Tag Archives: Fitness

Yoga Training: মুম্বই, বেঙ্গালুরুর ট্রেন্ড বাঁকুড়াতেও, মহিলাদের মধ্যে ফিটনেস ঝড়!

বাঁকুড়া: হাতে যোগা ম্যাট নিয়ে, সকাল সকাল গৃহবধূ থেকে শুরু করে চাকুরীজীবী মহিলা প্রত্যেকেই চললেন দুর্গা মন্দিরে। এর কারণ কী? কারণ একটাই, শরীর এবং মন দুটোকেই সুস্থ রাখা। সংসারের কাজের চাপে এবং দায়িত্বের বেড়াজালে আটকে থেকে নয়, বরঞ্চ শারীরিক এবং দৈহিক পরিশ্রমের মাধ্যমে নতুন দিগন্ত খোঁজার চেষ্টা করছেন বাঁকুড়ার মহিলারা।

কয়েক বছর আগে পর্যন্ত এই ছবি দেখা যেত না বাঁকুড়া শহরে। একমাত্র বেঙ্গালুরু, কলকাতা কিংবা মুম্বই, দিল্লির মত মহানগরগুলোতে মহিলাদের এই অনুশীলনের দৃশ্য আমাদের নজরে আসত। যা শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে থেকেই। তবে ধীরে ধীরে বাঁকুড়াতেও দেখা যাচ্ছে একটি ট্রেন্ড।

আরও পড়ুন: কাজল শেখের উদ্যোগে কাটল জট, আবার কাজ শুরু তিলপাড়া বাসস্ট্যান্ডের

মহিলাদের মধ্যে ব্যায়াম করার প্রবণতা বাড়ছে। বাড়ছে ফিজিক্যাল ট্রেনিং এবং যোগা করার ট্রেন্ড। গৃহবধূ কিংবা চাকুরিজীবী নারী, অধিকাংশেরই বাড়ছে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা। প্রান্তিক বাঁকুড়াতে ইতিমধ্যেই পৌঁছেছে এই ফিটনেসের ঝড়। যুব সমাজকে ছাড়িয়ে পৌঁছেছে বাঁকুড়ার নারীদের মজ্জাতে। বাঁকুড়ার পাপিয়া সেন আগে থেকেই জানতেন যোগা। একাধিক মহিলাদের উদ্যোগে শুরু করেন একটি প্রশিক্ষণ শিবির। সকাল বেলা কেন্দুয়াডিহিতে কয়েকজন মহিলাকে নিয়েই ফেব্রুয়ারি মাসে শুরু করেন যোগা প্রশিক্ষণ শিবির। যাদের মধ্যে কেউ হলেন শিক্ষিকা, আবার কেউ সরকারি চাকুরীজীবী।

দৈনন্দিন কাজ এবং সংসার সামলানোর পর তাঁরা এর মাধ্যমে নতুন জীবন খুঁজে পাচ্ছেন। বলছেন, যোগা বদলে দিয়েছে তাঁদের জীবনধারা। যোগা ছাড়াও ধীরে ধীরে ক্রেজ বাড়ছে জুম্বা, প্রাণায়াম এবং লাফটার ক্লাসের। এইসব আগে দেখা যেত একমাত্র মেট্রোপলিটন শহরগুলিতে, কিন্তু ধীরে ধীরে যেন বাঁকুড়ার ধমনীতেও প্রবেশ করছে আধুনিক ফিটনেস এবং প্রাচীন যোগার মেলবন্ধন। মহিলাদের একটি নির্দিষ্ট বয়সের পর বিভিন্ন শারীরিক সমস্যা দেখা যায় যেমন হাঁটু ব্যথা, ওজন বেড়ে যাওয়া, মাথা থেকে কোমর এবং কোমর থেকে পা পর্যন্ত ওজনের মধ্যে সামঞ্জস্য না থাকা এবং সর্বশেষ মানসিক চাপ এবং স্বল্প নিদ্রা।

মাত্র কয়েক মাসের মধ্যেই হাতে নাতে ফলাফল পাচ্ছেন বাঁকুড়ার ইচ্ছুক নারীরা। তাঁদের‌ই একজন আভা ঘোষ বলেন, যোগা আমার ওজন বাড়তে দিচ্ছে না। সঙ্গে কমেছে আমার শারীরিক ও মানসিক অস্থিরতা। সবার সঙ্গে যোগা করে একটা আনন্দ উপভোগ করছি যেটা ঘরে থেকে সম্ভব নয়। প্রশিক্ষণ নিতে আসা পিয়ালী দে গুপ্ত বলেন, বাড়িতে অনেক রকম চাপ থাকে। বিভিন্ন কাজের মধ্যে নিজেকে বেঁধে রাখেন মহিলারা। সেই বেড়াজাল থেকে তাঁরা বেরোতে পারেন না। কিন্তু যোগা করে মন ভাল হচ্ছে এবং মাইন্ড ফ্রেশ থাকছে। আমার সিদ্ধান্ত সঠিক হয়েছে।

নীলাঞ্জন ব্যানার্জী

Gym Center: বাম আমলে তৈরি জিম সেন্টারের বেহাল দশা, হাল ফেরানোর দাবি স্থানীয়দের

দক্ষিণ ২৪ পরগনা: জিম সেন্টারের ভগ্ন দশায় বিরক্ত স্থানীয়রা। বজবজের মুচিশার ঘটনা। এখানকার ভগ্নপ্রায় জিম সেন্টার সংস্কারের দাবি তুলেছে এলাকার মানুষজন। ঘটনা হলো পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দফতর ও সাংসদ এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থে এই জিম সেন্টারটি তৈরি করা হয়েছিল।

২০০১ সালে বাম আমলে সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত বজবজ-২ ব্লকের মুচিশা ফুটবল মাঠে তৈরি হয়েছিল এই জিম সেন্টারটি। ১০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল এই জিম সেন্টার। কিন্তু বর্তমানে সেই জিম সেন্টারটির ভগ্নদশা দেখে হতবাক স্থানীয়রা। জিম সেন্টারের মধ্যে জিমের সমস্ত সরঞ্জাম পড়ে রয়েছে। কিন্তু সেন্টারের টিনের ছাউনি উড়ে গিয়েছে। তৎকালীন সাংসদ শমিক লাহিড়ী জানান, মুচিশার মাঠ অ্যাথলেটিক্সের জন্য বিখ্যাত। অ্যাথলেটিক্সের সঙ্গে জিম যেহেতু জড়িত তাই এখানে জিম সেন্টারটি তৈরি করা হয়েছিল। কিন্তু তা এখন খারাপ অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: বন্ধ সরকারি স্কুল ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ‘দখলে’! দিব্যি চলছে সংসার

এই নিয়ে বজবজ-২ পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি জানান, ইতিমধ্যেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে জিম সেন্টারটি সংস্কারের বিষয়ে লিখিতভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে একটি মাল্টি জিম তৈরি করা হবে ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই। সমস্যাগুলিকে পিছনে ফেলে জিম সেন্টারটির দ্রুত সংস্কার হলে ভাল হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

নবাব মল্লিক

Health Tips: দিনভর শরীর চাঙ্গা! ডায়েটে এই ৫ খাবারে দারুণ পুষ্টিগুণ, একাধিক রোগমুক্তির হাতছানি

বর্তমান সময়ে সকাল থেকে শুরু হয় ইঁদুর দৌড়। এত কাজের মাঝে শরীর চাঙ্গা রাখতে গিয়ে হয়রান হয়ে পড়েন সকলে। রোজের ব্যস্ততায় প্রয়োজনীয় পুষ্টিও অধরা থেকে যাচ্ছে ফলে শরীরও দুর্বল হচ্ছে।
বর্তমান সময়ে সকাল থেকে শুরু হয় ইঁদুর দৌড়। এত কাজের মাঝে শরীর চাঙ্গা রাখতে গিয়ে হয়রান হয়ে পড়েন সকলে। রোজের ব্যস্ততায় প্রয়োজনীয় পুষ্টিও অধরা থেকে যাচ্ছে ফলে শরীরও দুর্বল হচ্ছে।
অভিজ্ঞ পুষ্টিবিদ দিব্যা নাজ জানান, শরীর ও মন ঝরঝরে রাখার উপায় কিন্তু রয়েছে হাতের একেবারে কাছেই। কোনও বাজারচলতি সাপ্লিমেন্টের প্রয়োজন নেই। শুধু কিছু খাবার খেলেই হবে কাজ।
অভিজ্ঞ পুষ্টিবিদ দিব্যা নাজ জানান, শরীর ও মন ঝরঝরে রাখার উপায় কিন্তু রয়েছে হাতের একেবারে কাছেই। কোনও বাজারচলতি সাপ্লিমেন্টের প্রয়োজন নেই। শুধু কিছু খাবার খেলেই হবে কাজ।
কলায় রয়েছে প্রচুর ফাইবার, পটাশিয়াম ও কার্বোহাইড্রেট। এই সমস্ত উপাদানগুলি একত্রে মিলে শরীরের পুষ্টির পাশাপাশি শক্তিও সঠিক ভাবে রাখে শরীরের।
কলায় রয়েছে প্রচুর ফাইবার, পটাশিয়াম ও কার্বোহাইড্রেট। এই সমস্ত উপাদানগুলি একত্রে মিলে শরীরের পুষ্টির পাশাপাশি শক্তিও সঠিক ভাবে রাখে শরীরের।
ডিমের মধ্যে রয়েছে প্রোটিন, ক্যালশিয়াম, ভিটামিন A। ডিমের কুসুমের অংশটি খেলেও নানান উপকার পাওয়া যায়। ডিম খেলে শরীরের প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন ও খনিজের ঘাটতিও মিটে যায় সহজেই।
ডিমের মধ্যে রয়েছে প্রোটিন, ক্যালশিয়াম, ভিটামিন A। ডিমের কুসুমের অংশটি খেলেও নানান উপকার পাওয়া যায়। ডিম খেলে শরীরের প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন ও খনিজের ঘাটতিও মিটে যায় সহজেই।
সকালবেলা খালি পেটে ভেজানো বাদাম খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। এতে রয়েছে ভিটামিন E, ম্যাগনেশিয়াম এবং প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট। ফলে এই বাদাম শরীরকে চাঙ্গা রাখে অনেকটাই।
সকালবেলা খালি পেটে ভেজানো বাদাম খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। এতে রয়েছে ভিটামিন E, ম্যাগনেশিয়াম এবং প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট। ফলে এই বাদাম শরীরকে চাঙ্গা রাখে অনেকটাই।
চিয়া বীজের মধ্যে থাকা খনিজ শরীরে ইলেক্ট্রোলাইটের সমতা বজায় রাখতে সাহায্য করে। চিয়া বীজের মধ্যে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং উচ্চমানের ফাইবার। তাই চিয়া বীজ খেলে শরীরে চাঙ্গা থাকে।
চিয়া বীজের মধ্যে থাকা খনিজ শরীরে ইলেক্ট্রোলাইটের সমতা বজায় রাখতে সাহায্য করে। চিয়া বীজের মধ্যে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং উচ্চমানের ফাইবার। তাই চিয়া বীজ খেলে শরীরে চাঙ্গা থাকে।
ওট্‌স খেলে দীর্ঘ সময় পেটে থাকে। পাশাপাশি শরীরে খারাপ কোলেস্টেরল কমায় এবং হার্ট ভাল রাখে ওট্‌স। এতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যা শরীরকে পুষ্টি ও শক্তি দুই-ই জোগান দিতে পারে।
ওট্‌স খেলে দীর্ঘ সময় পেটে থাকে। পাশাপাশি শরীরে খারাপ কোলেস্টেরল কমায় এবং হার্ট ভাল রাখে ওট্‌স। এতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যা শরীরকে পুষ্টি ও শক্তি দুই-ই জোগান দিতে পারে।

Not Losing Belly Fat Reasons: শত চেষ্টাতেও কমছে না তলপেটের মেদ? এই ভুলেই জমছে না তো মেদ? দেখুন তো!

তলপেটের মেদ স্বাস্থ্য এবং সৌন্দর্য-এই দু’য়ের পক্ষেই হানিকর। শরীরের এই অংশে মেদ চটজলদি জমে যায়। কিন্তু গলতে বা কমতে চায় না কোনও মতেই।
তলপেটের মেদ স্বাস্থ্য এবং সৌন্দর্য-এই দু’য়ের পক্ষেই হানিকর। শরীরের এই অংশে মেদ চটজলদি জমে যায়। কিন্তু গলতে বা কমতে চায় না কোনও মতেই।

 

তলপেটের মেদ ঝরিয়ে ফেলতে আমরা চেষ্টার কসুর করি না। জিমে গিয়ে শরীরচর্চা থেকে শুরু করে ঘরোয়া টোটকা-অনুসরণ করি বহু নিয়ম।
তলপেটের মেদ ঝরিয়ে ফেলতে আমরা চেষ্টার কসুর করি না। জিমে গিয়ে শরীরচর্চা থেকে শুরু করে ঘরোয়া টোটকা-অনুসরণ করি বহু নিয়ম।

 

কিন্তু সতর্ক থাকা সত্ত্বেও কিছু ভুলত্রুটি হয়ে যায়। যার জন্য ওজন কমলেও তলপেটের মেদ রয়েই যায়। সেই বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞ শালিনী সুধাকর।
কিন্তু সতর্ক থাকা সত্ত্বেও কিছু ভুলত্রুটি হয়ে যায়। যার জন্য ওজন কমলেও তলপেটের মেদ রয়েই যায়। সেই বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞ শালিনী সুধাকর।

 

ডায়েটে ফাইবারের তুলনায় কার্বোহাইড্রেটস বেশি থাকলে তলপেটে মেদ জমার আশঙ্কা বাড়ে। রক্তে শর্করাও বেড়ে যায়। তাই কার্বস কমিয়ে খেতে হবে বেশি ফাইবার।
ডায়েটে ফাইবারের তুলনায় কার্বোহাইড্রেটস বেশি থাকলে তলপেটে মেদ জমার আশঙ্কা বাড়ে। রক্তে শর্করাও বেড়ে যায়। তাই কার্বস কমিয়ে খেতে হবে বেশি ফাইবার।

 

সব সময় সুষম খাবার খেতে হবে। কোনও উপকরণ বেশি, কোনওটা কম হলে চলবে না।
সব সময় সুষম খাবার খেতে হবে। কোনও উপকরণ বেশি, কোনওটা কম হলে চলবে না।

 

পর্যাপ্ত জলপান করতে হবে। বেশি জলপান করলে শরীর থেকে টক্সিন দূর হয়। মেটাবলিজম রেট বাড়ে। অবাঞ্ছিত মেদ দূর হয়।
পর্যাপ্ত জলপান করতে হবে। বেশি জলপান করলে শরীর থেকে টক্সিন দূর হয়। মেটাবলিজম রেট বাড়ে। অবাঞ্ছিত মেদ দূর হয়।

 

দীর্ঘ ক্ষণ এক জায়গায় বসে থাকলে চলবে না। শরীরচর্চার জন্য সময় বরাদ্দ করতেই হবে।
দীর্ঘ ক্ষণ এক জায়গায় বসে থাকলে চলবে না। শরীরচর্চার জন্য সময় বরাদ্দ করতেই হবে।

Weight Loss Diet Chart: হু হু করে হালকা হয়ে যাবেন…! সকাল থেকে রাত জাস্ট ৭ দিন Follow করুন এই ডায়েট চার্ট! ওজন কমবেই, গ্যারান্টি

ওজন কমানোর ডায়েট চার্ট: সকাল থেকে রাত পর্যন্ত আমরা বেশিরভাগ সময়েই নিয়ম মেনে খাবার খাই না। অনেক সময় তো আমরা ভেবেও দেখি না কোন খাবারে শরীরে কী ক্ষতি হচ্ছে। ওজন কমাতে ডায়েট করলেও অনেকে বুঝতে পারেন না কোনটা খাবেন আর কোনটাই বা খাবেন না।
ওজন কমানোর ডায়েট চার্ট: সকাল থেকে রাত পর্যন্ত আমরা বেশিরভাগ সময়েই নিয়ম মেনে খাবার খাই না। অনেক সময় তো আমরা ভেবেও দেখি না কোন খাবারে শরীরে কী ক্ষতি হচ্ছে। ওজন কমাতে ডায়েট করলেও অনেকে বুঝতে পারেন না কোনটা খাবেন আর কোনটাই বা খাবেন না।
আমরা কী খাই এবং আমাদের জীবনযাত্রা কেমন তা অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের স্থূলতার জন্য দায়ী। আমরা বেশিরভাগ সময়েই এটা নিয়ে চিন্তা করি না। বরং ওবেসিটি বা স্থূলতা কেন কমছে না তা নিয়ে আফসোস করতে থাকি।
আমরা কী খাই এবং আমাদের জীবনযাত্রা কেমন তা অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের স্থূলতার জন্য দায়ী। আমরা বেশিরভাগ সময়েই এটা নিয়ে চিন্তা করি না। বরং ওবেসিটি বা স্থূলতা কেন কমছে না তা নিয়ে আফসোস করতে থাকি।
আজ এই প্রতিবেদনে আমরা আপনাকে এমনই একটি ডায়েট চার্ট শেয়ার করতে চলেছি যা মেনে চললে কিন্তু ওজন থাকবে হাতের মুঠোয়। এমনকি কোলেস্টেরল, সুগার, ব্যথা, অ্যাসিডিটি ধারে কাছে ঘেঁষবে না রোগ বালাই।
আজ এই প্রতিবেদনে আমরা আপনাকে এমনই একটি ডায়েট চার্ট শেয়ার করতে চলেছি যা মেনে চললে কিন্তু ওজন থাকবে হাতের মুঠোয়। এমনকি কোলেস্টেরল, সুগার, ব্যথা, অ্যাসিডিটি ধারে কাছে ঘেঁষবে না রোগ বালাই।
এই প্রতিবেদনে আজ বুঝে নিন আপনাকে কোন সময়ে কী খেতে হবে। ভুল সময়ে ভুল খাওয়ার কিন্তু সর্বনাশ ডেকে আনতে পারে। আবার ঠিক সময়ে ঠিক খাওয়ার ম্যাজিকের মতোই কাজ করবে। মাত্র এক সপ্তাহের মধ্যে আপনার চর্বি গলে জল।
এই প্রতিবেদনে আজ বুঝে নিন আপনাকে কোন সময়ে কী খেতে হবে। ভুল সময়ে ভুল খাওয়ার কিন্তু সর্বনাশ ডেকে আনতে পারে। আবার ঠিক সময়ে ঠিক খাওয়ার ম্যাজিকের মতোই কাজ করবে। মাত্র এক সপ্তাহের মধ্যে আপনার চর্বি গলে জল।
ওজন কমানোর জন্য ডায়েট: ওজন কমানোর জন্য আমরা অনেক ধরনের ডায়েট, উপবাস, ব্যায়াম ইত্যাদি নানা পথ অবলম্বন করি, কিন্তু একটি খুব সাধারণ বিষয় যা আমরা উপেক্ষা করে থাকি, তা হল, না বুঝেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবারের নাম জাঙ্ক ফুড অর্থাৎ এককথায় আবর্জনা খেয়ে থাকি।
ওজন কমানোর জন্য ডায়েট: ওজন কমানোর জন্য আমরা অনেক ধরনের ডায়েট, উপবাস, ব্যায়াম ইত্যাদি নানা পথ অবলম্বন করি, কিন্তু একটি খুব সাধারণ বিষয় যা আমরা উপেক্ষা করে থাকি, তা হল, না বুঝেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবারের নাম জাঙ্ক ফুড অর্থাৎ এককথায় আবর্জনা খেয়ে থাকি।
সকাল থেকে রাত পর্যন্ত আমরা কী খাই এবং আমাদের জীবনধারা কেমন তা নিয়ে যত্নশীল হন খুব কম মানুষ। তাই আজ আমরা আপনাকে এমন একটি ডায়েট চার্ট জানাব যাতে আপনাকে কোন সময়ে কী খেতে হবে যাতে এক সপ্তাহের মধ্যে আপনার চর্বি গলে যায় সেটা বুঝিয়ে দেওয়া হবে।
সকাল থেকে রাত পর্যন্ত আমরা কী খাই এবং আমাদের জীবনধারা কেমন তা নিয়ে যত্নশীল হন খুব কম মানুষ। তাই আজ আমরা আপনাকে এমন একটি ডায়েট চার্ট জানাব যাতে আপনাকে কোন সময়ে কী খেতে হবে যাতে এক সপ্তাহের মধ্যে আপনার চর্বি গলে যায় সেটা বুঝিয়ে দেওয়া হবে।
লেবু ও মধু আর হালকা গরম জল দিয়ে সকাল শুরু করুন, আপনি চাইলে হার্বাল টি বা গ্রিন টিও খেতে পারেন। যে কোনও ধরণের ডিটক্স পানীয় দিয়ে দিন শুরু করা অত্যন্ত জরুরি ও স্বাস্থ্যকর।
লেবু ও মধু আর হালকা গরম জল দিয়ে সকাল শুরু করুন, আপনি চাইলে হার্বাল টি বা গ্রিন টিও খেতে পারেন। যে কোনও ধরণের ডিটক্স পানীয় দিয়ে দিন শুরু করা অত্যন্ত জরুরি ও স্বাস্থ্যকর।
এক্ষেত্রে দিনের তিনটি প্রধান খাবার যেমন সকালের জলখাবার, দুপুরের লাঞ্চ এবং রাতের খাবার মিলিয়ে ৩০০ থেকে ৩৫০ ক্যালোরি রাখুন দিনের মূল ডায়েটে। অবশিষ্ট ৩০০ ক্যালোরি স্ন্যাকস এবং অন্যান্য জিনিসগুলিতে গ্রহণ করুন।
এক্ষেত্রে দিনের তিনটি প্রধান খাবার যেমন সকালের জলখাবার, দুপুরের লাঞ্চ এবং রাতের খাবার মিলিয়ে ৩০০ থেকে ৩৫০ ক্যালোরি রাখুন দিনের মূল ডায়েটে। অবশিষ্ট ৩০০ ক্যালোরি স্ন্যাকস এবং অন্যান্য জিনিসগুলিতে গ্রহণ করুন।
বেশি করে জল পান করুন, সম্ভব হলে কমপক্ষে দু' গ্লাস এবং সর্বোচ্চ এক লিটার জল প্রতিদিন পান করুন। হালকা গরম জল বার বার খেলে তা চর্বি গলতে সাহায্য করে।
বেশি করে জল পান করুন, সম্ভব হলে কমপক্ষে দু’ গ্লাস এবং সর্বোচ্চ এক লিটার জল প্রতিদিন পান করুন। হালকা গরম জল বার বার খেলে তা চর্বি গলতে সাহায্য করে।
প্রাতঃরাশ (ব্রেকফাস্ট ডায়েট)এক্ষেত্রে ভাল বিকল্প ওটস। এর জন্য প্লেইন ওটসের একটি প্যাকেট আনুন এবং তাতে প্রচুর পরিমানে শাকসবজি যোগ করুন, এবার এটি সেদ্ধ করে প্রস্তুত করুন এবং এটি খান।
প্রাতঃরাশ (ব্রেকফাস্ট ডায়েট)
এক্ষেত্রে ভাল বিকল্প ওটস। এর জন্য প্লেইন ওটসের একটি প্যাকেট আনুন এবং তাতে প্রচুর পরিমানে শাকসবজি যোগ করুন, এবার এটি সেদ্ধ করে প্রস্তুত করুন এবং এটি খান।
ব্রেকফাস্টে মুখ বদলে মাঝে মাঝে কর্নফ্লেক্স এবং ডাবল টোনড মিল্ক খেতে পারেন। অনেক সময় সকালের জলখাবারে দইয়ের সঙ্গে সেদ্ধ আলু খেতে পারেন, অনেকে ডিমও খান। এতে আপনি প্রোটিন ডায়েট পাবেন।
ব্রেকফাস্টে মুখ বদলে মাঝে মাঝে কর্নফ্লেক্স এবং ডাবল টোনড মিল্ক খেতে পারেন। অনেক সময় সকালের জলখাবারে দইয়ের সঙ্গে সেদ্ধ আলু খেতে পারেন, অনেকে ডিমও খান। এতে আপনি প্রোটিন ডায়েট পাবেন।
ব্রাঞ্চ :পাঁচ থেকে দশটি বাদাম, কফি বা গ্রিন টি বা আদা, তুলসী, দারচিনি, এলাচ ইত্যাদির সঙ্গে চা। এক্ষেত্রে চিনির পরিবর্ত বা চিনির কোনও উপযুক্ত বিকল্প নিতে পারেন।
ব্রাঞ্চ :
পাঁচ থেকে দশটি বাদাম, কফি বা গ্রিন টি বা আদা, তুলসী, দারচিনি, এলাচ ইত্যাদির সঙ্গে চা। এক্ষেত্রে চিনির পরিবর্ত বা চিনির কোনও উপযুক্ত বিকল্প নিতে পারেন।
দুপুরের খাবার: এক বাটি বাদামি চাল বা ব্রাউন রাইস, স্যালাড, মুসুর ডাল, মাল্টি গ্রেইন ময়দার তৈরি এক বা দুটি রুটি।
দুপুরের খাবার: এক বাটি বাদামি চাল বা ব্রাউন রাইস, স্যালাড, মুসুর ডাল, মাল্টি গ্রেইন ময়দার তৈরি এক বা দুটি রুটি।
সন্ধ্যার চায়ে, আপনি কিছু ভেজ স্যুপ বা রোস্টেড ছোলার সঙ্গে চা বা কফি বা গ্রিন টি খেতে পারেন। স্প্রাউটও নিতে পারেন সান্ধ্য জলখাবারে।
সন্ধ্যার চায়ে, আপনি কিছু ভেজ স্যুপ বা রোস্টেড ছোলার সঙ্গে চা বা কফি বা গ্রিন টি খেতে পারেন। স্প্রাউটও নিতে পারেন সান্ধ্য জলখাবারে।
রাতের খাবার: এক বাটি ভেজ স্যুপ, এক বাটি স্যালাড, বা একটি বড় বাটি পেঁপে বা এক বাটি সবজি রাখুন এই তালিকায়।
রাতের খাবার: এক বাটি ভেজ স্যুপ, এক বাটি স্যালাড, বা একটি বড় বাটি পেঁপে বা এক বাটি সবজি রাখুন এই তালিকায়।
এতে অবশ্যই রসুন এবং পেঁয়াজ থাকতে হবে বা আপনি যদি আমিষভোজী হন, তাহলে তিনটি ডিমের সাদা অংশ বা ১৫০ গ্রাম মুরগির ব্রেস্ট, বা দুটি লেগপিসের টুকরো রাখুন ডিনারের মেন্যুতে।
এতে অবশ্যই রসুন এবং পেঁয়াজ থাকতে হবে বা আপনি যদি আমিষভোজী হন, তাহলে তিনটি ডিমের সাদা অংশ বা ১৫০ গ্রাম মুরগির ব্রেস্ট, বা দুটি লেগপিসের টুকরো রাখুন ডিনারের মেন্যুতে।
তবে শুধু এই নিয়মে ডায়েট করলেই হবে না। আরও যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল খেয়াল রাখা যে সঠিক পরিমাণে ক্যালোরি গ্রহণ হচ্ছে কিনা।
তবে শুধু এই নিয়মে ডায়েট করলেই হবে না। আরও যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল খেয়াল রাখা যে সঠিক পরিমাণে ক্যালোরি গ্রহণ হচ্ছে কিনা।
ছিপছিপে সুন্দর হতে চাইলে কিন্তু আরও কিছু জিনিসও মনে রাখতে হবে। যেমন, প্রভূত পরিমানে তরল খাওয়ার পরিমান বৃদ্ধি এবং ব্যায়ামকেও আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করতে হবে।
ছিপছিপে সুন্দর হতে চাইলে কিন্তু আরও কিছু জিনিসও মনে রাখতে হবে। যেমন, প্রভূত পরিমানে তরল খাওয়ার পরিমান বৃদ্ধি এবং ব্যায়ামকেও আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করতে হবে।

জন্মদিনে গোয়ার সৈকতে সম্পূর্ণ নগ্ন হয়ে দৌড়লেন মিলিন্দ সোমন, সোশ্যাল মিডিয়ায় আলোড়ন প্রশংসায়, বিদ্রুপে!

#মুম্বই: জন্মদিনটা একেবারে নিজের মতো করেই কাটানো ভালো, তাই নয় কি? আমরা জানি, আপনি এ ব্যাপারে সহমত হবেন! কাজেই সে দিক থেকে মিলিন্দ সোমনের গোয়ার সৈকতে নগ্ন হয়ে দৌড়নোর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই!

খবর বলছে যে আজ ৫৫ বছরে পা রাখলেন দেশের এই অন্যতম শক্তিশালী অভিনেতা। সম্প্রতি স্ত্রী অঙ্কিতা কোনওয়ারের সঙ্গে তিনি ছুটি কাটাতে চলে গিয়েছেন গোয়ায়, মাঝে মাঝে সময় বের করে ভক্ত আর কাছের বন্ধুদের জন্য পোস্ট করছেন ছুটির দু’-একটা মুহর্ত। ঠিক সেই ভাবেই তাঁর Instagram প্রোফাইলে ধরা দিয়েছে এই দৌড়ের ছবি!

View this post on Instagram

Happy birthday to me ! . . . #55 ? @ankita_earthy

A post shared by Milind Usha Soman (@milindrunning) on

এ জায়গায় এসে দুটো কথা না বললেই নয়! তার মধ্যে প্রথমটা হল দৌড় নিয়ে। মিলিন্দের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নামের পাশেই জুড়ে গিয়েছে রানিং শব্দটা- শরীর ফিট রাখতে দৌড় নিয়ে দেশের জনতাকে উৎসাহও দিয়ে থাকেন তিনি। কাজেই জন্মদিনেও যে প্রিয় এই শরীরচর্চায় নিজেকে কিছুক্ষণ হলেও ডুবিয়ে রাখবেন, সেটা যেন প্রত্যাশিতই ছিল!

আর ঠিক সে রকম ভাবেই বলতে হয় দুই নম্বর কথাটাও। নগ্নতা নিয়ে কোনও দিনই লজ্জার ধার ধারেননি মিলিন্দ। আজ থেকে বছর ২৫ আগেই প্রাক্তন স্ত্রী তথা দেশের অন্যতম সুন্দরী মডেল মধু সাপ্রের সঙ্গে সম্পূর্ণ নগ্নাবস্থায় যে ফটোশ্যুট করেছিলেন তিনি, তার জন্য রীতিমতো জনরোষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। এ ছাড়াও রয়েছে ওই একই ভাবে তাঁর একার ফটোশ্যুটও! যা নতুন করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সবার সঙ্গে শেয়ার করেছেন তিনি। পাশাপাশি, লকডাউন পর্বেও প্রকৃতির কাছে ফিরে যাওয়ার বার্তা নিয়ে এক প্রায় নগ্ন ছবি পোস্ট করেছিলেন মিলিন্দ।

তবে মিলিন্দের কাছে ব্যাপারটা স্বাভাবিক হলেও অনেকের কাছেই নয়। তাই Instagram-এ চলছে বিদ্রুপের পালা। কেউ বলছেন, এ তাঁর জন্মদিনের পোশাক, কেউ বা বলছেন এ বুড়ো বয়সের ভীমরতি!

যদিও দেশের অনেকেই খুব স্পোর্টিংলি নিয়েছেন ব্যাপারটাকে, মিলিন্দের ফিটনেসের প্রশংসায় পঞ্চমুখ তাঁরা। এই সব প্রতিক্রিয়াই ছবিতে ক্লিক করে পড়ে নিতে পারেন!