Tag Archives: dark circle

Dark Circles Removal: একটানা চশমা পরে থাকার কারণ ডার্ক সার্কলসের সমস্যায় ভুগছেন? সাত উপায়ে করুন সমাধান

অ্যালোভেরা জেল: wikihow.com-এর রিপোর্ট অনুযায়ী, সব সময় চশমা পরলে চোখ ও নাকের নিচে গভীর দাগ পড়ে। এই দাগ দূর করতে অ্যালোভেরা জেল বেশি কার্যকরী হতে পারে। এ জন্য অ্যালোভেরা জেল নিয়ে দাগের ওপর লাগিয়ে কয়েক ঘণ্টা রেখে দিন। আপনি দিনে বা রাতে যে কোনও সময় এটি ব্যবহার করতে পারেন।
অ্যালোভেরা জেল: wikihow.com-এর রিপোর্ট অনুযায়ী, সব সময় চশমা পরলে চোখ ও নাকের নিচে গভীর দাগ পড়ে। এই দাগ দূর করতে অ্যালোভেরা জেল বেশি কার্যকরী হতে পারে। এ জন্য অ্যালোভেরা জেল নিয়ে দাগের ওপর লাগিয়ে কয়েক ঘণ্টা রেখে দিন। আপনি দিনে বা রাতে যে কোনও সময় এটি ব্যবহার করতে পারেন।
আলুর পেস্ট: চশমার কারণে নাকের ডার্ক সার্কেল এবং দাগ দূর করতে আলুর পেস্ট ব্যবহার করা যেতে পারে। এজন্য আলুর খোসা ছাড়িয়ে ভালো করে পিষে নিন। তারপর এতে কিছু গোলাপ জল মেশান। এই পেস্টটি নাকে লাগিয়ে প্রায় 20 মিনিটের জন্য রেখে দিন। প্রতিদিন এটি প্রয়োগ করলে উপকার পাওয়া যাবে।
আলুর পেস্ট: চশমার কারণে নাকের ডার্ক সার্কেল এবং দাগ দূর করতে আলুর পেস্ট ব্যবহার করা যেতে পারে। এজন্য আলুর খোসা ছাড়িয়ে ভালো করে পিষে নিন। তারপর এতে কিছু গোলাপ জল মেশান। এই পেস্টটি নাকে লাগিয়ে প্রায় 20 মিনিটের জন্য রেখে দিন। প্রতিদিন এটি প্রয়োগ করলে উপকার পাওয়া যাবে।
শসা: তাজা শসা নাক ও চোখের চশমার দাগ দূর করতেও কাজে আসে। একটি শসা মোটা টুকরো করে কেটে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করুন। এর পর এই টুকরোগুলো দাগ হওয়া জায়গায় লাগিয়ে রাখুন। এভাবে একটানা কয়েকদিন করলে পার্থক্য দেখা যাবে।
শসা: তাজা শসা নাক ও চোখের চশমার দাগ দূর করতেও কাজে আসে। একটি শসা মোটা টুকরো করে কেটে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করুন। এর পর এই টুকরোগুলো দাগ হওয়া জায়গায় লাগিয়ে রাখুন। এভাবে একটানা কয়েকদিন করলে পার্থক্য দেখা যাবে।
পুদিনা-লেবু: লেবুর রস চোখের কালো দাগ ও চশমার দাগ দূর করে দেয়। ১-২টি লেবুর রস নিয়ে তাতে পুদিনা মেশান। তারপর দাগ হওয়া স্থানে মিশ্রণটি লাগান। 20 মিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এক সপ্তাহ এভাবে করলে উপকার মিলবে।
পুদিনা-লেবু: লেবুর রস চোখের কালো দাগ ও চশমার দাগ দূর করে দেয়। ১-২টি লেবুর রস নিয়ে তাতে পুদিনা মেশান। তারপর দাগ হওয়া স্থানে মিশ্রণটি লাগান। 20 মিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এক সপ্তাহ এভাবে করলে উপকার মিলবে।
বাদাম তেল: চশমা পরার কারণে দাগ দূর করতে বাদাম তেলও কাজে আসবে। এর জন্য রাতে বাদাম তেল দাগ হওয়া জায়গায় লাগাতে হবে। রেজাল্ট পাবেন৷
বাদাম তেল: চশমা পরার কারণে দাগ দূর করতে বাদাম তেলও কাজে আসবে। এর জন্য রাতে বাদাম তেল দাগ হওয়া জায়গায় লাগাতে হবে। রেজাল্ট পাবেন৷
গোলাপ জল: ভিনিগারের সঙ্গে গোলাপ জল মিশিয়ে দাগ হওয়া জায়গাগুলিতে লাগান। এটি ব্যবহার করলে কিছু দিনের মধ্যেই ডার্ক সার্কেল কমতে শুরু করবে এবং মুখও ফর্সা হবে।
গোলাপ জল: ভিনিগারের সঙ্গে গোলাপ জল মিশিয়ে দাগ হওয়া জায়গাগুলিতে লাগান। এটি ব্যবহার করলে কিছু দিনের মধ্যেই ডার্ক সার্কেল কমতে শুরু করবে এবং মুখও ফর্সা হবে।
অ্যাপেল সাইডার ভিনেগার: আপেল সিডার ভিনেগার জলে মিশিয়ে ব্যবহার করলেও রেজাল্ট পাবেন৷ এক টুকরো তুলো নিন, ভিনেগারে ভিজিয়ে রাখুন এবং এটি ডার্ক সার্কেল এবং দাগের উপর লাগান। কিছু দিনের মধ্যে পার্থক্য দেখা দিতে শুরু করবে।
অ্যাপেল সাইডার ভিনেগার: আপেল সিডার ভিনেগার জলে মিশিয়ে ব্যবহার করলেও রেজাল্ট পাবেন৷ এক টুকরো তুলো নিন, ভিনেগারে ভিজিয়ে রাখুন এবং এটি ডার্ক সার্কেল এবং দাগের উপর লাগান। কিছু দিনের মধ্যে পার্থক্য দেখা দিতে শুরু করবে।

চোখের নীচের ডার্ক সার্কল চিরতরে উধাও হবে! ঝকঝকে মুখ পাবেন যদি রোজ খান এই ৩ জিনিস!

আজকাল অনেকেরই চোখের নীচে কালো দাগ-ছোপের সমস্যা রয়েছে। চিকিৎসকদের মতে এর অনেক কারণ থাকতে পারে। হতে পারে অনিদ্রা! হতে পারে মোবাইল, টিভি ও ল্যাপটপের পর্দায় দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার অভ্যাস, এছাড়াও, অপুষ্টি থেকেও এমনটা হতে পারে।
আজকাল অনেকেরই চোখের নীচে কালো দাগ-ছোপের সমস্যা রয়েছে। চিকিৎসকদের মতে এর অনেক কারণ থাকতে পারে। হতে পারে অনিদ্রা! হতে পারে মোবাইল, টিভি ও ল্যাপটপের পর্দায় দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার অভ্যাস, এছাড়াও, অপুষ্টি থেকেও এমনটা হতে পারে।
জেলা আয়ুষ মেডিকেল অফিসার ডাঃ প্রভাত কুমার জানাচ্ছেন ঘরোয়া সনাধান, যাতে চোখের নীচের কালি থেকে আপনি সহজেই মুক্তি পেতে পারেন।
জেলা আয়ুষ মেডিকেল অফিসার ডাঃ প্রভাত কুমার জানাচ্ছেন ঘরোয়া সনাধান, যাতে চোখের নীচের কালি থেকে আপনি সহজেই মুক্তি পেতে পারেন।
ডাঃ প্রভাত লোকাল 18-কে জানান, চোখের নীচের কালো দাগ সব বয়সের মানুষেরই সমস্যা। চোখের নিচের ত্বক কালো হয়ে যাওয়া রক্তনালীতে জমে থাকা এবং ত্বক পাতলা হয়ে যাওয়ার কারণে হয়।
ডাঃ প্রভাত লোকাল 18-কে জানান, চোখের নীচের কালো দাগ সব বয়সের মানুষেরই সমস্যা। চোখের নিচের ত্বক কালো হয়ে যাওয়া রক্তনালীতে জমে থাকা এবং ত্বক পাতলা হয়ে যাওয়ার কারণে হয়।
এর জন্য ঘরোয়া প্রতিকারের মধ্যে রয়েছে হলুদ, একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে। মধুর সাথে হলুদের গুঁড়ো মিশিয়ে পেস্টটি চোখের নিচে 10-15 মিনিটের জন্য লাগিয়ে রাখুন এবং তারপর ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩-৪ দিন এই প্রক্রিয়াটি করলে খুব উপকার পাওয়া যায়।
এর জন্য ঘরোয়া প্রতিকারের মধ্যে রয়েছে হলুদ ! এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে। মধুর সাথে হলুদের গুঁড়ো মিশিয়ে পেস্টটি চোখের নিচে 10-15 মিনিটের জন্য লাগিয়ে রাখুন এবং তারপর ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩-৪ দিন এই প্রক্রিয়াটি করলে খুব উপকার পাওয়া যায়।
আয়ুর্বেদ সামগ্রিক স্বাস্থ্য এবং ফিটনেস বজায় রাখার জন্য একটি স্বাস্থ্যকর খাদ্য এবং জীবনধারার গুরুত্বের উপর জোর দেয়। ডার্ক সার্কেলের সমস্যা কমাতে আপনি আপনার খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে পারেন। যার মধ্যে নিয়মিত ব্যায়াম রক্ত ​​সঞ্চালন উন্নত করে এবং ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে।
আয়ুর্বেদে সামগ্রিক স্বাস্থ্য এবং ফিটনেস বজায় রাখার জন্য একটি স্বাস্থ্যকর খাদ্য এবং জীবনধারার গুরুত্বের উপর জোর দেয়। ডার্ক সার্কেলের সমস্যা কমাতে আপনি আপনার খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে পারেন। যার মধ্যে নিয়মিত ব্যায়াম রক্ত ​​সঞ্চালন উন্নত করে এবং ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে।
প্রতিদিন ৩০ মিনিটের জন্য দ্রুত হাঁটা বা যোগব্যায়ামের মতো মাঝারি পরিশ্রম করা উপকারী। চিকিৎসক বলেন, সাধারণ খাবারের পাশাপাশি নিয়মিত চিনাবাদাম, ছোলার ছাতু, ভাজা ছোলা, ভুট্টার লাউ খেলে উপকার পাবেন। এতে শরীরে প্রয়োজনীয় পুষ্টি জোগাবে।
প্রতিদিন ৩০ মিনিটের জন্য দ্রুত হাঁটা বা যোগব্যায়ামের মতো মাঝারি পরিশ্রম করা উপকারী। চিকিৎসক বলেন, সাধারণ খাবারের পাশাপাশি নিয়মিত চিনাবাদাম, ছোলার ছাতু, ভাজা ছোলা, ভুট্টা খেলে উপকার পাবেন। এতে শরীরে প্রয়োজনীয় পুষ্টি জোগাবে।

Dark Circle: ডার্ক সার্কেলের সমস্যায় জেরবার? রান্নাঘরেই রয়েছে মুক্তির মোক্ষম উপায়, লাগালেই ম্যাজিক

আমাদের প্রতিদিনের ঘুমে নিয়তই হানা দেয় মানসিক চাপ, অনিদ্রা। তা ছাড়াও আমাদের খাওয়া-দাওয়া, প্রাত্যাহিক রুটিন, বয়স সবকিছুর ছাপ জমে চোখে৷ যার ফলে স্বরূপ ডার্ক সার্কেলের সমস্যা৷ তবে বেশ কিছু ঘরোয়া সমাধানও রয়েছে৷
আমাদের প্রতিদিনের ঘুমে নিয়তই হানা দেয় মানসিক চাপ, অনিদ্রা। তা ছাড়াও আমাদের খাওয়া-দাওয়া, প্রাত্যাহিক রুটিন, বয়স সবকিছুর ছাপ জমে চোখে৷ যার ফলে স্বরূপ ডার্ক সার্কেলের সমস্যা৷ তবে বেশ কিছু ঘরোয়া সমাধানও রয়েছে৷
কাঁচা আলু ডার্ক সার্কেলের জন্য খুবই উপযোগী৷ প্রথমে কাঁচা আলুর রস বের করে নিন৷ এর সঙ্গে কিছু লেবুর রস মিশিয়ে নিন৷ তারপর তুলো করে লাগিয়ে রাখুন৷
কাঁচা আলু ডার্ক সার্কেলের জন্য খুবই উপযোগী৷ প্রথমে কাঁচা আলুর রস বের করে নিন৷ এর সঙ্গে কিছু লেবুর রস মিশিয়ে নিন৷ তারপর তুলো করে লাগিয়ে রাখুন৷
ডার্ক সার্কেলের সমস্যা মেটাতে টি-ব্যাগেরও ব্যবহার করতে পারেন৷ প্রথমে গরম জলে কিছুক্ষণ রেখে দিন৷ তারপর ফ্রিজে রেখে ঠান্ডা হতে দিন৷ তারপর টিব্যাগ চোখে রেখে কিছুক্ষণ ঘুমিয়ে পড়ুন৷
ডার্ক সার্কেলের সমস্যা মেটাতে টি-ব্যাগেরও ব্যবহার করতে পারেন৷ প্রথমে গরম জলে কিছুক্ষণ রেখে দিন৷ তারপর ফ্রিজে রেখে ঠান্ডা হতে দিন৷ তারপর টি ব্যাগ চোখে রেখে কিছুক্ষণ ঘুমিয়ে পড়ুন৷
শশা ত্বককে এমনিতেই আর্দ্রতা প্রদান করে৷ আর্দ্রতার অভাবেই চোখের চামড়া কুচকে যায়৷ ফলে ডার্ক সার্কেলের সমস্যা দেখা যায়৷ শশা এই সমস্যা দূর করে৷ শশা কেটে চোখে ১০ থেকে ১৫ মিনিট চোখে রাখুন৷
শশা ত্বককে এমনিতেই আর্দ্রতা প্রদান করে৷ আর্দ্রতার অভাবেই চোখের চামড়া কুচকে যায়৷ ফলে ডার্ক সার্কেলের সমস্যা দেখা যায়৷ শশা এই সমস্যা দূর করে৷ শশা কেটে চোখে ১০ থেকে ১৫ মিনিট চোখে রাখুন৷
এই অয়েল ‘ভিটামিন ই’-তে সমৃদ্ধ৷ এই অয়েল চোখে লাগিয়ে রাতে শুয়ে যান৷ ধীরে ধীরে ডার্ক সার্কেল থেকে মুক্তি পেয়ে যাবেন৷
এই অয়েল ‘ভিটামিন ই’-তে সমৃদ্ধ৷ এই অয়েল চোখে লাগিয়ে রাতে শুয়ে যান৷ ধীরে ধীরে ডার্ক সার্কেল থেকে মুক্তি পেয়ে যাবেন৷

Dark Circle Home Remedies: ভুলে যান নামীদামি ক্রিম লোশন! রান্নাঘরের এই ২ উপকরণেই উধাও চোখের নীচে কালি! একবার দেখুনই না…

চোখের কোলে কালি পড়ার একাধিক কারণ আছে ৷ অপর্যাপ্ত ঘুম, হরমোনাল পরিবর্তন, অতিরিক্ত কাজের চাপ এবং স্ট্রেসের জন্য চোখের কোলে কালি পড়ে ৷
চোখের কোলে কালি পড়ার একাধিক কারণ আছে ৷ অপর্যাপ্ত ঘুম, হরমোনাল পরিবর্তন, অতিরিক্ত কাজের চাপ এবং স্ট্রেসের জন্য চোখের কোলে কালি পড়ে ৷

 

নামীদামি লোশন বা ক্রিম নয়। স্বাস্থ্য ও রূপের পক্ষে হানিকর এই কালি মুছে ফেলতে পারে কিছু ঘরোয়া টোটকা ৷ বলছেন পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর৷
নামীদামি লোশন বা ক্রিম নয়। স্বাস্থ্য ও রূপের পক্ষে হানিকর এই কালি মুছে ফেলতে পারে কিছু ঘরোয়া টোটকা ৷ বলছেন পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর৷

 

চোখের কালি মুছে ফেলতে রুজুতা ভরসা রেখেছেন বাড়িতে তৈরি চায়ের উপর৷ চায়ের সঙ্গে আদা, তুলসি ও কেশর মিশিয়ে তৈরি করুন ৷ রোজ সকালে এই চা পান করতে হবে৷
চোখের কালি মুছে ফেলতে রুজুতা ভরসা রেখেছেন বাড়িতে তৈরি চায়ের উপর৷ চায়ের সঙ্গে আদা, তুলসি ও কেশর মিশিয়ে তৈরি করুন ৷ রোজ সকালে এই চা পান করতে হবে৷

 

বিকেল বা সন্ধ্যায় ভাজাভুজি না খেয়ে তার পরিবর্তে খেতে হবে ঘরোয়া স্বাস্থ্যকর খাবার ৷ রুজুতার মতে, খেতে হবে একটা পাত্রে একসঙ্গে মেশানো বাদাম, গুড় এবং নারকেল কোরা ৷
বিকেল বা সন্ধ্যায় ভাজাভুজি না খেয়ে তার পরিবর্তে খেতে হবে ঘরোয়া স্বাস্থ্যকর খাবার ৷ রুজুতার মতে, খেতে হবে একটা পাত্রে একসঙ্গে মেশানো বাদাম, গুড় এবং নারকেল কোরা ৷

 

বেসন ও দুধ একসঙ্গে মিশিয়ে তৈরি করা যায় ফেস ক্লেঞ্জার৷ এই পেস্ট দিয়ে মুখ পরিষ্কার করা যায় ৷ রাসায়নিক সাবান ও ফেসওয়াশের পরিবর্তে এই ঘরোয়া মিশ্রণ ত্বকের প্রতি সংবেদনশীল ৷
বেসন ও দুধ একসঙ্গে মিশিয়ে তৈরি করা যায় ফেস ক্লেঞ্জার৷ এই পেস্ট দিয়ে মুখ পরিষ্কার করা যায় ৷ রাসায়নিক সাবান ও ফেসওয়াশের পরিবর্তে এই ঘরোয়া মিশ্রণ ত্বকের প্রতি সংবেদনশীল ৷

 

পর্যাপ্ত ঘুমের জন্য দুপুরে আধঘণ্টার ঘুমের কথা বলেছেন পুষ্টিবিদ৷ তাঁর মতে, রাতে ঘুমোতে হবে ১১ টার আগেই৷ বিষাক্ত মানুষজনকে এড়িয়ে চলার পরামর্শই দিয়েছেন তিনি ৷ কারণ মন সতেজ থাকলে তার প্রভাব পড়ে ত্বকেও ৷
পর্যাপ্ত ঘুমের জন্য দুপুরে আধঘণ্টার ঘুমের কথা বলেছেন পুষ্টিবিদ৷ তাঁর মতে, রাতে ঘুমোতে হবে ১১ টার আগেই৷ বিষাক্ত মানুষজনকে এড়িয়ে চলার পরামর্শই দিয়েছেন তিনি ৷ কারণ মন সতেজ থাকলে তার প্রভাব পড়ে ত্বকেও ৷

Eye health: ল্যাপটপ ও ফোন থেকে চোখের সাঙ্ঘাতিক হয়ে যাচ্ছে, এই কয়েকটা উপায়ে চোখকে সুস্থ রাখুন

কলকাতা: চোখ আমাদের সবথেকে পছন্দের অঙ্গ, জরুরিও বটে৷ এই একটা অঙ্গ নিয়ে কত কবিতা লেখা হয়েছে৷ কিন্তু সমস্যা হল আজকের ডিজিট্যাল যুগে এই অঙ্গই সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও খানিক উপেক্ষিত৷ বিশেষ করে লকডাউনের পর থেকেই সকলেই টিভি, ল্যাপটপ বা মোবাইলে ডুবে থাকছি৷ কখনও অফিসের কাজে কখনও বা নিছক সিরিস দেখার লোভে ঘণ্টার পর ঘণ্টা চোখে ঢুকছে ব্লু রে৷

এর ফলে মাথাব্যাথা, ডার্ক সার্কেলস, ড্রাই আইজ, ভিশন সমস্যার মতো নানা রকম গুরুতর সমস্যা হতে পারে৷ তবে কিছু কিছু সমস্যার প্রতিকার সম্ভব হয়৷ চক্ষু বিশেষজ্ঞ ডা. ঋষি রাজ বোরা এমনই কিছু টিপস দিয়েছেন,

আরও পড়ুন:অধ্যাবসায়ের জোরে ফুটপাতের সবজি বিক্রেতার সন্তান উত্তীর্ণ হল সিএ পরীক্ষায়, জীবনযুদ্ধে সফলতার এর সোনালি আখ্যান

ঠান্ডা জল: চোখে ঠান্ডা জলের ঝাপটা দেওয়ার চেষ্টা করুন৷ এতে চোখের ক্লান্তি যেমন দূর হয়, তেমনই চোখের টক্সিন দূর করতেও সাহায্য করে৷

কেমিক্যাল প্রডাক্টের ব্যবহারে নিয়ন্ত্রণ: কোনও ধরনের রাসায়নিক উপদান সমৃদ্ধ কসমেটিক ব্যবহার করবেন না৷ অনেকেই খুব বেশি আইলাইনার, কাজলের ব্যবহার করেন৷ কেনার সময় কী ধরনের উপাদান ব্যবহার করা হচ্ছে? তা ভাল করে জেনে নিন৷

আরও পড়ুন: লিপস্টিক বা পার্ফিউম নয়, তরুণীর হ্যান্ডব্যাগ থেকে বেরলো এক অদ্ভুত জিনিস

আইড্রপের ব্যবহার: অনেক ক্ষণ ধরে ল্যাপটপ বা মোবাইলের সামনে কাজ করলে রেটিনার ক্ষতি হতে পারে৷ সেক্ষেত্রে চিকিৎসককে দেখিয়ে সেই মতো আই ড্রপের ব্যবহার করুন৷

অতিরিক্ত সূর্যালোক নয়: অতিরিক্ত রোদের ফলে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়৷ এর ফলে রোদে বেরোলে অবশ্যই সানগ্লাস ও টুপি ব্যবহার করুন৷

সঠিক ডায়েট: যে কোনও কিছুর জন্যই দরকার সঠিক ডায়েট৷ প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন, মিনারেলস সমৃদ্ধ খাবার রাখুন৷ গাজর, আপেল, বিট জাতীয় খাবার চোখের জন্য খুুব ভাল৷ এছাড়াও ছোট মাছও চোখের স্বাস্থের পক্ষে খুবই ভাল

Dark Circle Removel Tips: হাতের কাছেই ‘ম্যাজিক’ উপাদান! চোখের তলার কালি উবে যাবে নিমেষে, মুখ হবে নিটোল, সুন্দর!

চোখের তলার কালো দাগ যেন আজকাল একটি সাধারণ সমস্যা । মানসিক চাপের জীবন এবং বিশ্রামের অভাবের কারণে প্রায় সময় চোখের নীচে কালো স্পট বেশিরভাগ মানুষকে সমস্যায় ফেলে৷ (পিয়া গুপ্তা)
চোখের তলার কালো দাগ যেন আজকাল একটি সাধারণ সমস্যা । মানসিক চাপের জীবন এবং বিশ্রামের অভাবের কারণে প্রায় সময় চোখের নীচে কালো স্পট বেশিরভাগ মানুষকে সমস্যায় ফেলে৷ (পিয়া গুপ্তা)
ডার্ক সার্কেলের কারণে আমাদের মুখ সবসময় ক্লান্ত ও নিস্তেজ দেখায় । যদিও এই সমস্যাটি আজকাল খুব সাধারণ ৷ তবে সবাই চায় তাদের ত্বক উজ্জ্বল থাকুক । ঘুমের অভাব এবং মানসিক চাপ ছাড়াও ধূমপান, খারাপ ডায়েট ইত্যাদি এর কিছু সাধারণ কারণ ।
ডার্ক সার্কেলের কারণে আমাদের মুখ সবসময় ক্লান্ত ও নিস্তেজ দেখায় । যদিও এই সমস্যাটি আজকাল খুব সাধারণ ৷ তবে সবাই চায় তাদের ত্বক উজ্জ্বল থাকুক । ঘুমের অভাব এবং মানসিক চাপ ছাড়াও ধূমপান, খারাপ ডায়েট ইত্যাদি এর কিছু সাধারণ কারণ ।
বাজারে অনেক বিউটি প্রোডাক্ট পাওয়া গেলেও সেই ভাবে ডার্ক সার্কেল দূর করতে কার্যকরী হয় না।এক্ষেত্রে দামি পণ্যের পেছনে টাকা খরচ করেও কোনও লাভ হয় না অনেকের । এক্ষেত্রে বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায় জানান,রান্নাঘর থেকে নেওয়া কফি দিয়ে ডার্ক সার্কেল সারাতে পারে ।
বাজারে অনেক বিউটি প্রোডাক্ট পাওয়া গেলেও সেই ভাবে ডার্ক সার্কেল দূর করতে কার্যকরী হয় না।এক্ষেত্রে দামি পণ্যের পেছনে টাকা খরচ করেও কোনও লাভ হয় না অনেকের । এক্ষেত্রে বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায় জানান,রান্নাঘর থেকে নেওয়া কফি দিয়ে ডার্ক সার্কেল সারাতে পারে ।
আপনি কফি থেকে তৈরি প্যাক দিয়ে ডার্ক সার্কেল কমাতে পারেনকফি এবং ভিটামিন ই আই মাস্কএই প্যাকটি তৈরি করতে আপনার প্রয়োজন এক চামচ কফি, এক চামচ মধু এবং একটি ভিটামিন-ই ক্যাপসুল । একটি পাত্রে কফি এবং মধু যোগ করুন ৷ একটি পেস্ট তৈরি করতে এগুলি একসঙ্গে মিশিয়ে নিন । ভিটামিন-ই ক্যাপসুল কেটে এই মিশ্রণে মেশান । এই মাস্কটি ভাল করে চোখের নীচে লাগান । মাস্কটি প্রায় 10 মিনিটের জন্য শুকিয়ে নিন । শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন । সপ্তাহে অন্তত তিনবার এই প্যাকটি লাগান ।
আপনি কফি থেকে তৈরি প্যাক দিয়ে ডার্ক সার্কেল কমাতে পারেন
কফি এবং ভিটামিন ই আই মাস্কএই প্যাকটি তৈরি করতে আপনার প্রয়োজন এক চামচ কফি, এক চামচ মধু এবং একটি ভিটামিন-ই ক্যাপসুল । একটি পাত্রে কফি এবং মধু যোগ করুন ৷ একটি পেস্ট তৈরি করতে এগুলি একসঙ্গে মিশিয়ে নিন । ভিটামিন-ই ক্যাপসুল কেটে এই মিশ্রণে মেশান । এই মাস্কটি ভাল করে চোখের নীচে লাগান । মাস্কটি প্রায় 10 মিনিটের জন্য শুকিয়ে নিন । শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন । সপ্তাহে অন্তত তিনবার এই প্যাকটি লাগান ।
এছাড়াও কফি এবং অ্যাভোকাডো তেল মাস্ক প্রথমে একটি পাত্রে হাফ কাপ কফি ঢেলে দিন । এবার এতে বাদামের তেল দিন এবং ৪ থেকে ৫ দিন রেখে দিন । পাঁচ দিন পর, তেলটি ফিল্টার করুন এবং এতে এক টেবিল চামচ অ্যাভোকাডো তেল যোগ করুন । এই তেলটি ফিল্টার করে একটি ছোট কাচের পাত্রে রাখুন । ঘুমানোর আগে প্রতিদিন এই মিশ্রণটি লাগান ।
এছাড়াও কফি এবং অ্যাভোকাডো তেল মাস্ক প্রথমে একটি পাত্রে হাফ কাপ কফি ঢেলে দিন । এবার এতে বাদামের তেল দিন এবং ৪ থেকে ৫ দিন রেখে দিন । পাঁচ দিন পর, তেলটি ফিল্টার করুন এবং এতে এক টেবিল চামচ অ্যাভোকাডো তেল যোগ করুন । এই তেলটি ফিল্টার করে একটি ছোট কাচের পাত্রে রাখুন । ঘুমানোর আগে প্রতিদিন এই মিশ্রণটি লাগান ।
এটি এক মাস পর্যন্ত রাখতে পারবেন ৷ এই দুটি পথ এর মধ্যে যেকোনো একটি আপনার চোখে তলায় ব্যবহার করলে চোখ থেকে নিমিষে মুছে যাবে কালো দাগ। তাই আর দেরি না করে কালো দাগ সারাতে আজই ব্যবহার করুন কফির এই প্যাকগুলি।
এটি এক মাস পর্যন্ত রাখতে পারবেন ৷ এই দুটি পথ এর মধ্যে যেকোনো একটি আপনার চোখে তলায় ব্যবহার করলে চোখ থেকে নিমিষে মুছে যাবে কালো দাগ। তাই আর দেরি না করে কালো দাগ সারাতে আজই ব্যবহার করুন কফির এই প্যাকগুলি।

Skin Care: উধাও হবে চোখের নীচের কালো দাগ! ম্যাজিকের মত ফিরে পান ত্বকের উজ্জ্বলতা, রোজ পাতে রাখুন এই ক’টি জিনিস

পূর্ব বর্ধমান: নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকেন অনেকেই। বিশেষ করে কমবেশি প্রায় সকলেই নিজের ত্বকের প্রতি যত্ন নিতে একটু বেশিই পছন্দ করেন। কিন্তু শত চেষ্টা করার পরেও কী চোখের নিচে কালো দাগ পড়েছে? মুখের উজ্জ্বলতা নষ্ট হয়ে গিয়েছে? তবে চিন্তা করবেন না।

এমন কিছু খাবার রয়েছে যা নিয়মিত খেতে পারলে অতি দ্রুত ফিরে পাবেন ত্বকের উজ্জ্বলতা। নিয়মিত খাওয়া যেতে পারে নিম্নলিখিত এই পাঁচটি খাবার । এই পাঁচটি খাবার খেলেই চোখের নিচে কালো দাগ দূর হবে এবং মুখের উজ্জ্বলতাও ফিরে আসবে অতি দ্রুত। এই বিষয়ে ড: মিল্টন বিশ্বাস বলছেন,

অ‍্যাভোকাডো – অ‍্যাভোকাডোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অ‍্যান্টি এজিং ক্ষমতা। যেটি ত্বকের স্বাস্থ্যকে ভাল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন : রূপকথার মতো সাফল‍্য! খ‍্যাতির শীর্ষে অভিনয়কে বিদায়, ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে এখন আইএএস অফিসার, চেনেন অভিনেত্রীকে? র‍্যাঙ্ক জানলে মাথা ঘুরে যাবে

কাঠবাদাম – কাঠ বাদামের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই । তাই প্রত্যেকদিন রাতের বেলা চারটে করে কাঠবাদাম ভিজিয়ে রেখে পরের দিন সকালে খাওয়া যেতে পারে ।

সূর্যমুখীর বীজ – এই বীজের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই । তাই নিজের ত্বককে সুন্দর ও উজ্জ্বল করতে চাইলে মাঝেমধ্যে সূর্যমুখীর বীজ খাওয়া যেতে পারে । চিনা বাদাম – চিনা বাদামের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই । প্রত্যেকদিন রাতের বেলা আটটা করে চিনা বাদাম ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা খাওয়া যেতে পারে । এতে ত্বক আরও বেশি উজ্জ্বল হয়ে যাবে ।

পালং শাক – এই শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ । এই শাক ত্বকের স্বাস্থ্যকে ভাল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে।

সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করে ভিটামিন ই । তাই ভিটামিন ই এর অভাব হলে ত্বক কালো হয়ে যায় এবং মুখের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় । তাই উজ্জ্বলতা বাড়াতে এবং চোখের নিচের কালো দাগ দূর করতে ভিটামিন-ই সমৃদ্ধ খাবার বেশি করে খাওয়া যেতে পারে। এর ফলে খুব সহজেই ফিরে আসবে ত্বকের উজ্জ্বলতা।

বনোয়ারীলাল চৌধুরী

Dark Circle Remedies: চোখের তলায় কালি? আর ক্রিম-লোশনে গাদাগাদা খরচ নয়, এই সস্তা-সাধারণ খাবারেই দূর হবে ডার্ক-সার্কল

হাজার নামীদামি ক্রিম-লোশন মেখেও চোখের তলায় মোটা কালি? বহু ঘরোয়া টোটকা ব্যবহার করেও কালি কাটছে না? এবার কিন্তু সতর্ক হওয়ার পালা।
হাজার নামীদামি ক্রিম-লোশন মেখেও চোখের তলায় মোটা কালি? বহু ঘরোয়া টোটকা ব্যবহার করেও কালি কাটছে না? এবার কিন্তু সতর্ক হওয়ার পালা।
বিভিন্ন কারণে ডার্ক সার্কল দেখা দেয়। তারমধ্যে একটি হল ভিটামিনের অভাব। তবে মানসিক চাপ ও অনিদ্রাজনিত কারণে ডার্ক সার্কল বেশি দেখা যায়। এর থেকে বাঁচতে অনেকেই নামীদামি লোশন-ক্রিম ব্যবহার করেন, ছোটেন পার্লারে। কিন্তু মাথায় রাখবেন, সব কসমেটিক্সেই কেমিক্যাল আছে এবং তার পার্শ্বপ্রতিক্রিয়াও আছে। কাজেই ঘরোয়া উপায়ে ডার্ক সার্কল-এর মোকাবিলা করুন। সহজ-সাধারণ ও সস্তা কিছু খাবারেই দূর করা যায় ডার্ক সার্কল--
বিভিন্ন কারণে ডার্ক সার্কল দেখা দেয়। তারমধ্যে একটি হল ভিটামিনের অভাব। তবে মানসিক চাপ ও অনিদ্রাজনিত কারণে ডার্ক সার্কল বেশি দেখা যায়। এর থেকে বাঁচতে অনেকেই নামীদামি লোশন-ক্রিম ব্যবহার করেন, ছোটেন পার্লারে। কিন্তু মাথায় রাখবেন, সব কসমেটিক্সেই কেমিক্যাল আছে এবং তার পার্শ্বপ্রতিক্রিয়াও আছে। কাজেই ঘরোয়া উপায়ে ডার্ক সার্কল-এর মোকাবিলা করুন। সহজ-সাধারণ ও সস্তা কিছু খাবারেই দূর করা যায় ডার্ক সার্কল–
 চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানান, ডার্ক সার্কল এর অর্থ কালো ছোপ। এই সমস্যার সমাধানে ভিটামিন সি সমৃদ্ধ ফল-লেবু খুবই উপকারী। ত্বক জেল্লাদার করতে ভিটামিন সি-র জুরি মেলা ভার। এই ভিটামিন চোখের চারপাশের ইলাস্টিসিটি বজায় রাখে, কোলাজেন তৈরিতে সাহায্য করে। ব্রলো,ফুলকপি,পালং শাক, আলু, টমেটো, যে-কোনও লেবু জাতীয় ফলে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে।
অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানান, ডার্ক সার্কল এর অর্থ কালো ছোপ। তাই এই সমস্যা সমাধানে ভিটামিন-C সমৃদ্ধ ফল লেবু খুবই উপকারী। ত্বক জেল্লাদার করতে ভিটামিন সি-র জুরি মেলা ভার। এই ভিটামিন চোখের চারপাশের ইলাস্টিসিটি বজায় রাখে, কোলাজেন তৈরিতে সাহায্য করে। ব্রলো,ফুলকপি,পালং শাক, আলু, টমেটো, যে-কোনও লেবু জাতীয় ফলে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে।
ত্বকের যে কোন দাগ তুলতে কার্যকরী ভূমিকা গ্রহণ করে টম্যাটো। এতে রয়েছে লাইকোপিন নামক উপাদান যা চোখের তলার কালি দূর করে।
ত্বকের যে কোন দাগ তুলতে কার্যকরী ভূমিকা গ্রহণ করে টম্যাটো। এতে রয়েছে লাইকোপিন নামক উপাদান যা চোখের তলার কালি দূর করে।
আয়রনসমৃদ্ধ খাবার খেলে ত্বক উজ্জ্বল হয়। প্রতিদিন পালং শাক ও ডাল পাতে রাখলে ত্বকে কালো ছোপ পড়া থেকে মুক্তি পাওয়া যায়। দূর হয় চোখের তলার কালি-ও। শরীরে আয়রনের ঘাটতি মানেই, কোষে যথেষ্ট পরিমাণ অক্সিজেন পৌঁছচ্ছে না, ফলে চোখের তলায় কালি পড়ছে। সবুজ শাক সবজি যেমন পালং শাক, ডাল, বাদাম, হরেক কিসিমের বীজ, ব্রান রাইস, গম, ড্রাই ফ্রুট-এ প্রচুর পরিমাণ আয়রন থাকে।
আয়রনসমৃদ্ধ খাবার খেলে ত্বক উজ্জ্বল হয়। প্রতিদিন পালং শাক ও ডাল পাতে রাখলে ত্বকে কালো ছোপ পড়া থেকে মুক্তি পাওয়া যায়। দূর হয় চোখের তলার কালি-ও। শরীরে আয়রনের ঘাটতি মানেই, কোষে যথেষ্ট পরিমাণ অক্সিজেন পৌঁছচ্ছে না, ফলে চোখের তলায় কালি পড়ছে। সবুজ শাক সবজি যেমন পালং শাক, ডাল, বাদাম, হরেক কিসিমের বীজ, ব্রান রাইস, গম, ড্রাই ফ্রুট-এ প্রচুর পরিমাণ আয়রন থাকে।
মুখের ত্বক দাগহিন রাখতে ডায়েটে ভিটামিন-ই যুক্ত খাবার রাখুন। আমন্ড ও চিনা বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়। ভিটামিন ই-র অভাবে ত্বকে বুড়োটে ছাপ পড়ে, দেখা দেয় বলিরেখা ও চোখের তলায় কালি। চোখ ফুলেও যায়। গার্ম অয়েল, সামফ্লাওয়ার তেল, চিনাবাদাম, কাঠবাদাম. সূর্যমুখী ফুলের বীজ, পালং শাক, ব্রকোলিতে ভাল পরিমাণে ভিটামিন ই থাকে।
মুখের ত্বক দাগহিন রাখতে ডায়েটে ভিটামিন-ই যুক্ত খাবার রাখুন। আমন্ড ও চিনা বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়। ভিটামিন ই-র অভাবে ত্বকে বুড়োটে ছাপ পড়ে, দেখা দেয় বলিরেখা ও চোখের তলায় কালি। চোখ ফুলেও যায়। গার্ম অয়েল, সামফ্লাওয়ার তেল, চিনাবাদাম, কাঠবাদাম,সূর্যমুখী ফুলের বীজ, পালং শাক, ব্রকোলিতে ভাল পরিমাণে ভিটামিন ই থাকে।
ত্বকের দাগ তুলতে সাহায্য করে ভিটামিন কে। পুদিনা পাতা ডায়েটে রাখলে দেহে ভিটামিন কে-র মাত্রা ঠিক থাকে এবং ত্বকের দাগ অনেকটাই কমে। শরীরে ভিটামিন কে-র ঘাটতি হলে, চোখের চারপাশের সরু-সরু রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয়, ফলে চোখের তলা ও চারপাশে কালো ছোপ পড়ে। পালং শাক, ব্রকোলি, ফুলকপি, মাছ, মাংস, ডিমে ভাল পরিমাণ ভিটামিন কে থাকে।
ত্বকের দাগ তুলতে সাহায্য করে ভিটামিন কে। পুদিনা পাতা ডায়েটে রাখলে দেহে ভিটামিন কে-র মাত্রা ঠিক থাকে এবং ত্বকের দাগ অনেকটাই কমে। শরীরে ভিটামিন কে-র ঘাটতি হলে, চোখের চারপাশের সরু-সরু রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয়, ফলে চোখের তলা ও চারপাশে কালো ছোপ পড়ে। পালং শাক, ব্রকোলি, ফুলকপি, মাছ, মাংস, ডিমে ভাল পরিমাণ ভিটামিন কে থাকে।