Tag Archives: RG Kar

Kolkata Metro: ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচির আবেদনে সাড়া, বুধ রাতে মেট্রোর সংখ্যা বাড়াল কলকাতা মেট্রো!

কলকাতা: আরজি কর কাণ্ডের জেরে ‘মেয়েদের রাত দখলের’ কর্মসূচির জন্য বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। ইতোমধ্যে কলকাতা মেট্রোর কাছে বারবার আবেদন জমা পড়েছিল, যাতে বুধ রাতের জন্য মেট্রোর সংখ্যা বাড়ানো হয়। সেই আবেদনে সাড়া মিলল। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, শেষ মেট্রোর সময়ে পরিবর্তন হচ্ছে না। ১০টা ৪০ মিনিটেই শেষ মেট্রো চলবে। তবে, তার আগে রাত ১০টায় দমদম এবং কবি সুভাষ থেকে একটি করে বাড়তি মেট্রো চালানো হবে। আবার ১০টা ২০ মিনিটে বাড়তি আর একটি ট্রেন চলবে। দুটি মেট্রোই সব স্টেশনে থামবে।

একই সঙ্গে মেট্রোর তরফে জানানো হয়েছে, বুধবার রাত পর্যন্ত মেট্রোর সমস্ত বুকিং কাউন্টার খোলা থাকবে। নিরাপত্তাকর্মীর সংখ্যাও বৃদ্ধি করা হচ্ছে। এমন প্রতিবাদ এর আগে হয়ত দেখেনি কেউ। মহিলাদের উপর নৃশংস অত্যাচার, খুন ও ধর্ষণের মতো ঘটনা অতীতে ঘটলেও, আরজি করের নৃশংস ঘটনা যেন টলিয়ে দিয়েছে নারীদের নিরাপত্তার ভিতকে। আর তাই এরই প্রতিবাদে ইতিহাসের সাক্ষী হতে চলেছে গোটা রাজ্য।

আরও পড়ুন: ফের মন্ত্রিসভায় রদবদল, অখিল গিরির পদত্যাগের কারা দফতরের দায়িত্বে এবার কে? নতুন চমক

রাতের রাস্তার দখল নেবে মহিলারা! সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গায় মহিলাদের জমায়েতের আহ্বানের পোস্ট। স্বাধীনতা দিবসের ঠিক আগের রাতে আরজি কর কাণ্ডের প্রতিবাদে পাশাপাশি আরজি করের সদ্য প্রাক্তন প্রিন্সিপালের করা মন্তব্যের প্রতিবাদে এদিন রাতে রাস্তায় নামবেন সমাজের বিভিন্ন স্তরের মহিলারা। আর সেই কর্মসূচিতে যাতে নানান জায়গা থেকে মহিলারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারেন, সেই কারণেই মেট্রোর কাছে অতিরিক্ত মেট্রো চালানোর আবেদন করা হয়েছিল। সেই আবেদনে সাড়া দিল মেট্রো।

RG Kar Case: নির্যাতিতাতে কি ‘ফলো’ করত সঞ্জয়? তদন্ত শুরু CBI-এর! যে বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে…

কলকাতা: আরজি কর কাণ্ডের তদন্তে দিল্লি থেকে কলকাতায় এসে গিয়েছে সিবিআই-এর তদন্তকারী দল৷ সিবিআই-এর হাতে তুলেও দেওয়া হয়েছে গ্রেফতার হওয়া সঞ্জয় রাইকে। সিবিআই-এর দলে রয়েছে নিজস্ব মেডিক্যাল টিম এবং ফরেন্সিক বিশেষজ্ঞরাও। একদিকে যখন ধৃত সঞ্জয়কে নিয়ে যাওয়া হয়েছে জোকা ইএসআই হাসপাতালে, অপরদিকে, কলকাতা পুলিশের সিটের সদস্যদের সঙ্গেও বৈঠক করছেন সিবিআই আধিকারিকরা। শুরু থেকে কত দূর কীভাবে তদন্ত হয়েছে, সেই বিষয়ে জানতে চায় সিবিআই।

গ্রেফতার হওয়া ধৃত সঞ্জয় রাই গত একমাস ধরে ওই চিকিৎসককে ফলো করত কিনা, কোনও ফুটেজ আছে কিনা, যেখানে সঞ্জয় ফলো করছে এমন কিছু আছে কিনা তা খতিয়ে দেখবে সিবিআই। অর্থাৎ পূর্ব পরিকল্পিত ভাবে ধর্ষণ ও খুন? ষড়যন্ত্র করে খুন? সঞ্জয়ের বয়ান অনুসারে সেমিনার হলে আগে কখনও আসেনি সে, এই তথ্য সত্যি কিনা, তা যাচাই করবে সিবিআই।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে গ্রেফতার সঞ্জয়ের হচ্ছে মেডিক্যাল টেস্ট, আজই শুরু CBI জেরা! খুলে যাবে রহস্যের জট?

নির্যাতিতার মোবাইল ও সঞ্জয়ের মোবাইল কল লিস্ট, ডিলিট চ্যাট খতিয়ে দেখবে সিবিআই। সঞ্জয়কে নিয়ে মেডিক্যাল করানোর পর সেই নথি আদালতে পেশ করে হেফাজতে নেবে সিবিআই।

সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশের পর সিবিআই তৎপরতার সঙ্গে যে কাজগুলি করবে:

১.সঞ্জয়কে জেরা করে খুনের মোটিভ জানবে সিবিআই।

২.ঘটনাস্থলে সঞ্জয় একা নাকি আরও কেউ ছিল সঙ্গে?

৩.সিবিআই টিম ঘটনাস্থল পরিদর্শন করবে।

৪.নির্যাতিতার পরিবারের বয়ান নেবে সিবিআই।

Sukhendu Sekhar Roy: আরজি করের আন্দোলনকে সমর্থন জানিয়ে যোধপুর পার্কে ধর্নায় বসবেন সুখেন্দু, সমর্থন শুভেন্দুরও

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদ ৷ নেতাজি মূর্তি, যোধপুর পার্কের সামনে ধরনা দেবেন তৃণমূল কংগ্রেস সাংসদ। ব্যক্তিগত ভাবে নারকীয় ঘটনার প্রতিবাদ জানাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন সাংসদ সুখেন্দু শেখর রায় ৷ সুখেন্দুকে সমর্থন শুভেন্দুর। এদিন যে ধরনা দেবেন বলে তৃণমূলের রাজ্য সভার সাংসদ জানিয়েছেন, তাকে যথাযথ বলে উল্লেখ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সুখেন্দু শেখর রায় লিখেছিলেন, ‘‘কালকে প্রতিবাদে আমিও যোগ দেব। কারণ, লক্ষ লক্ষ বাঙালির মতো আমিও মেয়ের বাবা, নাতনির দাদু, আমাদের এ বিষয়ে সরব হতে হবে। মেয়েদের বিরুদ্ধে হিংসা অনেক হয়েছে। চলুন জোট বেঁধে প্রতিরোধ করি। যাই হোক না কেন।’’

আরও পড়ুন– ‘দুধ কা দুধ পানি কা পানি…’ সিবিআই তদন্তের নির্দেশের পর বিবৃতি স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার

সুখেন্দু শেখর রায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘‘লক্ষ লক্ষ বাঙালির মতো আমার বাড়িতেও একটি কন্যা ও ছোট নাতনি রয়েছে। তাই এই ব্যাপারে আমাদের অবশ্যই সোচ্চার হওয়া উচিত। মহিলাদের প্রতি অনেক নিষ্ঠুরতা হয়েছে। আসুন একসঙ্গে প্রতিবাদ করি।’’

তা সে যাই হোক না কেন।  সুখেন্দুর এই ভূমিকাকে কটাক্ষ করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লিখেছেন, এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরোনো স্ট্র্যাটেজি।

আরও পড়ুন– তদন্তে সিবিআই, আরজি কর নিয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কি বলবেন সুকান্ত মজুমদার?

মহিলাদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। এই আন্দোলনে তিনিও যোগ দেবেন বলে উল্লেখ করলেন।

RG Kar Case: আরজি কর কাণ্ডে গ্রেফতার সঞ্জয়ের হচ্ছে মেডিক্যাল টেস্ট, আজই শুরু CBI জেরা! খুলে যাবে রহস্যের জট?

কলকাতা: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ৷ এরপরই সিবিআই সঞ্জয় রায়কে নিয়ে যাচ্ছে জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল টেস্টের জন্য। বুধবার সকালেই সঞ্জয়কে নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছয় পুলিশ৷ আজই সঞ্জয় রায়কে হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করবে সিবিআই৷

একই সঙ্গে তদন্ত সংক্রান্ত বাকি তথ্যপ্রমাণ এবং নথিও সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ৷ সিবিআই-এর হাতে তুলে দেওয়ার আগে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে সঞ্জয়ের মেডিক্যাল পরীক্ষা করায় পুলিশ৷

আরও পড়ুন: সিবিআই-এর হাতে সঞ্জয় রায়কে তুলে দিল পুলিশ! আজই শুরু জেরা, কাটবে রহস্যের জট?

আরজি কর কাণ্ডের তদন্তে এ দিন সকালেই দিল্লি থেকে কলকাতায় আসে সিবিআই-এর তদন্তকারী দল৷ ওই দলেই সিবিআই-এর নিজস্ব মেডিক্যাল টিম এবং ফরেন্সিক বিশেষজ্ঞরাও রয়েছেন বলে খবর৷ কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর সিবিআই-এর ওই দলটি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছেয়৷

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ আদালতের নির্দেশে গতকালই মামলার কেস ডায়েরি সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ৷ আদালত নির্দেশ ছিল, বুধবার সকাল দশটার মধ্যে সিবিআইকে মামলার তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি, তথ্যপ্রমাণ হস্তান্তর করতে হবে কলকাতা পুলিশকে৷ সেই মতো আজ সকালের মধ্যেই ধৃত সঞ্জয় সহ বাকি নথি এবং তথ্যপ্রমাণ সিবিআই-কে হস্তান্তর করল কলকাতা পুলিশ৷

আরজি কর কাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত বলে বারবারই অভিযোগ তুলছেন আন্দোলনরত চিকিৎসকরা৷ যদিও এখনও পর্যন্ত একমাত্র সঞ্জয় রায়কেই গ্রেফতার করতে পেরেছে কলকাতা পুলিশ৷ সূত্রের খবর, হেফাজতে পাওয়ার পর আজ থেকেই সঞ্জয় রায়কে জেরা শুরু করবেন সিবিআই আধিকারিকরা৷ আরজি কর কাণ্ডে রহস্যের জট সিবিআই ভেদ করতে পারে কি না, সেটাই এখন দেখার৷

RG Kar Case: তদন্তে সিবিআই, আরজি কর নিয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কি বলবেন সুকান্ত মজুমদার?

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আরজি কর কাণ্ডের রহস্যভেদ কি করতে পারবে সিবিআই? আরজি করে‌ মেডিক্যাল পড়ুয়ার হাড়হিম করা হত্যাকাণ্ডে‌ কি অপরাধীরা সাজা পাবে? আসল মাথাকে কি ধরতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই? এই প্রশ্ন এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। আর এই প্রেক্ষাপটেই এবার সিবিআই তদন্তে যাতে কোনও রকম গাফিলতি না হয়, সঠিক পথে যেন তদন্ত হয়, দ্রুত যেন বিচার হয় সে ব্যাপারে আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাব বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

আরও পড়ুন– ‘দুধ কা দুধ পানি কা পানি…’ সিবিআই তদন্তের নির্দেশের পর বিবৃতি স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার

বুধবার সুকান্ত মজুমদার বলেন, ‘‘আজই একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আমার দেখা হবে। সেখানেই যাতে আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত সঠিক পথে হয় সে ব্যাপারেও স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব।’’

আরজি করের জরুরি বিভাগের চার তলায় সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। প্রথমে অস্বাভাবিক মৃত্যু মামলা হিসেবে ঘটনার তদন্ত শুরু করলেও পরবর্তীকালে খুন এবং ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তবে পুলিশি তদন্তে আস্থা ছিল না বিভিন্ন মহলের পাশাপাশি মৃতার পরিবারেরও। শুধু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করেন আরও অনেকেই। মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে শুনানিতেও পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। দীর্ঘ শুনানির পর শেষমেষ আরজি কর কাণ্ডের ঘটনায় আদালতের নজরদারিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়। সিবিআই তদন্তে আপত্তি নেই বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন– সাবধান! বিমানবন্দরে ভুলেও মুখে আনবেন না এই ৫টা শব্দ, কারাবাস পর্যন্ত হতে পারে, দিল্লি-কোচিতে ইতিমধ্যেই গ্রেফতার ৩

সোদপুরে মৃতার পরিবারের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, রবিবার পর্যন্ত অপেক্ষা করব। তদন্তে কোনও অগ্রগতি না হলে সিবিআইকে হস্তান্তর করব। তবে রাজ্যে ঘটে চলা বিভিন্ন ঘটনার তদন্তে সিবিআইয়ের ‘সাকসেস রেট’ নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কলকাতা হাইকোর্ট রবিবার পর্যন্ত অপেক্ষা না করে মঙ্গলবার ঘটনার তদন্তভার আদালতের নজরদারিতে সিবিআইকে তুলে দেয়। এ রাজ্যের বিভিন্ন ঘটনায় একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের গতি এবং তদন্তের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন তুলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তদন্তের গতি শ্লথ বলে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন বঙ্গ পদ্ম নেতারা।

এ ব্যাপারে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে‌ প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অত্যন্ত পারদর্শী। ‌ কিন্তু যে কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করা তো রাজ্য সরকারের কর্তব্য। ‌ তবে তদন্তের কাজ‌ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার তথা পুলিশ প্রশাসনের অসহযোগিতার জন্যই অনেক সময় তদন্তের গতির শ্লথ হয়ে পড়ে। তবে আরজি করের ঘটনায় আসল মাথা ধরা পড়বে বলে আমরা আশাবাদী।’’

RG Kar Case: ‘দুধ কা দুধ পানি কা পানি…’ সিবিআই তদন্তের নির্দেশের পর বিবৃতি স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আরজি কর কাণ্ডে কড়া বিবৃতি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘‘বাংলা এমন একটা রাজ্যে পরিণত হয়েছে যেখানে আইনের শাসন বলে কিছু নেই। বিশেষ করে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা দিন‌ দিন বেড়েই চলেছে।’’ নাড্ডা এদিন আরও বলেন, ‘‘এটা অত্যন্ত চিন্তার বিষয়। সরকার মানুষের চোখে ধুলো দিয়ে আরজি কর ঘটনাকে ধামাচাপা দিতে চাইছিল। আমি এই বিষয়টারও তীব্র নিন্দা করছি। আমি হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তকে স্বাগত জানাচ্ছি। আমি নিশ্চিত সিবিআই তদন্তে ‘দুধ কা দুধ পানি কা পানি’ হয়ে যাবে। আসল ঘটনা সামনে আসবে।’’

আরও পড়ুন– সাবধান! বিমানবন্দরে ভুলেও মুখে আনবেন না এই ৫টা শব্দ, কারাবাস পর্যন্ত হতে পারে, দিল্লি-কোচিতে ইতিমধ্যেই গ্রেফতার ৩

তিনি আরও বলেন, চিকিৎসকদের উপর আক্রমণ কোনও অবস্থাতেই মেনে নেওয়া যায় না। আরজি কর-এ ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু কাণ্ডে আমরাও বিষয়টা নিয়ে উদ্বিগ্ন। আমার সঙ্গে বেশ কয়েকটি চিকিৎসকদের সংগঠনের সদস্যরা সাক্ষাৎ করেছেন। আমি তাঁদেরকে আশ্বস্ত করেছি‌ সরকার তথা আমার স্বাস্থ্যমন্ত্রক চিকিৎসকদের উপর অত্যাচার ও আক্রমণের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। বলা বাহুল্য, সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে আরজি কর ঘটনার বিষয়টি বিস্তারিত তুলে ধরে চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দফতর যাতে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, জে পি‌ নাড্ডাকে সেই আবেদনও জানিয়েছিলেন সুকান্ত মজুমদার।

RG Kar Case: আরজি কর কাণ্ডে আজ রাজপথে ধিক্কার মিছিল বিজেপির মহিলা মোর্চার

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছে বিজেপির মহিলা মোর্চা। আজ, বুধবার দুপুরে কলেজ স্কোয়্যারে দুপুর ২টোয় জমায়েত করতে চায় বিজেপি।

এদিকে আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশের পরপরই বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মঙ্গলবার শুভেন্দু অধিকারী চাঞ্চল্যকর অভিযোগ করে বলেন, ‘‘এলাকায় তৃণমূলের শীর্ষ নেতা থেকে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং উচ্চপদস্থ পুলিশকর্তারা ওই মৃতার পরিবারের সদস্যদের ঘিরে বসেছিলেন যাতে ওই পরিবার মুখ খুলতে না পারে। ভয় দেখিয়ে বা অনেক কিছু দেওয়ার বিনিময়ে যাতে প্রকৃত নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত না হয়, ঘটনায় আসল দোষীদের আড়াল করার একটা মরিয়া চেষ্টা করা হচ্ছিল। কলকাতা হাইকোর্টের কাছে আমার যে জনস্বার্থ মামলা সেখানে আমি বলেছিলাম, পুলিশ তথ্য প্রমাণ নষ্ট করবে। অবিলম্বে সিবিআই তদন্ত দেওয়া হোক।’’

আরও পড়ুন– দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা শুক্রবার পর্যন্ত, উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?

শুভেন্দু আরও বলেন, ‘‘আমরা অতীতেও দেখেছি মানুষের প্রত্যাশমত সিবিআই অনেক ঘটনারই তদন্ত করতে পারেনি। আমি তাই চেয়েছিলাম আরজিকরের ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর রহস্য কিনারা করতে আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত হোক। আমরা চাই আসল মাথা যাতে ধরা পড়ে।‌ শুধুমাত্র খুন বা যারা ধর্ষণ করেছে তারাই শুধু নয়, যারা অপরাধীদের রক্ষা করছেন আমি চেয়েছিলাম তারাও দৃষ্টান্তমূলক শাস্তি পাক।’’

আরও পড়ুন– ইডেনে জানুয়ারিতে ভারত-ইংল্যান্ড টি২০ ম্যাচের দিন বদল, জেনে নিন কবে হবে ম্যাচ

শুভেন্দু অধিকারী এও বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ওই মৃতার বাড়ি সহানুভূতি দেখাতে যান নি, যদি সহানুভূতি দেখাতেই যেতেন তাহলে আরও অনেক আগেই যেতেন উনি। পরিবারের সদস্যদের ম্যানেজ করতে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আমরা খুশি আরজিকরের ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ায়।’’

প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকরের ঘটনার তদন্ত যদি সিবিআই করে সেক্ষেত্রে তাঁর সরকারের কোনও আপত্তি নেই বললেও সিবিআইয়ের তদন্তের সাকসেস রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন।‌ এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘সিবিআই এর তদন্তের সাকসেস রেট খুব হাই।‌ রাজ্যের বিভিন্ন ঘটনার তদন্তে সিবিআই তদন্ত হওয়াতেই অনেক অপরাধী সাজা পেয়েছে। শুধুমাত্র সারদা মামলার সাকসেস রেটই শূন্য। আর আরজি করের ঘটনার তদন্তভার যেহেতু আদালতের নজরদারিতে চলবে তাই আমরা মনে করি এক্ষেত্রেও আসল কালপ্রিটরা শাস্তি পাবে।’’

RG Kar Case: আরজি করের ঘটনায় ক্ষুব্ধ, মর্মাহত! প্রকাশ করা হবে না দেবের নতুন ছবির প্রথম ঝলক

কলকাতা: আরজি কর-কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। বুধবার রাজ্য জুড়ে সরকারি এবং বেসরকারি হাসপাতালে আউটডোর অথবা ওপিডি পরিষেবা বন্ধ রাখার ডাক দিল চিকিৎসকদের সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস৷ শুধুমাত্র হাসপাতালে জরুরি পরিষেবাই দেবেন চিকিৎসকরা৷ জরুরি নয়, এমন কোনও পরিষেবাই দেওয়া হবে না৷

তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় নিয়ে উত্তাল চারদিক। শুরু হয়েছে আন্দোলন। অপরাধীর শাস্তি চেয়ে পথে নেমেছেন অগুনতি মানুষ। এমন পরিস্থিতিতে ‘খাদান’-এর টিজার রিলিজ পিছিয়ে দিলেন দেব এবং ছবির প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস। একটি বিবৃতি জারি করে জানানো হয়, “সম্প্রতি আরজি কর হাসপাতালে যে দুঃখজনক এবং একই সঙ্গে ভয়ঙ্কর ঘটনায় ঘটে গিয়েছে, তাতে আমরা মর্মাহত, ক্ষুব্ধ। তাই আমরা আপাতত আমাদের ছবি ‘খাদান’-এর টিজার মুক্তি স্থগিত রাখছি।”

 

আরও পড়ুন: সলমনের ছবিতেই শেষ গান! ৯ বছর পর বলিউডে ফিরছেন জনপ্রিয় এই গায়ক, কে তিনি জানেন

আরও পড়ুন: ‘ঐশ্বর্য আমার মেয়ে নয়…’! পুত্রবধূকে নিয়ে বিস্ফোরক জয়া! ‘অশান্তি’র জন্য দায়ী কে

দেব সেই ট্যুইটটি শেয়ার করে লিখেছেন, ‘চলুন সকলে একসঙ্গে রুখে দাঁড়াই।’ নির্মাতাদের তরফ থেকে এও জানানো হয় যে, এই মুহূর্তে তাঁরা শুধুমাত্র এই অপরাধের বিচার চান। প্রয়াত জুনিয়র মহিলা চিকিৎসকের পরিবারকে সহানুভূতি জানিয়েছেন তাঁরা। বিবৃতিতে লেখা, “বিচার পেতে আমরাও তাঁদের পাশে আছি।”

বারাসাত মেডিক্যালে উত্তেজনা, বিজেপি কর্মীদের সঙ্গে রোগীর পরিবারের হাতাহাতি

বারাসাত মেডিক্যালে উত্তেজনা। বিজেপি কর্মীদের সঙ্গে রোগী পরিবারের হাতাহাতি। আর জি করের ঘটনার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। পুলিশ হাসপাতালের গেট আটকে দেয়। হাসপাতালে অন্তঃসত্ত্বা ঢুকতে গেলে উত্তেজনা।

R G Kar Murder Case: ওই নম্বর থেকে আর আসবে না হোয়াটসঅ্যাপ মেসেজ, পড়ে রইল হবু বউকে দেওয়া শেষ গিফট, তারপর…

কলকাতা: কেমন যেন হঠাৎই বদলে গেল জীবন। নারকীয় হত্যায়, বন্ধ হল দীর্ঘ দিন ধরে হোয়াটসঅ্যাপে চলা চ্যাট। আর হবে না দেখা, আর রাস্তায় হাত ধরে হাঁটতে গিয়ে লজ্জা পাবে না ও। ছোট ছোট এমন অনেক বিষয়ে ১৩ বছর ধরে বয়সে কিছুটা ছোট প্রেমিকার সঙ্গে মিশে বুঝে গিয়েছিল ডাক্তার প্রেমিক। ও সবার থেকে যেন কোথাও গিয়ে একটু আলাদা।

নম্র, ভদ্র,বিনয়ী পাশাপাশি স্বল্পভাষী। কোনও দিনই নিজের চাহিদার কথা সে ভাবে মুখ ফুটে বলতে পারত না। তাই ওকে আগলে রাখতে হতো সবদিক থেকেই। কিন্তু আরজি করে যাওয়ার পর থেকেই ধীরে ধীরে কেমন যেন বদলাতে শুরু করেছিল ১৩ বছরের চেনা ভালোবাসার মানুষটা।

আরও পড়ুন – Cricketer’s Wife: বরের টাকায় থোড়াই কেয়ার, রূপের আগুনে বলে বলে গোল দেন, স্বামী ভারতীয় দলের তারকা ক্রিকেটার, স্ত্রী ৮০০০০০০০ টাকার মালিক

সম্পর্কের কারণে নয়, হাসপাতালের কাজ নিয়েই নানা ভাবে চাপ ও পারিপার্শ্বিক চাপেই যেন ধীরে ধীরে বদলে যাচ্ছিলেন মৃত চিকিৎসক। বিভিন্ন সময়ে কর্মক্ষেত্র নিয়ে আক্ষেপ জানালেও, ভালবাসতেন কাজ। তাই চাপ ও সমস্যায় পড়লেও সে বিষয়ে ঘূণাক্ষরেও টের পেতে দেননি মা-বাবা কিংবা ভালোবাসার ডাক্তার প্রেমিককেও।

নিয়মিত হত কথা, কোনও পেশেন্টকে নিয়েই হোক বা চিকিৎসা পদ্ধতি নিয়ে- নানা সময়ে নদিয়ার হাসপাতালে কর্মরত সিনিয়র ডাক্তার প্রেমিকের কাছ থেকেও নিতো পরামর্শ। প্রেমিক ডাক্তারের কাছ থেকে শেষ নেওয়া উপহারও ছিল হ্যারিসনের ইন্টারনাল মেডিসিনের একটি বই।

এক অভিশপ্ত রাতই কেড়ে নিল মনের মানুষকে। আজ হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ায় ভালোবাসার চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনার আসল প্রকৃত অজানা সত্য বেরিয়ে আসবে আশা ডাক্তার প্রেমিকের। দোষীদের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ সাজা হোক এখন এটুকুই দাবি তাঁর।

Rudra Narayan Roy