Tag Archives: Kolkata Police

Kolkata College Student: কলকাতার কলেজের ছাত্রের কাছে এত অস্ত্র-বোমার মশলা! গড়িয়ায় হানা দিয়ে তাজ্জব পুলিশ

অর্পন মণ্ডল, নরেন্দ্রপুর: নরেন্দ্রপুর থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ত্রিশ রাউন্ড কার্তুজ সহ বোমা বানানোর মশলা ও আরও অন্যান্য সামগ্রী উদ্ধার পুলিশের। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুরের ৫২ পল্লী এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। আর আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ ৫ কিলো বোমা বাঁধার মশলা উদ্ধার করে নরেন্দ্রপুর থানার পুলিশ।

গড়িয়ার বাহান্নপল্লী থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র সহ গ্রেফতার দুই। বিজয় হালদার ওরফে ভুতম, হিরন্ময় নস্কর ওরফে রানা। এদের কাছ থেকে উদ্ধার ১টি ওয়ান শাটার, ২টি ৭ এমএম পিস্তল, লাইভ কার্তুজ ৩০ রাউন্ড, বারুদ ৫ কেজি। সুতলি ২৫টি বান্ডিল উদ্ধার করে। হিরন্ময়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই সব অস্ত্রসস্ত্র।

আরও পড়ুন: পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু কিশোরের! গুরুতর জখম আরও দুই, অভিষেকের সভার আগেই বিপত্তি

বিজয় দাগী আসামী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে খুনের মামলা আছে। এর আগেও তাকে গ্রেফতার করা হয়। কোথা থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এরা অস্ত্র চোরাচালান কারবারের সঙ্গেও যুক্ত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Kolkata Police: কলকাতায় ভয়ঙ্কর কাণ্ড! ছেলেকে স্ক্রু ড্রাইভার দিয়ে কুপিয়ে-কুপিয়ে খুন বাবার! তারপর যা ঘটল…

কলকাতা: কলকাতায় ভয়ঙ্কর কাণ্ড! বেনিয়াপুকুরে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তেই পুলিশ জানতে পেরেছে, ছেলেটির বাবা নির্মমভাবে কুপিয়ে খুন করেছে ছেলেটিকে। ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে ওই যুবকের।

সূত্রের খবর, ওই যুবকের নাম রোশন থাপা। বয়স ২৩ বছর। আর ওই যুবকের অভিযুক্ত বাবার নাম রমেশ থাপা। ঘটনার পর ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পর থেকেই অভিযুক্ত রমেশ থাপা পলাতক।

আরও পড়ুন: বাঁক নিতে গিয়েই খাদে পড়ল বাস, ভয়ঙ্কর ঘটনা! একের পর এক মৃত্যু, চারিদিকে কেবল রক্ত

এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ছেলেটি প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত। এই নিয়ে বাবা-ছেলের অশান্তি ছিল রোজকার ব্যাপার। অভিযোগ, মঙ্গলবার রাতে স্ক্রু ড্রাইভার দিয়ে ছেলেকে কুপিয়ে খুন করে বাবা। তারপর থেকেই পলাতক ওই ব্যক্তি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

এদিকে, সাত সকালে ব্রিগেড ময়দানে যুবতীর অর্ধনগ্ন আধপোড়া দেহ উদ্ধার ঘিরেও চাঞ্চল্য ছড়িয়েছে৷ পুলিশ সূত্রে খবর, দেহটিতে পচনও ধরেছিল৷ পুলিশের প্রাথমিক অনুমান, অন্যত্র খুন করেই মহিলার দেহ ময়দানে ফেলে যাওয়া হয়েছে৷ তবে পুলিশের নজরদারি এড়িয়ে কীভাবে কেউ ময়দান এলাকায় কে বা কারা দেহ ফেলে গেল, তা নিয়েই প্রশ্ন উঠছে৷

Woman body at Brigade ground: শরীরে পোড়া ক্ষত, ব্রিগেড মাঠে সাতসকালে উদ্ধার যুবতীর অর্ধনগ্ন দেহ! টের পেল না পুলিশ

কলকাতা: সাত সকালে ব্রিগেড ময়দানে যুবতীর অর্ধনগ্ন আধপোড়া দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য৷ পুলিশ সূত্রে খবর, দেহটিতে পচনও ধরেছিল৷ পুলিশের প্রাথমিক অনুমান, অন্যত্র খুন করেই মহিলার দেহ ময়দানে ফেলে যাওয়া হয়েছে৷ তবে পুলিশের নজরদারি এড়িয়ে কীভাবে কেউ ময়দান এলাকায় কে বা কারা দেহ ফেলে গেল, তা নিয়েই প্রশ্ন উঠছে৷

ব্রিগেড মাঠের যে অংশে ওই মহিলার দেহ উদ্ধার হয়, সেটি ময়দান থানা এলাকার মধ্যে পড়ে৷ পুলিশ সূত্রে খবর, এ দিন ভোররাত প্রায় তিনটে পর্যন্ত ওই এলাকায় থানার টহলদারি দল নজরদারি চালিয়েছিল৷ কিন্তু সেই সময় ওই জায়গায় কোনও অস্বাভাবিক কিছু পুলিশকর্মীদের নজরে পড়েনি৷ ফলে সম্ভবত এ দিন ভোরের দিকেই কেউ বা কারা এসে ওই দেহ ফেলে গিয়েছে৷

আরও পড়ুন: বাইরে বেরোলেই হিট স্ট্রোকের ভয়, বইছে লু! আপনার প্রাণ বাঁচাতে পারে বাড়ির এই চেনা জিনিসটি

জানা গিয়েছে, কম্বলে মোড়ানো অবস্থায় দেহটি একটি গাছের নীচে পড়়েছিল৷ মৃত মহিলার বয়স আনুমানিক তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে৷ দেহের উপরের অংশে বেশ কিছু ক্ষত চিহ্ন ছিল বলে পুলিশ সূত্রে খবর৷ সম্ভবত আগুনে ওই ক্ষত তৈরি হয়েছে৷ দেহটিতে পচনও ধরতে শুরু করেছে৷ পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে৷

ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ৷ কে বা কারা মহিলার দেহ ওই জায়গায় ফেলে গেল, সিসিটিভি ফুটেজ দেখে তা চিহ্নিত করার চেষ্টা চলছে৷ পাশাপাশি মহিলার পরিচয়ও জানার চেষ্টা করা হচ্ছে৷

Threat e mail in Kolkata: উড়িয়ে দেওয়া হবে রাজ ভবন, যাদুঘর! একের পর এক সরকারি দফতরেও হুমকি ই মেল, তোলপাড় কলকাতা

কলকাতা: রাজ ভবন, যাদুঘর সহ কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসে বিস্ফোরণ ঘটানো হবে বলে একযোগে ই মেল এল৷ রাজ ভবন, যাদুঘর উড়িয়ে দেওয়ার এই হুমকি ই মেলে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে৷

এ দিন দুপুরে প্রায় একই সময় রাজ ভবন, কলকাতা যাদুঘর সহ বিভিন্ন দফতরে এই হুমকি ই মেল এসে পৌঁছয়৷ সেখানে দাবি করা হয়েছে, রাজ ভবন, যাদুঘরে প্রচুর পরিমাণে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে৷ যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটিয়ে বহু মানুষের প্রাণহানির হুমকি দেওয়া হয়েছে ওই ই মেলে৷

আরও পড়ুন:  কলকাতা ৪৩ ডিগ্রি! এপ্রিলে সর্বকালের রেকর্ড গরমে ফুটছে তিলোত্তমা, তাপমাত্রা আর কত বৃদ্ধির আশঙ্কা?

এই খবর পাওয়ার পরই কলকাতা পুলিশের এসটিএফ সক্রিয় হয়েছে৷ রাজ ভবন, ভারতীয় যাদুঘরে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি শুরু করার পাশাপাশি নিরাপত্তাও বাড়ানো হয়েছে৷ পাশাপাশি, কোন আইপি অ্যাড্রেস থেকে এই হুমকি ই মেল পাঠানো হল তা খতিয়ে দেখছে পুলিশ৷

হাওড়ার একটি সরকারি দফতরেও এই ই মেল এসেছে বলে খবর৷ একই ই মেল আইডি থেকে সবকটি জায়গায় এই হুমকি ই মেল পাঠানো হয়েছে বলে খবর৷ রাজ ভবন, ভারতীয় যাদুঘরের নিরাপত্তাও বাড়ানো হয়েছে৷

পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে এই একই ধরনের হুমকি ই মেল এসেছিল কলকাতা বিমানবন্দরেও৷ পর পর হুমকি ই মেল একই জায়গা থেকে আসছে কি না, আইপি অ্যাড্রেসের সূত্র ধরে তা খতিয়ে দেখছে পুলিশ৷

Abhishek Banerjee Security: মুম্বই হামলার ষড়যন্ত্রীর নজরে, ঘটনা প্রকাশ্যে আসতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিরাট সিদ্ধান্ত! শোরগোল রাজ্যে

কলকাতা: জঙ্গিদের নিশানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়? তাঁর বাড়িতে হামলার ছক কষছে জঙ্গিগোষ্ঠী? সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে এমনই আশঙ্কা প্রকাশ করলেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার মুরলীধর শর্মা। তিনি জানান, গত কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিসে রেইকি করা হয়েছে। তৃণমূল নেতা ও তাঁর আপ্ত সহায়কের ফোন নম্বর জোগাড় করেন এক ব্যক্তি। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আর এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে Z+ ক্যাটাগরির নিরাপত্তা পান অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজরার বাড়ির বাইরে এবং ক্যামাক স্ট্রিটে যে অফিসে তিনি বসেন, সেই অফিসের বাইরে পুলিশি নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে। কলকাতা পুলিশের আরও বেশ কিছু ফোর্স মোতায়েন করা হবে জানা গিয়েছে।

আরও পড়ুন: SSC-তে চাকরি খোয়ালেন ২৫হাজার ৭৫৩ জন, কিন্তু বেতন ফেরত দেবেন কতজন? জানুন আসল সংখ্যা

সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার মুরলীধর শর্মা। সেখানেই বিস্ফোরক তথ্য জানান তিনি। কলকাতা পুলিশের তরফে জানানো হয়, গত কয়েকদিন ধরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নজরদারি চালাচ্ছিল মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলির শাগরেদ রাজারাম রেগে।

পুলিশ সূত্রে খবর, গত ১৮ এপ্রিল কলকাতায় আসেন ওই ব্যক্তি। দুদিন ছিলেন কলকাতায়। এই দুদিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও তাঁর অফিসে রেইকি করেন রাজারাম রেগে। তাঁকে ভিডিওগ্রাফিও করতে দেখা যায়। গোপন সূত্র মারফত খবর যায় পুলিশের কাছে। ইতিমধ্যেই মুম্বই থেকে কলকাতা পুলিশের এসটিএফ গ্রেফতার করেছে রাজারাম রেগেকে। তাঁকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে কলকাতায়।

Abhishek Banerjee: ২৬/১১ মুম্বই হামলার মতোই রেইকি, জঙ্গি টার্গেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়? বিস্ফোরক দাবি লালবাজারের

কলকাতা: মুম্বই হামলার ষড়যন্ত্রীর নিশানায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়? কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুরলিধর শর্মার এমনই বিস্ফোরক দাবিতে তোলপাড় বাংলার রাজ্য-রাজনীতি। অভিযুক্ত রাজারাম রেগে কলকাতায় এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ির সামনে রেইকিও করেন বলে খবর। সোমবার তাকে মুম্বই থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

কেন কলকাতায় এসেছিলেন মুম্বই হামলার ষড়যন্ত্রী রাজারাম রেগে? পরবর্তীতে এই ঘটনায় রাজসাক্ষী হয়েছিলেন রাজারাম। কেন কলকাতায় এসে ভিডিওগ্রাফি করেন, কেন ছবি তোলেন, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে রেইকি, পিএ-র ফোন নম্বর জোগার করেন তার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: বিশ্বের সপ্তম উষ্ণতম স্থানের রেকর্ড দক্ষিণবঙ্গের জেলার, বৃষ্টি নামবে কবে? আবহাওয়ার বড় আপডেট

লালবাজারের তরফে জানানো হয়েছে, ‘কিছু মানুষ কিছু পলিটিক্যাল ব্যক্তিত্বদের নামে রেইকি করছিল। আমরা প্রাথমিক নাম জানতে পারি রাজারাম রেগে। ইনি মুম্বই অ্যাটাক যখন হয়েছিল তার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি তখন পরিচয় দিয়েছিল তিনি পলিটিক্যাল লোকদের সঙ্গে যুক্ত আছে। শেক্সপিয়ার সরণি থানায় ‘অরা’ হোটেলে ছিল। তিনি এখানে এসে অভিষেক বন্দোপাধ্যায়ের ফোন নম্বর এবং পিএ-র মোবাইল নম্বর নিয়েছে। তিনি অভিষেকের অফিস যান, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। এই নিয়ে আমাদের শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ করা হয়।’

আরও পড়ুন: শুনেই চমকাচ্ছেন? স্বামী-স্ত্রী আলাদা ঘরে ঘুমনোর দারুণ কিছু উপকারিতা রয়েছে! জানলে অবাক হবেন

মুরলিধর শর্মার আরও দাবি, ‘মুম্বই অ্যাটাকের মতো কোনও পরিকল্পনা রয়েছে কিনা। বা তার কোনও যোগসূত্র রয়েছে কিনা সেরকমই কোনও বিষয় পরিকল্পনা করছে কিনা, আমরা তা খতিয়ে দেখব। মুম্বই থেকে রাজারাম রেগেকে অ্যারেস্ট করা হয়েছে। ২৬/১১ মুম্বইে যে জঙ্গি হামলা হয়েছিল তার সঙ্গে একেবারেই এই অ্যাক্টিভিটিটা মিলে যাচ্ছে। সেই কারণেই আমরা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছি।’

রৌণক দত্ত চৌধুরী

Kolkata Highrise: কলকাতায় ভয়ঙ্কর দৃশ্য! বহুতলের ১৪ তলা থেকে কী পড়ল ওটা! কাছে যেতেই দেখা গেল, রক্তে মাখা যুবতী!

কলকাতা: কলকাতার পিকনিক গার্ডেন এলাকায় ১৪ তলা থেকে ঝাঁপ যুবতীর। পিকনিক গার্ডেন এলাকায় বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল ১৯ বছরের যুবতীর। রবিবার ভোর রাত ৩:৪৫ নাগাদ পিকনিক গার্ডেন এলাকার মেঘমণি অ্যাপার্টমেন্ট থেকে মাটিতে পড়ে গিয়ে মৃত্যু ঘটল এক যুবতীর।

প্রাথমিক সূত্র মারফত জানা যাচ্ছে, প্রথমে সেই যুবতী নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেন। পরবর্তীতে বহুতল থেকে ঝাঁপ দেন তিনি। কলকাতা পুলিশের তরফ থেকে পুরো বিষয়টি এখনও তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন: রবিবার থেকে দক্ষিণবঙ্গের ৬ জেলায় রেড অ্যালার্ট! চলবে তাপপ্রবাহ! বৃষ্টির দিনক্ষণও জানাল হাওয়া অফিস

মাস কয়েক আগে বাইপাসের ধরা মুকুন্দপুরে এক অভিজাত আবাসনের ১৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিলেন এক বৃদ্ধও। বাড়িতে একাই থাকতেন ওই ব্যক্তি। মানসিক অবসাদের জেরেই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পিকনিক গার্ডেনের এই ঘটনায় কী কারণে আত্মহননের পথ বেছে নিলেন ওই যুবতী, তা খতিয়ে দেখছে পুলিশ।

Accident: কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা! কাঁকুড়গাছিতে দুই শিশু সহ ৩ জনের উপর উঠে গেল গাড়ি, রক্তে ভাসল চারিদিক

কলকাতা: কলকাতার বেঙ্গল কেমিক্যাল গেটের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা। দ্রুতগতিতে এসে রাস্তার পাশে গার্ডরেল ভেঙে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি শিশু সহ মোট তিনজনকে ধাক্কা মেরে উল্টে যায় একটি গাড়ি। গাড়ির নীচেই চাপা পড়ে যায় তারা। স্থানীয়রা গাড়ি সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

অভিযোগ, কাকুরগাছির দিক থেকে বেঙ্গল কেমিক্যাল মোড়ের দিকে খুব দ্রুতবেগে আসছিল। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ করতে না পেরে ধাক্কা মারে। অভিযোগ চালক মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। ঘটনার পর চালক পলাতক। ঘটনাস্থলে ফুলবাগান থানার পুলিশ।

বিস্তারিত আসছে…

IPL News: আইপিএল তো দেখছেন, সেই IPL ঘিরেই কলকাতায় ভয়ঙ্কর কাণ্ড! রাতে পুলিশের হানা, গ্রেফতার ৩

কলকাতা: আবারও আইপিএল-এ বেটিং চক্র। কলকাতা থেকে গ্রেফতার ৩। বৃহস্পতিবার রাতে কলকাতা পুলিশের এআরএস এবং ডিডির একটি নির্ভরযোগ্য সূত্র থেকে খবর আসে, চলতি বছরে আইপিএলে বেটিং চক্র চলছে। তারপরই তথ্যের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা হলেন, প্রবীন কোঠারি, বসন্ত কুমার বানসালি ও মনোজ আগরওয়াল। পুলিশের কাছে খবর আসে হেয়ার স্ট্রিট থানা এলাকার প্রবীন কোঠারির অফিস থেকে অবৈধ ক্রিকেট বেটিং চক্র চালানো হচ্ছে।

আরও পড়ুন: পাল্টা দেওয়ার সময় এসে গেল, এবার ইরানে হামলা ইজরায়েলের! নিশানায় আসলে যা, শুনেই চমকে উঠছে বিশ্ব

চলতি TATA IPL 2024 টুর্নামেন্ট মুম্বই ইন্ডিয়ান্স এবং পঞ্জাব কিংসের মধ্যে খেলা হয়েছে। সেই খেলায় এই বেটিং করা হয়। পরবর্তীতে গ্রেফতার করা হয় অভিযুক্তদের। মামলার বিষয়বস্তু হিসেবে চারটি মোবাইল ফোন এবং ক্রিকেট বাজি সংক্রান্ত বেশ কয়েকটি জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে।

এই বিষয়ে হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের হয়েছে। নং-106, তারিখ: 18.04.2024 ধারা 120B/420 IPC এবং 3 এবং 4 W.B.G.& P.C.A অ্যাক্টে মামলা দায়ের হয়েছে।

সার্কাস নাকি! বাংলাদেশ ক্রিকেটে হাস্যকর ঘটনা, ঝোপ বুঝে কোপ কলকাতা পুলিশের

কলকাতা: বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ২টি টেস্ট ম্যাচের সিরিজ চলছে। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৫৩১ রান করে। এর পর বাংলাদেশকে ১৭৮ রানে গুটিয়ে দেয় তারা।

প্রথম ইনিংসে ৩৫৩ রানের লিড পায় শ্রীলঙ্কা। ম্যাচের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে স্টাম্প পর্যন্ত ৬ উইকেটে ১০২ রান করেছিল শ্রীলঙ্কা। ততক্ষণে মোট লিড পৌঁছে যায় ৪৫৫ রান। আর সেই সময়েই একটি মজার ঘটনা ঘটে।

আরও পড়ুন- বড় খবর, ইডেন গার্ডেন্সের হোম ম্যাচের সূচি বদল কেকেআরের, কবে কখন হবে এই ম্যাচ

এই ম্যাচে বাংলাদেশের ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠেছে। একের পর এক ভিডিও ভাইরাল হয়েছে সেই ম্যাচের। কখনও বাংলাদেশের তিনজন ক্রিকেটার মিলে ক্যাচ ফেলছেন। আবার কখনও বাউন্ডারি বাঁচানোর জন্য ছুটছেন পাঁছ জন ক্রিকেটার।

সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি ক্রিকেটারদের একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে। তাঁদের নিয়ে রীতিমতো ঠাট্টা করা হচ্ছে। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ইনিংসের ২১তম ওভারে দেখা গেল অদ্ভুত এক ঘটনা। থার্ডম্যানের দিকে শট খেলেন প্রভাত জয়সূর্য। এর পর যা ঘটল তা হয়তো কেউ কল্পনাও করেননি।

জয়সূর্য থার্ডম্যানের দিকে শট খেলেন। বাংলাদেশের ৫ জন ফিল্ডার দৌড়ে যান বাউন্ডারি লাইনের দিকে। এমন কাণ্ড দেখে সবাই অবাক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেই ভিডিও। লোকজন বাংলাদেশী খেলোয়াড়দের নিয়ে মজা করছে।

আরও পড়ুন- আইপিএলে ভাল খেললেও টি-২০ বিশ্বকাপ থেকে বাদ বিরাট কোহলি?কী জানালেন বিসিসিআই কর্তা

এর আগে ম্যাচের দ্বিতীয় দিনেও একটি মজার ঘটনা দেখা গিয়েছে। দ্বিতীয় দিনে ১২১ তম ওভারে শ্রীলঙ্কার স্কোর ছিল ৪১৯/৬। তখন বাংলাদেশি ক্রিকেটাররা একটি সহজ ক্যাচ ফেলেন। তিনজন ক্রিকেটার চেষ্টা করেও ক্যাচ ধরতে পারেননি। কাকতালীয়ভাবে ওই সময় প্রভাত জয়সূর্য ক্রিজে ছিলেন। খালিদ আহমেদের বল ড্রাইভ করার চেষ্টা করলেও সেটি ব্যাটের কানায় লেগে স্লিপে চলে যায়।

প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা ক্যাপ্টেন নাজমুল শান্ত ক্যাচটি ধরতে পারেননি। এর পর বলটি তাঁর হাত ছুঁয়ে দ্বিতীয় স্লিপে শাহাদাত হোসেনের কাছে চলে যায়, তিনিও মিস করেন। এর পর তৃতীয় স্লিপে দাঁড়ানো জাকির হাসানের কাছে বল পৌঁছলে তিনিও ধরতে পারেননি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আর এবার বাংলাদেশ ক্রিকেটের ক্যাচ মিসের ঘটনা কলকাতা পুলিশের ফেসবুক পেজে। সাধারণ মানুষকে ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখার টিপস দিতে কলকাতা পুলিশের পেজে এল সেই ভিডিও।