Tag Archives: kick boxing

Nadia Child Prodigy: মাত্র ৮ বছর বয়সেই বাজিমাত! কিক বক্সিংয়ে স্বর্ণপদক কৃষ্ণনগরের বিস্ময়বালকের

মৈনাক দেবনাথ, কৃষ্ণনগর: মাত্র আট বছর বয়সেই রাজ্যস্তরে কিকবক্সিং-এ গোল্ড মেডেল অর্জন করল নদিয়ার কৃষ্ণনগর ঘূর্ণির বাসিন্দা পূর্ণায়ন সিংহ রায়। বয়স যখন ৩, তখন থেকেই জিমন্যাস্টিক্সে ভর্তি করিয়ে দেন তার বাবা-মা। এরপরেই ধীরে ধীরে কৃষ্ণনগর জগদীশ বিশ্বাস স্মৃতি ব্যায়ামাগারে জিমন্যাস্টিকের প্রশিক্ষণ নিতে বর্তমানে কিকবক্সিংয়ে পারদর্শী হয়ে ওঠে পূর্ণায়ন। এরপর এক বছর আগে তার বাবা বক্সিং প্রশিক্ষণ নেওয়ার জন্য ভর্তি করান।

এ বার রাজ্যস্তরে বিভিন্ন জেলার প্রান্ত থেকে একাধিক প্রতিযোগী এসেছিল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উত্তর ২৪ পরগনা জেলার ইছাপুরে। এর পরই তাদের সঙ্গে প্রতিযোগিতায় সে স্বর্ণপদক পায়। প্রথমে জেলাভিত্তিক একটি প্রতিযোগিতা হয়, যেখানে সে সেরা পুরস্কার লাভ করে। ওই প্রতিযোগিতায় তাদের বয়সের সীমা ছিল আট বছর। ২৪ কেজিতে পূর্ণায়ন লড়াই করে কিক বক্সিংয়ে বিজয়ী হয়। এরপরেই ১৪ জুলাই রাজ্যস্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণপদক লাভ করে সে।

আরও পড়ুন : আসবে টাকা, প্রেম! বাধা বিঘ্ন কেটে ভাগ্য সুপ্রসন্ন! জীবন মসৃণ করতে শ্রাবণ সোমবারে শিবপুজো করতেই হবে এই ৭ রাশির জাতক জাতিকাদের

তার এই সাফল্যে খুবই খুশি তার শিক্ষক-সহ গোটা পরিবার। এই খেলায় আগামী দিনে আরও পারদর্শী হয়ে ওঠার ইচ্ছে রয়েছে তার এবং এর পাশাপাশি জিমন্যাস্টিকের প্রশিক্ষণও নিয়মিত নেয় সে। জিমন্যাস্টিকও জেলা স্তরে খেলে একাধিক পুরস্কার লাভ করে পূর্ণায়ন। আগামী দিনে পূর্ণায়নের ইচ্ছে বড় হয়ে একজন আইপিএস অফিসার হওয়ার। এমনটাই জানালেন তার বাবা সুমিত সিংহ রায়।

Local Sports: বক্সিংয়ে সোনা এল আলিপুরদুয়ারে

আলিপুরদুয়ার: উত্তরবঙ্গ বক্সিং প্রতিযোগিতায় জয়জয়কার আলিপুরদুয়ার জেলার বক্সারদের। সোনার পদক এল আলিপুরদুয়ারে। ফলে খুশির হাওয়া জেলাজুড়ে।

উত্তরবঙ্গভিত্তিক বক্সিং প্রতিযোগিতা আয়োজিত হয়। এই প্রতিযোগিতা এই বছর কালিম্পং জেলায় আয়োজিত হয়েছে। এটা ছিল এই প্রতিযোগিতার পঞ্চম বর্ষ। আলিপুরদুয়ার জেলা থেকে পাঁচ বক্সার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তাঁদের প্রত্যেকের ফলাফল ভাল হয়েছে। পাশাপাশি একজন সোনার পদক পেয়েছেন।

আরও পড়ুন: অপূর্ণ ইচ্ছেকে ছুঁতে স্কেটিং করে কেদার ভ্রমণ বাংলার পড়ুয়ার

এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা বক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রকি মল্লিক বলেন, জেলা থেকে পাঁচ প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। সকলেই পদক জিতেছেন।তাদের এরূপ ফলাফলে আমরা সকলেই খুশি। হেড কোচ হিসেবে এই সাফল্যে গর্বিত আমি। কারণ আমাদের জেলায় বক্সিং শেখানো হয় সীমিত পরিসরে।

জানা গিয়েছে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছেন আলিপুরদুয়ার জেলার পাঁচ প্রতিযোগী। এর মধ্যে ৫০ কেজিতে স্বর্ণ পদক পেয়েছেন সাগর রায়, রৌপ্য পদক পেয়েছেন অনির্বাণ রায়, সৌগত কুন্ডু, সত্যজিৎ রায় ও ব্রোঞ্জ পদক পেয়েছে নারায়ণ দাস।

অনন্যা দে