Tag Archives: butterfly

Ramsai Butterfly Conservatory: প্রজাপতি পার্কে দেখা নেই প্রজাপতির! বেহাল অবস্থা রামসাইয়ের

জলপাইগুড়ি: শুধু নামেই রয়েছে প্রজাপতি, কিন্তু বাস্তবে দেখা নেই একটার’ও! ভাবছেন কোথাকার কথা বলা হচ্ছে? ডুয়ার্সের মন মাতানো টুরিস্ট স্পট রামসাই প্রজাপতি পার্কের এমনই বেহাল অবস্থা। এক সময় এই পার্কে দেখা মিলত রঙবেরঙের হাজারও নানা প্রজাতির প্রজাপতির। কিন্তু এখন সব রং হারিয়ে ফিকে হতে বসেছে পর্যটকদের কাছে জনপ্রিয় এই টুরিস্ট স্পট।

বর্তমানে ডুয়ার্সের জলপাইগুড়ি লাগোয়া রামসাই প্রজাপতি পার্ক তার জৌলুস হারিয়েছে। এক্কেবারে বেহাল দশা উদ্যানের। নেই কোনও রক্ষণাকেক্ষণ, নেই কোনও প্রজাপতির আনাগোনা। চারদিক জঙ্গলে ছেয়ে গিয়েছে। জায়গায় জায়গায় পড়ে রয়েছে স্তূপীকৃত আবর্জনা। এমনকি পার্কের পরিচর্যা করার দায়িত্বে থাকা কোনও লোকজনের দেখাও আর মেলে না। স্বাভাবিকভাবেই প্রজাপতি পার্কে প্রবেশ করতে না পেরে হতাশ পর্যটকরা। গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত রামসাইকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে বন দফতরের উদ্যোগে এই প্রজাপতি উদ্যানটি তৈরি করা হয়েছিল। তবে বেশ কয়েক বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ পার্কটির প্রবেশপথ।

আর‌ও পড়ুন: নিরাপত্তার দাবিতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি

জানা জানা গিয়েছে, প্রজাপতি পার্কটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। পর্যটকেরা ঘুরতে এলে তারাই পর্যটকদের বুঝিয়ে দিত প্রজাপতির জীবন চক্র। ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকরা নানান প্রজাতির প্রজাপতি দেখে খুবই আনন্দ পেত। পাশাপাশি প্রজাপতির জীবন চক্র সম্বন্ধেও জানতে পারত। কিন্তু বর্তমানে সেসব কিছুই আর অবশিষ্ট নেই। রক্ষণাবেক্ষণের অভাবে ঘন জঙ্গলে ছেয়ে যাওয়ায় দেখা নেই প্রজাপতির।

এদিকে প্রজাপতি পার্ক বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন স্থানীয়রা। কারণ এর আগে পর্যটকদের আনাগনায় স্থানীয়দের বিভিন্ন উপায়ে রোজগার হচ্ছিল। এখন সেই সবকিছু বন্ধ। রোজগার নেই টুরিস্ট গাইডদেরও। এই পরিস্থিতিতে সব পক্ষই প্রশাসনের কাছে দ্রুত প্রজাপতি পার্কটি নতুন করে চালু করার আবেদন জানিয়েছেন।

সুরজিৎ দে

Rare Moth: ডানা দেখতে সাপের মত! বিরল মথের খোঁজ বক্সায়

আলিপুরদুয়ার: অ্যাটলাস মথের দেখা মিলল কালচিনির বিভিন্ন এলাকাতে। বিরল প্রজাতির এই মথটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা। দেখে মনে হবে যেন একটা সাপ! যদিও এই বিরল প্রজাতির মথের দেখা পেয়ে উচ্চসশিত পরিবেশ প্রেমীরা। একে সংরক্ষণ করার আগ্রহ দেখিয়েছে বন দফতর।

অদ্ভুত দর্শনের এই মথটি দেখে কেউ ধরার সাহস পাচ্ছিলেন না। পাখাটি সাপের মুখের মত হওয়াতে ভয়ে কুঁকড়ে গিয়েছেন এলাকাবাসীরা। সকলের মনেই ভয়, যদি ছোবল দিয়ে দেয়! যদিও বন দফতরের তরফে এখনও মথটিকে ধরতে পারেনি বলে বক্সা ব্যাঘ্র প্রকল্প সূত্রে জানা গিয়েছে। কালচিনি ও রাজাভাতখাওয়া সংলগ্ন এলাকায় দেখা গিয়েছে প্রাণীটিকে। তবে সংখ্যাতে একটি আছে না অধিক রয়েছে তা দেখছে বন দফতর।

আর‌ও পড়ুন: গঙ্গা ভাঙনে সব হারিয়ে ৮ বছর ধরে স্কুলে বাস, পুনর্বাসনের আশায় ভোট দেবেন ওঁরা

এই বিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন ফোনে জানান, বক্সা বৈচিত্রময় এলাকা। এখানে অনেক অজানা প্রাণী রয়েছে। তবে যেই মথটির কথা বলা হয়েছে সেটি ভারতে মেলে না। আমরা ছবি দেখেছি, বনকর্মীরা খোঁজ নিচ্ছে।

জানা গেছে, সাধারণত ফিলিপিন্সে দেখা যায় এই বিশেষ ধরণের মথটি। শরীর মৌমাছির মত। পাখা সাপের মুখের মত। এরা টিকটিকি শিকার করে। মাছি খেয়ে থাকে। বন দফতরের তরফে সকলকে আতঙ্কিত হতে বারণ করা হয়েছে।

অনন্যা দে

Knowledge Story: বলুন তো কোন প্রাণী জিভ দিয়ে নয়, পা দিয়ে খাবারের স্বাদ গ্রহণ করে? উত্তর জলের মতো সহজ!

মাঝে মধ্যে আমরা খুব সহজ উত্তর দিতে গিয়েও ঘাম ছুটিয়ে ফেলি! আজকাল চাকরির পরীক্ষাতেও খুব সহজ উত্তর, কিন্তু প্রশ্ন এমন ঘুরিয়ে করা হয় যে আপনি নাজেহাল হয়ে যান! আর ঠিক এই কারণেই বহু মানুষ সঠিক উত্তর দিতে পারে না! photo source collected
মাঝে মধ্যে আমরা খুব সহজ উত্তর দিতে গিয়েও ঘাম ছুটিয়ে ফেলি! আজকাল চাকরির পরীক্ষাতেও খুব সহজ উত্তর, কিন্তু প্রশ্ন এমন ঘুরিয়ে করা হয় যে আপনি নাজেহাল হয়ে যান! আর ঠিক এই কারণেই বহু মানুষ সঠিক উত্তর দিতে পারে না! photo source collected
কিন্তু আপনি যদি মাথা ঠান্ডা রেখে একটু ভাবেন, তাহলেই পেয়ে যাবেন সঠিক উত্তর! photo source collected
কিন্তু আপনি যদি মাথা ঠান্ডা রেখে একটু ভাবেন, তাহলেই পেয়ে যাবেন সঠিক উত্তর! photo source collected
এই যেমন এই প্রশ্নটি শুনেই ভাবছেন তো কী উত্তর হতে পারে? এত চিন্তার কিন্তু কিছু নেই! ছোটবেলাতেই এই প্রশ্নের উত্তর আমরা জেনে যাই! photo source collected
এই যেমন এই প্রশ্নটি শুনেই ভাবছেন তো কী উত্তর হতে পারে? এত চিন্তার কিন্তু কিছু নেই! ছোটবেলাতেই এই প্রশ্নের উত্তর আমরা জেনে যাই! photo source collected
কী সেই প্রশ্ন? বলুন তো কোন প্রাণী জিভ দিয়ে নয়, পা দিয়ে সব কিছুর স্বাদ নেয়? ব্যস মাথা ঘুরছে তো! photo source collected
কী সেই প্রশ্ন? বলুন তো কোন প্রাণী জিভ দিয়ে নয়, পা দিয়ে সব কিছুর স্বাদ নেয়? ব্যস মাথা ঘুরছে তো! photo source collected
খুব সহজ উত্তর! প্রজাপতি! পা দিয়েই সব জিনিসের স্বাদ নেয় প্রজাপতি! এই ছোট্ট  উত্তর দিতেও ঘাম ছুটেছে বহু মানুষের!photo source collected

খুব সহজ উত্তর! প্রজাপতি! পা দিয়েই সব জিনিসের স্বাদ নেয় প্রজাপতি! এই ছোট্ট উত্তর দিতেও ঘাম ছুটেছে বহু মানুষের!photo source collected