Tag Archives: Jute Mill

Bangla Video: পুজোর আগে মাথায় হাত বাঁশবেড়িয়ার গেঞ্জেস জুটমিলের শ্রমিকদের

হুগলি: পুজোর আগেই দুশ্চিন্তায় বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুট মিলে শ্রমিক মহল। এদিন সকাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ করে মিল গেটে একত্রিত হয়। ঘটনাস্থলে আসে বাঁশবেরিয়া মিল ফাঁড়ির পুলিশ। একাধিক অভিযোগে জুট মিলের মালিকপক্ষের প্রতি, যার দরুন অসন্তোষে ফেটে পড়ে শ্রমিকরা।

স্থানীয় সূত্রে খবর, শ্রমিকদের অভিযোগ কোনো এগ্রিমেন্ট মানছেন না মিল কর্তৃপক্ষ। কম মেশিন চালিয়ে বেশি উৎপাদন দিতে বলছেন তাঁরা। সব শ্রমিকদের কাজও দেওয়া হচ্ছে না। স্থায়ী শ্রমিকদের বসিয়ে ঠিকা শ্রমিকদের কাজে বহাল করা হচ্ছে।এর ফলে আইএনটিটিইউসি পতাকা নিয়ে বিক্ষোভ দেখান কাজ বন্ধ করে দেন তাঁরা।

আরও পড়ুন: নারী নিরাপত্তায় এবার বিশেষ উদ্যোগ নিল রায়গঞ্জ জেলা পুলিশ

এই বিষয়ে মিল কর্তৃপক্ষ জানিয়েছেন ৮-১০ জন শ্রমিকের জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। শ্রমিকদের সাড়ে সাত ঘন্টা কাজ করতে বলা হয়েছে এবং আধ ঘন্টার টিফিন। সেটা তাঁরা কোনোভাবেই মানতে চাইছেন না।

অপরদিকে এই বিষয়ে শ্রমিকরা জানান, তাদের কোনোরকম কথাই শুনছে না মিল কর্তৃপক্ষ। বেশি সময়ের তাদেরকে কাজ করানোর চেষ্টা চলছে। মেশিন বন্ধ রেখে কাজ করানো দুষ্কর ব্যাপার। সঠিক সময়ের মধ্যে মিলের শ্রমিকদের কার্ড দেওয়া হচ্ছে না। যার যতদিনের কাজ পাওয়া উচিত সেই হিসেবে তাঁরা কাজ পাচ্ছেন না।

রাহী হালদার

Jute Industry: পাটের তৈরি জিনিস বানিয়ে স্বনির্ভর মহিলারা! মাসে মাসে ভাল আয়ের দিশা দেখাচ্ছে জুট

শিলিগুড়ি: হারিয়ে যাওয়া পাট শিল্পকে বাঁচিয়ে রাখতে পাট দিয়ে নানা সামগ্রী বানিয়ে স্বনির্ভর মহিলারা। নিজের হাতে পাট দিয়ে নানারকম জিনিস তৈরি করে বিভিন্ন বাজারে মেলাতে বিক্রি করছে। এদিয়ে চালাচ্ছে তাঁদের সংসার। একসময় বাংলায় পাটের সামগ্রী উৎপাদনের চল থাকলেও আজ তা মাত্র কয়েকটি জেলার কয়েকটি মাত্র এলাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। পাটের সুতো বের করে তা দিয়ে নানা ডিজাইনের রঙিন, সুদৃশ্য সামগ্রী তৈরি করছেন।

একসময় এই শিল্পের আয়তন বিশাল থাকলেও চাহিদা হ্রাসের কারণে প্রাচীন ঐতিহ্যবাহী এই শিল্প ক্রমহ্রাসমান হয়ে পড়েছে। তবে বংশ পরম্পরা মেনে আজও অনেকে এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। বিভিন্ন এলাকায় মহিলারা পাট থেকে সুতো বের করে এই শিল্পের কাজ করেন। এই কাজে উপার্জন কম ও পরিশ্রম বেশি। তাও অর্থের জন্য নানান কাজের ফাঁকে বহু মহিলা এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। পাটের সুতো থেকে বিছানার চাদর, টেবিল ক্লথ, পাটের ব্যাগ, কভার ফাইল, বাস্কেট, মোবাইলের খাপ, জুতো, পাপোস, পাটের শৌখিন গহনা, পাটের কার্পেট, শতরঞ্চি ও ঘর সাজানোর নানা সামগ্রী তৈরি হয়।

আরও পড়ুন: সাপের যম আপনার রান্নাঘরেই! লাগবে না ব্লিচিং-অ্যাসিড…! ‘এই’ কয়েকটি জিনিস বর্ষায় রাখুন হাতে

উৎসাহ ও উন্নত প্রশিক্ষণ পেয়ে বিভিন্ন এলাকার শিল্পীরা বর্তমানে আরও নতুন নতুন সামগ্রী তৈরি করছেন। আর পরিবেশবান্ধব হওয়ার কারণে আবার নতুন করে চাহিদা বেড়েছে পাটের নানা সামগ্রীর।

পাট শিল্পী রিনা খাতুন বলেন, ”২০০৮ সালে আমরা ভোকেশনাল ট্রেনিং কোর্সের মাধ্যমে এই পাটের তৈরি জিনিসের কাজ শিখেছি। তারপর নিজেরাই পাটের সুতো দিয়ে বিনো নিয়ে গেঁথে এই কাজ করছি। দেশের পাশাপাশি জুটের তৈরি এইসব জিনিসের চাহিদা আছে বিদেশের বাজারে‌ও। এই মুহূর্তে নতুন ট্রেন্ড হল জুটের জিনিস। আমরা বিগত ১৫ বছর ধরে এই কাজ করছি। এখন এই কাজের প্রশিক্ষণও আমরা দিয়ে থাকি।”

অনির্বাণ রায়

Hooghly news: ভোটের পরের দিনেই বন্ধ হল জুট মিল, শ্রমিক অসন্তোষে অচলাবস্থা

হুগলি: হুগলিতে নির্বাচন হয়েছে সোমবার ২০ তারিখ। লোকসভার নির্বাচনের একটি এজেন্ডা ছিল পাট শিল্প। এবার ভোটের ঠিক এক দিন পরেই কাজ বন্ধ হল জুটমিলে।মেশিন কমিয়ে কাজের বোঝা চাপানোয় শ্রমিক অসন্তোষ ছিল আগে থেকেই, এবার শ্রমিকরা কাজ বন্ধ করায় অচলাবস্থা তৈরি হল বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুটমিলে। গত ১৮ মে মিলের সেলাই ঘরে যত মেশিন চলত তা কমিয়ে প্রায় সত্তর জনকে বসিয়ে দেওয়া হয়।বিষয়টি নিয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক ইউনিয়ন কথা বলে।কিন্তু সন্তোষজনক উত্তর না মেলায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।স্যাক সুইং বিভাগের শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়।

আরও পড়ুন: বাড়িতে জারের জল পান করছেন? অজান্তেই শরীরের বিরাট ক্ষতি হচ্ছে, খাওয়ার আগে সাবধান

শ্রমিকদের দাবি পাটঘর থেকে বেল গোডাউন পর্যন্ত স্পিনিং, ওয়াইন্ডিং, ড্রয়িং, ফিনিশিং সহ সব বিভাগে কাজের বোঝা চাপানো হচ্ছে দিনের পর দিন।শ্রমিক কমিয়ে শ্রম বাড়াতে বাধ্য করা হচ্ছে।তারই প্রতিবাদে আজ সকালে জুটমিলের সত্তর শতাংশ শ্রমিক কাজে যাোগ দেয়নি।মিল গেটে হাজিরহলেও কাজে যোগ দেয়নি শ্রমিকরা।বিসিএমইউ শ্রমিক ইউনিয়নের নেতা রঞ্জিত কুমার রায় বলেন,আমাদের দাবি হলসব শ্রমিককে কাজ দিতে হবে। কাজের যে বোঝা চাপানো হচ্ছে সেটা নিয়ে আলোচনা করতে হবে।আমরা সব সময় আলোচনার জন্য রাজি আছি।

আরও পড়ুন: বাঙালি মেয়ের আঙুলের তালে উঠছেন, বসছেন স্টার্ক, রিঙ্কু, KKR-র তোলপাড় করা ভিডিও সুপার ভাইরাল

শ্রমিকরা আশঙ্কিত আজকে একটা বিভাগে যা হচ্ছে আগামী দিনে তাদের সঙ্গেও হতে পারে তাই শ্রমিকরা এক হয়েছে। পার্থ দাঁ নামে এক শ্রমিক বলেন,সেলাই ঘরে আগে দুটো শিফটে কাজ হতো এখন একটা শিফট চলে।তার ওপর মেশিন কমিয়ে দিয়েছে।কর্তৃপক্ষ চাইছে কম শ্রমিক দিয়ে মিল চালাতে।তাহলে কিছু শ্রমিক কাজ পাবে আর কিছু শ্রমিক কাজ পাবে না এটা কি করে হয়।কাজ করলে আমরা সবাই কাজ করবো সকলেরই পরিবার আছে।জুট মিল কর্তৃপক্ষ মিল গেটে নোটিশ দিয়ে আগেই জানিয়ে দিয়েছে বেআইনি স্ট্রাইক করেছে শ্রমিকরা।কাজ না করলে টাকা পাবেনা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাহী হালদার

Fire Incident: পারদ ৪০ ডিগ্রি ছুঁতেই জুট মিলে মজুত পাটে আগুন লাগল! ছুটে এল দমকল

উত্তর ২৪ পরগনা: ভয়াবহ পরিস্থিতি দক্ষিণবঙ্গ জুড়ে। শুক্রবার প্রথম দফার লোকসভা ভোটের দিনই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়ে গেল। সেই তালিকায় আছে উত্তর ২৪ পরগনার নাম’ও। আর জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির পারদ ছুঁতেই আগুন লাগল জুট মিলের পাটের গুদামে।

এদিন দুপুরে শ্যামনগরের ওয়েভারলি জুট মিলের পাটের গুদামে আগুন লেগে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ওই গুদামে মজুত থাকা পাট অতি দাহ্য হওয়ায় দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

আর‌ও পড়ুন: পঞ্চায়েত প্রধানের সংসার চলে দেওয়াল লিখে! ভোটের আগে ব্যস্ততা তুঙ্গে

বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রচন্ড রোদ এবং তাপের কারণেই সম্ভবত গুদামের মধ্যে রাখা পাটে আগুন ধরে যায়। দমকলের পক্ষ থেকেও তেমনই জানানো হয়েছে প্রাথমিক অনুমান হিসেবে। এর জেরে সাময়িক ব্যাহত হয়ে পড়ে মিলের উৎপাদন। বন্ধ রাখা হয়েছে কাজ। প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, প্রথমে মজুত থাকা পাট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেই ধোঁয়া থেকেই কিছুক্ষণের মধ্যে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব হয়নি।

রুদ্রনারায়ণ রায়