Tag Archives: General Knowledge Story

Rail Knowledge Story: ট্রেনের চাকা কি গাড়ি-বাইকের মতো বদলাতে হয়? কত বছর রেলের চাকার আয়ু? ১০০% মানুষেরই অজানা এই উত্তর

*ভারতীয় রেলকে ভারতের 'লাইফলাইন' বলা হয় এবং প্রতিদিন ৩ কোটিরও বেশি মানুষকে তাদের গন্তব্যে পৌঁছয় রেলের উপরে ভরসা করে। কখনও কি ভেবে দেখেছেন, ট্রেনের চাকা বা চাকার বয়স কত হয়? তারা কত বছর স্থায়ী হয়? তাদের কি গাড়ি বা বাইকের টায়ারের মতো প্রতিস্থাপন করা দরকার?
*ভারতীয় রেলকে ভারতের ‘লাইফলাইন’ বলা হয় এবং প্রতিদিন ৩ কোটিরও বেশি মানুষকে তাদের গন্তব্যে পৌঁছয় রেলের উপরে ভরসা করে। কখনও কি ভেবে দেখেছেন, ট্রেনের চাকা বা চাকার বয়স কত হয়? তারা কত বছর স্থায়ী হয়? তাদের কি গাড়ি বা বাইকের টায়ারের মতো প্রতিস্থাপন করা দরকার?
*ভয়াবহ দুর্ঘটনায় ট্রেনের চাকা লাইনচ্যুত হয়, কিন্তু খুব কমই সেগুলিতে ফাটল ধরে বা ভেঙে যায়। সংগৃহীত ছবি।
*ভয়াবহ দুর্ঘটনায় ট্রেনের চাকা লাইনচ্যুত হয়, কিন্তু খুব কমই সেগুলিতে ফাটল ধরে বা ভেঙে যায়। সংগৃহীত ছবি।
*ভারতীয় রেল বিভিন্ন ধরনের ট্রেনের ক্ষেত্রে বিভিন্ন চাকা ব্যবহার করে। চাকার ওজন ২৩০ কেজি থেকে ৬৮০ কেজি পর্যন্ত হয়। কিছু মালবাহী ট্রেনের চাকা, যা সাধারণত বড় হয়, 900 কেজি পর্যন্ত ওজনের হয়। সংগৃহীত ছবি।
*ভারতীয় রেল বিভিন্ন ধরনের ট্রেনের ক্ষেত্রে বিভিন্ন চাকা ব্যবহার করে। চাকার ওজন ২৩০ কেজি থেকে ৬৮০ কেজি পর্যন্ত হয়। কিছু মালবাহী ট্রেনের চাকা, যা সাধারণত বড় হয়, 900 কেজি পর্যন্ত ওজনের হয়। সংগৃহীত ছবি।
*বেঙ্গালুরু-ভিত্তিক রেল চাকা কারখানায় মূলত ভারতীয় রেলের জন্য চাকা তৈরি করে। অন্যান্য কারখানায়ও চাকা তৈরি হয়। এ ছাড়া বিদেশ থেকেও ট্রেনের এই চাকা আমদানি করা হয়। সংগৃহীত ছবি।
*বেঙ্গালুরু-ভিত্তিক রেল চাকা কারখানায় মূলত ভারতীয় রেলের জন্য চাকা তৈরি করে। অন্যান্য কারখানায়ও চাকা তৈরি হয়। এ ছাড়া বিদেশ থেকেও ট্রেনের এই চাকা আমদানি করা হয়। সংগৃহীত ছবি।
*ট্রেনের চাকা প্রধানত দুটি জিনিস দিয়ে তৈরি হয়। প্রথমটি ঢালাই লোহা এবং দ্বিতীয়টি ইস্পাত। চাকা উপর যে অ্যাক্সেল বিশ্রাম নেয়, তাও শক্ত ইস্পাত দিয়ে তৈরি। সংগৃহীত ছবি।
*ট্রেনের চাকা প্রধানত দুটি জিনিস দিয়ে তৈরি হয়। প্রথমটি ঢালাই লোহা এবং দ্বিতীয়টি ইস্পাত। চাকা উপর যে অ্যাক্সেল বিশ্রাম নেয়, তাও শক্ত ইস্পাত দিয়ে তৈরি। সংগৃহীত ছবি।
*একটি চাকার বয়স বা সেই চাকা কতবছর স্থায়ী হবে তা দুটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমটি হচ্ছে ট্রেনটির ফ্রিকোয়েন্সি কতটুকু বা এটি প্রতিদিন কত কিলোমিটার চলে। কোন ধরনের জলবায়ু অতিক্রম করে। দ্বিতীয়টি হল এটি কতটুকু ওজন বহন করে অর্থাৎ ট্রেনটির ধারণ ক্ষমতা কত, ক'টি কোচ রয়েছে। সংগৃহীত ছবি।
*একটি চাকার বয়স বা সেই চাকা কতবছর স্থায়ী হবে তা দুটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমটি হচ্ছে ট্রেনটির ফ্রিকোয়েন্সি কতটুকু বা এটি প্রতিদিন কত কিলোমিটার চলে। কোন ধরনের জলবায়ু অতিক্রম করে। দ্বিতীয়টি হল এটি কতটুকু ওজন বহন করে অর্থাৎ ট্রেনটির ধারণ ক্ষমতা কত, ক’টি কোচ রয়েছে। সংগৃহীত ছবি।
*যদি যাত্রীবাহী ট্রেন হয়, তবে তাদের চাকার ৩-৪ বছর পর্যন্ত ব্যবহার করা হয় বা সেই চাকা কর্মক্ষম থাকে। রেল চাকায় ভর করে ট্রেনটি ৭০০০০ হাজার থেকে ১ লক্ষ মাইল (১১২৬৫৪ কিমি থেকে ১৬০৯৩৪ কিমি) পর্যন্ত চলে। সংগৃহীত ছবি।
*যদি যাত্রীবাহী ট্রেন হয়, তবে তাদের চাকার ৩-৪ বছর পর্যন্ত ব্যবহার করা হয় বা সেই চাকা কর্মক্ষম থাকে। রেল চাকায় ভর করে ট্রেনটি ৭০০০০ হাজার থেকে ১ লক্ষ মাইল (১১২৬৫৪ কিমি থেকে ১৬০৯৩৪ কিমি) পর্যন্ত চলে। সংগৃহীত ছবি।
*মালগাড়ির চাকা ৮ থেকে ১০ বছর পর্যন্ত ব্যবহার করা হয়। এই চাকাগুলি ২.৫ লক্ষ কিলোমিটার পর্যন্ত যাতায়াত করে। এরপর সেগুলি পরিবর্তনের প্রয়োজন হয়। সংগৃহীত ছবি।
*মালগাড়ির চাকা ৮ থেকে ১০ বছর পর্যন্ত ব্যবহার করা হয়। এই চাকাগুলি ২.৫ লক্ষ কিলোমিটার পর্যন্ত যাতায়াত করে। এরপর সেগুলি পরিবর্তনের প্রয়োজন হয়। সংগৃহীত ছবি।
*যেহেতু ট্রেনের সুরক্ষা সম্পূর্ণরূপে চাকার উপর, তাই প্রতি ৩০ দিন অন্তর প্রতিটি চাকা পরীক্ষা করা হয় এবং সামান্য ত্রুটি থাকলে সেগুলি প্রতিস্থাপন করা হয়। বেঙ্গালুরুর রেল হুইল ফ্যাক্টরির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, এটি চাকার জন্য এক বছরের ওয়ারেন্টি থাকে। সংগৃহীত ছবি।
*যেহেতু ট্রেনের সুরক্ষা সম্পূর্ণরূপে চাকার উপর, তাই প্রতি ৩০ দিন অন্তর প্রতিটি চাকা পরীক্ষা করা হয় এবং সামান্য ত্রুটি থাকলে সেগুলি প্রতিস্থাপন করা হয়। বেঙ্গালুরুর রেল হুইল ফ্যাক্টরির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, এটি চাকার জন্য এক বছরের ওয়ারেন্টি থাকে। সংগৃহীত ছবি।

Knowledge Story: বলুন তো ট্রেনের এসি কোচ কেন মাঝখানে থাকে? উত্তর জানলে অবাক হবেন

শীত-গ্রীষ্ম-বর্ষা আমরা ভ্রমণ থেকে বঞ্চিত কখনওই নই। গরমেও আমরা বেড়াতে যাওয়া বন্ধ করিনি। স্বচ্ছন্দ-আরামে ভ্রমণ করার জন্য রেলযাত্রীরা ট্রেনের এসি কামরা বুক করেন।
শীত-গ্রীষ্ম-বর্ষা আমরা ভ্রমণ থেকে বঞ্চিত কখনওই নই। গরমেও আমরা বেড়াতে যাওয়া বন্ধ করিনি। স্বচ্ছন্দ-আরামে ভ্রমণ করার জন্য রেলযাত্রীরা ট্রেনের এসি কামরা বুক করেন।
গরমের ছুটিতে পাহাড়ে যাচ্ছি একটু ঠান্ডা পেতে। কিন্তু ট্রেনে তো গরম। ফলে ট্রেনেও এসি কামরাই ভরসা।
গরমের ছুটিতে পাহাড়ে যাচ্ছি একটু ঠান্ডা পেতে। কিন্তু ট্রেনে তো গরম। ফলে ট্রেনেও এসি কামরাই ভরসা।
লোকাল ট্রেনে এসির কোনও সুবিধা নেই। কিন্তু এক্সপ্রেস ট্রেনে রয়েছে। একটু টাকা থাকলেই সকলে এসি কোচে ভ্রমণ করছেন।
লোকাল ট্রেনে এসির কোনও সুবিধা নেই। কিন্তু এক্সপ্রেস ট্রেনে রয়েছে। একটু টাকা থাকলেই সকলে এসি কোচে ভ্রমণ করছেন।
তবে এটা কি কখনও ভেবে দেখেছেন ট্রেনের এসি কোচ মাঝখানে থাকে কেন?
তবে এটা কি কখনও ভেবে দেখেছেন ট্রেনের এসি কোচ মাঝখানে থাকে কেন?
ভারতীয় ট্রেনে ইঞ্জিনের পর সাধারণ কোচ বসানো হয়। এরপর স্লিপার কোচ রাখা হয়। তারপরে এসি কোচ বসানো হয়। এর পরে ফের স্লিপার কোচ এবং তারপরে আবার সাধারণ বগি রাখা হয়।
ভারতীয় ট্রেনে ইঞ্জিনের পর সাধারণ কোচ বসানো হয়। এরপর স্লিপার কোচ রাখা হয়। তারপরে এসি কোচ বসানো হয়। এর পরে ফের স্লিপার কোচ এবং তারপরে আবার সাধারণ বগি রাখা হয়।
কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও মনে করা হয় ট্রেনের উভয় পাশে লাগেজ কোচ রয়েছে, তার পরে সাধারণ এবং স্লিপার কোচ রয়েছে, তাই বেশিরভাগ ভিড় ভাগ হয়ে যায় এবং তাই মাঝখানে এসি কোচে ভ্রমণকারী যাত্রীরা কম ভিড়ের মুখোমুখি হন।
কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও মনে করা হয় ট্রেনের উভয় পাশে লাগেজ কোচ রয়েছে, তার পরে সাধারণ এবং স্লিপার কোচ রয়েছে, তাই বেশিরভাগ ভিড় ভাগ হয়ে যায় এবং তাই মাঝখানে এসি কোচে ভ্রমণকারী যাত্রীরা কম ভিড়ের মুখোমুখি হন।
কোনও ট্রেন যখন স্টেশনে থামে, তখনই এসি কোচের যাত্রীরা স্টেশন থেকে বের হওয়ার প্রথম সুযোগ পান অর্থাৎ স্টেশনে যাত্রীদের ভিড় বাড়ার আগেই এসি কোচের যাত্রীদের বের হয়ে যেতে হয়।
কোনও ট্রেন যখন স্টেশনে থামে, তখনই এসি কোচের যাত্রীরা স্টেশন থেকে বের হওয়ার প্রথম সুযোগ পান অর্থাৎ স্টেশনে যাত্রীদের ভিড় বাড়ার আগেই এসি কোচের যাত্রীদের বের হয়ে যেতে হয়।

Knowledge Story: সাবধান…! শরীরের তাপমাত্রা এর চেয়ে বেশি হলেই ‘মৃত্যু’! সর্বোচ্চ কতটা তাপ সহ্য করতে পারে মানুষ? শিউরে ওঠা তথ্য সমীক্ষায়

গরম বাড়তেই হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ৷ বৈশাখের দহনে পুড়ছে গোটা বাংলা-সহ একাধিক রাজ্য৷ সারা দেশে তাপপ্রবাহ বাড়ছে৷ ইতিমধ্যেই আবহাওয়া দফতর তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে একাধিক রাজ্যে৷
গরম বাড়তেই হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ৷ বৈশাখের দহনে পুড়ছে গোটা বাংলা-সহ একাধিক রাজ্য৷ সারা দেশে তাপপ্রবাহ বাড়ছে৷ ইতিমধ্যেই আবহাওয়া দফতর তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে একাধিক রাজ্যে৷
জলবায়ু পরিবর্তনের প্রভাব হোক বা এল নিনোর, আবহাওয়া দফতর বলছে, এ বছর তাপপ্রবাহ রেকর্ড তৈরি করতে পারে। কিন্তু জানেন কি, মানবদেহ সর্বোচ্চ কতটা তাপমাত্রা সহ্য করতে পারে?
জলবায়ু পরিবর্তনের প্রভাব হোক বা এল নিনোর, আবহাওয়া দফতর বলছে, এ বছর তাপপ্রবাহ রেকর্ড তৈরি করতে পারে। কিন্তু জানেন কি, মানবদেহ সর্বোচ্চ কতটা তাপমাত্রা সহ্য করতে পারে?
একজন সুস্থ মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, তবে হিট স্ট্রোকের আগে মানুষের শরীরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে।
একজন সুস্থ মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, তবে হিট স্ট্রোকের আগে মানুষের শরীরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে।
হিট স্ট্রোক হল একটি অবস্থা যা তখনই ঘটে যখন শরীর তার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে অক্ষম হয় এবং অবিলম্বে চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাপপ্রবাহ যেহারে বাড়ছে তাতে  মৃত্যুর  ঝুঁকিও বাড়ছে৷
হিট স্ট্রোক হল একটি অবস্থা যা তখনই ঘটে যখন শরীর তার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে অক্ষম হয় এবং অবিলম্বে চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাপপ্রবাহ যেহারে বাড়ছে তাতে মৃত্যুর ঝুঁকিও বাড়ছে৷
 মানবদেহ সর্বোচ্চ কতটা তাপমাত্রা সহ্য করতে পারে তা আসলে বিতর্কের বিষয়। কারণ 'কতটা' সংজ্ঞায়িত করার সময় আমাদেরও মাথায় রাখতে হয় 'কতদিন'৷
মানবদেহ সর্বোচ্চ কতটা তাপমাত্রা সহ্য করতে পারে তা আসলে বিতর্কের বিষয়। কারণ ‘কতটা’ সংজ্ঞায়িত করার সময় আমাদেরও মাথায় রাখতে হয় ‘কতদিন’৷
এর পাশাপাশি বিজ্ঞানীরা আরও একটি বিষয়ে মনোযোগ দিতে বলেছেন যে চারপাশে কী এবং কতটা আর্দ্রতা রয়েছে। কারণ উচ্চ তাপমাত্রার সঙ্গে অতিরিক্ত আর্দ্রতা আরও মারাত্মক হতে পারে।
এর পাশাপাশি বিজ্ঞানীরা আরও একটি বিষয়ে মনোযোগ দিতে বলেছেন যে চারপাশে কী এবং কতটা আর্দ্রতা রয়েছে। কারণ উচ্চ তাপমাত্রার সঙ্গে অতিরিক্ত আর্দ্রতা আরও মারাত্মক হতে পারে।
ভারতে সাধারণ মানুষ যে অবস্থার মধ্যে বাস করে, সেখানে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা মানবদেহে সমস্যা সৃষ্টি করতে শুরু করবে।
ভারতে সাধারণ মানুষ যে অবস্থার মধ্যে বাস করে, সেখানে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা মানবদেহে সমস্যা সৃষ্টি করতে শুরু করবে।
একই সময়ে, ভারতীয় আবহাওয়া অধিদফতরের মতে,৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি মারাত্মক হতে পারে। তবে, শরীরের জন্য আদর্শ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৫ ডিগ্রির মধ্যে হতে পারে। অনেক গবেষণা এটি নিশ্চিত করে।
একই সময়ে, ভারতীয় আবহাওয়া অধিদফতরের মতে,৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি মারাত্মক হতে পারে। তবে, শরীরের জন্য আদর্শ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৫ ডিগ্রির মধ্যে হতে পারে। অনেক গবেষণা এটি নিশ্চিত করে।

Knowledge Story: সাপ কি সত্যিই দুধ খায়? ৯০% মানুষই উত্তর দিতে গিয়ে হিমশিম! আসল সত্যিটা জানলে চমকে যাবেন

'দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি'- এই প্রবাদটি বহু বছর ধরে বাংলায় প্রচলিত৷ সাপ বাটি থেকে দুধ খাচ্ছে এমনটা শুধু ছবিতেই নয়, বাস্তবেও কিছু মানুষ সাপকে দুধ খাওয়ান। নাগপঞ্চমী, শিবরাত্রি দিনগুলিতে এই ধরনের দৃশ্য দেখা যায়৷
‘দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি’- এই প্রবাদটি বহু বছর ধরে বাংলায় প্রচলিত৷ সাপ বাটি থেকে দুধ খাচ্ছে এমনটা শুধু ছবিতেই নয়, বাস্তবেও কিছু মানুষ সাপকে দুধ খাওয়ান। নাগপঞ্চমী, শিবরাত্রি দিনগুলিতে এই ধরনের দৃশ্য দেখা যায়৷
 সাপ কি সত্যিই দুধ পান করে? এটা নিয়ে নানা প্রশ্ন আছে৷ এমনকী সাপকে দুধ খাওয়ানো নিয়ে নানা মতামত রয়েছে৷ এই কারণেই বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে সাপ দুধ পান করে।
সাপ কি সত্যিই দুধ পান করে? এটা নিয়ে নানা প্রশ্ন আছে৷ এমনকী সাপকে দুধ খাওয়ানো নিয়ে নানা মতামত রয়েছে৷ এই কারণেই বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে সাপ দুধ পান করে।
তবে বিজ্ঞান এটাকে ভুল বলে মনে করে। জীববিজ্ঞানীরা বলেন, সাপ দুধ পান করে না। হ্যাঁ, বিজ্ঞানের মতে, সাপ সরীসৃপ শ্রেণীর একটি মাংসাশী প্রাণী। সাপ জল খায় কিন্তু দুধ খায় না৷ সাপ ব্যাঙ, ইঁদুর, বিভিন্ন পাখির ডিম এবং অন্যান্য প্রাণীর মাংস খায়, কিন্তু স্বেচ্ছায় দুধ পান করে না।
তবে বিজ্ঞান এটাকে ভুল বলে মনে করে। জীববিজ্ঞানীরা বলেন, সাপ দুধ পান করে না। হ্যাঁ, বিজ্ঞানের মতে, সাপ সরীসৃপ শ্রেণীর একটি মাংসাশী প্রাণী। সাপ জল খায় কিন্তু দুধ খায় না৷ সাপ ব্যাঙ, ইঁদুর, বিভিন্ন পাখির ডিম এবং অন্যান্য প্রাণীর মাংস খায়, কিন্তু স্বেচ্ছায় দুধ পান করে না।
সাপ কখনওই দুধ হজম করতে পারে না৷ কারণ সাপের পাকস্থলিতে হজমের জন্য যেটা দরকার সেটা কখনওই তৈরি হয় না৷ তবে সাপুড়েরা যখন খেলা দেখান, সেখানে দেখা যায় তাঁদের সাপ দুধ খাচ্ছে, সেটা কী আদৌ সম্ভব?
সাপ কখনওই দুধ হজম করতে পারে না৷ কারণ সাপের পাকস্থলিতে হজমের জন্য যেটা দরকার সেটা কখনওই তৈরি হয় না৷ তবে সাপুড়েরা যখন খেলা দেখান, সেখানে দেখা যায় তাঁদের সাপ দুধ খাচ্ছে, সেটা কী আদৌ সম্ভব?
মধ্যপ্রদেশের ইন্দোর চিড়িয়াখানার কিউরেটর নিহার পারুলেকার বলেছেন যে,তাদের পোষা সাপগুলিকে দীর্ঘদন জল না খাইয়ে রাখা হয়৷ তখন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত সাপ যে কোনও তরল পদার্থ পেলেই তা পান করে। তখন এই দুধ সাপের ফুসফুসে প্রবেশ করে এবং নিউমোনিয়া হয়। এমন অবস্থায় সাপ মারা যায়।
মধ্যপ্রদেশের ইন্দোর চিড়িয়াখানার কিউরেটর নিহার পারুলেকার বলেছেন যে,তাদের পোষা সাপগুলিকে দীর্ঘদন জল না খাইয়ে রাখা হয়৷ তখন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত সাপ যে কোনও তরল পদার্থ পেলেই তা পান করে। তখন এই দুধ সাপের ফুসফুসে প্রবেশ করে এবং নিউমোনিয়া হয়। এমন অবস্থায় সাপ মারা যায়।
তিনি আরও জানান, বেশ কিছু দিন ক্ষুধার্ত থাকার পর সাপটি যা কিছু পায় তা-ই খায় এমনকী দুধও খেয়ে ফেলে এবং মারা যায়। কারণ এই দুধ সাপের জন্য বিষের সমান।
তিনি আরও জানান, বেশ কিছু দিন ক্ষুধার্ত থাকার পর সাপটি যা কিছু পায় তা-ই খায় এমনকী দুধও খেয়ে ফেলে এবং মারা যায়। কারণ এই দুধ সাপের জন্য বিষের সমান।

Knowledge Story: ‘বোতল’-এর বাংলা কী? কোথা থেকে এসেছে শব্দটি? ৯০% মানুষই ভুল জানেন, আসল উত্তরটা জানলে চমকে যাবেন

দৈনন্দিন জীবনে অনেক জিনিস আমরা ব্যবহার করি তার মধ্যে অন্যতম একটি হল বোতল৷ এই বোতল ছাড়া আমাদের এক মুহূর্ত  চলে না৷ তবে এই বোতলের বাংলা কী জানেন?
দৈনন্দিন জীবনে অনেক জিনিস আমরা ব্যবহার করি তার মধ্যে অন্যতম একটি হল বোতল৷ এই বোতল ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না৷ তবে এই বোতলের বাংলা কী জানেন?
অনেকেই ভাবছেন বোতলের আবার বাংলা হয় নাকি৷  যা ইংরাজিতে Bottle এবং বাংলায় বোতল নামেই বেশি পরিচিত। কিন্তু বোতলের আক্ষরিক বাংলা অনুবাদ অনেকের কাছেই অপরিচিত।
অনেকেই ভাবছেন বোতলের আবার বাংলা হয় নাকি৷ যা ইংরাজিতে Bottle এবং বাংলায় বোতল নামেই বেশি পরিচিত। কিন্তু বোতলের আক্ষরিক বাংলা অনুবাদ অনেকের কাছেই অপরিচিত।
বোতল আদতে একটি ইংরাজি শব্দ৷ এটি একদমই হিন্দি শব্দ নয়৷ তথ্য অনুযায়ী, পূর্ব ফ্রেঞ্চ ভাষায় boteille শব্দ থেকে বোতল শব্দের উৎপত্তি হয়েছে। কিন্তু এই বোতল নিয়েও অনেক বিতর্ক রয়েছে। অনেক জায়গায়, ল্যাটিন এবং গ্রিক ভাষা থেকে Bottle শব্দের উৎপত্তি হয়েছে বলেও দাবি করা হয়েছে।
বোতল আদতে একটি ইংরাজি শব্দ৷ এটি একদমই হিন্দি শব্দ নয়৷ তথ্য অনুযায়ী, পূর্ব ফ্রেঞ্চ ভাষায় boteille শব্দ থেকে বোতল শব্দের উৎপত্তি হয়েছে। কিন্তু এই বোতল নিয়েও অনেক বিতর্ক রয়েছে। অনেক জায়গায়, ল্যাটিন এবং গ্রিক ভাষা থেকে Bottle শব্দের উৎপত্তি হয়েছে বলেও দাবি করা হয়েছে।
যদিও বাংলাতে বোতল শব্দের কোনও বাংলা অনুবাদ নেই৷ ইংরাজিতে  Bottle এবং বাংলায় বোতল বলেই বেশি পরিচিত৷ তবে অনেক জায়গায় বোতলকে বাংলা সরু মুখযুক্ত লম্বা পাত্র বলা হয়৷ যা মূলত জল রাখার জন্য ব্যবহৃত হয়৷ তবে বোতলের কোনও বাংলা এখনও সঠিক ভাবে পাওয়া যায়নি৷
যদিও বাংলাতে বোতল শব্দের কোনও বাংলা অনুবাদ নেই৷ ইংরাজিতে Bottle এবং বাংলায় বোতল বলেই বেশি পরিচিত৷ তবে অনেক জায়গায় বোতলকে বাংলা সরু মুখযুক্ত লম্বা পাত্র বলা হয়৷ যা মূলত জল রাখার জন্য ব্যবহৃত হয়৷ তবে বোতলের কোনও বাংলা এখনও সঠিক ভাবে পাওয়া যায়নি৷
অনেক জায়গায় বোতলকে শিশিও বলা হয়৷ শিশি শব্দটি এসেছে ফার্সি শব্দ শিশাহ থেকে। মিশরীয় ভাষায় একে Shes বলা হয়।
অনেক জায়গায় বোতলকে শিশিও বলা হয়৷ শিশি শব্দটি এসেছে ফার্সি শব্দ শিশাহ থেকে। মিশরীয় ভাষায় একে Shes বলা হয়।
ফার্সি ভাষায়, এই শব্দের অর্থ সম্প্রসারিত এবং কাঁচ এবং কাঁচের তৈরি বস্তু বোঝাতে ব্যবহৃত হয়। এই শব্দটি ভারতেও গৃহীত হয়েছে। বোতলটির একটি গুণ হল এটির মুখের কাছে একটি সরু ঘাড় থাকে।
ফার্সি ভাষায়, এই শব্দের অর্থ সম্প্রসারিত এবং কাঁচ এবং কাঁচের তৈরি বস্তু বোঝাতে ব্যবহৃত হয়। এই শব্দটি ভারতেও গৃহীত হয়েছে। বোতলটির একটি গুণ হল এটির মুখের কাছে একটি সরু ঘাড় থাকে।

Knowledge Story: বলুন তো, এমন কোন ফল যা অর্ধেক কেটে ফেললেই সবজি হয়ে যায়? ৯৯% মানুষই উত্তর দিতে গিয়ে হিমশিম, আপনি জানেন?

গরমকাল আসতে না আসতেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সকালে তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে বাইরে বেরনোর কথা শুনলেই রীতিমতো গায়ে জ্বর আসে৷। তবে গরম এলেই সবজি ও ফলের বাজার ছেয়ে যায়। ইতিমধ্যেই বাজারে গরমের মরশুমি ফলে ভরে যায়৷
গরমকাল আসতে না আসতেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সকালে তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে বাইরে বেরনোর কথা শুনলেই রীতিমতো গায়ে জ্বর আসে৷। তবে গরম এলেই সবজি ও ফলের বাজার ছেয়ে যায়। ইতিমধ্যেই বাজারে গরমের মরশুমি ফলে ভরে যায়৷
গরমের একাধিক ফলের মধ্যে এমন একটি ফল রয়েছে যা নাকি অর্ধেক কেটে ফেলার সঙ্গে সঙ্গেই সবজিতে পরিণত হয়৷ এটা শুনে সকলেই চিন্তা করছেন কী সেই ফল৷
গরমের একাধিক ফলের মধ্যে এমন একটি ফল রয়েছে যা নাকি অর্ধেক কেটে ফেলার সঙ্গে সঙ্গেই সবজিতে পরিণত হয়৷ এটা শুনে সকলেই চিন্তা করছেন কী সেই ফল৷
এই ফলের নাম বলতে গিয়ে বেশিরভাগ মানুষই হিমশিম খেয়েছেন৷ শুধু তাই নয়, অধিকাংশ মানুষই ব্যর্থ হয়েছেন৷
এই ফলের নাম বলতে গিয়ে বেশিরভাগ মানুষই হিমশিম খেয়েছেন৷ শুধু তাই নয়, অধিকাংশ মানুষই ব্যর্থ হয়েছেন৷
সোশ্যাল মিডিয়ায় অনেকেই কাঁঠালের নামও বলেছেন৷ তবে এই উত্তরটা সম্পূর্ণ ভুল৷ কাঁঠাল হল আগে সবজি এবং পরিণত অবস্থায় ফল৷
সোশ্যাল মিডিয়ায় অনেকেই কাঁঠালের নামও বলেছেন৷ তবে এই উত্তরটা সম্পূর্ণ ভুল৷ কাঁঠাল হল আগে সবজি এবং পরিণত অবস্থায় ফল৷
কোন এমন ফল যা অর্ধেক কেটে ফেলার পরই সবজি হয়ে যায়৷ উত্তরে জানা গেছে, এটির নাম আলুবোখরা৷ এই ফলের অর্ধেক নাম আলু, এবং আলু হল একটি সবজি৷ তা এই ফলটি অর্ধেক খাওয়ার পর সবজি হয়ে যায়৷
কোন এমন ফল যা অর্ধেক কেটে ফেলার পরই সবজি হয়ে যায়৷ উত্তরে জানা গেছে, এটির নাম আলুবোখরা৷ এই ফলের অর্ধেক নাম আলু, এবং আলু হল একটি সবজি৷ তা এই ফলটি অর্ধেক খাওয়ার পর সবজি হয়ে যায়৷
টক-মিষ্টি স্বাদের আলুবোখরা খেতে যেমন সুস্বাদু, তেমনই এর প্রচুর গুণও রয়েছে৷ আজকাল বাজারেও প্রচুর বিক্রি হয়৷ বিভিন্ন রঙের এবং ভিন্ন জাতের আলুবোখরা পাওয়া যায়৷ এমনকি বিরিয়ানিতে এর জুড়ি মেলা ভার৷
টক-মিষ্টি স্বাদের আলুবোখরা খেতে যেমন সুস্বাদু, তেমনই এর প্রচুর গুণও রয়েছে৷ আজকাল বাজারেও প্রচুর বিক্রি হয়৷ বিভিন্ন রঙের এবং ভিন্ন জাতের আলুবোখরা পাওয়া যায়৷ এমনকি বিরিয়ানিতে এর জুড়ি মেলা ভার৷

General Knowledge Story: চুড়িতে কেন সেফটিপিন লাগিয়ে রাখেন মহিলারা? এর পিছনে কিন্তু অনেক বড় কারণ আছে

বিবাহিত মহিলারা হাতে চুড়ি পরেন। শাঁখা, পলা, নোয়াও এর একটা অঙ্গ। বাঙালি-অবাঙালি সকলেরই চুড়ি পরার রীতি রয়েছে।
বিবাহিত মহিলারা হাতে চুড়ি পরেন। শাঁখা, পলা, নোয়াও এর একটা অঙ্গ। বাঙালি-অবাঙালি সকলেরই চুড়ি পরার রীতি রয়েছে।

 

সেফটিপিন খুব জরুরি একটি জিনিস। যে কোনও সময় যে কোনও দরকারে এটি লাগে। যেহেতু মহিলারা শাড়ি বা সালওয়ার পরে থাকেন তাই আঁচল বা ওড়না পিন করারও দরকার পরে।
সেফটিপিন খুব জরুরি একটি জিনিস। যে কোনও সময় যে কোনও দরকারে এটি লাগে। যেহেতু মহিলারা শাড়ি বা সালওয়ার পরে থাকেন তাই আঁচল বা ওড়না পিন করারও দরকার পরে।
সেফটিপিন আত্মরক্ষার একটা হাতিয়ারও বটে। নানা সময় নানা পরিস্থিতিতে মেয়েদের একাধিক হেনস্থার শিকার হতে হয়। সেফটিপিন সেক্ষেত্রে একটা বড় ভরসা হতে পারে।
সেফটিপিন আত্মরক্ষার একটা হাতিয়ারও বটে। নানা সময় নানা পরিস্থিতিতে মেয়েদের একাধিক হেনস্থার শিকার হতে হয়। সেফটিপিন সেক্ষেত্রে একটা বড় ভরসা হতে পারে।
তবে চুড়িতে পিন আটকাবেন না। জ্যোতিষমতে পিন যেহেতু লোহার তৈরি, এতে শনির প্রভাবে থাকে। তাই হাতে পিন আটকে রাখলে, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে।
তবে চুড়িতে পিন আটকাবেন না। জ্যোতিষমতে পিন যেহেতু লোহার তৈরি, এতে শনির প্রভাবে থাকে। তাই হাতে পিন আটকে রাখলে, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে।
সতর্কীকরণ- নিউজ ১৮ বাংলা কোনওরকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে সমর্থন করে না।
সতর্কীকরণ- নিউজ ১৮ বাংলা কোনওরকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে সমর্থন করে না।

General Knowledge Story: কালো অংশের নাম তো মণি, জানেন চোখের সাদা অংশের নাম কী? বেশিরভাগেরই অজানা এই উত্তর

জানার কোনও শেষ নেই। আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে। যা শুনলে আমরা আকাশ থেকে পড়ি। এমনও যে হতে পারে ভাবা যায় না। উত্তরটা জানলে আমাদের অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকে না।
জানার কোনও শেষ নেই। আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে। যা শুনলে আমরা আকাশ থেকে পড়ি। এমনও যে হতে পারে ভাবা যায় না। উত্তরটা জানলে আমাদের অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকে না।
আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে। আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি।
আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে। আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি।
কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি।
কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি।
আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন।
আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন।
আপনারা তো জানেন চোখের কালো অংশকে মণি বলে, জানেন চোখের সাদা অংশকে কী বলে ? এর নাম শ্বেতমণ্ডল বা স্ক্লেরা।
আপনারা তো জানেন চোখের কালো অংশকে মণি বলে, জানেন চোখের সাদা অংশকে কী বলে ? এর নাম শ্বেতমণ্ডল বা স্ক্লেরা।
চোখ নিয়ে এমন অনেক বিষয় আছে যা আমরা অনেকেই হয়তো জানি না।
চোখ নিয়ে এমন অনেক বিষয় আছে যা আমরা অনেকেই হয়তো জানি না।
যেমন আরও একটি প্রশ্ন আপনাদের সামনে নিয়ে আসি। প্রশ্নটি হল আমরা চোখ বন্ধ করলে যে রঙ দেখি তার নাম কী? এর উত্তর কালো নয় তা আগেই জানিয়ে দেওয়া হল।
যেমন আরও একটি প্রশ্ন আপনাদের সামনে নিয়ে আসি। প্রশ্নটি হল আমরা চোখ বন্ধ করলে যে রঙ দেখি তার নাম কী? এর উত্তর কালো নয় তা আগেই জানিয়ে দেওয়া হল।
সঠিক উত্তরটি হল চোখ বন্ধ করলে আমরা যে রংটি দেখতে পাই বা অনুভব করতে পারি সেটির নাম হল আইগেনগ্রাও (Eigengrau, #16161D)। এটি একটি ইউনিক রং। যা কালো নয়।
সঠিক উত্তরটি হল চোখ বন্ধ করলে আমরা যে রংটি দেখতে পাই বা অনুভব করতে পারি সেটির নাম হল আইগেনগ্রাও (Eigengrau, #16161D)। এটি একটি ইউনিক রং। যা কালো নয়।

Knowledge Story: বলুন তো কোন প্রাণীর একটি চোখ? দেখতে পায় দূরের সব জিনিস! কিন্তু বাঁচে মাত্র ৩ মাস, উত্তর দিতে গিয়েই হিমশিম ৯৯% মানুষ

পৃথিবীতে আজব প্রাণীর অভাব নেই। যেমন কিছু মানুষ সারাজীবন ঘুমায় না, কেউ সম্পূর্ণ স্বচ্ছ, কারোর রক্ত ​​নীল। কিন্তু সব প্রাণীরই প্রায় ২টি চোখ থাকে। কেউ কেউ হয়তো একটু কম দেখেন, কিন্তু তাদেরও দুটি চোখ থাকে। কিন্তু পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যার কেবল একটি মাত্র চোখ। কী সেই প্রাণী, যার একটি মাত্র চোখ আছে৷

পৃথিবীর একচোখা প্রাণীর নাম সাইক্লোপস। এটি আকারে বেশ ছোট দেখতেও খানিকটা কুকুরছানার মতো, তবে এটি কুকুরছানা নয়৷ সাইক্লপস প্রজাতির মধ্যে ৪৪টি প্রজাতি পৃথিবীতে রয়েছে। তারা জল fleas নামেও পরিচিত। সাইক্লপগুলি ব্রিটেন জুড়ে মিষ্টি জলে বাস করে এবং ধীরগতির নদী এবং খালগুলিতে, বিশেষত আগাছার মধ্যে ।

আরও পড়ুন-   শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

সব প্রজাতিরই একটি মাত্র চোখ থাকে। বিশেষ বিষয় হল তাদের চোখ লাল বা কালো হয়। সাইক্লোপগুলি সাধারণত ০.৫-৩ মিলিমিটার লম্বা হয়। তাদের মাথায় ৫ জোড়া অঙ্গ এবং তাদের শরীরের মাঝখানে ৭ জোড়া অঙ্গ রয়েছে। তাদের ২ জোড়া অ্যান্টেনাও রয়েছে। এদের গড় আয়ু মাত্র ৩ মাস। এর পর তাদের জীবন শেষ হয়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, সম্ভবত মিউটেশনের কারণে এটি ঘটেছে। সাইক্লপস একটি অদ্ভুত ধরনের প্রাণী, যার কপালে একটি চোখ থাকে। এই চোখটি বেশ বড় এবং এটিকে অনেক দূর দেখতে সক্ষম করে। অনেক সময় ছাগল প্রজাতির এক চোখ বিশিষ্ট প্রাণীও দেখা গেছে। একই সময়ে, Tuatera একটি প্রাণী যার তিনটি চোখ আছে। রিকোসেফালিয়া শ্রেণীর এই প্রাণীটি নিউজিল্যান্ডে পাওয়া যায়। তৃতীয় শঙ্কু আকৃতির চোখটিকে পিনিয়াল আই বলা হয়, যা মাথার মাঝখানে মস্তিষ্কের উপরে একটি গর্তে অবস্থিত।

General Knowledge Story: সব থেকে দুর্ভাগা! বলুন তো শরীরের কোন অঙ্গের বিশ্রাম নেই? মগজে শান দিলেই উত্তর পাবেন

জানার কোনও শেষ নেই। আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে। যা শুনলে আমরা আকাশ থেকে পড়ি। এমনও যে হতে পারে ভাবা যায় না। উত্তরটা জানলে আমাদের অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকে না।
জানার কোনও শেষ নেই। আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে। যা শুনলে আমরা আকাশ থেকে পড়ি। এমনও যে হতে পারে ভাবা যায় না। উত্তরটা জানলে আমাদের অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকে না।
আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে। আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি।
আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে। আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি।
কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি।
কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি।
আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন।
আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন।
বলুন তো শরীরের কোন অঙ্গের বিশ্রাম নেই?
বলুন তো শরীরের কোন অঙ্গের বিশ্রাম নেই?
হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, পাকস্থলী.. আর এই সমস্ত অঙ্গকে পরিচালনা করে আমাদের মস্তিষ্ক৷ তাই এই মস্তিষ্কের কোনও বিশ্রাম নেই।
হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, পাকস্থলী.. আর এই সমস্ত অঙ্গকে পরিচালনা করে আমাদের মস্তিষ্ক৷ তাই এই মস্তিষ্কের কোনও বিশ্রাম নেই।
মস্তিষ্ক সেরিব্রোস্পাইনাল ফ্লুইড দ্বারা আবৃত এবং সুরক্ষিত থাকে। এই জলীয় তরল মস্তিষ্কের চারটি ফাঁকা জায়গায় বিশেষ কোষ দ্বারা উত্পাদিত হয়, যাকে ভেন্ট্রিকল বলে।
মস্তিষ্ক সেরিব্রোস্পাইনাল ফ্লুইড দ্বারা আবৃত এবং সুরক্ষিত থাকে। এই জলীয় তরল মস্তিষ্কের চারটি ফাঁকা জায়গায় বিশেষ কোষ দ্বারা উত্পাদিত হয়, যাকে ভেন্ট্রিকল বলে।
মস্তিষ্ক শরীরের সবচেয়ে নরম অংশও বটে। যেহেতু এটি পুরো দেহকে পরিচালনা করে, তাই বিশ্রাম নেওয়ার অবকাশ পায় না।
মস্তিষ্ক শরীরের সবচেয়ে নরম অংশও বটে। যেহেতু এটি পুরো দেহকে পরিচালনা করে, তাই বিশ্রাম নেওয়ার অবকাশ পায় না।