Tag Archives: Viral

Oscars 2024: ‘সেরা পোশাক’ বিভাগের পুরস্কার ঘোষণা বিবস্ত্র হয়ে! অস্কার মঞ্চে বড় চমক! দেখুন ভাইরাল ভিডিও

লস অ্যা‍ঞ্জেলস: অস্কার মঞ্চে বড় চমক। সোমবার সকালে (ভারতীয় সময় অনুযায়ী) অস্কার মঞ্চে বেস্ট কস্টিউম বা সেরা পোশাক বিভাগে পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করতে উঠেছিলেন জন সিনা। এবং সেই মুহূর্তে তাঁর পরনে কিছুই ছিল না। সম্পূর্ণ নগ্ন হয়েই আলোকিত করলেন সম্মাননীয় এই মঞ্চ। সেই মুূহূর্তের ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।

ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জলসের ডলবি থিয়েটারে ভরা প্রেক্ষাগৃহে জিমি কিমেল প্রথমে বলেন যে এই বিভাগের অস্কারজয়ীর নাম ঘোষণা করবেন জন সিনা। তখনই তিনি ইঙ্গিত করেন যে মঞ্চে জন আসবেন নগ্ন অবস্থায়। তবে টেলিভিশন উপস্থাপক তথা ডব্লিউ ডব্লিই ই জগতের নামী কুস্তিগীর জন সিনা বিবস্ত্র অবস্থায় মঞ্চে পা রাখতে স্পষ্টতই দ্বিধাগ্রস্ত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালক জিিম কিমেল তাঁকে আশ্বস্ত করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত তাঁর কথাতেই উইংসের বাইরে এসে মঞ্চে পা রাখেন নগ্ন জন সিনা।

 

মুখবন্ধ যে লেফাফায় লেখা ছিল অস্কারপ্রাপকের নাম, সেটা দিয়েই গোপনাঙ্গ আড়াল করেন জন। সেই অবস্থায় আসেন মাইক্রোফোনের সামনে। কিন্তু খাম না খুললে কী করে ঘোষিত হবে বিজয়ীর নাম? েশষ পর্যন্ত জন সিনা-কে একটি বড় পর্দা দিয়ে আবৃত করা হয়। অতঃপর ঘোষিত হয় বিজেতার নাম। বাকি প্রতিযোগীদের টেক্কা দিয়ে সেরা পোশাক বিভাগে অস্কার বিজয়ী হয়েছে ‘পুওর থিংস’।

আরও পড়ুন : অস্কারের মঞ্চে জয়জয়কার ‘ওপেনহাইমার’-এর! সেরাপরিচালক-সহ ৭ বিভাগে জয়ী এই মাইলফলক চলচ্চিত্র

 

অস্কার মঞ্চে এই ‘নগ্নতা-চমকে’ হাসির রোল ওঠে প্রেক্ষাগৃহে। ঝড়ের গতিতে ভাইরাল হয় ভিডিও। নেটিজেন মহলে চরম চর্চিত বিষয়টি। ইতিমধ্যেই হাজির একাধিক মিম-ও। প্রসঙ্গত এ বছর অস্কারের মঞ্চে জয়জয়কার ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘ওপেনহাইমার’-এর। মনোনীত ১৩ টি বিভাগের মধ্যে ৭ টিতে বিজয়ী হয়েছে এই চলচ্চিত্র।

Viral Married Life: অবাক দাম্পত্যে প্রাক্তন স্বামীকে নিয়েই নতুন বরের সঙ্গে সংসার নববধূর! কারণ জেনে মুগ্ধ সোশ্যাল মিডিয়া

বিয়ের পর স্বামীর ঘরে আসেন মেয়েরা। এই রীতি প্রচলিত বিশ্বের অধিকাংশ সমাজব্যবস্থায়। সেই রীতিতে নতুন দিক যোগ করলেন এক বধূ। তিনি স্বামীগৃহে তো এলেনই। একা নন। সঙ্গে নিয়ে এলেন প্রাক্তন স্বামীকেও। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি স্বভাবতই।

ইন্টারনেটে তীব্র চর্চিত বা আলোচনার কেন্দ্রে থাকা এই নববধূর নাম ক্রিস। ৩৮ বছর বয়সি এই তরুণী সম্প্রতি বিয়ে করেছেন ৩৬ বছরের জেমস আর্মস্ট্রং-কে। বিয়ের আগে জেমসের কাছে একটি বিশেষ শর্ত রেখেছিলেন ক্রিস। বলেছিলেন, বিয়ের পর তাঁর সঙ্গে আনবেন প্রাক্তন স্বামী ব্র্যান্ডনকেও। হবু স্ত্রীর প্রস্তাবে অরাজি হননি জেমস। সংবাদমাধ্যমে প্রকাশ, ব্র্যান্ডনকে যথেষ্ট যত্ন করেন জেমস। শুধু তাই নয়। স্ত্রী ক্রিসের সঙ্গে জেমসও এখন ব্র্যান্ডনের স্থানীয় অভিভাবক।

জানা গিয়েছে, ছোটবেলার বন্ধু ব্র্যান্ডনকে ২০০৬ সালে বিয়ে করেছিলেন ক্রিস। তাঁদের বিয়ের কিছু বছর পরই গাড়ি দুর্ঘটনায় আহত হন ব্র্যান্ডন। পরে শারীরিক ভাবে সুস্থ হয়ে উঠলেও কাটিয়ে উঠতে পারেননি মানসিক আঘাত। মানসিক দিক থেকে এখনও সম্পূর্ণ সুস্থ নন তিনি। প্রথমে স্বামীর পাশেই ছিলেন ক্রিস। কিন্তু ক্রমে এই লড়াই তাঁর কাছে দুঃসহ হয়ে ওঠে। এক সময় প্রথম স্বামী ব্র্যান্ডনকে ডিভোর্স করেন তিনি।

আরও পড়ুন : রবিবার কত ক্ষণ থাকবে ফাল্গুনী অমাবস্যা? এই বিশেষ কাজেই আসবে পুণ্য, কাটবে বিপদ

জীবনে চলার পথে নতুন সম্পর্কেও বাঁধা পড়েন ক্রিস। জেমসকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু ক্রমে উপলব্ধি করেন তাঁর সাহচর্য দরকার ব্র্যান্ডনের। ইতিমধ্যেই প্রাক্তন স্বামীর স্থানীয় অভিভাবক হয়েছিলেন তিনি। দাম্পত্য না থাকলেও অভিভাবক হিসেবে থাকতেন মানসিক ভাবে অসুস্থ প্রাক্তন স্বামীর সঙ্গে।

দ্বিতীয় বিয়ে করার পরও প্রাক্তন স্বামীকে নিজের কাছেই রাখতে চান ক্রিস। সেই ইচ্ছে প্রকাশ করেন দ্বিতীয় পক্ষের স্বামী জেমসের কাছেও। সব কথা শুনে মানবিকতার খাতিরে রাজি না হয়ে থাকতে পারেননি জেমস আর্মস্ট্রং। দ্বিতীয় পক্ষের স্বামীর সম্মতিতেই প্রাক্তন স্বামীকে সঙ্গে নিয়ে তাঁর সঙ্গে থাকতে এসেছেন স্ত্রী। তাঁদের তিন জনকে বাহবা জানিয়েছে সোশ্যাল মিডিয়া।

Viral Video-Ranu Mandal: ঝাঁটা দিয়ে মহিলা ইউটিউবারকে পেটালেন রাণু মণ্ডল! হ-হু করে ভাইরাল ভিডিও

কলকাতা: রাণু মণ্ডলকে নিশ্চয় মনে আছে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে সোজা বলিউডে গান গেয়েছেন তিনি! এক সময় লতা কণ্ঠী রাণু মণ্ডলকে নিয়ে সকলের উত্তেজনা ছিল চরমে! বলিউডের হিমেশ রেশামিয়ার ছবিতে গান গেয়েও ফেলেছেন তিনি! বড় বড় টেলিভিশন শোতে দেখা গিয়েছে তাঁকে! কিন্তু সেই খুশির দিনের মেয়াদ বেশি দিন ছিল না! বছর দেড়েকের মধ্যেই ফের পথের ভিখারি রাণু মণ্ডল! তার বাড়িতে এখন ইউটিউবারদের আখড়া!

সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে আজকাল অনেকেই রোজগার করছেন! পাড়ায় পাড়ায় গজিয়ে উঠছে নতুন ইউটিউবার! আর এই ইউটিউবারদের লিস্টে রাণু মণ্ডলের নাম থাকবেই! ভাইরাল রাণু মণ্ডলের বাড়িতে তারা একবার যাবেই ভিডিও বানাতে! ভারত শুধু না, বাংলাদেশ থেকেও ইউটিউবাররা তাঁর বাড়িতে ছুটে আসেন! সেই সব ভিডিওতে কিন্তু রাণুর গান নয়, থাকে তাঁকে নিয়ে মজা করা কিছু মুহূর্ত! যা সোশ্যাল মিডিয়ায় এলেই ভাইরাল হয়! সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে!

 

ভিডিওটি খুব নতুন নয়! দেখা যাচ্ছে এক মহিলা ইউটিউবারকে ঝাঁটা দিয়ে পেটাচ্ছেন রাণু মণ্ডল! ইউটিউবার তার দলবল নিয়ে রাণু মণ্ডলের বাড়িতে গিয়েছেন।

আরও পড়ুন: মুকেশ আম্বানির কোলে নাতনি আদিয়া! মিষ্টি মুহূর্ত সামনে আসতেই প্রশংসার ঝড়!

নাইটি পরেই ঝাঁটা নিয়ে সেই ইউটিউবারদের তাড়া করেন রাণু মণ্ডল! মজার বিষয় হল মাঝে মধ্যেই এইভাবে ঝাঁটা নিয়ে তেড়ে গিয়ে বহু ইউটিউবারকেই বাড়ি থেকে বের করে দিয়েছেন রাণু মণ্ডল! মোট কথা রাণুর অসহায় অবস্থা বার বার উঠে এসেছে এই ভিডিও গুলোর মধ্যে দিয়ে!

Anant Ambani & Radhika Merchant’s Pre-Wedding Festivities: মুকেশ আম্বানির কোলে নাতনি আদিয়া! মিষ্টি মুহূর্ত সামনে আসতেই প্রশংসার ঝড়!

জামনগর: জামনগরে বসেছে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ আসর! হলি-বলির নামকরা তারকারা সেখানে উপস্থিত রয়েছেন! সেখান থেকেই এবার সামনে এল একটি আদুরে ছবি! দাদু মুকেশ আম্বানির সঙ্গে দুষ্টু মিষ্টি খুনসুঁটিতে ব্যস্ত ইশা আম্বানির মেয়ে আদিয়া শক্তি! জামনগরে তিন দিনের প্রি-ওয়েডিং অনুষ্ঠিত হচ্ছে। অনন্ত তার বাগদত্তা রাধিকা মার্চেন্ট এবং তাদের পরিবারসহ বহু নামী মানুষের সঙ্গে উদযাপন করছেন এই উৎসবের! এই অনুষ্ঠানেই দাদু-নাতনির মিষ্টি মুহূর্ত সামনে এল!

আদিয়াকে একটি ক্রিম রঙের পোশাকে দেখা গিয়েছে! মুকেশ আম্বানি সাদা ও লাল মিলিয়ে পোশাক পরেছেন। মুকেশ আম্বানির কোলে দুষ্টুমিতে মেতে আদিয়া! অন্যদিকে মুকেশ আম্বানি কন্যা ইশাকে ইশাকেও তার সন্তানদের সঙ্গে পোজ দিতে দেখা গেছে। দুই সন্তানের মা ইশাকে তার ছেলে কৃষ্ণ এবং মেয়ে আদিয়ার সঙ্গে পোজ দিতে দেখা গেছে। ইশাকে শ্যানেলের একটি কালো গাউন পরে দেখা গেছে। এই পোস্টটি সামনে আসতেই করণ জোহর এবং করিশ্মা কাপুর-সহ বহু মানুষ প্রশংসা করেছেন! করিশ্মা ও করণ এই ছবিতে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন! অনেকেই বলেছেন খুব আদুরে একটি মুহূর্ত!

 

 

ইশা আম্বানি এবং আনন্দ পিরামল ২০২২ সালের নভেম্বরে তাদের যমজ সন্তানদের স্বাগত জানিয়েছিলেন। তারা গত নভেম্বরে যমজদের প্রথম জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন এবং বেশ কয়েকজন বলিউড তারকাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এর মধ্যে রয়েছে শাহরুখ খান, কিয়ারা আডবানি, সিদ্ধার্থ মালহোত্রা, ক্যাটরিনা কাইফ, অনন্যা পান্ডে, আদিত্য রায় কাপুর, কারিশমা কাপুর এবং করণ জোহর।

অনন্তের প্রাক-বিবাহের অনুষ্ঠানে, ইশা সকল অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই এখানে জামনগরে আপনার উপস্থিত থাকার জন্য। আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত থেকে সব কিছুকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলেছেন! আপানাদের সকলকে এভাবে পাশে পাওয়া আমাদের জন্যে সত্যিই খুব আনন্দের! সকলকে ধন্যবাদ!” মোট কথা জামনগরে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠান এখন জমজমাট!

Purba Bardhaman News: এ এক আজব জীবিকা! একটা গোটা গ্রামজুড়ে তৈরি হয় বড়ি, কারণটা কী?

পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের অন্তর্গত একটি গ্রাম হল সুকান্তপল্লি গ্রাম। তবে এই গ্রামের নাম সুকান্তপল্লি হলেও, অনেকের কাছেই এই গ্রাম বড়ি গ্রাম নামেই পরিচিত ।
পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের অন্তর্গত একটি গ্রাম সুকান্তপল্লি । গ্রামের নাম সুকান্তপল্লি হলেও, অনেকের কাছেই এই গ্রাম বড়ি গ্রাম নামেই পরিচিত। অবাক হলেও, এর পিছনে কিন্তু কারণ রয়েছে।
বড়ি গ্রাম নাম হয়েছে তার অবশ্য পর্যাপ্ত কারণও রয়েছে । দীর্ঘদিন ধরে এই গ্রামের প্রায় বেশিরভাগ পরিবার বড়ি তৈরির সঙ্গে যুক্ত রয়েছেন । বড়ি বেচেই চলে তাঁদের সংসার।
দীর্ঘদিন ধরে এই গ্রামের প্রায় বেশিরভাগ পরিবার বড়ি তৈরির সঙ্গে যুক্ত রয়েছেন । বড়ি বেচেই চলে তাঁদের সংসার।
জানা গিয়েছে গ্রামের কেউ ২০ বছর,কেউ ২৪ বছর, আবার কেউ কেউ ৩০ বছর ধরে এই বড়ি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন । গ্রাম ঢুকলেই চোখে পড়বে মাঠে রোদের মধ্যে সারিবদ্ধ ভাবে চলছে বড়ি শুকনোর কাজ । প্রায় প্রত্যেকেই ব্যস্ত থাকেন তাঁদের বড়ি তৈরির কাজে ।
জানা গিয়েছে, গ্রামের কেউ ২০ বছর,কেউ ২৪ বছর, আবার কেউ কেউ ৩০ বছর ধরে এই বড়ি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন । গ্রাম ঢুকলেই চোখে পড়বে মাঠে রোদের মধ্যে সারিবদ্ধভাবে চলছে বড়ি শুকনোর কাজ । প্রায় প্রত্যেকেই ব্যস্ত থাকেন তাঁদের বড়ি তৈরির কাজে ।
মুগ ডাল , কলাই এর ডাল আবার বিউলি ডাল দিয়েও বড়ি তৈরি হয় । বড়ি তৈরির জন্য আগের দিন রাতে জলের মধ্যে ডাল ভিজিয়ে রাখা হয়। পরের দিন সকালে সেই ডাল পিষে , ফেঁটে তারপর মেশিনের সাহয্যে বড়ি দেওয়া হয়। সেই বড়ি দুদিন ধরে রোদে শুকিয়ে, তারপর প্যাকেজিং হয়ে বিক্রীর জন্য বেরিয়ে যায় বিভিন্ন জায়গায়।
মুগ ডাল , কলাই  ডাল আবার বিউলি ডাল দিয়েও বড়ি তৈরি হয় । বড়ি তৈরির জন্য আগের দিন রাতে জলের মধ্যে ডাল ভিজিয়ে রাখা হয়। পরের দিন সকালে সেই ডাল পিষে , ফেটে তারপর মেশিনের সাহয্যে বড়ি দেওয়া হয়। সেই বড়ি দুইদিন ধরে রোদে শুকিয়ে, তারপর প্যাকেজিং হয়ে বিক্রির জন্য বেরিয়ে যায় বিভিন্ন জায়গায়।
এই গ্রামে কীভাবে বড়ির ব্যবসা শুরু হল ? এই প্রসঙ্গে  বিশ্বজিৎ বারুই নামের এক বড়ি ব্যবসায়ী জানান, ওনার মা একসময় বহুবছর আগে নৈহাটিতে ঘুরতে যান । সেখানে গিয়েই উনি দেখেন যে বড়ি তৈরি হচ্ছে । তারপর সেটা দেখে এসে , কলকাতা থেকে মেশিন কিনে এনে সুকান্তপল্লি গ্রামে শুরু করেন বড়ির ব্যবসা । আজ ওনার মা না থাকলেও , গ্রাম জুড়ে সকলেই এখন বড়ির ব্যবসা করেন ।
এই গ্রামে কীভাবে বড়ির ব্যবসা শুরু হল ? এই প্রসঙ্গে  বিশ্বজিৎ বারুই নামের এক বড়ি ব্যবসায়ী জানান, তাঁর মা একসময় বহুবছর আগে নৈহাটিতে ঘুরতে যান । সেখানে গিয়েই উনি দেখেন যে বড়ি তৈরি হচ্ছে । তারপর সেটা দেখে এসে , কলকাতা থেকে মেশিন কিনে এনে সুকান্তপল্লি গ্রামে শুরু করেন বড়ির ব্যবসা । আজ ওঁর মা না থাকলেও , গ্রামজুড়ে সকলেই এখন বড়ির ব্যবসা করেন ।

World’s Smallest Sheikh: উচ্চতা মাত্র ৩ ফুট! সুন্দরী মডেল, মহার্ঘ্য গাড়ি…বিশ্বের ক্ষুদ্রতম শেখের জীবন ছিল বিলাসিতার ভরা

তিনি ছিলেন খর্বকায়। উচ্চতা ছিল মাত্র ৩ ফুট। কিন্তু তার জন্য বাধা হয়নি জীবনে সুখ্যাতি পেতে। সোশ্যাল মিডিয়ায় আজিজ আল আহমেদ বা ইয়াজান আলসমার ছিলেন ‘বিশ্বের ক্ষুদ্রতম শেখ’। স্বল্পায়ু জীবনে চুটিয়ে বিলাসিতা করেছেন। সেই বিলাসী জীবনের টুকরো তিনি শেয়ার করতেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর ছবি ও ভিডিও নিমেষে ভাইরাল হত। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী-সহ মধ্যপ্রাচ্য তো বটেই। সারা পৃথিবীতেই ছড়িয়ে ছিল তাঁর ভক্ত।

আজিজের জন্ম ১৯৯৫ সালে, রিয়াধে। জিনগত ও হরমোনের জটিল অসুখের জন্য তিনি আজন্ম খর্বকায়। ৩ ফুটের শরীরে একটা সময়ের পর থমকে গিয়েছিল স্বাভাবিক বৃদ্ধি। ধীরে ধীরে গ্রাস করছিল বার্ধক্য ও জরা। কিন্তু জীবনের এই তথাকথিত ‘অভিশাপ’-কেই তিনি বদলে নিয়েছিলেন আশীর্বাদে। নিজের চেহারা ও রূপ প্রদর্শন করেই যোগাড় করেছিলেন বিপুল ভক্ত ও অনুরাগী। টিকটক-এ তাঁর ভক্ত ছিল ৯৪ লক্ষ। এছাড়া ইউটিউব চ্যানেলে ছিল ৯ লক্ষ ফলোয়ার।

 

সোশ্যাল মিডিয়ায় নিত্যনতুন সুন্দরী মডেল, বান্ধবী, অত্যাধুনিক মডেলের গাড়িতে ছবি পোস্ট করতেন আজিজ। জানা যায়, সাধারণ পরিবারে জন্ম হলেও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার দৌলতে উপার্জন করেছিলেন অগণিত ভক্ত এবং সেইসঙ্গে অর্থও। কার্যত ইন্টারনেটই তাঁকে ‘খর্বকায়তম শেখ’ পরিচয় দিয়েছিল।

আরও পড়ুন : বিয়ে না দিলে লেখাপড়াই করবে না! আব্দার মেটাতে ১২ বছরের মেয়ের সঙ্গে ১৩ বছরের কিশোরের বিয়ের এনগেজমেন্ট বাড়ির লোকের

গত বছর প্রয়াত হন ২৭ বছর বয়সি শেখ আজিজ আল আহমেদ। তাঁর ছবি ও ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তাঁর পরিজনরা। জনপ্রিয়তা অটুট এখনও।

Viral Child Marriage: বিয়ে না দিলে লেখাপড়াই করবে না! আব্দার মেটাতে ১২ বছরের মেয়ের সঙ্গে ১৩ বছরের কিশোরের বিয়ের এনগেজমেন্ট বাড়ির লোকের

হবু কিশোর কিশোরী পাত্র পাত্রীর ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়৷ সেখানে পাকিস্তানি হবু পাত্রের বয়স ১৩ বছর৷ যাকে বিয়ে করতে চলেছে সে, তার বয়স ১ বছর কম৷ পাকিস্তানে বিয়ের বয়স নিয়ে আইনি কড়াকড়ি থাকা সত্ত্বেও এই ঘটনা নীতিবিবরুদ্ধ বাল্যবিবাহ হিসেবে চরম নিন্দিত নেটিজেন মহলে৷

প্রসঙ্গত পাকিস্তানে ছেলেদের বিয়ের আইনি ন্যূনতম বয়স ১৮ বছর৷ মেয়েদের ক্ষেত্রে এই বয়স ১৬ বছর৷ যদিও আন্তর্জাতিক ভাবে ছেলে মেয়ের উভয়ের ক্ষেত্রেই ন্যূনতম আইনি বিয়ে ১৮ বছর৷ ২০১৩ সালে পাকিস্তানের সিন্ধ প্রদেশে নারী পুরুষ দু’জনের জন্যই বিয়ের ন্যূনতম আইনি বয়স ১৮ বছর করার দাবি তোলা হয়েছিল৷ কিন্তু সেই দাবি শেষ পর্যন্ত আইনে রূপান্তরিত হয়নি৷

 

 

View this post on Instagram

 

A post shared by Salaam! Pakistan (@salaam_pakistan)

পাকিস্তান থেকে সাম্প্রতিক ভাইরাল ভিডিও ঘিরে আরও যে চমকপ্রদ বিষয়টি শোনা যাচ্ছে, তা হল, ওই কিশোর নাকি বাড়িতে বায়না করেছিল তার বিয়ে না দিলে আর লেখাপড়াই করবে না! তার ‘চরম হুমকি’ পাওয়ার পরই টনক নড়ে তার বাড়ির লোকের৷ ব্যবস্থা করা হয় এনগেজমেন্ট বা ‘পাকা কথা’-র৷

আরও পড়ুন : নামানোর আগে গরম রান্নায় ছড়িয়ে দিন এই শুকনো পাতার গুঁড়ো…বশে থাকবে ব্লাড সুগার, হার্টের অসুখ থেকে কোষ্ঠকাঠিন্য

পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ‘বাত পাক্কি’ অনুষ্ঠানে হবু বিয়ের দিনক্ষণে সিলমোহর পড়েছে৷ সংবাদমাধ্যমে কথা বলেছেন কিশোর কিশোরী দু’জনের মা-ই৷ কিশোরীর মা মেনে নিয়েছেন এই সম্পর্ক৷ বলেছেন তাঁর নিজের বিয়ে হয়েছিল ১৬ বছরে৷ সেটা নিয়ে কোনও অসুবিধে হয়নি৷ পাশাপাশি ছেলের মা জানিয়েছেন তাঁর বিয়ে হয়েছিল ২৫ বছরে৷ তিনি ছেলের এত কম বয়সে বিয়ে দেওয়া সম্পূর্ণ সমর্থন করেন৷

 

 

View this post on Instagram

 

A post shared by Salaam! Pakistan (@salaam_pakistan)

তবে এই ঘটনার চরম নিন্দা করেছেন নেটিজেনরা৷ তাঁদের মধ্যে একজন লিখেছেন, ‘এটা খুব বাড়াবাড়ি হয়েছে৷’ আর একজনের মন্তব্য, ওই কিশোরের বাবার শারীরিক অবস্থা সঙ্কটজনক৷ তাই একমাত্র ছেলের এনগেজমেন্ট করে রাখা হল৷ কোনও নেটিজেন আবার মজা করেছেন এই বলে যে যদি ও কোনও কনটেন্ট ক্রিয়েটর হত, তাহলে বুঝত সবই পূর্বপরিকল্পিত৷

Ind vs Eng: ‘নয়নের মণি’ সরফরাজ খানকে মাঠের মধ্যেই এ ভাষায় তিরস্কার, ‘জাদা হিরো মত বন’ বললেন রোহিত

রাঁচি:  ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট  ম্যাচের  খেলা জমে উঠেছে৷  তৃতীয় দিনে ভারতীয় বোলারদের স্পিনিংয়ের সামনে বেশ চাপে পড়েছিলেন রুট- বেয়রেস্তোরা। কুলদীপ যাদব, আর অশ্বিন এই ম্যাচে ভারতের হয়ে মাঠে তহলকা মাচিয়ে দিয়েছিলেন। যেখানে কুলদীপ ৪ উইকেট নেন, অশ্বিন নেন ৫ উইকেট। তবে  এদিন ম্যাচ চলাকালীন রোহিত শর্মার কাছে জবরদস্ত বকা খান সরফরাজ!

আসলে ইংল্যান্ডের ইনিংসের শেষ ওভারে সিলি পয়েন্টে মাঠে নামেন সরফরাজ খান। এ সময় হেলমেট ও প্যাড ছাড়াই আসেন সরফরাজ খান। এই মুহূ্র্তে ভারতীয় ফ্যানদের নয়নের মণিকে মাঠের মাঝেই এই ভাষায় চেঁচিয়ে ওঠেন অধিনায়ক রোহিত৷

দেখে নিন সেই ভাইরাল ভিডিও

 

আরও পড়ুন – Knowledge Story: সারা দিনে লক্ষ-লক্ষ ট্রেন চলে, কিন্তু আজও একটি রেল লাইনের জন্য ব্রিটিশ সরকারকে কোটি টাকা দেয় ভারত

অধিনায়ক রোহিত শর্মা সরফরাজের এভাবে ফিল্ডিং করা দেখে বেশ রেগে যান৷  রোহিত শর্মা সরফরাজকে বকা দিয়ে বলেন, “বেশি হিরো হতে হবে না।  যখন এই জায়গায় ফিল্ডিং করবেন, তখন কোনও ঝুঁকি নেবে না গিয়ে হেলমেট নিয়ে এস।’’  ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে রোহিত শর্মার গলা। আসলে রোহিত জানেন কোনওভাবে যদি সরফরাজের লেগে যেত তাহলে মারাত্মক পরিস্থিত হতে পারত৷

ভারতকে করতে হবে ১৯২ রান
চতুর্থ টেস্ট জিততে ভারতকে এখন ১৯২ রান করতে হবে। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ওপেন করেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ২৭ বলে ২৪ রান করে অপরাজিত আছেন অধিনায়ক রোহিত শর্মা। যশস্বী জয়সওয়ালও ১৬ রানে ব্যাট করছেন। দলের স্কোর ৪০ রান। আশা করা যাচ্ছে টেস্ট ম্যাচের চতুর্থ দিনে ইংল্যান্ডের স্কোর তাড়া করেই ম্যাচ জিতবে ভারতীয় দল। রাঁচি টেস্ট জিতলে সিরিজও জিতে যাবে ভারত৷

North 24 Parganas News: কোমর দুলিয়ে নাচ, শবযাত্রায় ডিজে… হচ্ছেটা কী!

উত্তর ২৪ পরগনা: শেষ যাত্রায় ডিজে বক্স বাজিয়ে ১১০ বছরের বৃদ্ধাকে বিদায় জানাল গ্রামবাসীরা। উত্তর ২8পরগনার মছলন্দপুর মাঠপাড়ার বাসিন্দা ১১০ বছরের ক্ষীরদাসী দাস এদিন পরলোক গমন করেন। নিজের বলতে তেমন কেউই ছিলেন না এই বৃদ্ধার। মেয়ে থাকলেও, কয়েক বছর আগেই মৃত্যু হয় সেই মেয়ের। শোকে নয়, আনন্দেই ১১০ বছরের বৃদ্ধাকে শেষ বিদায় জানালেন সকলে।  ডিজে বক্স বাজিয়ে গোবরডাঙ্গা শ্মশানে হল শেষকৃত্য।

শেষ যাত্রায় মৃত বৃদ্ধার আত্মীয় পরিজন-সহ গ্রামবাসীদেরও দেখা যায় কান্নার বদলে কোমর দুলিয়ে নাচ করতে। সকলে মিলে ডিজে বক্স বাজিয়ে মাঠপাড়া থেকে গোবরডাঙ্গা শ্মশানে নিয়ে আসেন ১১০ বছরের ঠাকুমার দেহ।

প্রায় ২০০ থেকে ৩০০ জন গ্রামবাসী রীতিমতো শোভাযাত্রা সহকারে মৃত দেহ ঘাড়ে করে, ভ্যানে ডিজে বক্সে হরিনাম সহ নানা ধরনের গান বাজিয়ে নাচতে নাচতে শ্মশানে নিয়ে আসেন। সব মিলিয়ে হতবাক গ্রামবাসীরা।