Tag Archives: Yusuf Pathan

Abhishek Banerjee on Yusuf Pathan: ‘অধীরকে হারাতে পারবেন পাঠান?’, বহরমপুরে তৃণমূলের কৌশল নিয়ে অকপট অভিষেক

কলকাতা: বহরমপুর কেন্দ্রে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করে চমকে দিয়েছে তৃণমূল৷ তার পর থেকেই রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন, অধীরের শক্ত ঘাঁটিতে কি আদৌ কাজ করবে পাঠান ম্যাজিক?

নিউজ ১৮ বাংলার মুখোমুখি হয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সেই প্রশ্নেরই জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সামনে প্রশ্ন রাখা হয়েছিল, ‘বহরমপুরে কি অধীর চৌধুরীকে হারাতে পারবেন ইউসুফ পাঠান?’ জবাবে অভিষেক বলেন, ‘আমরা তো অধীর চৌধুরীকে হারাতে যাইনি৷ আমরা বহরমপুরে জিততে গিয়েছি৷ অধীর চৌধুরী গত এক বছরে অন্তত কু়ড়ি বার বলছেন ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে প্রার্থী হোত৷ এতে কার হাত শক্ত হচ্ছে? একবারও বলছেন না তো আমার বিরুদ্ধে বহরমপুরে অমিত শাহ, যোগী আদিত্যনাথ আমার বিরুদ্ধে লড়ুক৷’

আরও পড়ুন: ‘আমাকে গ্রেফতার করিয়ে ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়ান’, অভিজিৎকে বিরাট চ্যালেঞ্জ অভিষেকের

রাখঢাক না করেই অভিষেক অভিযোগ করেন, অধীর চৌধুরী রাজ্যে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন৷ অধীরের মনোভাবে তৃণমূল যে অত্যন্ত ক্ষুব্ধ, তা মনে করিয়ে দিয়েও অভিষেক বলেন, ‘গত ৩১ ডিসেম্বর পর্যন্ত তো আমরা একটা শব্দ বলিনি৷ তবে বলে এসেছিলাম তার মধ্যেও ফয়সালা না হলে তৃণমূল নিজেদের মতো করে লড়বে৷’

ইতিমধ্যেই লোকসভা ভোটের প্রচারে বহরমপুরে পৌঁছে গিয়েছেন ইউসুফ পাঠান৷ তৃণমূলের প্রার্থী তালিকায় সম্ভবত সবথেকে বড় চমকই ছিল দু বার বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটারের নাম৷

শুধু বহরমপুর আসনে কংগ্রেসের সঙ্গে লড়াই নয়, রাজ্যে জোট ভেস্তে যাওয়ার জন্যও কংগ্রেসের ঢিলেমিকেই দায়ী করেছেন অভিষেক৷ তিনি অভিযোগ করেন, বার বার বলা সত্ত্বেও নিজেদের দর কষাকষির ক্ষমতা বাড়াতে রাজস্থান, মধ্যপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছিল কংগ্রেস নেতৃত্ব৷ কংগ্রেসকে উদ্দেশ্য করে অভিষেকের কটাক্ষ, ‘অতি চালাকের গলায় দড়ি৷’ অভিষেক এ দিন অবশ্য আত্মবিশ্বাসের সঙ্গেই দাবি করেছেন, ২০১৯ সালের তুলনায় এবারের লোকসভা নির্বাচনে ভাল ফল করবে তৃণমূল কংগ্রেস৷

Yusuf Pathan Adhir Chowdhury: শ্রীলঙ্কা থেকে অধীর-‘গড়ে’! ইউসুফ পাঠান যা করলেন, বড় টার্গেট বহরমপুরে!

মুর্শিদাবাদ: পড়নে সাদা পাঞ্জাবি আর পাজামা, আর শ্রীলঙ্কা সফর শেষ করেই অবশেষে রাজনীতির পিচে নেমে ঝড়ো ব্যাটিং শুরু করে দিলেন অন্যতম ক্রিকেটার ইউসুফ পাঠান। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কলকাতা থেকে সোজা নবাবের জেলা মুর্শিদাবাদে আসেন ইউসুফ পাঠান।বহরমপুরে আসার পরেই তাকে দলীয় কর্মী ও সমর্থকেরা অর্ভ্যথনা জানান। ইউসুফ পাঠানকে সংবর্ধনা জানানো হয়।

একদা কংগ্রেস গড় হিসেবেই পরিচিত বহরমপুর। টানা পাঁচ বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর প্রতিপক্ষ হিসেবে লড়াই করবেন শাসকদল ঘাস ফুল প্রতিক চিহ্নে ইউসুফ পাঠান। ইতি মধ্যেই বিজেপি একচুল জমি ছাড়তে নারাজ। বিজেপির প্রার্থী ডাঃ নির্মল সাহা ভোট প্রচার শুরু করেছেন অনেকে আগে থেকেই। তৃণমূলের পক্ষ থেকে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে এদিন সভার আয়োজন করা হয়। বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার কে সঙ্গে নিয়ে তিনি ঝড়ো ব্যাটিং করতে মাঠে নামেন। তবে বিশ্বকাপের মতো তিনি আগামী দিনে ঝড়ো ইনিংস খেলবেন পাশাপাশি মানুষের কাছে তার গ্রহণ যোগ্যতা তৈরি করবেন বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: ফোঁস-ফোঁস! তমলুকে দেবাংশু ভট্টাচার্যের ভাড়া বাড়িতে ভয়ঙ্কর কাণ্ড! সিঁড়ির তলায় মিলল…!

বহরমপুর তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান জানান, অধীর চৌধুরী কে কটাক্ষ করে বলেন যত বড় ব্যাটসম্যান ততভালো বল করা যাবে। এত বড় সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই তৃণমূল কে। ক্রিকেট ও রাজনীতির ময়দান দুটো আলাদা। সাধারণ মানুষের জন্য কাজ করতে এসেছি আরও এগিয়ে যাব মানুষের ভরসা নিয়ে।

আরও পড়ুন: বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের মন্ত্রীর বাড়িতে ইডি হানা! কোন মন্ত্রী, কী হতে চলেছে?

ক্রিকেট বিশ্বকাপের সঙ্গে রাজনীতির ময়দান, ফলে ভালো খেলা হবে। গুজরাট আমার জন্মভূমি হলেও আমার বহরমপুর আমার কর্মভূমি হবে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সুযোগ দিয়েছে আমার অনেক ভালো লাগছে। পাঁচ বারের সাংসদ অধীর চৌধুরী হলেও আগামী দিনে অনেক পরিবর্তন হবে। ভালোর জন্যই পরিবর্তন আনবে সাধারণ মানুষ।

—– কৌশিক অধিকারী

Lok Sabha 2024: ‘ব‍্যাটসম‍্যান যত ভাল হবে…’ অধীর গড়ে পা দিয়েই ছক্কা ইউসুফের

বহরমপুর: বাইশ গজ ছেড়ে ভোটযুদ্ধের ময়দান বহরমপুরে আসেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। বহরমপুর টেক্সটাইল মোড়ে রীতিমতো মঞ্চ তৈরি করে তাকে সংবর্ধন দেওয়া হয়। বহরমপুরবাসীর উষ্ণ অভ্যর্থনা পেয়ে খুশি ইউসুফ। তিনি বলেন ‘‘খেলার ময়দানের মতো রাজনীতির ময়দানে আসতে পেরেও আমি খুব খুশি। আমাকে বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনীত।আমি খুব খুশি হয়েছি।’’

ইউসুফের কথায়, ‘‘আমি বহিরাগত নই। দেশের প্রধান মন্ত্রী বারাণসী থেকে প্রার্থী হতে পারেন তাহলে আমি বহরমপুর থেকে প্রার্থী হলে ক্ষতি কী আছে। গুজরাত আমার জন্মভূমি হলেও, বহরমপুর আমার কর্মভূমি। আমি বহরমপুরে এসে বহরমপুরের জন্য কাজ করতে চাই, এখানে থাকতে চাই। বহরমপুরের উন্নয়নের জন্য অনেক কাজ বাকি রয়েছে। রেশম শিল্প, জেলার ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন করতে হবে।’’

আরও পড়ুন: ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল! রাতেই সুপ্রিম কোর্টে আপ

প্রখ্যাত ক্রিকেটরের কথায়, ‘‘জেলার তৃণমূল সংগঠন খুবই শক্তিশালী। সকলের সমর্থনে ভোটের লড়াইয়ে জিতে বহরমপুরের উন্নয়ন আমার লক্ষ্য। আমার প্রতিপক্ষ অধীর চৌধুরী বহরমপুরের পাঁচবারের সাংসদ অনেক শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু ব্যাটসম্যান যত ভাল হবে, বল করতে তত মজা হবে। লড়াই করে জেতার আনন্দটা পাওয়া যাবে।’’

এদিনের সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। দলেরই প্রার্থীর বিরোধীতায় বিদ্রোহ ঘোষনা করেছিলেন হুমায়ুন কবীর। তবে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনার পর বিদ্রোহে ইতি টেনে ইউসুফ পাঠানের হয়ে প্রচার করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিন হুমায়ুন কবীর বলেন, মুর্শিদাবাদ জেলার তৃণমূলের সংগঠন অত্যন্ত শক্তিশালী। আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে বহরমপুরে ইউসুফকে জেতাব। তবে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে কড়া ভাষায় আক্রমণ করেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী।

তিনি বলেন বলেন, ‘‘খেলোয়াড়রা টাকার বিনিময়ে খেলতে আসে। টাকার বিনিময়ে খেলতে খেলতে তারা মানুষের ভাবাবেগকে ভুলে যায়।বহরমপুরে আমার প্রতিপক্ষ বিজেপির দুইজন প্রার্থী রয়েছে তৃণমূলের লক্ষ্য বহরমপুর কেন্দ্রে জেতা নয় তৃণমূলের লক্ষ্য আমাকে পরাজিত করা আর বিজেপির লক্ষ্য। এই সুযোগে নিজের আসন সংখ্যা বাড়ানো।’’

Yusuf Pathan in Berhampore: মান-অভিমানের পালা শেষ, ক্রিকেট তারকা ইউসুফ পাঠানের হয়ে বহরমপুরে ভোটের প্রচারে হুমায়ুন কবীর

বহরমপুর: আজই এই লোকসভা কেন্দ্রে আসছেন ইউসুফ পাঠান, তার আগে বহরমপুরের দেওয়াল ভরল তৃণমূলের গ্রাফিতিতে৷ প্রচারে নামবেন বলে কথা দিলেন হুমায়ুন কবীর। মঙ্গল সন্ধ্যায় অভিষেক বন্দোপাধ্যায় কথা বলেন ভরতপুরের বিধায়কের সঙ্গে। তারপরেই অভিমান ভুলে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে নামবেন বলে জানিয়ে দিলেন হুমায়ুন কবীর।

তিনি পাঠানের হয়ে প্রচারে নামবেন। বিদ্রোহে ইতি। দলীয় প্রার্থীর সমর্থনে আজ প্রচারে নামছেন তিনি। ভরতপুরের তৃণমূল বিধায়ক অবশ্য অভিমান গোপন রাখেননি। তিনি জানিয়েছেন, ‘‘দল কাকে কোথায় প্রার্থী করবে সেটা সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়। সেখানে আমার কথা বলার এক্তিয়ার নেই। কিন্তু ব্রিগেডের আগে যদি আমাদের ডেকে নেতৃত্ব বলে দিতেন যে অমুককে প্রার্থী করছি, তা হলে খারাপ লাগাটা তৈরি হত না।’’

আরও পড়ুন: ২১ মার্চ, আজ ভাগ্য প্রসন্ন আপনার! কাদের হাতে টাকা আসবে, কারা হবেন কাঙাল? রাশি মিলিয়ে জানুন

আজ, বৃহস্পতিবার দুপুরে বহরমপুরে আসছেন এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান। তাঁর এই সফর ঘিরে উচ্ছ্বসিত বহরমপুরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের দেখা গেল দেওয়ালজোড়া গ্রাফিতি আঁকতে। আগামী ১৩ মে এই কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মী থেকে শুরু করে আমজনতা, সকলেরই একটাই বক্তব্য, প্রিয় ক্রিকেটারের অপেক্ষায় তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

প্রসঙ্গত, ইউসুফ পাঠান ভারতের জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সেরও সদস্য ছিলেন। ইউসুফের আসন্ন সফর নিয়ে উত্তেজনায় ফুটছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কার্যালয়ও। আজ সকালেও উত্তেজনার সেই ছবিটা ছিল স্পষ্ট। সকলেরই বিশ্বাস, আগামী দিনে ইউসুফ পাঠানের মাধ্যমেই বহরমপুরের মানুষের কণ্ঠ সংসদে পৌঁছে যাবে। আজ দুপুরে টেক্সটাইল কলেজ মোড়ে আসবেন ইউসুফ পাঠান। তারপর তিনি জনসংযোগ সারবেন।

Lok Sabha Elections 2024 TMC: বহরমপুরে কোথায় থাকবেন ইউসুফ? কার কাছে বাংলা শিখবেন? যা জানাল তৃণমূল নেতৃত্ব

মুর্শিদাবাদ: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বহরমপুরে টানা পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়াই করবেন। অন্যদিকে, বিজেপির প্রার্থী করা হয়েছে চিকিৎসক ডাঃ নির্মল সাহাকে। তবে গুজরাতের বাসিন্দা ইউসুফ পাঠানের জন্য বহরমপুরে ঘর খোঁজা শুরু করেছে তৃণমূল। অন্যদিকে, ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বহরমপুরের বাসিন্দাদের মধ্যে।

জানা গিয়েছে, সম্ভবত আগামী ২০ মার্চের পর বহরমপুরে আসবেন ইউসুফ পাঠান। নির্বাচনী দিনক্ষণ ঘোষণা হলেই তিনি বহরমপুরে ঘাঁটি গেড়ে প্রচারের ময়দানে নামবেন। তবে তাঁর আসার অপেক্ষায় বসে না থেকে তৃণমূলের কর্মী-সমর্থকরা প্রচার শুরু করে দিয়েছেন।

আরও পড়ুনঃ সপ্তাহান্তে দার্জিলিং-কালিম্পং ছুটছেন সকলেই, কেমন থাকবে শনি-রবির আবহাওয়া, জানুন

হিন্দিভাষী ইউসুফ কী ভাবে বাংলায় প্রচার করবেন এবং কোথায় কোথায় প্রচার করবেন, তা নিয়ে তৈরি করা হচ্ছে ‘রুট ম্যাপ’ও। একইসঙ্গে বাংলার খাবারের সঙ্গে ইউসুফ কতটা মানিয়ে নিতে পারবেন, সে কথা মাথায় রেখে গুজরাতের রান্নায় পারদর্শী, এমন রাঁধুনী বহরমপুরে আনার পরিকল্পনা করা হচ্ছে বলেও তৃণমূল সূত্রে খবর।

আরও পড়ুনঃ এই পাহাড়ি গ্রামে আপনি যাননি নিশ্চিত! গ্রামে শুধু একটি হোমস্টে, দোলের ছুটিতে ঘুরে আসুন

ইউসুফ বহরমপুরে আসার পর কোথায় উঠবেন, ভোট শেষ না হওয়া পর্যন্ত কোথায় থাকবেন তা নিয়ে বৈঠক শুরু করেছে শাসকদল তৃণমূল। মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন, ‘‘বহরমপুর শহরে ইউসুফ পাঠান থাকার জন্য ঘর খোঁজা শুরু করা হয়েছে। তাকে বাংলাও শেখানো হবে প্রয়োজন পড়লে। ইউসুফ পাঠান ভারতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন। সবাই চাই তাদের প্রত্যক ঘরে ঘরে ক্রিকেটার তৈরি হোক। তাই ইউসুফ যখন বহরমপুরে পা রাখবেন তখন যেন সবাই নিজের ঘরের সন্তান মনে করেন। গোটা ভারতবর্ষ তো বটেই পৃথিবীর সকলের কাছে ইউসুফ পাঠান পরিচিত মুখ।’’

অল্প সময়ের মধ্যে যাতে তিনি বেশি এলাকায় প্রচার সারতে পারেন, তা নিশ্চিত করতেই আগেভাগে ওই ‘রুট ম্যাপ’ তৈরি করা হচ্ছে। তবে বহরমপুরের ভোটার রা জানান, ইউসুফ পাঠানকে চেনেন না। কেও বা বলেছেন ইউসুফ পাঠান এ বছর অধীর চৌধুরীকে পরাজিত করবে। তবে বহরমপুর লোকসভা বাসিন্দাদের মধ্যে এখন প্রবল উৎসাহ ইউসুফ পাঠানকে একবার দেখার জন্য।

কৌশিক অধিকারী

Humayun Kabir: পাঠানে আপত্তি, অধীর গড়ে এবার তৃণমূলের কাঁটা বিধায়ক হুমায়ুন? বিদ্রোহ বহরমপুরেও

কলকাতা ও বহরমপুর: অধীররঞ্জন চৌধুরীকে বিপাকে ফেলতে বহরমপুরে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করে চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস৷ কিন্তু সেই সিদ্ধান্ত এবার সম্ভবত শাসক দলের কাছেই ব্যুমেরাং হতে চলেছে৷ কারণ ইউসুফ পাঠানকে প্রার্থী করার প্রতিবাদে এবার নির্দল প্রার্থী হিসেবে বহরমপুর থেকে নির্বাচনে লড়়ার কথা ঘোষণা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর৷ নির্বাচনের দিন ঘোষণা হলেই তিনি মনোনয়ন জমা দেবেন বলেও জানিয়ে দিয়েছেন বিদ্রোহী তৃণমূল বিধায়ক৷ শুধু তাই নয়, নতুন দল গড়ারও হঁশিয়ারি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক৷

গত পঞ্চায়েত নির্বাচনের সময়ও টিকিট বিলি নিয়ে অসন্তোষ প্রকাশ করে দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন হুমায়ুন৷ শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে নিরস্ত হন তিনি৷ এবারে অবশ্য হুমায়ুন নির্দল হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন৷ জেলা নেতৃত্বের সঙ্গে কোনওরকম আলোচনা করে কেন ইউসুফ পাঠানকে প্রার্থী করা হল, তা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন হুমায়ুন৷ তৃণমূল নেতৃত্বের চিন্তা বাড়িয়ে হুমায়ুনের আরও দাবি, দলের সিদ্ধান্তে জেলার অনেক নেতাই ক্ষুব্ধ৷ শুধু তাঁরা সাহস করে মুখ খুলতে পারছেন না৷ হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখও তাঁর সঙ্গে আছেন বলে দাবি করেছেন হুমায়ুন৷ যদিও এ বিষয়ে নিয়ামত শেখের প্রতিক্রিয়া মেলেনি৷

আরও পড়ুন: ‘ব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন, ঘোষণা করে দিলেন অর্জুন!’ মমতার ছবি সরিয়ে শুরু মোদির প্রশংসা

নিজের ভোটে দাঁড়ানোর কথা জানিয়ে হুমায়ুন বলেন, ‘নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করলেই নির্দল প্রার্থী হিসেবে আমি মনোনয়ন জমা দেব। দলীয় নেতৃত্বকে অবমাননার জবাব দিতেই এই সিদ্ধান্ত। ক্ষোভের কারণ জানাতে গিয়ে হুমায়ুন কবীর বলেন, ‘আমাদের সঙ্গে একবার আলোচনা করে যদি প্রার্থী দেওয়া হত তাহলেও মেনে নেওয়া যেত। জেলার সভাপতি ও চেয়ারম্যানের সঙ্গেও কোনও আলোচনা করেননি রাজ্য নেতৃত্ব। এত উপেক্ষা সহ্য করা যায়না।’

এ দিন আবার কলকাতায় এসে তিনি বলেন, “আমি নতুন দল গঠন করব। তবে আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দেব না। এর আগে একবার ইস্তফা দেওয়ায় আমাকে অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল।”

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কুকথার জন্য তৃণমূল থেকে সাসপেন্ড করায় নির্দল প্রার্থী হিসেবে রেজিনগর বিধানসভা থেকে নির্বাচনে লড়াই করেছিলেন হুমায়ুন কবীর। সেই ভোটে নিজে জিততে না পারলেও প্রায় ৭৪ হাজার ভোট পেয়ে তৃণমূলের প্রার্থী সিদ্দিকা বেগমের জামানাত জব্দ করার ব্যবস্থা করেছিলেন হুমায়ুন। অল্প ভোটে জয়লাভ করেছিলেন কংগ্রেসের প্রার্থী বর্তমানে তৃণমূলের বিধায়ক রবিউল আলম চৌধুরী। তারপর তৃণমূলে যোগ দিয়ে ২০২১ সালে ভরতপুর থেকে তৃণমূলের বিধায়ক নির্বাচিত হন তিনি।

প্রার্থী তালিকা ঘোষণা করার পর থেকেই তৃণমূলের একাধিক নেতানেত্রী নিজেদের ক্ষোভ, হতাশা প্রকাশ করেছেন৷ টিকিট না পেয়ে দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং৷ ব্যারাকপুর থেকেই তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী হওয়ার ঘোষণা করে দিয়েছেন তিনি৷ আবার বাঁকুড়ায় টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

সহ প্রতিবেদন: আবীর ঘোষাল

অধীরের ‘কঠিন পিচে’ কেমন খেলবেন ইউসুফ? নিজস্ব স্টাইলে জবাব দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক হল ইউসুফ পাঠানের নাম। প্রাক্তন ভারতীয় তারকা ও কেকেআর ক্রিকেটারকে বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে ভোটযুদ্ধে নামিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যা। এবাপ ইউসুফ পাঠানের ভোটে দাঁড়ানো নিয়ে প্রতিক্রিয়া দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অধীর চৌধুরীর প্রতিপক্ষে দাঁড়ানোকে ব্রেট লি বিরুদ্ধে ব্যাট করার সঙ্গে তুলনা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

খেলার জগতের ব্যক্তিত্বদের রাজনীতি আসার মধ্যে কোনও ছুৎমার্গ দেখছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। উল্টে মানুষের কাজ করার জন্য স্বাগত জানিয়ছেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন,”ক্রিকেট ব্যক্তিত্বরা রাজনীতিতে আসতেই পারেন। আশা সব সময় ভালো। কীর্তি আজাদ দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন। মানুষের জন্য কাজ করার সুযোগ থাকে। মানুষের জন্য কাজ করবে। ইউসুফ পাঠান কলকাতা খেলেছে। দীর্ঘ দিন কেকেআরের হয়ে খেলেছে। এবার বহরমপুর থেকে দাঁড়াচ্ছে অধীরদার বিরুদ্ধে। অধীর চৌধুরী বনাম ইউসুফ পাঠানের লড়াই অনেকটা ইউসুফকে ব্রেট লির সামনে ব্যাট করার মত।”

আরও পড়ুনঃ IPL 2024: সবথেকে বেশিবার আইপিএল জিতেছে কোন ক্রিকেটার? যাদের কথা ভাবছেন তারা নয়

প্রসঙ্গত, ১৯৯৯ সাল বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। পাঁচবারের সাংসদ তিনি। বহরমপুরকে অধীর চৌধুরীর গড় বলা হয়ে থাকে। এতদিন নানা চেষ্টা করেও অধীর চৌধুরীকে হারানো যায়নি বহরমপুর আসন থেকে। এবার বিগ হিটার ইউসুফ পাঠান রাজনীতির ময়দানে বড় ছক্কা হাঁকাতে পারেন কিনা সেটাই দেখার। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Lok Sabha elections 2024: শুধু রচনা-লকেট নয়, রাজ্যের এই ৯ আসনে এবার জমজমাট লড়াই! শেষ হাসি কার?

হুগলি কেন্দ্রে আবার দুই নায়িকার লড়াই৷ হুগলির বর্তমান সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল তৃণমূল৷
হুগলি কেন্দ্রে আবার দুই নায়িকার লড়াই৷ হুগলির বর্তমান সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল তৃণমূল৷
কাঁথিতে বিজেপির সৌমেন্দু অধিকারী বনাম তৃণমূলের উত্তম বারিক৷ শুভেন্দু অধিকারীর খাসতালুকে এই লড়াই দুই দলের কাছেই সম্মানের৷
কাঁথিতে বিজেপির সৌমেন্দু অধিকারী বনাম তৃণমূলের উত্তম বারিক৷ শুভেন্দু অধিকারীর খাসতালুকে এই লড়াই দুই দলের কাছেই সম্মানের৷
তমলুকে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম৷ এই কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল৷
তমলুকে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম৷ এই কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল৷
বহরমপুরে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীর নাম অধীররঞ্জন চৌধুরী৷ ওই কেন্দ্রে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করে লড়াই জমিয়ে দিল তৃণমূল কংগ্রেস৷
বহরমপুরে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীর নাম অধীররঞ্জন চৌধুরী৷ ওই কেন্দ্রে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করে লড়াই জমিয়ে দিল তৃণমূল কংগ্রেস৷
কলকাতা উত্তর কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল৷ ওই কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সদ্য তৃণমূল ত্যাগী তাপস রায়ের নাম শোনা যাচ্ছে৷
কলকাতা উত্তর কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল৷ ওই কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সদ্য তৃণমূল ত্যাগী তাপস রায়ের নাম শোনা যাচ্ছে৷
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল কেন্দ্রে দুই অভিনেতার লড়াই৷ বিজেপির হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃতীয় বার সাংসদ হওয়ার লড়াইয়ে নামছেন দেব৷
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল কেন্দ্রে দুই অভিনেতার লড়াই৷ বিজেপির হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃতীয় বার সাংসদ হওয়ার লড়াইয়ে নামছেন দেব৷
মেদিনীপুর কেন্দ্রে বিজেপির দিলীপ ঘোষের বিরুদ্ধে এবার অভিনেত্রী এবং মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার উপরে আস্থা রেখেছে তৃণমূল৷
মেদিনীপুর কেন্দ্রে বিজেপির দিলীপ ঘোষের বিরুদ্ধে এবার অভিনেত্রী এবং মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার উপরে আস্থা রেখেছে তৃণমূল৷
বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্রে বর্তমান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে তাঁরই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে প্রার্থী করেছে তৃণমূল৷
বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্রে বর্তমান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে তাঁরই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে প্রার্থী করেছে তৃণমূল৷
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন সাংসদ সুকান্ত মজুমদার৷ ওই কেন্দ্রে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে প্রার্থী করেছে তৃণমূল৷
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন সাংসদ সুকান্ত মজুমদার৷ ওই কেন্দ্রে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে প্রার্থী করেছে তৃণমূল৷