Category Archives: পশ্চিম বর্ধমান

West Bardhaman News: এবার পাহাড় যাওয়া হবে আরও সহজ! দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থা শীতের শুরুতেই পর্যটকদের দিল দারুণ উপহার

আসানসোল: পর্যটনের মরশুমে নতুন সুখবর দিল এসবিএসটিসি। এবার পাহাড় যাওয়ার জন্য চিন্তা কমল শিল্পাঞ্চলের মানুষের। আর বসে থাকতে হবে না ট্রেনের টিকিটের আশায়। বাসেই এবার যাওয়া যাবে শৈলশহরে পকেটেও চাপ পড়বে না খুব বেশি। দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থা সুযোগ করে দিল পর্যটকদের কাছে। তাও আবার কম খরচে আরামদায়ক জার্নি।

সম্প্রতি, আসানসোল থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য নতুন একটি ডিলাক্স বাস দিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এসবিএসটিসির উদ্যোগে আসানসোল থেকে শিলিগুড়ি যাওয়ার নতুন এই ডিলাক্স বাসটি চলাচল শুরু করেছে। রাজ্যের পরিবহন মন্ত্রী এই বাসটির উদ্বোধন করেছেন। নতুন এই বাসটি শুরু হওয়ার ফলে শিল্পাঞ্চল থেকে শৈলশহরের যাওয়ার সময় কমবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: কলকাতায় ফের খুনের ঘটনা! ধারালো অস্ত্র দিয়ে কোপ শরীর জুড়ে

এসবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন দুপুর তিনটে ৫০ মিনিট নাগাদ এই বাসটি আসানসোল থেকে ছাড়বে। দুর্গাপুর পৌঁছবে বিকেল ৫ টা বেজে ১৫ মিনিটে। আসানসোল থেকে ছেড়ে এই ডিলাক্স বাসটি দুর্গাপুর, মালদা, রায়গঞ্জ হয়ে পৌঁছবে শিলিগুড়ি।  প্রত্যেকদিন বাসটি শিলিগুড়ি থেকে ছাড়বে বিকেল পাঁচটা পনেরো মিনিট নাগাদ। তারপর একই রাস্তা ধরে ফিরবে শিলিগুড়িতে।

আরও পড়ুন: বেহালায় বিরাট চুরি! ২০ লক্ষ টাকার গয়না লোপাট, অর্ধেক আপেল খেয়ে টেবিলেই রেখে গেল চোর

বাসের উদ্বোধন অনুষ্ঠানে এসে এবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল জানিয়েছেন, নতুন এই বাস চালু হওয়ার ফলে পর্যটকদের অনেক সুবিধা হবে। বাসে সরাসরি শৈলশহর পৌঁছে যেতে পারবেন পর্যটকরা। ডিলাক্স বাসে সফর হবে আরামদায়ক। একইসঙ্গে দুর্গাপুর থেকে রাত্রিকালীন দীঘা যাওয়ারও একটি নতুন বাস উদ্বোধন করা হয়েছে। পর্যটনের মরশুমে এসবিএসটিসির এই নতুন বাসগুলি চালু হওয়ার খবরে খুশির হাওয়া শিল্পাঞ্চলে।

নয়ন ঘোষ

Red Rose Astro Tips : শুধু প্রেম নিবেদন নয়, লাল গোলাপের সঠিক ব্যবহারে সৌভাগ্য ও অর্থলাভ হয়! জানুন

মনের মানুষকে প্রেম নিবেদন হোক বা ঘরের সৌন্দর্য্য বৃদ্ধি, লাল গোলাপের জুড়ি মেলা ভার। কিন্তু জানেন কি লাল গোলাপ আপনাকে এনে দেবে সৌভাগ্য। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।) (রিপোর্টার-- নয়ন ঘোষ)
মনের মানুষকে প্রেম নিবেদন হোক বা ঘরের সৌন্দর্য্য বৃদ্ধি, লাল গোলাপের জুড়ি মেলা ভার। কিন্তু জানেন কি লাল গোলাপ আপনাকে এনে দেবে সৌভাগ্য। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।) (রিপোর্টার– নয়ন ঘোষ)
বাস্তুশাস্ত্রমতে, জীবনে আর্থিক সমস্যা থাকলে, লাল গোলাপে একটি কর্পূর রেখে তা জ্বালিয়ে আরতি করুন মা লক্ষ্মীকে। দেখুন আপনার আয়ের উৎস খুলে যাবে। (রিপোর্টার-- নয়ন ঘোষ)
বাস্তুশাস্ত্রমতে, জীবনে আর্থিক সমস্যা থাকলে, লাল গোলাপে একটি কর্পূর রেখে তা জ্বালিয়ে আরতি করুন মা লক্ষ্মীকে। দেখুন আপনার আয়ের উৎস খুলে যাবে। (রিপোর্টার– নয়ন ঘোষ)
শীঘ্র অর্থ পেতে পান পাতার উপর গোলাপের পাঁচটি পাপড়ি রেখে মা দুর্গার পায়ে নিবেদন করুন। দেখুন দেবীর কৃপায় আসবে সৌভাগ্য। (রিপোর্টার-- নয়ন ঘোষ)
শীঘ্র অর্থ পেতে পান পাতার উপর গোলাপের পাঁচটি পাপড়ি রেখে মা দুর্গার পায়ে নিবেদন করুন। দেখুন দেবীর কৃপায় আসবে সৌভাগ্য। (রিপোর্টার– নয়ন ঘোষ)
দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে চাইলে দেবীর পায়ে নিবেদন করুন লাল গোলাপ। এই ফুল দেবীর খুব পছন্দের। পরপর ১১ টি শুক্রবার এই কাজ করলে, আপনার ঘর টাকায় ভর্তি হবে। (রিপোর্টার-- নয়ন ঘোষ)
দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে চাইলে দেবীর পায়ে নিবেদন করুন লাল গোলাপ। এই ফুল দেবীর খুব পছন্দের। পরপর ১১ টি শুক্রবার এই কাজ করলে, আপনার ঘর টাকায় ভর্তি হবে। (রিপোর্টার– নয়ন ঘোষ)
লাল গোলাপ হনুমানজির খুব পছন্দের। মনের যে কোনও ইচ্ছা পূরণ করতে চাইলে হনুমানজিকে লাল গোলাপের মালা দিন। তার কাছে সিঁদুর তেল অর্পণ করুন। দেখুন মনস্কামনা কেমন পূরণ হবে। (রিপোর্টার-- নয়ন ঘোষ)
লাল গোলাপ হনুমানজির খুব পছন্দের। মনের যে কোনও ইচ্ছা পূরণ করতে চাইলে হনুমানজিকে লাল গোলাপের মালা দিন। তার কাছে সিঁদুর তেল অর্পণ করুন। দেখুন মনস্কামনা কেমন পূরণ হবে। (রিপোর্টার– নয়ন ঘোষ)
চাকরি নিয়ে সমস্যা থাকলে পরপর ৪০ টি মঙ্গলবার এবং শনিবার ঘর থেকে খালি পায়ে গিয়ে হনুমানজির চরণে লাল গোলাপ দিন। আপনার কর্ম নিয়ে সমস্যা দূর হবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।) (রিপোর্টার-- নয়ন ঘোষ)
চাকরি নিয়ে সমস্যা থাকলে পরপর ৪০ টি মঙ্গলবার এবং শনিবার ঘর থেকে খালি পায়ে গিয়ে হনুমানজির চরণে লাল গোলাপ দিন। আপনার কর্ম নিয়ে সমস্যা দূর হবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।) (রিপোর্টার– নয়ন ঘোষ)

Health Tips: শুধু শীতেই মেলে! নিয়মিত খেলে পালাবে গ্যাস-অম্বল! স্ত্রীরোগের হবে দফারফা

*শীতকালে পাতে একটু খেজুর গুড় না হলে ঠিক যেন জমে না। খেজুর গুড়ের স্বাদ মানে শীত। তবে শুধু স্বাদে নয়, উপকারেও ভরপুর খেজুর গুড়।
*শীতকালে পাতে একটু খেজুর গুড় না হলে ঠিক যেন জমে না। খেজুর গুড়ের স্বাদ মানে শীত। তবে শুধু স্বাদে নয়, উপকারেও ভরপুর খেজুর গুড়।
*খেজুরের গুড়ে রয়েছে প্রচুর আয়রন। তাই খেজুরের গুড় খেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হয়।
*খেজুরের গুড়ে রয়েছে প্রচুর আয়রন। তাই খেজুরের গুড় খেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হয়।
নারী শরীরের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ খেজুর গুড়। নারী শরীরের প্রয়োজনীয় এমন কিছু পুষ্টি প্রয়োজন, যা রয়েছে এই খেজুর গুড়ের মধ্যে।
*নারী শরীরের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ খেজুর গুড়। নারী শরীরের প্রয়োজনীয় এমন কিছু পুষ্টি প্রয়োজন, যা রয়েছে এই খেজুর গুড়ের মধ্যে।
*যারা হজমের সমস্যায় ভুগছেন, তারা প্রতিদিন অল্প করে খেজুরের গুড় খেলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন।
*যারা হজমের সমস্যায় ভুগছেন, তারা প্রতিদিন অল্প করে খেজুরের গুড় খেলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন।
*যেসব খাবার লিভার ভাল রাখতে কাজ করে তার মধ্যে অন্যতম খেজুর গুড়। এই গুড়ে থাকে প্রচুর সোডিয়াম পটাসিয়াম। এই দুই উপকারী উপাদান আমাদের পেশিকে শক্তিশালী করতে কাজ করে।
*যেসব খাবার লিভার ভাল রাখতে কাজ করে তার মধ্যে অন্যতম খেজুর গুড়। এই গুড়ে থাকে প্রচুর সোডিয়াম পটাসিয়াম। এই দুই উপকারী উপাদান আমাদের পেশিকে শক্তিশালী করতে কাজ করে।

Bardhaman News : শুরু করেও শেষ হল না! আসানসোলের ১৪ তলার পার্কিং প্লাজা এখন পরিকল্পনাতেই 

 পশ্চিম বর্ধমান : আসানসোল শহরের দীর্ঘ দিনের সমস্যা যানজট। এই যানজট গতি কমিয়ে দেয় শহরের। পার্কিং সমস্যায় ভুক্তভোগী শহর আসানসোল। সেই যানজট থেকে মুক্তি দিতে আসানসোল শহরে ১৪ তলার একটি পার্কিং প্লাজা গড়ে তোলার কথা হয়েছিল। যা এখনও রয়ে গিয়েছে অসম্পূর্ণ অবস্থায়।

যানজট থেকে মুক্তি পায়নি আসানসোল। যদিও বিভিন্ন সময় বিভিন্ন রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন রাস্তাঘাটে গাড়ির চাপ কমাতে পদক্ষেপ করেছে পুলিশ – প্রশাসন। কিন্তু ব্যস্ত সময়ে রাস্তায় বেরিয়ে নাকাল হতে হয় যাত্রীদের। উল্লেখ্য, ২০১৭ সালে আসানসোল শহরে ১৪ তলা ওই পার্কিং প্লাজাটি গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিগত পুরবোর্ড সেই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ২০১৭ সালে কাজ শুরু হলেও কোনও অজ্ঞাত কারণে ২০২০ সালে বন্ধ হয়ে যায় পার্কিং প্লাজা তৈরির কাজ।

আরও পড়ুন: ঘুম আসবে মুহূর্তে! শরীরের এই চার অংশে আঙুল দিয়ে হালকা চাপ দিন! ম্যাজিকের মতো কাজ হবে!

অসম্পূর্ণ পার্কিং প্লাজাটি নিয়ে কিছু অভিযোগ রয়েছে মানুষজনের মনে। কেউ বলেন, পার্কিং প্লাজাটি অসম্পূর্ণ অবস্থায় থাকার ফলে মশার উপদ্রব বেড়েছে। আবার যদি ওই পার্কিং প্লাজাটি তৈরি হয়ে যায়, তাহলে যানজট থেকে মুক্তি পাওয়া যাবে বলে আশা করেন শহরবাসী। আবার এই বিষয়ে অন্য অভিযোগ তুলেছেন পুরনিগমের বিরোধী কাউন্সিলর চৈতালি তিওয়ারি। তিনি অভিযোগ তুলছেন, পুরনিগম পরিকল্পনা করেছে পার্কিং প্লাজাটির জায়গায় তৈরি করা হবে একটি মার্কেট কমপ্লেক্স। তাহলে যানজট থেকে মুক্তির যে আশা ছিল, সেই আশা আবার নিভে যাবে।

পার্কিং প্লাজাটি তৈরি হলে বহু পরিমাণ গাড়ি, দুই চাকা রাখার একটি নির্দিষ্ট স্থান পাওয়া যাবে। ফলে রাস্তাঘাটে গাড়ির চাপ অনেক কমবে। কমবে যানজট। কিন্তু মার্কেট কমপ্লেক্স তৈরি হলে সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন শহরবাসী।

নয়ন ঘোষ

West Bardhaman News: ব্যস্ত স্টেশনে সাতসকালে বিধ্বংসী আগুন! দেরি হল দমকলের, আতঙ্কে কাঁপছেন যাত্রীরা

পশ্চিম বর্ধমান: সাত সকালে ব্যস্ত স্টেশনে বড়সড় আগুন। বরাত জোরে প্রাণে রক্ষা পেলেন যাত্রীরা। কুলটি স্টেশনে শনিবার সকালে অগ্নিকাণ্ড। যদিও তৎপরতার সঙ্গে উদ্ধার করা হয় যাত্রীদের। ফলে কেউ আহত হননি। কিন্তু দাউদাউ করে জ্বলতে থাকা আগুন যাত্রীদের মনে ভয় ধরিয়েছে। আগুন নেভাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয়েছে রেলকর্মী থেকে দমকল কর্মী সকলকে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালের দিকে প্রথমে কুলটি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের ফুটওভার ব্রিজের নীচে আগুন দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়ংকর রূপ ধারণ করে। আগুনের শিখা ফুট ওভারব্রিজ পর্যন্ত উঠে যায়। তৎক্ষণাৎ সেখানে ছুটে আসেন রেলকর্মী এবং রেল পুলিশের কর্মীরা। প্রথমে যাত্রীদের স্টেশনের ওই প্ল্যাটফর্ম থেকে যাত্রীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর শুরু হয় আগুন নেভানোর কাজ।

আরও পড়ুন: হুহু করে নামছে তাপমাত্রা, দার্জিলিং-কালিম্পংয়ে কত ঠান্ডা জানেন? পাহাড়ে ঘুরতে যাওয়ার আগে জানুন

স্থানীয় যাত্রী এবং রেল কর্মীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন।অন্যদিকে খবর দেওয়া হয় দমকলে। আসানসোল থেকে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। অন্যদিকে পিডব্লিউডি-র একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু আসানসোল থেকে কুলটিতে আসতে দমকলের ইঞ্জিনটির বেশ কিছুটা সময় লাগে। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন আয়ত্তে আনা সম্ভব হয়েছে।

কোনও যাত্রী আহত না হলেও দাউদাউ করে জ্বলতে থাকা আগুন যাত্রীদের মনে আতঙ্কের সৃষ্টি করে। অনেকেই বলেন, ঠিক সময়ে আগুন নজরে না এলে আরও বড় আকার ধারণ করতে পারত। বড়সড় বিপদ হতে পারত। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। যদিও ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।

নয়ন ঘোষ

West Bardhaman News: না খেয়ে শুয়ে পড়েছিলেন, শত ডাকা-ডাকিতেও ভাঙল না ঘুম

পশ্চিম বর্ধমান: অসুস্থ বলে শুয়েছিলেন। রাতের খাবার খেতে চাননি। সকালে যখন ডাকা হল আর সাড়া পাওয়া গেল না। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এমনই মর্মান্তিক পরিণতি হল যশপাল সিং নামে এক লরি চালকের।

আরও পড়ুন: আবর্জনা কুড়োচ্ছেন মহকুমাশাসক! হঠাৎ হলটা কী?

জানা গিয়েছে, শরীর অসুস্থ থাকার কারণে তিনি রাতের খাবার খাননি। লরিতেই ঘুমিয়ে পড়েছিলেন। সকালে যখন খালাসি তাঁকে ডেকে তুলতে যা আর সাড়া পাওয়া যায়নি। সঙ্গে সঙ্গে তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ।

ওই মৃত চালকের নাম যশপাল সিং। তিনি পঞ্জাবের কর্নেল থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। গিয়েছিলেন কলকাতা। শরীরে অসুস্থতা নিয়ে কাজে বেরিয়েছিলেন তিনি। কলকাতা থেকে বৃহস্পতিবার রাতেই গাড়ি নিয়ে ফেরার কথা ছিল। কিন্তু তিনি জানান, শরীর অসুস্থ। তখন উত্তরপ্রদেশের বাসিন্দা গাড়ির খালাসি মোহিত সিং গাড়ি নিয়ে রওনা দেন। ট্রাকেই ঘুমিয়ে পড়েন যশপালবাবু।

খালাসি জানিয়েছেন, গাড়ির চালক ঘুমিয়ে পড়লে, তিনি গাড়ি নিয়ে কলকাতা থেকে রওনা দেন। সকালে আসানসোলের কাছে পৌঁছে তিনি গাড়ি থেকে চা খাওয়ার জন্য নামেন। চা খাওয়ার জন্য তিনি ডাকতে থাকেন গাড়ির চালককেও। কিন্তু তাঁর কোনও সাড়া পাওয়া যায়নি। এরপরই মোহিতবাবু সরাসরি ট্রাক নিয়ে চলে যান চৌরঙ্গি ফাঁড়িতে। সেখানে পুলিশের সহযোগিতায় অসুস্থ চালককে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই অসুস্থ গাড়ি চালকের পরিবারের কাছেও খবর পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু কীভাবে ওই গাড়ি চালকের মৃত্যু হল, তার সঠিক কোনও কারণ জানা যায়নি। গাড়ির চালক যশপালবাবু কতটা অসুস্থ ছিলেন, সে বিষয়েও স্পষ্ট কোনও ধারণা দিতে পারেননি গাড়ির সহকারিচালক।

নয়ন ঘোষ

Paschim Bardhaman News : পাইপ লাইনের সমস্যা, শীতেও জলমগ্ন ব্যস্ত রাস্তা

পানাগড়, পশ্চিম বর্ধমান : রাস্তার নিচে পানীয় জলের পাইপ ফেটে জলমগ্ন পানাগড় বাজারের রাইসমিল রোড। গত বুধবার সকাল থেকে স্থানীয়রা দেখতে পান রাস্তার নিচ থেকে জল বের হতে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘ প্রায় এক মাস ধরে পানাগড়ের রাইসমিল রোডে মাটির নিচে জলের পাইপলাইন ফেটে যায়। আগে অল্প জল বের হলেও এদিন সকাল থেকে প্রচণ্ডগতিতে পানীয় জল বের হতে শুরু করেছে।

স্থানীয়রা অভিযোগ তুলছেন, কয়েক দিন ধরে একভাবে অপচয় হচ্ছে পানীয় জল। এই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এই বিষয়ে স্থানীয়ানানান ধরনের অভিযোগ তুলেছেন। প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ উঠে আসছে তাদেরগলায়। কেউবলেছেন, যেখানে প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য কাজ হচ্ছে। সেখানে এভাবে অপচয় হচ্ছে পানীয় জল।

আরও পড়ুন: আধার সংশোধনের নামে চাওয়া হচ্ছে বাড়তি টাকা! তুঙ্গে ক্ষোভ

স্থানীয়রা বলছেন, পানাগড় রাইস মিল অত্যন্ত ব্যস্ত একটি রাস্তা। এখানে সাধারণ মানুষের যাতায়াতের যেমন চাপ থাকে, তেমনভাবেই চাপ থাকে বিভিন্ন গাড়ি চলাচলের। আর ভারিগাড়ি চলাচল করার ফলে বারবার জলের পাইপ লাইন ফেটে যাচ্ছে । অস্থায়ীভাবে বার দুয়েক মেরামত করা হলেও সমস্যার সুরাহা হয়নি। তারপর এই সমস্যা আরও বেড়েছে। শীতকালেও কার্যত জলমগ্ন হয়ে থাকছেওই ব্যস্ত রাস্তাটি।

স্থানীয়রা চাইছেন, যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে মুক্তি মিলুক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস, কাজ শুরু হয়েছে। খুব দ্রুত এই পাইপলাইনটি স্থায়ীভাবে মেরামত করা হবে। যাতে এই এলাকাটিকে জলমগ্ন অবস্থা থেকে মুক্ত করা যায়, সেদিকে নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি যাতে পানীয় জল

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নষ্ট না হয়, তার জন্য কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই এই সমস্যা থেকে মুক্তি পাবেন স্থানীয়রা।

নয়ন ঘোষ

Paschim Bardhaman News : সাত থেকে দশ দিনেই গাছে ফুল, শীতের শুরুতেই নার্সারিমুখো মানুষ 

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : আবহাওয়ার খামখেয়ালীপনা শেষে শুরু হয়েছে শীতের প্রথম ইনিংস। নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। ঠাণ্ডাহওয়ার কামড় ভালই অনুভব করা যাচ্ছে সকাল ও সন্ধ্যা বেলায়। আর এমন মনোরম আবহাওয়া গায়ে লাগতেই মানুষজন নার্সারিমুখী হয়ে উঠেছেন। কারণ শীতে শখের ছাদ বাগান অথবা বাড়ির বাগানটা সাজিয়ে তুলতে হবে নানান রঙিন ফুলে।

ক্রেতাদের আবদার মেটাতে প্রস্তুত নার্সারি মালিকরাও। যদিও প্রস্তুতি শুরু হয়েছে কয়েক মাস আগে থেকেই। গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন রকম ফুলের চারা তৈরি করে রাখা হয়েছে। তাছাড়াও পিটুনিয়ার মত ফুলের চারার চাহিদাও ভালই রয়েছে বলে জানিয়েছেন নার্সারীর কর্মী থেকে মালিকপক্ষ সকলেই। অন্যদিকে নামিদামি ফুলের চারা রাখা হচ্ছে নার্সারিতে। কারণ এখন অনেকেই চেনা ফুলের বাইরে অচেনা ফুলও বাড়িতে রাখতে চাইছেন।

আরও পড়ুন: শীত মানেই ফুলের ছড়াছড়ি! দেখে নিন আপনার ঘর বাগান সাজানোর সেরা ৫ ফুল

আবার ক্রেতাদের চাহিদা মত গাছের চারাগুলির বেশিরভাগ কাজ প্রস্তুত করে রাখা হচ্ছে। নার্সারিতে বর্তমানে যে চারাগুলির সব থেকে বেশি চাহিদা রয়েছে, সেগুলি বাড়িতে এনে রোপন করলে সাত থেকে দশ দিনের মধ্যেই ফুল ফোটা শুরু করবে। এই বিষয়ে নার্সারির কর্মচারীরা বলছেন, যেহেতু শীত শুরু হয়ে গিয়েছে, তাই ফুলের সিজন চলে এসেছে।

তাই নার্সারিমালিক এবং কর্মচারীরা বলছেন, এখন যদি ক্রেতারা পুরো গাছ প্রস্তুত করতে চান, তাহলে অনেকটা সময় পেরিয়ে যাবে। তাই চারাগুলি এমনভাবে প্রস্তুত করে রাখা হয়েছে, যাতে এক সপ্তাহের মধ্যেই ফুল ফুটতে শুরু করে। যে সমস্ত ফুলের চারাগুলি বেশি বিক্রি হচ্ছে সেগুলির বিভিন্ন

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

গুণগতমান অনুযায়ী নানারকম দামও রাখা হয়েছে। আর পছন্দ অনুযায়ী দাম দিয়ে পছন্দের ফুলগাছ ঘরে নিয়ে যাচ্ছেন ক্রেতারা।

নয়ন ঘোষ

Uttarkashi Tunnel Collapse ECL: ‘মিশন রানিগঞ্জ’ ধাঁচেই উত্তরকাশীতে উদ্ধার অভিযান? শ্রমিকদের বাঁচাতে ভরসা ইসিএলের অভিজ্ঞতা

আসানসোল: উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। চারধাম প্রকল্পের আওতায় তৈরি হচ্ছে এই টানেল। সেখানেই ধসের কারণে আটকে পড়েছেন শ্রমিকরা। আটকে পড়া শ্রমিকদের বের করে আনতে শুরু হয়েছে উদ্ধারকাজ। কিন্তু সেখানে রাখা হচ্ছে দ্বিতীয় পরিকল্পনা। সেই দ্বিতীয় পরিকল্পনায় ভরসা বাংলা।

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের উপর উদ্ধারের ক্ষেত্রে ভরসা রাখছে ইন্টারন্যাশনাল ট্যানেল অ্যাসোসিয়েশন এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। কিন্তু কীভাবে সাহায্য করা হবে? কীভাবে তাদের কাছে খবর এল? এ বিষয় ইসিএল সদর দফতরের ডিরেক্টর নীলাদ্রি রায় বলেছেন, শ্রমিকরা যেখানে আটকে রয়েছেন, তার পাশে হরাইজেন্টালি গর্ত করে তাদের বের করে আনার পরিকল্পনা করা হয়েছে। সেই পথে ২৪ মিটার পর্যন্ত এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে।

আরও পড়ুন: উঠে দাঁড়ালেই মাথা ঘোরে? শরীরে রক্তের ঘাটতি আপনাকে শেষ করে দিতে পারে! জানুন

তাঁদের খাবার, পানীয় পৌঁছে দেওয়া যাচ্ছে। কিন্তু এই হরাইজেন্টালি গর্ত করে যদি শ্রমিকদের কাছে পৌঁছনো সম্ভব না হয়, সেজন্য দ্বিতীয় পরিকল্পনা রাখা হচ্ছে। সেক্ষেত্রে রানীগঞ্জ মহাবীর কোলিয়ারিতে যেভাবে বোর হোল করে ৬৫ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছিল, সেই বিষয়টি নজরে এসেছে স্থানীয় উদ্ধারকারী কর্তাদের।

আরও পড়ুন: কাঁচা পেঁপে খেতেই হবে কেন জানেন? গ্যাস ও বদহজমের মহৌষধ এটি, জানুন

প্রসঙ্গত মহাবীর কোলিয়ারিতে দুর্ঘটনা হয়েছিল, সে সময় এসিএল-এর প্রকৌশলী যশবন্ত সিং গিলের নেতৃত্বে বিশেষ ড্রিল মেশিনের সাহায্যে গর্ত করে শ্রমিকদের উদ্ধার করা হয়েছিল। মহাবীর কোলিয়ারিতে ব্যবহৃত যন্ত্রগুলির বর্তমান অবস্থা কেমন, সেগুলি জানতে চেয়ে কোল ইন্ডিয়ার তরফ থেকে ইসিএলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বনশাল নামের ওই সংস্থার সঙ্গে ইতিমধ্যেই উদ্ধারকারী সংস্থার কর্তাদের যোগাযোগ করানো হয়েছে।

তাছাড়াও কোল ইন্ডিয়ার বিভিন্ন দক্ষ বিশেষজ্ঞরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। তাঁরা পর্যবেক্ষণ করছেন ঘটনাস্থল। যে গর্ত করে শ্রমিকদের বের করে আনার পরিকল্পনা রয়েছে, তা সফল না হলে দ্রুত দ্বিতীয় পরিকল্পনার কাজ শুরু হবে। তাই ইতিমধ্যেই মহাবীর কোলিয়ারির ব্যবহৃত যন্ত্রাংশগুলি এবং সেই পরিকল্পনা সম্পর্কে বিশদ তথ্য নেওয়া হয়েছে। যে তথ্য সরবরাহ করেছে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড।

পাশাপাশি, প্রয়োজনে মহাবীর কোলিয়ারিতে ব্যবহৃত বিশেষ ড্রিল মেশিন কীভাবে দ্রুত উত্তরকাশীতে পাঠানো যাবে, সে বিষয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ইসিএল দক্ষ উদ্ধারকারীদের সেখানে পাঠাতে প্রস্তুত। কারণ এই ধরনের মাটির গভীরে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করতে ইসিএলের বিশেষজ্ঞ টিম রয়েছে। সেই মাইনিং রেসকিউ টিমের দক্ষ, অভিজ্ঞ সদস্য এবং কর্তাদের এর আগে বিভিন্ন উদ্ধার কাজে হাত লাগাতে দেখা গিয়েছে। সেই অভিজ্ঞতা প্রয়োজনে কাজে লাগাতে চাওয়া হচ্ছে উত্তরকাশীতে আটকে থাকা শ্রমিকদের বের করে আনতেও।

নয়ন ঘোষ

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

YAAS থেকে নিরাপদ জেলার ড্যামগুলি, অক্সিজেন অন হুইলস পশ্চিম বর্ধমানে

ডিভিসির ড্যামের উপর কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না ঘূর্ণিঝড় ইয়াস।
কারণ ড্যাম গুলোতে জল ধারণ ক্ষমতা অনেকটাই রয়েছে। এখন সেভাবে কোনো ড্যামে জল নেই। তাই ডিভিসির চিফ ইঞ্জিনিয়ার সত্যব্রত বন্দ্যোপাধ্যায় বলেন,যে ডিভিসির জন্য এখন চিন্তার কোন কারণ নেই।এখন যে পরিমান জল রয়েছে তা একপ্রকার নেই বললেই চলে।ফলে দুদিন বা তিন দিন ধরে যদি বৃষ্টি হয় যে পরিমান জল আসবে বলে তাদের কাছে তথ্য এসেছে তাতে ড্যাম গুলি জল ধারণ করার ক্ষমতা রয়েছে। ফলে এই ঘূর্ণিঝড়ের পরে আবার ডিভিসিকে গেট খুলে জল ছাড়তে হবে এরকম পরিস্থিতি হয়তো হবে  না।এ রকমই আশ্বাস দিয়েছেন সত্যব্রত বাবু। হঠাৎ করে ঘূর্ণিঝড় বাঁক নিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে যাবে বলে যে তথ্য পাওয়া গেছে তার ফলেই এরকম চিন্তা ভাবনা শুরু করেছে ডিভিসি কর্তারা।অন্যদিকে, আসানসোলের গোপালপুরে Fingers Crossed Foundation সংস্থার আসানসোল শাখার ব্যবস্থাপনায় বর্তমানে করোনা মহামারি সময় সর্বক্ষণের জন্য বিনামূল্যে Life-Support Oxygen on Wheels এর ? ?????? ????????????? শুভ উদ্বোধন করলেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক সহ চেয়ারম্যান (এ ডি ডি এ) তাপস বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন অমর নাথ চ্যাটার্জী চেয়ারম্যান মেম্বার বোর্ড অফ এডমিনিস্ট্রেটর আসানসোল পৌর নিগম, অভিজিৎ ঘটক মেম্বার বোর্ড অফ এডমিনিস্ট্রেটর আসানসোল পৌর নিগম, বিশিষ্ট সমাজসেবী পবির সেনগুপ্ত, আকাশ মুখার্জী সহ সংস্থার কর্মকর্তা গণ।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সমর্থনে, পশ্চিমবঙ্গের অক্সিজেন অন হুইলস আসানসোল এবং আশেপাশের এলাকায় করোনা সংক্রামিত ব্যক্তিদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। অক্সিজেন পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে। ওই অনুষ্ঠান রবি সেনগুপ্ত, অনুরাগচন্দ্র, অর্নব ব্যানার্জি, দেবদীপ চৌধুরী, কৌশিক মজুমদার, সঞ্জীব পাল প্রমুখ উপস্থিত ছিলেন।