Tag Archives: RG Kar

RG Kar Protest: আরজি করের চেস্ট বিভাগের ‘সেই’ প্রধান, এবার পড়লেন বড় ফ্যাসাদে! মালদহে যা ঘটল…

মালদহ: আরজি কর হাসপাতালের চেস্ট বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে ঘিরে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। বৃহস্পতিবার তিনি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যোগদান করতে আসেন। বিষয়টি জানতে পেরেই জুনিয়র চিকিৎসকেরা ছুটে আসেন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনে। অধ্যক্ষের ঘরে ছিলেন চিকিৎসক অরুণাভ দত্ত চৌধুরী।

বাইরে জুনিয়র চিকিৎসকেরা বিক্ষোভ শুরু করেন। পরে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসেন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের‌ কর্তারা। বিকেল পর্যন্ত কোন সুরাহা হয়নি বলেই খবর চিকিৎসক অরুণাভ দত্ত চৌধুরী যোগদানও করতে পারেননি কাজে। গত সপ্তাহেই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আরজিকর হাসপাতালের চেস্ট বিভাগের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলির নির্দেশ জারি করা হয়।

আরও পড়ুন: আরজি কর আবহেই দুর্গাপুরে ঘটে গিয়েছে ভয়ঙ্কর ঘটনা, ছুটে গেলেন মীনাক্ষী! নিশানায় সেই পুলিশ, কী এমন ঘটল?

নির্দেশিকা জারি হতেই মালদহ মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকেরা বিরোধিতা শুরু করেন। তিনি যেন মালদহ মেডিক্যালে যোগদান না করেন তার প্রতিবাদ শুরু হয়। এদিন সকালেই মালদহ মেডিক্যালে যোগদান করতে আসেন আরজিকরের প্রাক্তন ওই চিকিৎসক। আর তিনি আসতেই শুরু হয় জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ। অবশেষে জুনিয়র চিকিৎসকদের নিয়ে বৈঠকে বসেন মালদহ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ও হাসপাতাল সুপার।‌ বিকেল পর্যন্ত এ সমস্যার কোনও সমাধান হয়নি।

জুনিয়র চিকিৎসকদের একটাই দাবি, আরজি করের অভিযুক্ত চিকিৎসককে তাঁরা মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে কোনও মতেই যোগদান করার পক্ষে নয়। এই বিষয়ে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, ”স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে একটি নির্দেশিকা পেয়েছি। চিকিৎসক অরুনাভ দত্ত চৌধুরীর মেডিক্যাল কলেজে যোগদান করার কথা। তাই তিনিও হাসপাতালে যোগদান করতে এসেছেন। বিষয়টি নিয়ে আলোচনা করা হবে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে। সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।”

—- হরষিত সিংহ

RG Kar Viral Audio Clip: ‘…অসুস্থ’, ‘আত্মহত্যা করেছে..’, ‘তাড়াতাড়ি করুন..’, বাবা-মাকে ফোনে কী বলেছিল আরজি কর? ফাঁস চাঞ্চল্যকর অডিও-ক্লিপ

কলকাতা : বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বার বারই আরজি কর কাণ্ডে নির্যাতিতার মা-বাবার দাবি ছিল, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের প্রথমে জানিয়েছিলেন মেয়ে সুইসাইড করেছেন। বারবার ফোনে তাঁরা জানতে চেয়েছেন কী হয়েছে তাঁদের মেয়ের। কিন্তু হাসপাতালের তরফে স্পষ্ট উত্তর তাঁরা পাননি।

এবার এই ঘটনায় কথোপকথনের দুটি অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে আর তা নিয়েই ছড়াল চাঞ্চল্য। CNN-News18 -এই অডিও ক্লিপ পর্যবেক্ষণ করে দেখেছে এটি স্পষ্ট প্রকাশ করছে কীভাবে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তারা মৌখিক কথোপকথনে নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা-কে একের পর এক বিভ্রান্তিকর ‘স্টেটমেন্ট’ দিয়ে গিয়েছেন।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে আসছে ‘অশনি’…! সেপ্টেম্বরের শুরুতেই কাঁপাবে ৮ রাজ্য! কী হবে বাংলায়? আবহাওয়ার বিরাট সতর্কতা জানিয়ে দিল IMD

প্রসঙ্গত গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুমে ওই চিকিৎসকের দেহ পাওয়া যায়। যদিও পরবর্তীকালে জানা যায় ভয়ঙ্কর যৌন হেনস্থার পর নির্মমভাবে খুন করা হয় ওই চিকিৎসককে। নির্যাতিতার মা-বাবা বারবারই বলেন, শেষবার অর্থাৎ (৮ অগস্ট) রাত্রি ১১টার সময়ও যখন কথা হয়েছিল তখন স্বাভাবিকই ছিলেন তাঁদের মেয়ে। এরপর সকালে তাঁদের কাছে হাসপাতাল থেকে আসে একের পর এক অসংলগ্ন ফোন কল। কী বলা হয়েছিল সেই টেলিফোনিক বার্তায়? কেন তা সন্দেহজনক মনে হয় পরিবারের? প্রকাশ্যে আসা অডিও ক্লিপ তাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

প্রথম ক্লিপে, কথোপকথনে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা এবং আরজি কর হাসপাতালের সহকারী সুপারের মধ্যে কথোপকথন শোনা যায়, সেখানে বক্তাকে বলতে শোনা যাচ্ছে যে তাঁদের মেয়ে “অত্যন্ত অসুস্থ এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে”, অন্যদিকে দ্বিতীয় ক্লিপে একজন পুরুষ কণ্ঠস্বরকে বলতে শোনা যায় ওই চিকিৎসক তরুণী আত্মহত্যা করে সম্ভবত মারা গিয়েছেন এবং তাদের দ্রুত হাসপাতালে আসার কথা বলা হয়।

আর এতেই উঠছে প্রশ্ন? তবে কি পুরোটাই ছিল ষড়যন্ত্র? আত্মহত্মার নাট্যরূপ সাজাতে কী পরিকল্পনা করেই ফোন গিয়েছিল ধর্ষিতা চিকিৎসকের বাবার কাছে? এই নিয়েই এবার প্রশ্ন তুলতে শুরু করেছেন চিকিৎসক ও আন্দোলনকারীদের একাংশ।

 

Durga Puja 2024-Kunal Ghosh: ‘সম্পন্না’, আরজি কর আবহেই কুণাল ঘোষের পুজোয় এবার নারীশক্তির জয়গান! থিম প্রকাশ দুই মহিলা মন্ত্রীর

কলকাতা: নারী নির্যাতনের আবহে নারী সশক্তিকরণের আবহ দুর্গাপুজোকে ঘিরে। আরজি কর কাণ্ডের আবহেই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু। সেই সূত্রেই ‘সম্পন্না’- থিম প্রকাশ করল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের ক্লাব। মহিলাদের স্ব-নির্ভরতায় গুরুত্ব দিয়েছে বর্তমান রাজ্য সরকার। সেই আবহেই এবার পুজোর থিম করল উত্তর কলকাতার ক্লাব।

থিম প্রকাশ করলেন রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা ও বীরবাহা হাঁসদা। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে দুর্গাপুজোর প্রস্তুতির কথা বলেন। এদিন ওই থিম প্রকাশ করে মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ”মেয়েরা কিন্তু অবলা নয়। মেয়েরা এখন সবলা। দিল্লিতে যাচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। অনলাইনেও মিলবে প্রোডাক্ট।” কুণাল ঘোষ জানিয়েছেন স্বনির্ভর প্রকল্পের মহিলাদের তৈরি জিনিস দিয়ে সাজানো হবে মণ্ডপ।

আরও পড়ুন: হামলার ঘটনায় গ্রেফতার এক মহিলা, দৃষ্টিশক্তি ফিরবে দেবাশিসের? বড় আপডেট দিল হাসপাতাল

এদিকে আরজি কর কাণ্ডের আবহে প্রতিবাদ স্বরূপ রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান ফেরত দেওয়ার কথা জানিয়েছে। সেই প্রসঙ্গ তুলে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, ”দুর্গাপুজোর অনুদান ফেরত দিয়ে কিছু হয় না। অনুদান প্রত্যাখানের বিষয় হল একটা ভিন্ন বিষয়। দুর্গাপুজোর সঙ্গে কোটি কোটি মানুষ জড়িত। এটা একটা হল ক্রিয়েটিভ ইকনমি। পুজো আমাদের জীবনে প্রবেশ করেছে৷ বাংলার নারীরা সচেতন।”

শশী পাঁজা আরও বলেন, ”অনেক বড় পুজো আছে। কিন্তু মাঝারি, ছোট পুজোর পাশে আছে রাজ্য। এই টাকা যা দেওয়া হয়, সেটা কী কী কাজে লাগে সেটা ক্লাবগুলো জানে। ফেরত দিয়ে প্রতিবাদ অনেকে করছেন। কিন্তু চারিদিকে এই টাকা কি কাজে লাগে সেটাও দেখা দরকার? আর রাজ্য সরকার মহিলাদের জন্য কাজ করছে। মহিলাদের স্বনির্ভর করা হচ্ছে। এই পথ অবরুদ্ধ করা উচিত নয়। সরকারের ইচ্ছা ছিল ক্রিয়েটিভ ইকনমি প্রমোট করা। সেটাকে লঘু করা উচিত নয়। মহিলাদের আমরা সম্মান করি।”

Nabanna Abhijan update: হামলার ঘটনায় গ্রেফতার এক মহিলা, দৃষ্টিশক্তি ফিরবে দেবাশিসের? বড় আপডেট দিল হাসপাতাল

কলকাতা: ধীরে ধীরে ফিরে আসছে নবান্ন অভিযানের দিন আহত পুলিশকর্মী দেবাশিস চক্রবর্তীর দৃষ্টিশক্তি৷ কলকাতা পুলিশের ওই সার্জেন্টের চিকিৎসা যেখানে চলছে, ইএম বাইপাস লাগোয়া সেই বেসরকারি হাসপাতালের পক্ষ থেকেই এ কথা জানানো হয়েছে৷ দু সপ্তাহের মধ্যেই দেবাশিসবাবুর আঘাতপ্রাপ্ত চোখের দৃষ্টিশক্তি অনেকটাই স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ৷

এ দিনই ওই আহত সার্জেন্টকে দেখতে হাসপাতালে যান রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা৷ আজই সার্জেন্টের উপরে হামলার ঘটনায় মহেশতলার বাসিন্দা এক তরুণীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ৷ বাকিদেরও খোঁজ চলছে৷

গত ২৭ তারিখ নবান্ন অভিযানের সময় হেস্টিংসের কাছে বিক্ষোভকারীদের ছোড়া ইট এসে লাগে পুলিশের গাড়িতে থাকা দেবাশিস চক্রবর্তীর চোখে৷ সঙ্গে সঙ্গেই দৃষ্টিশক্তি হারান তিনি৷ তাঁকে ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি চোখের হাসপাতালে ভর্তি করা হয়৷

আরও পড়ুন: মৃতদেহ নিয়ে সত্যিই এই কেলেঙ্কারি চালাতেন সন্দীপ? আরজি করের মর্গে হানা দিল সিবিআই

ওই হাসপাতালের পক্ষ থেকে এ দিন জানানো হয়েছে, আহত ওই সার্জেন্টের চোখে একাধিক অস্ত্রোপচার করা হয়েছে৷ তাঁর চোখের দৃষ্টিশক্তি কিছুটা হলেও ফিরে এসেছে৷ আলো ফেললে চোখের সামনে হাত অথবা আঙুলের নড়াচড়া বুঝতে পারছেন দেবাশিস৷

তবে এখনও ওই পুলিশকর্মীর চোখের ভিতরে রক্ত জমাট বেঁধে রয়েছে৷ হাসপাতাল কর্তৃপক্ষের আশা, সপ্তাহ দুয়েকের মধ্যে নিজে থেকেই ওই জমাট বাঁধা রক্ত সরে যাবে৷ তখন ওই সার্জেন্টের দৃষ্টিশক্তি আরও অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে বলেই মনে করছেন চিকিৎসকরা৷ তিনি আগের মতোই কাজেও ফিরতে পারবেন বলেই হাসপাতালের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে৷

Sandip Ghosh-RG Kar: এখনও গ্রেফতার হননি, কিন্তু বড় ‘শাস্তি’ পেলেন সন্দীপ ঘোষ! আরজি কর কাণ্ডে বড় সিদ্ধান্ত IMA-র

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইএমএ-র সদস্যপদ সাসপেন্ড করা হল। আইএমএ হেডকোয়ার্টার্স ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত। বিষয়টি চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সন্দীপ ঘোষকে।

আগেই সন্দীপ ঘোষের IMA-র সদস্যপদ প্রত্যাহার করার দাবি জানিয়েছিল FAIMA। IMA-র কলকাতা চ্যাপ্টারের সদস্য সন্দীপ ঘোষ। সংগঠনের মর্যাদা অক্ষুন্ন রাখতেই এই পদক্ষেপ করা জরুরি বলে দাবি FAIMA-র।

এদিকে, আরজি করের ঘটনার প্রেক্ষিতে রাজ্য থেকে জেলা স্তরের হাসপাতালে অবিলম্বে নিরাপত্তা পরিকাঠামোর অডিট করার নির্দেশ দিল কেন্দ্র। বুধবার সব রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিদের সঙ্গে সংশ্লিষ্ট রাজ্যের হাসপাতালের নিরাপত্তা নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।

২২ অগাস্ট আরজি করের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির দিন একটি বৈঠক করে অন্তর্বর্তীকালীন নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বুধবারের বৈঠকে রাজ্যগুলিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং স্বাস্থ্য সচিবের নির্দেশ, জেলাশাসক এবং পুলিশ সুপারকে জেলা হাসপাতালগুলিতে গিয়ে অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে হবে। নিরাপত্তার খামতিগুলি চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ করতে হবে।

আরও পড়ুন: সিবিআই-এর কাছে সন্দীপের ১২ দিন পার, তদন্ত কতদূর? চমকে দিয়ে আজ কার হবে পলিগ্রাফ টেস্ট?

শুধু তাই নয়, প্রত্যেক হাসপাতালে মহিলা চিকিৎসকদের নাইট ডিউটি চলাকালীন হাসপাতালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় নিরাপত্তারক্ষীদের পাহারা দিয়ে নিয়ে যেতে হবে। হেল্প লাইন নম্বর 112 স্বাস্থ্যকর্মীদের আপৎকালীন প্রয়োজনে ব্যবহার করার নির্দেশ দেওয়া হল।

চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যগুলির নিজস্ব যে আইন রয়েছে, তা কঠোরভাবে বলবতের নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। সব হাসপাতালে বাধ্যতামূলকভাবে নাইট পেট্রলিং করতে হবে নিরাপত্তারক্ষীদের। হাসপাতালে কর্তব্যরত নিরাপত্তা রক্ষী এবং অন্যান্য কর্মীদেরও রুটিন ব্যাকগ্রাউন্ড এবং সিকিউরিটি চেক করতে হবে।

প্রত্যেক হাসপাতলে রাজ্য প্রশাসন অনুমোদিত সংস্থা থেকে নিরাপত্তা কর্মী নিয়োগ করতে হবে। হাসপাতালের প্রত্যেক অংশে সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে। প্রত্যেক হাসপাতালে সিসিটিভি মনিটরিং তথা কন্ট্রোল রুম তৈরি করতে হবে। হাসপাতালে কোনও ধরনের আপৎকালীন কল (Distress call) এলে এই কন্ট্রোল রুমের দায়িত্ব থাকবে নিরাপত্তা কর্মী বা প্রশাসনকে সতর্ক করার।

হাসপাতালের অভ্যন্তরে রোগীর পরিজনদের সংখ্যা কমাতে রোগীর সহায়তার জন্য হাসপাতালে নিজস্ব স্বাস্থ্যকর্মী সংখ্যা বৃদ্ধি করতে হবে। হাসপাতালের অভ্যন্তরে যে কোনও জায়গায় যাতে বহিরাগতরা পৌঁছতে না পারে, তার সুনির্দিষ্ট পরিকাঠামো এবং ব্যবস্থাপনা করতে হবে। প্রত্যেক হাসপাতালে সিনিয়র এবং জুনিয়র রেসিডেন্ট ডাক্তারদের নিয়ে Security and Safety committe গঠন করতে হবে।

Mamata Banerjee on Narendra Modi: ‘আপনার চেয়ার টলমল করে দেব!’ সরাসরি মোদিকেই হুঁশিয়ারি মমতার

কলকাতা: আরজি কর কাণ্ডের জেরে শুরু হওয়া আন্দোলনকে অস্ত্র করেই রাজ্য সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে আন্দোলনে নেমেছে বিজেপি৷ এবার মেয়ো রোডের সমাবেশ থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়ার টলমল করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও মুখ্যমন্ত্রীও এ দিন বলেছেন, তিনি অশান্তি চান না৷ তবে চক্রান্তকারীদের মুখোশ খুলে দেওয়ার জন্যও দলের কর্মী, সমর্থকদের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

গতকাল নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুমুল অশান্তি ছড়িয়েছিল কলকাতা এবং হাওড়ায়৷ আজও বিজেপির ডাকা বাংলা বনধকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়িয়েছে৷ মুখ্যমন্ত্রীও এ দিন অভিযোগ করেছেন, আমরা চাই দোষীর ফাঁসি হোক, আর ওদের বডি চাই৷ পুলিশ কাল সংযম যথেষ্ট সংযম দেখিয়েছে৷

এর পরেই মহিলাদের উপরে অত্যাচার নিয়ে সরাসরি কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী৷ হুঁশিয়ারির সুরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় আগুন লাগানোর চেষ্টা করলে অসম, উত্তর পূর্ব ভারত, উত্তরপ্রদেশ, দিল্লি কোথাও আগুন থেমে থাকবে না। ক্ষমতা দখলের লড়াই করতে চাইছেন? আপনার চেয়ার টলমল করে দেব। আপনার দল আমাকে কতটা চেনে তা জানিনা। যতই ফান্ডিং করুন। ফান্ডিং এন্ডিং করে দেব।’

আরও পড়ুন: নবান্ন অভিযানের ডাক দেওয়া ছাত্র সমাজের সায়ন লাহিড়ি গ্রেফতার, ষড়যন্ত্রের অভিযোগ

এখানেই শেষ নয়, যাঁরা অশান্তি করছেন, তাঁদেরকেও সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি কাউকে গায়ে হাত দিতে বলব না। কারও মৃত্যু চাই না। বাংলায় থাকবেন আর অত্যাচার করবেন সেটা হবে না। অনেক সহ্য করছি। দুর্বল ভাববেন না। ক্ষমতা থাকলে টাচ করে দেখান।’

এ দিনের সমাবেশ থেকেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ধর্ষণ করলেই যাতে ফাঁসির শাস্তি হয়, সেই মর্মে কড়া আইন প্রণয়ন করতে চায় রাজ্য সরকার৷ আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডেকে দশ দিনের মধ্যে সেই বিল পাস করা হবে৷

Mamata Banerjee: ধর্ষণ করলেই ফাঁসি, আইন করতে দশ দিনের মধ্যে বিল আনছে রাজ্য! বড় ঘোষণা মমতার

কলকাতা: ধর্ষণ করলেই ফাঁসির সাজা হবে৷ এই মর্মে আইন করতে বিধানসভায় বিল আনছে রাজ্য সরকার৷ আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডেকে দশ দিনের মধ্যে এই বিল পাস করা হবে বলে এ দিন মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘খুনি, অত্যাচারী, ধর্ষণকারীকে কেন ছাড়া হবে? আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিলাম। সতর্ক করলাম। ন্যায় সংহিতা একটা আইন করলেন। আমাদের হাতে আইনের ক্ষমতা নেই। থাকলে সাত দিনে ফাঁসি করতাম। এই একটা কাজ করলেই সব ঠান্ডা হয়ে যাবে।’

এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী সপ্তাহে বিধানসভা অধিবেশন ডাকা হচ্ছে। ফাঁসির সাজা চাই এই আইন করে, রাজ্যপালের কাছে পাঠাব। রাজা বাবু কিছু না করলে মেয়েরা বসে থাকবে রাজভবনে ঘন্টার পর ঘন্টা। রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে বসে থাকলে হবে না।’

আরও পড়ুন: ‘কারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন?’ আরজি কর কাণ্ডে মমতার হয়েই সওয়াল, বিজেপি তুলোধনা অভিষেকের

আরজি কর কাণ্ডের তদন্তের আসল অভিমুখ বিজেপি ঘুরিয়ে দিতে চাইছে বলেও এ দিন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷ মামলা হাতে নেওয়ার পর প্রায় ১৬ দিন কেটে গেলেও কেন সিবিআই কাউকে গ্রেফতার করতে পারল না, সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী৷ গতকালের নবান্ন অভিযানের নেপথ্যে আসলে কারা ছিলেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি৷ পাশাপাশি, মমতা হুঁশিয়ারি দিয়েছেন, বাংলার উপরে কোনও অত্যাচার হলে তিনি মেনে নেবেন না৷ মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, গতকালের নবান্ন অভিযানে যাতে প্রাণহানির ঘটনা ঘটে, সেই ছক কষা হয়েছিল৷ কিন্তু পুলিশ সংযত থাকায় সেই পরিকল্পনা সফল হয়নি৷

এ দিনের সমাবেশে মুখ্যমন্ত্রীর আগেই বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রীয় সরকার যাতে ধর্ষণ বিরোধী কড়া আইন আনে, সেই দাবি তোলেন অভিষেকও৷

Sandip Ghosh-CBI: সিবিআই-এর কাছে সন্দীপের ১২ দিন পার, তদন্ত কতদূর? চমকে দিয়ে আজ কার হবে পলিগ্রাফ টেস্ট?

কলকাতা: আরজি কর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আজ ফের তলব করেছে সিবিআই। সেই মতো সিজিও কমপ্লেক্সে পৌঁছেও গিয়েছেন সন্দীপ। আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের আজ ১২ দিন, সন্দীপকে আজও ফের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। সূত্রের খবর, আজও বয়ান রেকর্ড করা হবে সন্দীপ ঘোষের। এদিকে, আরজি কর মামলায় আজ কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্ত’ও আজ এলেন সিজিও কমপ্লেক্সে। সূত্রের খবর, আজ পলিগ্রাফ টেস্ট হবে অনুপ দত্তের।

সিবিআই সূত্রের খবর, অনুপ দত্তের বয়ানে একাধিক ধোঁয়াশা রয়েছে। তাই আজ পলিগ্রাফ টেস্ট হবে তাঁর। পলিগ্রাফ টেস্টের জন্য এসেছেন দুজন চিকিৎসক।

এককথায় ‘দোর্দণ্ডপ্রতাপ’ সন্দীপ ঘোষকে নিয়ে এখন যাবতীয় জল্পনা। ধর্ষণ-খুনে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর এবার আর্থিক কেলেঙ্কারিতেও স্ক্যানারে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। রবিবার ছিল ঘটনার ঘনঘটা। সকাল সকাল সিবিআই পৌঁছে যায় আরজি করে প্রাক্তন অধ্যক্ষের বেলেঘাটার বাড়িতে। কিন্তু দরজা খোলেননি সন্দীপ। রীতিমতো ঘণ্টা খানেক অপেক্ষার পরেই এন্ট্রি পায় সিবিআই। ১২ ঘণ্টা পর অবশ্য সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে যায় সিবিআই।

আরও পড়ুন: বনধ ঘিরে হিন্দমোটরে ভয়ঙ্কর আতঙ্ক! আতঙ্কে ট্রেনের দরজা-জানলা দিয়ে দিলেন মহিলারা! যা অভিযোগ, ভয়াবহ

আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় একাধিক ব্যক্তির পলিগ্রাফ পরীক্ষা করাতে তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরই মধ্যে দু-দুবার সন্দীপের পলিগ্রাফ টেস্ট করায় সিবিআই। শনিবার সন্দীপ রায়ের পলিগ্রাফ টেস্ট হয়েছে, রবিবার সন্দীপ রাইয়ের পলিগ্রাফ টেস্ট হওয়ার পর গত সোমবারও ফের আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ রায়ের পলিগ্রাফ টেস্ট হয়৷ কিন্তু কবে এই ঘটনার বড় রহস্যভেদ হবে, সেই অপেক্ষাতেই অনেকে।

Suvendu Adhikari: ‘পুলিশের জলকামানের জল শেষ, টিয়ার গ্যাস শেষ…!’ বিস্ফোরক শুভেন্দু অধিকারী

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ, মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ, যাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় শহর কলকাতা ও হাওড়ার বেশ কিছু এলাকা। নবান্ন অভিযান ঘিরে এদিন উত্তেজনা হয় সাঁতরাগাছিতে ৷ ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা ৷ ব্যারিকেডের উপর উঠে স্লোগান চলে আন্দোলনকারীদের ৷ ব্যারিকেডের একাংশ ভাঙেন আন্দোলনকারীরা ৷ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসও ছোড়ে পুলিশ ৷ মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তাদের বাইরে থেকে সমর্থন জানানোর কথা আগেই বলেছিলেন বিজেপি নেতা শুভেন্দু। এ বার সরাসরি আইনি সাহায্যের কথাও জানালেন তিনি। একই সঙ্গে মঙ্গলবার শুভেন্দু বলেছেন, যদি আন্দোলনকারীদের মারধর করা হয়, তবে তিনি পথে নামবেন। দরকার হলে অবরোধ করবেন। অবিলম্বে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচনের দাবির পক্ষে জোর সওয়াল করলেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন- ২৫ বছর চাকরি করলে লাম্পসাম কত টাকা পাবেন? ইউপিএস-এর ফর্মুলা অনুযায়ী দেখে নিন পুরো হিসাব

শুভেন্দু অধিকারী এদিন বলেন, ‘‘যেভাবে আমাদের ডাক্তার বোনের উপর অত্যাচার হয়েছে, তার বিরুদ্ধে সাধারণ মানুষের সফল কার্যক্রম। কিন্তু, পুলিশের উস্কানি ছিল। প্রচুর মানুষকে মারধর করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে অসহায় করে দিয়েছেন। জল কামানের জল শেষ, কাঁদানে গ্যাসের গ্যাস শেষ। পুলিশকে বলব, হেস্টিংস, এমজি রোডে  যেভাবে লাঠি চার্জ করছেন, তা বন্ধ করুন।’’

আরও পড়ুন– রাজ্যের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে

তিনি আরও বলেন, ‘‘সাঁতরাগাছিতে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছিলেন। আমি ফোন করে তাঁদের শান্ত থাকার কথা বলেছি। হাওড়া ময়দানে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ শুরু হয়েছে। আপনাদের কন্টেনার ভেঙে দিয়েছে। ব্রিজ টপকালে নবান্ন। পুলিশকে বলব, মারধর করা বন্ধ করুন। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে নির্বাচন হোক এবং সরকার পরিবর্তন হোক। এটাই আমরা চাই।’’

শুভেন্দুর মতে, ‘‘এই কর্মসূচি মানুষের। ছাত্র সমাজ চেয়েছিল মিছিলে যাতে কোনও রাজনৈতিক নেতা না-থাকেন, সেটা আমরা করেছি। আমরা না-থেকেও সমর্থন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন। রাজ্যপালকে বলব, আপনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করুন। সরকারের বিরুদ্ধে অসহযোগ করুন। বিদ্যুতের বিল-সহ কিছু দেবেন না। আমি নিজেও অসহযোগের আহ্বান করব। যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার ব্যবস্থা করছি।’’

Nabanna Security: নবান্ন অভিযান ঘিরে সুরক্ষার চক্রব্যূহ, আইনশৃঙ্খলা নিয়ে সতর্ক রাজ্য পুলিশ

সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: নজরে নবান্ন অভিযান ৷ আইনশৃঙ্খলা নিয়ে সতর্ক রাজ্য পুলিশ। শহরের আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন জেলা থেকে একাধিক পুলিশ অফিসারদের এনে মোতায়েন করা হয়েছে। কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে নবান্নকে।

আরও পড়ুন– রাজ্যের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে

ভোর থেকেই নবান্ন ও তার সংলগ্ন এলাকাগুলিতে কড়া পুলিশি নিরাপত্তা।ইতিমধ্যেই ১৩ জন এসপি পদমর্যাদা র‍্যাঙ্কের আইপিএস অফিসার, ১৫ জন অ্যাডিশনাল এসপি, ডিসি র‍্যাঙ্কের পদমর্যাদার অফিসার, ২২ জন ডেপুটি এসপি তথা অ্যাসিস্ট্যান্ট কমিশনার র‍্যাঙ্কের অফিসার, ২৬ জন ইন্সপেক্টর র‍্যাঙ্কের অফিসারদের মোতায়েন করা হয়েছে নবান্ন ও হাওড়া পুলিশের অধীনে।

আরও পড়ুন– রাশিফল ২৭ অগাস্ট: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

মূলত নবান্ন অভিযানকে সামনে রেখে অন্যান্য জেলাগুলি থেকে এত সংখ্যক পুলিশ অফিসারদের মোতায়েনের সিদ্ধান্ত রাজ্য পুলিশের। পাশাপাশি ২১০০ পুলিশ কর্মী ও মোতায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই নবান্নের সামনে র‍্যাফ, কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে। সোমবারই রাজ্য পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এই নবান্ন অভিযান সম্পূর্ণরূপে বেআইনি।

মঙ্গলবারের অভিযান ঘিরে হাওড়া থেকে কলকাতায় আসার পথে যাত্রীদের সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। আজ, মঙ্গলবার ইউজিসি-র নেট পরীক্ষা আছে। পরিস্থিতি সামলাতে রাজ্য প্রশাসন কিছু পদক্ষেপ করেছে। জানা গিয়েছে, হাওড়ার দিক থেকে কলকাতায় আসার জন্য যাত্রীদের মূলত ইস্ট-ওয়েস্ট মেট্রো এবং গঙ্গায় ফেরি পরিষেবার উপরে নির্ভর করতে হবে। সকালের দিকে পুলিশ রাস্তা বন্ধ না করা পর্যন্ত বিদ্যাসাগর সেতু দিয়ে বাস আসবে বলে জানিয়েছেন পরিবহণ দফতরের আধিকারিকেরা।

নবান্ন ঢুকতে গেলে আজ, মঙ্গলবার প্রত্যেককে ID কার্ড দেখাতে হচ্ছে। দ্বিতীয় হুগলি সেতু থেকে নবান্ন আসার পথেই পুলিশ দেখতে চাইছে সচিত্র পরিচয়পত্র।