল নারিনের অফ স্টাম্প নিয়ে চলে গেল! নারিনও ভেবেছিলেন হয়তো, বলটা অফ স্টাম্পের দূর দিয়ে যাবে।

আরও পড়ুন- বইবে ঝোড়ো হাওয়া, বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির দাপট, KKR ম্যাচে কোন অশনি সংকেত

কেকেআর এই ম্যাচ জিতলে প্লে-অফ নিশ্চিত করে ফেলবে। তবে এই ইডেন রোহিত শর্মার পয়া মাঠ। ইডেন তাঁকে কখনও খালি হাতে ফেরায় না। ম্যাচ এদিন হচ্ছে ১৬ ওভারের। কেকেআর-এর ব্যাটিং ভালই খেলেছে। ভেঙ্কটেশ আইয়ার ২১ বলে ৪২ রানের ইনিংস খেলেন। নীতিশ রানা ২৩ বলে ৪৩। কেকেআর ১৬ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে তুলল ১৫৭। বুমরাহ এদিন ২টি উইকেট পেলেন

IPL 2024 KKR vs MI: থামল বৃষ্টি, শুরু হতে চলেছে কলকাতা বনাম মুম্বইয়ের ম্যাচ, কত ওভারের খেলা হবে? কী কী নিয়ম?

কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই সন্ধে থেকেই কলকাতায় নেমেছ‍ে বৃষ্টি। মাঠ সেই মতোই কভারে ঢাকা। কলকাতা বনাম মুম্বই ম্যাচ ৭.৩০ থেকে খেলা শুরুর কথা থাকলেও ৯:১৫তে শুরু হতে চলেছে খেলা। মুম্বইয়ের কাছে এই ম্যাচ নিয়মরক্ষার হলেও কেকেআরের কাছে প্লে-অফে ওঠার জন্য জরুরি এই ম্যাচ।

২০ ওভারের ম্যাচ হওয়ার কথা থাকলেও ১৬ ওভারের খেলা হবে। ইডেনের ৫ নম্বর পিচে খেলা হবে। ৫ ওভার থাকবে পাওয়ার প্লে। পাঁচ বোলারের মধ্যে এক জন বোলার ৪ ওভার, অন্য চার বোলার ৩ ওভার করে বল করতে পারবে। মুম্বই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

নিয়ম অনুযায়ী, প্রতিটি ম্যাচ শেষ করার জন্য অতিরিক্ত এক ঘণ্টা সময় থাকে। ওভার না কমিয়ে খেলা শুরুর শেষ সময় ছিল রাত সাড়ে ৮টা। সময় পেরিয়ে গিয়েছে, তাই এ বার কমবে ওভার। ২০ ওভারের কমই হবে প্রতি ইনিংসের খেলা। অন্য দিকে, একটি টি২০ ম্যাচে দু’দলকে কমপক্ষে ৫ ওভার করে খেলতে হবে। অর্থাৎ দুই ইনিংসে মোট ১০ ওভারের খেলা হতেই হবে।

আরও খবর: দু’ঘণ্টার মধ্যেই রাজ্যের ছ’জেলায় বৃষ্টি-সহ ঝড়ের সতর্কবার্তা, সঙ্গে চার জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী

আরও খবর: শনিবারে ‘শনিদৃষ্টি’ কেকেআরে! একে তো প্রকৃতির মার, সঙ্গে রাসেলকে হারানোর ভয়!

দুই ইনিংস মিলিয়ে মোট ১০ ওভারের ম্যাচ করতে গেলে খেলা শুরু করার শেষ সময় রাত ১০টা ৫৬ মিনিটে। পুরো মাঠ থেকে কভার সরে গেলেও মাঠ খেলার জন্য প্রস্তুত করতে কিছুটা লাগবে। সেই সব নিয়ে ১০টা ৫৬ মিনিটের মধ্যেই শুরু করতে হবে কলকাতা বনাম মুম্বই ম্যাচ। তখনও শুরু করা না গেলে ম্যাচ ভেস্তে যাবে। তখন দুই দল ১ পয়েন্ট করে পাবে।

শনিবারে ‘শনিদৃষ্টি’ কেকেআরে! একে তো প্রকৃতির মার, সঙ্গে রাসেলকে হারানোর ভয়!

কলকাতা: শনিবারে শনির প্রকোপ কেকেআরে! একে তো প্রকৃতির মার। তার উপর আবার দলের এক নম্বর অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে দরকারের সময় না পাওয়ার চিন্তা!

ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের টস সময়মতো হল না।পূর্বাভাস ছিল, শনিবার কলকাতায় ঝড়-বৃষ্টি হবে। সেই মতো আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে দিল বৃষ্টি। সন্ধে নামতেই আকাশের চেহারা বদলে গেল।

ইডেন আপাতত কভারে ঢাকা। দর্শকরা করুণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সেই কভারের দিকে। কখন সেই কভার উঠবে! কখন খেলা শুরু হবে! তারউপর আজ কেকেআরের গুরুত্বপূর্ণ ম্যাচ। আজকের ম্যাচে জিততে পারলে কেকেআরের প্লে-অফ নিয়ে আর কোনও চিন্তা থাকবে না।

আরও পড়ুন- বলুন তো, আইপিএলের ট্রফির গায়ে কী লেখা থাকে? চারটে শব্দ, জানেন না ৯৯% মানুষ

এরই মধ্যে আরও একটি আশঙ্কা দেখা দিয়েছে কেকেআর শিবিরে। ফর্মে থাকা অলরাউন্ডার দ্রে রাসকে প্লে-অফ, এমনকী কেকেআর ফাইনালে উঠলেও পাবে না। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রয়েছে আন্দ্রে রাসেল।

নিয়মমাফিক বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের ২২ মের মধ্যে দেশে ফিরতে হবে। যদিও সুনীল নারিনকে নিয়ে কেকেআরের কোনও চিন্তা নেই। কারণ তিনি উইন্ডিজের বিশ্বকাপের দলে নেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের সিরিজ খেলবে। সেই সিরিজ হবে ২৩ থেকে ২৬ মে। বিশ্বকাপের দলে ক্রিকেটারদের সেই সিরিজে খেলার নির্দেশ দিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

এদিকে রাসেলকে গুরুত্বপূর্ণ সময়ে পাবে না কেকেআর। ওদিকে সানরাইজার্স হায়দরাবাদ হেনরিক ক্লাসেনকে পাবে না। উল্লেখ্য, আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ২১ মে। প্রথম এলিমিনেটর ২২ মে। দ্বিতীয় কোয়ালিফায়ার ২৪ মে। ফাইনাল ২৬ মে।

KL Rahul Captaincy: সঞ্জীব গোয়েঙ্কা আদৌ তাঁকে রাখবেন না পরের মরশুমে! তাই নিজের থেকে পদ থেকে সরে যাওয়ার সম্ভাবনা কেএল রাহুলের?

সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ন্টস ম্যাচের পর এক অন্য ছবি দেখছে ক্রিকেট দুনিয়া৷ মাঠের মধ্যে দলের অধিনায়ককে যেভাবে চিৎকার চেঁচামিচি করেছেন তাতে সকলেই প্রশ্ন তুলেছেন এরকম কী করে একজনের সঙ্গে দলের মালিক করতে পারেন?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ন্টস ম্যাচের পর এক অন্য ছবি দেখছে ক্রিকেট দুনিয়া৷ মাঠের মধ্যে দলের অধিনায়ককে যেভাবে চিৎকার চেঁচামিচি করেছেন তাতে সকলেই প্রশ্ন তুলেছেন এরকম কী করে একজনের সঙ্গে দলের মালিক করতে পারেন?
এখনও পর্যন্ত লখনউ সুপার জায়ন্টস প্লে অফের দৌড়ে আছে তারমধ্যে এই ধরণের অশান্তি জারি রয়েছে৷ আইপিএল ২০২৪ সালে লখনউ সুপার জায়ন্টস ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবলের ৬ নম্বরে রয়েছে৷ কিন্তু নেটিজেনরা জানাচ্ছে  নিজের পদ ছেড়ে দিন কেএল রাহুল৷ ছেড়ে দিন অধিনায়কত্ব৷ এই ধরণের অপমান সহ্য না করে কন্ট্র্যাক্ট ছেড়ে বেরিয়ে আসুন৷
এখনও পর্যন্ত লখনউ সুপার জায়ন্টস প্লে অফের দৌড়ে আছে তারমধ্যে এই ধরণের অশান্তি জারি রয়েছে৷ আইপিএল ২০২৪ সালে লখনউ সুপার জায়ন্টস ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবলের ৬ নম্বরে রয়েছে৷ কিন্তু নেটিজেনরা জানাচ্ছে  নিজের পদ ছেড়ে দিন কেএল রাহুল৷ ছেড়ে দিন অধিনায়কত্ব৷ এই ধরণের অপমান সহ্য না করে কন্ট্র্যাক্ট ছেড়ে বেরিয়ে আসুন৷
নেটিজেনরা যেভাবে ট্রোলিং করছেন তাতে  লখনউ সুপার জায়ন্টস কর্ণধার  সঞ্জীব গোয়েঙ্কা নিজের পদক্ষেপ নিয়েছেন৷ সেটাও বেশ চমকপ্রদ৷ তিনি নিজের আবেগের মুহূর্তের ব্যবহারের জন্য  ক্ষমা চাওয়া তো দূরের কথা তাঁর নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের পাবলিক কমেন্টের সেকশনটি ডিসাবেল করে দিয়েছেন৷
নেটিজেনরা যেভাবে ট্রোলিং করছেন তাতে  লখনউ সুপার জায়ন্টস কর্ণধার  সঞ্জীব গোয়েঙ্কা নিজের পদক্ষেপ নিয়েছেন৷ সেটাও বেশ চমকপ্রদ৷ তিনি নিজের আবেগের মুহূর্তের ব্যবহারের জন্য  ক্ষমা চাওয়া তো দূরের কথা তাঁর নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের পাবলিক কমেন্টের সেকশনটি ডিসাবেল করে দিয়েছেন৷
এরপর সূত্রের খবর সামনের মরশুমে কেএল রাহুলকে রাখবেন না লখনউ সুপার জায়ন্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা৷  পিটিআই জানিয়েছে ২০২২ সালে রেকর্ড ১৭ কোটি টাকা দিয়ে লখনউ সুপার জায়ন্টসে এসেছিলেন৷ ফলে জল্পনা চরমে যে অধিনায়ক নিজেই নিজের পদ ছেড়ে দিতে পারেন৷ নিজের ব্যাটিংয়ে জোর দিচ্ছেন কেএল রাহুল৷
এরপর সূত্রের খবর সামনের মরশুমে কেএল রাহুলকে রাখবেন না লখনউ সুপার জায়ন্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা৷  পিটিআই জানিয়েছে ২০২২ সালে রেকর্ড ১৭ কোটি টাকা দিয়ে লখনউ সুপার জায়ন্টসে এসেছিলেন৷ ফলে জল্পনা চরমে যে অধিনায়ক নিজেই নিজের পদ ছেড়ে দিতে পারেন৷ নিজের ব্যাটিংয়ে জোর দিচ্ছেন কেএল রাহুল৷
দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ন্টসের ম্যাচ পরের খেলা৷ ‘‘পাঁচ দিনের গ্যাপ দিল্লি ক্যাপিটাল্সের ম্যাচের আগে, এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি, কিন্তু এটা মাথায় রাখা হচ্ছে যদি তিনি শুধু নিজের ব্যাটিংয়ে মনোযোগ দেন৷ ম্যানেজমেন্ট কিছু মনে করবে না৷ ’’- আইপিএলের এক সোর্স নিজের নাম গোপন রাখার শর্তে এই কথা পিটিআইকে বলেছেন৷
দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ন্টসের ম্যাচ পরের খেলা৷ ‘‘পাঁচ দিনের গ্যাপ দিল্লি ক্যাপিটাল্সের ম্যাচের আগে, এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি, কিন্তু এটা মাথায় রাখা হচ্ছে যদি তিনি শুধু নিজের ব্যাটিংয়ে মনোযোগ দেন৷ ম্যানেজমেন্ট কিছু মনে করবে না৷ ’’- আইপিএলের এক সোর্স নিজের নাম গোপন রাখার শর্তে এই কথা পিটিআইকে বলেছেন৷

 

 

Shubman Gill punished: সেঞ্চুরির পরেই আইপিএলে শাস্তির কোপে শুভমন, চেন্নাইয়ের বিরুদ্ধে এই কাজের জন্য বিপাকে গিল

আইপিএলে এ বার শাস্তির কবলে গুজরাতের অধিনায়ক শুভমন গিল। সিএসকের বিরুদ্ধে ম্যাচে জয়ের পরেই দুঃসংবাদ এল গুজরাত শিবিরে। মন্থর ওভার রেটের জন্য শাস্তির কবলে পড়েছেন শুভমন গিল সহ গুজরাতের বাকি খেলোয়ারেরা।

চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ প্রায় নকআউট ছিল গুজরাতের। ধোনিদের ৩৫ রানে হারিয়ে আইপিএলের প্লেঅফের লড়াইয়ে এখনও টিকে রয়েছে গুজরাত। এর মধ্যেই শাস্তির খবর এল গুজরাত শিবিরে। মন্থর ওভার রেটের জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা হয়েছে শুভমন গিলের। ইমপ্যাক্ট প্লেয়ার সহ গিল ছাড়া বাকি ১১জনের জরিমানার পরিমাণ ৬ লক্ষ টাকা বা ম্যাচ ফির ২৫ শতাংশ (যেটার পরিমাণ সবচেয়ে কম হবে)।

আরও পড়ুন: সাসপেন্ড ঋষভ পন্থ! প্লেঅফের জন্য ‘বিরাট’ ম্যাচে শাস্তি পন্থের, কী করেছেন?

চেন্নাইয়ের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে গুজরাত। সাই সুদর্শন এবং শুভমন গিল সেঞ্চুরি করেছেন শুক্রবারের ম্যাচে। ২৩২ রান তাড়া করতে নেমে ১৯৬ রানের মধ্যে গুটিয়ে যায় চেন্নাইয়ের ইনিংস। মইন আলি এবং ডারেল মিচেলের লড়াইয়ের পরেও জিততে পারেনি চেন্নাই। চেন্নাইয়ের আইপিএলের প্লেঅফ এখনও নিশ্চিত হয়নি। অন্য দিকে চেন্নাই ম্যাচ জিতে এখনও প্লেঅফে টিকে রয়েছে গুজরাত। এ বার শাস্তি হল গুজরাতের খেলোয়ারদের। গুজরাতের আগামী দুই ম্যাচ কলকাতা এবং হায়দরাবাদের বিরুদ্ধে।

KKR vs MI Weather Update: বইবে ঝোড়ো হাওয়া, কালো মেঘ থেকে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির দাপট, কেকেআর ম্যাচে কোন অশনি সংকেত

আর কিছুক্ষণ বাদেই ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স৷ কিন্তু সেই ম্যাচে ব্যাট বলের লড়াইতে ভিলেনের ভূমিকায় থাকবে কলকাতার আবহাওয়া৷
আর কিছুক্ষণ বাদেই ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স৷ কিন্তু সেই ম্যাচে ব্যাট বলের লড়াইতে ভিলেনের ভূমিকায় থাকবে কলকাতার আবহাওয়া৷
আলিপুর আবহাওয়া দফতরের জারি করা সতর্কতায়  সন্ধ্যার পর কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো হাওয়া সম্ভাবনা। সামান্য হলেও আইপিএল ম্যাচ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকছে।
আলিপুর আবহাওয়া দফতরের জারি করা সতর্কতায়  সন্ধ্যার পর কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো হাওয়া সম্ভাবনা। সামান্য হলেও আইপিএল ম্যাচ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকছে।
সকাল থেকেই আকাশের মুখ ভার৷ গরম কম হলেও আপেক্ষিক আর্দ্রতার কারণে অস্বস্তি ছিল৷ শনিবার সকাল থেকেই আবহাওয়ায় বদল এলেও  তীব্র গরমে বৃষ্টির অপেক্ষা চলছেই৷ দুপুরের দিকে হালকা ছিঁটেফোঁটা কিছু জায়গায় বৃষ্টি হলেও সেভাবে তোলপাড় করা কিছু হয়নি৷  এর মধ্যেই আবহাওয়ার বিরাট আপডেট জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর৷
সকাল থেকেই আকাশের মুখ ভার৷ গরম কম হলেও আপেক্ষিক আর্দ্রতার কারণে অস্বস্তি ছিল৷ শনিবার সকাল থেকেই আবহাওয়ায় বদল এলেও  তীব্র গরমে বৃষ্টির অপেক্ষা চলছেই৷ দুপুরের দিকে হালকা ছিঁটেফোঁটা কিছু জায়গায় বৃষ্টি হলেও সেভাবে তোলপাড় করা কিছু হয়নি৷  এর মধ্যেই আবহাওয়ার বিরাট আপডেট জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর৷
কালো মেঘে ঢেকেছে আকাশ৷ কোথাও হালকা তো কোথাও আবার মাঝারি বৃষ্টি সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়৷ সঙ্গে বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়া বইবে৷
কালো মেঘে ঢেকেছে আকাশ৷ কোথাও হালকা তো কোথাও আবার মাঝারি বৃষ্টি সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়৷ সঙ্গে বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়া বইবে৷
বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। যে তীব্র দাবদাহ থেকে মুক্তি মিলবে তার পূর্বাভাস আগেই মিলেছিল৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের৷ ।
বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। যে তীব্র দাবদাহ থেকে মুক্তি মিলবে তার পূর্বাভাস আগেই মিলেছিল৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের৷ ।
ফলে বৃষ্টি চলাকালীন বারেবারে খেলায় ছেদ পড়তে পারে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে৷
ফলে বৃষ্টি চলাকালীন বারেবারে খেলায় ছেদ পড়তে পারে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে৷
এদিনের ম্যাচে অবশ্য খেলার ফলাফল যদি বৃষ্টির কারণে না হয় তাহলে কেকেআরের  এবং মুম্বই ইন্ডিয়ান্স দুজনের ঝোলাতেই এক পয়েন্ট করে আসবে৷
এদিনের ম্যাচে অবশ্য খেলার ফলাফল যদি বৃষ্টির কারণে না হয় তাহলে কেকেআরের  এবং মুম্বই ইন্ডিয়ান্স দুজনের ঝোলাতেই এক পয়েন্ট করে আসবে৷
মুম্বইতে আগেই আইপিএল প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে, কিন্তু এদিন কেকেআর এক পয়েন্ট পেয়ে গেলে প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছে যাবে৷ কারণ তাদের মোট পয়েন্ট হবে ১৭৷
মুম্বইতে আগেই আইপিএল প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে, কিন্তু এদিন কেকেআর এক পয়েন্ট পেয়ে গেলে প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছে যাবে৷ কারণ তাদের মোট পয়েন্ট হবে ১৭৷

 

Rishabh Pant suspended: সাসপেন্ড ঋষভ পন্থ! প্লে-অফের জন্য ‘বিরাট’ ম্যাচে শাস্তি পন্থের, কী করেছেন?

দিল্লি: দিল্লি ক্যাপিটালস শিবিরে দুঃসংবাদ। প্লে-অফে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না দিল্লির অধিনায়ক। ৭ মে রাজস্থান বনাম দিল্লির ম্যাচে আইপিএলের কোড কনডাক্ট লঙ্ঘনের জন্য আর্থিক জরিমানা-সহ এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে পন্থকে।

রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য শাস্তি পেলেন দিল্লির অধিনায়ক। বিসিসিআই সূত্রে জানানো হয়েছে, রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে এই মরসুমে তিন বার স্লো ওভার রেটের ঘটনা ঘটেছে দিল্লির তরফে, তাই ঋষভ পন্থকে এক ম্যাচ সাসপেন্ড এবং ৩০ লক্ষ টাকা জরিমানা করা হল।

আরও খবর: ‘লোকসভায় ৩০টা আসন পেলে ছ’মাসের মধ্যেই নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে’, রানাঘাটের সভা থেকে দাবি সুকান্তের

রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য শাস্তির কোপ থেকে বাঁচেননি বাকি খেলোয়াড়রাও। ঋষভ ছাড়া রাজস্থানের বিরুদ্ধে যারা দিল্লির প্রথম একাদশে ছিলেন তাদের জরিমানা বাবদ ১২ লক্ষ টাকা বা ম্যাচ ফির ৫০ শতাংশ যেটার পরিমাণ কম হবে সেটা দিতে হবে।

ম্যাচ রেফারির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানিয়েছে দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট। শাস্তির বিষয়টি এখন বিসিসিআইয়ের অম্বাডসম্যানের কাছে গিয়েছিল। তিনি দুই পক্ষের মন্তব্য শুনে ম্যাচ রেফারির সিদ্ধান্তই মেনে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও খবর: আগামী ২৪ ঘণ্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, ম্যাচ ভেস্তে গেলে কোথায় থাকবে কেকেআর?

বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ আইপিএলের প্লে-অফে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দিল্লি সমসংখ্যক ম্যাচ খেলে বেঙ্গালুরুর থেকে ২ পয়েন্টে এগিয়ে। কিন্তু আরসিবির নেট রেট কিছুটা ভাল, তাই দিল্লি আরসিবির বিরুদ্ধে ম্যাচ হারলে প্লেঅফে পৌঁছনো কঠিন হয়ে যাবে।

বলুন তো, আইপিএলের ট্রফির গায়ে কী লেখা থাকে? চারটে শব্দ, জানেন না ৯৯% মানুষ

জমে উঠেছে আইপিএল। আজ মুম্বইকে হারাতে পারলেই কেকেআরের প্লে-অফ নিশ্চিত। ইতিমধ্যে প্লে-অফের জায়গা পাকা করে ফেলেছে রাজস্থান রয়্যালস।
জমে উঠেছে আইপিএল। আজ মুম্বইকে হারাতে পারলেই কেকেআরের প্লে-অফ নিশ্চিত। ইতিমধ্যে প্লে-অফের জায়গা পাকা করে ফেলেছে রাজস্থান রয়্যালস।
ভরা আইপিএলে এবার একের পর এক বিতর্কও দেখা দিয়েছে। কখনও এক ব্যবসায়ীকে দেখা গিয়েছে, কেএল রাহুলকে প্রকাশ্যে ভর্ৎসনা করছেন। আবার কখনও হার্দিক পান্ডিয়াকে দেখা গিয়েছে, সতীর্থদের সঙ্গে দুর্ব্যবহার করছেন।
ভরা আইপিএলে এবার একের পর এক বিতর্কও দেখা দিয়েছে। কখনও এক ব্যবসায়ীকে দেখা গিয়েছে, কেএল রাহুলকে প্রকাশ্যে ভর্ৎসনা করছেন। আবার কখনও হার্দিক পান্ডিয়াকে দেখা গিয়েছে, সতীর্থদের সঙ্গে দুর্ব্যবহার করছেন।
এত কিছুর পরও আইপিএলের গরিমায় একটুও কমতি দেখা যায়নি. বরং যত বয়স বাড়ছে, আইপিএলের জৌলুস বাড়ছে। অন্তত আইপিএলের ভিউ রেকর্ড তো তাই বলে।
এত কিছুর পরও আইপিএলের গরিমায় একটুও কমতি দেখা যায়নি. বরং যত বয়স বাড়ছে, আইপিএলের জৌলুস বাড়ছে। অন্তত আইপিএলের ভিউ রেকর্ড তো তাই বলে।
আপনিও নিশ্চয়ই আইপিএল দেখেন নিয়মিত। তা হলে বলতে পারবেন, আইপিএল ট্রফির গায়ে কী লেখা থাকে!
আপনিও নিশ্চয়ই আইপিএল দেখেন নিয়মিত। তা হলে বলতে পারবেন, আইপিএল ট্রফির গায়ে কী লেখা থাকে!
আইপিএল ট্রফির গায়ে চারটে শব্দ লেখা থাকে। সংস্কৃতে। তবে অনেকেই সেই চারটে শব্দ কী তা জানেন না। আজ আমরা সেই তথ্যই আপনাদের জানাব।
আইপিএল ট্রফির গায়ে চারটে শব্দ লেখা থাকে। সংস্কৃতে। তবে অনেকেই সেই চারটে শব্দ কী তা জানেন না। আজ আমরা সেই তথ্যই আপনাদের জানাব।
আইপিএল ট্রফির গায়ে লেখা থাকে- ‘যাত্রা প্রতিভা অবসর প্রাপনোতিথি।’
আইপিএল ট্রফির গায়ে লেখা থাকে- ‘যাত্রা প্রতিভা অবসর প্রাপনোতিথি।’
বাংলায় তর্জমা করলে যার মানে দাঁড়ায়, 'প্রতিভার সুযোগের সদ্ব্যবহারের মঞ্চ’। অর্থাৎ আইপিএলের এই মঞ্চ আসলে তরুণদের প্রতিভা দেখানোর মঞ্চ।
বাংলায় তর্জমা করলে যার মানে দাঁড়ায়, ‘প্রতিভার সুযোগের সদ্ব্যবহারের মঞ্চ’। অর্থাৎ আইপিএলের এই মঞ্চ আসলে তরুণদের প্রতিভা দেখানোর মঞ্চ।