Tag Archives: RG Kar Case

Sandip Ghosh RG Kar Case: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ…! CBI ‘রিমান্ড কপিতে’ যা বেরিয়ে এল, চমকে দেবে!

আরজি কর কাণ্ডে এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঘিরে অভিযোগের ঝড়। সিবিআই এর আদালতে দেওয়া রিমান্ড লেটারের কপিতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
আরজি কর কাণ্ডে এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঘিরে অভিযোগের ঝড়। সিবিআই এর আদালতে দেওয়া রিমান্ড লেটারের কপিতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
অভিযোগ নির্যাতিতার পরিবারের বার বার অনুরোধেও মৃত চিকিৎসককে দেখতে দেওয়া দেওয়া হয়নি। শুধু তাই নয়, সন্দীপের বিরুদ্ধে অভিযোগ, পরিবারকে বিভিন্ন বিভ্রান্তি মূলক খবর জেনে বুঝেই দেওয়া হয়েছিল।
অভিযোগ নির্যাতিতার পরিবারের বার বার অনুরোধেও মৃত চিকিৎসককে দেখতে দেওয়া দেওয়া হয়নি। শুধু তাই নয়, সন্দীপের বিরুদ্ধে অভিযোগ, পরিবারকে বিভিন্ন বিভ্রান্তি মূলক খবর জেনে বুঝেই দেওয়া হয়েছিল।
অ্যাসিস্ট্যান্ট সুপার 'সুইসাইড থিওরি' বলেছিলেন খোদ সন্দীপের নির্দেশেই। দেহ উদ্ধারের দিন লোক দেখানো জন্য সঠিক তথ্য না দিয়ে MSVP তরফে অভিযোগ করা হয়েছিল, সন্দীপের নির্দেশেই।
অ্যাসিস্ট্যান্ট সুপার ‘সুইসাইড থিওরি’ বলেছিলেন খোদ সন্দীপের নির্দেশেই। দেহ উদ্ধারের দিন লোক দেখানো জন্য সঠিক তথ্য না দিয়ে MSVP তরফে অভিযোগ করা হয়েছিল, সন্দীপের নির্দেশেই।
সন্দীপ ঘোষের নির্দেশেই ঘটনাকে 'ডাউন প্লে' করা হয়েছিল বলেও অভিযোগ। মূলত প্রমাণ লোপাটের জন্যই এই কাজ করা হয়েছিল বলেই রিমান্ড লেটারে দাবি সিবিআই-এর। তারই ফলে মোড় ঘোরানো চেষ্টা সন্দীপের।
সন্দীপ ঘোষের নির্দেশেই ঘটনাকে ‘ডাউন প্লে’ করা হয়েছিল বলেও অভিযোগ। মূলত প্রমাণ লোপাটের জন্যই এই কাজ করা হয়েছিল বলেই রিমান্ড লেটারে দাবি সিবিআই-এর। তারই ফলে মোড় ঘোরানো চেষ্টা সন্দীপের।
অধ্যক্ষ হিসাবে যা করণীয় বা কর্তব্য ছিল, আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তা করেনি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বরং চেষ্টা করেছেন ধামা চাপা দেওয়ার।সিবিআইয়ের তরফে এমনটাই দাবি উঠে আসছে রিমান্ড কপিতে।
অধ্যক্ষ হিসাবে যা করণীয় বা কর্তব্য ছিল, আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তা করেনি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বরং চেষ্টা করেছেন ধামা চাপা দেওয়ার।সিবিআইয়ের তরফে এমনটাই দাবি উঠে আসছে রিমান্ড কপিতে।
অভিযোগ, নির্যাতিতার পরিবারের বার বার অনুরোধেও দেখা করেনি সন্দীপ ঘোষ। এমনকি সকালে ১০:৩ নাগাদ টালা থানার ওসিকে ফোন করে জানালেও সন্দীপ নিজে অনেক দেরি করে পৌঁছন হাসপাতালে।
অভিযোগ, নির্যাতিতার পরিবারের বার বার অনুরোধেও দেখা করেনি সন্দীপ ঘোষ। এমনকি সকালে ১০:৩ নাগাদ টালা থানার ওসিকে ফোন করে জানালেও সন্দীপ নিজে অনেক দেরি করে পৌঁছন হাসপাতালে।
এক্ষেত্রে সন্দীপ ঘোষের দাবি তিনি টালা থানার ওসিকে এফআইআর করার জন্য জোর করেননি। এছাড়াও রিমান্ড লেটারে উঠে আসছে একাধিক অসঙ্গতি যার পিছনে সন্দীপ ঘোষের বড় ষড়যন্ত্রের ইঙ্গিত স্পষ্ট বলেই দাবি সিবিআই সূত্রে।
এক্ষেত্রে সন্দীপ ঘোষের দাবি তিনি টালা থানার ওসিকে এফআইআর করার জন্য জোর করেননি। এছাড়াও রিমান্ড লেটারে উঠে আসছে একাধিক অসঙ্গতি যার পিছনে সন্দীপ ঘোষের বড় ষড়যন্ত্রের ইঙ্গিত স্পষ্ট বলেই দাবি সিবিআই সূত্রে।

 

RG Kar Case: রাতভর বারে বারে ফোন! ৯-১৪ অগাস্টের সব ‘সত্যি’ বলে ফেলবেন অভিজিৎ? মুখোমুখি বসিয়ে সাঁড়াশি আক্রমণের ভাবনা

*৯ অগাস্ট ঠিক কী ঘটেছিল? চিকিৎসক পড়ুয়া মৃত্যুর ঘটনা কখন জানতে পারেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ? অভিজিৎ মণ্ডলের সঙ্গে দীর্ঘ সময় কী কথা হয়েছিল?...এই সব প্রশ্নের উত্তর খুঁজতে এবারে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা করছে সিবিআই। সংগৃহীত ছবি।
*৯ অগাস্ট ঠিক কী ঘটেছিল? চিকিৎসক পড়ুয়া মৃত্যুর ঘটনা কখন জানতে পারেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ? অভিজিৎ মণ্ডলের সঙ্গে দীর্ঘ সময় কী কথা হয়েছিল?…এই সব প্রশ্নের উত্তর খুঁজতে এবারে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা করছে সিবিআই। সংগৃহীত ছবি।
*সিবিআই সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্দীপকে ১৮ দফা জিজ্ঞাসাবাদের পরে দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়। পরে সিবিআই সম্প্রতি খুন এবং ধর্ষণের মামলাতেও তাকে গ্রেফতার করে। অন্যদিকে, অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতারের আগে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। সেখানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হত তাকে। এবারে আর আলাদা আলাদা নয়, মুখোমুখি বসিয়ে সাঁড়াশি চাপে ফেলার পরিকল্পনা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। সংগৃহীত ছবি।
*সিবিআই সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্দীপকে ১৮ দফা জিজ্ঞাসাবাদের পরে দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়। পরে সিবিআই সম্প্রতি খুন এবং ধর্ষণের মামলাতেও তাকে গ্রেফতার করে। অন্যদিকে, অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতারের আগে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। সেখানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হত তাকে। এবারে আর আলাদা আলাদা নয়, মুখোমুখি বসিয়ে সাঁড়াশি চাপে ফেলার পরিকল্পনা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। সংগৃহীত ছবি।
*শুধুমাত্র সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডল নয়, কলকাতা পুলিশের আরও বেশ কয়েকজন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। মামলার তদন্তকারী অফিসারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সংগৃহীত ছবি।
*শুধুমাত্র সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডল নয়, কলকাতা পুলিশের আরও বেশ কয়েকজন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। মামলার তদন্তকারী অফিসারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সংগৃহীত ছবি।
*তদন্তকারীদের দাবি, ৯ অগাস্ট চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে সন্দীপ ও অভিজিতের মধ্যে সবচেয়ে বেশি কথাবার্তা হয়েছিল, সেই তথ্যই উঠে এসেছে কল ডিটেলসে। ১৪ অগাস্ট পর্যন্ত তাদের দু'জনের মধ্যে কথা হয়েছে। এমনকি টাওয়ার লোকেশন অনুযায়ী, সন্দীপ ও অভিজিৎ মণ্ডল একাধিকবার দেখা করেছেন। অভিজিৎ মণ্ডল ১৪ অগাস্ট পর্যন্ত নিয়মিত আরজি করে যাতায়াত করেছেন, সেই তথ্য মিলেছে। সংগৃহীত ছবি।
*তদন্তকারীদের দাবি, ৯ অগাস্ট চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে সন্দীপ ও অভিজিতের মধ্যে সবচেয়ে বেশি কথাবার্তা হয়েছিল, সেই তথ্যই উঠে এসেছে কল ডিটেলসে। ১৪ অগাস্ট পর্যন্ত তাদের দু’জনের মধ্যে কথা হয়েছে। এমনকি টাওয়ার লোকেশন অনুযায়ী, সন্দীপ ও অভিজিৎ মণ্ডল একাধিকবার দেখা করেছেন। অভিজিৎ মণ্ডল ১৪ অগাস্ট পর্যন্ত নিয়মিত আরজি করে যাতায়াত করেছেন, সেই তথ্য মিলেছে। সংগৃহীত ছবি।
*তদন্তকারীরা জানিয়েছেন, ৯ অগাস্ট চিকিৎসক-পড়ুয়ার মৃতদেহ সেমিনার হল থেকে উদ্ধার হয়। পুলিশের তরফে অভিজিৎ ও তাঁর সহযোগীরা প্রথম ওই সেমিনার হলে পৌঁছন। এর পরে ওই সেমিনার হলে থিকথিকে ভিড় হয়ে যায়, দাবি তদন্তকারীদের। সে ক্ষেত্রে মৃতদেহের আশপাশের নমুনা রক্ষার মূল দায়িত্ব ছিল তার। কিন্তু অভিজিৎ সেই দায়িত্ব পালন করেননি বলে অভিযোগ। খুন ও ধর্ষণের ঘটনায় একের পর এক তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সংগৃহীত ছবি।
*তদন্তকারীরা জানিয়েছেন, ৯ অগাস্ট চিকিৎসক-পড়ুয়ার মৃতদেহ সেমিনার হল থেকে উদ্ধার হয়। পুলিশের তরফে অভিজিৎ ও তাঁর সহযোগীরা প্রথম ওই সেমিনার হলে পৌঁছন। এর পরে ওই সেমিনার হলে থিকথিকে ভিড় হয়ে যায়, দাবি তদন্তকারীদের। সে ক্ষেত্রে মৃতদেহের আশপাশের নমুনা রক্ষার মূল দায়িত্ব ছিল তার। কিন্তু অভিজিৎ সেই দায়িত্ব পালন করেননি বলে অভিযোগ। খুন ও ধর্ষণের ঘটনায় একের পর এক তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সংগৃহীত ছবি।
*সিবিআই-য়ের দাবি, টালা থানার ওসি খবর পেয়েছিলেন সকাল ১০:০৩ মিনিটে। ঘটনাস্থলে পৌঁছেছিলেন ১১ টা নাগাদ। মারাত্মক ঘটনার খবর পেয়েও দেরি করেছিলেন। ৫৭ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছন, যেখানে টালা থানা থেকে হাসপাতালের দূরত্ব ১ কিলোমিটার। ৫৪২ নম্বর জিডিই এন্ট্রিতে মৃতদেহ নিয়ে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। জিডিই-তে বলা হয়েছিল, অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু একজন চিকিৎসক ততক্ষণে পরীক্ষা করে বলেছিলেন মৃত অবস্থায় রয়েছে। এই ষড়যন্ত্রে হাসপাতাল কর্তৃপক্ষ ও অন্যান্য কিছু ব্যক্তির সঙ্গে ওসি টালাও ছিলেন। তথ্য পরিবর্তন করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, এমনই অভিযোগ। তদন্তকারীদের দাবি, কগনিজেবল অফেন্স বা অপরাধ হওয়া সত্ত্বেও সঠিক আইন মেনে এফআইআর করা হয়নি। সংগৃহীত ছবি।
*সিবিআই-য়ের দাবি, টালা থানার ওসি খবর পেয়েছিলেন সকাল ১০:০৩ মিনিটে। ঘটনাস্থলে পৌঁছেছিলেন ১১ টা নাগাদ। মারাত্মক ঘটনার খবর পেয়েও দেরি করেছিলেন। ৫৭ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছন, যেখানে টালা থানা থেকে হাসপাতালের দূরত্ব ১ কিলোমিটার। ৫৪২ নম্বর জিডিই এন্ট্রিতে মৃতদেহ নিয়ে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। জিডিই-তে বলা হয়েছিল, অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু একজন চিকিৎসক ততক্ষণে পরীক্ষা করে বলেছিলেন মৃত অবস্থায় রয়েছে। এই ষড়যন্ত্রে হাসপাতাল কর্তৃপক্ষ ও অন্যান্য কিছু ব্যক্তির সঙ্গে ওসি টালাও ছিলেন। তথ্য পরিবর্তন করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, এমনই অভিযোগ। তদন্তকারীদের দাবি, কগনিজেবল অফেন্স বা অপরাধ হওয়া সত্ত্বেও সঠিক আইন মেনে এফআইআর করা হয়নি। সংগৃহীত ছবি।
*অভিযোগ, ঘটনাস্থল বা ক্রাইন সিন সুরক্ষিত করা হয়নি নিয়ম মেনে। গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ নষ্ট হয়েছে, যা অভিযুক্ত সঞ্জয় ও অন্য বেশ কয়েকজনকে প্রটেক্ট করা হয়েছে তথ্য প্রমাণ নষ্ট করার মাধ্যমে। মৃতদেহ দেখে ডেথ সার্টিফিকেট ইস্যু করতে দেরি করা হয়েছে। এমনকি ইনকোয়েস্ট ও ময়না তদন্ত করার ক্ষেত্রেও সময় নষ্ট করা হয়েছে। ভিডিওগ্রাফি ত্রুটিপূর্ণ। গাফিলতি ছিল ওসি টালার। নমুনা সংগ্রহের যে ভিডিওগ্রাফি তা ত্রুটিপূর্ণ। অভিযুক্ত ও সন্দেহভাজনদের আড়াল করতেই এই চেষ্টা বলে দাবি। সিবিআইয়ের কাছে সত্য বলা হয়নি। গোপন করা হয়েছে । ধৃত অভিজিৎ মণ্ডলকে জেরা করে অন্য কারা এই ষড়যন্ত্র ও অপরাধে সামিল জানতে চাইছে সিবিআই। সংগৃহীত ছবি।
*অভিযোগ, ঘটনাস্থল বা ক্রাইন সিন সুরক্ষিত করা হয়নি নিয়ম মেনে। গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ নষ্ট হয়েছে, যা অভিযুক্ত সঞ্জয় ও অন্য বেশ কয়েকজনকে প্রটেক্ট করা হয়েছে তথ্য প্রমাণ নষ্ট করার মাধ্যমে। মৃতদেহ দেখে ডেথ সার্টিফিকেট ইস্যু করতে দেরি করা হয়েছে। এমনকি ইনকোয়েস্ট ও ময়না তদন্ত করার ক্ষেত্রেও সময় নষ্ট করা হয়েছে। ভিডিওগ্রাফি ত্রুটিপূর্ণ। গাফিলতি ছিল ওসি টালার। নমুনা সংগ্রহের যে ভিডিওগ্রাফি তা ত্রুটিপূর্ণ। অভিযুক্ত ও সন্দেহভাজনদের আড়াল করতেই এই চেষ্টা বলে দাবি। সিবিআইয়ের কাছে সত্য বলা হয়নি। গোপন করা হয়েছে । ধৃত অভিজিৎ মণ্ডলকে জেরা করে অন্য কারা এই ষড়যন্ত্র ও অপরাধে সামিল জানতে চাইছে সিবিআই। সংগৃহীত ছবি।
*তদন্তকারীদের কথায়, ঘটনাক্রম অনুযায়ী সেমিনার হলে তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে সিসিটিভি ফুটেজ সংগ্রহের ক্ষেত্রেও টালা থানার ওসি-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একটি মাত্র সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গিয়েছে। তারও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ধোঁয়াশা ও অস্পষ্ট। মৃতদেহ দ্রুত দাহ করার ক্ষেত্রেও অভিজিতের অতিসক্রিয়তার নানা ইঙ্গিত মিলেছে বলে অভিযোগ। সংগৃহীত ছবি।
*তদন্তকারীদের কথায়, ঘটনাক্রম অনুযায়ী সেমিনার হলে তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে সিসিটিভি ফুটেজ সংগ্রহের ক্ষেত্রেও টালা থানার ওসি-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একটি মাত্র সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গিয়েছে। তারও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ধোঁয়াশা ও অস্পষ্ট। মৃতদেহ দ্রুত দাহ করার ক্ষেত্রেও অভিজিতের অতিসক্রিয়তার নানা ইঙ্গিত মিলেছে বলে অভিযোগ। সংগৃহীত ছবি।
*তদন্তকারীদের দাবি, ১০ অগাস্ট ওই ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তারপরেও সন্দীপের সঙ্গে তাঁর দীর্ঘ ফোনালাপের বিষয়টি সন্দেহজনক বলে মনে করা হচ্ছে। সন্দীপের মোবাইল ফোনের 'কল ডিটেলস' পরীক্ষা করা হয়নি। সন্দীপের ক্ষেত্রে তড়িঘড়ি তদন্ত করা হয়েছিল। কোনও কিছুই গভীরে গিয়ে খতিয়ে দেখা হয়নি।" শনিবার লালবাজারে এক শীর্ষ কর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সংগৃহীত ছবি।
*তদন্তকারীদের দাবি, ১০ অগাস্ট ওই ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তারপরেও সন্দীপের সঙ্গে তাঁর দীর্ঘ ফোনালাপের বিষয়টি সন্দেহজনক বলে মনে করা হচ্ছে। সন্দীপের মোবাইল ফোনের ‘কল ডিটেলস’ পরীক্ষা করা হয়নি। সন্দীপের ক্ষেত্রে তড়িঘড়ি তদন্ত করা হয়েছিল। কোনও কিছুই গভীরে গিয়ে খতিয়ে দেখা হয়নি।” শনিবার লালবাজারে এক শীর্ষ কর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সংগৃহীত ছবি।

RG Kar Doctor Murder: দেশ জুড়ে এক ঘণ্টার কর্মবিরতি, আরজি কর কাণ্ডের প্রতিবাদে বড় পদক্ষেপের হুমকি দেশের জুনিয়র চিকিৎসক সংগঠনের

নয়াদিল্লি: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল দেশ। কলকাতা, রাজ্য ছাড়িয়ে আন্দোলন প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে সারা দেশে। এই ঘটনার নিন্দায় ও চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে আজ সোমবার দেশ জুড়ে এক ঘণ্টার কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে সারা ভারত জুনিয়র ডাক্তার অ্যাকশন ফোরাম।

ফোরামের তরফে জানানো হয়েছে, সোমবার বেলা ১২-১টা দেশ জুড়ে একঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। মানববন্ধন করে, কালো ব্যাচ পরে ডিউটি করে প্রতিবাদ জানানো হবে। একইসঙ্গে তাঁদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে আরজি করে জুনিয়র ডাক্তারদের দাবি পুরণ করে, দোষীদের শাস্তি না দেওয়া হলে দেশজুড়ে ফের বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

আরও পড়ুন: গভীর নিম্নচাপ এগোচ্ছে…! ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি কাঁপাবে ৫ রাজ্য! বাংলায় দুর্যোগ কাটবে কবে? সোম থেকে শুক্র কী হবে? IMD দিল বিরাট আপডেট

এদিকে আরজি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টে আইনজীবী বদল করল পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তারদের সংগঠন। সিনিয়র আইনজীবী ইন্দিরা জয় সিং-কে নিযুক্ত করা হয়েছে বলে খবর। মঙ্গলবারই সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এই মামলার। তার আগেই বিরাট পদক্ষেপ জুনিয়র ডক্টর্স ফ্রন্টের।

আরও পড়ুন: ‘বয়স’ ও ‘উচ্চতা’ অনুযায়ী আপনার ওজন কত হওয়া উচিত…? ১ মিনিটে বুঝে নিন হিসেব! দেখে নিন চার্ট

উল্লেখ্য আইনজীবী ইন্দিরা জয় সিং-এর করা মামলাতেই দেশজুড়ে আদালতের প্রসেডিং লাইভ স্ট্রিমিং শুরু হয়। এবার তিনিই সুপ্রিম কোর্টে আরজি কর-কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করবেন।

Samik Bhattacharya: ‘ভয় পেয়েছে তৃণমূল, অডিও রাজনীতি বন্ধ করা উচিত…’ কুণালকে বার্তা শমীকের

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: তৃণমূল নেতা কুণাল ঘোষের টেলিফোনিক কথাবার্তার অডিও প্রকাশ ইস্যুতে বিজেপির রাজ্যসভার সাংসদ তথা বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বললেন, ‘‘এই আন্দোলন কোথায় কোন পথে এগোবে সেটা আন্দোলনকারী চিকিৎসকরা বুঝবেন। মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবনের অবস্থান মঞ্চে গিয়েছিলেন। তারপরে আন্দোলনকারীদের প্রতিনিধি দল কালীঘাটে গিয়েছিলেন। কিন্তু বৈঠক হল না। চিকিৎসকদের আন্দোলনের দাবি-দাওয়া নিয়ে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তবে কুণাল ঘোষের এই অডিও রাজনীতি বন্ধ করা উচিত। তৃণমূল জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনকে ভয় পেয়েছে, তাই ভাঙতে চাইছে।’’

আরও পড়ুন– হাতিয়ার আরজি কর, আজ ধর্মতলায় ‘মহাগুরু’, কী কর্মসূচি মিঠুন চক্রবর্তীর?

প্রসঙ্গত, আরজি করের ঘটনার প্রতিবাদে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধরনায় বসেছেন জুনিয়র ডাক্তারেরা। নতুন অডিও প্রকাশ করে কুণাল ঘোষের অভিযোগ, ‘‘জুনিয়র ডাক্তারদের একাংশ জটিলতা তৈরির মানসিকতা নিয়েই কালীঘাটে গিয়েছিলেন।’’ রবিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি অডিও প্রকাশ করে কুণালের দাবি, সেই টেলিফোনিক কথাবার্তার অডিওটি মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার আগে সল্টলেকের ধরনামঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের একটি অংশ।

আরও পড়ুন- আমেরিকায় ফের হামলা ট্রাম্পের উপর ! গল্ফ ক্লাবে চলল গুলি ! অস্ত্র হাতে গ্রেফতার ১

কুণাল ঘোষ আরও জানিয়েছেন, ‘‘এই অডিও কারও টেলিফোনকথন নয়। এটি ওঁদের মঞ্চে নিজেদের বৈঠকের আলোচনা।’’ সেই অডিওতে শোনা গিয়েছে, ‘‘কালীঘাট থেকে ডাক আসার পর সেখানে যাওয়া এবং দাবিদাওয়া সম্পর্কে জুনিয়র ডাক্তারেরা আলোচনা করছেন। কেউ কেউ সরকারের দাবি মেনে বৈঠকের পক্ষে। কেউ কেউ আবার ভিডিওগ্রাফি বা সরাসরি সম্প্রচারের দাবিতে অনড় থাকতে চাইছেন। সুপ্রিম কোর্টে আগামী মঙ্গলবারের শুনানি নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন কেউ কেউ।’’

কুণাল ঘোষের বক্তব্য, মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার আগে ধরনামঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের অংশ থেকেই স্পষ্ট, আন্দোলনকারীদের একাংশ জটিলতার মানসিকতা নিয়েই গিয়েছিলেন কালীঘাটে। তৃণমূল নেতা কুণাল ঘোষের এই বক্তব্যেরই পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের মন্তব্য, ‘‘ওঁর এই অডিও রাজনীতি বন্ধ করা উচিত।’

Mithun Chakraborty-RG Kar Case: হাতিয়ার আরজি কর, আজ ধর্মতলায় ‘মহাগুরু’, কী কর্মসূচি মিঠুন চক্রবর্তীর?

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আরজি কর ইস্যুতে আজ, সোমবার ফের পথে নামছেন মিঠুন। বিজেপির ধরনা অবস্থানের শেষ দিন ডোরিনা ক্রসিংয়ের সভামঞ্চে এদিন বিকেলে হাজির থাকবেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীও।

আরজি করে চিকিৎসকের খুন ও ধর্ষণ কাণ্ডের পর ভিডিও বার্তায় ঘটনা তীব্র নিন্দা করেছিলেন মিঠুন। শুধুমাত্র ভিডিও বার্তা দেওয়াই নয়, নাগরিক সমাজের ডাকে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলে এর আগে অংশ নেন তিনি। আর আজ, সোমবার বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির অন্যতম সদস্য মিঠুন চক্রবর্তী দলের রাজনৈতিক কর্মসূচির শেষ দিনের ধরনা অবস্থানে ধর্মতলায় হাজির হয়ে বক্তব্য রাখবেন মিঠুন।

আরও পড়ুন– রাজ্যে বৃষ্টি চলবে, বেশ কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার উন্নতি কবে? জেনে নিন

আরজি কর ঘটনার পরে পরেই মিঠুন চক্রবর্তী এক ভিডিও বার্তায় আগেই বলেছিলেন, ‘‘আমি অনেকদিন ধরে অনেক জায়গায় অনেকবার এই কথাটা বলে এসেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। কী বলব, বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলছি। নির্যাতিতার পরিবারের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইল। আর যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাড়াতাড়ি তাদের সবাইকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক।’’

আরও পড়ুন- রাশিফল ১৬ সেপ্টেম্বর – ২২ সেপ্টেম্বর: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

আর আজ, সোমবার ধর্মতলার মঞ্চ থেকে কী বলেন ‘মহাগুরু’? সেদিকেই নজর সবার। বিজেপির শেষ দিনের ধর্মতলার মঞ্চে সোমবার উপস্থিত থাকবেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা-সহ অন্যান্য নেতৃত্ব।

RG Kar Update: জুনিয়র ডাক্তারদের মহামিছিলে উঠল ‘নতুন’ স্লোগান! শুনেই অবাক সবাই!

কলকাতা: আরজি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টে আইনজীবী বদল করছে জুনিয়র ডাক্তারদের সংগঠন। সিনিয়র আইনজীবী ইন্দিরা জয় সিং-কে নিযুক্ত করা হয়েছে বলে খবর। এরইমধ্যে এদিন মিছিলে মিছিলে শহর ভরে যায়। সেই মিছিলে স্লোগানে এবার কী শোনা গেল? চমকে উঠলেন মানুষ।

RG Kar Protest: কর্মবিরতি তুলে নিলেন ‘এই’ জেলার জুনিয়র ডাক্তারেরা? গুজব নয়, জানুন আসল খবর

বাঁকুড়া: আরজি কর-কাণ্ডের অবস্থান বিক্ষোভ পা দিল ৩৫তম দিনে। রবিবার বৃষ্টি মাথায় করে ‘অভয়া ক্লিনিক’-এর মাধ্যমে মানুষকে যথাসম্ভব পরিষেবা দিলেন জুনিয়র ডাক্তাররা। তবে অফিশিয়ালি এখনও কর্মবিরতি চলছে বলে জানিয়েছেন তাঁরা।

যদিও এই কর্মবিরতি বাড়িতে ছুটি কাটাবার জন্য নয়! এই কর্মবিরতি যেন একটি  “আইডিওলজিক্যাল ম্যানিফেস্টেশন” হয়, মত আন্দোলনকারীদের। চলছে কর্মবিরতি কিন্তু তবুও সাধারণ মানুষকে পরিষেবা দিতে পিছপা হচ্ছেন না জুনিয়র ডাক্তাররা। তাঁরা আসলে যথাসম্ভব চেষ্টা করছেন নিজেদের কাজ করার। তার মধ্যে চলছে অনবরত বৃষ্টি।

আরও পড়ুন: উইকেন্ডজুড়ে টানা বৃষ্টি, আর সোমবার? রোদ উঠবে নাকি বৃষ্টিই? আবহাওয়ার বড় খবর

রবিবার যেন বেদনার অশ্রুধারার মতো বৃষ্টি ঝরে পড়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপরে। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, “কর্মবিরতি চলছে এবং চলবে। তবে কিছু সামাজিক মাধ্যমে ভুয়ো খবর প্রচারে আশাহত হয়েছেন জুনিয়র ডাক্তাররা।” ডাক্তার মানুষের জীবন বাঁচায়। ডাক্তার সাধারণ মানুষের কাছে ভগবান। আর সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলি এক একটি মন্দিরের মতো।

আরও পড়ুন: মঙ্গলে সুপ্রিম-শুনানিতে এক ইঞ্চিও জমি ছাড়া নয়, বড় সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের! প্রশ্ন উঠেছিল আগেই

যেখানে সাধারণ মানুষ পেয়ে থাকেন  চিকিৎসা পরিষেবা। তবে সাম্প্রতিক আরজি কর-কাণ্ডের পর যেন পরিস্থিতি টালমাটাল হয়ে গিয়েছে। জুনিয়র ডাক্তারদের অধিকারের লড়াইয়ের ঢেউ পৌঁছেছে অনেক দূর পর্যন্ত। প্রান্তিক বাঁকুড়াও সামিল হয়েছে এই লড়াইয়ে। তবে ডাক্তারদের মানবিক রূপ আবারও ধরা পড়েছে বাঁকুড়ার বুকে। বৃষ্টি মাথায় করেই অভয়া ক্লিনিকের মাধ্যমে রোগীদের  যথাসম্ভব পরিষেবা দেওয়ার প্রচেষ্টা করছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা।

নীলাঞ্জন ব্যানার্জী

RG Kar Doctor Murder Case: ডাক্তারকে ধর্ষণ-খুনের দিন সন্দীপের সঙ্গে টানা কথা টালা থানার প্রাক্তন OC-র! কেন? চাঞ্চল্যকর তথ্য CBI-এর হাতে

সন্দীপের সঙ্গেই ষড়যন্ত্রে সামিল অভিজিৎ-ও? শিয়ালদহ আদালতে সওয়াল CBI-এর। ঘটনার দিন সন্দীপের সঙ্গে টানা কথা টালা থানার প্রাক্তন ওসির। সকাল দশটায় ঘটনা জানাজানি হলেও এফআইআর কেন রাত সাড়ে এগারোটায়? খুন ও ধর্ষণ জেনেও তদন্ত প্রক্রিয়ায় গাফিলতি। তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে দাবি সিবিআই-এর। পুলিশ ও সিবিআই-এর মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। পুলিশ বলে নয়, সন্দেহভাজন বলে গ্রেফতার অপসারিত ওসি। আরজি কর খুন এবং ধর্ষণ মামলায় আরজি কর হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসিকে সিবিআই হেফাজতে পাঠাল আদালত।

Harassment case punishment: পাঁচ টাকার লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, পুলিশের তৎপরতায় শাস্তি অপরাধীর

নদিয়া: পুলিশের তৎপরতায় ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার সাজা পেল অপরাধী। ঘটনাটি ৩ সেপ্টেম্বর ২০১৮ সালের, নদীয়া জেলার তাহেরপুর থানা এলাকার, যা বর্তমানে রাণাঘাট পুলিশ জেলার অন্তর্ভুক্ত।

পশ্চিমবঙ্গ পুলিশের ফেসবুক পেজে বিবরণ দেওয়া হয়েছে সেই ঘটনার, ‘সকাল ন’টা নাগাদ বাড়ির কাছেই দোকান থেকে চিপস কিনতে বেরোয় দুই বন্ধু- একজনের বয়স নয়, দ্বিতীয় জনের ছয়। দোকানে যাওয়ার পথে তাদের প্রতিবেশী, বছর চল্লিশের শম্ভু দাসের সঙ্গে দেখা হয় দুই বন্ধুর। ন’বছরের মেয়েটিকে শম্ভু ‘কাকু’ বলে, তার হাত মালিশ করে দিলে পাঁচ টাকা পাবে তারা’।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস! রাজ্যের চার জেলাকে বিশেষ ভাবে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নের

পাঁচ টাকার জন্য প্রতিবেশির কাছে যায় দুই শিশু। তারপরের ঘটনাও ভয়ঙ্কর। ছ’বছরের মেয়েটির সামনেই ন’বছরের মেয়েটির উপর যৌন নির্যাতন করার চেষ্টা করে শম্ভু, তবে চুপচাপ মেনে না নিয়ে তারস্বরে চিৎকার করতে থাকে সেই মেয়ে। চাপে পড়ে দু’জনকে ছেড়ে দিতে বাধ্য হয় শম্ভু৷ ভাগ্যক্রমে, অক্ষত অবস্থায় ছিল দুই মেয়ে।

আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় আসছে প্রবল বৃষ্টি! সঙ্গে বজ্রপাতে কাঁপবেল এলাকা

শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনে রুজু হয় মামলা, তদন্ত করেন ইনসপেক্টর সারওয়াল আলম। অভিযুক্ত শম্ভুকে গ্রেফতার করে চার্জশিট দাখিল করা হয় নির্দিষ্ট সময়ের আগেই। বিচারপর্ব শেষ হয়েছে সম্প্রতি, ধর্ষণের চেষ্টা করার অপরাধে ছয় বছরের কারাদণ্ড হয়েছে শম্ভুর।

RG Kar Case CBI: আরজি কর-কাণ্ডে CBI নজরে ‘ডায়েরি’, কী আছে এই ডায়েরিতে? ফাঁস হবে বড় সত্য? দেখুন

আরজি করে ধর্ষণ-খুন মামলা তদন্ত। এবার CBI নজরে কেস ডায়েরিও। CBI স্ক্যানারে বেশ কয়েকজন পুলিশ অফিসার। তদন্ত ভুল পথে চালনার অভিযোগ। CBI-কেও বিভ্রান্ত করার অভিযোগ। টালা থানার বিরুদ্ধে অভিযোগ CBI-এর। জিডি-তেও একাধিক গরমিলের অভিযোগ। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের গোয়েন্দাদের নজরে কেস ডায়েরি। শনিবারই টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই।