Category Archives: কলকাতা

Actress Death: ঘরে মিলল অভিনেত্রীর দেহ, ভয়ঙ্কর কাণ্ড কলকাতায়! ঘরে এ কী পেল পুলিশ!

কলকাতা: কলকাতায় উঠতি অভিনেত্রীর রহস্যমৃত্যু। ঘটনাটি ঘটেছে হরিদেবপুরে। জানা গিয়েছে, ওই অভিনেত্রীর নাম সুস্মিতা দাস। বয়স ২১ বছর। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের সুতাহাটায়। জানা গিয়েছে, ওই অভিনেত্রী হরিদেবপুরের বনমালী ব্যানার্জী রোডে একটি বাড়িতে ভাড়া থাকতেন। সিরিয়ালে ছোটখাটো অভিনয় করতেন তিনি।

বৃহস্পতিবার রাত ৮:২২ মিনিট নাগাদ অভিনেত্রীর অভিনয় শিক্ষক সঞ্জয় নস্কর সুস্মিতার ঘরে এসে দরজা খুলতেই ঝুলন্ত দেহ দেখতে পায়। ঘটনার কথা শোনামাত্রই বাড়িওয়ালা ১০০ নম্বরে ডায়াল করেন।

আরও পড়ুন: ভয়ঙ্কর! বাস-লরির ভয়াবহ সংঘর্ষে! একের পর এক মৃত্যু, বাসের ভিতরে শুধুই কান্নার আওয়াজ

এরপর পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে খবর, ওই অভিনেত্রীর ঘর থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। তবে, এটি আত্মহত্যার ঘটনা নাকি অন্য কিছু ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সুস্মিতা দাস একটি সুসাইড নোট লিখেছেন ।যেখানে উল্লেখ করা রয়েছে, এই সঞ্জয় নস্করের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক রয়েছে। অভিনয়ের প্রলোভন দেখিয়ে একাধিক মেয়ের জীবন নষ্ট করেছে। অভিনয় এবং পড়াশোনার জন্যই শহর কলকাতায় এসেছিলেন ওই অভিনেত্রী। সম্পর্কের টানাপোড়েনেই দুর্ঘটনা কিনা, খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ।

প্রসঙ্গত, এর আগে পল্লবী দে, বিদিশা দে মজুমদারের মতো অভিনেত্রীদের অপমৃত্যুর ঘটনা ঘটেছে টলিউডে। কাজের সুযোগ না পাওয়া, আর্থিক সমস্যা, প্রতারণা- নানা ধরনের সমস্যার মুখে পড়তে হয় উঠতি অভিনেত্রীদের, এমন অভিযোগ হামেশাই ওঠে। তেমনই কোনও কারণে এই মৃত্যুর ঘটনা কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Mamata-Abhishek: ভোটের শেষ ল্যাপে কোথায় যাচ্ছেন? অভিষেকের জন্যই চমক তুলে রেখেছেন মমতা!

কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে এবার প্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ মে মেটিয়াব্রুজে নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে এই মেটিয়াব্রুজ বিধানসভা। ২৯ মে এই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন বলেও সূত্রের খবর। আগামী ১ জুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভোট।

এদিকে, লোকসভা নির্বাচনের শেষ ল্যাপের আগে কলকাতায় মেগা র‍্যালি করবে তৃণমূল কংগ্রেস। র‍্যালির মুখ ও পুরোধা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় মেগা র‍্যালি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এই মেগা র‍্যালি করেই নির্বাচনী প্রচার শেষ করবেন মমতা।

আরও পড়ুন: ফ্রেজারগঞ্জে বড় রহস্য! মাত্র ৫ মাসে ২৬ জনের ‘এভাবে’ মৃত্যু! ‘কারণ’ কী, ভয় ধরে যাবে আসল ঘটনা জানলে

আগামী ৩০ মে দক্ষিণ কলকাতায় ৮ কিলোমিটার ধরে মেগা র‍্যালি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর থানা থেকে আলিপুর ফায়ার ব্রিগেড পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার মেগা রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সূত্রের খবর। এই মেগা র‍্যালি করেই নির্বাচনী প্রচার শেষ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সূত্রের খবর।

পাশাপাশি, উত্তর কলকাতা লোকসভার জন্যও রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭ মে কাঁকুড়গাছি থেকে প্রায় ৩ কিলোমিটার রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে প্রচারেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে। আগামী ২৯ মে মেটিয়াব্রুজে নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যেই এই মেটিয়াবুরুজ বিধানসভা।

Kolkata Underwater Metro: নদীর নীচের মেট্রো এবার থেকে…! কলকাতার জন্য বিরাট গর্বের কথা ঘোষণা করল রেল

কলকাতা: কলকাতার জীবনরেখা মেট্রো রেলওয়ে ভারতের প্রাচীনতম মেট্রো ব্যবস্থা। সময়ের সঙ্গে পা মিলিয়ে ধীরে ধীরে যা নিজেকে বিস্তৃত করেছে এবং বর্তমানে হুগলির মতো এক বড় নদীর নীচে দিয়ে চলাচল করছে। সারা ভারতে এমন উদাহরণ আর নেই। কলকাতার মতো বড় শহরে এমন সুবিধাজনক ও সস্তা পরিবহণ মাধ্যম আর নেই।

বর্তমানে হাওড়া ময়দান পর্যন্ত চালু এই মেট্রো কলকাতা, হাওড়া এবং সন্নিহিত জেলাগুলির মানুষের কাছে পরম আদরের ও ভরসার আর তার সঙ্গে হয়ে উঠেছে সকলের নয়নের মণি। কলকাতা ও সংলগ্ন এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কলকাতা মেট্রোর ভূমিকাকে স্বীকৃতি দিয়ে দেশের প্রাচীনতম সরকারি বিজ্ঞান ও কারিগরি জাদুঘর বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা (বি.আই.টি.এম) কলকাতা মেট্রোর ক্রমবিবর্তনকে তাঁদের ট্রান্সপোর্ট গ্যালারিতে প্রদর্শিত করতে চলেছে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের পর ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবেন? পশ্চিমবঙ্গের সেরা কলেজগুলির তালিকা রইল এখানে

বিশ্বে পরিবহণ ব্যবস্থার ক্রমবিকাশকে তুলে ধরা হয়েছে এই গ্যালারিতে। গ্যালারিটি সর্বসাধারণের জন্য খুলে যাবে আগামী ১৮ মে। চাকার আবিষ্কার থেকে শুরু করে আজকের বিদ্যুৎচালিত গাড়ি অবধি এসে পৌঁছনোর এই সফর গল্প বলার ঢঙে বিভিন্ন ছবি, মডেল ও সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে এখানে, যেখানে গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে কলকাতা মেট্রোর প্রায় ৪০ বছরের পথ চলার গল্প।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় বটগাছ রয়েছে এরাজ্যে, নাম কী? বয়স কত? কোথায় সেই গাছ জানলে চমকে যাবেন

একদা বিখ্যাত ঠাকুর পরিবারের সম্পত্তি ছিলো  বি.আই.টি.এম- এর এই জাদুঘর ভবনটি। এই ভবনেরই একদম নিচের তলায় গড়ে তোলা হয়েছে এই গ্যালারিটি। এখানে আগত দর্শকেরা নদীর নীচে দিয়ে কি ভাবে মেট্রো চলাচল করে তা দেখতে পাবেন এক ত্রিমাত্রিক মডেলের সাহায্যে। আর একটি ত্রিমাত্রিক মডেলের মাধ্যমে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনের বিভিন্ন স্তর, ভূপৃষ্ঠের ওপরের স্তর এবং মেট্রোর যাতায়াত ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন দুষ্প্রাপ্য ও পুরনো আলোকচিত্রও স্থান পেয়েছে এই গ্যালারিতে।

বিশ্বের কোন কোন দেশে মেট্রো চলে এবং সেই মেট্রো কবে চালু হয়েছিল সেই ব্যাপারে সম্যক ধারণা পাওয়া যাবে এই গ্যালারিতে এলে । বিভিন্ন দুষ্প্রাপ্য ও চিত্তাকর্ষক সামগ্রী দিয়ে সাজানো এই গালারিটি দেখে বেরোনোর মুখে দর্শকরা দেখতে পাবেন মেট্রোর পুরোনো টিকিট ও স্মার্ট কার্ড। ১৯৫৯ সালে স্থাপিত এই সংগ্রহশালা ফেলে আসা সময়কে ফিরে দেখা ও স্মৃতিমেদুর হওয়ার সুযোগ করে দেবে। যা এই জাদুঘরের বাড়তি আকর্ষণ।
বি.আই.টি.এম-এর ডিরেক্টর শ্রী এস চৌধুরি এমন একটি গ্যালারির স্বপ্ন বাস্তবায়িত করার ক্ষেত্রে সক্রিয় সহযোগিতা ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শ্রী পি উদয় কুমার রেড্ডিকে ধন্যবাদ জানিয়েছেন।

মেট্রো রেলের পক্ষ থেকে বিভিন্ন দুষ্প্রাপ্য ছবি, নকশা এবং অন্যান্য প্রদর্শন সামগ্রী দিয়ে এই গ্যালারিকে সমৃদ্ধ করা হয়েছে। আগামীদিনে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, বিজ্ঞানপিপাসু ব্যক্তি, বৈজ্ঞানিক, গবেষক এমনকি মেট্রো যাত্রীদের কাছেও এক আকর্ষক গন্তব্য হতে চলেছে এই গ্যালারি। এই সুন্দর এবং সমৃদ্ধ গ্যালারিতে পা রাখলে অনেক অজানা তথ্য ও ইতিহাস উন্মোচিত হবে তাঁদের সামনে। ভবিষ্যতের পৃথিবী কেমন হতে চলেছে সে ব্যাপারেও ধারণা পাওয়া যাবে এই গ্যালারিতে এলে। আগামীদিনে কলকাতার অন্যতম প্রধান আকর্ষণের কেন্দ্র হতে চলে চলেছে বি.আই.টি.এম-এর এই গ্যালারি।

আবীর ঘোষাল 

IMD West Bengal Weather: আগামী ৪৮ ঘণ্টা ১২ জেলায় হিটওয়েভ অ্যালার্ট…! জ্বলবে-পুড়বে দক্ষিণ থেকে উত্তর! মুক্তির ‘বৃষ্টি’ কবে? আবহাওয়ার মেগা আপডেট জানিয়ে দিল IMD

আবহওয়ার রেকর্ড ভোলবদল বঙ্গে। পূর্বাভাস বলছে, আর নিস্তার নেই কারও। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের ছয় জেলায় তাপপ্রবাহ চলবে আগামী ৪৮ ঘণ্টা।
আবহওয়ার রেকর্ড ভোলবদল বঙ্গে। পূর্বাভাস বলছে, আর নিস্তার নেই কারও। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের ছয় জেলায় তাপপ্রবাহ চলবে আগামী ৪৮ ঘণ্টা।
এবার আর শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও গরম ও অস্বস্তি জারি থাকবে আগামী দু'দিন। তাপমাত্রা আরও বাড়বে আগামী চার দিনে।
এবার আর শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও গরম ও অস্বস্তি জারি থাকবে আগামী দু’দিন। তাপমাত্রা আরও বাড়বে আগামী চার দিনে।
তবে একইসঙ্গে আলিপুরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত দুপুরের সর্বশেষ আপডেট জানিয়েছেন, রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। সঙ্গে রয়েছে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর পূর্বাভাসও।
তবে একইসঙ্গে আলিপুরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত দুপুরের সর্বশেষ আপডেট জানিয়েছেন, রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। সঙ্গে রয়েছে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর পূর্বাভাসও।
এদিকে একইসঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। যদিও মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই এই মুহূর্তে।
এদিকে একইসঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। যদিও মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই এই মুহূর্তে।
বর্ষা নিয়ে নতুন আপডেট জানিয়েছে কলকাতা আইএমডি। পূর্বাভাস বলছে এবার আগাম বর্ষা আন্দামানে। বাংলাতেও বর্ষা নির্ধারিত সময়ে। ভারতের মূল ভূখণ্ড কেরলেও বর্ষা ঢুকবে একদিন আগেই। এমনটাই অনুমান আবহাওয়াবিদদের।
বর্ষা নিয়ে নতুন আপডেট জানিয়েছে কলকাতা আইএমডি। পূর্বাভাস বলছে এবার আগাম বর্ষা আন্দামানে। বাংলাতেও বর্ষা নির্ধারিত সময়ে। ভারতের মূল ভূখণ্ড কেরলেও বর্ষা ঢুকবে একদিন আগেই। এমনটাই অনুমান আবহাওয়াবিদদের।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ১৯ শে মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে নির্ধারিত সময়ের তিন দিন আগে। কি
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ১৯ শে মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে নির্ধারিত সময়ের তিন দিন আগে। কি
একইভাবে ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্ধারিত সময় পয়লা জুনের একদিন আগে ৩১ শে মে ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু। জুন মাসের প্রথম সপ্তাহের শেষে বা ২য় সপ্তাহের প্রথম দিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনার কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত।
একইভাবে ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্ধারিত সময় পয়লা জুনের একদিন আগে ৩১ শে মে ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু। জুন মাসের প্রথম সপ্তাহের শেষে বা ২য় সপ্তাহের প্রথম দিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনার কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত।
বৃহস্পতিবার গরম ও অস্বস্তি সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায়।
বৃহস্পতিবার গরম ও অস্বস্তি সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায়।
উত্তরবঙ্গের দার্জিলিং-সহ ওপরের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। গরম ও অস্বস্তি ক্রমশ বাড়বে।
উত্তরবঙ্গের দার্জিলিং-সহ ওপরের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। গরম ও অস্বস্তি ক্রমশ বাড়বে।
শনিবার উত্তরের মালদহ ও দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান এই চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। এই চার জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা রবিবারেও।
শনিবার উত্তরের মালদহ ও দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান এই চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। এই চার জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা রবিবারেও।
রবিবার উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। ওইসব এলাকার মানুষদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ হাওয়া অফিসের। কালবৈশাখীর সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারেও।
রবিবার উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। ওইসব এলাকার মানুষদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ হাওয়া অফিসের। কালবৈশাখীর সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারেও।
দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে বিক্ষিপ্তভাবে। বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে বিক্ষিপ্তভাবে। বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

 

Income Tax: ফের কোটি টাকার খোঁজ, কলকাতার ১০ জায়গায় ইনকাম ট্যাক্স রেইড! একটি জায়গা ঘিরেই তুমুল চাঞ্চল্য

কলকাতা: কলকাতায় দশ জায়গায় আয়কর হানা। বুধবার সকাল ৬টা থেকে তল্লাশি অভিযান চলছে এখনও। শোভাবাজারে এক বিজ্ঞাপন সংস্থার অফিসেও আয়কর হানা। সূত্রের খবর, সব মিলিয়ে এখনও পর্যন্ত এক কোটি টাকা উদ্ধার হয়েছে।

জানা গিয়েছে, আয়কর আধিকারিকরা যে দশটি জায়গায় হানা দিয়েছেন, তার মধ্যে শোভাবাজার মদনমোহন তলা স্ট্রিটে কাউন্সিলর মিতালী সাহার একটি চারতলা বাড়িও আছে। তার এক তালায় একটি বিজ্ঞাপনী সংস্থার অফিস সহ গোটা বাড়িতে তল্লাশি চলছে।

আরও পড়ুন: এবার কি হারছে বিজেপি? বাংলাতেই বা কত আসন পাবে? ভোটের মাঝেই বিস্ফোরণ প্রশান্ত কিশোরের

আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত দুটি জায়গা থেকে ৫০ লক্ষ টাকা করে মোট ১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এখনও চলছে তল্লাশি অভিযান।

Abhishek Banerjee: ‘১২ মাসে ১২ দিন বিষ্ণুপুরে আসেনি…’ সুজাতার প্রচারে সৌমিত্রকে তুমুল খোঁচা অভিষেকের! করলেন ‘বিস্ফোরক’ মন্তব্য

বিষ্ণুপুর: পঞ্চম দফা নির্বাচনের আগে বৃহস্পতিবার বিষ্ণুপুরে প্রার্থী সুজাতা মণ্ডলের হয়ে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিষ্ণুপুর লোকসভা থেকে সাংসদ সৌমিত্র খাঁকে তীব্র নিশানা করেন অভিষেক। তাঁর কথায়, “এই বিষ্ণুপুর লোকসভায় বড়জোড়া আর আর খন্ডঘোষ ছাড়া পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল কংগ্রেসকে জেতানোর দায়িত্ব এবার আপনাদের।”

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন, “বিষ্ণুপুরে সুজাতাকে জেতান। কেউ আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না। এপ্রিল মাস থেকে যাঁরা ৫০০ টাকা পেতেন তাঁরা ডাবল পাচ্ছেন৷ বিজেপি বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব৷ আর সাংসদ সৌমিত্র খাঁ খন্ডঘোষে সভা করতে গিয়ে বলছে ৩০০০ টাকা করে দেব। সৌমিত্র খাঁ যতদিন তৃণমূলে ছিল আপনাদের টাকা আটকাতে পারেনি৷ যেই বিজেপিতে গেল। জার্সি বদল করল। ওমনি আপনাদের টাকা বন্ধ করে দিল। সৌমিত্র খাঁয়ের উচিত কী কাজ করেছে তার জবাব দেওয়া।”

অভিষেক আরও বলেন, “এই লোকসভায় দুই হাজার বুথ আছে। প্রধানমন্ত্রী এখানে সভা করতে আসেন। সেই মঞ্চে আমাকে ডাকা হোক। তোমাদের সরকার কী করেছে? আর আমাদের সরকার কী করেছে আশানুরূপ ফল না করেও তার হিসেব দেব। ইন্দাসে গত বছর বজ্রপাতে ৫০ জন আহত। এক জন মারা যান৷ আমি এসেছিলাম। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম। সোনামুখীতে বসবাসকারী এক সেনা জওয়ান মণিপুরে নিহত হয়েছিল। এই সৌমিত্র খাঁ গিয়ে জিজ্ঞাসা করেনি কেমন আছেন তাঁরা।

এরপরেই অভিষেকের বিস্ফোরক মন্তব্য, “যে নিজের সহধর্মিণীর হাত ছেড়ে দেয় সে কী করে নারীদের উন্নয়নের কথা বলবে। হাইকোর্টের নির্দেশে ২০১৯ সালে সৌমিত্র এখানে প্রচার করতে পারেনি৷ সুজাতা প্রচার করেছিল বিষ্ণুপুরে৷ আর খন্ডঘোষে প্রচার করেছিল সৌমিত্র৷ সেখানে ৩০ হাজার ভোটে হেরেছিল।” অভিষেক আরও যোগ করেন, “এই সৌমিত্র খাঁ, ২০২২ সালে বিজেপির দুই বিধায়ককে পাশে বসিয়ে বাঁকুড়া-সহ জঙ্গলমহলকে আলাদা রাজ্যের দাবি তুলেছিল। প্রধানমন্ত্রী আসলে জিজ্ঞাসা করবেন, যারা বাংলা ভাঙতে চায় তাকে ফের টিকিট দিলেন?”

অভিষেকের তোপ, “১২ মাসে ১২ দিন সাংসদ সৌমিত্র খাঁ বিষ্ণুপুরে আসেন না৷ দিল্লিতে গিয়ে ফূর্তি করেন। তাই নিজের অধিকার রেখে ভোট দিন। বলছে প্রতি বুথে মদের খরচ ৫ হাজার টাকা। সাধারণ মানুষ খেতে পায় না৷ আর ৮০ হাজার বুথে ৪০ কোটি টাকার মদ ভোটের দিন৷ গরীব মানুষ জানে না ৪০ কোটিতে কটা শূন্য আছে। এত মদ কে খাবে রে বাবা?”

কেন্দ্রের বঞ্চনা ও উদাসীনতাকে নিশানা করে অভিষেক আরও বলেন, “বলেছিল গঙ্গাজলঘাঁটিতে স্টেডিয়াম করব৷ এক বালতি মাটি ফেলতে পারেনি।এত আর্থিক বোঝা থাকা সত্ত্বেও, আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। একবার ভাবুন যদি কেন্দ্র থেকে বকেয়া টাকা যদি পাওয়া যায় তাহলে কত রাস্তা, বাড়ি, আর আবাস পাবেন!”

IMD Weather Update: আসছে ভয়ঙ্কর দিন…! পারদ ছোঁবে পঁয়তাল্লিশ, বইবে লু! রাজ্যে রাজ্যে তাপপ্রবাহ সতর্কতা! কী হবে বাংলায়? বর্ষা নিয়ে ‘বিরাট’ আপডেট দিল IMD

বিরাট বদল ফের আবহাওয়ার মুডে। ঢুকে পড়ছে হিটওয়েভের নতুন স্পেল। আগামী কয়েকদিনে যা আবহাওয়ার পূর্বাভাস তা কার্যত ভয়ঙ্কর হতে চলেছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
বিরাট বদল ফের আবহাওয়ার মুডে। ঢুকে পড়ছে হিটওয়েভের নতুন স্পেল। আগামী কয়েকদিনে যা আবহাওয়ার পূর্বাভাস তা কার্যত ভয়ঙ্কর হতে চলেছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
মৌসম ভবনের পূর্বাভাস বলছে পঞ্জাব, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে তাপপ্রবাহের আশঙ্কা এবং ইতিমধ্যেই এই নিয়ে একটি সতর্কতা জারি করেছে IMD।
মৌসম ভবনের পূর্বাভাস বলছে পঞ্জাব, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে তাপপ্রবাহের আশঙ্কা এবং ইতিমধ্যেই এই নিয়ে একটি সতর্কতা জারি করেছে IMD।
পূর্বাভাস বলছে, এই সপ্তাহের শেষ নাগাদ অনেক রাজ্যে পারদ ৪৫ ডিগ্রিতে পৌঁছে যাবে।
পূর্বাভাস বলছে, এই সপ্তাহের শেষ নাগাদ অনেক রাজ্যে পারদ ৪৫ ডিগ্রিতে পৌঁছে যাবে।
সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে বলে আবহাওয়াবিদ জানাচ্ছেন, ১৬ মে থেকে ১৮ মে-র মধ্যে পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং দিল্লিতে প্রচণ্ড তাপপ্রবাহ থাকবে।
সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে বলে আবহাওয়াবিদ জানাচ্ছেন, ১৬ মে থেকে ১৮ মে-র মধ্যে পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং দিল্লিতে প্রচণ্ড তাপপ্রবাহ থাকবে।
আবহাওয়া দফতর বলছে, শুষ্ক পশ্চিম এবং উত্তর-পশ্চিমী বায়ু বর্তমানে উত্তর ভারতে সক্রিয় রয়েছে, যার কারণে এখানে তাপমাত্রা বেড়েছে।
আবহাওয়া দফতর বলছে, শুষ্ক পশ্চিম এবং উত্তর-পশ্চিমী বায়ু বর্তমানে উত্তর ভারতে সক্রিয় রয়েছে, যার কারণে এখানে তাপমাত্রা বেড়েছে।
সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে বলে মনে করছে আবহাওয়া দফতর।
সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে বলে মনে করছে আবহাওয়া দফতর।
গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ বাড়ছে রাজধানী দিল্লিতে যা সপ্তাহান্ত পর্যন্ত অব্যাহত থাকবে বলেই রিপোর্টে ইঙ্গিত।
গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ বাড়ছে রাজধানী দিল্লিতে যা সপ্তাহান্ত পর্যন্ত অব্যাহত থাকবে বলেই রিপোর্টে ইঙ্গিত।
কোনও পশ্চিমী ঝঞ্ঝা না থাকার কারণেই আপাতত বৃষ্টি হবে না।  বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।
কোনও পশ্চিমী ঝঞ্ঝা না থাকার কারণেই আপাতত বৃষ্টি হবে না।  বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।
অন্যদিকে, হিমাচল প্রদেশ, লাদাখ, জম্মু ও কাশ্মীর, মুজাফফরাবাদ, উত্তরাখণ্ড, গিলগিট এবং বাল্টিস্তানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, হিমাচল প্রদেশ, লাদাখ, জম্মু ও কাশ্মীর, মুজাফফরাবাদ, উত্তরাখণ্ড, গিলগিট এবং বাল্টিস্তানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কেরল, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, গোয়া এবং তামিলনাড়ুতে বৃষ্টি হতে পারে, তাই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
কেরল, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, গোয়া এবং তামিলনাড়ুতে বৃষ্টি হতে পারে, তাই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
কবে আসবে বর্ষা?তবে প্রচণ্ড গরমের মধ্যে, আবহাওয়া দফতর একটি বড় স্বস্তির খবর দিয়েছে।
কবে আসবে বর্ষা?
তবে প্রচণ্ড গরমের মধ্যে, আবহাওয়া দফতর একটি বড় স্বস্তির খবর দিয়েছে।
পূর্বাভাস বলছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ৩১ মে কেরলে প্রবেশ করবে এবং এবার এই কারণেই এবার কিছুটা হলেও আগে পা দেবে বর্ষা। স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি প্রত্যাশিত।
পূর্বাভাস বলছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ৩১ মে কেরলে প্রবেশ করবে এবং এবার এই কারণেই এবার কিছুটা হলেও আগে পা দেবে বর্ষা। স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি প্রত্যাশিত।

Weather Forecast: রবিবার থেকে ভোল বদলাবে আবহাওয়ার! সপ্তাহের শুরুতে ফের বৃষ্টি… সময়ের আগেই ঢুকবে বর্ষা?

শনি ও রবিবার উইকেন্ডে তাপপ্রবাহের সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহ। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় গরম ও অস্বস্তি।
শনি ও রবিবার উইকেন্ডে তাপপ্রবাহের সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহ। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় গরম ও অস্বস্তি।
তাপমাত্রা আরও বাড়বে আগামী চারদিনে। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। আজ বিক্ষিপ্ত বৃষ্টি উত্তরবঙ্গ এবং পশ্চিমের দু একটি জেলায়। মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই।
তাপমাত্রা আরও বাড়বে আগামী চারদিনে। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। আজ বিক্ষিপ্ত বৃষ্টি উত্তরবঙ্গ এবং পশ্চিমের দু একটি জেলায়। মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই।
এদিকে আগাম বর্ষা আন্দামানে। ভারতের মূল ভূখণ্ড কেরলেও বর্ষা ঢুকবে একদিন আগে। এমনই পূর্বাভাস ভারতের মৌসম ভবনের। আবহাওয়ার বিভিন্ন মডেল অনুযায়ী বিশ্লেষণ করে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে ১৯  মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে নির্ধারিত সময়ের তিন দিন আগে।
এদিকে আগাম বর্ষা আন্দামানে। ভারতের মূল ভূখণ্ড কেরলেও বর্ষা ঢুকবে একদিন আগে। এমনই পূর্বাভাস ভারতের মৌসম ভবনের। আবহাওয়ার বিভিন্ন মডেল অনুযায়ী বিশ্লেষণ করে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে ১৯  মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে নির্ধারিত সময়ের তিন দিন আগে।
একইভাবে ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্ধারিত সময় ১ জুনের একদিন আগে ৩১  মে ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু।
একইভাবে ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্ধারিত সময় ১ জুনের একদিন আগে ৩১  মে ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু।
দক্ষিণবঙ্গে ফের শুষ্ক আবহাওয়ার শুরু হচ্ছে। আগামী চার দিনে পারদ শুধুই উপরে উঠবে। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহের শেষে তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরোতে পারে বেশ কিছু জেলায়।
দক্ষিণবঙ্গে ফের শুষ্ক আবহাওয়ার শুরু হচ্ছে। আগামী চার দিনে পারদ শুধুই উপরে উঠবে। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহের শেষে তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরোতে পারে বেশ কিছু জেলায়।
ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অসম, বিদর্ভ এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সাগরে। দক্ষিণ পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি তাপ সঞ্চালন কেন্দ্র তৈরি সম্ভাবনা। যা থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকছে।
ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অসম, বিদর্ভ এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সাগরে। দক্ষিণ পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি তাপ সঞ্চালন কেন্দ্র তৈরি সম্ভাবনা। যা থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকছে।
বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়। সব জেলায় গরম ও অস্বস্তি।শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। গরম ও অস্বস্তি ক্রমশ বাড়বে। শনিবার ও রবিবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান এই চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা।
বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়। সব জেলায় গরম ও অস্বস্তি।শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। গরম ও অস্বস্তি ক্রমশ বাড়বে। শনিবার ও রবিবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান এই চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা।
দক্ষিণবঙ্গে শনি ও রবিবার চার জেলায় তাপপ্রবাহ। অস্বস্তিদায়ক রাত ও দিন। শুষ্ক আবহাওয়া থাকবে, গরম ক্রমশ বাড়বে। চলতি সপ্তাহেই পশ্চিমের জেলার তাপমাত্রা ৪০ পেরোবে।
দক্ষিণবঙ্গে শনি ও রবিবার চার জেলায় তাপপ্রবাহ। অস্বস্তিদায়ক রাত ও দিন। শুষ্ক আবহাওয়া থাকবে, গরম ক্রমশ বাড়বে। চলতি সপ্তাহেই পশ্চিমের জেলার তাপমাত্রা ৪০ পেরোবে।
রবিবার থেকে ফের বৃষ্টি শুরু হবে বিক্ষিপ্তভাবে। বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
রবিবার থেকে ফের বৃষ্টি শুরু হবে বিক্ষিপ্তভাবে। বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
সোম ও মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হবে। বৃষ্টির পরিমাণ বাড়বে।
সোম ও মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হবে। বৃষ্টির পরিমাণ বাড়বে।
 কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৭ থেকে ৮৫ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৭ থেকে ৮৫ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Indian Railways: UTS অ‍্যাপে বড় বদল! থাকল না ২০ কিলোমিটারের গন্ডি! টিকিট কাটুন যে কোনও জায়গা থেকে

কলকাতাঃ বাড়ি স্টেশন থেকে অনেক দূরে ? ভাবছেন স্টেশনে পৌঁছে টিকিট কাটতে কাটতে ট্রেন বেরিয়ে যেতে পারে ? কোনও চিন্তা নেই। পূর্বরেল আপনাদের জন্য সমাধান নিয়ে এসেছে। এখন, বাড়ি স্টেশন থেকে যত দূরেই হোক না কেন, UTS অন মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই টিকিট কাটতে পারবেন।

আরও পড়ুনঃ নজরে ষষ্ঠ দফার ভোট! মেদিনীপুর ও জঙ্গলমহলের জেলাগুলিতে আজ থেকে টানা প্রচারে মমতা

ট্রেনের সাধারণ শ্রেণিতে ভ্রমণকে আরও সহজ করতে, UTS অন মোবাইল অ্যাপে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনের ফলে এখন যাত্রীরা যে কোনও স্থান থেকে গন্তব্যের টিকিট পেতে পারেন, আগে এই অ্যাপে ২০ কিলোমিটারের সীমাবদ্ধতা ছিল, অর্থাৎ যদি কোনও যাত্রী কোনও স্টেশন থেকে ২০ কিলোমিটার দূরে থাকেন, তবেই তিনি UTS অন মোবাইল অ্যাপে টিকিট নিতে পারতেন। এখন এই নিষেধাজ্ঞা সরানো হয়েছে। এখন যাত্রীরা যে কোনও স্থান থেকে টিকিট নিতে পারবেন। শুধুমাত্র যদি কোনও যাত্রী প্ল্যাটফর্মে থাকেন বা ট্রেনে ভ্রমণ করেন, তবে তিনি UTS অন মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন টিকিট কাটতে পারবেন না, বিনা টিকিটে রেল সফর বন্ধ করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রেলের তরফ থেকে এটি একটি বিশেষ প্রচেষ্টা, যাতে অনলাইন মাধ্যম, পেপারলেস টিকেটিং, ডিজিটাল বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখা যায়।

পূর্ব রেল নিত্যযাত্রীদের স্বাচ্ছন্দে যেকোনো উদ্যোগ নিতে বদ্ধপরিকর, তা সে অনলাইন অ্যাপ-ই হোক, অথবা স্টেশন পরিকাঠামোই হোক – সমস্ত প্যাসেঞ্জার অ্যামেনিটিজ এবং সার্ভিসেস এর ক্রমাগত উন্নতিবিধানে পূর্ব রেল আপনাদের যাত্রাপথ আরও সহজ করে তুলছে।