Tag Archives: Yusuf Pathan

Yusuf Pathan: দাদার হয়ে বহরমপুরের ময়দানে নামবেন ভাই ইরফান? জানিয়ে দিলেন ইউসুফ

মুর্শিদাবাদ: বহরমপুর লোকসভায় ইতিমধ্যেই জমে উঠেছে ভোটের নির্বাচনী প্রচার। একদা কংগ্রেস গড়ে প্রার্থী করা হয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ইউসুফ পাঠানকে। লোকাল ১৮ বাংলার মুখোমুখি হয়ে নিজস্ব ভঙ্গিতে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান।

ক্রিকেটের পিচ থেকে সোজা রাজনীতির ময়দানে কেন? ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকার দাবি, আগে থেকে এরকম কোনও পরিকল্পনা ছিল না তাঁরা  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ই  এই সুযোগ করে দিয়েছেন। পশ্চিমবঙ্গে নারীদের যে উন্নয়ন ঘটেছে, তার জন্যই আমার ভাল লেগেছিল।

আরও পড়ুন: ‘পাঁচ বছরে জিরো’, বালুরঘাটে দাঁড়িয়েই চরম কটাক্ষ মমতার! জবাব দিলেন সুকান্ত

বাংলা শিখছেন বা বুঝতে পারছেন? বাংলা ভোটারদের মন জয় করার জন্য?  ইউসুফ পাঠানের দাবি, আমি চেষ্টা করছি বাংলা শেখার। বাংলা কথা বলার চেষ্টা করে সেটা বোঝার চেষ্টা করি। চেষ্টা করলেই সব কিছুই শেখা যায়। আমি আগামী দিনে বাংলা শেখার চেষ্টা করব।

ভোটের মধ্যে চড়া রোদে কোন ডায়েটে ভরসা রাখছেন? নিজেকে কীভাবে ফিট রাখছেন? বহরমপুরের তৃণমূল প্রার্থী জানান, রোজার মরশুম চলছে। এই মাসে রোজাতে মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। আমার সঙ্গে অনেক জন দেখা করতে আসছেন। এটা আমার এনার্জি আরও বাড়িয়ে দিচ্ছে।

দাদা ইউসুফ প্রার্থী হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুুভেচ্ছা জানিয়েছিলেন ভাই ইরফান৷ ইউসুফ জানিয়েছেন, ইরফান এখন আইপিএল নিয়ে ব্যস্ত৷ একটু ফাঁকা হলেই তাঁকে বহরমপুরে প্রচারে নিয়ে আসার চেষ্টা করা হবে৷

লড়াইয়ে মুল প্রতিদ্বন্দ্বী কে হবেন আপনার? পোড়খাওয়া রাজনীতিবিদের মতোই ইউসুফ পাঠানের দাবি, আমি মানুষের জন্য কাজ করতে এসেছি, ফলে এখানে সেই ভাবে কাউকে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে ভাবছি না।

কৌশিক অধিকারী

Lok Sabha Election 2024: ‘চক্ষু ছানাবড়া!’ কেন ছানাবড়া ইউসুফ পাঠানের চোখ, ভোটপ্রচারের সেই ঘটনার ভিডিও ভাইরাল

মুর্শিদাবাদ: বহরমপুর লোকসভা এ বছরের হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে। এবারের লোকসভা ভোটে বহরমপুর কেন্দ্রে তৃণমূলের টিকিটে ভোটে লড়ছেন ইউসুফ পাঠান৷  এবার ভোটের প্রচারে বেরিয়ে ইউসুফ পাঠানকে দেওয়া হল দু’কেজি সাইজের মুর্শিদাবাদ জেলার বিখ্যাত মিষ্টি ‘ছানাবড়া।’

মুর্শিদাবাদ জেলার কান্দি বিধানসভা এলাকাতে বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান তিনি ভোটের নির্বাচনী প্রচার করলেন। বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার কে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ জেলার কান্দির ছাতিনাকান্দির ড্যাডাং মন্দিরে প্রথমে তিনি পুজো দিয়ে বেশ কিছু ওয়ার্ডে তিনি ভোটের নির্বাচনে প্রচার করেন। তখনই ইউসুফ পাঠানের হাতে বড় সাইজের ‘ছানাবড়া’ মিষ্টি তুলে দেওয়া হয়।

আরও পড়ুন – Lok Sabha Elections 2024: ভোটের মাঠে প্রতিপক্ষ ক্রিকেটার, তাই ব্যাট হাতেই ধামাল প্রচার অধীর চৌধুরী

গত ফেব্রুয়ারি মাসের ২তারিখে কান্দির গোকর্ণে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হাতে তুলে দেওয়া হয় ছানাবড়া মিষ্টি। তবে এবার কান্দির এক মিষ্টি বিক্রেতা তিনি এই ছানা বড়া তৈরি করে ভোট প্রচারের ফাঁকে ছানাবড়া মিষ্টি তুলে দেওয়া হয়। আর মুর্শিদাবাদ জেলার বিখ্যাত ছানাবড়া মিষ্টি পেয়ে বেশ খুশি প্রকাশ করেছেন তিনিও। মুর্শিদাবাদ জেলার বিখ্যাত মিষ্টি ছানাবড়া। আগেই ‘জিআই’ তকমা পেয়েছে। এই মিষ্টির কদর মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায়।

মিষ্টি বিক্রেতা তার কথায়, এবছর লোকসভা নির্বাচনে বহরমপুরে লড়াই করছেন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। আজকে নিজের হাতে ছানাবড়া  মিষ্টি তৈরি করে তার হাতে আমি দিতে পেরে খুবই খুশি।

তবে মিষ্টি পেয়ে ইউসুফ পাঠান তিনি জানান, রাজনীতির ময়দানে নবাবের জেলাতে এসেছি। মানুষের আর্শীবাদ ও যেভাবে ভালোবাসা পাচ্ছি তাতে আমি আপ্লুত। যে মিষ্টি তুলে দেওয়া হয়েছে আমার হাতে তা আমি ইফতারের সময় খাব।

Kaushik Adhikary

Lok Sabha Elections 2024: ভোটের মাঠে প্রতিপক্ষ ক্রিকেটার, তাই ব্যাট হাতেই ধামাল প্রচার অধীর চৌধুরী

: এবার ব্যাট হাতে ২২ গজে নেমে পড়লেন বিদায়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার বিপক্ষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রাক্তন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। কংগ্রেসের হয়ে এবারেও প্রার্থী হয়েছেন টানা পাঁচবারের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
: এবার ব্যাট হাতে ২২ গজে নেমে পড়লেন বিদায়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার বিপক্ষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রাক্তন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। কংগ্রেসের হয়ে এবারেও প্রার্থী হয়েছেন টানা পাঁচবারের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
ইতিমধ্যেই ভোট প্রচারের ময়দানে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে দুই প্রতিপক্ষের। চলছে একে অপরের বিরুদ্ধে ভোট প্রচারের লড়াই। তবে এবার তারকা ক্রিকেটারের বিরুদ্ধে লড়াইয়ে নেমে সরাসরি ব্যাট হাতে ময়দানে নেমে পড়লেন বিদায়ী সাংসদ অধীর বাবু।
ইতিমধ্যেই ভোট প্রচারের ময়দানে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে দুই প্রতিপক্ষের। চলছে একে অপরের বিরুদ্ধে ভোট প্রচারের লড়াই। তবে এবার তারকা ক্রিকেটারের বিরুদ্ধে লড়াইয়ে নেমে সরাসরি ব্যাট হাতে ময়দানে নেমে পড়লেন বিদায়ী সাংসদ অধীর বাবু।
ডানহাতি ব্যাটসম্যান তিনিও বুঝিয়ে দিতে একেবারে ক্রিকেট ময়দানে বাউন্সার থেকে এয়ারকার্ট সামলালেন নিজের ভঙ্গিতে। মন জয় করলেন দর্শকদের। এমনই এক ঘটনার সাক্ষী থাকল বহরমপুর লোকসভা কেন্দ্রের শক্তিপুর এলাকা।
ডানহাতি ব্যাটসম্যান তিনিও বুঝিয়ে দিতে একেবারে ক্রিকেট ময়দানে বাউন্সার থেকে এয়ারকার্ট সামলালেন নিজের ভঙ্গিতে। মন জয় করলেন দর্শকদের। এমনই এক ঘটনার সাক্ষী থাকল বহরমপুর লোকসভা কেন্দ্রের শক্তিপুর এলাকা।
শক্তিপুর ব্লকের কামনগর এলাকায় এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেখানেই দেখা যায় অধীরকে ব্যাট হাতে। ব্যাট হাতে চার ছক্কা হাঁকাতে দেখা যায় অধীরকে।
শক্তিপুর ব্লকের কামনগর এলাকায় এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেখানেই দেখা যায় অধীরকে ব্যাট হাতে। ব্যাট হাতে চার ছক্কা হাঁকাতে দেখা যায় অধীরকে।
কয়েকদিন আগে বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে কয়েকদিন আগেও ভোট প্রচারে গিয়ে ব্যাট হাতে ময়দানে নেমেছিলেন তারকা ক্রিকেটার প্রার্থী ইউসুফ পাঠান ।এবার তার পাল্টা অধীরের।কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী জানান, স্থানীয় ক্লাবের উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমাকে আমন্ত্রিত করার কারণে সুযোগ মিলতে ব্যাট ধরেছি। Input- Koushik Adhikary
কয়েকদিন আগে বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে কয়েকদিন আগেও ভোট প্রচারে গিয়ে ব্যাট হাতে ময়দানে নেমেছিলেন তারকা ক্রিকেটার প্রার্থী ইউসুফ পাঠান ।এবার তার পাল্টা অধীরের।কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী জানান, স্থানীয় ক্লাবের উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমাকে আমন্ত্রিত করার কারণে সুযোগ মিলতে ব্যাট ধরেছি। Input- Koushik Adhikary

 

Yusuf Pathan: জোরদার প্রচারে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান

বহরমপুরে আমি উন্নয়ন করার জন্য এসেছি। উন্নয়ন আমার লক্ষ্য। শনিবার বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। ভোটযুদ্ধে কর্মীদের চাঙ্গা করতে নিজের লোকসভা কেন্দ্রে জোরকদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান।মিছিল করে প্রচারে TMC প্রার্থী Yusuf Pathan। স্থানীয়দের সঙ্গে জনসংযোগে প্রার্থী।

Yusuf Pathan: ‘কংগ্রেস কোনও জায়গাই পাবে না…,’ উন্নয়নকে হাতিয়ার করে বহরমপুরে জোর প্রচারে তৃণমূলের পাঠান

মুর্শিদাবাদ: বহরমপুরে আমি উন্নয়ন করার জন্য এসেছি। উন্নয়ন আমার লক্ষ্য। শনিবার বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। ভোটযুদ্ধে কর্মীদের চাঙ্গা করতে নিজের লোকসভা কেন্দ্রে জোরকদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান।

এদিন ইউসুফ পাঠান বলেন, ‘‘মুর্শিদাবাদ জেলায় পেঁয়াজ, আলু খুব ভাল চাষ হয়। কৃষি ক্ষেত্রে ও খেলাধুলায় অনেক উন্নয়নমূলক কাজ করা বাকি আছে। জেলার বেকার ছেলেমেয়েদের জন্য কর্মসংস্থান তৈরি করা আমার লক্ষ্য। বিশ্বকাপ জয়ের টিমের মতোই আমার সঙ্গে খুব ভাল টিম কাজ করছে। উন্নয়নের লক্ষ্যে আমরাও জয়ী হব।’’

আরও পড়ুন: গার্ডেনরিচের পরে বিরাটি! ফের নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে শহরে মৃত্যু মহিলার, গ্রেফতার প্রোমোটার সহ ৬

অন্যদিকে, বড়ঞাঁর কুলিতে নির্বাচনী কর্মিসভা করলেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। শনিবার জেলা সভাপতি অপূর্ব সরকার ও ব্লক সভাপতি গোলাম মুর্শেদের নেতৃত্বে এই কর্মিসভা করা হয়। বড়ঞাঁয় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, খেলাধূলায় একাধিক উন্নয়নমূলক কাজের আশ্বাস দেন ইউসুফ পাঠান।

আরও পড়ুন: এক মুহূর্তের মধ্যেই সব শেষ! মাঝ আকাশে অনর্গল বমি, হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু…

তিনি বলেন, ‘‘এই মুর্শিদাবাদ জেলায় কৃষি শিল্প, খেলাধুলায় অনেক কাজ বাকি আছে। আমি সেইসব কাজ করতে চাই। যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান বাড়াতে চাই। যাতে ছেলেমেয়েরা নিজেদের বাড়িতে থেকেই কাজ করতে পারে। এদিন জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন, বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের সঙ্গে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা হবে। কংগ্রেস কোনও জায়গাই পাবে না। বহরমপুরে আমি উন্নয়ন করার জন্য এসেছি। উন্নয়ন আমার লক্ষ্য।’’ শনিবার বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান।

Yusuf Pathan: ইউসুফ পাঠান বিতর্কে ব্যবস্থা নিল কমিশন! তৃণমূল নেতৃত্বকে কড়া নির্দেশ…হঠাতে হবে ‘সেই’ ছবি!

মুর্শিদাবাদ: কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর বিরুদ্ধে এবার তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান৷ কিন্তু, প্রচার শুরুর পরপরই তিনি জড়িয়ে পড়েছেন বড়সড় বিতর্কে৷ এবার সেই ছবি বিতর্কে নির্দেশ জারি করা হল৷ ইউসুফ পাঠান ইস্যুতে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসকে ‘বিতর্কিত’সেই ছবি সরানোর জন্য দেওয়া হল নির্দেশ৷

মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এই নির্দেশ দিয়েছেন বলে কমিশন সূত্রের খবর। ইতিমধ্যেই সিইও অফিস বিষয়টি জানিয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার।

তবে নির্বাচনী বিধিভঙ্গ নিয়ে কী পদক্ষেপ সেই বিষয়ে এখনও জানায়নি জাতীয় নির্বাচন কমিশন। যদিও রাজ্যের সিইও দফতরের তরফে এই ছবি ব্যবহার নির্বাচনী বিধিভঙ্গ কিনা, সেই সম্পর্কে রিপোর্ট পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে খবর।

পাঠানের বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণবিধি ( Model Code of Conduct, MCC) লঙ্ঘনের অভিযোগ তুলেছিল কংগ্রেস। দাবি করা হয়েছিল, নির্বাচনী প্রচারের ক্ষেত্রে এমন কিছু ছবি বা ব্যানার বহরমপুরের তৃণমূলপ্রার্থী ব্যবহার করছেন, যা MCC-র বিরুদ্ধ কাজ।

আরও পড়ুন:‘অর্জুন এসে গেছিস!,’ পরিচিত মুখকে দেখেই একগাল হাসি, ভোটের আগে চাণক্য মুকুলের সঙ্গে সাক্ষাৎ সারলেন অর্জুন

২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারত। বিশ্বকাপ জয়ের সেই ছবি নির্বাচনী প্রচারে ব্যবহারের অভিযোগ ছিল ইউসুফ পাঠানের বিরুদ্ধে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর এবং জাতীয় নির্বাচন কমিশনে সংশ্লিষ্ট অভিযোগপত্র পাঠানো হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে।

ইউসুফ পাঠান ইস্যুতে নির্বাচন কমিশনকে রিপোর্টও পাঠিয়েছিলেন মুর্শিদাবাদ জেলার জেলাশাসক। রিপোর্টে ছবি ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছিল বলে সূত্রের খবর।

তারপরে সেই রিপোর্ট সিইও অফিস থেকে দিল্লিতে নির্বাচন কমিশন-এর দফতরে পাঠানো হয়। পরে মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতির কাছ থেকে ব্যাখ্যা চান জেলাশাসক।

আরও পড়ুন: ‘নির্বাচনের কাজে ব্যস্ত!,’ তৃতীয় বারও ইডি-র সমন এড়িয়ে গেলেন কৃষ্ণনগরের তৃণমূলপ্রার্থী মহুয়া মৈত্র

জানানো হয়, এই ধরনের ঘটনা আগে ঘটেনি। খেলোয়াড়দের ছবি ব্যবহার নিয়ে এইরকম অভিযোগ আগে আসেনি কমিশনের কাছে। এটা নির্বাচনী বিধি ভঙ্গ বলা যায় নাকি, সেটা জানার জন্য দিল্লিতে রিপোর্ট পাঠায় সিইও দফতর। তারপরেই এই নির্দেশ৷

Hardik Pandya: অব্যাহত হার্দিক পান্ডিয়ার খারাপ সময়! এবার যা খুশি তাই বলে দিলেন ভারতীয় তারকা

মুম্বই ছেড়ে হার্দিক পান্ডিয়া গিয়েছিলেন গুজরাত টাইটান্সে। গত দুই মরশুমে একবার চ্যাম্পিয়ন ও একবার রানার্স করেছেন। সেই হার্দিক পান্ডিয়ায় ফের নিদের পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে অধিনায়ক হয়ে ফিরলেও সময়টা খুব একটা ভাল যাচ্ছে না।
মুম্বই ছেড়ে হার্দিক পান্ডিয়া গিয়েছিলেন গুজরাত টাইটান্সে। গত দুই মরশুমে একবার চ্যাম্পিয়ন ও একবার রানার্স করেছেন। সেই হার্দিক পান্ডিয়ায় ফের নিদের পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে অধিনায়ক হয়ে ফিরলেও সময়টা খুব একটা ভাল যাচ্ছে না।
আইপিএল ২০২৪-এর প্রথম দুটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সকে। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে মুম্বইকে। তারপর থেকেই হার্দিকের অধিনায়কত্ব নিয়ে চলছে 'পোস্টমর্টেম'।
আইপিএল ২০২৪-এর প্রথম দুটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সকে। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে মুম্বইকে। তারপর থেকেই হার্দিকের অধিনায়কত্ব নিয়ে চলছে ‘পোস্টমর্টেম’।
হায়দরাবাদ ম্যাচে হারের পর হার্দিকের অধিনায়কত্ব নিয়ে তোপ দেগেছেন ইউসুফ পাঠান। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন ক্রিকেটার। প্রচারের মাঝে নজর রাখছেন আইপিএলেও।
হায়দরাবাদ ম্যাচে হারের পর হার্দিকের অধিনায়কত্ব নিয়ে তোপ দেগেছেন ইউসুফ পাঠান। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন ক্রিকেটার। প্রচারের মাঝে নজর রাখছেন আইপিএলেও।
ট্য়ুইটারে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বের সমালোচনা করেন ইউসুফ পাঠান। লেখেন,"মুম্বই অধিনায়কের স্ট্র্যাটেজিটা বুঝলাম না। শেষ ওভারে কেন স্পিনারকে বল করতে দেওয়া হল, জানি না।  ১১ ওভারে যখন দলের স্কোর ১৬০। তখন তোমার সেরা বোলার জসপ্রীত বুমরাহকে দিয়ে ১ ওভার কেন বল করানো হয়েছে। এটা খুবই খারাপ অধিনায়কত্ব।"ট্য়ুইটারে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বের সমালোচনা করেন ইউসুফ পাঠান। লেখেন,"মুম্বই অধিনায়কের স্ট্র্যাটেজিটা বুঝলাম না। শেষ ওভারে কেন স্পিনারকে বল করতে দেওয়া হল, জানি না।  ১১ ওভারে যখন দলের স্কোর ১৬০। তখন তোমার সেরা বোলার জসপ্রীত বুমরাহকে দিয়ে ১ ওভার কেন বল করানো হয়েছে। এটা খুবই খারাপ অধিনায়কত্ব।"
ট্য়ুইটারে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বের সমালোচনা করেন ইউসুফ পাঠান। লেখেন,”মুম্বই অধিনায়কের স্ট্র্যাটেজিটা বুঝলাম না। শেষ ওভারে কেন স্পিনারকে বল করতে দেওয়া হল, জানি না। ১১ ওভারে যখন দলের স্কোর ১৬০। তখন তোমার সেরা বোলার জসপ্রীত বুমরাহকে দিয়ে ১ ওভার কেন বল করানো হয়েছে। এটা খুবই খারাপ অধিনায়কত্ব।”
ফ্যানেদের রোষের মুখেও পড়েছেন হার্দিক। রান তাড়া করতে নেমে মুম্বইয়ের বাকি ব্যাটসম্যানরা ২০০-র বেশি স্ট্রাইক রেটে রান করছিলেন। সেখানে ২০ বলে মাত্র ২৪ রান করেন হার্দিক।  খারাপ অধিনায়কত্ব ও স্লো ব্যাটিংয়ের জন্য ফ্যানেরাও তীব্র সমালোচনা করেছেন।
ফ্যানেদের রোষের মুখেও পড়েছেন হার্দিক। রান তাড়া করতে নেমে মুম্বইয়ের বাকি ব্যাটসম্যানরা ২০০-র বেশি স্ট্রাইক রেটে রান করছিলেন। সেখানে ২০ বলে মাত্র ২৪ রান করেন হার্দিক। খারাপ অধিনায়কত্ব ও স্লো ব্যাটিংয়ের জন্য ফ্যানেরাও তীব্র সমালোচনা করেছেন।
প্রসঙ্গত, মুম্বইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২৭৭ রান করে সানরাইজার্স হায়দরাবাদ।  যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোর। জবাবে রান তাড়া করে ২৪৬ করে মুম্বই। এক ম্যাচে ৫২৩ রান টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ স্কোর। এই হারের পরই কাঠগড়ায় হার্দিক।
প্রসঙ্গত, মুম্বইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২৭৭ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোর। জবাবে রান তাড়া করে ২৪৬ করে মুম্বই। এক ম্যাচে ৫২৩ রান টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ স্কোর। এই হারের পরই কাঠগড়ায় হার্দিক।

Yusuf Pathan: মারাত্মক অভিযোগ পাঠানের বিরুদ্ধে, কমিশনে ছুটল কংগ্রেস! প্রচারে কেন এই ছবি?

বহরমপুরঃ এবার, তৃণমূল কংগ্রেসের বহরমপুর লোকসভার প্রার্থী ইউসুফ পাঠান। তাঁর বিরুদ্ধে Model Code of Conduct (MCC) লঙ্ঘনের অভিযোগ তুলল কংগ্রেস। সংশ্লিষ্ট প্রার্থী নির্বাচনী প্রচারের ক্ষেত্রে এমন কিছু ছবি বা ব্যানার ব্যবহার করছেন, যা MCC বিরুদ্ধ কাজ। ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ জয়ী হয়েছিল ভারত। সেই সংক্রান্ত ছবি প্রচারে ব্যবহারের অভিযোগ ইউসুফ পাঠানের বিরুদ্ধে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর এবং জাতীয় নির্বাচন কমিশনে সংশ্লিষ্ট অভিযোগপত্র পাঠানো হল কংগ্রেসের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ একটার পর একটা ছয় মারছেন তিনি! ভোটের লড়াইয়েও মাঠ কাঁপাচ্ছেন ইউসুফ পাঠান

লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই মাঠে নেমে প্রচার করছেন শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান। তবে, রাজনৈতিক মঞ্চ ছেড়ে খুদেদের সঙ্গে ক্রিকেট খেলতে মাঠে উপস্থিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ইউসুফ পাঠান।

চলতি বছর দোলের দিন বহরমপুরে লোকসভার অন্তর্গত কান্দিতে মোহনবাগান মাঠে গিয়ে খুদেদের সঙ্গে হাত মিলিয়ে ক্রিকেট খেলার জন্য অনুপ্রাণিত করেন। অন্যদিকে, সদর বহরমপুর শহরের প্রাণ কেন্দ্র ব্যারাক স্কোয়ার ময়দানে সন্ধ্যায় ক্রিকেট খেলেন। ব্যাট হাতে পেতেই ইউসুফ পাঠানকে ছক্কা মারে। আর তার এক ঝলক খেলা দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষজন।

Yusuf Pathan: ‘মাঠে’ নামলেন তৃণমূলের পাঠান, প্রথম রাজনৈতিক কর্মসূচিতে দিলেন একাধিক চমক!

মুর্শিদাবাদ: শনিবার ইউসুফ পাঠানের প্রথম রাজনৈতিক কর্মসূচি শুরু হল কান্দির হেলিফক্স মাঠে। এদিনের কর্মীসভায় কান্দি, বড়ঞা ও ভরতপুর এই তিনটি ব্লকের কর্মীদের উদ্বুদ্ধ করতে পিছুপা হলেন না রাজনীতির পিচে নব্য পাঠানও।

এদিন পাঠান দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি অনেক ম্যাচে শেষ পর্যন্ত টিকে থেকছি আমার সঙ্গীদের সহযোগিতায়। আমার মনে পড়ে রঞ্জি ট্রফি খেলার সময় আমি মাত্র ১৫ রানে ছিলাম। আমার দলের সাতজন আউট হয়ে গিয়েছিল। দু’জন মাত্র বাকি ছিল। তাদেরকে বলেছিলাম শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকো। আমিও সেঞ্চুরি করব, তোমাদেরকেও সেঞ্চুরি করার সুযোগ করে দেব। শেষ পর্যন্ত আমি সেঞ্চুরি করেছিলাম।

আরও পড়ুন-   গুরুতর অসুস্থ হিনা খান, রোজা চলাকালীন হঠাৎ কী হল? কাতর আর্জি নায়িকার, বাড়ছে উদ্বেগ!

এদিন হুমায়ুন কবীরও বক্তব্য দিতে গিয়ে বলেন, ১৯-এর লোকসভা ভোটে কংগ্রেস প্রার্থী প্রায় ৩৮ হাজার ভোট  পেয়েছিল। সেইবার তৃণমূলের প্রার্থী ছিল আপনাদের ঘরের ছেলে অপূর্ব সরকার। এইবার যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়। যদিও আপনারা ২০২১-এ তৃণমূলের প্রার্থীকেই ভোট দিয়ে জিতিয়েছেন। আমরা নিশ্চিত এইবার পাঠানের হাত আপনারা শক্ত করবেন। এদিনের সভায় উচ্ছ্বসিত জনতাদের কাউকে ব্যাটে আবার কাউকে টি-শার্টে হাসিমুখে আটোগ্রাফ দিলেন ইউসুফ।

এদিন ইউসুফ পাঠান বলেন, অধীর চৌধুরী পাঁচবারের সাংসদ উনাকে সম্মান করি। আমার সঙ্গে উনার কোনও লড়াই নেই। কিন্তু মানুষ এখন উন্নয়নের জন্য বদল চায়। বহরমপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় এখনও অনেক উন্নয়ন বাকি আছে। আমি সেইসব কাজ করতে চাই। এই জেলায় এখনও ক্রীড়া ক্ষেত্রে কোনও কাজ হয়নি। আমি এখানে স্পোর্টস অ্যাকাডেমি করতে চাই। মানুষের থেকে খুব ভাল সাড়া পাচ্ছি। জনতায় শেষ পর্যন্ত ঠিক করবে ম্যান অফ দ্য ম্যাচ কে হবে। এদিন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বলেন, তৃণমূল আমাকে হারাতে চায়। আর বিজেপি আসন সংখ্যা বাড়াতে চায়। দিদি ও মোদি পরোক্ষভাবে সহযোগিতা করে আমাকে হারাতে চাইছে। একজন ক্রিকেটারকে সম্মান জানাতে হলে তাকে আগে রাজ্যসভায় সুযোগ দিতে হত। তারপরে না হয় লোকসভার প্রার্থী করা হত। লোকসভা পরাজিত হলেও জানত সে রাজ্যসভার সদস্য রয়েছে। কিন্তু এখানে শ্রীখন্ডি খাড়া করে কাকে জেতাতে চাইছে, কার সুবিধা করতে চাইছে, কার নির্দেশ মানতে চাইছে তৃণমূল তা এলাকার মানুষ ভালভাবেই জানে।

Abhishek Banerjee Exclusive Interview: ‘অধীর চৌধুরীকে হারাতে যাইনি, বহরমপুর জিততে গিয়েছি’, কংগ্রেসকে তোপ অভিষেকের

বহরমপুর: রাজনৈতিক ভাবে সারা বছর নজর থাকে রাজ্যের বহরমপুর লোকসভা আসনে। এবার সেই লড়াই আরও অনেক বেশি আকর্ষণীয়৷ কারণ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে প্রখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠানকে৷ যদিও তাকে আক্রমণ শানাতে ছাড়ছে না কংগ্রেস শিবির৷ অধীর চৌধুরীর শিবির জানাচ্ছে বহরমপুর জেতার ব্যাপারে তারা নিশ্চিত। এই অবস্থায় বহরমপুর নিয়ে ফের অধীরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দোপাধ্যায়।

আরও পড়ুনঃ প্রচারে বেরিয়ে সবজি তুললেন তৃণমূল প্রার্থী! পাকা রাঁধুনির মতো রান্না করলেন মিতালি বাগ  

অধীরের বিরুদ্ধে ইউসুফ প্রার্থী, কেন? এই প্রশ্নের উত্তরে নিউজ ১৮ বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমরা অধীর চৌধুরীকে হারাতে যাইনি। আমরা বহরমপুর জিততে গিয়েছি। কে দ্বিতীয় হবে আর কে তৃতীয় হবে সেটা আমাদের বিষয় নয়।” কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে এই রাজ্যে আসন সমঝোতা হয়নি৷ রাজনৈতিক শিবির এর পেছনে অধীর বনাম তৃণমূলের দ্বন্দ্বের কথা বলে৷ অধীর অবশ্য রাজনৈতিক ভাবে আক্রমণ শানিয়ে চলেছেন রোজ।

গত জানুয়ারি মাসে লোকসভা নির্বাচনে বহরমপুরে তাঁর বিরুদ্ধে প্রার্থী হতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অধীর চৌধুরী। তিনি জানিয়েছিলেন, লোকসভা ভোটে বহরমপুরে হেরে গেলে রাজনীতি ছেড়ে দেবেন।বহরমপুরে সাংবাদিক বৈঠকে আগামী লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে সমঝোতার বিরোধিতা করে অধীরের মন্তব্য ছিল, ‘‘বহরমপুরে তো হারাবে বলছে, মালদায় তো হারাবে বলছে। ওপেন চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে, যে কোনও মামুকে এখানে পাঠিয়ে দাও। যদি হারাতে পারে, রাজনীতি ছেড়ে দেব।’’ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য বলেন, ‘‘২০২১ সালে তৃণমূল আলাদা লড়ে সরকার গড়েছে। সিপিএমের সঙ্গে জোট করে অধীর পেয়েছিলেন শূন্য।’’

অধীর চৌধুরীর ভূমিকাকে অবশ্য তীব্র আক্রমণ করেছেন অভিষেক৷ তিনি জানিয়েছেন, “অধীর চৌধুরী কার হাত শক্তিশালী করতে চাইছেন। সকলে বুঝতে পারছে। ওনার নিরাপত্তা অমিত শাহের বাহিনী দেয়। রাজ্য পুলিশের নিরাপত্তা তিনি নেন না৷ অধীর চৌধুরী বিজেপির বিরুদ্ধে একটা কথা বলুক। তিনি বলেন না।”