Tag Archives: plantation

Mangrove Plantation: কাঁকড়া চারা রোপণ! সুন্দরবনকে বাঁচাতে গুরু দায়িত্বে ভূমিকন্যারা

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের ভঙ্গুর নদীর বাঁধে ম্যানগ্রোভ প্রজাতির কাঁকড়া চারা রোপণ! ভয়ানক ঘূর্ণিঝড় হাত থেকে জন্মভূমি সুন্দরবনকে রক্ষা করতে এগিয়ে এলেন গ্রামের মহিলারা। আর তার জন্যই নিজেদের কাঁধে তুলে নিলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব।

কথায় আছে ‘নদীর ধারে বাস, চিন্তা বারো মাস’। আয়লা থেকে আমফান, একের পর এক ঘূর্ণিঝড় এসে গোটা সুন্দরবনকে তছনছ করে দিয়ে যায়। প্রতিবছরই কোন‌ও না কোনও প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপদগ্রস্ত হয়ে পড়ে সুন্দরবনের মানুষজন। আশ্রয়হীন হন অনেকে। বিশেষজ্ঞরা বারবার বলছেন, এই সকল ঘূর্ণিঝড় ঠেকাতে হলে সুন্দরবনে ম্যানগ্রোভের পরিমাণ আরও বাড়াতে হবে। কারণ ম্যানগ্রোভ বনভূমি যত ঘন হবে তত ঘূর্ণিঝড় প্রাকৃতিক উপায়ে প্রতিরোধ করা সম্ভব হবে। আর তবেই বাঁচবে সুন্দরবন।

আরও পড়ুন: বর্ষা এলেই প্রাণ কাঁপে নদী পাড়ের মানুষগুলোর! সুন্দরবন জুড়ে এখন শুধুই আতঙ্কের ছবি

কিন্তু এই চরম সত্যটি জানার পরও সুন্দরবনে অসাধু ব্যবসায়ীদের হাতে ম্যানগ্রোভ বনভূমি নিধন ক্রমাগত ঘটেই চলেছে। গাছ কাটা হচ্ছে, পাচার হয়ে যাচ্ছে দামি দামি ম্যানগ্রোভ গাছ। অন্যদিকে অসাধু ব্যবসায়ীরা ম্যানগ্রোভ কেটে তৈরি করছেন ফিশারি। মুখ্যমন্ত্রীর নির্দেশে গত কয়েক বছরে সুন্দরবন জুড়ে পাঁচ কোটি ম্যানগ্রোভ চারা বসানো হয়েছে। সেই উদ্যোগে শামিল হয়ে বাসন্তী ব্লকের প্রত্যান্ত ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের হেড়োভাঙা মৌজায় ত্রিদিব নগর বালিখাল বাজার সংলগ্ন এলাকায় জিরো গ্রাউন্ডে জয় গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রর উদ্যোগে ভঙ্গুর নদী বাঁধে ম্যানগ্রোভের কাঁকড়া প্রজাতির চারা রোপণ করলেন এখানকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

সুমন সাহা

Rathyatra Plantation Vastu Tips: এই ৫ টি গাছের যে কোনও ১টি বাড়িতে রোপণ করুন রথযাত্রায়! অর্থসুখ, সৌভাগ্য উপচে পড়বে সংসারে

আগামী ৭ জুলাই রথযাত্রা৷ সনাতনী বিশ্বাস মতে এই দিনটি অত্যন্ত পবিত্র৷ মনে করা হয় এই তিথিতে বাড়ির নির্দিষ্ট স্থানে সঠিক বৃক্ষরোপণ করলে সংসারের জন্য সেটা খুবই শুভ৷
আগামী ৭ জুলাই রথযাত্রা৷ সনাতনী বিশ্বাস মতে এই দিনটি অত্যন্ত পবিত্র৷ মনে করা হয় এই তিথিতে বাড়ির নির্দিষ্ট স্থানে সঠিক বৃক্ষরোপণ করলে সংসারের জন্য সেটা খুবই শুভ৷

 

রথযাত্রায় সঠিক বৃক্ষরোপণ করলে মা লক্ষ্মীর আশীর্বাদে দূর হবে বাস্তুদোষ৷ সংসারে সুখশান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷
রথযাত্রায় সঠিক বৃক্ষরোপণ করলে মা লক্ষ্মীর আশীর্বাদে দূর হবে বাস্তুদোষ৷ সংসারে সুখশান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷

 

রথযাত্রার দিন বাড়িতে বা অফিসে আনুন লাকি ব্যাম্বু৷ শুভ এই বাঁশগাছ আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আনবে৷
রথযাত্রার দিন বাড়িতে বা অফিসে আনুন লাকি ব্যাম্বু৷ শুভ এই বাঁশগাছ আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আনবে৷

 

রথযাত্রার দিন বাড়ির উত্তর পশ্চিম কোণে রোপণ করুন নিমগাছ৷ অন্য দিকে নিমগাছ রোপণ করলে কিন্তু অশুভ প্রভাব পড়বে সংসারে৷
রথযাত্রার দিন বাড়ির উত্তর পশ্চিম কোণে রোপণ করুন নিমগাছ৷ অন্য দিকে নিমগাছ রোপণ করলে কিন্তু অশুভ প্রভাব পড়বে সংসারে৷

 

বাড়ির উত্তর পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোণে রথযাত্রায় রোপণ করুন কলাগাছ৷ এটা অত্যন্ত শুভ৷ তুলসিগাছের পাশেও রাখতে পারেন কলাগাছকে৷ মঙ্গলদায়ক এই গাছের নিত্যপুজোও করতে পারেন৷
বাড়ির উত্তর পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোণে রথযাত্রায় রোপণ করুন কলাগাছ৷ এটা অত্যন্ত শুভ৷ তুলসিগাছের পাশেও রাখতে পারেন কলাগাছকে৷ মঙ্গলদায়ক এই গাছের নিত্যপুজোও করতে পারেন৷

 

রথযাত্রায় বাড়ির দক্ষিণ বা পশ্চিম কোণে রোপণ করুন নারকেলগাছ৷ সংসারে চিরস্থায়ী হবে মা লক্ষ্মীর আসন৷ তবে নারকেলগাছের ছায়া যেন বাড়িতে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে৷
রথযাত্রায় বাড়ির দক্ষিণ বা পশ্চিম কোণে রোপণ করুন নারকেলগাছ৷ সংসারে চিরস্থায়ী হবে মা লক্ষ্মীর আসন৷ তবে নারকেলগাছের ছায়া যেন বাড়িতে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে৷

 

শুদ্ধ বসনে নীল অপরাজিতার চারা রথযাত্রা তিথিতে রোপণ করুন বাড়িতে৷ এই শুভ গাছের প্রভাবে মা লক্ষ্মীর আশীর্বাদে ভরে উঠবে আপনার সংসার৷
শুদ্ধ বসনে নীল অপরাজিতার চারা রথযাত্রা তিথিতে রোপণ করুন বাড়িতে৷ এই শুভ গাছের প্রভাবে মা লক্ষ্মীর আশীর্বাদে ভরে উঠবে আপনার সংসার৷

 

রথযাত্রায় এই পাঁচটি গাছের মধ্যে যে কোনও একটি রোপণ করুন বাড়িতে৷ সুখ, শান্তি, শ্রী, অর্থসম্পদে ভরে উঠবে আপনার সংসার৷
রথযাত্রায় এই পাঁচটি গাছের মধ্যে যে কোনও একটি রোপণ করুন বাড়িতে৷ সুখ, শান্তি, শ্রী, অর্থসম্পদে ভরে উঠবে আপনার সংসার৷

Astrology: গ্যারান্টি…! বন্ধ ভাগ্যের তালা খুলবেই! বর্ষা আসার আগে করুন শুধু ছোট্ট এই কাজ, হাতেনাতে মিলবে ফল, সুখের জোয়ারে ভাসবেন

জ্যোতিষশাস্ত্রে জীবনের সমস্যাগুলি কাটিয়ে উঠতে অনেক রত্ন পরিধান করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু অনেক ধরনের গাছ লাগালে আপনি জীবনে সুখ পেতে পারেন এবং এতে পরিবেশও শুদ্ধ হবে।
জ্যোতিষশাস্ত্রে জীবনের সমস্যাগুলি কাটিয়ে উঠতে অনেক রত্ন পরিধান করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু অনেক ধরনের গাছ লাগালে আপনি জীবনে সুখ পেতে পারেন এবং এতে পরিবেশও শুদ্ধ হবে।
তবে জানেন কি, রাশিচক্র অনুসারে গাছ লাগানো হলে তবে এটি আপনার অনেক উপকার করতে পারে। ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা এ সম্পর্কে আরও তথ্য দিয়েছেন।
তবে জানেন কি, রাশিচক্র অনুসারে গাছ লাগানো হলে তবে এটি আপনার অনেক উপকার করতে পারে। ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা এ সম্পর্কে আরও তথ্য দিয়েছেন।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, আপনি আপনার গ্রহগুলির অবস্থা সংশোধন করতে পারেন । কিন্তু, মনে রাখবেন যে আপনি এই গাছগুলি শুধু রোপণ করবেন না বরং তাদের বৃদ্ধি না হওয়া পর্যন্ত তাদের যত্ন নিন। এটি করলে আপনার জীবনে সুখ আসবে এবং পরিবেশও পবিত্র হবে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, আপনি আপনার গ্রহগুলির অবস্থা সংশোধন করতে পারেন । কিন্তু, মনে রাখবেন যে আপনি এই গাছগুলি শুধু রোপণ করবেন না বরং তাদের বৃদ্ধি না হওয়া পর্যন্ত তাদের যত্ন নিন। এটি করলে আপনার জীবনে সুখ আসবে এবং পরিবেশও পবিত্র হবে।
তুলা: এই রাশির অধিপতি হলেন শুক্র এবং তাই আপনার সাদা এবং সুগন্ধি ফুলের গাছ লাগানো উচিত। এতে বিশেষ সুবিধা পাবেন। এই বৃষ্টির সময় চন্দনের গাছও লাগাতে পারেন।
তুলা: এই রাশির অধিপতি হলেন শুক্র এবং তাই আপনার সাদা এবং সুগন্ধি ফুলের গাছ লাগানো উচিত। এতে বিশেষ সুবিধা পাবেন। এই বৃষ্টির সময় চন্দনের গাছও লাগাতে পারেন।
বৃশ্চিক: জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই রাশির অধিপতি হলেন মঙ্গল এবং আপনার লাল ফুল, লাল চন্দন, ডালিম ইত্যাদি গাছ লাগিয়ে তাদের যত্ন নেওয়া উচিত। এটি আপনার জীবনে অগ্রগতি নিয়ে আসবে।
বৃশ্চিক: জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই রাশির অধিপতি হলেন মঙ্গল এবং আপনার লাল ফুল, লাল চন্দন, ডালিম ইত্যাদি গাছ লাগিয়ে তাদের যত্ন নেওয়া উচিত। এটি আপনার জীবনে অগ্রগতি নিয়ে আসবে।
ধনু: জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই রাশির অধিপতি হলেন বৃহস্পতি এবং আপনার বৃহস্পতিবার পেঁপে বা কদম গাছ লাগাতে হবে। এছাড়া যেকোনও ধর্মীয় স্থানে কলার চারা রোপণ করে তার যত্ন নিতে হবে।
ধনু: জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই রাশির অধিপতি হলেন বৃহস্পতি এবং আপনার বৃহস্পতিবার পেঁপে বা কদম গাছ লাগাতে হবে। এছাড়া যেকোনও ধর্মীয় স্থানে কলার চারা রোপণ করে তার যত্ন নিতে হবে।
মকর: এই রাশিটি শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত এবং তাই আপনার শনি দেবের প্রিয় গাছ গাছ লাগাতে পারেন । এছাড়াও আমভারি, সাতাভার, কাঁঠাল ও পেয়ারা গাছ লাগাতে পারেন।
মকর: এই রাশিটি শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত এবং তাই আপনার শনি দেবের প্রিয় গাছ গাছ লাগাতে পারেন । এছাড়াও আমভারি, সাতাভার, কাঁঠাল ও পেয়ারা গাছ লাগাতে পারেন।
কুম্ভ: এই রাশির অধিপতি হলেন শনি এবং তাই শনিবার চারা রোপণ করা আপনার জন্য শুভ হবে। কৌমুদি, আক ও নীলকমল গাছ লাগাতে পারেন। এর মাধ্যমে সাড়ে সাতি-ঢাঁইয়াতেও উপকার পাবেন।
কুম্ভ: এই রাশির অধিপতি হলেন শনি এবং তাই শনিবার চারা রোপণ করা আপনার জন্য শুভ হবে। কৌমুদি, আক ও নীলকমল গাছ লাগাতে পারেন। এর মাধ্যমে সাড়ে সাতি-ঢাঁইয়াতেও উপকার পাবেন।
মীন: জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই রাশিটি বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত এবং তাই আপনার গাঁদা ফুলের মতো হলুদ ফুলের গাছ লাগাতে হবে। এছাড়াও আপনি অশ্বত্থ, পেঁপে বা চন্দন গাছ লাগাতে পারেন। এটি আপনার জীবনে সুখ নিয়ে আনবে।
মীন: জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই রাশিটি বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত এবং তাই আপনার গাঁদা ফুলের মতো হলুদ ফুলের গাছ লাগাতে হবে। এছাড়াও আপনি অশ্বত্থ, পেঁপে বা চন্দন গাছ লাগাতে পারেন। এটি আপনার জীবনে সুখ নিয়ে আনবে।

World Environment Day: মাথায় গাছের ফেট্টি, গায়ে ফুল! একমনে গাছ লাগাচ্ছেন রাস্তার পাশে… চেনেন কে এই ‘হ্যালো’?

জলপাইগুড়ি: সবুজের সঙ্গে অগাধ ভালোবাসা। শহরজুড়ে বেড়ে উঠছে এনার হাতে বোনা বহু গাছ। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হলেও জলপাইগুড়ির এই ব্যক্তির কাছে প্রত্যেকটা দিনই যেন পরিবেশ দিবস। জানেন ইনি কে? জানলে অবাক হবেন বইকি! ফোনে নয়, রাস্তায় এনার পাশ দিয়ে হেঁটে গেলেই হাসি মুখে বলেন ‘হ্যালো’।

মাথায় গাছের পাতা ও ফুল লাগানো ফেট্টি, মুখে এক গাল হাসি, ছিমছাম চেহারা। জলপাইগুড়ির এই ব্যক্তিকে চেনেন না এমন কেউ নেই। পরিবেশের সঙ্গে তাঁর অগাধ প্রেম। জলপাইগুড়ি শহরের রাস্তার বেশিরভাগ গাছই বুনেছেন এই ব্যক্তি। নাম বাবু মণ্ডল। যদিও শহরবাসীর কাছে তিনি ‘হ্যালো’ নামেই পরিচিত। যেখানে প্রতিনিয়ত সবুজ ধ্বংস করে ইট কাঠ পাথরের ইমারত তৈরিতে ব্যস্ত অধিকাংশ মানুষ, সেখানে নিজ মনে পরিবেশকে বাঁচিয়ে রেখেছেন জলপাইগুড়ির ‘হ্যালো বাবু।

আর‌ও পড়ুন: বাথরুমে যাচ্ছিলেন গৃহবধূ, হঠাৎ ভেঙে পড়ল বাড়ির ছাদ! আর তাতেই….

জলপাইগুড়ি ইন্দরা কলোনি এলাকার বাসিন্দা বাবু মণ্ডল। তিনি এক সাধুর অনুপ্রেরণায় প্রায় দু’ দশক ধরে বৃক্ষ রোপণ করছেন। রাস্তা দিয়ে হাঁটা পথে কেউ এনার পাশ দিয়ে গেলেই এক মুখ হাসি নিয়ে ‘হ্যালো’ বলে সম্বোধন করতেও ভোলেন না। পেশা বলতে এক সময় রিকশা চালাতেন। সেই সময় শহরের মাসকলাই বাড়ি এলাকায় স্থিত এক মন্দিরের সাধুর কাছ থেকেই পেয়েছিলেন গাছ লাগানোর দীক্ষা, সেও প্রায় ২৪ বছর আগের কথা।

সেই থেকেই শহরের বিভিন্ন রাস্তার পাশে বা ডিভাইডারের মাঝে থাকা মাটিতে আপন মনেই রোপণ করেন নানা ধরনের বৃক্ষ থেকে শুরু করে রকমারি ফুলের গাছ। আর পাঁচজনের তুলনায় একটু অন্যরকম হলেও শহরের সৌন্দর্যতা বোধহয় টিকে রয়েছে এনার জন্যই। আজও যার অন্যথা হয়নি। শহরের বেশ কিছু জায়গায় ভিন্ন ধরনের গাছ বুনতে দেখা যায় তাঁকে। আমাদের তরফ থেকেও ‘হ্যালো’-এর জন্য রইল একরাশ শুভেচ্ছা।

সুরজিৎ দে