Tag Archives: RG Kar murder

Chief Justice Warns Koustav Bagchi: ‘স্বর নামিয়ে কথা বলুন!’ কৌস্তভকে তিরস্কার বিচারপতির! শুনানির সময় চিৎকার করে বিপাকে বিজেপি নেতা

কলকাতা: “স্বর নামিয়ে কথা বলুন”! অসঙ্গত আচরণের জন্য বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে সতর্ক করলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। সোমবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ-খুনের মামলায় সুপ্রিম কোর্টের কার্যক্রম চলাকালীন কৌস্তভের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ ওঠে। তাঁকে সাবধান করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বিজেপি নেতাকে তিরস্কার করার সিদ্ধান্তকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সোমবার স্বাগত জানিয়েছে।

আরও পড়ুন- ‘এক মাস হয়ে গেল, এবার উৎসবে ফিরুন, পুজোয় ফিরুন’, জনগণের কাছে আর্জি মমতার

একাধিক অনুষ্ঠানে, বাগচীকে কার্যধারায় বাধা দিতে, সহ-কাউন্সেল সদস্যদের আদালতে চিৎকার করতে দেখা গিয়েছে, “শালীনতার সমস্ত সীমা অতিক্রম করেছেন তিনি।” সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাগচীর নোংরা আচরণকে ধিক্কার জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছে,””Don’t raise your voice. Lower your pitch. You’re addressing three judges in front of you, not the crowd watching over video conferencing.” But what else can we expect from a loudmouth half-time advocate, full-time @BJP4India karyakarta @koustavcp who thinks courtroom decorum can be bulldozed like everything else under their rule? Today, the Hon’ble Chief Justice rightfully pulled him up for his misconduct.”

আরও পড়ুন- সর্বনাশ! জলের সঙ্গে খেয়ে ফেলছেন কিলো কিলো প্লাস্টিক! ডেকে আনছেন মৃত্যু! কত প্লাস্টিক খাচ্ছেন মাসে, জানেন?

প্রধান বিচারপতি বাগচীকে ‘স্বর নামিয়ে কথা বলার’ নির্দেশ দিয়েছিলেন। গ্যালারির পরিবর্তে বেঞ্চকে সম্বোধন করার দিকে মনোনিবেশ করতে বলেছিলেন। বিচারপতি আরও বলেন,” শুনানির লাইভ সম্প্রচারের সময় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে যে, বাগচী তাঁর বেপরোয়া কার্যকলাপের মাধ্যমে আদালত কক্ষকে রাজনৈতিক থিয়েটারে পরিণত করার চেষ্টা করছেন! প্রধান বিচারপতি চন্দ্রচূড় কৌস্তভ “উচ্চস্বরে এবং বিঘ্ন সৃষ্টিকারী আচরণ” করছেন বলে উল্লেখ করেন।

কৌস্তভের এ হেন আচরণ বেঞ্চকে ক্ষুব্ধ করেছিল এবং মামলার গুরুত্ব থেকে বিচ্যুত হয়েছিল বলেই দাবি।আজ সুপ্রিম কোর্টে শুনানির সময় আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তভ বাগচীর আচরণে হতাশা প্রকাশ করে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, “আপনি কি আদালতের বাইরে গ্যালারিতে বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন? আমি গত দুই ঘণ্টা ধরে আপনার আচরণ লক্ষ্য করছি। প্রথমত, আপনার গলার স্বর নামান, প্রধান বিচারপতির কথা শুনুন। দ্বিতীয়ত, আপনি আপনার সামনে তিনজন বিচারককে সম্বোধন করছেন, তাঁদের জন্য নয়। যাঁরা ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিচারসভা দেখছেন, তাঁদের কথা ভেবেও সংযত হন।”

‘মেয়েটা যেন…!’ আরজি কর কাণ্ডের বিচার নিয়ে মুখ খুললেন সৌরভ, বড় দাবি করলেন

জাস্টিস ফর আরজি কর। রাজ্যজুড়ে এখন একটাই স্লোগান। আজ আরজি করের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার এক মাস। প্রতিবাদ মিছিল চলছে। রাতদখলে নামছেন মেয়েরা। মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়ছে। বিশ্বের নানা প্রান্তে প্রবাসী বাঙালি ও ভারতীয়রাও বিচার চেয়ে আন্দোলনে শামিল। আর এসবের মাঝে এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

জাস্টিস ফর আরজি কর। রাজ্যজুড়ে এখন একটাই স্লোগান। আজ আরজি করের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার এক মাস। প্রতিবাদ মিছিল চলছে। রাতদখলে নামছেন মেয়েরা। মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়ছে। বিশ্বের নানা প্রান্তে প্রবাসী বাঙালি ও ভারতীয়রাও বিচার চেয়ে আন্দোলনে শামিল। আর এসবের মাঝে এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ আগেও আরজি করের ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন। পরে তিনি দাবি করেছিলেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি সেদিনও দোষীদের কঠোর শাস্তির দাবি করেছিলেন।
সৌরভ আগেও আরজি করের ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন। পরে তিনি দাবি করেছিলেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি সেদিনও দোষীদের কঠোর শাস্তির দাবি করেছিলেন।
রাস্তায় নেমে প্রতিবাদ করার কথা থাকলেও সৌরভ তা করতে পারেননি। তবে মেয়েকে সঙ্গে নিয়ে মোমবাতি জ্বালিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, তিনিও আর সবার মতো এই আন্দোলনে আছেন। তিনি এই ঘটনায় দ্রুত বিচারের পক্ষে।
রাস্তায় নেমে প্রতিবাদ করার কথা থাকলেও সৌরভ তা করতে পারেননি। তবে মেয়েকে সঙ্গে নিয়ে মোমবাতি জ্বালিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, তিনিও আর সবার মতো এই আন্দোলনে আছেন। তিনি এই ঘটনায় দ্রুত বিচারের পক্ষে।
এবার সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন, আমি সুপ্রিম কোর্টের শুনানি সম্পর্কে এখনও কিছু জানতে পারিনি। তবে চাইব অরাজনৈতিক মানুষ যে ভাবে রাস্তায় নেমেছেন, মেয়েটি যেন সুবিচার পায়। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে উদাহরণ তৈরি হয়। বিচার পেতে হয়তো সময় লাগে। কিন্তু সাধারণ মানুষ যে ভাবে রাস্তায় নেমেছেন, দেখার মতো।
এবার সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন, আমি সুপ্রিম কোর্টের শুনানি সম্পর্কে এখনও কিছু জানতে পারিনি। তবে চাইব অরাজনৈতিক মানুষ যে ভাবে রাস্তায় নেমেছেন, মেয়েটি যেন সুবিচার পায়। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে উদাহরণ তৈরি হয়। বিচার পেতে হয়তো সময় লাগে। কিন্তু সাধারণ মানুষ যে ভাবে রাস্তায় নেমেছেন, দেখার মতো।
সৌরভ আরও বলেন, সোশ্যাল মিডিয়া ফলো করি না। তবে এই ঘটনায় শাস্তির এমন উদাহরণ তৈরি করতে হবে যা সাড়া পৃথিবীতে দৃষ্টান্তমূলক হয়ে থাকে। যা ঘটেছে, তার বিচার পেতেই হবে। যে এই কাজটা করেছে তাকে শাস্তি দিতে হবে।
সৌরভ আরও বলেন, সোশ্যাল মিডিয়া ফলো করি না। তবে এই ঘটনায় শাস্তির এমন উদাহরণ তৈরি করতে হবে যা সাড়া পৃথিবীতে দৃষ্টান্তমূলক হয়ে থাকে। যা ঘটেছে, তার বিচার পেতেই হবে। যে এই কাজটা করেছে তাকে শাস্তি দিতে হবে।
সাধারণ মানুষের আন্দোলন প্রভাবিত করেছে সৌরভের মতো তারকাকেও। ভবিষ্যতে তাঁকেও বিচারের দাবিতে পথে দেখা যাবে কি না, তা এখন বলা মুশকিল। তবে তিনিও এই আন্দোলনে কোনও না কোনওভাবে আছেন।
সাধারণ মানুষের আন্দোলন প্রভাবিত করেছে সৌরভের মতো তারকাকেও। ভবিষ্যতে তাঁকেও বিচারের দাবিতে পথে দেখা যাবে কি না, তা এখন বলা মুশকিল। তবে তিনিও এই আন্দোলনে কোনও না কোনওভাবে আছেন।

RG Kar Protest: জন্মদিনের নেমন্তন্ন খেতে এসে হতবাক অতিথিরা, চারিদিকে শুধু ‘We Want Justice’! কী অবিশ্বাস্য কাণ্ড দেখুন

উত্তর ২৪ পরগনা: চিকিৎসকের প্রেসক্রিপশন, খাবার ডেলিভারি স্লিপের পর এবার আরজি কর-কাণ্ডের প্রতিবাদ জন্মদিনেও। নারকীয় এই ঘটনার বিচারের দাবি চেয়ে, নিজের সন্তানের জন্মদিন পালনে বার্তা তুলে ধরল পরিবার। যেখানে প্যান্ডেল থেকে মেনু কার্ড, সব জায়গায় দেখা গেল নির্যাতিতার বিচারের দাবি।

বেলুন দিয়ে সাজানো প্যান্ডেলের নানা প্রান্তে আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে পোস্টার দেখে নিমন্ত্রিত অতিথিরাও হলেন অবাক। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কলমবাগান কুন্দিপুর গ্রামের বাসিন্দা উত্তম ভট্টাচার্য। তাঁর ছেলের পাঁচ বছরের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আয়োজন করা হয় এক অনুষ্ঠানের।

আরও পড়ুন: ‘কেন হবে? চুপচাপ আছি-বেদনায় আছি’, ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী তাড়ানো নিয়ে বার্তা মমতার

সেখানেই আরজি করে নৃশংস ভাবে কর্মস্থলে খুন হওয়া ডাক্তার তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতীকী প্রতিবাদ জানানো হয়। যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন, সেই দেবাঙ্কনও আধো আধো কথায় জানাল আরজি করের বিচারের কথা। দেবাঙ্কনের মা সুপর্ণা ভট্টাচার্য বলেন, ‘আরজি কর-এর ঘটনায় সকলেই শোকাহত, মর্মাহত। তাই এই ঘটনার বিচার চাই।’

আরও পড়ুন: ‘প্রাইভেট হাসপাতালের ব্যবসা বাড়ছে!’ জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ মমতার! বৈঠকে বসারও ইঙ্গিত

পাশাপাশি, মহিলাদের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন তিনি। জন্মদিন স্মরণীয় করে রাখতে কেক কাটা থেকে এলাহি ভুরিভোজের আয়োজন থাকলেও, আরজি কর-কাণ্ডের এমন প্রতিবাদ উঠে আসায় উত্তমবাবুর এমন অভিনব উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন আমন্ত্রিত থেকে এলাকাবাসীরা সকলেই।

Rudra Narayan Roy

Mamata Banerjee on Migrant Workers: ‘কেন হবে? চুপচাপ আছি-বেদনায় আছি’, ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী তাড়ানো নিয়ে বার্তা মমতার

কলকাতা: কাজের প্রয়োজনে ওড়িশায় গিয়ে সমস্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকেরা। নবান্ন সূত্রে খবর, ওড়িশায় বাংলার বহু পরিযায়ী শ্রমিক হামলা ও আক্রমণের মুখে পড়ছেন। ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রশাসনিক বৈঠকে ফের একবার এ প্রসঙ্গে বার্তা দিলেন মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলার নাম সারা বিশ্বজুড়ে বদনাম করছে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে। বাংলাদেশের পরে এই সুযোগ নিচ্ছেন তো? এখানে বাংলাদেশ হবে না। বাংলাদেশটা বাংলাদেশেই হয়। বাংলা ভাষায় কথা বলেছে বলে ওড়িশা থেকে তাড়িয়ে দিয়েছেন। আমাদের ২০ হাজার পরিযায়ী শ্রমিককে তাড়িয়ে দিয়েছেন। আমাদের এখানে ১.৫০ কোটি পরিযায়ী শ্রমিক আছেন অন্যান্য রাজ্যের। আমরা কিন্তু মানবিক, এটা মনে রাখবেন। আমি নিজে ওড়িশার মুখ্যমন্ত্রীকে ফোন করলাম। কেন হবে? চুপচাপ আছি। বেদনায় আছি।’

আরও পড়ুন: ‘প্রাইভেট হাসপাতালের ব্যবসা বাড়ছে!’ জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ মমতার! বৈঠকে বসারও ইঙ্গিত

কাজের প্রয়োজনে ওড়িশায় গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকরা সমস্যায়। নবান্ন সূত্রে খবর, বাংলার বহু পরিযায়ী শ্রমিক ওড়িশার কয়েকটি জেলায় কাজের প্রয়োজনে গিয়ে হামলা এবং আক্রমণের মুখে পড়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

আরও পড়ুন: সব বাড়ির ফ্রিজেই থাকে এই জিনিস, মাত্র সাতদিন মুখে লাগালে ত্বক হবে স্বচ্ছ কাচের মতো! বিউটিশিয়ানের টিপস

বাংলার পরিযায়ী শ্রমিকদের কী ধরনের সমস্যায় পড়তে হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে ওড়িশার মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সমস্যায় পড়া পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে এ রাজ্যে ফিরে আসারও আহ্বান জানিয়েছেন। নবান্নের তরফে জানানো হয়েছে, কোথাও কোনও সমস্যা হলে রাজ্য সরকারের তরফে সাহায্য করা হবে।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

RG Kar Protest in Canada: ২৫ দেশের বিভিন্ন শহরে পথে নামলেন প্রবাসীরা, ‘Justice For RG Kar’ স্লোগানে গর্জে উঠল কানাডার এই শহর

প্রতিবাদ মিছিল চলছে। আরজি করের নারকীয় ঘটনার সুপ্রিম কোর্টে শুনানির আগের দিন রাতে কলকাতাতেও দেখা গেল প্রতিবাদের ঝড় ৷ বিশ্বের অন্তত ২৫টি দেশে আরজি করের ঘটনার প্রতিবাদে কিছু না কিছু কর্মসূচির আয়োজন করা হয়েছিল রবিবার।
প্রতিবাদ মিছিল চলছে। আরজি করের নারকীয় ঘটনার সুপ্রিম কোর্টে শুনানির আগের দিন রাতে কলকাতাতেও দেখা গেল প্রতিবাদের ঝড় ৷ বিশ্বের অন্তত ২৫টি দেশে আরজি করের ঘটনার প্রতিবাদে কিছু না কিছু কর্মসূচির আয়োজন করা হয়েছিল রবিবার।
সুদূর কানাডায় বসে প্রবাসীরাও পারেননি হাত গুটিয়ে বসে থাকতে। বিশ্বজুড়ে ১৫০-এর বেশি শহরে ৮ সেপ্টেম্বর নিজেদের সময় অনুযায়ী বিকেল ৫টায় নিজ নিজ শহরে প্রতিবাদে শামিল হয়েছেন।
সুদূর কানাডায় বসে প্রবাসীরাও পারেননি হাত গুটিয়ে বসে থাকতে। বিশ্বজুড়ে ১৫০-এর বেশি শহরে ৮ সেপ্টেম্বর নিজেদের সময় অনুযায়ী বিকেল ৫টায় নিজ নিজ শহরে প্রতিবাদে শামিল হয়েছেন।
কানাডার ক্যালগেরি শহরের একেবারের কেন্দ্রস্থল ‘সিটি হল’-এ ৫০ জনের বেশি প্রবাসী বাঙালি নিজের তাগিদে জড়ো হয়ে জানালেন, ‘আমরা রয়েছি কলকাতার পাশে’।
কানাডার ক্যালগেরি শহরের একেবারের কেন্দ্রস্থল ‘সিটি হল’-এ ৫০ জনের বেশি প্রবাসী বাঙালি নিজের তাগিদে জড়ো হয়ে জানালেন, ‘আমরা রয়েছি কলকাতার পাশে’।
এক বাসিন্দার কথায়, ‘‘কারও চোখে জল, আবার চোখে আগুন, বিচারের আশায় সবাই তাকিয়ে আদালতের দিকে। আমরা যেহেতু সাড়ে ১১টা ঘণ্টা পিছিয়ে, তাই আমাদের প্রতিবাদের সময় থেকে মাত্র ৪ ঘণ্টা পরেই আদালতের শুনানি। তিলোত্তমার মৃত্যু হয়েছে, তবে জেগে উঠেছে হাজার তিলোত্তমার এক স্বর। জাস্টিস ফর আর্জি কর। সঠিক বিচার চেয়ে শহর ক্যালগেরির বাঙালিরা তাই বলেছেন, ‘ক্যালগেরি থেকে ধিক্কার, তিলোত্তমার দাও বিচার।’
এক বাসিন্দার কথায়, ‘‘কারও চোখে জল, আবার চোখে আগুন, বিচারের আশায় সবাই তাকিয়ে আদালতের দিকে। আমরা যেহেতু সাড়ে ১১টা ঘণ্টা পিছিয়ে, তাই আমাদের প্রতিবাদের সময় থেকে মাত্র ৪ ঘণ্টা পরেই আদালতের শুনানি। তিলোত্তমার মৃত্যু হয়েছে, তবে জেগে উঠেছে হাজার তিলোত্তমার এক স্বর। জাস্টিস ফর আর্জি কর। সঠিক বিচার চেয়ে শহর ক্যালগেরির বাঙালিরা তাই বলেছেন, ‘ক্যালগেরি থেকে ধিক্কার, তিলোত্তমার দাও বিচার।’
কানাডার পাশাপাশি আমেরিকার ৬০টি শহরে রবিবার আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে রাস্তায় নামেন অসংখ্য মানুষ। সেই তালিকায় রয়েছে আটলান্টা, ডাবলিন, সান দিয়েগো, বস্টন, হিউস্টন, আইওয়া, মিনেয়াপোলিস, নিউ ইয়র্ক, সিয়াটল, ট্যাম্পা, ভার্জিনিয়ার মতো জায়গা। এ ছাড়া, জাপান, তাইওয়ান, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, কানাডা, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, জাম্বিয়া, নেদারল্যান্ডস, সুইৎজারল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্র, স্পেন, নিউজিল্যান্ডেও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
কানাডার পাশাপাশি আমেরিকার ৬০টি শহরে রবিবার আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে রাস্তায় নামেন অসংখ্য মানুষ। সেই তালিকায় রয়েছে আটলান্টা, ডাবলিন, সান দিয়েগো, বস্টন, হিউস্টন, আইওয়া, মিনেয়াপোলিস, নিউ ইয়র্ক, সিয়াটল, ট্যাম্পা, ভার্জিনিয়ার মতো জায়গা। এ ছাড়া, জাপান, তাইওয়ান, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, কানাডা, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, জাম্বিয়া, নেদারল্যান্ডস, সুইৎজারল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্র, স্পেন, নিউজিল্যান্ডেও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

RG Kar Protest: ‘গ্লোবাল প্রোটেস্ট’-এ বাঙালিদের সঙ্গে সরব আমেরিকানরাও! গানে, স্লোগানে মুখরিত মিছিল

উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কেন্দ্র আরজি কর হাসপাতাল। শহরের তো বটেই রাজ্যেরও বহু মানুষ নির্ভর করেন এই আরজি কর হাসপাতালের উপর।
উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কেন্দ্র আরজি কর হাসপাতাল। শহরের তো বটেই রাজ্যেরও বহু মানুষ নির্ভর করেন এই আরজি কর হাসপাতালের উপর।
আরজি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ এবং খুনের মামলায় সারা দেশ জুড়ে চলছে প্রতিবাদ। বাদ নেই বিদেশেও।
আরজি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ এবং খুনের মামলায় সারা দেশ জুড়ে চলছে প্রতিবাদ। বাদ নেই বিদেশেও।
আরজিকর কাণ্ডের প্রতিবাদে “গ্লোবাল প্রোটেস্টে” অংশ নিল মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যরোলিনা রাজ্যের রাজধানী র‍্যালে। মানববন্ধন ও স্লোগানে মুখরিত হয় নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির প্রাঙ্গন।
আরজিকর কাণ্ডের প্রতিবাদে “গ্লোবাল প্রোটেস্টে” অংশ নিল মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যরোলিনা রাজ্যের রাজধানী র‍্যালে। মানববন্ধন ও স্লোগানে মুখরিত হয় নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির প্রাঙ্গন।
৯ সেপ্টেম্বর, সোমবার আরজি কর কাণ্ডে আদালতে প্রথম শুনানি। তার আগের দিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর বিশ্বজুডে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রবাসী বাঙালীদের উদ্যোগে আয়োজিত হয় এই প্রতিবাদ সভা।

৯ সেপ্টেম্বর, সোমবার আরজি কর কাণ্ডে আদালতে প্রথম শুনানি। তার আগের দিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর বিশ্বজুডে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রবাসী বাঙালীদের উদ্যোগে আয়োজিত হয় এই প্রতিবাদ সভা।
তিলোত্তমার জাস্টিসের দাবিতে প্রবাসী বাঙালিদের পাশাপাশি প্রতিবাদে শামিল হন আমেরিকানরাও। তিলোত্তমাকে নিয়ে অরিজিৎ সিংয়ের লেখা “আর কবে, আর কবে…” গানে মুখর হন উপস্থিত প্রতিবাদকারীরা।
তিলোত্তমার জাস্টিসের দাবিতে প্রবাসী বাঙালিদের পাশাপাশি প্রতিবাদে শামিল হন আমেরিকানরাও। তিলোত্তমাকে নিয়ে অরিজিৎ সিংয়ের লেখা “আর কবে, আর কবে…” গানে মুখর হন উপস্থিত প্রতিবাদকারীরা।
মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের ১৭টির অধিক দেশের ১০৮টিরও বেশি শহরে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই প্রতিবাদসভার আয়োজন করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের ১৭টির অধিক দেশের ১০৮টিরও বেশি শহরে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই প্রতিবাদসভার আয়োজন করা হয়।

আরজি কর কাণ্ডে ফের মুখ খুললেন সৌরভ! এবার বড় মন্তব্য করলেন ‘দাদা’

কলকাতা: আরজি করে তরুণি ডাক্তার ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে তোলপার রাজ্য-দেশ। প্রতিবাদের আঁচ পড়েছে বিদেশের মাটিতেও। বিচারের দাবিতে সরব আট থেকে আশি। এই পরিস্থিতিতে সোমবার আরজি কর কাণ্ডের শুনানির দিকে নজর ছিল সকলের। আর এদিনই ফের আরজি কর কাণ্ড ও সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এর আগে আরজি কর কাণ্ড নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও পরে জানিয়েছিলেন তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। সোমবার সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”আজকের অর্ডার এখনও দেখিনি। সুপ্রিম কোর্ট কি বলেছে এখনও জানা হয়নি।সোশ্যাল মিডিয়া ফলো করি না। চাইব নন পলিটিক্যাল মানুষ যেভাবে নেমেছে। মেয়েটির বিচার হোক।”

এছাড়াও সৌরভ গঙ্গোপাধ্যায় এই নৃশংস ও মর্মান্তিক ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেছেন,”দৃষ্টান্তমূলক বিচার হোক যাতে তার উদাহরণ তৈরি হবে। এমন উদাহরণ তৈরি করতে হবে যা সাড়া পৃথিবীর দৃষ্টান্তমূলক হতে পারে। মানুষ যেভাবে মানুষের সঙ্গে থেকেছে দেখার মতো। বিচার পেতেই হবে। যে এই কাজটা তাকে শাস্তি দিতে হবে।”

আরও পড়ুনঃ India vs Bangladesh: ৮ মাস পর ভারতীয় টেস্ট দলে কামব্যাক! শক্তি অনেকটাই বাড়ল টিম ইন্ডিয়ার

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। প্রধান বিচারপতির বেঞ্চ খতিয়ে দেখে মুখবন্ধ খামে জমা পড়া স্টেটাস রিপোর্ট। শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ নতুন করে স্টেটাস রিপোর্ট দিতে নির্দেশ দিল সিবিআই-কে। আগামী মঙ্গলবারের মধ্যে নতুন স্টেটাস রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রধান বিচারপতির নির্দেশ, সিবিআই-কে তাঁদের লিড নিয়ে তদন্তে এগিয়ে যেতে দেওয়া হোক। এই মামলার পরবর্তী শুনানি ১৭ সেপ্টেম্বর। একইসঙ্গে ১০ তারিখ বিকেল ৫টার মধ্যে ডাক্তারদের কাজে যোগ দেওয়ারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

CBI-RG Kar Case: সুপ্রিম কোর্টের শুনানি শেষ হতেই অ্যাকশন মোডে সিবিআই! ৫ অফিসার গেলেন কোথায়? তুঙ্গে জল্পনা

কলকাতা: আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানি শেষ হতেই ফের অ্যাকশন মোডে সিবিআই-এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। খুন ও ধর্ষণের ঘটনার তদন্ততে আরজি কর হাসপাতালে ফের সিবিআইয়ের টিম। প্রসঙ্গত, সোমবারই সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। ফের সামনের সপ্তাহে হবে এই মামলার শুনানি। আর এদিনই দুপুরে সিবিআইয়ের পাঁচ সদস্যের টিম পৌঁছায় আরজি কর হাসপাতালে। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ে তদন্ত করছেন সিবিআই অফিসাররা।

এদিকে, আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ক্রমশ চড়ছে আন্দোলনের সুর। এই পরিস্থিতিতে আজ সুপ্রিম কোর্টে ধর্ষণ-খুন মামলার শুনানি হল। একই সঙ্গে মঙ্গলবার বিকেলের মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ডাক্তারদের কাজে ফেরার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন: ‘মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফিরুন, নাহলে…’ জুনিয়র ডাক্তারদের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রসঙ্গত, গত ২২ অগাস্ট আর জি কর-মামলায় রাজ্য সরকার ও কলকাতা পুলিশকে তুলোধোনা করেছিল সুপ্রিম কোর্ট। FIR দায়েরের আগে কী করে ময়নাতদন্ত হল? সকাল সাড়ে ১০টায় অভিযোগ নথিভুক্ত করা হয়, সন্ধে সাড়ে ৬টা-সাড়ে ৭টা পর্যন্ত ময়নাতদন্ত, এরপর রাত সাড়ে ১১টায় কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হল? অপরাধের জায়গা সুরক্ষিত করতেই বা এত দেরি হল কেন। এতক্ষণ ধরে কী হচ্ছিল? সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে টালা থানার ভূমিকাও। বিচারপতি জে বি পারদিওয়ালা মন্তব্য করেন, রাজ্য সরকার যেভাবে এই মামলায় যা করেছে, তা তিনি তাঁর দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে কখনও দেখেননি।

আরজি কর হাসপাতালের নন-মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট সুপারের আচরণ সন্দেহজনক বলেও মন্তব্য করেন বিচারপতি পারদিওয়ালা। টাইমলাইন নিয়ে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলের সাফাই গ্রহণযোগ্য নয় বলে সেদিন জানিয়েছিলেন বিচারপতি। কিন্তু এদিন সিবিআই-কে আগামী সোমবার ফের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলে সর্বোচ্চ আদালত।