Tag Archives: New Business

Successful Entrepreneur: রাজমিস্ত্রি থেকে সফল উদ্যোগপতি, সুন্দরবনের যুবকের পাল্টে যাওয়া জীবনের গল্প

উত্তর ২৪ পরগনা: এক সময় রাজমিস্ত্রির কাজ করে কোন‌ওরকমে জীবন যাপন করতেন। কিন্তু বর্তমানে সেই যুবকই হয়ে উঠেছেন সুন্দরবনের একজন সফল উদ্যোক্তা। জীবন রূপান্তরের এই কাহিনী সুন্দরবনের লিটন মিস্ত্রির।

এক সময় রাজমিস্ত্রির কাজ করতেন লিটন। কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে গাছের চারা বিক্রি করে একজন সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন এই যুবক। সবুজ গ্রামের গলি পথ দিয়ে গেলে হঠাৎ করেই নজর কাড়ে একটি ফলবাগান, সেখানেও সবুজের সমারোহ। কয়েক বছর আগে প্রায় ১০ কাটা জমিতে এই বাগান গড়ে তোলেন উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকার পাটলিখানপুরের লিটন মিস্ত্রি। এখানে দেশি-বিদেশি ও বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতির ফলগাছের চারার পাশাপাশি ২৫ থেকে ৩০ ধরনের ফলের চাষ হচ্ছে।

আরও পড়ুন: বন্ধ সরকারি স্কুল ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ‘দখলে’! দিব্যি চলছে সংসার

লিটন মিস্ত্রির বাগানে ফলের মধ্যে রয়েছে মাল্টা, কমলা, পেয়ারা, ড্রাগন, আঙুর, পেঁপে, খেজুর, আগর, মালভেরি, আম ও লেবু। তবে সবচেয়ে বেশি চাষ হয় মাল্টার। বর্তমানে লিটন মিস্ত্রির বাগানে উৎপাদিত হচ্ছে রাসায়নিকমুক্ত নিরাপদ ফল। পাশাপাশি দেখা মিলছে বিদেশি প্রজাতির আমের গাছ। পৃথিবী বিখ্যাত মিয়াজাকি, চিয়াংমাই, চাকাপাত, ব্ল্যাক স্টোন, রেড পালমার সহ বাহারি জাতের বিদেশি আমের সমাহার এই বাগানে।

উদ্যোক্তা লিটন এক সময় রাজমিস্ত্রীর কাজ করতেন। কিন্তু নতুন নতুন প্রাজতির গাছের প্রতি তাঁর ছিল বিশেষ আগ্রহ। এভাবেই একটি-দুটি গাছ সংরক্ষণ করতে করতে নিজে বাড়িতেই তৈরি করে ফেলেছেন আস্ত নার্সারি। যেখানে একটি দুটি করে আজ কয়েক হাজার গাছে ভরে উঠেছে বাগান। তাঁর এ সাফল্য দেখে বিদেশি জাতের ফলের বাগান করতে আগ্রহী হচ্ছেন অনেকেই। সেই গাছ থেকে কলম করে তিনি বিক্রিও শুরু করেছেন। পাশাপাশি অনলাইনের মাধ্যমে গাছের চারা ভিন রাজ্যেও বিক্রি করছেন এই যুব উদ্যোগপতি।

জুলফিকার মোল্যা

Bridal Makeup: ব্রাইডাল মেকআপ শিখে ভাল আয়ের হাতছানি! কীভাবে শিখবেন দেখুন

শিলিগুড়ি: এখনকার সময়ে পেশাদার মেকআপ আর্টিস্টদের চাহিদা তুঙ্গে। তার মধ্যে আবার ব্রাইডাল মেকআপ এক্সপার্টদের কদর সবচেয়ে বেশি। কারণ বিয়ের দিনে কনেকে মোহময়ী সাজে সাজিয়ে তুলতে এদের জুড়ি নেই। কার্যত এঁদের জন্যই বিয়ে বা রিসেপশনে বিশেষ করে কনেকে আকর্ষণীয় দেখায়। আর তাই বহু ছেলে-মেয়ে আজকাল প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হওয়াকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। এতে আয়ও হয় যথেষ্ট।

নতুন যারা পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান তাঁদের জন্য শিলিগুড়ির পারমিতা দাশগুপ্ত বিশেষ উদ্যোগ নিয়েছেন। মেকআপ কোর্সের সঙ্গে স্কিন ট্রিটমেন্টের কোর্স একেবারে বিনামূল্যে করার সুযোগ এনে দিয়েছেন তিনি। এখানে প্রফেশনাল মেকআপ বা ব্রাইডাল মেকআপ কোর্সের মধ্যে স্কিন কেয়ার রুটিন, মেকআপ অ্যাপ্লিকেশন ও রিমুভাল, হেয়ার স্টাইলিং, স্পেশাল এফেক্ট, এয়ারব্রাশ মেথড ইত্যাদি বিষয় শেখানো হয়। তাও সম্পূর্ণ বিনামূল্যে!

আর‌ও পড়ুন: সাঁকো পার হতে গিয়ে নদীতে পড়ে গেল যুবক-যুবতী! একজন উদ্ধার হলেও ভেসে গেল অন্যজন

উৎকর্ষ বাংলার হাত ধরে তাঁর উবাচ ট্রেনিং সেন্টারে গত চার মাস ধরে এই প্রফেশনাল মেকআপ শেখানোর এই কর্মশালা চলছে। শিলিগুড়ি শহরের ২৮ জন মেয়ে, মহিলা, গৃহবধূরা এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষক পারমিতা দাশগুপ্ত বলেন, যে সমস্ত মহিলা, মেয়েরা তথা গৃহবধূরা বাড়িতে বসে কাজ খুঁজছেন বা কী করবেন বুঝে উঠতে পারছেন না তাঁদের জন্য এই ধরনের কর্মশালা শুরু করা হয়েছে। এর মাধ্যমে বেকার মহিলারা সহজেই স্বনির্ভর হয়ে উঠতে পারবেন। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে থাকছে বিপুল অর্থ আয়ের হাতছানি।

আর‌ও পড়ুন: শিল্পের দুরন্ত বাণিজ্যিকরণ, হাতে আঁকা জামা নতুন ট্রেন্ড নববর্ষে

চার মাস ধরে দক্ষ মেকআপ আর্টিস্টদের সহযোগিতায় এই ক্লাস করানো হয়েছে। শুধু শেখানো নয়। কীভাবে তাঁরা গ্রাউটদের সঙ্গে ডিল করবেন, কীভাবে জনসংযোগ বাড়াবেন তা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এমনকি প্র্যাকটিক্যাল ক্লাসে শিলিগুড়ির নামি সেলুন গুলিতে নিয়ে ট্রেনিং করানো হয়েছে। বিনামূল্যে মেকআপের কোর্স শেখার এই সুযোগ পেয়ে অত্যন্ত খুশি ছাত্র-ছাত্রীরা। সাধারণত প্রফেশনাল মেকাপ শেখার কোর্স ফি অনেক বেশি হয়। সেখানে কোন‌ও টাকা খরচ না করেই পেশাদার জীবনে প্রবেশ করার এই হাতছানি সাড়া ফেলেছে।

অনির্বাণ রায়

New Business Strategy: মাল্টিক্রপ সিস্টেমে চাষ করুন, একই জমিতে ফলবে নানান ফসল! উপচে পড়বে পকেট

পশ্চিম মেদিনীপুর: বর্তমানে ধান চাষ করে ঠিকঠাক লাভ হচ্ছে না। তাই বাধ্য হয়ে অন্যান্য পেশায় ঝুঁকছেন বহু চাষি। এমনই একটা জটিল সময়ে একই জমিতে একাধিক চাষ করে বাড়তি মুনাফা অর্জনের দিশা দেখালেন এক যুবক। শুধুমাত্র এক ধরনের চাষ নয়, বিজ্ঞানসম্মত উপায়ে একাধিক চাষ করে বাড়তি লাভের এক দেখাচ্ছেন পিংলার কৃষক শান্তনু সামন্ত।

আরও পড়ুন: ছোট থেকে সানাই বাজিয়ে আসছেন ভজহরি, বাংলা ছাড়িয়ে পৌঁছে যাচ্ছেন ভিন রাজ্যে

ওই কৃষকের দেখানো পথে চলে আপনিও একই চাষের জমিতে বিজ্ঞানসম্মত উপায়ে একাধিক ফসল চাষ করে মালামাল হতে পারবেন। যেমন জমিতে কোনও সবজি চাষ করুন এবং সবজির মাঝে মাঝে ড্রাগন বা সূর্যমুখী ফুল ফলান। পাশাপাশি মাঠের আল বরাবর করতে পারেন ভুট্টার চাষ। এভাবেই একটা জমিকে একাধিক ফসল চাষের জন্য একই মরশুমে ব্যবহার করে পর্যাপ্ত আয়ের পথ করে নিয়েছেন ওই কৃষক। একই খরচ ও একই সার, ওষুধ প্রয়োগে তিনটি ক্ষেত্র থেকে মুনাফা হবে। স্বল্প বিনিয়োগে বিভিন্ন ঋতুকালীন সবজি কিংবা ফুলের চাষ করে বাড়তি লাভের দিশা পেতে পারেন চাষিরা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পশ্চিম মেদিনীপুরের পিংলার জামনা এলাকায় বাড়ি শান্তনু সামন্তের। একই জমিতে মিশ্র চাষ করে লাভের মুখ দেখছেন তিনি। তিনি বেশ কয়েক ডেসিমেল জায়গাতে একইসঙ্গে লাগিয়েছেন বাঁধাকপি, ভুট্টা ও সূর্যমুখী। তিনি জানিয়েছেন সম্পূর্ণ বিজ্ঞানকে কাজে লাগিয়ে এইভাবে চাষ করেই রীতিমত ভাল আয় করতে পারছেন।

রঞ্জন চন্দ