Galleries

জাহির খানের প্রাক্তন প্রেমিকা, প্রেমে পড়ে কেরিয়ার শেষ! এই অভিনেত্রী এখন ‘নিখোঁজ’

ভারতীয় ক্রিকেটারের প্রেমে পড়েছিলেন তিনি। সাত বছর ধরে তাঁদের সম্পর্ক ছিল বলে শোনা যায়। কিন্তু তাঁদের প্রেম পরিণতি পায়নি।
ভারতীয় ক্রিকেটারের প্রেমে পড়েছিলেন তিনি। সাত বছর ধরে তাঁদের সম্পর্ক ছিল বলে শোনা যায়। কিন্তু তাঁদের প্রেম পরিণতি পায়নি।
বলিউড আর ক্রিকেটের সম্পর্ক বহু পুরনো। অনেক ক্রিকেটার বলিউডের অভিনেত্রীদের বিয়ে করেছেন। আবার অনেকের প্রেম পরিণতি পায়নি। আঝ আমরা বলব অভিনেত্রী ঈশা শর্বানির কথা। তিনি এখন সিঙ্গল মাদার।
বলিউড আর ক্রিকেটের সম্পর্ক বহু পুরনো। অনেক ক্রিকেটার বলিউডের অভিনেত্রীদের বিয়ে করেছেন। আবার অনেকের প্রেম পরিণতি পায়নি। আঝ আমরা বলব অভিনেত্রী ঈশা শর্বানির কথা। তিনি এখন সিঙ্গল মাদার।
ক্রিকেটার জাহির খানের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছিল। সেই সম্পর্ক প্রায় সাত বছর ছিল বলে শোনা যায়। শেষ পর্যন্ত সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি।
ক্রিকেটার জাহির খানের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছিল। সেই সম্পর্ক প্রায় সাত বছর ছিল বলে শোনা যায়। শেষ পর্যন্ত সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি।
অনেকেই বলেন, জাহির খানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ঈশা অন্তরালে চলে যান। তাঁকে তার পর আর বেশিদিন বলিউডেও দেখা যায়নি।
অনেকেই বলেন, জাহির খানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ঈশা অন্তরালে চলে যান। তাঁকে তার পর আর বেশিদিন বলিউডেও দেখা যায়নি।
২০১২ সালে জাহির ও ঈশার সম্পর্ক ভাঙে বলে জানা যায়। তার পর জাহির খান আরেক অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে বিয়ে করেন। তবে ঈশা সিঙ্গল মাদার হওয়ার সিদ্ধান্ত নেন।
২০১২ সালে জাহির ও ঈশার সম্পর্ক ভাঙে বলে জানা যায়। তার পর জাহির খান আরেক অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে বিয়ে করেন। তবে ঈশা সিঙ্গল মাদার হওয়ার সিদ্ধান্ত নেন।
একের পর এক সিনেমা, রিয়েলিটি শো-তে দেখা যেত ঈশাকে। তবে এখন তিনি একেবারে নিখোঁজ। তাকে আর দেখাই যায় না। ছেলেকে নিয়ে কোনও দূর অজানায় রয়েছেন তিনি।
একের পর এক সিনেমা, রিয়েলিটি শো-তে দেখা যেত ঈশাকে। তবে এখন তিনি একেবারে নিখোঁজ। তাকে আর দেখাই যায় না। ছেলেকে নিয়ে কোনও দূর অজানায় রয়েছেন তিনি।

কাউকে জানতে দেননি নিজের পরিচয়, সবটা গোপন রেখে কাজ, ৩৮ বছরে বিয়ে করেন অভিনেত্রী

বছরের পর বছর ধরে, দর্শকরা জাস্সির আসল পরিচয় সম্পর্কে অবগত ছিলেন না, অর্থাৎ 'জাস্সি জাইসি কোই নেহি'-এর অভিনেত্রী মোনা সিং। নির্মাতারা অভিনেত্রীর পরিচয় লুকানোর জন্য সম্ভাব্য সব কৌশলের চেষ্টা করেছিলেন এবং তারা এতে সফল হয়েছিল।
বছরের পর বছর ধরে, দর্শকরা জাস্সির আসল পরিচয় সম্পর্কে অবগত ছিলেন না, অর্থাৎ ‘জাস্সি জাইসি কোই নেহি’-এর অভিনেত্রী মোনা সিং। নির্মাতারা অভিনেত্রীর পরিচয় লুকানোর জন্য সম্ভাব্য সব কৌশলের চেষ্টা করেছিলেন এবং তারা এতে সফল হয়েছিল।
'জাস্সি' চরিত্রে আসতে মোনা সিংকে বাস্তব জীবনে অনেক পরিবর্তন আনতে হয়েছিল। নির্মাতারা অভিনেত্রীর সামনে একটি শর্ত রেখেছিলেন যে শোটি শেষ না হওয়া পর্যন্ত তিনি থ্রেডিং, ওয়াক্সিং বা কিছু করতে পারবেন না এবং মোনা সমস্ত শর্ত মেনে নিয়ে ৩ বছর ধরে জাস্সির চরিত্রে অভিনয় করেছিলেন।
‘জাস্সি’ চরিত্রে আসতে মোনা সিংকে বাস্তব জীবনে অনেক পরিবর্তন আনতে হয়েছিল। নির্মাতারা অভিনেত্রীর সামনে একটি শর্ত রেখেছিলেন যে শোটি শেষ না হওয়া পর্যন্ত তিনি থ্রেডিং, ওয়াক্সিং বা কিছু করতে পারবেন না এবং মোনা সমস্ত শর্ত মেনে নিয়ে ৩ বছর ধরে জাস্সির চরিত্রে অভিনয় করেছিলেন।
'জাস্সি জইসি কোই নেহি' সিরিয়াল শেষ হওয়ার পর এই অভিনেত্রীকে 'রাধা কি বেটিয়া...', 'কেয়া হুয়া তেরা ভাদা' এবং 'পেয়ার কো হো জানে দো'-এর মতো সিরিয়ালে দেখা গিয়েছে। তবে, ২০১৬ সাল থেকে মোনা সিং টিভি থেকে দূরে ছিলেন।
‘জাস্সি জইসি কোই নেহি’ সিরিয়াল শেষ হওয়ার পর এই অভিনেত্রীকে ‘রাধা কি বেটিয়া…’, ‘কেয়া হুয়া তেরা ভাদা’ এবং ‘পেয়ার কো হো জানে দো’-এর মতো সিরিয়ালে দেখা গিয়েছে। তবে, ২০১৬ সাল থেকে মোনা সিং টিভি থেকে দূরে ছিলেন।
টিভি থেকে দূরে থাকার পর অনেক ছবিতে কাজ করেছেন এই অভিনেত্রী। ২০০৯ সালে 'থ্রি ইডিয়টস'-এর মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি । এই ছবিতে আমির খানের ভগ্নিপতির ভূমিকায় দেখা গিয়েছিল মোনা সিংকে
টিভি থেকে দূরে থাকার পর অনেক ছবিতে কাজ করেছেন এই অভিনেত্রী। ২০০৯ সালে ‘থ্রি ইডিয়টস’-এর মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি । এই ছবিতে আমির খানের ভগ্নিপতির ভূমিকায় দেখা গিয়েছিল মোনা সিংকে
গত বছর এই অভিনেত্রীকে আমির খানের 'লাল সিং চাড্ডা' ছবিতে দেখা গিয়েছিল। এই ছবিতে, তিনি আমিরের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং এই চরিত্রের জন্য তিনি দর্শকদের কাছ থেকে প্রশংসাও পেয়েছিলেন৷
গত বছর এই অভিনেত্রীকে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা গিয়েছিল। এই ছবিতে, তিনি আমিরের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং এই চরিত্রের জন্য তিনি দর্শকদের কাছ থেকে প্রশংসাও পেয়েছিলেন৷
টিভি এবং ছবিতে তাঁর নিজের ছাপ ফেলার পর, মোনা সিং এখন ওটিটিতে সক্রিয়। অনেক জনপ্রিয় ওয়েব সিরিজে তাঁকে দেখা যাচ্ছে৷  এ বছর তাঁকে ‘কাফাস’, ‘মেড ইন হেভেন’ এবং ‘কালা পানি’-এর মতো ধারাবাহিকে দেখা গিয়েছে।

টিভি এবং ছবিতে তাঁর নিজের ছাপ ফেলার পর, মোনা সিং এখন ওটিটিতে সক্রিয়। অনেক জনপ্রিয় ওয়েব সিরিজে তাঁকে দেখা যাচ্ছে৷ এ বছর তাঁকে ‘কাফাস’, ‘মেড ইন হেভেন’ এবং ‘কালা পানি’-এর মতো ধারাবাহিকে দেখা গিয়েছে।
২০১৯ সালে পরিচালক শ্যাম রাজাগোপালানকে বিয়ে করেন মোনা সিং৷ শিখ মতে তাঁদের বিয়ে হয়৷
২০১৯ সালে পরিচালক শ্যাম রাজাগোপালানকে বিয়ে করেন মোনা সিং৷ শিখ মতে তাঁদের বিয়ে হয়৷

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে প্রতি মাসে ১০ হাজার টাকা রাখলে ম্যাচিউরিটিতে কত পাবেন ?

বেশিরভাগ মানুষের কাছেই সেভিংসের প্রথম ধাপ হচ্ছে রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করা ৷ ব্যাঙ্ক বা পোস্ট অফিস দু’জায়গায় খোলা যায় রেকারিং ডিপোজিট ৷ বর্তমানে ব্যাঙ্কের পাশাপাশি অনেকেই পোস্ট অফিসের ক্ষুদ্র প্রকল্প সঞ্চয়ে টাকা রাখছেন ৷ পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিম বেশ লাভজনক ৷ এখানে বিভিন্ন স্কিমে ভাল সুদের পাওয়া যায় ৷
বেশিরভাগ মানুষের কাছেই সেভিংসের প্রথম ধাপ হচ্ছে রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করা ৷ ব্যাঙ্ক বা পোস্ট অফিস দু’জায়গায় খোলা যায় রেকারিং ডিপোজিট ৷ বর্তমানে ব্যাঙ্কের পাশাপাশি অনেকেই পোস্ট অফিসের ক্ষুদ্র প্রকল্প সঞ্চয়ে টাকা রাখছেন ৷ পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিম বেশ লাভজনক ৷ এখানে বিভিন্ন স্কিমে ভাল সুদের পাওয়া যায় ৷
পোস্ট অফিসের একাধিক জনপ্রিয় স্কিমের মধ্যে একটি হচ্ছে রেকারিং ডিপোজিট ৷ এই স্কিমের সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এখানে মাত্র ১০০ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করা যায়। তবে এখানে আপনাকে ৫ বছরের জন্য বিনিয়োগ করতেই হবে ৷

পোস্ট অফিসের একাধিক জনপ্রিয় স্কিমের মধ্যে একটি হচ্ছে রেকারিং ডিপোজিট ৷ এই স্কিমের সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এখানে মাত্র ১০০ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করা যায়। তবে এখানে আপনাকে ৫ বছরের জন্য বিনিয়োগ করতেই হবে ৷
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে (৫ বছরের পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট) বছরে ৫.৮ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। প্রত্যেক ত্রৈমাসিকে চক্রবৃদ্ধি হারে এই সুদ দেওয়া হয়।
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে (৫ বছরের পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট) বছরে ৫.৮ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। প্রত্যেক ত্রৈমাসিকে চক্রবৃদ্ধি হারে এই সুদ দেওয়া হয়।
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমের মেয়াদ পাঁচ বছর। এরপর আরও পাঁচ বছরের জন্য তা বাড়ানো যায়। এই স্কিমে মাসিক ১০ হাজার টাকা বিনিয়োগ করলে ম্যাচিউরিটিতে মিলবে ১৬ লাখ টাকা।
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমের মেয়াদ পাঁচ বছর। এরপর আরও পাঁচ বছরের জন্য তা বাড়ানো যায়। এই স্কিমে মাসিক ১০ হাজার টাকা বিনিয়োগ করলে ম্যাচিউরিটিতে মিলবে ১৬ লাখ টাকা।
এর পাশাপাশি অন্যান্য সুবিধাও রয়েছে। পোস্ট অফিসের স্কিম সরকার সমর্থিত। ফলে কোনও ঝুঁকি নেই। জমা টাকা সম্পূর্ণ নিরাপদ।
এর পাশাপাশি অন্যান্য সুবিধাও রয়েছে। পোস্ট অফিসের স্কিম সরকার সমর্থিত। ফলে কোনও ঝুঁকি নেই। জমা টাকা সম্পূর্ণ নিরাপদ।
১০ হাজার টাকা করে বিনিয়োগে কত রিটার্ন: প্রতি মাসে ১০ হাজার টাকা জমা করলে পাঁচ বছর পর ৬,৯৬,৯৬৮ টাকা রিটার্ন মিলবে। এর মধ্যে ৯৬,৯৬৮ টাকা সুদ। আর ৬ লাখ টাকা মোট বিনিয়োগ।
১০ হাজার টাকা করে বিনিয়োগে কত রিটার্ন: প্রতি মাসে ১০ হাজার টাকা জমা করলে পাঁচ বছর পর ৬,৯৬,৯৬৮ টাকা রিটার্ন মিলবে। এর মধ্যে ৯৬,৯৬৮ টাকা সুদ। আর ৬ লাখ টাকা মোট বিনিয়োগ।
১০ বছরে কত টাকা পাওয়া যাবে: যদি কেউ পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম পাঁচ বছর পর আরও পাঁচ বছরের জন্য বাড়িয়ে দেয় তাহলে ১৬,২৬,৪৭৬ টাকার গ্যারান্টিযুক্ত রিটার্ন মিলবে। এর মধ্যে মোট বিনিয়োগ হবে ১২ লাখ টাকা। আর সুদ মিলবে ৪,২৬,৪৭৬ টাকা।
১০ বছরে কত টাকা পাওয়া যাবে: যদি কেউ পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম পাঁচ বছর পর আরও পাঁচ বছরের জন্য বাড়িয়ে দেয় তাহলে ১৬,২৬,৪৭৬ টাকার গ্যারান্টিযুক্ত রিটার্ন মিলবে। এর মধ্যে মোট বিনিয়োগ হবে ১২ লাখ টাকা। আর সুদ মিলবে ৪,২৬,৪৭৬ টাকা।
১০ বছরে কত টাকা পাওয়া যাবে: যদি কেউ পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম পাঁচ বছর পর আরও পাঁচ বছরের জন্য বাড়িয়ে দেয় তাহলে ১৬,২৬,৪৭৬ টাকার গ্যারান্টিযুক্ত রিটার্ন মিলবে। এর মধ্যে মোট বিনিয়োগ হবে ১২ লাখ টাকা। আর সুদ মিলবে ৪,২৬,৪৭৬ টাকা।
১০ বছরে কত টাকা পাওয়া যাবে: যদি কেউ পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম পাঁচ বছর পর আরও পাঁচ বছরের জন্য বাড়িয়ে দেয় তাহলে ১৬,২৬,৪৭৬ টাকার গ্যারান্টিযুক্ত রিটার্ন মিলবে। এর মধ্যে মোট বিনিয়োগ হবে ১২ লাখ টাকা। আর সুদ মিলবে ৪,২৬,৪৭৬ টাকা।
আমানতের বিপরীতে ঋণ: পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টের বিপরীতে ঋণ নেওয়া যায়। গ্রাহক ১২টি কিস্তি দেওয়ার পর জমা টাকার ৫০ শতাংশ পর্যন্ত লোন হিসেবে নিতে পারেন।

আমানতের বিপরীতে ঋণ: পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টের বিপরীতে ঋণ নেওয়া যায়। গ্রাহক ১২টি কিস্তি দেওয়ার পর জমা টাকার ৫০ শতাংশ পর্যন্ত লোন হিসেবে নিতে পারেন।

Hot water in Winter: গিজার লাগবেই না গোটা শীত…! তুমুল সস্তার নির্ঝঞ্ঝাট ‘এই’ মেশিনই ২৪ ঘণ্টা দেবে ফুটন্ত গরম জল! দুর্দান্ত মুশকিল আসান

শীত ঢুকে পড়েছে আবহাওয়ায়। আর শীত পড়তেই শীতকাতুরেরা ঠান্ডা জলের ভয়ে স্নান এড়িয়ে যাওয়া শুরু করে দিয়েছেন নির্ঘাত। কারণ বছরের এই সময়টা ট্যাঙ্কের জল থাকে কনকনে ঠান্ডা। যা দিয়ে স্নান করতে গিয়ে প্রকৃত অর্থেই হাড়হিম হওয়ার হাল হয়।
শীত ঢুকে পড়েছে আবহাওয়ায়। আর শীত পড়তেই শীতকাতুরেরা ঠান্ডা জলের ভয়ে স্নান এড়িয়ে যাওয়া শুরু করে দিয়েছেন নির্ঘাত। কারণ বছরের এই সময়টা ট্যাঙ্কের জল থাকে কনকনে ঠান্ডা। যা দিয়ে স্নান করতে গিয়ে প্রকৃত অর্থেই হাড়হিম হওয়ার হাল হয়।
বিশেষ করে সকাল ও রাতে ট্যাঙ্কের জল খুব ঠাণ্ডা থাকে এবং এমন অবস্থায় জল গরম ছাড়া স্নান করা অসম্ভব হয়ে দাঁড়ায়। আর সেই সমস্যার কারণেই সবাই বাড়িতে গিজার আনার কথা ভাবেন।
বিশেষ করে সকাল ও রাতে ট্যাঙ্কের জল খুব ঠাণ্ডা থাকে এবং এমন অবস্থায় জল গরম ছাড়া স্নান করা অসম্ভব হয়ে দাঁড়ায়। আর সেই সমস্যার কারণেই সবাই বাড়িতে গিজার আনার কথা ভাবেন।
কিন্তু এই গ্যাজেটটি যথেষ্ট ব্যয়বহুল। তাই মধ্যবিত্তের পকেট অনেক ক্ষেত্রেই একটি ব্যয়বহুল গিজার ইনস্টল করতে সক্ষম হয় না। ফলে বাড়ে হয়রানি। গ্যাস স্টোভে বা উনুনে বার বার জল গরম করে সেই জল ব্যবহার করতে হয়।
কিন্তু এই গ্যাজেটটি যথেষ্ট ব্যয়বহুল। তাই মধ্যবিত্তের পকেট অনেক ক্ষেত্রেই একটি ব্যয়বহুল গিজার ইনস্টল করতে সক্ষম হয় না। ফলে বাড়ে হয়রানি। গ্যাস স্টোভে বা উনুনে বার বার জল গরম করে সেই জল ব্যবহার করতে হয়।
কিন্তু স্টোভে বা রান্নার গ্যাসে প্রতিটা কাজের জন্য জল গরম করা খুবই শ্রমসাধ্য কাজ। আবার ঠান্ডা জলে হাত দেওয়াও কঠিন হয়ে পরে যতই নামতে থাকে আবহাওয়ার পারদ।
কিন্তু স্টোভে বা রান্নার গ্যাসে প্রতিটা কাজের জন্য জল গরম করা খুবই শ্রমসাধ্য কাজ। আবার ঠান্ডা জলে হাত দেওয়াও কঠিন হয়ে পরে যতই নামতে থাকে আবহাওয়ার পারদ।
দেখা যায় এমনকি আপনি যদি সব থেকে কম দামের গিজারটিও কিনতে যান তবে আপনাকে খরচ করতে হবে প্রায় ৫০০০ টাকা। কিন্তু যদি জানেন মাত্র হাজার টাকা খরচ করেই আপনি এমন একটি ম্যাজিক মেশিন ঘরে আনতে পারেন যা দিয়ে অবিরত পাওয়া যাবে গরম জল?
দেখা যায় এমনকি আপনি যদি সব থেকে কম দামের গিজারটিও কিনতে যান তবে আপনাকে খরচ করতে হবে প্রায় ৫০০০ টাকা। কিন্তু যদি জানেন মাত্র হাজার টাকা খরচ করেই আপনি এমন একটি ম্যাজিক মেশিন ঘরে আনতে পারেন যা দিয়ে অবিরত পাওয়া যাবে গরম জল?
বাজারে এসে গিয়েছে Fortay 100L ইনস্ট্যান্ট ওয়াটার গিজার। আর জানলে আরও অবাক হবেন যে এই ইনস্ট্যান্ট গিজারটি কিনতে চাইলে ২০% পর্যন্ত ছাড় পেতে পারেন আপনি। Flipkart থেকে কিনতে গ্রাহকদের এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের জন্য মাত্র ১,৫৯৯ টাকা খরচ করতে হবে।
বাজারে এসে গিয়েছে Fortay 100L ইনস্ট্যান্ট ওয়াটার গিজার। আর জানলে আরও অবাক হবেন যে এই ইনস্ট্যান্ট গিজারটি কিনতে চাইলে ২০% পর্যন্ত ছাড় পেতে পারেন আপনি। Flipkart থেকে কিনতে গ্রাহকদের এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের জন্য মাত্র ১,৫৯৯ টাকা খরচ করতে হবে।
এই ওয়াটার হিটার দেখতে হুবহু একটি ওয়াটার ট্যাপের মতো। এতে রয়েছে এলইডি ডিজিটাল ডিসপ্লে-সহ ফাস্ট ইলেকট্রিক ফসেট। এটি 100L জল ধারণের ক্ষমতা-সহ আসে।
এই ওয়াটার হিটার দেখতে হুবহু একটি ওয়াটার ট্যাপের মতো। এতে রয়েছে এলইডি ডিজিটাল ডিসপ্লে-সহ ফাস্ট ইলেকট্রিক ফসেট। এটি 100L জল ধারণের ক্ষমতা-সহ আসে।
ইনস্ট্যান্ট বৈদ্যুতিক ওয়াটার হিটার আপনার বাথরুম এবং রান্নাঘর উভয়ের জন্যই বেশ উপযোগী হতে পারে। এই জলের ট্যাপটি Flipkart থেকে ৭৩% ছাড়ে কেনা যাবে।
ইনস্ট্যান্ট বৈদ্যুতিক ওয়াটার হিটার আপনার বাথরুম এবং রান্নাঘর উভয়ের জন্যই বেশ উপযোগী হতে পারে। এই জলের ট্যাপটি Flipkart থেকে ৭৩% ছাড়ে কেনা যাবে।
ডিসকাউন্টের ফলে এটি ৫,৯৯৯ টাকার পরিবর্তে ১,৫৯৯ টাকায় বাড়িতে আনা যাবে। প্রথম দেখায় আপনার মনে হবে এটি একটি কল এবং এটির বডি পিতলের তৈরি। তবে এই কল লাগালেই আপনি পাবেন গরম জল।
ডিসকাউন্টের ফলে এটি ৫,৯৯৯ টাকার পরিবর্তে ১,৫৯৯ টাকায় বাড়িতে আনা যাবে। প্রথম দেখায় আপনার মনে হবে এটি একটি কল এবং এটির বডি পিতলের তৈরি। তবে এই কল লাগালেই আপনি পাবেন গরম জল।
NEXOMS ইনস্ট্যান্ট গরম জলের ট্যাপ দেওয়ালেও লাগানো যায়। আর এর ডিজাইন একটি সাধারণ ট্যাপের মতোই হয়। এই ট্যাপটি Amazon থেকে ২৯% ছাড়ে কেনা যাবে। এই ছোট হিটারটি অ্যামাজন থেকে ৩,৭৯৯ টাকার পরিবর্তে ২,৬৯৯ টাকায় কেনা যাবে। প্রতীকী ছবি
NEXOMS ইনস্ট্যান্ট গরম জলের ট্যাপ দেওয়ালেও লাগানো যায়। আর এর ডিজাইন একটি সাধারণ ট্যাপের মতোই হয়। এই ট্যাপটি Amazon থেকে ২৯% ছাড়ে কেনা যাবে। এই ছোট হিটারটি অ্যামাজন থেকে ৩,৭৯৯ টাকার পরিবর্তে ২,৬৯৯ টাকায় কেনা যাবে। প্রতীকী ছবি

Parambrata-Piya: ‘আর মাত্র কিছুদিন! আসছে ২০২৪-এ…’ পিয়াকে বিয়ে করেই ‘বিরাট সুখবর’ দিলেন পরমব্রত

সোমবার সকাল থেকেই একটাই খবরে তোলপাড় ছিল সোশ্যাল মিডিয়া৷  ঘটা করে নয়, বরং ছিমছাম ভাবেই অভিনেতার যোধপুর পার্কের বাড়িতেই রেজিস্ট্রি বিয়ে সারলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়৷ টলিপাড়ার অতি পরিচিত অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর গলাতেই মালা দিলেন অভিনেতা৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।
সোমবার সকাল থেকেই একটাই খবরে তোলপাড় ছিল সোশ্যাল মিডিয়া৷ ঘটা করে নয়, বরং ছিমছাম ভাবেই অভিনেতার যোধপুর পার্কের বাড়িতেই রেজিস্ট্রি বিয়ে সারলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়৷ টলিপাড়ার অতি পরিচিত অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর গলাতেই মালা দিলেন অভিনেতা৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।
শহর জুড়ে এখন শুধু বিয়ের মরশুম৷ সেইমতোই বিয়ের সানাই বাজল টলিউডে৷  পিয়ার টানেই ৪৩ বছরে অবশেষে  ব্যাচেলর তকমা ঘুচল টলিউড হার্টথ্রব পরমব্রত চট্টোপাধ্যায়ের ৷  সূত্রের খবর, মাত্র ২৫-৩০ জনের উপস্থিতিতেই বিয়েটা সেরেছেন তাঁরা৷ পরমের বাড়িতেই প্রাইভেট সেরেমনি অনুষ্ঠিত হয়েছে৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।
শহর জুড়ে এখন শুধু বিয়ের মরশুম৷ সেইমতোই বিয়ের সানাই বাজল টলিউডে৷ পিয়ার টানেই ৪৩ বছরে অবশেষে ব্যাচেলর তকমা ঘুচল টলিউড হার্টথ্রব পরমব্রত চট্টোপাধ্যায়ের ৷ সূত্রের খবর, মাত্র ২৫-৩০ জনের উপস্থিতিতেই বিয়েটা সেরেছেন তাঁরা৷ পরমের বাড়িতেই প্রাইভেট সেরেমনি অনুষ্ঠিত হয়েছে৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।
পরমের ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ পার্সোনাল লাইফের পাশাপাশি পেশাদার জীবনেও চমক দিতে বেশ ভালবাসেন অভিনেতা পরিচালক৷ এবারও তার অন্যথা হল না৷ পিয়াকে বিয়ে করেই বিরাট সুখবর দিলেন পরমব্রত৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।
পরমের ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ পার্সোনাল লাইফের পাশাপাশি পেশাদার জীবনেও চমক দিতে বেশ ভালবাসেন অভিনেতা পরিচালক৷ এবারও তার অন্যথা হল না৷ পিয়াকে বিয়ে করেই বিরাট সুখবর দিলেন পরমব্রত৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।
টলিপাড়ার গন্ডি পেরিয়ে বলিউডে তিনি পা রেখেছেন৷ তাঁর অভিনয় দক্ষতার কথা সকলেরই জানা এবার অন্য ভূমিকায় নজর কাড়তে চলেছেন পরমব্রত৷ সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে প্রথম হিন্দি ছবি পরিচালনা করতে চলেছেন তিনি৷ বিয়ের পর সুখবরটা জানিয়েছেন সদ্য বিবাহিত পরমব্রত চট্টোপাধ্যায়৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।
টলিপাড়ার গন্ডি পেরিয়ে বলিউডে তিনি পা রেখেছেন৷ তাঁর অভিনয় দক্ষতার কথা সকলেরই জানা এবার অন্য ভূমিকায় নজর কাড়তে চলেছেন পরমব্রত৷ সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে প্রথম হিন্দি ছবি পরিচালনা করতে চলেছেন তিনি৷ বিয়ের পর সুখবরটা জানিয়েছেন সদ্য বিবাহিত পরমব্রত চট্টোপাধ্যায়৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।
বাংলা ছবি পরিচালনার হাতেখড়ি অনেকদিন আগেই করে ফেলেছেন পরমব্রত৷ এবার হিন্দি ছবিতে হাত পাকাতে চলেছেন তিনি৷ অভিনেতা জানিয়েছেন, ২০২৩ সালে এই সিদ্ধান্ত নিয়েছেন, আর মাত্র কিছুদিন অর্থাৎ ২০২৪ সালে বড় ভাই-কে সামনে আনবেন অভিনেতা৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।
বাংলা ছবি পরিচালনার হাতেখড়ি অনেকদিন আগেই করে ফেলেছেন পরমব্রত৷ এবার হিন্দি ছবিতে হাত পাকাতে চলেছেন তিনি৷ অভিনেতা জানিয়েছেন, ২০২৩ সালে এই সিদ্ধান্ত নিয়েছেন, আর মাত্র কিছুদিন অর্থাৎ ২০২৪ সালে বড় ভাই-কে সামনে আনবেন অভিনেতা৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।

চোখে বল লেগে কেরিয়ার শেষ! এই ক্রিকেটার বাধ্য হয়ে যা করলেন, শুনে অবাক হবেন

২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে 'ম্যান অফ দ্য ম্যাচ' হন ক্রেগ কিসওয়েটার। সেই ক্রিকেটারের কেরিয়ার চোটের জন্য নষ্ট!অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৪৯ বলে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন ক্রেগ কিসওয়েটার।
২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হন ক্রেগ কিসওয়েটার। সেই ক্রিকেটারের কেরিয়ার চোটের জন্য নষ্ট!অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৪৯ বলে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন ক্রেগ কিসওয়েটার।
ক্রেগ কিসওয়েটার, যিনি একসময় ইংল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন, আজ তার ৩৬ তম জন্মদিন।২০১০ সালে ইংল্যান্ডকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতাতে ক্রেইগ কিসওয়েটারের বড় ভূমিকা ছিল।
ক্রেগ কিসওয়েটার, যিনি একসময় ইংল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন, আজ তার ৩৬ তম জন্মদিন।২০১০ সালে ইংল্যান্ডকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতাতে ক্রেইগ কিসওয়েটারের বড় ভূমিকা ছিল।
ক্রেগ কিসওয়েটারের সেই ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১০-এর ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতেছিল। ক্রেগ কিসওয়েটার একটি দুর্ঘটনার কারণে ২০১৫ সালের জুন মাসে ২৭ বছর বয়সে অবসর ঘোষণা করতে বাধ্য হন। ক্রেগ কিসওয়েটার ছিলেন ইংল্যান্ড ক্রিকেট দলের উদীয়মান তারকা, কিন্তু দুর্ভাগ্যবশত ইংল্যান্ড দলের এই তারকা বেশিদিন খেলতে পারেননি।
ক্রেগ কিসওয়েটারের সেই ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১০-এর ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতেছিল। ক্রেগ কিসওয়েটার একটি দুর্ঘটনার কারণে ২০১৫ সালের জুন মাসে ২৭ বছর বয়সে অবসর ঘোষণা করতে বাধ্য হন। ক্রেগ কিসওয়েটার ছিলেন ইংল্যান্ড ক্রিকেট দলের উদীয়মান তারকা, কিন্তু দুর্ভাগ্যবশত ইংল্যান্ড দলের এই তারকা বেশিদিন খেলতে পারেননি।
২২ বছর বয়সে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় তাঁর। কিন্তু চোখে বল লাগার পর তিনি আর বেশিদিন খেলতে পারেননি। বাধ্য হয়ে কম বয়সে অবসর ঘোষণা করেন।
২২ বছর বয়সে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় তাঁর। কিন্তু চোখে বল লাগার পর তিনি আর বেশিদিন খেলতে পারেননি। বাধ্য হয়ে কম বয়সে অবসর ঘোষণা করেন।
২০১৪ সালে কাউন্টি খেলার সময় চোট পান তিনি। ডেভিড বিলির ডেলিভারি তাঁর চোখে লাগে। তিনি হেলমেট পড়ে ছিলেন। তবুও চোখে চোট পান।
২০১৪ সালে কাউন্টি খেলার সময় চোট পান তিনি। ডেভিড বিলির ডেলিভারি তাঁর চোখে লাগে। তিনি হেলমেট পড়ে ছিলেন। তবুও চোখে চোট পান।
সেই চোট তাঁর কেরিয়ার শেষ করে দেয়। তিনি তার পর আর বেশিদিন খেলতে পারেননি।
সেই চোট তাঁর কেরিয়ার শেষ করে দেয়। তিনি তার পর আর বেশিদিন খেলতে পারেননি।

Vastu Tips Camphor: কর্পূর, লবঙ্গ আর ‘এই’ পাতা! ঠিক এই ভাবে পোড়ান, হুহু করে আসবে টাকা

ভেষজ এই পাতা ভারতীয় রান্নাঘরে বহুল প্রচলিত৷ এর ভেষজ গুণও অনেক৷ এটি আমাদের ক্ষুধা বৃদ্ধি করে, শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়ায়৷
ভেষজ এই পাতা ভারতীয় রান্নাঘরে বহুল প্রচলিত৷ এর ভেষজ গুণও অনেক৷ এটি আমাদের ক্ষুধা বৃদ্ধি করে, শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়ায়৷
এর গন্ধও আমাদের মানসিক স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত আরামদায়ক৷ এই পাতার নিয়মিত সেবন ওজন কমানোর ক্ষেত্রেও দুর্দান্ত কার্যকরী৷
এর গন্ধও আমাদের মানসিক স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত আরামদায়ক৷ এই পাতার নিয়মিত সেবন ওজন কমানোর ক্ষেত্রেও দুর্দান্ত কার্যকরী৷
তবে অনেকেই জানেন না যে, এই পাতার যে শুধু ভেষজ গুণ রয়েছে তা-ই নয়, বাস্তু সংক্রান্ত বিষয়েও দারুণ উপযোগী এই পাতা৷ নির্দিষ্ট নিয়ম পালন করে এই পাতা ব্যবহার করলে সংসারের আর্থিক সমস্যা দূর হয়৷ বাড়ে সম্পদ৷ আসে শান্তি৷
তবে অনেকেই জানেন না যে, এই পাতার যে শুধু ভেষজ গুণ রয়েছে তা-ই নয়, বাস্তু সংক্রান্ত বিষয়েও দারুণ উপযোগী এই পাতা৷ নির্দিষ্ট নিয়ম পালন করে এই পাতা ব্যবহার করলে সংসারের আর্থিক সমস্যা দূর হয়৷ বাড়ে সম্পদ৷ আসে শান্তি৷
 কথা হচ্ছে তেজ পাতা নিয়ে৷ তেজ পাতা দিয়ে বিশেষ কিছু নিয়ম পালন করলে অর্থ সমস্যা দূর হয় বলে জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞেরা৷
কথা হচ্ছে তেজ পাতা নিয়ে৷ তেজ পাতা দিয়ে বিশেষ কিছু নিয়ম পালন করলে অর্থ সমস্যা দূর হয় বলে জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞেরা৷
প্রথমে একটি হাতলওয়ালা মাটির পাত্রে ক’টা তেজ পাতা নিন৷ তার পর, তাতে একে একে যোগ করুন লবঙ্গ এবং কর্পূর৷ তার পরে ঘি দিয়ে জ্বালানো প্রদীপ দিয়ে ওই পাত্রে অগ্নি সংযোগ করুন৷ এবার এই মিশ্রণ থেকে ওঠা ধোঁয়া পৌঁছে দিন আপনার বাড়ির প্রতিটি ঘরে৷ মাঝেমধ্যেই সন্ধেবেলা করুন এই কাজ৷
প্রথমে একটি হাতলওয়ালা মাটির পাত্রে ক’টা তেজ পাতা নিন৷ তার পর, তাতে একে একে যোগ করুন লবঙ্গ এবং কর্পূর৷ তার পরে ঘি দিয়ে জ্বালানো প্রদীপ দিয়ে ওই পাত্রে অগ্নি সংযোগ করুন৷ এবার এই মিশ্রণ থেকে ওঠা ধোঁয়া পৌঁছে দিন আপনার বাড়ির প্রতিটি ঘরে৷ মাঝেমধ্যেই সন্ধেবেলা করুন এই কাজ৷
প্রতি শনিবার ৫টি তেজপাতা একসঙ্গে জ্বালান৷ তারপরে সেই ধোঁয়া ছড়িয়ে দিন সারা ঘরে৷ এই ধোঁয়ার প্রভাবে দাম্পত্য জীবনের যাবতীয় সমস্যা দূর হয়৷ স্বামী-স্ত্রীয়ের বন্ধন মজবুত হয়৷
প্রতি শনিবার ৫টি তেজপাতা একসঙ্গে জ্বালান৷ তারপরে সেই ধোঁয়া ছড়িয়ে দিন সারা ঘরে৷ এই ধোঁয়ার প্রভাবে দাম্পত্য জীবনের যাবতীয় সমস্যা দূর হয়৷ স্বামী-স্ত্রীয়ের বন্ধন মজবুত হয়৷
অনেকেই রাতে মাঝেমধ্যেই দুঃস্বপ্ন দেখেন৷ ভাল ঘুম হয় না৷ যদি আপনার বাড়ির কোনও সদস্যের এই সমস্যা থেকে থাকে, তাহলে এই তেজপাতা দিয়ে এই প্রতিকার করে দেখতে পারেন৷ বালিশের নীচে একটি তেজপাতা রেখে ঘুমোলে দারুণ উপকার হয়৷
অনেকেই রাতে মাঝেমধ্যেই দুঃস্বপ্ন দেখেন৷ ভাল ঘুম হয় না৷ যদি আপনার বাড়ির কোনও সদস্যের এই সমস্যা থেকে থাকে, তাহলে এই তেজপাতা দিয়ে এই প্রতিকার করে দেখতে পারেন৷ বালিশের নীচে একটি তেজপাতা রেখে ঘুমোলে দারুণ উপকার হয়৷
(Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ বাংলা নিশ্চিত করে না৷ প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
(Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ বাংলা নিশ্চিত করে না৷ প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
(Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ বাংলা নিশ্চিত করে না৷ প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)

Fruit: মিরাকেল ফল খেয়েছেন? এই ফল খেলে পাতিলেবুও লাগে মিষ্টি! গুণ জানলে বাজার খুঁজবেন নিশ্চিত

*'মিরাকেল' এই ফল খাওয়ার পর যে কোনও টক ফল মিষ্টি লাগবে। এটি একটি ম্যাজিক ফলের মত। যা টক ফলকে বানায় মিষ্টি। খুব ছোট আকৃতির ফল হলেও রয়েছে অস্বাভাবিক কিছু গুণ।
*’মিরাকেল’ এই ফল খাওয়ার পর যে কোনও টক ফল মিষ্টি লাগবে। এটি একটি ম্যাজিক ফলের মত। যা টক ফলকে বানায় মিষ্টি। খুব ছোট আকৃতির ফল হলেও রয়েছে অস্বাভাবিক কিছু গুণ।
*মিরাকেল ফল হল সাপটিসিয়ে পরিবারের একটি উদ্ভিদ। এই গাছ গ্রীষ্মমন্ডলীয় আফ্রিকান গাছ।
*মিরাকেল ফল হল সাপটিসিয়ে পরিবারের একটি উদ্ভিদ। এই গাছ গ্রীষ্মমন্ডলীয় আফ্রিকান গাছ।
*কাঁচা অবস্থায় সবুজ, পাকলে আকর্ষণীয় লাল রঙের হয়। পাকা অবস্থায় মিরাকেল ফল মিষ্টি স্বাদের।
*কাঁচা অবস্থায় সবুজ, পাকলে আকর্ষণীয় লাল রঙের হয়। পাকা অবস্থায় মিরাকেল ফল মিষ্টি স্বাদের।
*এই মিরাকেল ফল বা মিরাকেল বেরি, রেড বেরি নামেও পরিচিত।
*এই মিরাকেল ফল বা মিরাকেল বেরি, রেড বেরি নামেও পরিচিত।
*এই ফলে রয়েছে মীরাকিউলিন নামক একটি উপাদান। যেটি এক ধরনের গ্লাইকো প্রোটিন। এই ফল খাওয়ার পর, এই ফলে থাকা গ্লাইকো প্রোটিন জিভের স্বাদ কোরকে আটকে থাকে। সে কারণেই জিভের স্বাদ গ্রহণ ক্ষমতা অস্বাভাবিক হয়ে থাকে। টক স্বাদের পাতিলেবু বা অন্য টক ফল মিষ্টি লাগে।
*এই ফলে রয়েছে মীরাকিউলিন নামক একটি উপাদান। যেটি এক ধরনের গ্লাইকো প্রোটিন। এই ফল খাওয়ার পর, এই ফলে থাকা গ্লাইকো প্রোটিন জিভের স্বাদ কোরকে আটকে থাকে। সে কারণেই জিভের স্বাদ গ্রহণ ক্ষমতা অস্বাভাবিক হয়ে থাকে। টক স্বাদের পাতিলেবু বা অন্য টক ফল মিষ্টি লাগে।
*মিরাকেল ফল খাওয়ার পর এক-দুই ঘণ্টা পর্যন্ত জিভের স্বাদ গ্রহণ ক্ষমতা অস্বাভাবিক হয়ে থাকে।
*মিরাকেল ফল খাওয়ার পর এক-দুই ঘণ্টা পর্যন্ত জিভের স্বাদ গ্রহণ ক্ষমতা অস্বাভাবিক হয়ে থাকে।

Parambrata-Piya: ঘরোয়া বিয়ে, পেটপুজো রাজকীয়! মাটন থেকে পোলাও, পরম-পিয়ার রিসেপশনে দারুণ ভুরিভোজ

টলিপাড়ায় ফের বিয়ের সানাই ৷ বছর শেষে বিয়ের মরশুমে টলিউডের হার্টথ্রব পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্ত্তী সারলেন  বিয়ে। পিয়া পেশায় সমাজকর্মী , পাশাপাশি তিনি একজন সুগায়িকা । ছবিঃ সোশ্যাল মিডিয়া
টলিপাড়ায় ফের বিয়ের সানাই ৷ বছর শেষে বিয়ের মরশুমে টলিউডের হার্টথ্রব পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্ত্তী সারলেন  বিয়ে। পিয়া পেশায় সমাজকর্মী , পাশাপাশি তিনি একজন সুগায়িকা । ছবিঃ সোশ্যাল মিডিয়া
তাঁর আর একটি পরিচয় হল তিনি সুরকার ও গায়ক অনুপম রায়ের স্ত্রী। প্রায় ৬ বছরের দাম্পত্য জীবন ছিল তাঁদের, ২০২১ সালে বিচ্ছেদ হয়। জীবনে নতুন ইনিংস শুরু করেছেন তিনি। ছবিঃ সোশ্যাল মিডিয়া
তাঁর আর একটি পরিচয় হল তিনি সুরকার ও গায়ক অনুপম রায়ের স্ত্রী। প্রায় ৬ বছরের দাম্পত্য জীবন ছিল তাঁদের, ২০২১ সালে বিচ্ছেদ হয়। জীবনে নতুন ইনিংস শুরু করেছেন তিনি। ছবিঃ সোশ্যাল মিডিয়া
পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সোমবার দুপুরে পরমব্রতর যোধপুর পার্কের বাড়িতে আইনি ভাবে রেজিস্ট্রি করে বিয়ে করলেন পরম-পিয়া। ছবিঃ সোশ্যাল মিডিয়া
পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সোমবার দুপুরে পরমব্রতর যোধপুর পার্কের বাড়িতে আইনি ভাবে রেজিস্ট্রি করে বিয়ে করলেন পরম-পিয়া। ছবিঃ সোশ্যাল মিডিয়া
বিয়ের দিনই এক প্রকার রিসেপশনের পার্টি দিয়েছিলেন টলিউডের তারকা দম্পতি। গাঢ় নয়, দু'জনেই বেছে নিয়েছিলেন হালকা রঙ। পরমব্রত সেজে উঠেছিলেন সাদা ধুতি-পাঞ্জাবি এবং নীল রঙের জওহর কোট। অন্যদিকে, নতুন কনে পিয়া তাক লাগিয়েছেন রুপোলি পাড়ের হালকা নীল শাড়ি ও পিচ রঙা ব্লাউজে। সঙ্গে মানানসই গয়না, খোঁপায় ফুল। ছবিঃ সোশ্যাল মিডিয়া
বিয়ের দিনই এক প্রকার রিসেপশনের পার্টি দিয়েছিলেন টলিউডের তারকা দম্পতি। গাঢ় নয়, দু’জনেই বেছে নিয়েছিলেন হালকা রঙ। পরমব্রত সেজে উঠেছিলেন সাদা ধুতি-পাঞ্জাবি এবং নীল রঙের জওহর কোট। অন্যদিকে, নতুন কনে পিয়া তাক লাগিয়েছেন রুপোলি পাড়ের হালকা নীল শাড়ি ও পিচ রঙা ব্লাউজে। সঙ্গে মানানসই গয়না, খোঁপায় ফুল। ছবিঃ সোশ্যাল মিডিয়া
কাছের মানুষদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন নবদম্পতি। আলোকবৃত্ত থেকে দূরে নিজেদের মতো করে বিশেষ দিনটি উদযাপন করলেন তাঁরা। ছবিঃ সোশ্যাল মিডিয়া
কাছের মানুষদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন নবদম্পতি। আলোকবৃত্ত থেকে দূরে নিজেদের মতো করে বিশেষ দিনটি উদযাপন করলেন তাঁরা। ছবিঃ সোশ্যাল মিডিয়া
পাশাপাশি পার্টির খাবারেও ছিল দারুণ চমক। রাতের পার্টির মেন্যুতে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। মেন্যুতে ছিল ফ্রিশফ্রাই, স্যালাড, কড়াইশুঁটির কচুরি, আলুরদম, ফুলকপির রোস্ট, পোলাও, মাটন ডাকবাংলো, সন্দেশ।। ছবিঃ সোশ্যাল মিডিয়া
পাশাপাশি খাবারেও ছিল দারুণ চমক। রাতের পার্টির মেন্যুতে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। মেন্যুতে ছিল ফ্রিশফ্রাই, স্যালাড, কড়াইশুঁটির কচুরি, আলুরদম, ফুলকপির রোস্ট, পোলাও, মাটন ডাকবাংলো, সন্দেশ।। ছবিঃ সোশ্যাল মিডিয়া

Winter Weather Updates : জাঁকিয়ে শীত পড়তে চলেছে! লেপ-কম্বল সব নামিয়ে ফেলুন! জানুন কোন কোন জায়গা কাঁপবে

দার্জিলিং : উত্তরবঙ্গে শীতের আমেজ আস্তে আস্তে বাড়ছে। আজ সকাল থেকেই শিলিগুড়িতে রোদের দেখা মেলেনি। আকাশে মেঘ, কুয়াশা।
দার্জিলিং : উত্তরবঙ্গে শীতের আমেজ আস্তে আস্তে বাড়ছে। আজ সকাল থেকেই শিলিগুড়িতে রোদের দেখা মেলেনি। আকাশে মেঘ, কুয়াশা।
ঠান্ডার আমেজ এসেছে বেশ কিছুদিন আগে থেকেই। তবে এখন তাপমাত্রা একটু শুকনোর দিকেই বাতাসে শীতের টান।
ঠান্ডার আমেজ এসেছে বেশ কিছুদিন আগে থেকেই। তবে এখন তাপমাত্রা একটু শুকনোর দিকেই বাতাসে শীতের টান।
উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে তো শীতের অনুভূতি পুরোদস্তুর। ক্রমশ নামছে পারদ। দার্জিলিংয়ে সোমবার তাপমাত্রা কমে ৯ ডিগ্রিতে নেমে এসেছে।
উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে তো শীতের অনুভূতি পুরোদস্তুর। ক্রমশ নামছে পারদ। দার্জিলিংয়ে সোমবার তাপমাত্রা কমে ৯ ডিগ্রিতে নেমে এসেছে।
আই এম ডি অনুযায়ী, আজ পাহাড়ে এক পশলা বৃষ্টি হতে পারে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার স্বাভাবিকের থেকে কিছুটা হলেও কমবে।
আই এম ডি অনুযায়ী, আজ পাহাড়ে এক পশলা বৃষ্টি হতে পারে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার স্বাভাবিকের থেকে কিছুটা হলেও কমবে।
শিলিগুড়ি, জলপাইগুড়ি কোচবিহার জেলার তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। দুপুরে শীত না করলেও সকাল সন্ধ্যায় শীতের এই আমেজ থাকবে।
শিলিগুড়ি, জলপাইগুড়ি কোচবিহার জেলার তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। দুপুরে শীত না করলেও সকাল সন্ধ্যায় শীতের এই আমেজ থাকবে।
দিনেরবেলা তাপমাত্রা কিছুটা বাড়লেও সকালের দিকে ও বিকালের পর তাপমাত্রা নামছে শহরে। উত্তরের সব জেলাগুলিতেই ঠান্ডার আমেজ।
দিনেরবেলা তাপমাত্রা কিছুটা বাড়লেও সকালের দিকে ও বিকালের পর তাপমাত্রা নামছে শহরে। উত্তরের সব জেলাগুলিতেই ঠান্ডার আমেজ।