Category Archives: দেশ

Hanuman Temple: আশেপাশের সবকিছু আগুনে পুড়ে গেলেও এই শতাব্দী প্রাচীন হনুমান মন্দির সম্পূর্ণ অক্ষত আছে

নিজস্ব প্রতিবেদন: ১৮৮৫ সালে তৈরি হয়েছিল গুয়াহাটি শহরের সঙ্কটমোচন হনুমান মন্দির। শুরুর দিকে খুব কমজনই এই মন্দিরটির কথা জানতেন। প্রথমে বাঁশ দিয়ে সেটা একটা অতি গড়পড়তা মন্দির হিসেবে গড়ে তোলা হয়েছিল। বেশ জরাজীর্ণ অবস্থা ছিল। ফলে খুব বেশি ভক্ত সেখানে আসত না। কিন্তু আজ ১৩৯ বছর পর এসে সেই হনুমান মন্দিরের ভোল বেমালুম বদলে গিয়েছে।

রাম বরণ শাহ নামে এক ব্যক্তি হনুমান মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। একে সবাই সঙ্কটমোচন হনুমান মন্দির বলে। ২০০৭ সালে মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। তারপর গত দেড় দশকেরও বেশি সময় জুড়ে এখানে ক্রমাগত ভক্তের সংখ্যা বেড়েই চলেছে। তার আগে অবশ্য পরিস্থিতিটা অনেকটাই অন্যরকম ছিল। বর্তমানে প্রতিষ্ঠাতার পরিবারের চতুর্থ প্রজন্ম এই মন্দিরের দেখভাল করে।

আর‌ও পড়ুন: দক্ষিণে পাখির চোখ মথুরাপুর, প্রচার কৌশলে বিরাট বদল বিজেপির

মন্দিরটি শহরের উজান বাজারে গুয়াহাটি পুরনিগম অফিসের কাছে অবস্থিত। গত বছরের তুলনায় এবার ভক্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। মূলত মঙ্গল ও শনিবার ভক্তদের ভিড় এখানে উপচে পড়ে। এই মন্দিরের পুরোহিত জানান, একবার উজানবাজারে আগুন লেগেছিল। সব দোকান পুড়ে গেলেও মন্দিরটি অক্ষত ছিল। তারপর থেকেই এই মন্দিরের প্রতি ভক্তদের বিশ্বাস ও আস্থা বহুগুণ বেড়ে গিয়েছে।

ট্রেনের টয়লেটে লুকিয়ে কী কাজ করছিল, TTE দরজা ধাক্কা দিতেই সামনে এল সত্যিটা

নয়াদিল্লি: উত্তর সেন্ট্রাল রেলওয়ের ঝাঁসি ডিভিশনের মধ্য দিয়ে  ট্রেন যাতায়াতের সময় টিকিট পরীক্ষক টিকিট চেক করছিলেন। সেই সময়েই এমন জিনিস ঘটে গেল৷ বাথরুম থেকে একটা দুর্গন্ধ আসছিল। অনেকক্ষণ গেটও খোলা হচ্ছিল না৷ এমন অবস্থায়  টিটিই দরজায় ধাক্কা দেয়। কয়েকবার দরজা ধাক্কা দেওয়ার পর দরজা অবশেষে খোলে। ভিতরের দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ হয় খোদ TTE-র। সঙ্গে সঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ক্রমবর্ধমান ভিড়ের চাপে ঝাঁসি রেলওয়ে বোর্ড প্রতিদিন টিকিট চেকিং অভিযান চালাচ্ছে। এতে অনিয়মিত যাত্রীর সংখ্যা কমছে এবং রেলের আয়ও বাড়ছে। গত এক মাসে ৫৩ হাজার যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই যাত্রীদের কাছ থেকে  ৩.৫২ কোটি টাকা জরিমানা দাবি করা হয়েছে৷

আরও পড়ুন – IMD Thunderstorm Alert: কালো মেঘে ঢাকা আকাশ, ফালাফালা করবে বিদ্যুৎ, প্রবল হাওয়া তোলপাড় বাংলায়, সঙ্গী স্বস্তির বৃষ্টি

চেকিংয়ের সময় যাত্রীদের ধূমপান, অনিয়মিত ভ্রমণ, বুকিংবিহীণ লাগেজ, নোংরা ফেলার অভিযোগ পাওয়া গেছে এবং নিয়ম অনুযায়ী জরিমানাও আদায় করা হয়েছে। রেলওয়ের মতে, ট্রেনের যাত্রীরা সিট বা বার্থে ধূমপান করেন না বাথরুমে গিয়ে তাঁরা ধূমপান করেন। চেকিং টিম বাথরুমের আশেপাশে সিগারেট বা বিড়ির ধোঁয়ার গন্ধ পেলে তাঁরা দরজায় টোকা দেয়।

এমন অবস্থায় দরজা খুললে ভেতরে ধোঁয়া দেখা যায়। রেলওয়ে এই ধরণের অপরাধ দেখতে পেলে যাত্রীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়।  এ পর্যন্ত এই বিভাগে ৫৩ হাজার যাত্রীর মধ্যে ধূমপান ও গুটখা সেবন করে রেলওয়ের সম্পত্তিতে নোংরা করার অভিযোগে ফাইন করা হয়৷

সাজিদ আনোয়ার এপ্রিল মাসে ১০১১ টি মামলা থেকে ৭.৭৫ লক্ষ টাকা এবং হামিদ ৯৪৯ যাত্রীর কাছ থেকে ৭.০৫ লক্ষ টাকা ফাইন সংগ্রহ করেছেন৷

এপ্রিল মাসে, আগ্রা বিভাগে, যথাযথ কারণ ছাড়াই অ্যালার্ম চেন টানার জন্য ২৩০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং ১৪,৮২০ টাকা জরিমানা আদায় করা হয়েছিল। যেটিতে আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ৮৬ জন, আগ্রা ফোর্ট স্টেশনে ৯ জন, মথুরা জংশনে ১১৮ জন, কোসিকালান স্টেশনে ১২ জন এবং ধোলপুর স্টেশনে ৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং জরিমানা আদায় করা হয়েছিল।

Principal punishes teacher viral video: দেরি করে স্কুলে আসায় শিক্ষিককে মার অধ্যক্ষার, ভাইরাল ভিডিও

আগরা: স্কুলে সময়ে পৌঁছনোকে নিয়মানুবর্তিতার গুরুত্বপূর্ণ পাঠ হিসাবে ধরা হয়। অন্য দিকে দেরি করে আসাকে ’অন্যায়’ হিসাবে মানা হয়। এই অন্যায়ের জন্য শাস্তিও দেন শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু উত্তরপ্রদেশের আগরায় দেরি করে স্কুলে আসার জন্য শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠল।

আরও পড়ুন: এ বার আকাশপথে প্রচারে যাবেন সুকান্ত! পদ্মের রাজ্য ’সেনাপতি’র সফর শুরু পুরুলিয়া দিয়ে

ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, স্কুলের অধ্যক্ষা মারধর করছেন স্কুলের শিক্ষিকাকে। শুধু তাই নয় উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে দিয়ে শুরু হয় তাদের বাক্-বিতণ্ডা। তার পরে দেরিতে আসার জন্য অধ্যক্ষা শিক্ষিকাকে মারতে শুরু করেন। পাল্টা শিক্ষিকারও দাবি স্কুলের অধ্যক্ষা নিজেই চার দিন ধরে দেরিতে অফিসে আসছেন। দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলাকালীন দু’জনেই অপমানজনক কথা বলেন। দু’জনের হাতাহাতির পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন তাঁদের সহকর্মীরা, কিন্ত তাঁরা ব্যর্থ হন।

আরও পড়ুন: বিজেপির মিছিল থেকে চাকরিহারা শিক্ষকদের ধর্নামঞ্চের দিকে ইট ছোড়ার অভিযোগ, তমলুকের ঘটনায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের

শিক্ষিকা এবং অধ্যক্ষার এমন ভিডিয়ো ঘিরে নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। দু’জনেই একে অপরের বিরুদ্ধে সিকান্দা থানায় অভিযোগ জানিয়েছেন। এমন ঘটনা নিয়ে বেসিক শিক্ষা আধিকারিক জিতেন্দ্র কুমার গন্দ জানিয়েছেন, “আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। বিস্তারিত জানলে আমরা আপনাদের জানাতে পারব”।

IMD Weather Update: তাপপ্রবাহ শেষে ধেয়ে আসছে বৃষ্টি! সাগরে ঢেউ উঠবে বিশাল, তোলপাড় হওয়ার সতর্কতা আইএমডি-এর

তাপপ্রবাহে শেষ কয়েকদিন ধরে ছারখার হয়েছে বাংলা৷ তাপমাত্রার পারদ পৌঁছে গিয়েছিল প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াসে৷ এমন গরম কখনও দেখেইনি বাংলা৷ কিন্তু সে সময় কেটে গিয়েছে৷ এ বার এসেছে বৃষ্টির খবর, যা শুরু হওয়ার কথা শনিবার থেকেই৷
তাপপ্রবাহে শেষ কয়েকদিন ধরে ছারখার হয়েছে বাংলা৷ তাপমাত্রার পারদ পৌঁছে গিয়েছিল প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াসে৷ এমন গরম কখনও দেখেইনি বাংলা৷ কিন্তু সে সময় কেটে গিয়েছে৷ এ বার এসেছে বৃষ্টির খবর, যা শুরু হওয়ার কথা শনিবার থেকেই৷
সেই বৃষ্টির দাপটেই এ বার তোলপাড় হবে দেশের বেশ কয়েকটি রাজ্য৷ আর সেই কারণেই সতর্কতা জারি করেছে আইএমডি ও ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশন ইনফরমেশন সার্ভিস৷ শুক্রবার, অর্থাৎ গতকাল এই দুই সংস্থার পক্ষ থেকে সমুদ্রের পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে৷
সেই বৃষ্টির দাপটেই এ বার তোলপাড় হবে দেশের বেশ কয়েকটি রাজ্য৷ আর সেই কারণেই সতর্কতা জারি করেছে আইএমডি ও ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশন ইনফরমেশন সার্ভিস৷ শুক্রবার, অর্থাৎ গতকাল এই দুই সংস্থার পক্ষ থেকে সমুদ্রের পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে৷
আপাতত বলা হয়েছে সাগরের ঢেউ ০.৫ মিটার থেকে ১.৫ মিটার পর্যন্ত বাড়তে পারে৷ সেই কারণে এই দু’দিন মৎজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে৷ যে রাজ্যগুলিতে সতর্কতা দেওয়া হয়েছে, সেগুলির মধ্যে অন্যতম আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ৷
আপাতত বলা হয়েছে সাগরের ঢেউ ০.৫ মিটার থেকে ১.৫ মিটার পর্যন্ত বাড়তে পারে৷ সেই কারণে এই দু’দিন মৎজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে৷ যে রাজ্যগুলিতে সতর্কতা দেওয়া হয়েছে, সেগুলির মধ্যে অন্যতম আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ৷
এ ছাড়াও সতর্কতার তালিকায় রয়েছে গোয়া, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, কেরল,লাক্ষাদ্বীপ, কর্ণাটক, গুজরাত ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ৷ এই রাজ্যগুলিতে আপাতত শনিবার ও রবিবার সাগরযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
এ ছাড়াও সতর্কতার তালিকায় রয়েছে গোয়া, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, কেরল,লাক্ষাদ্বীপ, কর্ণাটক, গুজরাত ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ৷ এই রাজ্যগুলিতে আপাতত শনিবার ও রবিবার সাগরযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
সাধারণত এই ঘটনা ঘটে সাগরে বড় কোনও ঘূর্ণিঝড় তৈরি হলে৷ কিন্তু এ ক্ষেত্রে তা হয়নি৷ বলা হয়েছে, দক্ষিণ আটলান্টিক সাগর থেকে একটি নিম্নচাপ প্রায় ১০ হাজার কিলোমিটার সরে এসেছে ভারতীয় উপকূলে৷ সেই কারণেই তৈরি হয়েছে শক্তিশালী বাতাস, তাতেই সাগরে ঢেউ বাড়ছে৷
সাধারণত এই ঘটনা ঘটে সাগরে বড় কোনও ঘূর্ণিঝড় তৈরি হলে৷ কিন্তু এ ক্ষেত্রে তা হয়নি৷ বলা হয়েছে, দক্ষিণ আটলান্টিক সাগর থেকে একটি নিম্নচাপ প্রায় ১০ হাজার কিলোমিটার সরে এসেছে ভারতীয় উপকূলে৷ সেই কারণেই তৈরি হয়েছে শক্তিশালী বাতাস, তাতেই সাগরে ঢেউ বাড়ছে৷
শনিবার সন্ধ্যা থেকেই আংশিক ভাবে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ৷ রবি থেকে মঙ্গল পর্যন্ত সেই বৃষ্টির রেশ থেকে যাবে বলেআই আবহাওয়া দফতরের দাবি৷ এর ফলে তাপমাত্রা অনেকটাই কমতে পারে৷ স্বস্তি ফিরতে পারে সাধারণ মানুষের৷
শনিবার সন্ধ্যা থেকেই আংশিক ভাবে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ৷ রবি থেকে মঙ্গল পর্যন্ত সেই বৃষ্টির রেশ থেকে যাবে বলেআই আবহাওয়া দফতরের দাবি৷ এর ফলে তাপমাত্রা অনেকটাই কমতে পারে৷ স্বস্তি ফিরতে পারে সাধারণ মানুষের৷ এই ঘূর্ণিঝড়ের নাম মিগজাউম (Michaung pronunciation – Migjaum)। মায়ানমারের দেওয়া এই নাম।

Weather Update: রাজ‍্যে রাজ‍্যে বৃষ্টির সম্ভাবনা! বঙ্গে বৃষ্টি কবে থেকে? তাপপ্রবাহ আদৌ কমবে কি? আবহাওয়ার তোলপাড় করা খবর জানুন

কবে হবে বৃষ্টি? অসহ‍্যকর গরমে এই একটাই প্রশ্ন সকলের মুখে মুখে। দিন দিন আরও বাড়ছে তাপমাত্রার পারদ। কোথায় গিয়ে থামবে এই তাপপ্রবাহ? জেনে নিন কী জানাচ্ছে ভারতীয় মৌসম বিভাগ।

কবে হবে বৃষ্টি? অসহ‍্যকর গরমে এই একটাই প্রশ্ন সকলের মুখে মুখে। দিন দিন আরও বাড়ছে তাপমাত্রার পারদ। কোথায় গিয়ে থামবে এই তাপপ্রবাহ? জেনে নিন কী জানাচ্ছে ভারতীয় মৌসম বিভাগ।
আই এম ডি-র আপডেটে রয়েছে কিছুটা স্বস্তির খবর। আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী বেশ কয়েকটি রাজ‍্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
আই এম ডি-র আপডেটে রয়েছে কিছুটা স্বস্তির খবর। আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী বেশ কয়েকটি রাজ‍্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
যদিও বৃষ্টি হলেও তাপমাত্রা কমার লক্ষণও নেই। কয়েকটি রাজ‍্যে বৃষ্টির কারণে তাপপ্রবাহে ক্ষণিকের স্বস্তি মিলতে পারে। আবার বেশ কয়েকটি এখনও দেখা নেই বৃষ্টির।
যদিও বৃষ্টি হলেও তাপমাত্রা কমার লক্ষণও নেই।  সিকিম, অরুনাচল প্রদেশ, জম্বু কাশ্মীর, উত্তরাখণ্ড, হরিয়ানা, দিল্লি-সহ বেশ কয়েকটি রাজ‍্যে বৃষ্টির কারণে তাপপ্রবাহে ক্ষণিকের স্বস্তি মিলতে পারে। আবার বেশ কয়েকটি রাজ‍্যে এখনও দেখা নেই বৃষ্টির।
আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, বিহার, ওড়িশা, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, গুজরাত-সহ বেশ কয়েকটি রাজ‍্যে গরম গরম কমার কোনও লক্ষণ নেই। স্থিতিশীল থাকবে তাপমাত্রা।

আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, বিহার, ওড়িশা, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, গুজরাত-সহ বেশ কয়েকটি রাজ‍্যে গরম গরম কমার কোনও লক্ষণ নেই। স্থিতিশীল থাকবে তাপমাত্রা।
পশ্চিমবঙ্গের তাপমাত্রাও ৫ মে রবিবার পর্যন্ত স্থিতিশীল থাকবে। কমার কোনও সম্ভাবনা নেই। বঙ্গে বৃষ্টির সম্ভাবনা নিয়ে কী জানাচ্ছে হাওয়া অফিস?

পশ্চিমবঙ্গের তাপমাত্রাও ৫ মে রবিবার পর্যন্ত স্থিতিশীল থাকবে। কমার কোনও সম্ভাবনা নেই। বঙ্গে বৃষ্টির সম্ভাবনা নিয়ে কী জানাচ্ছে হাওয়া অফিস?
অবশেষে বঙ্গে আসছে স্বস্তির বৃষ্টি। শনিবার থেকেই উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। , রবিবার বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর৷
অবশেষে বঙ্গে আসছে স্বস্তির বৃষ্টি। শনিবার থেকেই উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। , রবিবার বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর৷
পশ্চিমী হাওয়ার প্রভাব কমবে, সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে। ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে তাপমাত্রা কমার কোনও লক্ষণ নেই। শনিবার পর্যন্ত একইরকম ভাবেই বজায় থাকবে অসহ‍্যকর গরম।

পশ্চিমী হাওয়ার প্রভাব কমবে, সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে। ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে তাপমাত্রা কমার কোনও লক্ষণ নেই। শনিবার পর্যন্ত একইরকম ভাবেই বজায় থাকবে অসহ‍্যকর গরম।

Marriage: সম্মতি না নিয়েই অপ্রকৃতস্থ যৌন সম্পর্ক স্বামীর, স্ত্রীর অভিযোগ শুনে কী বলল হাইকোর্ট?

ভোপাল: স্বামী তাঁর সম্মতি না নিয়েই অপ্রকৃতস্থ যৌনাচারে বাধ্য করছে৷ এমনই অভিযোগে স্বামীর বিরুদ্ধে পুলিশে এফআইআর করেছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা এক মহিলা৷ যদিও স্বামীর বিরুদ্ধে স্ত্রীর আনা এই অভিযোগ নস্যাৎ করে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট৷ পুলিশে দায়ের করা এফআইআর-ও খারিজ করার নির্দেশ দিয়েছে আদালত৷

ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, নির্দেশ দিতে গিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্ট জানিয়েছে, ভারতীয় আইনে বৈবাহিক ধর্ষণকে স্বীকৃতি দেয় না৷ ফলে এ ক্ষেত্রে স্বামী স্ত্রীর অনুমতি নিয়েছিলেন কি না, সেই বিষয়টির কোনও গুরুত্ব নেই বলে জানিয়েছে হাইকোর্ট৷

আরও পড়ুন: আজই স্বস্তির বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গের তিন জেলায়, কলকাতায় আশা আছে? জানাল হাওয়া অফিস

বিচারপতি গুরপাল সিং আহলুওয়ালিয়া নির্দেশ দিতে গিয়ে আরও বলেন, স্ত্রীর বয়স যেহেতু ১৫ বছরের ঊর্ধ্বে, তাই অস্বাভাবিক যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার আগে স্ত্রীর সম্মতি নিয়েছিলেন কি না, তা ধর্তব্যের মধ্যে আসবে না৷
বিচারপতি আরও ব্যাখ্যা দিয়ে বলেন, ভারতীয় দণ্ডবিধির সংশোধিত ৩৭৫ অনুচ্ছেদ অনুযায়ী, কোনও মহিলার পায়ুদ্বারে পুরুষাঙ্গ প্রবেশ করানো ধর্ষণ হিসেবে গণ্য হলেও স্ত্রীর বয়স ১৫ বছরের ঊর্ধ্বে হলে তাঁর সঙ্গে স্বামীর শারীরিক সম্পর্ক ধর্ষণ নয়৷ এই পরিস্থিতিতে স্বামী স্ত্রীর সম্মতি নিয়ে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন কি না, সেই বিষয়টি গুরুত্ব হারায়৷ কারণ বৈবাহিক ধর্ষণ আইনি ভাবে স্বীকৃতই নয়৷

তবে আদালত একই সঙ্গে জানিয়েছে, আদালতের নির্দেশে স্বামী এবং স্ত্রী আলাদা থাকার সময় যদি স্বামী স্ত্রীর সম্মতি না নিয়ে যৌন সম্পর্কে লিপ্ত হন, তাহলে তা ধর্ষণ হিসেবেই গণ্য করা হবে৷

Tripura: কিডনির চিকিৎসা এবার হবে ত্রিপুরাতেই! স্বাস্থ‍্য পরিষেবায় বড় উদ‍্যোগ

ত্রিপুরা: খুব শিগগিরই ত্রিপুরা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে শুরু হতে যাচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ‘সেন্টার অফ এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার জানালেন মুখ্যমন্ত্রী মাণিক সাহা।

খুব শীঘ্রই সে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে শুরু হতে যাচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট। জিবি হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকে ১৮০ কোটি টাকা আর্থিক ব্যয়ে এই পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।

আগামীদিনে এই সুপার স্পেশালিটি ব্লকটি চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে ‘সেন্টার অফ এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারে।  জিবি হাসপাতালের বিভিন্ন ব্লক সরেজমিনে ঘুরে দেখে এই তথ্য জানান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মাণিক সাহা।

আরও পড়ুন: আপনার খুব হাঁচি হয়? জানেন এই হাঁচির শুরু কবে, কেন? সামনে এল এক আশ্চর্য সত্য!

জিবির সুপার স্পেশালিটি ব্লক, নেফ্রলজি বিভাগ, জেনেরিক মেডিসিন কাউন্টার, কার্ডিওলজি বিভাগ-সহ হাসপাতালের বিভিন্ন পরিকাঠামো পরিদর্শন করে যাবতীয় খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা।  রাজ্যের সকল অংশের মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে বিশেষ অগ্রাধিকার দিয়েছে বর্তমান সরকার।

এই দিশায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে সরকার। রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিভিন্ন অত্যাধুনিক পরিকাঠামো ক্রমান্বয়ে সংযুক্ত করা হচ্ছে। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে বৃহস্পতিবার জিবি হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।

পরে মুখ্যমন্ত্রী জানান, জিবির এই সুপার স্পেশালিটি ব্লকে ১৮০ কোটি টাকা বরাদ্দে বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে। এই জায়গায় জিবির মেডিকেল সুপার ও ডেপুটি সুপারের অফিস স্থানান্তরিত করা হয়েছে। ৭টি সুপার স্পেশালিটির ওয়ার্ড ও আউটডোর এখানে করা হবে।

এই প্রক্রিয়া দ্রুতগতিতে করার কাজ চলছে। নিউরোলজি ও নিউরো সার্জারি বিভাগও ঘুরে দেখেছি। বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিই। পরিষেবা ও পরিকাঠামো যাতে আরও উন্নত করা যায় সেই বিষয়েও হাসপাতালের আধিকারিকদের সঙ্গে কথা হয়।

স্বাস্থ্য কর্মীদের বিভিন্ন সমস্যা নিয়েও কথা হয়। পরিকাঠামো সম্পর্কিত বিষয়ে পূর্ত দপ্তরের কাজকর্ম নিয়েও অবগত হই। হাসপাতালে আয়রন মুক্ত পানীয়জল যাতে সরবরাহ করা যায় সেই বিষয়টিও খতিয়ে দেখা হয়। মোট কথায়, চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে ‘সেন্টার অফ এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার জন্য যা যা কাজ করতে হয় সেটা করা হবে।

Indian Railway: আরও নিরাপদ হবে ভ্রমণ! পর্যটনের মানোন্নয়নে বাড়তি গুরুত্ব পেতে চলেছে আপার অসমের রেলপথ 

 অসম: ​উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব আজ তিনসুকিয়া ডিভিশনের অন্তর্গত নর্থ লখিমপুর-ডিব্রুগড় সেকশনের পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন করেন। এই পরিদর্শনের সময় জেনারেল ম্যানেজারের সঙ্গে ছিলেন তিনসুকিয়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার  উত্তম প্রকাশ সহ হেড কোয়ার্টার এবং ডিভিশনের আধিকারিকোরা।

জেনারেল ম্যানেজার আপার আসামের বিভিন্ন স্টেশনের সমস্ত ধরনের উন্নয়নমূলক কাজ, বৈদ্যুতীকরণের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। পাশাপাশি স্টেশনটির রেলওয়ে আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সুরক্ষা সম্পর্কিত সরঞ্জামগুলি খতিয়ে দেখেন। এছাড়াও তিনি রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের সুরক্ষা, নিরাপত্তা ও যাত্রীদের সুযোগ-সুবিধাগুলির ক্ষেত্রে উন্নত প্রদর্শনের পরামর্শ দেন।

এই পরিদর্শনের সময়ে জেনারেল ম্যানেজার নর্থ লখিমপুর, বরদলনি, ধেমাজি, টঙ্গানি, ধামালগাঁও ও ডিব্রুগড় স্টেশনের নতুন স্টেশন বিল্ডিং, ক্রু লবি, ফুট ওভার ব্রিজ, প্ল্যাটফর্ম এবং যাত্রীদের অন্যান্য সুযোগ-সুবিধার কাজের পরিকল্পনা  পরিদর্শন করেন। তিনি ধেমাজি থেকে বগিবিল ব্রিজ নর্থ ব্লক হাট পর্যন্ত এবং বগিবিল ব্রিজ নর্থ ব্লক হাট থেকে টঙ্গানি পর্যন্ত  উইন্ডো ট্রেলিং পরিদর্শন পরিচালনা করেন। লেভেল ক্রসিং গেট, মার্শালিং ইয়ার্ড, কোচিং ইয়ার্ড, মাইনোর ও মেজর ব্রিজ, রানিং রুম, হেল্থ ইউনিটের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিও পরিদর্শন করেন।

এই সেকশনগুলির চলমান কার্যকলাপগুলির পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন করেন এবং উন্নয়নমূলক পরিকল্পনাগুলি পরীক্ষা করেন। এছাড়াও উন্নত যাত্রী সুযোগ-সুবিধা প্রদানের জন্য অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে স্টেশনের পুনর্বিকাশের কার্যকলাপগুলিও পরিদর্শন করা হয়।

চলমান কাজগুলি সম্পর্কে জেনারেল ম্যানেজার যে মূল্যায়ন করেছেন, তাতে যাত্রীদের নিরাপদ, দক্ষ এবং আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা দিতে ক্ষেত্রে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের যে একনিষ্ঠ প্রচেষ্টা রয়েছে তারই প্রতিফলন ঘটেছে।

সালফিউরিক ট্যাঙ্কারে উঠে ঢাকনা খুলতেই যা বেরিয়ে এল… দেখে চমকে গেলেন পুলিশকর্তারাও !

গোয়ালিয়র: বেআইনি মদের বিরুদ্ধে বড়সড় ব্যবস্থা গ্রহণ করল গোয়ালিয়র পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ একটি ট্যাঙ্কারে লুকিয়ে রাখা ৫২.৫ লক্ষ টাকার অবৈধ বিদেশি মদ উদ্ধার করে। বাজেয়াপ্ত করা মদের মধ্যে বেশ কিছু দামি ব্র্যান্ডের মদও রয়েছে। পুলিশ ওই ট্যাঙ্কারটি বাজেয়াপ্ত করেছে। আর ওই ট্যাঙ্কারের চালককেও আটক করেছে।

আরও পড়ুন– উত্তরবঙ্গে বৃষ্টি শুরু, রবিবার থেকে হাওয়া বদল দক্ষিণবঙ্গে, সোম ও মঙ্গলবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস!

আসলে লোকসভা নির্বাচনের কারণে গোয়ালিয়র পুলিশ আজকাল বেশ সতর্কতা অবলম্বন করছে। আর সেই কারণে ইনফর্মারদের ব্যবস্থাকে আরও ব্যাপক ভাবে শক্তিশালী করা হয়েছে। আর তাতেই মহারাজপুরা থানা পেল এক বড়সড় সাফল্য। সেখানকার এসপি ধরমবীর সিংয়ের বলেন, এক ইনফর্মার জানিয়েছিলেন যে, অবৈধ মদ বোঝাই একটি ট্যাঙ্কার মোরেনা থেকে গোয়ালিয়রের দিকে আসতে চলেছে। খবর পেয়ে তৎপর হয় মহারাজপুরা থানা এবং অতিরিক্ত এসপি ক্রাইম শিয়াজ কেএম। বড়সড় পুলিশ বাহিনী অভিযান চালায়। রীতিমতো ট্যাঙ্কারের উপরে উঠে ঢাকনা খুলে তল্লাশি চালালে ভিতরে রাখা মদের বাক্স দেখতে পায় পুলিশ। চালককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, ট্যাঙ্কারে বিভিন্ন কোম্পানির অবৈধ বিদেশি মদের ৭০২টি বাক্স রাখা আছে।

আরও পড়ুন– ৫৮ বছর বয়সে ‘শার্টলেস’ অবতারে ধরা দিলেন রামানন্দ সাগরের ‘শ্রীকৃষ্ণ’ ! দেখে মাথা ঘুরে গেল ভক্তদের; এখন কী করছেন তিনি?

গোয়ালিয়রের এসপি ধরমবীর সিংয়ের বক্তব্য, “পুলিশ একটি বড়সড় অভিযান চালিয়েছে। ওই ট্যাঙ্কারে বিপুল পরিমাণ বিদেশি মদ পাচার হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছিল। ট্যাঙ্কারটি থামানো হয়েছিল। আপাতদৃষ্টিতে ট্যাঙ্কারটি দেখে মনে হয়েছিল, সেটি একটি সালফিউরিক ট্যাঙ্কার। তবে ওই ট্যাঙ্কারের ঢাকনা খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায়! সেখানে প্রচুর পরিমাণে বিদেশি মদের বাক্স দেখতে পাওয়া যায়। প্রায় ৭০২টি বাক্স উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫২ লক্ষ টাকা।”

ধরমবীর সিং আরও বলেন যে, “ট্যাঙ্কারের মালিক রাজস্থানের বারমেরের বাসিন্দা। মণীশ নামে এক ব্যক্তি শিকারের কাছাকাছি ট্যাঙ্কারটি হস্তান্তরিত করেন। ট্যাঙ্কারটিকে নাগপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। রিম্যান্ডের পরেই জানা যাবে মণীশ নামের ওই ব্যক্তির পরিচয়। আর কীভাবে তিনি এই চক্রের সঙ্গে যুক্ত, সেটাও জানা যাবে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এটি একটি আন্তঃরাজ্য চক্র। যা ট্যাঙ্কারের মধ্যে লুকিয়ে মদ পাচার করে।”

Gujarat explosion: প্রাক্তন প্রেমিকার বাড়িতে পার্সেল পাঠাল প্রেমিক! খুলতেই রক্তারক্তি, জোড়া মৃত্যু

আহমেদাবাদ: বিবাহিত প্রাক্তন প্রেমিকার বাড়িতে পার্সেল বোমা পাঠিয়েছিল প্রেমিক৷ সেই বোমা বিস্ফোরণে জেরে মৃত্যু হল প্রেমিকার স্বামী এবং মেয়ের৷ গতকাল, বৃহস্পতিবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল গুজরাতের ভাদালিতে৷

এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, গতকাল জিতুভাই প্যাটেল নামে এক যুবকের বাড়িতে একটি পার্সেল আসে৷ পেশায় শ্রমিক জিতুভাই পার্সেলটি খুলতেই বোমা বিস্ফোরণ হয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় জিতুর৷ গুরুতর আহত হয় তাঁর ১২ বছর বয়সি কন্যা ভূমিকা৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়৷

আরও পড়ুন: ‘আগে চিট ফান্ডের টাকার হিসেব দিক’, তোপ পার্থর! কুণালের জবাব, ‘থ্যাঙ্ক ইউ পার্থদা’

এই ঘটনা যখন ঘটে তখন জিতুভাইয়ের স্ত্রী বাড়িতে ছিলেন না৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, জয়ন্তভাই বালুসিং বঞ্জারা নামে এক যুবক টেপ রেকর্ডারের মতো দেখতে ওই জিনিসটি একটি অটোতে করে পার্সেল করে পাঠান৷ সেই টেপ রেকর্ডারটির তার প্লাগে ঢুকিয়ে চালানোর চেষ্টা করতেই সেটিতে বিস্ফোরণ ঘটে৷

তদন্তে আরও উঠে আসে, জয়ন্তভাই রাজস্থানে গিয়ে ওই বোমাটি তৈরির সামগ্রী নিয়ে আসে৷ জিলেটিন স্টিক, ডেটোনেটরের সাহায্যে টেপ রেকর্ডারের মতো দেখতে ওই বোমাটি তৈরি করেন৷

সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ প্রথমে ওই অটো চালককে চিহ্নিত করেন৷ এর পর তাঁর বয়ানের ভিত্তিতে অভিযুক্ত জয়ন্তভাইকে গ্রেফতার করে পুলিশ৷ জেরায় জয়ন্তভাই স্বীকার করে নেন, নিহত জিতুভাইয়ের স্ত্রীর সঙ্গে এক সময় সম্পর্ক ছিল তাঁর৷ কিন্তু সেই প্রেম টেকেনি৷ জিতুভাইয়ের সঙ্গে বিয়ে হয়ে যায় জয়ন্তর প্রেমিকার৷ সেই আক্রোশেই জিতুভাইকে খুন করতে ওই পার্সেল বোমা পাঠান তিনি৷

এই বিস্ফোরণের ঘটনায় জিতু ভাইয়ে আরও দুই মেয়ে বুকে এবং চোখে আঘাত লাগে৷ তাদের বয়স ৯ এবং ১০ বছর৷ তারা দু জনেই এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷