Tag Archives: raiganj lok sabha election

West Bengal Bypolls 2024: দুই ফুলের মুখোমুখি লড়াইয়ে কাঁটা ‘হাত’

উত্তর দিনাজপুর: লোকসভা ভোট শেষ হতে না হতেই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের দামামা বেজে গেছে। এই কেন্দ্রের আগামী ১০ জুলাই ভোট গ্রহণ হবে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে রায়গঞ্জ থেকে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। যদিও তখন বিধায়ক পদে ইস্তফা দেননি‌। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কৃষ্ণ কল্যানীকে রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী করলে তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়ে ভোটে লড়াই করেন। যদিও নির্বাচনে বিজেপির কার্তিক পালের কাছে পরাজিত হন। সেই সূত্রেই এখানে উপনির্বাচন হচ্ছে।

এই উপনির্বাচনে মূলত ত্রিমুখী লড়াই হচ্ছে রায়গঞ্জ কেন্দ্রে। বিজেপি আসনটি ধরে রাখার জন্য প্রার্থী করেছে মানস ঘোষকে। অপরদিকে তৃণমূলের টিকিটে এই উপনির্বাচনে লড়াই করছেন সদ্য প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যানী। বাম-কংগ্রেস জোটের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত।

আর‌ও পড়ুন: অস্থায়ী শিক্ষকের কাণ্ড! ফেলে দেওয়া জিনিসে সাজছে স্কুল

বিজেপি প্রার্থী মানস ঘোষ তাঁর প্রচারে মূলত হাতিয়ার করেছেন কেন্দ্রের মোদি সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পকে। পাশাপাশি রাজ্যের রাজনৈতিক সন্ত্রাস এবং ব্যাপক দুর্নীতিকে তিনি প্রচারে টেনে আনছেন। কৃষ্ণ কল্যাণী আবার রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প ও উন্নয়নমূলক কাজগুলিকে প্রচারে হাতিয়ার করছেন। অপরদিকে জোটের পক্ষ থেকে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত প্রচারে একযোগে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, রায়গঞ্জের প্রকৃত উন্নয়ন কংগ্রেসের যতদিন বিধায়ক ছিল ততদিন হয়েছে। তৃণমূল ও বিজেপি কিছুই করেনি। তারা রায়গঞ্জে এইমস হতে দেয়নি বলে মোহিতবাবু অভিযোগ করছেন।

সব মিলিয়ে জমজমাট রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচার পর্ব। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই কেন্দ্রের উপনির্বাচনে ভোট কাটাকাটির অঙ্ক যিনি মেলাতে পারবেন তিনিই জয়ী হবেন।

পিয়া গুপ্তা

Lok Sabha Elections 2024 Result: দল বদলেই বাজিমাত! কৃষ্ণ নয়, রায়গঞ্জ রায় দিল কার্তিকের পক্ষে! আফসোস তৃণমূলের

উত্তর দিনাজপুর: দলবদলু হয়েও নিজের কারিশমায় বাজিমাত করলেন রায়গঞ্জ লোকসভার বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবারও জয়ের তকমা ছিনিয়ে নিল বিজেপি।

৬৮,১৭৩-এর বেশি ভোটে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হলেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। ২০১৯ সালের রায়গঞ্জ লোকসভার এই আসনে ৫১ হাজারের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী। তবে এবারে গতবারের তুলনায় রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করলেন বিজেপি প্রার্থী তথা কালিয়াগঞ্জ পৌরসভার প্রাক্তন পৌরপিতা কার্তিক চন্দ্র পাল।

আরও পড়ুন: বাঁশ বাগানে কুচকুচে কালো ওটা কী? কাছে ‌যেতেই ভয়ঙ্কর দৃশ্য! মালবাজারে চাঞ্চল্য

২০২০ সালে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কার্তিকবাবু। ছাত্র পরিষদের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের। ১৯৯৪ সালে তিনি কালিয়াগঞ্জ কলেজ থেকে বাণিজ্য বিভাগ নিয়ে স্নাতক পাস করেন। কলেজ জীবন থেকেই তিনি ধীরে ধীরে জেলা কংগ্রেসের আস্থাভাজন হয়ে উঠেন।

আরও পড়ুন: বিজেপির একজনও নেই, ১১ মহিলা সাংসদ নিয়ে সংসদে মমতার ‘টিম’! নতুন মুখ ৫

পরবর্তীতে কংগ্রেসের নেতাও হন। কিন্তু ২০১৬-তে তিনি তৃণমূলে যোগ দেন। এরপর ২০২০-র শেষে তৃণমূল থেকে সরাসরি বিজেপিতে ঝাঁপিয়ে পড়েন। কার্তিকবাবুর রাজনৈতিক কেরিয়ার রামধনুর মতো রঙিন বললেও ভুল হবে না। তবে তিনি যেই দলেই থাকুন না কেন তিনি সর্বদাই মানুষের জন্য কাজ করে গিয়েছেন। তাই লোকসভা ভোটে বিজেপির ভরাডুবিতেও রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে মান রক্ষা করতে পেরেছেন কার্তিক চন্দ্র পাল।

যেখানে রাজ্যে তৃণমূল কংগ্রেস ভাল ফলাফল করেছে সেখানে উত্তর দিনাজপুর জেলায় তৃণমূলের ভরাডুবিতে স্বভাবতই তৃণমূলের সমর্থক থেকে নেত্রীবৃন্দ সবাই ভেঙে পড়েছে। এক সাক্ষাৎকারে উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগারওয়াল জানান, ‘এই হার আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক! কেন এই ধরনের ঘটনা পরপর দু’বার হল আমরা এই হারের মূল কারণ উদঘাটন করব।’

উল্লেখ্য রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কার্তিক পালের এই বিশাল জয়ে সারা উত্তর দিনাজপুর জেলার সঙ্গে তাল মিলিয়ে কালিয়াগঞ্জ শহরের আপামর জনগণ এদিন কার্তিক চন্দ্র পালের শেঠ কলোনির বাড়ির সামনে অধিক রাত পর্যন্ত আনন্দে গা ভাসিয়ে দেন।

পিয়া গুপ্তা