Tag Archives: Thailand

Thailands PM: বয়স মাত্র ৩৭ বছর, থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা

থাইল্যান্ড: মাত্র ৩৭ বছর বয়সে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা। তিনিই থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। শুক্রবার সংসদে ভোটাভুটি হয়। সেখানেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন পেতংতার্ন।

দু’দিন আগেই নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে সেথ্রা থাভিসিনকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেয় থাইল্যান্ডের আদালত। ঘুষের দায়ে জেল খাটা আসামীকে মন্ত্রিপরিষদের সদস্য মনোনীত করেছিলেন তিনি। এরপরই সামনে আসে পেতংতার্নের নাম।

উল্লেখ্য, গত কয়েক দশক ধরে থাইল্যান্ডের রাজনীতিতে রাজত্ব করছে সিনাওয়াত্রা পরিবার। পেতংতার্নের বাবা থাকসিন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। কাকা ইংলাক সিনাওয়াত্রাও সে দেশের রাজনীতিতে পরিচিত নাম।

আরও পড়ুন-     মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

পেতংতার্ন সিনাওয়াত্রা ফেউ থাই পার্টির নেতা। তবে নির্বাচিত সাংসদ নন। সেথ্রা থাভিসিনকে ক্ষমতাচ্যুত করার পর ফেউ থাই পার্টির তরফে প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে তাঁর নাম অনুমোদন করা হয়। শুক্রবার সংসদে শুরু হয় ভোটাভুটি। তাতেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছেন পেতংতার্ন।

পেতংতার্নের পিতা থাকসিন থাইল্যান্ডের অন্যতম ধনকুবের। তিনিই প্রথম রাজনীতিবিদ যিনি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব সামলান তিনি। ২০০৫ সালে সামরিক অভুত্থানের পর তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। পেতংতার্নের জয়ের পিছনে থাকসিনের জনপ্রিয়তা এবং প্রভাব রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন-    ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

তবে বাবার ছায়া থেকে বেরিয়ে থাইল্যান্ডের রাজনীতিতে নিজের পরিচয় তৈরি করতে চান পেতংতার্ন। তিনি বলেছেন, “আমি চিরকাল থাকসিনের মেয়েই থাকব। কিন্তু তাঁর ছায়ায় নয়। আমার নিজস্ব সিদ্ধান্ত রয়েছে।’’ তবে থাকসিনের ছায়া থেকে বেরিয়ে আসার কাজটা মোটেই সহজ হবে না পেতংতার্নের। এ কথা নিজের মুখেই স্বীকার করেছেন তিনি। পেতংতার্ন বলেছেন, “আজও থাকসিনের বিপুল রাজনৈতিক জনপ্রিয়তা রয়েছে। সেখান থেকে বেরিয়ে আসাটা সহজ নয়।’’

এই মুহূর্তে রাজনৈতিক ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে থাইল্যান্ড। গত সপ্তাহেই প্রোগ্রেসিভ মুভ ফরোয়ার্ড পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে আদালত। তারপর সাত দিনের মধ্যে প্রধানমন্ত্রীকে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাচ্যুত করা হয়। আদালতের পরপর দুটি রায়ে রীতিমতো কাঁপন ধরে গিয়েছে থাইল্যান্ডের রাজনীতিতে। পেতংতার্ন এই পরিস্থিতি থেকে দেশকে কীভাবে বের করে আনেন, এখন সেটাই দেখার।

Fruits: হুবহু লিচুর মতো দেখতে, কিন্তু লিচু নয়…! চিনির মতো মিষ্টি, একবার খেলে বারবার চাইবেন, কোথায় পাবেন?

মালদহ: থাইল্যান্ডের ফল চাষ করে নতুন দিশা দেখাচ্ছেন মালদহের যুবক। দেখতে অনেকটা লিচুর মতো তবে আকারে একটু ছোট গোলাকার এই ফল।  দেখতে কাঠ লিচু বা আঁশ ফলের মত। কিন্তু এই ফল কাঠলিচু নয়। থাইল্যান্ডের এই ফলের নাম লঙ্গন। মালদহ তথা উত্তরবঙ্গে প্রথম এই ফল চাষ করছেন দীপক রাজবংশী। পশ্চিমবঙ্গে কাঠলিচুর চাষ হলেও লঙ্গন তেমন ভাবে চাষ হয়না।

পুরাতন মালদহের কৃষক দীপক রাজবংশী পরীক্ষামূলক ভাবে তাঁর বাগানে দুইটি লঙ্গনের গাছ লাগিয়েছিলেন। আপাতত একটি গাছে গত বছর থেকে ফলন হচ্ছে। বাজারে বিক্রি পর্যন্ত হচ্ছে এই ফল। তবে মালদহবাসী এই ফল সম্পর্কে এখনও জানেন না। তাই দাম খুব একটা মিলছে না।

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

গত বছর তিনি এই ফল পাইকারি মূল্যে ১০০ টাকা কেজি দরে বিক্রি করেছিলেন। তবে সাধারণত এই ফল বাজারে প্রায় ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে। দীপক রাজবংশী বলেন, দেখতে অনেকটা আঁশফল বা কাঠ লিচুর মত হলেও এই ফলের নাম লঙ্গন। মূলত থাইল্যান্ডের এই ফল। মালদহে প্রথম আমি চাষ করছি। আগামীতে এই ফলের বাগান তৈরির পরিকল্পনা রয়েছে। কারণ এই ফল সুস্বাদু বাজারে চাহিদা ভাল।

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

থাইল্যান্ডের এই ফলের গাছ দীপক রাজবংশী রায়গঞ্জের একটি নার্সারি থেকে নিয়ে এসেছিলেন। ফলটি বেশ ভাল বাজারের চাহিদা রয়েছে। এমনকি এই ফল লিচু ও কাঠ লিচুর পড়ে পাকতে শুরু করে। তাই বাজারে এই ফল ব্যাপক দামে বিক্রিও হচ্ছে। খেতেও লিচুর থেকে অনেক সুস্বাদু মিষ্টি।

আগামীতে এই থাইল্যান্ডের ফলের বাগান তৈরির পরিকল্পনা রয়েছে দীপক রাজবংশীর। কারণ বাণিজ্যিকভাবে এই ফল চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই ফল খেতেও ভাল। এমনকি মালদহের মাটিতে এই গাছ সহজেই বাড়ছে। ফলে গাছের তেমন পরিচর্যারও প্রয়োজন হচ্ছে না। সহজেই গাছ হয়ে যাচ্ছে। তাই আগামীতে এই ফল চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন দীপক বাবু।

হরষিত সিংহ

Thai Special Food: কলকাতায় জিভে জল আনা থাই খাবারের আসর, ১৩-২০ জুলাই শহরের এই পাঁচতারায় মহা আয়োজন

থাইল্যান্ড বললে চোখের সামনে কী ভেসে ওঠে? অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, চোখ ধাঁধানো সব মন্দির, আর জিভে জল আনা থাই খাবার। তবে থাই খাবারের স্বাদ নিতে যে থাইল্যান্ডেই যেতে হবে এমন কথার কোনও মানে নেই। কলকাতার তাজ সিটি সেন্টারেই (Taj City Centre Newtown) বসছে থাই খাবারের আসর। চলবে ১৩ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত। আয়োজনে মুম্বইয়ের IHCL Seleqtions।
থাইল্যান্ড বললে চোখের সামনে কী ভেসে ওঠে? অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, চোখ ধাঁধানো সব মন্দির, আর জিভে জল আনা থাই খাবার। তবে থাই খাবারের স্বাদ নিতে যে থাইল্যান্ডেই যেতে হবে এমন কথার কোনও মানে নেই। কলকাতার তাজ সিটি সেন্টারেই (Taj City Centre Newtown) বসছে থাই খাবারের আসর। চলবে ১৩ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত। আয়োজনে মুম্বইয়ের IHCL Seleqtions।
রন্ধন বিশেষজ্ঞরা বলেন, ৫ ধরনের মৌলিক স্বাদের খাবার হয়। মশলাদার, টক, তেঁতো, মিষ্টি এবং নোনতা। থাই খাবারের বিভিন্ন পদে এই ৫ রকমের স্বাদ আস্বাদন করতে পারবেন ভোজনরসিকরা। প্রতিটি থালিতে থাকছে থাই রান্নার মিষ্টি, টক এবং মশলাদার স্বাদ। প্লেটে সাজিয়ে দিলে জিভে জল আসতে বাধ্য।
রন্ধন বিশেষজ্ঞরা বলেন, ৫ ধরনের মৌলিক স্বাদের খাবার হয়। মশলাদার, টক, তেঁতো, মিষ্টি এবং নোনতা। থাই খাবারের বিভিন্ন পদে এই ৫ রকমের স্বাদ আস্বাদন করতে পারবেন ভোজনরসিকরা। প্রতিটি থালিতে থাকছে থাই রান্নার মিষ্টি, টক এবং মশলাদার স্বাদ। প্লেটে সাজিয়ে দিলে জিভে জল আসতে বাধ্য।
মুম্বইয়ের IHCL Seleqtions-এর থাই প্যাভেলিয়ান রেস্তোরাঁর ভারতের সেরা থাই পদ তৈরির জন্য পরিচিত। তাজ সিটি সেন্টারে তাঁরাই বানাবেন বিভিন্ন থাই পদ।
মুম্বইয়ের IHCL Seleqtions-এর থাই প্যাভেলিয়ান রেস্তোরাঁর ভারতের সেরা থাই পদ তৈরির জন্য পরিচিত। তাজ সিটি সেন্টারে তাঁরাই বানাবেন বিভিন্ন থাই পদ।
থাই রান্নার নির্যাস আত্মীকরণ করেছেন IHCL Seleqtions-এর শেফ ধর্মেশ চান্দুলাল রাঠোর। তিনিই বেছে দিয়েছেন দিয়েছেন বিভিন্ন পদ। সেই মতো তাজ সিটি সেন্টারে রান্না হবে বিভিন্ন থাই খাবার। কলকাতায় বসে জিভে একটুকরো থাইল্যান্ড ধারণ করার অভিজ্ঞতা একেবারে নিশ্চিত।কী কী থাকছে মেনুতে? স্যালাডের মধ্যে রয়েছে স্পাইসি মিন্সড চিকেন স্যালাড, ভার্মিসেলি শ্রিম্পস অ্যান্ড গ্রাউন্ড চিকেন ফ্লেভার্ড উইথ থাই হার্বস ইত্যাদি।
থাই রান্নার নির্যাস আত্মীকরণ করেছেন IHCL Seleqtions-এর শেফ ধর্মেশ চান্দুলাল রাঠোর। তিনিই বেছে দিয়েছেন দিয়েছেন বিভিন্ন পদ। সেই মতো তাজ সিটি সেন্টারে রান্না হবে বিভিন্ন থাই খাবার। কলকাতায় বসে জিভে একটুকরো থাইল্যান্ড ধারণ করার অভিজ্ঞতা একেবারে নিশ্চিত।
কী কী থাকছে মেনুতে? স্যালাডের মধ্যে রয়েছে স্পাইসি মিন্সড চিকেন স্যালাড, ভার্মিসেলি শ্রিম্পস অ্যান্ড গ্রাউন্ড চিকেন ফ্লেভার্ড উইথ থাই হার্বস ইত্যাদি।
অ্যাপেটাইজার যে খিদে বাড়াবে সন্দেহ নেই। এখানে থাকছে টেম্পুরা প্রনস উইথ ট্যামারিন্ড সস, থাই স্টাইল স্প্রিং রোল-প্রন (নিরামিষ) ছাড়াও আরও অনেক। থাকছে চার রকমের স্যুপ। এর মধ্যে স্পাইসি স্যুপ ফ্লেভার্ড উইথ লেমনগ্রাস অ্যান্ড বার্ড আই চিলি প্রন এবং থাই কোকোনাট স্যুপ প্রন চেখে দেখতেই হবে। সি-ফুডেরও বিশাল সম্ভার থাকছে। এর মধ্যে লবস্টার উইথ পেপার গার্লিক এবং ক্রিসপি ফ্রায়েড ফিস টপড উইথ চিলি গার্লিক সসের স্বাদ নিতে ভুললে চলবে না, দুটোই অনবদ্য।
অ্যাপেটাইজার যে খিদে বাড়াবে সন্দেহ নেই। এখানে থাকছে টেম্পুরা প্রনস উইথ ট্যামারিন্ড সস, থাই স্টাইল স্প্রিং রোল-প্রন (নিরামিষ) ছাড়াও আরও অনেক। থাকছে চার রকমের স্যুপ। এর মধ্যে স্পাইসি স্যুপ ফ্লেভার্ড উইথ লেমনগ্রাস অ্যান্ড বার্ড আই চিলি প্রন এবং থাই কোকোনাট স্যুপ প্রন চেখে দেখতেই হবে। সি-ফুডেরও বিশাল সম্ভার থাকছে। এর মধ্যে লবস্টার উইথ পেপার গার্লিক এবং ক্রিসপি ফ্রায়েড ফিস টপড উইথ চিলি গার্লিক সসের স্বাদ নিতে ভুললে চলবে না, দুটোই অনবদ্য।
মিট এবং পোলট্রি সেকশনের ডাইসড চিকেন উইথ ক্যাসু নাটস এবং ক্রিসপি ল্যাম্ব স্ট্যারড উইথ বেল পেপারস না খেলে অন্যায় হবে। এর সঙ্গে রাইস ও নুডলস সেকশনের থাই স্টাইল ফ্রায়েড রাইস-প্রন এবং স্ট্যার ফ্রায়েড রাইস নুডলসও মিস করা যাবে না।
মিট এবং পোলট্রি সেকশনের ডাইসড চিকেন উইথ ক্যাসু নাটস এবং ক্রিসপি ল্যাম্ব স্ট্যারড উইথ বেল পেপারস না খেলে অন্যায় হবে। এর সঙ্গে রাইস ও নুডলস সেকশনের থাই স্টাইল ফ্রায়েড রাইস-প্রন এবং স্ট্যার ফ্রায়েড রাইস নুডলসও মিস করা যাবে না।
খাঁটি থাই রান্নার স্বাদ মিলবে এতে ৷ নিউটাউনের তাজ সিটি সেন্টারের জেনারেল ম্যানেজার ইন্দ্রনীল রায় বলেন, “Wykiki-র থাই প্যাভিলিয়নে স্বাগত। কলকাতায় বসে থাইল্যান্ডের বৈচিত্রময় খাবারের স্বাদ নেওয়ার অনন্য সুযোগ এসেছে শহরবাসীর সামনে। খাঁটি উপাদানে তৈরি হচ্ছে রকমারি পদ। এই ডাইনিং অভিজ্ঞতা গ্রাহকের মনে চিরকাল রয়ে যাবে।“
খাঁটি থাই রান্নার স্বাদ মিলবে এতে ৷ নিউটাউনের তাজ সিটি সেন্টারের জেনারেল ম্যানেজার ইন্দ্রনীল রায় বলেন, “Wykiki-র থাই প্যাভিলিয়নে স্বাগত। কলকাতায় বসে থাইল্যান্ডের বৈচিত্রময় খাবারের স্বাদ নেওয়ার অনন্য সুযোগ এসেছে শহরবাসীর সামনে। খাঁটি উপাদানে তৈরি হচ্ছে রকমারি পদ। এই ডাইনিং অভিজ্ঞতা গ্রাহকের মনে চিরকাল রয়ে যাবে।“
Chef Dharmesh Chandulal Rathod of President, Mumbai- IHCL SeleQtions
Chef Dharmesh Chandulal Rathod of President, Mumbai- IHCL SeleQtions

উড়ন্ত বিমানের সঙ্গে সেলফি তুলতে চান? ঘুরে আসুন ফুকেটের ‘Mai Khao Beach’, প্লেন স্পটিংয়ের সেরা জায়গা

সামনে সমুদ্র। পায়ের নীচে ভেজা বালি। আর মাথার কাছ দিয়ে গর্জন করতে করতে উড়ে যাচ্ছে বিশালাকার প্লেন। এতটাই কাছ দিয়ে যে প্লেনের সঙ্গে সেলফি তোলা যায়। ফুকেটের ‘মাই খাও’ (Mai Khao Beach) সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ এটাই।
সামনে সমুদ্র। পায়ের নীচে ভেজা বালি। আর মাথার কাছ দিয়ে গর্জন করতে করতে উড়ে যাচ্ছে বিশালাকার প্লেন। এতটাই কাছ দিয়ে যে প্লেনের সঙ্গে সেলফি তোলা যায়। ফুকেটের ‘মাই খাও’ (Mai Khao Beach) সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ এটাই।
সি বিচ কেমন হয়? কেউ সমুদ্রে স্নান করছে। কেউ শুয়ে শুয়ে সান বাথ নিচ্ছে। কেউ কেউ আবার একসঙ্গে দল বেঁধে আড্ডায় মশগুল। মাই খাও বিচের ছবিটা একদম আলাদা। এখানে সবাই আকাশের দিকে তাকিয়ে। মাথার উপর দিয়ে ব্যাপক শব্দ করে বেরিয়ে যাচ্ছে জেট ইঞ্জিন। আর বিপুল উল্লাসে ফেটে পড়ছেন পর্যটকরা।
সি বিচ কেমন হয়? কেউ সমুদ্রে স্নান করছে। কেউ শুয়ে শুয়ে সান বাথ নিচ্ছে। কেউ কেউ আবার একসঙ্গে দল বেঁধে আড্ডায় মশগুল। মাই খাও বিচের ছবিটা একদম আলাদা। এখানে সবাই আকাশের দিকে তাকিয়ে। মাথার উপর দিয়ে ব্যাপক শব্দ করে বেরিয়ে যাচ্ছে জেট ইঞ্জিন। আর বিপুল উল্লাসে ফেটে পড়ছেন পর্যটকরা।
মাই খাও বিচে প্রত্যেক পর্যটকের হাতেই ক্যামেরা। নিদেনপক্ষে মোবাইল। সবাই আকাশের দিকে তাক করে আছেন। প্লেনের সঙ্গে সেলফি, ভিডিও, ছবি। আসলে বিচের পাশেই ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আক্ষরিক অর্থেই তাই পর্যটকদের মাথা ঘেঁষে প্লেন নামে। ‘প্লেন স্পটিং’-এর জন্যই মাই খাও বিচের এমন জনপ্রিয়তা।
মাই খাও বিচে প্রত্যেক পর্যটকের হাতেই ক্যামেরা। নিদেনপক্ষে মোবাইল। সবাই আকাশের দিকে তাক করে আছেন। প্লেনের সঙ্গে সেলফি, ভিডিও, ছবি। আসলে বিচের পাশেই ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আক্ষরিক অর্থেই তাই পর্যটকদের মাথা ঘেঁষে প্লেন নামে। ‘প্লেন স্পটিং’-এর জন্যই মাই খাও বিচের এমন জনপ্রিয়তা।
এয়ারপোর্টস্পটিং ডট কমের প্রতিষ্ঠাতা এবং ওয়ার্ল্ড এয়ারপোর্টস স্পটিং গাইডের লেখক ম্যাট ফ্যালকাস বলছেন, মাই খাও বিচ ছাড়া আর কোথাও উড়ন্ত বিমানের এত কাছাকাছি আসা যায় না। যে কোনও মানুষের কাছেই এটাই রোমাঞ্চকর। তবে পর্যটকদের নিরাপত্তা নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ উদ্বিগ্ন। মাই খাও বিচে ঘোরার জন্য ডিসেম্বর মাস আদর্শ। প্রতি ১০ থেকে ১৫ মিনিট অন্তর একটা করে প্লেন মাথার উপর দিয়ে উড়ে যায় এখানে।
এয়ারপোর্টস্পটিং ডট কমের প্রতিষ্ঠাতা এবং ওয়ার্ল্ড এয়ারপোর্টস স্পটিং গাইডের লেখক ম্যাট ফ্যালকাস বলছেন, মাই খাও বিচ ছাড়া আর কোথাও উড়ন্ত বিমানের এত কাছাকাছি আসা যায় না। যে কোনও মানুষের কাছেই এটাই রোমাঞ্চকর। তবে পর্যটকদের নিরাপত্তা নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ উদ্বিগ্ন। মাই খাও বিচে ঘোরার জন্য ডিসেম্বর মাস আদর্শ। প্রতি ১০ থেকে ১৫ মিনিট অন্তর একটা করে প্লেন মাথার উপর দিয়ে উড়ে যায় এখানে।
থাইল্যান্ডের বিমানবন্দরগুলির ফ্লাইট ডেটা অনুযায়ী, আন্তর্জাতিক এবং ঘরোয়া বিমান মিলিয়ে ফুকেট বিমানবন্দর থেকে প্রতি বছর প্রায় ২ লক্ষ বিমান ওঠানামা করে। তাই এশিয়ার সেরা প্লেন স্পটিং জায়গাগুলোর মধ্যে সবার আগে আসবে মাই খাও-এর নাম। ফুকেটের দীর্ঘতম এই সি বিচে প্লেন দেখার জন্যই একটা ছোট অংশ রয়েছে। Photo: X
থাইল্যান্ডের বিমানবন্দরগুলির ফ্লাইট ডেটা অনুযায়ী, আন্তর্জাতিক এবং ঘরোয়া বিমান মিলিয়ে ফুকেট বিমানবন্দর থেকে প্রতি বছর প্রায় ২ লক্ষ বিমান ওঠানামা করে। তাই এশিয়ার সেরা প্লেন স্পটিং জায়গাগুলোর মধ্যে সবার আগে আসবে মাই খাও-এর নাম। ফুকেটের দীর্ঘতম এই সি বিচে প্লেন দেখার জন্যই একটা ছোট অংশ রয়েছে। Photo: X
সি বিচের সঙ্গেই লাগোয়া সিরিনাট জাতীয় উদ্যান। প্লেন স্পটিংয়ের জায়গা জাতীয় উদ্যানের সম্পত্তি। Photo: X
সি বিচের সঙ্গেই লাগোয়া সিরিনাট জাতীয় উদ্যান। প্লেন স্পটিংয়ের জায়গা জাতীয় উদ্যানের সম্পত্তি। Photo: X