Tag Archives: Kanchanjunga Express

Kanchenjunga Express accident: কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা রেলের! মৃতদের পরিবার পিছু ১০ লাখ

নয়াদিল্লিঃ সোমবার সাত-সকালেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা রাজ্যে। ফাঁসিদেওয়ায় লাইনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। তাতেই ছিন্নভিন্ন হয়ে যায় দু-দুটি বগি। এই ঘটনায় ইতিমধ্যেই কমপক্ষে আট জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুনঃ কাঞ্চনজঙ্ঘার ভয়াবহ দুর্ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা মোদির, ঘটনাস্থলের পথে মমতা, রেলমন্ত্রী

ইতিমধ‍্যে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। রেলের পক্ষ থেকে দুর্ঘটনায় মৃতের পরিবারকে ১০ লাখ টাকা দেওয়া হবে, গুরুতর আহতদের জন্য ২.৫ লাখ এবং আহতদের ৫০০০০ টাকা দেওয়া হবে। অপরদিকে, ভয়াবহ এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদি। দফায় দফায় ঘটনার আপডেট নিচ্ছেন প্রধানমন্ত্রী।

ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকার নেতা মন্ত্রীদের ঘটনাস্থলে পৌঁছতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁচ্ছানোর জন‍্য রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এরইমধ্যে নবান্নের তরফে জানানো হয়েছে খোলা হয়েছে কন্ট্রোল রুম। নিম্নলিখিত নম্বরগুলিতে ফোন করে যাত্রীদের খোঁজখবর নিতে পারবেন তাঁদের পরিবারের লোকজন। দেখে নিন নম্বরগুলি।

ট্রেন নম্বর ১৩১৭৪ (কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস) এর হেল্পলাইন নম্বর

শিয়ালদহ স্টেশন
১) ০৩৩২৩৫০৮৭৯৪
২) ০৩৩২৩৮৩৩৩২৬
৩) রেলওয়ে টেলিফোন: ৩৩৩২৬

শিয়ালদহ কন্ট্রোল রুম:
১) ১০৭২৫
২) ০৩৩২৩৫১৬৯৬৭
৩) ০৩৩২৩৮৩২৫৯৪
৪) রেলওয়ে টেলিফোন: ৩২৫৯৪

নৈহাটি স্টেশন
১) ০৩৩২৫৮১২১২৮
২) রেলওয়ে টেলিফোন: ৩৯৩০০
৩) ০৩৩২৫৮০৫২৪৪

দক্ষিণেশ্বর স্টেশন
১) ০৩৩২৩৮৩২৫৯০
২) রেলওয়ে টেলিফোন: ৩২৫৯০
৩) ০৩৩২৩৮৩২৫৯০

Kanchanjunga Express Accident: অল্পের জন্য রক্ষা পদাতিক এক্সপ্রেসের! আতঙ্কিত যাত্রী, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন আলিপুরদুয়ারের বিধায়ক

আলিপুরদুয়ার: ভয়াবহ দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। নিউ আলিপুরদুয়ার গামী পদাতিক এক্সপ্রেস দুর্ঘটনাস্থল থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরেই ছিল। দুর্ঘটনার ভয়াবহতায় আতঙ্কিত পদাতিক এক্সপ্রেসের যাত্রী আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।

দুর্ঘটনার ভয়াবহতা ও তার আতঙ্ক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি।  তার লেখায় বারবার উঠে আসছে পদাতিক এক্সপ্রেস ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আজ সংঘর্ষ হতে পারত। দুর্ঘটনার ভয়াবহতা আরও বৃদ্ধি পেত যদি না মাল গাড়িটির সঙ্গে কাঞ্চনজঙ্ঘার সংঘর্ষ হত।

আরও পড়ুন: নেট প্রচণ্ড স্লো? বারবার বন্ধ হয়ে যায়? এই ৬ গোপন টিপস শিখে নিন, স্পিড নিয়ে কোনও দিন ভাবতে হবে না, ৯৯% লোকজনই জানেন না

এনজেপি স্টেশন থেকে ছেড়ে এসে নীচবাড়ি স্টেশনের কাছে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে ছিল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ আচমকাই সেই লাইনে তীব্র গতিতে ছুটে এল একটি কন্টেনার বোঝাই মালগাড়ি৷ দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে সজোরে ধাক্কা মারল মালগাড়ির ইঞ্জিন৷

আরও পড়ুন: বলুন তো কোন জিনিস শুকনো অবস্থায় ২ কেজি, ভিজে গেলে ১ কেজি, আবার পুড়লে ৩ কেজি হয়ে যায়? ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

সোমবার সকালে এমনই ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকলেন শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়া, রাঙাপানি এলাকার বাসিন্দারা৷কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ওই মালগাড়ি এত জোরে ধাক্কা মারে যে তার অভিঘাতে রেল লাইন থেকে ছিটকে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা৷ মালগাড়ির ইঞ্জিনের মাথায় উঠে যায় ট্রেনটির একটি লাগেজ ভ্যান৷

Annanya Dey

Kanchenjunga Express Accident Passenger: ‘বগির নীচে সব বডি পড়ে আছে, ওরা খুঁজছে’! দলা পাকানো কান্না দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীর

শিলিগুড়ি: সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদহের দিকে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ আচমকা ওই ট্রেনে পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চারটি কামরা লাইনচ্যুত হয়েছে। তার মধ্যে অন্তত দু’টি কামরা মালবাহী। এখনও পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সঙ্গে ৩০-এর বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। পিছনের দিকে মালবাহী কামরায় ধাক্কা লাগায় হতাহতের সংখ্যা কিছুটা হলেও কমের দিকে, নইলে মৃত্যু ভয়াবহ রূপ নিতে পারত।

আরও পড়ুন: ঘি করলা খান? ‘স্বর্গীয় ফল’ বলে অনেকে! ক্যানসার আটকাতে এর জুড়ি মেলা ভার, জানুন

এনজেপি স্টেশন থেকে ছেড়ে এসে নিজবাড়ি স্টেশনের কাছে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে ছিল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ আচমকাই সেই লাইনে তীব্র গতিতে ছুটে এল একটি কন্টেনার বোঝাই মালগাড়ি৷ দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে সজোরে ধাক্কা মারল মালগাড়ির ইঞ্জিন৷ সোমবার সকালে এমনই ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকলেন বহু যাত্রী।

আরও পড়ুন: বদলে গেল সময়, জুন মাসে কখন যেতে হবে স্কুলে? লক্ষ লক্ষ পড়ুয়ার জন্য স্বস্তির খবর

আতঙ্কিত এক যাত্রীর বক্তব্য, ‘আচমকা প্রবল ধাক্কা অনুভূত হয় ট্রেনের ভিতরে ,তারপরেই শুরু হয় কান্না। আমাদের কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা সামনে ছিল। পিছন থেকে মালগাড়ি এসে ধাক্কা মারে। ট্রেনের দু’টো বগি একেবারে উল্টে যায়। প্রচুর লোক চিৎকার করে ওঠে। অনেক লোক আহত হয়েছেন। এত জোর ধাক্কা লাগে, একের উপর এসে আরেকজন পড়তে থাকে। মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে।’

আরও এক যাত্রীর কাঁদতে কাঁদতে বললেন, ‘অনেকে মারাও গিয়েছে। বগির নীচে সব বডি পড়ে আছে। খোঁজাখুঁজি চলছে সেগুলো। আমাদের ট্রেনটা আস্তে ছিল, নইলে আরও অনেক লোক মারা যেত’। কীভাবে হল এমন ভয়াবহ রেল দুর্ঘটনা, তা এখন তদন্ত সাপেক্ষ। একই লাইনে দু’টি ট্রেন কীভাবে এল, তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাবেন। রেল ও কেন্দ্রের তরফে মৃত ও আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।

Kanchanjunga Express Train Accident: কাঞ্চনজঙ্ঘার ভয়াবহ দুর্ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা মোদির, ঘটনাস্থলের পথে মমতা, রেলমন্ত্রী

নয়াদিল্লি: সোমবার সাত-সকালেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা রাজ্যে। ফাঁসিদেওয়ায় লাইনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। তাতেই ছিন্নভিন্ন হয়ে যায় দু-দুটি বগি। এই ঘটনায় ইতিমধ্যেই কমপক্ষে আট জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
চলছে উদ্ধারকাজ।

ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকার নেতা মন্ত্রীদের ঘটনাস্থলে পৌঁছতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ঘটনায় গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। দফায় দফায় ঘটনার আপডেট নিচ্ছেন প্রধানমন্ত্রী।

এরইমধ্যে নবান্নের তরফে জানানো হয়েছে খোলা হয়েছে কন্ট্রোল রুম। নিম্নলিখিত নম্বরগুলিতে ফোন করে যাত্রীদের খোঁজখবর নিতে পারবেন তাঁদের পরিবারের লোকজন। দেখে নিন নম্বরগুলি।

ট্রেন নম্বর ১৩১৭৪ (কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস) এর হেল্পলাইন নম্বর

শিয়ালদহ স্টেশন
১) ০৩৩২৩৫০৮৭৯৪
২) ০৩৩২৩৮৩৩৩২৬
৩) রেলওয়ে টেলিফোন: ৩৩৩২৬

শিয়ালদহ কন্ট্রোল রুম:
১) ১০৭২৫
২) ০৩৩২৩৫১৬৯৬৭
৩) ০৩৩২৩৮৩২৫৯৪
৪) রেলওয়ে টেলিফোন: ৩২৫৯৪

নৈহাটি স্টেশন
১) ০৩৩২৫৮১২১২৮
২) রেলওয়ে টেলিফোন: ৩৯৩০০
৩) ০৩৩২৫৮০৫২৪৪

দক্ষিণেশ্বর স্টেশন
১) ০৩৩২৩৮৩২৫৯০
২) রেলওয়ে টেলিফোন: ৩২৫৯০
৩) ০৩৩২৩৮৩২৫৯০

Kanchanjunga express accident: ‘মনে হল ট্রেনের মধ্যে ভূমিকম্প!’ কী বলছেন কাঞ্চনজঙ্ঘার যাত্রী, দেখুন ভিডিও

‘হঠাৎই মনে হল, ট্রেনের মধ্যে ভূমিকম্প হচ্ছে৷’ এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানাচ্ছেন দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীরা৷ এ দিন সকালে শিয়ালদহগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে সরাসরি ধাক্কা মারে একটি মালগাড়ি৷  এ দিন সকালে এনজেপি স্টেশনের থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে রাঙাপানির কাছে এই দুর্ঘটনা ঘটে৷ যার জেরে লাইনচ্যুত হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা৷ মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে যায় ট্রেনের লাগেজ ভ্যান৷ এই দুর্ঘটনায় ফের রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ কীভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ওই মালগাড়ি চলে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে৷

Train Accident: কাউন্টার থেকে বন্ধ টিকিট বিলি! বাবার শ্রাদ্ধে পৌঁছন হল না ছেলের, বাধ মানছে না চোখের জল

জলপাইগুড়ি: জলপাইগুড়ি কাউন্টার থেকে বন্ধ রেলের টিকিট বিলি! বাবার শ্রাদ্ধানুষ্ঠানে পৌঁছোনো হল না ছেলের! মুখ ভার করে ফিরতে হল।সপ্তাহের প্রথমদিন সোমবার সকাল হতেই ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি স্টেশনের খানিক আগে রাঙাপানি এলাকায় ঘটে এদিনের ভয়াবহ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আচমকা পেছন থেকে এসে ধাক্কা মারে তীব্র গতিতে ছুটে আসা একটি মালগাড়ি। ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দুটি কামরা দুমড়ে-মুচড়ে যায়। ঘটনায় আড়াআড়িভাবে মালগাড়ি উঠে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দুটি কামরা।

ঘটনায় মৃত্যু হয়েছে মালগাড়ির ইঞ্জিন চালক-সহ ৫ জনের। আহতের সংখ্যা একাধিক। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হচ্ছে। এই সংখ্যাগুলি পরবর্তীতে আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। এই ঘটনার প্রভাব পড়েছে জলপাইগুড়ি স্টেশনেও।

আরও পড়ুনঃ সিগন্যালিং সমস্যা নাকি চালকের ভুল? ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু! আহত বহু

জলপাইগুড়ি রোড স্টেশনের কাউন্টারে ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে যাত্রীদের টিকিট দেওয়া। জলপাইগুড়ি রেল স্টেশনে টিকিট বন্ধ করে দিল স্টেশনে কর্তৃপক্ষ। এতেই সমস্যার সম্মুখীন যাত্রীরা। কীভাবে পৌঁছনো যাবে গন্তব্যস্থল? আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা।

এদিকে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া। একাটানা ভারী বৃষ্টির জেরে উদ্ধারকাজেও দেরি হচ্ছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দল পৌঁছচ্ছে সেখানে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করা যাচ্ছে না বলেই খবর। ইতিমধ্যেই ফাঁসিদেওয়া থেকে আধিকারিকরা পৌঁছেছেন। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।

সুরজিৎ দে

Kanchanjunga Express accident: সেই জুন, করমণ্ডলের মতোই দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা! দুই বিপর্যয়ে অবাক করা মিল

শিলিগুড়ি: এনজেপি স্টেশন থেকে ছেড়ে এসে নীচবাড়ি স্টেশনের কাছে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে ছিল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ আচমকাই সেই লাইনে তীব্র গতিতে ছুটে এল একটি কন্টেনার বোঝাই মালগাড়ি৷ দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে সজোরে ধাক্কা মারল মালগাড়ির ইঞ্জিন৷ সোমবার সকালে এমনই ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকলেন শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়া, রাঙাপানি এলাকার বাসিন্দারা৷

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ওই মালগাড়ি এত জোরে ধাক্কা মারে যে তার অভিঘাতে রেল লাইন থেকে ছিটকে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা৷ মালগাড়ির ইঞ্জিনের মাথায় উঠে যায় ট্রেনটির একটি লাগেজ ভ্যান৷

আরও পড়ুন: শূন্যে ঝুলছে বগি, মালগাড়ির ধাক্কায় কী অবস্থা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের? দেখুন ভিডিও

এ দিন সকালের এই রেল দুর্ঘটনা দেখে অনেকেরই গত বছরের করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে৷ ২০২৩ সালের ২ জুন ওড়িশার বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস৷ সেক্ষেত্রে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির পিছনে ধাক্কা মেরেছিল যাত্রীবাহী ট্রেনটি৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ক্ষেত্রে হল উল্টোটা৷ এবার দাঁড়িয়ে থাকা ট্রেনের পিছনে ধাক্কা মারল মালগাড়ি৷

ভয়াবহ এই দুর্ঘটনায় স্বভাবতই রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ কীভাবে একই লাইনে চলে এল দুটি ট্রেন? প্রাথমিক তদন্তে এই দুর্ঘটনার জন্য মালগাড়ির চালককেই দায়ী করেছে রেল৷

বিবৃতি দিয়ে রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মালগাড়়ির চালকই সিগন্যাল ভেঙে ট্রেন নিয়ে এগিয়ে আসেন৷ ফলে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঠিক পিছনে চলে আসে কন্টেনার বোঝাই ট্রেনটি৷ সম্ভবত যখন মালগাড়ির চালক সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে দেখতে পান, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে৷ সিগন্যাল ভাঙলেও কেন মালগাড়ির চালক সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে দেখেও ট্রেন থামানোর চেষ্টা করলেন না, সেই প্রশ্নও উঠছে৷ সিগনাল ভাঙায় প্রশ্ন উঠছে, মালগাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না৷ তবে এ দিন সকাল থেকেই উত্তরবঙ্গের ওই এলাকায় বৃষ্টি চলছিল৷ বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা কাণ্ডে অন্তর্ঘাতের তত্ত্ব সামনে এসেছিল৷ সেক্ষেত্রে রেলের দাবি ছিল, ট্রেন কোন লাইন ধরে যাবে, সেই পয়েন্টে গন্ডগোল ছিল বলেই নিজের লাইন ছেড়ে পাশের লুপ লাইনে ঢুকে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস৷ পরে করমণ্ডল রেল দুর্ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই৷ এবার অবশ্য একই লাইনে এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মেরে দিল মালগাড়ি৷ এই দুর্ঘটনায় কমিশনার অফ রেলওয়ে সেফটির নেতৃত্বে তদন্ত হবে বলেই রেল সূত্রে খবর৷ দুর্ঘটনাস্থলে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও৷ করমণ্ডল দুর্ঘটনার মতোই এবারও দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, করমণ্ডল দুর্ঘটনার পর এক বছর কেটে গেলেও রেলের যাত্রী নিরাপত্তা হয়তো সেই তিমিরেই রয়ে গিয়েছে৷ করমণ্ডল এবং কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় মিল অনেক, শুধু বদলে গিয়েছে ঘটনাস্থল৷ পাশাপাশি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকে মূলত লাগেজ ভ্যানে মালগাড়ি ধাক্কা মারায় এ বারে ক্ষয়ক্ষতিও অনেকটাই কম হয়েছে৷

Kanchanjunga Express Train Accident Help Line Number: দেশলাই বক্সের মতো উল্টে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আপনার পরিজনও কী এই ট্রেনেই, সুরক্ষিত আছেন কিনা জেনে নিন সব হেল্পলাইন নম্বর

মালদহ: দূর্ঘটনার কবলে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ইতিমধ্যে রেল যাত্রীদের পরিবার আত্মীয় পরিজনদের জন্য রেলের পক্ষ থেকে হেল্প ডেস্ক খোলা হয়েছে। বিভিন্ন স্টেশনে ইতিমধ্যে এই হেল্প ডেস্ক খুলেছে রেল।
মালদহ: দূর্ঘটনার কবলে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ইতিমধ্যে রেল যাত্রীদের পরিবার আত্মীয় পরিজনদের জন্য রেলের পক্ষ থেকে হেল্প ডেস্ক খোলা হয়েছে। বিভিন্ন স্টেশনে ইতিমধ্যে এই হেল্প ডেস্ক খুলেছে রেল।
শিয়ালদহ স্টেশনে হেল্প ডেস্ক নম্বর:০৩৩-২৩৫০৮৭৯৪০৩৩-২৩৮৩৩৩২৬
শিয়ালদহ স্টেশনে হেল্প ডেস্ক নম্বর:০৩৩-২৩৫০৮৭৯৪০৩৩-২৩৮৩৩৩২৬
গুয়াহাটি স্টেশনে হেল্প ডেস্ক নম্বর:০৩৬১২৭৩১৬২১০৩৬১২৭৩১৬২২০৩৬১২৭৩১৬২৩
গুয়াহাটি স্টেশনে হেল্প ডেস্ক নম্বর:০৩৬১২৭৩১৬২১০৩৬১২৭৩১৬২২০৩৬১২৭৩১৬২৩
কাঠিহার স্টেশনে হেল্প ডেস্ক নম্বর:০৯০০২০৪১৯৫২৯৭৭১৪৪১৯৫৬
কাঠিহার স্টেশনে হেল্প ডেস্ক নম্বর:০৯০০২০৪১৯৫২৯৭৭১৪৪১৯৫৬
লুমডিং স্টেশনে হেল্প ডেস্ক নম্বর:০৩৬৭৪২৬৩৯৫৮০৩৬৭৪২৬৩৮৩১০৩৬৭৪২৬৩১২০০৩৬৭৪২৬৩১২৬০৩৬৭৪২৬৩৮৫৮
লুমডিং স্টেশনে হেল্প ডেস্ক নম্বর:০৩৬৭৪২৬৩৯৫৮০৩৬৭৪২৬৩৮৩১০৩৬৭৪২৬৩১২০০৩৬৭৪২৬৩১২৬০৩৬৭৪২৬৩৮৫৮
কাঠিহার জংশন ষ্টেশনের হেল্প ডেস্ক নম্বর ৬২৮৭৮০১৮০৫ Input- Harshit Singha
কাঠিহার জংশন ষ্টেশনের হেল্প ডেস্ক নম্বর ৬২৮৭৮০১৮০৫ Input- Harshit Singha

 

Kanchanjunga Express Accident update: কীভাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে চলে এল মালগাড়ি, কারণ জানাল রেল? দেখুন ভিডিও

শিয়ালদহগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে সরাসরি ধাক্কা মারল মালগাড়ি৷  এ দিন সকালে এনজেপি স্টেশনের থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে রাঙাপানির কাছে এই দুর্ঘটনা ঘটে৷ যার জেরে লাইনচ্যুত হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা৷ মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে যায় ট্রেনের লাগেজ ভ্যান৷ এই দুর্ঘটনায় ফের রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ কীভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ওই মালগাড়ি চলে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ প্রাথমিক ভাবে রেলের পক্ষ থেকে জানান হয়েছে, মালগাড়ির চালকই সিগন্যাল ভেঙে এগিয়ে আসায় এই দুর্ঘটনা ঘটেছে৷ এই দুর্ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে৷ রেলের পক্ষ থেকে অবশ্য দু জনের মৃত্যুর কথা জানান হয়েছে৷

Kanchanjunga Express Accident: সিগন্যালিং সমস্যা নাকি চালকের ভুল? ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু! আহত বহু

*সিগন্যালিং সমস্যা নাকি চালকের ভুল? ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দায় কার? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই ট্রেন দুর্ঘটনায় মিলেছে মৃত্যুর খবর। আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী, তাঁদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত দু'জনের মৃত্যুর খবর সামনে এসেছে। 
*সিগন্যালিং সমস্যা নাকি চালকের ভুল? ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দায় কার? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই ট্রেন দুর্ঘটনায় মিলেছে মৃত্যুর খবর। আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী, তাঁদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর সামনে এসেছে।
*সোমবার শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এনজেপি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি৷ যার জেরে বেলাইন হয়ে উল্টে যায় এক্সপ্রেস ট্রেনটির শেষ দিকের দুটি কামরা৷
*সোমবার শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এনজেপি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি৷ যার জেরে বেলাইন হয়ে উল্টে যায় এক্সপ্রেস ট্রেনটির শেষ দিকের দুটি কামরা৷
*দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের যাত্রীদের সম্পর্কে খোঁজ খবর নিতে নবান্ন ও শিয়ালদহতে ইতিমধ্যেই খোলা হয়েছে হেল্পলাইন। মুখ্যসচিব জানিয়েছেন, “নবান্নে চালু করা হচ্ছে কন্ট্রোল রুম। দার্জিলিং জেলা ও উত্তর দিনাজপুর জেলায় চালু করা হচ্ছে কন্ট্রোল রুম। এছাড়া আমরা সব হাসপাতালগুলিকে অ্যালার্ট করেছি। এটি একটা বড় দুর্ঘটনা যা খবর আসছে আমাদের কাছে। স্থানীয় বিডিও, এসডিও সবাই পৌঁছেছেন”।
*দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের যাত্রীদের সম্পর্কে খোঁজ খবর নিতে নবান্ন ও শিয়ালদহতে ইতিমধ্যেই খোলা হয়েছে হেল্পলাইন। মুখ্যসচিব জানিয়েছেন, “নবান্নে চালু করা হচ্ছে কন্ট্রোল রুম। দার্জিলিং জেলা ও উত্তর দিনাজপুর জেলায় চালু করা হচ্ছে কন্ট্রোল রুম। এছাড়া আমরা সব হাসপাতালগুলিকে অ্যালার্ট করেছি। এটি একটা বড় দুর্ঘটনা যা খবর আসছে আমাদের কাছে। স্থানীয় বিডিও, এসডিও সবাই পৌঁছেছেন”।
*রেল দুর্ঘটনার পরে রেলের তরফে হেল্প ডেস্ক খোলা হয়েছে শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ হেল্পলাইন নম্বর: – ০৩৩২৩৫০৮৭৯৪ / ০৩৩২৩৮৩৩৩২৬। 
*রেল দুর্ঘটনার পরে রেলের তরফে হেল্প ডেস্ক খোলা হয়েছে শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ হেল্পলাইন নম্বর: – ০৩৩২৩৫০৮৭৯৪ / ০৩৩২৩৮৩৩৩২৬।
*জানা গিয়েছে, এ দিন আগরতলা থেকে ডাউন ট্রেনটি শিয়ালদহের দিকে আসার সময় এনজেপি স্টেশন ছেড়ে রাঙাপানি স্টেশনের পেরনোর পর সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে ছিল৷ সকাল পৌনে ৯টা নাগাদ পিছন থেকে একটি মালগাড়ি এসে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে৷
*জানা গিয়েছে, এ দিন আগরতলা থেকে ডাউন ট্রেনটি শিয়ালদহের দিকে আসার সময় এনজেপি স্টেশন ছেড়ে রাঙাপানি স্টেশনের পেরনোর পর সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে ছিল৷ সকাল পৌনে ৯টা নাগাদ পিছন থেকে একটি মালগাড়ি এসে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে৷
*রাঙাপানি স্টেশন পেরিয়ে নীচবাড়ি এবং চটেরহাটের মাঝখানে ফাঁকা জায়গায় এই দুর্ঘটনা ঘটে৷ মালগাড়িটি এত তীব্র গতিতে ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দিকের দুটি কামরা ছিটকে গিয়ে রেল লাইনের পাশে পড়ে৷ দুমড়ে মুচড়ে যায় দুটি কামরাই৷ কামরার ভিতরে কোনও যাত্রী আটকে আছেন কি না, তা স্পষ্ট নয়৷ আতঙ্কে অন্যান্য কামরার যাত্রীরাও রেল লাইনের উপরে নেমে পড়েন৷
*রাঙাপানি স্টেশন পেরিয়ে নীচবাড়ি এবং চটেরহাটের মাঝখানে ফাঁকা জায়গায় এই দুর্ঘটনা ঘটে৷ মালগাড়িটি এত তীব্র গতিতে ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দিকের দুটি কামরা ছিটকে গিয়ে রেল লাইনের পাশে পড়ে৷ দুমড়ে মুচড়ে যায় দুটি কামরাই৷ কামরার ভিতরে কোনও যাত্রী আটকে আছেন কি না, তা স্পষ্ট নয়৷ আতঙ্কে অন্যান্য কামরার যাত্রীরাও রেল লাইনের উপরে নেমে পড়েন৷
*প্রাথমিক ভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগান৷ খবর পেয়ে এনজেপি থেকে রিলিফ ট্রেন পাঠিয়েছে রেল৷ ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী দল এবং পুলিশ৷ এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতগামী রেলযোগাযোগ ব্যবস্থা অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷ তবে কীভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই লাইনেই মালগাড়ি চলে এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ রেলের দাবি সিগন্যাল বিভ্রাটের জেরেই সম্ভবত এই দুর্ঘটনা।
*প্রাথমিক ভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগান৷ খবর পেয়ে এনজেপি থেকে রিলিফ ট্রেন পাঠিয়েছে রেল৷ ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী দল এবং পুলিশ৷ এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতগামী রেলযোগাযোগ ব্যবস্থা অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷ তবে কীভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই লাইনেই মালগাড়ি চলে এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ রেলের দাবি সিগন্যাল বিভ্রাটের জেরেই সম্ভবত এই দুর্ঘটনা।