Tag Archives: Government Job

Indian Railways Job News: রেলে চাকরির স্বপ্নপূরণের সুযোগ, বেতন মাসিক ৪৫ হাজার! কারা যোগ্য? আবেদন করুন

মালদহ: ভারতীয় রেলে চাকরির বিরাট সুযোগ। শীঘ্রই শুরু হবে আবেদন প্রক্রিয়া। ভারতীয় রেলে চাকরির স্বপ্ন থাকলে পূরণের হাতছানি। এক হাজারের বেশি শূন্যপদ রয়েছে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।রেলের স্বাস্থ্য দফতরে এই নিয়োগ হবে। একাধিক বিভাগে শূন্যপদগুলি রয়েছে।

১৭ অগাস্ট থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। শুধুমাত্র অনলাইন পদ্ধতিতে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ভারতীয় রেলের কলকাতা ও মালদহ রিক্রুটমেন্ট বোর্ড-সহ অন্যান্য বোর্ডের মাধ্যমে নিয়োগ করা হবে। রেলের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে এই নিয়োগ হবে। শুধুমাত্র যোগ্য প্যারামেডিকস যাঁরা রেলওয়েতে চাকরি চান তাঁদের জন্য সুযোগ।

আরও পড়ুন: আলু চোখা-আলু সেদ্ধ মাখা-আলু ভাতে খেতে ভালবাসেন? শরীরে এর প্রভাব জানলে চমকে যাবেন!

প্রাথমিক বেতন ১৯৯০০ থেকে ৪৪৯০০ টাকা। রেলের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যাতে রেলওয়েতে ডায়েটিশিয়ান, নার্সিং সুপারিনটেনডেন্ট, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, রেডিওগ্রাফার, ফার্মাসিস্ট, ইসিজি টেকনিশিয়ান এবং আরও অনেক পোস্ট রয়েছে। মোট ১৩৭৬ টি শূন্যপদ রয়েছে।

আরও পড়ুন: বুড়িয়ে যাচ্ছে চামড়া? রাতে শোওয়ার আগে ‘এই’ এক কাজে চকচক করবে মুখ! রইল গোপন টিপস

কর্মসংস্থান বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগ ড্রাইভ সিইএন নং ০৪/২০২৪-এর মাধ্যমে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৪। সমস্ত ক্ষেত্রে সম্পূর্ণ আবেদন শুধুমাত্র অনলাইনে জমা দিতে হবে।

হরষিত সিংহ

Job Vacany News: আপনি M.A পাশ? কম্পিউটার জানেন? ভূমি এবং ভূমি রাজস্ব দফতরে লোভনীয় চাকরির সুযোগ! জানুন

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: আপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনি স্নাতকোত্তর হলেই আপনার জন্য সুখবর। মুর্শিদাবাদে এবার ভূমি এবং ভূমি রাজস্ব দফতরে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মুর্শিদাবাদে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরে হবে নিয়োগ। ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে চুক্তির ভিত্তিতে তিন বছরের জন্য ৪০ জনকে নিয়োগ করা হবে। পরে প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বাড়তে পারে। নিযুক্তের মাসিক বেতন হবে ১১ হাজার টাকা হবে।

অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশে জানানো হয়েছে, আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। এই ক্ষেত্রে কম্পিউটার এডুকেশন জানা প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে। কেবলমাত্র মুর্শিদাবাদের বাসিন্দারাই আবেদন করতে পারবেন। এছাড়া, বাকি প্রয়োজনীয় যোগ্যতার বিষয়ে জানতে হলে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। murshidabad.gov.in এখানে গিয়ে লগইন করে ‘Home page’ গিয়ে ‘Notice’ এবং ‘requitment’ গিয়ে নোটিশ দেখতে পারেন। ৫০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। তার মধ্যে থাকবে মাধ্যমিক লেভেলের অঙ্ক, জেনারেল নলেজ এবং কম্পিউটার নলেজ। এছাড়াও হবে কম্পিউটারে ৫০ নম্বরের প্র্যাক্টিক্যাল পরীক্ষা।

আরও পড়ুন :  এলাচ-চায়ে চুমুক দিলেই দূর অম্বলের সমস্যা? উধাও অ্যাসিডিটি? জেনে নিন

আবেদনের জন্য প্রার্থীকে প্রথমে মুর্শিদাবাদ জেলার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’ বিভাগে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অনলাইনে।

New Job Alert: মোটা টাকার চাকরি! চালক ও সহকারী চালক পদে রেলে নিয়োগ! শীঘ্রই আবেদন করুন

কলকাতাঃ ভবিষ্যতের রেল চালকদের জন্য বিরাট সুখবর! ভারতীয় রেলের বক্তব্য, কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়িয়ে পড়েছে যে পূর্ব রেলে ট্রেন চালকের সংখ্যা যথাযথ নয় অর্থাৎ ট্রেন চালকের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। এই খবর সম্পূর্ণরূপে সত্য নয়। খুব স্বাভাবিকভাবেই প্রত্যেক মাসে সমগ্র পূর্ব রেলওয়েতে অন্যান্য কর্মচারীদের মতোই ট্রেন চালকরাও অবসর গ্রহণ করেন, ফলে প্রত্যেক মাসেই নির্দিষ্ট সংখ্যক ট্রেন চালকের পদ খালি হয়ে যায়। তখন  প্রয়োজন অনুযায়ী সেই সমস্ত খালি পদগুলিতে নতুন ট্রেন  চালকদের নিয়োগ করা হয় বা জুনিয়র চালকদের পদোন্নতির মাধ্যমে খালি পদগুলি পূরণ করা হয় যেমন আগামী আগস্ট মাসে প্রায় 1260 জন ট্রেন চালকের পদোন্নতির  মাধ্যমে খালি পদ পূরণ হতে চলেছে।

আরও পড়ুনঃ মোটা বেতন! সারাদেশে রেলে ১৫০০০ কর্মী নিয়োগ, কীভাবে আবেদন করবেন? জানুন

পূর্ব রেলের মেন্স কংগ্রেসের সভাপতি বিনোদ শর্মার প্রশ্ন, ‘‘চালক এবং সহকারী চালকের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম, সেটা ওঁরা বলছেন না কেন ?’’ পূর্ব রেলের মেন্স ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিত ঘোষ বলেন, ‘‘ আসল সত্যি আড়াল করছে রেল।’’ ভারতীয় রেলওয়েতে নিরাপত্তা বিভাগের অধীনে প্রায় 10 লাখ অনুমোদিত পদের মধ্যে 2024 সালের মার্চ পর্যন্ত 1.5 লাখেরও বেশি শূন্য ছিল, তথ্যের অধিকার আইনের অধীনে একটি আবেদনের জবাবে রেল মন্ত্রক বলেছে।

কর্মকর্তারা অবশ্য বলেছেন, ট্রেনের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় এবং রেলওয়ে গত 10 বছরে এই বিষয়ে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং অনেক কাঠামোগত এবং পদ্ধতিগত উন্নতিও করেছে যা নিরাপদ অপারেশনে ইতিবাচক প্রভাব ফেলেছে।

নিরাপত্তা বিভাগের পদের মধ্যে রয়েছে ট্রেনের চালক, পরিদর্শক, ক্রু কন্ট্রোলার, লোকো প্রশিক্ষক, ট্রেন কন্ট্রোলার, ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী, স্টেশন মাস্টার, পয়েন্টসম্যান, বৈদ্যুতিক সংকেত রক্ষণাবেক্ষণকারী এবং সিগন্যালিং সুপারভাইজার।

ট্রেন চালানোর সঙ্গে সরাসরি জড়িত থাকার কারণে, নিরাপদে ট্রেন চালানোর জন্য এই পদগুলিতে কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। “এই অফিসে 01.03.2024 (অস্থায়ী) হিসাবে উপলব্ধ ভারতীয় রেলওয়ের নিরাপত্তা বিভাগে মোট অনুমোদিত, অন রোল (কর্মরত) এবং শূন্য পদের সংখ্যা হল: যথাক্রমে 10,00,941, 8,48,207 এবং 1,52,734 , ” RTI আবেদনের জবাবে মন্ত্রক বলেছে৷ লোকো পাইলট (মেল/এক্সপ্রেস/যাত্রী/সামগ্রী/শান্টিং) এর শূন্য পদ সম্পর্কে আরটিআই আবেদনের একটি প্রশ্নের জবাবে রেল মন্ত্রক বলেছে মোট 70,093টি অনুমোদিত পদের মধ্যে 14,429টি শূন্য রয়েছে।

মধ্যপ্রদেশে অবস্থিত আরটিআই আবেদনকারী চন্দ্র শেখর গৌর বলেছেন, “প্রতিক্রিয়া দেখায় যে সহকারী চালকের পদ খালি থাকার কারণে রেলওয়েও ক্ষতিগ্রস্থ হচ্ছে। সহকারী চালকের জন্য মোট 57,551টি অনুমোদিত পদের মধ্যে 4,337টি খালি রয়েছে।”রেলের রিক্রুটমেন্ট এর পদ্ধতি এককালীন অর্থাৎ প্রয়োজন অনুযায়ী নিয়মিত ব্যবধানে RRB (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড) -এর  মাধ্যমে স্বচ্ছভাবে ট্রেন চালকের পদে  নিয়োগ করা হয়। খুব শীঘ্রই সর্বভারতীয় স্তরে প্রায় ১৫০০০ এর অধিক ট্রেন চালকের পদে রিক্রুটমেন্টের ব্যবস্থা হতে চলেছে ।  ভবিষ্যতের রেল চালকদের কাছে এটি একটি বিরাট সুখবর।

Government Job: সরকারি চাকরির স্বপ্ন? এই কলেজে চলছে নিয়োগ! কোন পদ? যোগ‍্যতা কী হতে হবে? জেনে নিন বিস্তারিত

বাঁকুড়া: বাঁকুড়ার সরকারি কলেজে কর্মখালি। সরকারি চাকরির যাঁরা স্বপ্ন দেখছেন তাঁদের জন‍্য সুবর্ণ সুযোগ। বাঁকুড়া শহরে অবস্থিত বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজে কর্মী নিয়োগের জন‍্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, “অফিস অ্যাসিস্ট্যান্ট” পদের জন‍্য কর্মী নিয়োগ করা হবে।

আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে থাকতে হবে ব্যাচেলর অফ কমার্স অর্থাৎ “B.Com” ডিগ্রি। এছাড়াও বিজ্ঞপ্তি অনুসারে অ্যাকাউন্টেন্সি বিষয়ে স্নাতক হলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ইচ্ছুক আবেদনকারীরা।

আরও পড়ুন: রূপকথার মতো সাফল‍্য! খ‍্যাতির শীর্ষে অভিনয়কে বিদায়, ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে এখন আইএএস অফিসার, চেনেন অভিনেত্রীকে? র‍্যাঙ্ক জানলে মাথা ঘুরে যাবে

এছাড়াও বিজ্ঞপ্তিতে উল্লেখিত রয়েছে যে,ইনকাম ট্যাক্স, অ্যাকাউন্টস,জিএসটি, প্রফেশনাল ট্যাক্স অ্যান্ড কম্পিউটার অপারেশন নিয়ে দক্ষতা থাকতে হবে।

আবেদনকারীদের ইংরেজিতে হতে হবে সাবলীল। যদিও কতগুলি শূন্যপদ সেটা জানা যায়নি বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি অনুসারে, বেতন আলোচনা সাপেক্ষ। যদিও ইন্টারভিউয়ের কারণে দেওয়া হবেনা TA কিংবা DA, বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে।

সরাসরি ইন্টারভিউয়ে অংশ গ্রহণ করতে পারবেন আবেদনকারীরা। আগে থেকে কোথাও আবেদন করার দরকার নেই। ইন্টারভিউয়ের মাধ্যমেই শূন্য পদে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে।

আরও পড়ুন: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আপার বার্থ! বৃদ্ধের মর্মান্তিক মৃত‍্যু, রেলের সুরক্ষা আবার প্রশ্নের মুখে?

তবে হাতে মাত্র আর দুই দিনও নেই। ২৯ জুন কলেজের বোর্ড রুমে বেলা সাড়ে ১০টার মধ্যে আবেদনকারীদের উপস্থিত থাকতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। সঙ্গে রাখতে হবে সমস্ত নথি। নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে অবশ্যই কলেজের ওয়েবসাইটটি ভিজিট করুন।

https://bankurachristiancollege.in/

নীলাঞ্জন ব্যানার্জী

Free Government Jobs Coaching: বিনামূল্যে চাকরির পরীক্ষার কোচিং, সঙ্গে লাইব্রেরি!

হুগলি: চাঁপদানি পুরসভার উদ্যোগে চন্দননগর কমিশনারেটের সহযোগিতায় চালু হল প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতি। কোচিং সেন্টারের নাম ‘স্টেয়ার টু সাকসেস’। মঙ্গলবার চাঁপদানি পুরভবন সংলগ্ন ভবনে কোচিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। উপস্থিত ছিলেন, ডিসি হেডকোয়ার্টার ঈশানি পাল, ডিসি চন্দননগর অলকানন্দা ভাওয়াল, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁই, পুরপ্রধান সুরেশ মিশ্র প্রমুখ।

এই সেন্টারে আগামীদিনে ডব্লুবিসিএস, রেল, পিএসসি, পুলিশ, ব্যাঙ্ক ইত্যাদি সরকারি সংস্থায় চাকরির কোচিং দেবেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। শুধু কোচিং নয়, সঙ্গে পড়ুয়ারা পাবে বই সহ শিক্ষা সামগ্রী। পুরপ্রধান সুরেশ মিশ্র জানিয়েছেন, পড়ুয়াদের জন্য একটি গ্রন্থাগার তৈরি করা হয়েছে। সেখানে পুলিশের তরফে কোচিং সংক্রান্ত যাবতীয় বই দেওয়া হয়েছে। এই কোচিং হবে সম্পূর্ণ বিনামূল্যে। বুধবার থেকে পড়ুয়াদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পরবর্তী কয়েক দিনের মধ্যেই ছাত্র ছাত্রীদের নিয়ে কোচিং চালু করে দেওয়া হবে।

আর‌ও পড়ুন: ধানের জেলায় বিকল্প হিসেবে পেয়ারা চাষের কদর বাড়ছে

পড়ুয়াদের উদ্দেশে পুলিশ কমিশনার বলেন, লক্ষ্য বড় করতে হবে। আইএস, আইপিএস, ডব্লুবিসিএস-এর স্বপ্ন দেখতে হবে। অধ্যয়ন করলে সেটা পূরণ হবে। গরিব বলে পড়াশোনা হবে না, উচ্চশিক্ষা হবে না এসব ধারণা ভুল। সরকারি চাকরির ট্রেনিং কেন? একমাত্র সরকারি চাকরির মাধ্যমে মানুষের উপকার করার অনেক সুযোগ থাকে। তাছাড়া সরকারি চাকরি মানুষকে একটা উচ্চতায় পৌঁছে দেয়। বেতনও যথেষ্টই ভাল। পড়াশোনা করে ভালমানুষ হতে হবে। সব ধরনের বই দেওয়া হয়েছে। পড়াশোনা করতে হবে। এই কোচিং সেন্টারে পড়াবেন আইপিএস, ডব্লুবিসিএস, ইউপিএসসি পাশ করা পুলিশকর্মীরা। গরমে ক্লাস করতে অসুবিধে হবে তাই একটি এসি দেওয়ার কথা ঘোষণা করেন পুলিশ কমিশনার।

রাহী হালদার

Free Computer Training: এবার বিনা খরচে শিখুন কম্পিউটার! কোথায়, কীভাবে দেখুন….

হাওড়া: চাকরি প্রস্তুতির জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ। লেখাপড়া থেকে কর্মসংস্থান, সর্বত্র‌ই বর্তমানে কম্পিউটার ছাড়া প্রায় কিছুই করা সম্ভব নয়। সেই দিকে গুরুত্ব দিয়ে এবার সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ।

শুনতে অবাক মনে হলেও একদম সত্যি, মূলত দুঃস্থ পরিবারের ছেলেমেয়েদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ। চাকরির ক্ষেত্রে টাইপিং সহ প্রাথমিক পর্যায়ে কম্পিউটার প্রশিক্ষণ প্রয়োজন হয় বহু সময়। আবার অল্প বয়সী ছেলেমেয়েদের লেখাপড়ার সঙ্গে সঙ্গে কম্পিউটার শিক্ষার প্রয়োজন রয়েছে। বেসরকারি অধিকাংশ স্কুলেই কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ রয়েছে। আবার জেলার কিছু সরকারি স্কুলেও কম্পিউটার শিক্ষার সুব্যবস্থা আছে। বিশেষজ্ঞরা বলেন, শৈশব থেকেই কম্পিউটার প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন: ৯৫ বছর বয়সে বিলুপ্তপ্রায় শিল্পকে টিকিয়ে রাখার একক লড়াইয়ে প্রভাসবাবু

সেই পরামর্শের দিকে লক্ষ্য রেখে অল্প বয়স থেকেই বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ। বহু পরিবার আর্থিক সামর্থ্যের অভাবে ইচ্ছে থাকলেও সন্তানদের ছোট থেকে কম্পিউটার শিখাতে পারে না। এবার সেই দুঃস্থ পরিবারের ছেলেমেয়েদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের দুর্দান্ত সুযোগ এসে গিয়েছে। এই সুবিধা হাওড়ার উদয়নারায়নপুর ব্লকের গড় ভবানীপুর পুরাতন বাজার এলাকায় পাওয়া যাচ্ছে। গত প্রায় তিন বছর ধরে দুঃস্থ পরিবারের ছেলেমেয়েদের জন্য এখানে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে উদ্যোক্তা অর্ক পাল জানান, গ্রামের দুঃস্থ পরিবারের ছেলেমেয়েরা যাতে কোনওভাবে কম্পিউটার শিক্ষার দিক থেকে পিছিয়ে না পড়ে তা মাথায় রেখে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

রাকেশ মাইতি

Govt Job News: বেকারদের সরকারি চাকরির সুবর্ণ সুযোগ, ২৭ হাজার টাকা মাসিক বেতন, আজই আবেদন করুন

কলকাতা: ভোট মিটতেই বিহারের বেগুসরাইয়ের বেকার যুবক-যুবতীদের জন্য বড় উদ্যোগ নিল শ্রম সম্পদ দফতর। বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের উদ্যোগে শুরু হচ্ছে জব ক্যাম্প। যাঁরা বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা এবং চাকরি খুঁজছেন, তাঁদের জন্য এটা সুবর্ণ সুযোগ।

আগামী ১৮ মে অর্থাৎ শনিবার বেগুসরাইয়ের ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে কর্মসংস্থান মেলার আয়োজন করা হচ্ছে। ১৮ বছর থেকে ৩৫ বছর বয়সী প্রার্থীরা ক্যাম্পে অংশ নিতে পারবেন। আগ্রহী প্রার্থীদের সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টের মধ্যে আসতে বলা হয়েছে। এর জন্য এনএসসি পোর্টালে প্রার্থীদের রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক।

আরও পড়ুন: চামড়া বুড়িয়ে যাচ্ছে? রাতে শোওয়ার আগে ‘এই’ এক কাজে চকচক করবে মুখ! রইল সিক্রেট টিপস

ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আধিকারিক রানা অমিতেশ বলেন, যে সব বেকার যুবকরা ম্যাট্রিকুলেশন পাশ করেছেন, হিন্দি জানেন এবং ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তাঁদের জন্য সুখবর। গোয়া, নয়ডা, গুরগাঁও, হায়দরাবাদ, চেন্নাইয়ের মতো দেশের বড় শহরগুলিতে বেকাররা চাকরির সুযোগ পাবেন।

কত বেতন মিলবে: ডিলার, ক্যাশিয়ার, রাইডার, হেল্পার, কাস্টমার সার্ভিস, কিচেন সার্ভিস, ফুড প্যাকিং সহ মোট ১০টি পদে প্রার্থী বাছাই করা হবে। ডিলার ও ক্যাশিয়ার পদে ১০০ জন তরুণ-তরুণীকে চাকরি দেওয়া হবে। সব মিলিয়ে এবার মোট ৩০০ জন বেকার প্রার্থীকে চাকরি দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। নির্ধারণ করা হয়েছিল, নির্বাচিত প্রার্থীদের ১১ হাজার টাকা থেকে ২৭ হাজার টাকা পর্যন্ত বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে।

ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিস: প্রার্থীদের বেগুসরাই ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে পৌঁছতে হবে। এর জন্য বেগুসরাই বাসস্ট্যান্ড বা রেলস্টেশন থেকে পানহাস চক পর্যন্ত যে কোনও গাড়িতে যাওয়া যায়। পানহাস চকে পৌঁছানোর পরে, প্রার্থীরা বীর কুনওয়ার সিং মূর্তির পূর্ব দিকে অবস্থিত আইটিআই ক্যাম্পাসে গিয়ে কিংবা ইউনাইটেড শ্রম ভবনে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে গিয়ে ইন্টারভিউ দিতে পারেন।

প্রসঙ্গত, এর আগে বেগুসরাইয়ে বেকার যুবক যুবতীদের জন্য ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে একটানা ৬ দিন চাকরি শিবিরের আয়োজন করা হয়েছিল। সেবারও শতাধিক প্রার্থী চাকরি পান। এবার ফের জব ক্যাম্প শুরু হচ্ছে।

Success Story: অল্প বয়সে বাবাকে হারিয়েও হার মানেননি, লড়াইয়ের শেষে রইল সাফল্যের কাহিনী

বীরভূম: এটা বীরভূমের এক লড়াকু মেয়ের গল্প। মনের ইচ্ছে এবং শক্তি থাকলে যে সবকিছুই করা সম্ভব তার প্রমাণ এই মেয়েটি। অল্প বয়সে বাবাকে হারায়। একসময় অর্থের অভাবে কোচিংয়ে যেতে দ্বিধাবোধ করত। আজ সেই মেয়েটি শত শত বেকার ছেলেমেয়ের অনুপ্রেরণা।

এই লড়াকু তরুণীর নাম সুরভী বেগম। বীরভূমের মল্লারপুরের শিউলিয়া গ্রামের মেয়ে সুরভী। ২০১৬ সালে দু’চোখে অনেক স্বপ্ন নিয়ে রামপুরহাটের একটি বেসরকারি কোচিং সেন্টারে চাকরির পরীক্ষার কোচিংয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু ২০১৮ সালে হঠাৎ‌ই তাঁর জীবনে নেমে আসে অন্ধকার।

আর‌ও পড়ুন: বিডিও অফিস নাকি বাচ্চাদের পার্ক? গোঘাটে এলে গুলিয়ে যেতে পারে

সুরভীর বাবা রোগভোগের পর প্রয়াত হন। এর ফলে আর্থিক সঙ্কট দেখা দেয় পরিবারে। একদিকে পরিবার অন্যদিকে পড়াশোনা, কী করবে বুঝে উঠতে পারছিল না সে। সেই সময় তার পাশে এসে দাঁড়ায় আদিল কোচিং সেন্টারের কর্ণধার আদিল স্যার। সুরভী এবং তার বোন দু’জনকে বিনামূল্যে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত বিনা পারিশ্রমিকে পড়াশোনার সুযোগ করে দেন। ২০২২ সালে সুরভী ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আবগারি দফতর সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বসে পাস করেন। পাশাপাশি আসানসোল কোর্টের পরীক্ষায় পাশ করলেও সব জায়গায়তেই ইন্টারভিউ দেওয়ার সময় কিছুটা খামতি রয়ে যায়। এরপরই কোচিংয়ের শিক্ষক সমস্ত রকমভাবে তাঁকে সাহায্য করেন।

সুরভীকে সেই কোচিং সেন্টারে বিনামূল্যে সম্পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া হয়। এর কয়েক বছরের মধ্যেই সুরভী একের পর এক পরীক্ষায় পাস করতে থাকেন। অবশেষে এল তাঁর জীবনের কাঙ্খিত দিন। ঝাড়গ্রাম কোর্টের বেঞ্চ ক্লার্ক পদে জয়েন করেন সুরভী বেগম পরীক্ষায় ৩০ নম্বরের মধ্যে ২৭ নম্বর পান। তাঁর এই সাফল্যে খুশি এলাকাবাসী থেকে শুরু করে পরিবার ও শিক্ষকরা। বর্তমানে তিনি ঝাড়গ্রাম আদালতে কর্মরত।

সৌভিক রায়

Viral News: সরকারি চাকরি বলে কথা! নকল করার জন্য ‘এই’ পদ্ধতি, পুলিশ নিজে ভিডিও করল ভাইরাল

#নয়াদিল্লি: সরকারি চাকরির  (Government Job)  জন্য মানুষ কি না করে৷   সামনে এসেছে এমন এক ভাইরাল নিউজ  (Viral News) যাতে দেখা যাচ্ছে কি ভাবে অনৈতিক পদক্ষেপ নিল সরকারি চাকরির পরীক্ষায় সুযোগ পাওয়ার জন্য৷ সে চিটিং করার জন্য এমন কাণ্ড ঘটাল তাতে পুলিশ সেই বিষয়টিকে ভাইরাল ভিডিও (Viral Video ) করে দিয়েছে৷ সরকারি চাকরির (Government Job) পরীক্ষাটি ছিল উত্তরপ্রদেশ পুলিশে কনস্টেবলের চাকরির জন্য৷ উত্তরপ্রদেশ সাব ইন্সপেক্টরের পরীক্ষার জন্য নকল করছিল৷ পুলিশ মেটাল ডিরেক্টরের টেস্টে বুঝতে পারে সে কোনও যন্ত্র নিয়ে এসেছে৷ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷ তারপরেই পুলিশ নিজেও হতবাক হয়ে যায়৷

সোশ্যাল মিডিয়ায় দ্রুতগতিতে ভাইরাল (Viral News) হচ্ছে৷ আইপিএস আধিকারিক রুপিন শর্মা শেয়ার করেছেন প্রায় যুদ্ধের মতো প্রস্তুতি নিয়ে চিটিং করার জন্য৷ ট্যুইটারে ভিডিও শেয়ার করার জন্য তিনি ক্যাপশনে লিখেছেন, #UttarPradesh mein Sub-Inspector -র EXAM mein #CHEATING #nakal-কে শানদার জুগাড়৷ দেখে নিন ভাইরাল নিউজের (Viral News)  ভাইরাল ভিডিও (Viral Video ) ৷

এই ভিডিও দেখানো হয়েছে কীভাবে নকল করার জন্য প্রস্তুতি নিয়েছে ৷ সে নিজের মাথার চুলের ওপর পরচুলা পরেছেন৷ এই উইগের ভিতরের তার ইয়ারফোন কানেকশন করে রেখেছে৷ এই ইয়ারফোনে কানেকশন কিভাবে দেওয়া হয়েছে তা সেই নকল করতে আসা পরীক্ষার্থী বলেছেই৷

আরও পড়ুন – HBD: ৩২-এ কার জন্য কুমারী Tamannaah bhatia, Virat Kohli থেকে পাকিস্তানি ক্রিকেটার সকলের সঙ্গে জড়িয়েছে নাম

আরও পড়ুন – Bhuvneshwar Kumar’s daughter first picture: ভুবনেশ্বর কুমার নিজেই শেয়ার করলেন সদ্যোজাতর ছবি, খুদের ছবি ভাইরাল

এই ইয়ারফোন এতটাই ছোট যে কানের ভিতর দিয়ে একেবারে ভিতরে ঢুকে গেছে৷ কানের এতটাই ভিতরে ঢুকে গিয়েছিল সে নিজেও কোনও ভাবে বেরোতে পারছিল না৷ পুলিশ মেটাল ডিটেক্টর দিয়ে এই চুরির সরঞ্জামের খোঁজ পায়৷