Tag Archives: Leopard

Viral News: শৌচকর্ম করতে গিয়ে দৈত্যর কবলে ব্যক্তি! জানলে আতঙ্ক হবে

আলিপুরদুয়ার: শৌচকর্ম করতে গিয়ে লেপার্ডের কবলে এক স্থানীয়।সাতসকালে এই ঘটনার জেরে চাঞ্চল্য জটেশ্বর এলাকায়।ফের লেপার্ডের হানাতে আক্রান্ত হলেন এক ব্যক্তি।

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে জেলার জটেশ্বর ১ নং অঞ্চলের দলগাঁও বস্তি কার্জি পাড়া এলাকায়। গোরাচাঁদ কার্জি নামের এক ব্যক্তি সকালে বাড়ির পাশে নদীর পাড়ে গরু নিয়ে যায়।সেই সময় শৌচকর্ম করতে পাশের একটি বাঁশ ঝাড়ে যান তিনি।সেইসময় একটি আওয়াজ তিনি শুনেছিলেন।কিন্তু চোখের পলকে একটি লেপার্ড তার ওপর হামলা চালায়।

আরও পড়ুন: আসছে চিকেন পক্সের মরশুম, এই কষ্টকর অসুখ ঠেকাতে পাতে রাখুন সহজলভ্য এই ৫টি খাবার

আক্রান্ত গোরাচাঁদ কোনও রকমে লেপার্ডের হাত থেকে পালিয়ে বাঁচেন।তবে লোকালয়ের সামনে এসে জ্ঞানহারান তিনি।এরপর ওই ব্যক্তিকে স্থানীয়রা দ্রুত বীরপাড়া হাসপাতালে নিয়ে যান।তার পা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি গোরাচাঁদ।

Annanya Dey

Bengali News: এখানে খাঁচা পাতলেই ধরা পড়ে চিতাবাঘ! কোথায় জানেন

আলিপুরদুয়ার: বন্ধ চা বাগানে খাঁচাবন্দি হচ্ছে একের পর এক চিতাবাঘ। পনেরো দিনের ব‍্যবধানে ফের একই বন্ধ বাগান থেকে ফের উদ্ধার হল চিতাবাঘ। এতে স্বস্তি এবং আতঙ্ক দুই দেখা দিয়েছে কালচিনির মানুষের মধ্যে।

আরও পড়ুন: শখ পূরণ করতে গিয়ে দুই বন্ধুর আজব কাণ্ড, ৩৩ বছর আগে যা ঘটিয়েছিলেন

বুধবার সকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বন্ধ দলসিংপাড়া চা বাগান থেকে উদ্ধার হয় চিতাবাঘ। বাগানের ৬ নম্বর সেকশনে বন দফতরের পাতা খাঁচায় বন্দি হয় একটি পূর্ণবয়ষ্ক স্ত্রী চিতাবাঘ।এদিন খাঁচাবন্দি চিতাবাঘ দেখতে পেয়ে স্থানীয়রাই প্রথম বন দফতরে খবর দন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হন নীলপাড়া রেঞ্জের বনকর্মীরা। তাঁরা খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে জলদাপাড়ায় নিয়ে যান।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এদিন খাঁচাবন্দি চিতাবাঘ দেখতে প্রচুর মানুষ ভিড় করেছিল। এদিকে স্থানীয়দের দাবি, আরও চিতাবাঘ রয়েছে বন্ধ দলসিংপাড়া চা বাগানে। একের পর এক চিতাবাঘ খাঁচাবন্দি হলেও এখনও মাঝেমধ্যে তাঁদের বাড়িতে হানা দিয়ে বিভিন্ন গবাদি পশু টেনে নিয়ে যাচ্ছে বলে গ্রামবাসীদের অভিযোগ। এদিকে জলদাপাড়া বনবিভাগের অন্তর্গত নীলপাড়া রেঞ্জ সূত্রে জানা গিয়েছে, দলসিংপাড়া চা বাগান দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় চারিদিকে জঙ্গল, ঝোপঝাড়ে ভর্তি হয়ে গিয়েছে। এই ঝোপঝাড় চিতাবাঘের থাকার পক্ষে আদর্শ পরিবেশ হয়ে উঠেছে। তাই সাবধানতা হিসেবে আর‌ও খাঁচা পাতা হবে।

অনন্যা দে

Bengali News: একের পর এক চিতাবাঘ, পটাপট ধরা পড়ছে পাতা ফাঁদে

আলিপুরদুয়ার: আবারও চা-বাগানে বন দফতরের পাতা ফাঁদে ধরা পড়ল চিতাবাঘ। এক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় চিতাবাঘ খাঁচাবন্দি হল বীরপাড়ার দলগাঁও চা বাগানে। যদি বাগানে আরও চিতাবাঘ আছে বলে দাবি এলাকাবাসীদের।

আরও পড়ুন: হারানো ঠাকুরদালান, গ্রামের সরস্বতী পুজোয় থিমের চমক

বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার জেলার দলগাঁও চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। এদিন স্থানীয়রা খাঁচাবন্দি চিতাবাঘটি দেখতে পেয়ে বন দফতরে খবর দেয়। ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছে তাকে উদ্ধার করে। ঘটনার কথা জানাজানি হতে এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

দলগাঁও চা বাগানে বন দফতরের তরফে তিনটি খাঁচা বসানো হয়েছিল। এছাড়াও ট্র‍্যাপ ক‍্যামেরা বসানো রয়েছে। বাগানে চিতাবাঘের হানা ভয়াবহ আকার ধারণ করার পর বন দফতরের তরফে এই পদক্ষেপ করা হয়। ইতিমধ‍্যেই দুটি খাঁচায় চিতাবাঘ ধরা পড়েছে। এই বাগানটিকে চিতাবাঘ মুক্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বনকর্মীরা। এছাড়াও বাগানের বাসিন্দাদের সজাগ থাকতে বলা হয়েছে। বিকেলর পর বাড়ির থেকে বাইরে বের হতে বারণ করা হয়েছে এই চা বাগানের বাসিন্দাদের।

অনন্যা দে

Dooars Leopard: ডুয়ার্সের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে জোড়া চিতা! ভাইরাল ছবি

সুরজিৎ দে, জলপাইগুড়ি: সড়কের পাশে চা বাগানে ঘুরে বেড়াচ্ছে জোড়া চিতা বাঘ। চা বাগানে চিতা বাঘের ঘোরাফেরার সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ডুয়ার্সের মেটেলি ব্লকের সামসিং চা বাগানের ঘটনা।

ঘটনার কথা চাউর হতেই আতঙ্কিতহয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।ঠিক কী হয়েছে? জানা গিয়েছে, মেটেলি থেকে সামসিং চা বাগানের দিকে বন্ধুর সঙ্গে যাচ্ছিলেন রাজ বড়ুয়া নামের এক যুবক। যাওয়ার পথে হঠাৎই তাঁদের চোখে পড়ে সামসিং চা বাগান এলাকায় সড়কের পাশে বসে আছে জোড়া চিতাবাঘ।

আরও পড়ুন : আসছে সরস্বতী পুজো! কত ক্ষণ আছে পঞ্চমী তিথি? কত ক্ষণ দিতে পারবেন পুষ্পাঞ্জলি, জানুন

চিতা বাঘ দুটি সড়কের পাশের চা বাগানে ঘোরাফেরা করছিল। গাড়িতে থাকা রাজ বড়ুয়া সেই সময়েই মোবাইল ক্যামেরায় চিতা বাঘের ঘোরাফেরার সেই ভিডিও তোলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। চা বাগানে চিতাবাঘের এই ঘোরাফেরা করার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়েছে ওই এলাকায়।

Viral Leopard Photo: বাড়ির বাইরে চিতার সঙ্গে কাটানো অতন্দ্র রাত্রি! “ভালোই কাটালাম,” অভিজ্ঞতা বন আধিকারিকের

#উত্তরপ্রদেশ: ঠিক যেন রাস্কিন বন্ডের গল্প! চিতার সঙ্গে কাটানো রাত্রি। উত্তর প্রদেশের কাটারনিয়াঘাটে একটি চিতাবাঘের মুখোমুখি হওয়ার বিষয়ে সুন্দর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন একজন IFS আধিকারিক। ছবিতে ফরেস্ট রেস্ট হাউসের সামনে একটি চিতাবাঘকে দেখা গিয়ে। ওই আধিকারিক জানান, একে অপরের সাহচর্যে বেশ ভালোই সময় কাটিয়েছেন তাঁরা। যখন ছবিটি তোলা হয়েছে তখন ওই আধিকারিক তাঁর গাড়ির মধ্যে ছিলেন বলেই মনে করা হচ্ছে।

তিনি পোস্টে লেখেন, “রাস্কিন বন্ডের গল্পের মতো, একটি ফরেস্ট রেস্ট হাউসের বাইরে এর সাথে দেখা হয়েছিল এবং আমরা গত রাতে একে অপরের সঙ্গে বেশ ভাল সময় কাটিয়েছি। কাটারনিয়াঘাটের এই ১২০ বছরের পুরনো FRH-এর দেওয়ালে কত বন্যপ্রাণীর ইতিহাস।”

আরও পড়ুন- বীভৎস! বাঁচার চেষ্টায় ফুটন্ত তেলের কড়াই থেকে লাফ মুণ্ডুহীন ব্যাঙের! ভাইরাল ভিডিও

যদিও চিতাকে দেখেই আতঙ্কে ভুগছেন নেটিজেনরা।

একজন লিখেছেন, “ভাগ্যের ব্যাপার যে আপনি একটি গাড়ির মধ্যে ছিলেন। এক অন্ধকার রাতে, আমি আমার গেস্টহাউসের আলো জ্বালিয়েছিলাম এবং একটি চিতা আমাকে দেখে গর্জন করে। আমি ঠিক করি কোনওভাবেই কাছাকাছি যাতে না আসি। এত অন্ধকার, আমি দেখতেও পাইনি। কিন্তু এই চিতাটি যেভাবে সহজ স্বাভাবিক ঘোরাফেরা করছে দেখেই খুব ভালো লাগছে।”

“কাটারনিয়াঘাটের দৃশ্য সব সময়ই চিরন্তন…”

আরেকজনও রাস্কিন বন্ডের গল্পের সঙ্গে তুলনা করেছেন,  “এটা ছিল আমার পড়া প্রথম রাস্কিন বন্ডের গল্প, এখনও মনে আছে।”

অন্যজন লেখেন, “এই FRH এর চারপাশে বাঘ আমিও দেখেছি..! চমৎকার সাক্ষাৎ।”

অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন আরেকজন, “এটা একটা আশ্চর্যজনক জায়গা.. ২০০৯ বা ২০১০ সাল নাগাদ সেখানে গিয়েছিলাম.. শুনেছি যে আমরা যেখানে ছিলাম তার আগের রাতে একটি চিতাবাঘ সেখানে একজন মানুষ মেরেছিল.. এছাড়াও অনেক গল্প শুনেছি কীভাবে গৃহপালিত প্রাণী এবং একবার একটা মোষকেও টেনে নিয়ে গিয়েছিল।”

আরও পড়ুন- ক্রেনে করে নেমে আগে নিজের প্রাণ বাঁচান, দিল্লির অগ্নিকাণ্ডে ধৃত বহুতলের মালিক!

সম্প্রতি পশ্চিমবঙ্গের চুয়াপাড়ার চা বাগানের শ্রমিকরা একটি ড্রেনে দু’টি চিতাবাঘের বাচ্চা দেখতে পান। বক্সা জঙ্গল সংলগ্ন এলাকাতে চুয়াবাড়ি চা বাগান অবস্থিত। চা বাগানের আধিকারিকদের জানিয়ে গ্রামবাসীরা কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন এবং বন বিভাগের আধিকারিকদেরও ডেকে পাঠান। কর্মকর্তারা এসে গ্রামবাসীদের ওই এলাকাটিকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে বলেন। এর পর মা চিতাবাঘটি এসে শাবক দু’টিকে খাওয়ায়। খাওয়ানোর পরে, ধীরে ধীরে বাচ্চাদের নিয়ে জঙ্গলে চলে যায় মা চিতাটি।

Leopard Attack Viral Video: ক্লাসরুমে চিতার হানা! আক্রমণ পড়ুুয়াকে, হাডহিম করা ভিডিও ভাইরাল…

#আলিগড়: ক্লাস চলছিল আলিগড় কলেজে। পড়াশোনায় দিব্যি মনোযোগী পড়ুয়ারা। ঠিক তখনই ক্লাসরুমে আচমকা হানা চিতাবাঘের! ঝাঁপিয়ে পড়ল ছাত্রের উপর। আতঙ্কে বেরিয়ে আসলেন পড়ুয়া, শিক্ষার্থীরা। একা ক্লাসরুম জুড়ে মৃত্যু পরোয়ানা নিয়ে ঘুরে বেড়াচ্ছে চিতা। তার ঘুরে বেড়ানোর ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠছেন সকলে।

আরও পড়ুন: তুমুল নাচ রানাঘাটের রানুর! পরনে নীল নাইটি-লাল গামছা! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

আর পাঁচটা দিনের মতোই ক্লাস শুরু হয়েছিল উত্তরপ্রদেশের আলিগড়ের নিহাল সিংহ ইন্টার কলেজে। পড়ুয়াতে ভরা ছিল গোটা স্কুল। এমনসময় অতর্কিতে সেখানে হানা দেয় চিতাবাঘ। স্কুল চত্বরে খানিকক্ষণ ঘোরাফেরা করার পর সেটি ঢুকে পড়ে ক্লাস রুমে। তীব্র আতঙ্ক ছড়ায় গোটা স্কুল চত্বরে।

আরও পড়ুন: ছাদনাতলায় অভিনব ‘ল্যান্ডিং’ বর-কনের! কাণ্ড দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের! চূড়ান্ত ভাইরাল ভিডিও…

এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয় পড়ুয়ারা। দরজা থেকে বের হওয়ার সময় এক ছাত্র চিতার সামনে পড়ে যায়। তার উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি। তার দাঁত-নখে ক্ষতবিক্ষত হয় ওই পড়ুয়া। এরপর বেশ কিছুক্ষণ ক্লাসরুমে টহল দেয় চিতাবাঘটি। কখনও আবার ঢুকে পড়ে বেঞ্চের নিচে। তার এই কাণ্ড কারখানা ধরা পড়ে সিসিটিভিতে।

প্রচন্ড তৎপরতা ও উপস্থিতি বুদ্ধি কাজে লাগিয়ে স্কুল কর্তৃপক্ষ চিতাবাঘটিকে একটি ঘরে বন্দি করে দেয়। খবর দেওয়া হয় বনদফতরে। চিতাবাঘ স্কুলে ঢুকে পড়ায় তীব্র উত্তেজনা ছড়ায় পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে চিতাবাঘটিকে।

আরও পড়ুন: চামড়া কুঁচকে দ্রুত নেমে আসছে অকাল বার্ধক্য? দেখুন তো এই অভ্যাসগুলি আপনার নেই তো?

চার ঘন্টা দীর্ঘ অপারেশনের পরে চিতাটিকে সফলভাবে উদ্ধার করা হয়। অভিযান চালানোর জন্য নিরাপত্তা জাল, একটি ফাঁদ খাঁচা এবং প্রতিরক্ষামূলক গিয়ার দিয়ে নিজেদেরকে সজ্জিত করে, ওয়াইল্ডলাইফ এসওএস থেকে একটি পাঁচ সদস্যের দল উদ্ধার অভিযানে বন কর্মকর্তাদের একটি দলকে সহায়তা করতে ছুটে আসে। “এক ছাত্র আহত হয়েছে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এখন তিনি সম্পূর্ণ সুস্থ,” জেলা স্কুল পরিদর্শক ধর্মেন্দ্র শর্মা সংবাদ সংস্থা এএনআইকে এই খবর জানিয়েছেন। ওই কলেজের অধ্যক্ষও জানিয়েছেন, স্কুল চলাকালীন চিতাবাঘটি হামলা চালিয়েছে। এক ছাত্র জখম হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সুস্থ রয়েছে ছাত্রটি।

সাংঘাতিক! দিনের আলোয় গাজিয়াবাদের রাস্তায় বহালতবিয়তে ঘুরছে চিতাবাঘ, ভাইরাল CCTV ফুটেজ…

#গাজিয়াবাদ: দিনের আলোয় শহরের রাস্তায় বহালতবিয়তে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ। এমনই ঘটনায় এখন ঘুম উড়েছে এলাকাবাসীর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চিতাবাঘ ঘুরে বেড়ানোর ভিডিও ফুটেজ। যা দেখে কপালে চোখ তুলেছেন অনেকেই।

গাজিয়াবাদের রাজনগরে মঙ্গলবার দুপুরে চিতাবাঘটিকে দেখতে পাওয়া যায়। অভিষেক প্রসাদ নামে এক ট্যুইটার ব্যবহারকারী এলাকার একটি CCTV ফুটেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেই পোষ্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। সংবাদ সংস্থা PTI-র কাছে সংবাদের সত্যতা স্বীকার করেছে শহরের প্রশাসন।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, চিতাবাঘটি শুধু রাস্তায় ঘুরেছে তা নয়। সে গাজিয়াবাদ ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপার্সনের অফিসের জেনারেটর রুমে ঢুকে পড়েছিল। এরপর এক সুইপার সেখানে জেনারেটর চালাতে গেলে, বাঘটি প্রথমে তাঁর ওপরে ঝাঁপিয়ে পরে। কোনও মতে প্রাণ বাঁচিয়ে সে বাইরে বেরিয়ে এসে চিৎকার চেঁচামেচি শুরু করলে অফিসের অন্যান্যরা লাঠি নিয়ে বাঘটিকে তাড়া করে। তবে চিতাবাঘটির নাগাল পায়নি কর্মী এবং আধিকারিকরা। কারণ ততক্ষণে বাঘ বাবাজি অফিস সংলগ্ন একটি বড় গাছ বেয়ে উঠে পাশের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে লাফ দিয়েছে।

এ দিকে, ঘটনার পরেই খবর দেওয়া হয় বনদফতরে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় বনদফতরের পাঁচটি দল। তবে বাঘটিকে এখনও ধরা যায়নি। জেলাশাসক শঙ্কর পাণ্ডে জানিয়েছে, সরবতভাবে বাঘটিকে ধরার চেষ্টা চালানো হচ্ছে। তবে যতক্ষণ না চিতাবাঘটিকে ধরা যাচ্ছে, ততক্ষণ এলাকার বাসিন্দাদের বাইরে বেরতে নিষেধ করা হয়েছে।