All posts by Bangla Digital Desk

বিরাটদের হারের পর ‘প্রেগন্যান্ট’ অনুষ্কাকে ট্রোল না করতে আর্জি ফ্যানদের!

#দুবাই : নিজেদের প্রথম সন্তানের প্রতীক্ষায় অধীর আগ্রহে দিন গুনছেন অনুষ্কা ও বিরাট ৷ পাশাপাশি তাঁদের ফ্যানরাও একইভাবে নবজাতকের প্রত্যাশায় রয়েছেন৷ সন্তানসম্ভবা অবস্থাতেও নিয়মিত মাঠে আসছেন অনুষ্কা শর্মা৷ নিজের স্বামী বিরাটের পাশাপাশি চিয়ার করছেন দলকে৷ তবে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে দিল্লি ক্যাপিটাল্সের DC (Delhi Capitals) কাছে হেরেছে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর RCB (Royal Challengers Bangalore) ৷

এই ম্যাচেও দুধ সাদা পোশাকে হাজির ছিলেন অনুষ্কা,চিয়ার করছিলেন টিমকে৷ আর তাই আবার তাঁকে তার প্রেগন্যান্সিকে টার্গেট করা হয়৷ কিন্তু এবার আর বিরাট -অনুষ্কাকে আর প্রতিবাদের ভাষা নিয়ে দাঁড়াতে হল না৷ এবার অনুষ্কার ফ্যানরাই আর্জি জানিয়েছেন আর যেন তাঁকে আঘাত না করেন৷ একের পর এক পোস্ট স্রোতের মতো আছড়ে পড়েছে সোশ্যাল হ্যান্ডেলে৷

এক ফ্যান লিখেছেন ,”NO NEGATIVITY AROUND HER TODAY PLEASE NO MATTER WHAT,” অর্থাৎ যাই হয়ে যাক ওঁর চারপাশে দয়া করে কোনও নেগেটিভিটি আসতে দেবেন না৷

একজন আবার লিখেছেন, ‘ “Now please don’t say because #AnushkaSharma is pregnant so #ViratKohli is not playing well due to tensions and responsibilities of her pregnancy… Hope you don’t reach that level of #andhbhakthi.” অর্থাৎ এখন দয়া করে বলবেন না যেহেতু অনুষ্কা শর্মা প্রেগন্যান্ট তাই টেনশনে তিনি খেলতে পারছেন না৷ আশা করি আমরা অন্ধভক্তির এই লেভেলে পৌঁছে ়যাবেন না৷

এদিকে অনুষ্কা শর্মা -র সঙ্গে  ধনশ্রী ভর্মাও আরসিবিকে সাপোর্ট করতে এসেছিলেন৷ তাঁরা সামাজিক দূরত্ববিধি মেনে স্টেডিয়ামে বসেছিলেন দুজনেই৷

অনুষ্কা শর্মা সামনের বছর জানুয়ারিতে সন্তানের জন্ম দেবেন৷ এই সময়ে তিনি খুবই সাবধানে রয়েছেন৷ পাশাপাশি দারুণ পোশাকে নিজের সন্তানসম্ভবা অনুষ্কা নিজের রূপের ডালি মেলে ধরেছেন৷ অনুষ্কা ও ধনশ্রী ৷

IPL 2020- ‘দারু বদনাম’ -এ নাচছেন আর চাহালরা হারছে, বিশ্রীভাবে ট্রোলড ধনশ্রী, পাশে দাঁড়ালেন অনুষ্কা

#মুম্বই: প্লেয়ার বা দলের খারাপ পারফরম্যান্স হলে তাঁদের স্ত্রী বা গার্লফ্রেন্ডদের দিকে অভিযোগের আঙুল তোলা খুবই চেনা পরিচিত বিষয়৷ বিভিন্ন সময়ে এই নিয়ে বিতর্ক হলেও এখনও অবধি ‘ফ্যানদের’  অনৈতিক রোষের আগুন থেকে বাঁচানো যায়নি এই মহিলাদের ৷ ফের একবার একইভাবে আরসিবি হারায় অশ্লীল মন্তব্য করা হল যুজবেন্দ্র চাহালের  (Yuzuvendra Chahal) গার্লফ্রেন্ড ধনশ্রী বর্মাকে (Dhansree Verma) ৷

আরসিবি (RCB) নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে দিল্লি ক্যাপিটাল্সের  (DC) কাছে হেরে যায়৷ যদিও এর জন্য তাদের প্লে অফে খেলা আটকায়নি৷ কিন্তু তাতে কী ৷ ফ্যানরা তো হার স্বীকার করতেই জানেন না৷ চাহালের বান্ধবী সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়৷ তাঁর একের পর এক ডান্স ভিডিও  ( dance video) এখন ভাইরাল৷  ‘দারু বদনাম’ গানে ধনশ্রীর ভিডিও সুপার ভাইরাল (Viral Video) হয়ে গেছে৷ দেখে নিন সেই ভিডিও৷


এক একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিওর ভিউ হয়েছে ৫০ হাজারের বেশি৷ কিন্তু অদ্ভুতভাবে এই সোশ্যালমিডিয়া সেলিব্রিটির উপস্থিতির জন্যেই নাকি যজুবেন্দ্র চাহাল খেলতে পারছেন না বা তাঁর আইপিএল দল জিততে পারছে না এই অভিযোগ করেছেন ফ্যানরা৷ যা কার্যত ফের একবার তাদের হীণ মনোভাবেরই পরিচিতি৷

তাঁর বিরুদ্ধে ট্রোল হলে প্রতিবাদ করেন অনুষ্কা শর্মা , কখনও আবার গলা চড়ান বিরাট কোহলিও৷ এবারেও ধনশ্রীকে ট্রোলের বিরোধিতা করেছেন বিরাট পত্নী অনুষ্কা শর্মা৷

এবারের আইপিএলে ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল৷ যা তাঁর ২০১৭-১৯ এই তিন মরশুম পারফরম্যান্সের চেয়ে অনেকটাই ভালো ৷ কারণ ২০১৭ , ২০১৮, ২০১৯ সালে যথাক্রমে ১৪,১২ ও ১৮ উইকেট পেয়েছিলেন৷

শুধু স্ত্রী নয়, তাঁর সন্তানের মা….শুভশ্রীর জন্মদিনে সোহাগে ভরা পোস্ট করলেন রাজ

#মুম্বই: টলিউডের মোস্ট পপুলার আর অন্যতম মিষ্টি দম্পতি রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় । ভক্তরা তাঁদের ভালবেসে নাম দিয়েছেন ‘রাজশ্রী’ । আজ শুভশ্রীর জন্মদিন । খুব স্বাভাবিক ভাবেই অন্যবারের তুলনায় এ বারের জন্মদিনটা অনেক আলাদা । কারণ এখন রাজ-শুভশ্রীর সংসারে এসেছে নতুন সদস্য । দুই থেকে তিন হয়েছেন সদ্যই । ছোট্ট ইউভানকে নিয়ে এটাই শুভশ্রীর প্রথম জন্মদিন । তার পাশাপাশি এ বার ত্রিশের কোঠায় পা রাখলেন নায়িকা । তাই সব দিক থেকেই অনেকটা স্পেশ্যাল এ বছরের জন্মদিনটা ।

রাজও তাই স্ত্রী’র এই বিশেষ দিনে তাঁকে আরও একবার নতুন করে ভালবাসায়, আদরে ভরিয়ে দিলেন । এ দিন শুভ’র মিষ্টি একটি ছবি পোস্ট করেন রাজ । নিজের বয়সের বেলুন নিয়ে দাঁড়িয়ে শুভশ্রী । কালো স্লিভলেস গাউন, টপ নট করে চুল বাঁধা, হালকা লিপস্টিক আর হালকা মেকআপে কিউট লাগছিল সদ্য মা হওয়া শুভশ্রীকে । এই ছবির ক্যাপশনে রাজ লিখলেন, ‘‘শুভ জন্মদিন মাই লভ । যখনই তোমার কথা ভাবি, আমি বাকরুদ্ধ হয়ে যাই । জানি না ঠিক কী বলব তোমায়, কোনও কথাই যেন তোমার জন্য যথেষ্ট নয় । আমি তোমাকে পেয়ে ধন্য । সারাজীবন এমনই থেকো । অনেক অনেক ভালবাসা তোমার জন্য ।’’

আইপিএল শেষে অবসর ঘোষণা ! ক্রিকেটকে বিদায় জানালেন শেন ওয়াটসন

#দুবাই: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন আগেই ৷ এবার আইপিএলেও আর খেলতে দেখা যাবে না অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার শেন ওয়াটসনকে ৷ সব ধরণের ক্রিকেট থেকেই অবসর ঘোষণা করলেন ৩৯ বছরের অজি ক্রিকেটার ৷

আইপিএলে এ বছর প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি চেন্নাই ৷ রবিবার পঞ্জাবের বিরুদ্ধে টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলে ফেলেছে ধোনি ব্রিগেড ৷ সিএসকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ওয়াটসন এবার সব ধরণের ক্রিকেটকে বিদায় জানালেন ৷ সতীর্থদের জানিয়ে দিলেন, আগামী মরশুম থেকে আর আইপিএলেও খেলবেন না তিনি ৷  চেন্নাইয়ের টিমের এক সদস্য জানিয়েছেন, ‘‘কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচের পর যখন ড্রেসিংরুমে ওয়াটসন জানিয়েছিল, ও আর আইপিএলেও খেলবে না, তখন আবেগতাড়িত হয়ে পড়েছিল। চেন্নাইয়ের হয়ে খেলা ওর কাছে বিরাট সম্মানের বলেও জানিয়েছে ওয়াটসন ৷ ’’

এবছর আইপিএলে সিএসকে-র পারফরম্যান্স একেবারেই ভাল হয় নি ৷ ওয়াটসনকে তাঁর সেরা ছন্দে দেখা যায়নি ৷ অজি ওপেনার রানের মধ্যে না থাকায় চাপে পড়েছে টিম। তবে অলরাউন্ডার এই অজি তারকা নিঃসন্দেহেই যে কোনও দলের সম্পদ ৷

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার পর বিভিন্ন দেশে  টি-টোয়েন্টি ক্রিকেটই খেলেছেন ওয়াটসন। আইপিএলের ইতিহাসে ওয়াটসন অন্যতম সফল ক্রিকেটার। সব মিলিয়ে ১৪৫টা ম্যাচ খেলেছেন আইপিএলে। করেছেন ৩৮৭৪ রান। নিয়েছেন ৯২টি উইকেটও। আইপিএলে অবশ্য শুরুর দিকে সাত বছর রাজস্থান রয়্যালসের হয়েই খেলেছিলেন ওয়াটসন ৷ পরে চেন্নাই দলে যোগ দেওয়ার পর ধোনির টিমেরও অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন অজি অলরাউন্ডার ৷

Bandhan Bank Q2 Results: বাড়ছে ব্যাঙ্কের ব্যবসা, বন্ধনের আমানত বেড়ে হল ৬৬ হাজার কোটি টাকা

#কলকাতা: করোনা পরিস্থিতিতেও লাভের মুখ দেখল বন্ধন ব্যাঙ্ক। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের আমানতের বহর বেড়ে হল ৬৬,১২৭.৭ কোটি টাকা। এই ব্যাঙ্কের মোট গ্রাহক সংখ্যা এখন ২.০৮ কোটি। এবং কর্মী সংখ্যা ৪৫,৫৪৯ জন ৷

সোমবার একটি ভার্চুয়াল কনফারেন্সে বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও চন্দ্রশেখর ঘোষ বলেন, “চলতি আর্থিক বছরের প্রথম তিন মাস একেবারেই লকডাউন ছিল দেশ। দ্বিতীয় ত্রৈমাসিকে দেশের অনেকাংশে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছে। এই কঠিন সময়ের মধ্যেও আমাদের গ্রাহকরা যে দৃঢ়তা দেখিয়েছেন এবং বন্ধনের উপর যে ভাবে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার ফলেই আমাদের বৃদ্ধি হয়েছে। গ্রাহকদের আরও ভাল পরিষেবা দিতে ব্যাঙ্ক ও আমাদের কর্মীরা প্রতিশ্রুতিবদ্ধ। এবং এর মাধ্যমে সমাজ ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে বদ্ধপরিকর।”

দেশে আনলক পর্ব শুরু হয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে বন্ধন ব্যাঙ্কের আমানতের বহর গত আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ৩৪.৪ শতাংশ হারে বেড়েছে। বর্তমানে আমানতের পরিমান ৬৬,১২৭.৭ কোটি টাকা ৷ গত অর্থবর্ষের তুলনায় CASA ( কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টে) ৫৬.২ শতাংশ হারে বেড়ে হয়েছে ২৫,২৭৯ কোটি টাকা। মোট আমানতের মধ্যে এখন CASA অনুপাত হল ৩৮.২ শতাংশ।

বন্ধন ব্যাঙ্কের ঋণের খাতাতেও বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। গ্রাহকদের গত অর্থ বর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে যে পরিমাণ ঋণ দেওয়া হয়েছিল তার তুলনায় চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ঋণের খাতায় ১৯.৪ শতাংশ বৃদ্ধি হয়েছে। মোট ঋণের বহর এখন ৭৬,৬১৪.৬ কোটি টাকা।

ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) যে কোনও ব্যাঙ্কের দৃঢ়তাকে বোঝায়। বন্ধন ব্যাঙ্কের সিএআর এখন ২৭.৮ শতাংশ। যা প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই বেশি।

ইতিহাস গড়লেন ভারতের মেয়ে, নিউজিল্যান্ডের মন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন

#ওয়েলিংটন: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের মন্ত্রীসভায় এই প্রথম ঢুকে পড়ল ভারতীয় মুখ ৷ কেরলের মেয়ে প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণনকে যুবকল্যাণ  এবং জনজাতি উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ কেরলের এর্নাকুলামের মেয়ে এখন নিউজিল্যান্ডের মন্ত্রীসভাতেও জায়গা পেয়ে গেলেন ৷

৪১ বছরের প্রিয়াঙ্কার জন্ম চেন্নাইয়ে ৷ তবে তাঁর পরিবার থাকে কেরলে ৷ বেড়ে ওঠা সিঙ্গাপুরে ৷ স্নাতকোত্তর ডিগ্রি নিতে তিনি নিউজিল্যান্ডে যান ৷ সেখানে সক্রিয় রাজনীতিতেও ঢুকে পড়েন ৷ নিউজিল্যান্ড লেবার পার্টির তিনি একজন জনপ্রিয় মুখ ৷ এবার নতুন দায়িত্ব পেয়ে গেলেন ভারতের মেয়ে প্রিয়াঙ্কা ৷

২০০৬ সাল থেকে নিউজিল্যান্ড লেবার পার্টির সদস্য হলেও ২০১৭ সালে সাংসদ হিসেবে নির্বাচিত হন প্রিয়াঙ্কা ৷ তার কয়েক বছর যেতে না যেতেই ঢুকে পড়লেন আর্ডেনের মন্ত্রীসভায় ৷ গত বছর মায়ের মৃত্যুর জন্য শেষবার কেরলে নিজের বাড়ি গিয়েছিলেন ৷ বেশ অনেক বছরই হল নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের স্থায়ী বাসিন্দা তিনি ৷ প্রিয়াঙ্কার স্বামী রিচার্ডসন নিউজিল্যান্ডেরই বাসিন্দা ৷ তিনি একটি আইটি ফার্মে কর্মরত ৷ এবং বর্তমানে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কার দল লেবার পার্টিতেই ৷

কোনটা বল আর কোনটা টাক, বারবার ভুল করল ক্যামেরাম্যান, ফুটবল ম্যাচের ভিডিও ভাইরাল

#নয়াদিল্লি :  ২০২০-তে সবই সম্ভব! সম্প্রতি এক ফুটবল ম্যাচ যেন সেই বিষয়টি আরও স্পষ্ট করে দিল। এর আগেও ফুটবল মাঠের আধুনিক ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি কিংবা গোল-লাইন প্রযুক্তি সমালোচনার মুখে পড়েছে। তবে এ বার একটি মজার ঘটনা ঘটল। নেটিজেনদের কথায় ফুটবল ইতিহাসে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। কারণ এ বার AI ক্যামেরা এক কাণ্ড করে বসল। ফুটবলের পরিবর্তে বারবার টাক মাথার এক লাইনম্যানকেই ফোকাস করে চলল গোটা ম্যাচ ধরে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে স্কটল্যান্ডের সেই ফুটবল ম্যাচের ভিডিও।

স্কটল্যান্ডের ক্যালেডনিয়ান স্টেডিয়ামে স্থানীয় দুই ক্লাব ইনভারনেস ক্যালেডোনিয়ান থিস্টলে এবং আয়র ইউনাইটেডের মধ্যে একটি ফুটবল ম্যাচ চলছিল। সপ্তাহখানেক আগে ক্লাব কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, এ বার তাদের ফুটবল ম্যাচগুলিতে ক্যামেরা অপারেটরদের পরিবর্তে AI ক্যামেরা বসানো হবে। এই AI প্রযুক্তির বল-ট্র্যাকিং ক্যামেরায় পুরো ম্যাচের HD ফুটেজ নেওয়া যাবে। তাই করোনার জেরে ঘরে বসেই ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা । কিন্তু সব ওলট-পালট হয়ে যায়। দেখা গিয়েছে, যেখানে বলকে ফলো করার কথা, সেখানে বার বার এক লাইনম্যানের টাকেই ফোকাস করে চলেছে ক্যামেরা। আসলে ফুটবলকে ফোকাস করার জন্য প্রোগ্রামিং করা ছিল ক্যামেরায়। কিন্তু বল আর লাইনম্যানের টাকের মধ্যে গুলিয়ে যায় এই আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ক্যামেরার প্রোগ্রামিং। তাই বার বার বল থেকে সরে এসে টাকেই ফোকাস হচ্ছিল।
কমেডি লেখক জেমস ফেলটন সম্প্রতি তাঁর ট্যুইটার হ্যান্ডেলে এই ম্যাচের ভিডিওটি পোস্ট করেছেন। ভিডিওয় দেখা গিয়েছে, ফাঁকা স্টেডিয়ামে দিনের বেলা ম্যাচ চলছে। গোটা মাঠের সঙ্গে রোদ পড়েছে লাইনম্যানের চকচকে টাকেও। আর এতেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরা ভুল করে বসেছে। গুলিয়ে ফেলেছে বল আর লাইনম্যানের টাক। এ নিয়ে চলছে ট্যুইট, রিট্যুইট আর কমেন্ট। আধুনিক ক্যামেরার এই ধরনের ভুলে ম্যাচচলাকালীন বারবার ক্ষমা চেয়েছেন ধারাভাষ্যকাররা। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ মন্তব্য করে ওই লাইনম্যানকে টুপি কিনে দেওয়ার পরামর্শ দিয়েছেন।

বলা বাহুল্য, দর্শকরা প্রায় গোটা ম্যাচের আনন্দ থেকেই বঞ্চিত হন। তবে ম্যাচের ভিডিওটি চূড়ান্ত মাত্রায় ভাইরাল হয়েছে।

 

 

‘I Retire ’- পিভি সিন্ধুর পোস্টে সোশ্যাল মিডিয়ায় ঝড়

#হায়দরাবাদ : পিভি সিন্ধুর পোস্টে ফ্যানরা স্তম্ভিত৷ হায়দরাবাদি শাটলারের নতুন পোস্টে রিটায়েরমেন্ট শব্দটি লিখেছেন নিজের টাইমলাইনে৷ সিন্ধু নিজের দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, ‘ডেনমার্ক ওপেন আমার ফাইনাল পদক্ষেপ৷ তাই সিদ্ধান্ত নিয়েছেন অবসরের! সোশ্যাল মিডিয়ায় এরপরই ভাইরাল হয়ে যায়৷

 তিনি নিজের পোস্টে লিখেছেন, ‘আমার এখন মনে হচ্ছে চারপাশ পরিষ্কার রাখা হবে কি করে৷ আমি স্বীকার করছি আমি এটা মানিয়ে নিতে লড়াই করছি৷ এটা একেবারে ভুল হচ্ছে তোমরা জানো৷ তাই আমি আজ লিখছি তোমাদেরকে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি৷ ’

তিনি আরও লিখেছেন , ‘আমি জানি তোমরা শকড ও বুঝতে পারছ না গোটা বিষয়টা৷ তোমরা এটা পড়লে পুরো বিষয়টা বুঝতে পারবে৷ আশা করি এটাকে সমর্থণ করবে৷ ’

অলিম্পিক্সে রৌপ্য পদকজয়ী পিভি সিন্ধু আরও বলেছেন, ‘এই অতিমারি আমার চোখ খুলে দিয়েছে৷ আমি কঠিনতম প্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ের জন্য দারুণ হাড়ভাঙা ট্রেনিং করতে পারি৷ দাঁত-নখ সবকিছু দিয়ে ল়ড়াই করি৷ যতক্ষণ না ম্যাচের ফাইনাল শট হচ্ছে৷ আমি এটা আগেও করেছি, আমি এটা আবারও করছি৷  কিন্তু কীভাবে আমি এই অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে লড়াই করব৷ এটা গোটা পৃথিবীকে লন্ডভন্ড করে ফেলেছি৷ বাড়িতে আমি আছি মাসের পর মাস৷ এখনও প্রতিসময় বাড়ির বাইরে পা ফেলার সময় ভাবছি৷ এই পরিস্থিতির সময় প্রচুর হৃদয়বিদারক একটার পর একটা ঘটনা পড়ছি৷ যার পর প্রশ্ন উঠেছে আমরা কোন পৃথিবীতে বসবাস করি৷ ডেনমার্ক ওপেনে ভারতের প্রতিনিধিত্ব না করতে পারাটা এটারই শেষ পদক্ষেপ৷

‘আজ আমি এই অসম্ভব পরিস্থিতি থেকে অবসর নিচ্ছি৷ আমি এই নেগেটিভিটি থেকে অবসর নিচ্ছি৷ সর্বক্ষণের এই ভয় অস্বাচ্ছন্দ্য থেকে অবসর নিচ্ছি৷ এই সর্বক্ষণের না জানার আতঙ্ক ও অনিশ্চয়তা থেকে অবসর নিচ্ছি৷ ’

তিনি আরও জানিয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা যে এই নিম্নমানে স্বাস্থ্য পরিস্থিতি ভাইরাসের বিরুদ্ধে অজানা আতঙ্ক থেকে রিটায়ার করছি৷ তিনি বলেছেন এই মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জিততে হবে৷

নিজের পোস্টে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে তিনি খেলা থেকে রিটায়রমেন্ট করছেন না৷ অবসর নিচ্ছেন বর্তমানের এই ভয়ের পরিস্থিতি থেকে, এই আতঙ্কের দিন গোনা থেকে৷

KKR vs RR: এক হাতে উড়ন্ত ক্যাচ ! ‘সুপারম্যান’ কার্তিক মুগ্ধ করল ক্রিকেটপ্রেমীদের

#দুবাই: এবারের আইপিএল যে সব ক্রিকেটারদের জন্য অত্যন্ত খারাপ গিয়েছে, তাঁদের মধ্যে অবশ্যই একজন দীনেশ কার্তিক ৷ ব্যাটে অফ ফর্ম চলছে ৷ টুর্নামেন্টের মাঝপথেই ক্যাপ্টেন্সি হারাতে হয়েছে ৷ ব্যাটন তুলে দিতে হয়েছে অইন মর্গ্যানের হাতে ৷ ব্যাট করার সময় ভাগ্য কোনওদিনই সহায় হয়নি তাঁর ৷ রবিবার রাজস্থানের বিরুদ্ধে ম্যাচেও প্রথম বলেই আউট হয়ে প্যাভিলিয়ানে ফেরেন কার্তিক ৷ কিন্তু ব্যাটে নয়, গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের এদিন মুগ্ধ করল উইকেটের পিছনে তাঁর পাখির মতো উড়ে গিয়ে ক্যাচ ৷

‘সুপারম্যান’ কার্তিকের ক্যাচ দেখে সকলেই অবাক ৷ কামিন্সের করা বল স্টোকসের ব্যাটের কানায় লেগে প্রায় বাউন্ডারি হয়েই যাচ্ছিল ৷ কিন্তু তা হতে দেননি কার্তিক ৷ প্রায় তিন ফুট উড়ন্ত অবস্থায় পাখির মতো ছোঁ মেরে বলটিকে গ্লাভসবন্দি করেন কার্তিক ৷ ওই অসাধারণ ক্যাচের পরেই কেকেআর ম্যাচে আরও বেশি ছন্দ পেয়ে যায় ৷ স্টোকসকে ফেরানোর পর আর ফিরে তাকাতে হয়নি নাইটদের ৷

রাজস্থান রয়্যালসকে ৬০ রানে হারিয়ে প্লে-অফে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করে তুলল কলকাতা নাইট রাইডার্স। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এখন তাদের তাকিয়ে থাকতে হবে শেষ দু’টি ম্যাচের দিকে। কিংস ইলেভেন পঞ্জাব এবং রাজস্থান রয়্যালস বিদায় নেওয়ার পরে প্লে-অফের তিনটে স্থানের জন্য লড়াইয়ে এখন চার দল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস, কেকেআর এবং সানরাইজ়ার্স হায়দরাবাদ।

ঐশ্বর্যর শুভ জন্মদিনে স্বামীর উইশ, সবার সামনে স্ত্রীর কপালে চুমু অভিষেক বচ্চনের, পুরনো ভিডিও বিদ্যুতের গতিতে ভাইরাল

#মুম্বই: ১৯৯৪ সালে মিস ওয়াল্ড প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন ঐশ্বর্য বাই বচ্চন ৷ রবিবার ৪৭ তম জন্মদিন পালন করেছেন ৷ ১ নভেম্বর ১৯৭৩ সালে ম্যাঙ্গালোকে জন্ম হয়েছিল ঐশ্বর্য রাই বচ্চনের ৷ এই শুভ দিন উপলক্ষে ঐশ্বর্যর স্বামী অভিষেক বচ্চন একটি অত্যন্ত সুন্দর ছবি শেয়ার করে জন্মদিনের  নের শুভেচ্ছা জানিয়েছেন ৷ একই সঙ্গে লিখেছেন হ্যাপি বার্থ ডে ওয়াইফ (শুভ জন্মদিন) সমস্ত কিছুর জন্য ধন্যবাদ ৷ যা প্রতিদিনই তুমি আমাদের জন্য করে থাক তুমি ৷ সব সময়ে হাসতে তাক ৷ আমরা সবাই তোমাকে অত্যন্ত ভালবাসি ৷ আমি তোমাকে ভালবাসি লিখে লাল রঙের হৃদয় ইমোজি দিয়েছেন অভিষেক ৷

ঐশ্বর্য রাইয়ের জন্মদিনে বেশ কিছু পুরনো ভিডিও শেয়ার করা হয়েছে ৷ যা সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত গতিতে ভাইরাল হয়েছে ৷ এই সমস্ত ভিডিওর ভিউ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ একটি ভিডিওতে দেখা যাচ্ছে স্ত্রীর কপালে চুমু খেয়েছেন অভিষেক ৷ সবার সামনে স্ত্রীর কপালে চুমু খেয়েছেন অভিষেক ৷ সেই ভিডিওই তীরের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

তামিল ছবি ইরুবর দিয়েই নিজের চলচ্চিত্রের ভবিষ্যত শুরু করেছিলেন ৷ এরপরেই ববি দেওলের সঙ্গে আউর প্যায়ার হো গয়ার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি ৷ তারপর থেকে আর পিছনে তাকাতে হয়নি ঐশ্বর্যকে সুপারহিট ছবির গুলির তালিকায় রয়েছে দেবদস, ধূম ২, হাম দিল দে চুকে সনম, উমরাও জান ৷ ভক্তদের সঙ্গে এক আলাদা পরিবেশে ঐশ্বর্য ৷