All posts by Bangla Digital Desk

High Cholesterol Tips: ধমনীতে আঠার মতো লেগে থাকা কোলেস্টেরলকে টেনে বার করে..সুগারেও ধন্বন্তরি! শুধু ১৫ দিন খেয়ে দেখুন এই ভাবে

 আজকের ব্যস্ত জীবনের জন্য অল্প বয়সেই নানা ধরনের রোগে আক্রান্ত হতে শুরু করেছে মানুষ। হাই কোলেস্টেরলে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা হার্টের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এমন পরিস্থিতিতে শুধুমাত্র হাই কোলেস্টেরল নয়, এমন একাধিক রোগ রয়েছে যাতে তুলসী পাতা অত্যন্ত কার্যকরী বলে প্রমাণিত হয়েছে।
আজকের ব্যস্ত জীবনের জন্য অল্প বয়সেই নানা ধরনের রোগে আক্রান্ত হতে শুরু করেছে মানুষ। হাই কোলেস্টেরলে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা হার্টের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এমন পরিস্থিতিতে শুধুমাত্র হাই কোলেস্টেরল নয়, এমন একাধিক রোগ রয়েছে যাতে তুলসী পাতা অত্যন্ত কার্যকরী বলে প্রমাণিত হয়েছে।
আমরা জানি, ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তুলসী পাতা৷ তবে স্বাস্থ্যের উপরেও এই তুলসীর গুণ অনস্বীকার্য। তুলসী গাছে থাকা উপাদান অনেক বড় রোগে কার্যকরী বলে প্রমাণিত হয়েছে।
আমরা জানি, ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তুলসী পাতা৷ তবে স্বাস্থ্যের উপরেও এই তুলসীর গুণ অনস্বীকার্য। তুলসী গাছে থাকা উপাদান অনেক বড় রোগে কার্যকরী বলে প্রমাণিত হয়েছে।
 হেলথলাইনের খবর অনুযায়ী, রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি বা হ্রাস স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। এমন পরিস্থিতিতে রক্তে শর্করার মাত্রা সবসময় নিয়ন্ত্রণে থাকা জরুরি। এর জন্য তুলসী খুবই কার্যকরী। প্রি-ডায়াবেটিক অবস্থা বা টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে, তুলসী খাওয়া রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে।
হেলথলাইনের খবর অনুযায়ী, রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি বা হ্রাস স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। এমন পরিস্থিতিতে রক্তে শর্করার মাত্রা সবসময় নিয়ন্ত্রণে থাকা জরুরি। এর জন্য তুলসী খুবই কার্যকরী। প্রি-ডায়াবেটিক অবস্থা বা টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে, তুলসী খাওয়া রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে।
তুলসী পাতার ব্যবহার মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতেও সাহায্য করে। সংক্রমণ থেকে রক্ষা করার পাশাপাশি এটি ক্ষত নিরাময়েও সহায়ক। আসুন জেনে নেই তুলসীর প্রধান স্বাস্থ্য উপকারিতা।
তুলসী পাতার ব্যবহার মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতেও সাহায্য করে। সংক্রমণ থেকে রক্ষা করার পাশাপাশি এটি ক্ষত নিরাময়েও সহায়ক। আসুন জেনে নেই তুলসীর প্রধান স্বাস্থ্য উপকারিতা।
 হার্টের শিরায় জমা খারাপ কোলেস্টেরল হার্টের জন্য খুবই ক্ষতিকর। এমন পরিস্থিতিতে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমানো জরুরি। এর জন্য তুলসী খাওয়া খুবই কার্যকরী হতে পারে। প্রাণীজ গবেষণার সময় দেখা গেছে, যে তুলসী খাওয়া খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়া তুলসীর তেলও বেশ উপকারী।
হার্টের শিরায় জমা খারাপ কোলেস্টেরল হার্টের জন্য খুবই ক্ষতিকর। এমন পরিস্থিতিতে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমানো জরুরি। এর জন্য তুলসী খাওয়া খুবই কার্যকরী হতে পারে। প্রাণীজ গবেষণার সময় দেখা গেছে, যে তুলসী খাওয়া খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়া তুলসীর তেলও বেশ উপকারী।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জয়েন্টে ব্যথা একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়ায়। আর্থ্রাইটিস, হাড় সম্পর্কিত একটি গুরুতর রোগ, এটিও খুব যন্ত্রণাদায়ক। এমন পরিস্থিতিতে জয়েন্টের ব্যথা কমাতে এবং ফোলাভাব দূর করতে তুলসী খাওয়া উপকারী। তুলসী পাতায় অ্যান্টি-ইনফ্লামেটরি এবং অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য পাওয়া যায়, যে কারণে হাড়ের জয়েন্ট সংক্রান্ত সমস্যায় তুলসী খুবই কার্যকর।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জয়েন্টে ব্যথা একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়ায়। আর্থ্রাইটিস, হাড় সম্পর্কিত একটি গুরুতর রোগ, এটিও খুব যন্ত্রণাদায়ক। এমন পরিস্থিতিতে জয়েন্টের ব্যথা কমাতে এবং ফোলাভাব দূর করতে তুলসী খাওয়া উপকারী। তুলসী পাতায় অ্যান্টি-ইনফ্লামেটরি এবং অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য পাওয়া যায়, যে কারণে হাড়ের জয়েন্ট সংক্রান্ত সমস্যায় তুলসী খুবই কার্যকর।
পেটের সমস্যা খুবই সাধারণ এবং পেট সংক্রান্ত সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকলে তার থেকে অনেক মারাত্মক রোগও দেখা দিতে পারে। তুলসী পেটের আলসারজনিত চাপ থেকে মুক্তি দেয়। এর পাশাপাশি, এর নিয়মিত সেবন পাকস্থলীর অ্যাসিড কমায় এবং শ্লেষ্মা নিঃসরণ বাড়ায়। এতে শ্লেষ্মা কোষও বৃদ্ধি পায়।
পেটের সমস্যা খুবই সাধারণ এবং পেট সংক্রান্ত সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকলে তার থেকে অনেক মারাত্মক রোগও দেখা দিতে পারে। তুলসী পেটের আলসারজনিত চাপ থেকে মুক্তি দেয়। এর পাশাপাশি, এর নিয়মিত সেবন পাকস্থলীর অ্যাসিড কমায় এবং শ্লেষ্মা নিঃসরণ বাড়ায়। এতে শ্লেষ্মা কোষও বৃদ্ধি পায়।
তুলসী পাতার নির্যাস আঘাতের পরে ক্ষত দ্রুত নিরাময়ে সাহায্য করে। এর পাশাপাশি এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। তুলসীতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ভাইরাল, অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ইনফ্লামেটরি এবং অ্যানালজেসিক বৈশিষ্ট্য পাওয়া যায়। এমন পরিস্থিতিতে এর নিয়মিত ব্যবহার খুবই উপকারী হতে পারে। প্রতিদিন সকালে ৪-৫টি তুলসী পাতা নিয়মিত খান৷ ১৫ দিনেই দেখতে পাবেন লাভ৷
তুলসী পাতার নির্যাস আঘাতের পরে ক্ষত দ্রুত নিরাময়ে সাহায্য করে। এর পাশাপাশি এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। তুলসীতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ভাইরাল, অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ইনফ্লামেটরি এবং অ্যানালজেসিক বৈশিষ্ট্য পাওয়া যায়। এমন পরিস্থিতিতে এর নিয়মিত ব্যবহার খুবই উপকারী হতে পারে। প্রতিদিন সকালে ৪-৫টি তুলসী পাতা নিয়মিত খান৷ ১৫ দিনেই দেখতে পাবেন লাভ৷
Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ১৮ নিশ্চিত করে না৷ প্রতিটা মানুষের শরীর এবং তাঁদের রোগের ধরন আলাদা৷ কোনও নতুন কিছু শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন৷
Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ১৮ নিশ্চিত করে না৷ প্রতিটা মানুষের শরীর এবং তাঁদের রোগের ধরন আলাদা৷ কোনও নতুন কিছু শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন৷

Nepal Cricket: ধর্ষণের মামলা থেকে মুক্তি পেলেন শ্রেয়স আইয়ারের প্রাক্তন সতীর্থ, খেলতে পারেন বিশ্বকাপে

বিশ্বকাপের আগে স্বস্তির খবর নেপাল ক্রিকেটে। ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন নেপালের প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিছানে। আগে কাঠমাণ্ডু জেলা আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন সন্দীপ, সেখানে ৮ বছরের কারাবাসের সাজা মিলেছিল। তার পর পটন হাই কোর্টের যান সন্দীপ, সেখানেই স্বস্তি মিলল।

প্রসঙ্গত এর পরেই আসন্ন টি২০ বিশ্বকাপে নেপালের হয়ে খেলার জন্য দরজা খুলে গেল সন্দীপের। যদিও  নেপাল ইতিমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে। তবুও আইসিসির নিয়ম অনুযায়ী নেপাল ২৫ মে পর্যন্ত দলে বদল করার সুযোগ পাবে। ২০২৪ সালের পরে এই প্রথম বার টি২০ বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে নেপাল।

প্রসঙ্গত, লামিছানে নেপালের অন্যতম সেরা ক্রিকেটার। ২০১৮ সালে মাত্র ১৮ বছর বয়সে দেশের হয়ে খেলা শুরু করেন সন্দীপ। প্রথম নেপালি খেলোয়ার হিসাবে আইপিএলে সুযোগ পান তিনি। দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে দুই মরসুমে মাত্র ৯টি ম্যাচ খেলে ১৩টি উইকেট নিয়েছিলেন সন্দীপ। সেই সময় দিল্লি দলে তাঁর সতীর্থ ছিলেন ঋষভ পন্থ, শ্রেয়স আয়ার এমনকি গৌতম গম্ভীরও।

টি২০ ক্রিকেটে তিনি বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন। ১৪৪টি টি২০ ম্যাচে ২০৬টি উইকেট নিয়েছেন নেপালের এই তরুণ ক্রিকেটার, ইকোনমি মাত্র ৬.৭৮। আদালতে নির্দোষ প্রমাণিত হলেও কবে দেশের জার্সি গায়ে মাঠে ফেরেন সেটাই দেখার।

Thursday 16 May Lucky Zodiac: ৩টি রাজযোগে রাত পোহালেই মা লক্ষ্মীর কৃপায় ৫ রাশির ভাগ্য বদল, টাকা পয়সা উপচে পড়বে

১৬ মে ২০২৪, বৃহস্পতি চাঁদ সূর্যের রাশি সিংহতে প্রবেশ করতে চলেছেন ৷ জৈষ্ঠ্য মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথি একই সঙ্গে সীতা নবমী পালিত হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
১৬ মে ২০২৪, বৃহস্পতি চাঁদ সূর্যের রাশি সিংহতে প্রবেশ করতে চলেছেন ৷ জৈষ্ঠ্য মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথি একই সঙ্গে সীতা নবমী পালিত হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
সীতা নবমীর দিনে রবিযোগ, ধ্রবযোগ, মেঘা নক্ষত্রের প্রবেশের ফলে শুভ সংযোগ তৈরি করতে চলেছে ৷ এরফলে গুরুত্ব বাড়তে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
সীতা নবমীর দিনে রবিযোগ, ধ্রবযোগ, মেঘা নক্ষত্রের প্রবেশের ফলে শুভ সংযোগ তৈরি করতে চলেছে ৷ এরফলে গুরুত্ব বাড়তে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
বৈদিক শাস্ত্রমতে মেষ, সিংহ, মকর-সহ পাঁচটি রাশির জাতাক-জাতিকাদের জীবনে বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
বৈদিক শাস্ত্রমতে মেষ, সিংহ, মকর-সহ পাঁচটি রাশির জাতাক-জাতিকাদের জীবনে বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
এবার দেখে নেওয়া যাক ঠিক কোন কোন রাশির জাতক-জাতিকারা বৃহস্পতিবার সুখের মুখ দেখতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
এবার দেখে নেওয়া যাক ঠিক কোন কোন রাশির জাতক-জাতিকারা বৃহস্পতিবার সুখের মুখ দেখতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই বৃহস্পতিবার অত্যন্ত পরিমাণে ভাল হতে চলেছে ৷ উন্নতি খুঁজে পাবেন জাতক-জাতিকারা ৷ বিদেশে লেখাপড়া করার সুযোগ পাবেন ৷
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই বৃহস্পতিবার অত্যন্ত পরিমাণে ভাল হতে চলেছে ৷ উন্নতি খুঁজে পাবেন জাতক-জাতিকারা ৷ বিদেশে লেখাপড়া করার সুযোগ পাবেন ৷
সব মিলিয়ে বর্তমান বা ভবিষ্যতও নয়, বিবাহিত মানুষদের সঙ্গে এবার ভাব পরিস্থিতি আসতে চলেছে ৷ অবিবাহিতরা এবার বিয়ের প্রস্তাব হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
সব মিলিয়ে বর্তমান বা ভবিষ্যতও নয়, বিবাহিত মানুষদের সঙ্গে এবার ভাব পরিস্থিতি আসতে চলেছে ৷ অবিবাহিতরা এবার বিয়ের প্রস্তাব হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য জীবন অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত হতে চলেছে ৷ কর্মক্ষেত্রে পরিস্থিতি আগের থেকে ভাল হবে এবার ৷ প্রতীকী ছবি ৷
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য জীবন অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত হতে চলেছে ৷ কর্মক্ষেত্রে পরিস্থিতি আগের থেকে ভাল হবে এবার ৷ প্রতীকী ছবি ৷
টাকা পয়সা এবার সঞ্চয় করতে পারবেন ভবিষ্যতের জন্য ৷ প্রেমের জীবন আগের থেকে আরও ভাল পরিস্থিতি তৈরি করতে চলেছেন ৷ শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভাল থাকবে ৷ প্রতীকী ছবি ৷

টাকা পয়সা এবার সঞ্চয় করতে পারবেন ভবিষ্যতের জন্য ৷ প্রেমের জীবন আগের থেকে আরও ভাল পরিস্থিতি তৈরি করতে চলেছেন ৷ শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভাল থাকবে ৷ প্রতীকী ছবি ৷
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত ভাল সময় আসতে চলেছে ৷ প্রতিযোগীদের জন্য এবার আরও ভাল সময় আসতে চলেছে ৷ চাপমুক্ত হবে, আগের থেকে পরিবেশ আরও ভাল হবে ৷ প্রতীকী ছবি ৷
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত ভাল সময় আসতে চলেছে ৷ প্রতিযোগীদের জন্য এবার আরও ভাল সময় আসতে চলেছে ৷ চাপমুক্ত হবে, আগের থেকে পরিবেশ আরও ভাল হবে ৷ প্রতীকী ছবি ৷
চাকরিতে বিরাট উন্নতি হতে চলেছে ৷ প্রমোশন বা ইনক্রিমেন্ট হতে চলেছে আগের থেকে ভাল ভাবে ৷ ব্যবসা বাণিজ্যেও উন্নতির ঝড় তুলতে চলেছেন ৷ প্রতীকী ছবি ৷
চাকরিতে বিরাট উন্নতি হতে চলেছে ৷ প্রমোশন বা ইনক্রিমেন্ট হতে চলেছে আগের থেকে ভাল ভাবে ৷ ব্যবসা বাণিজ্যেও উন্নতির ঝড় তুলতে চলেছেন ৷ প্রতীকী ছবি ৷
পরিবারের জন্য সুখ ও শান্তি সবই পাবেন জাতক-জাতিকারা ৷ পড়াশুনার সঙ্গে জাতক-জাতিকারা জীবনের প্রতিটি ক্ষেত্রেই উন্নতির রাস্তা রচনা করতে চলেছেন ৷ প্রতীকী ছবি ৷
পরিবারের জন্য সুখ ও শান্তি সবই পাবেন জাতক-জাতিকারা ৷ পড়াশুনার সঙ্গে জাতক-জাতিকারা জীবনের প্রতিটি ক্ষেত্রেই উন্নতির রাস্তা রচনা করতে চলেছেন ৷ প্রতীকী ছবি ৷
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য ভাল সময় জাতক-জাতিকাদের শরীর অত্যন্ত পরিমাণে ভাল থাকবে ৷ নতুন কাজে নতুন নতুন জীবনের গতিপথ নির্দিষ্ট হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য ভাল সময় জাতক-জাতিকাদের শরীর অত্যন্ত পরিমাণে ভাল থাকবে ৷ নতুন কাজে নতুন নতুন জীবনের গতিপথ নির্দিষ্ট হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
সব মিলিয়ে এবার নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক-জাতিকারা ৷ জীবনের প্রতিটি ক্ষেত্রেই চরম পরিমাণে আনন্দ করতে পারবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
সব মিলিয়ে এবার নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক-জাতিকারা ৷ জীবনের প্রতিটি ক্ষেত্রেই চরম পরিমাণে আনন্দ করতে পারবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
ভবিষ্যতের নানান কাজের ক্ষেত্রে এবার জাতক-জাতিকারা অত্যন্ত পরিমাণে সুযোগ পাবেন, টাকা পয়সার অবস্থা আগের থেকে আরও ভাল হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
ভবিষ্যতের নানান কাজের ক্ষেত্রে এবার জাতক-জাতিকারা অত্যন্ত পরিমাণে সুযোগ পাবেন, টাকা পয়সার অবস্থা আগের থেকে আরও ভাল হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
মীন রাশির জাতক-জাতিকাদের জন্য জীবন অত্যন্ত আগের থেকে পরিস্থিতি আরও ভাল হতে চলেছে ৷ নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক-জাতিকারা ৷ নানান সমস্যার সমাধান হবে এবার ৷ প্রতীকী ছবি ৷
মীন রাশির জাতক-জাতিকাদের জন্য জীবন অত্যন্ত আগের থেকে পরিস্থিতি আরও ভাল হতে চলেছে ৷ নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক-জাতিকারা ৷ নানান সমস্যার সমাধান হবে এবার ৷ প্রতীকী ছবি ৷
দীর্ঘদিনের অপেক্ষা এবার শেষ হবে ৷ সন্তানের জন্য এবার বংশের মুখ উজ্জ্বল হবে, জীবনের নানান দিক নতুন করে নতুন নতুন অধ্যায়ের সূচনা হবে ৷ প্রতীকী ছবি ৷
দীর্ঘদিনের অপেক্ষা এবার শেষ হবে ৷ সন্তানের জন্য এবার বংশের মুখ উজ্জ্বল হবে, জীবনের নানান দিক নতুন করে নতুন নতুন অধ্যায়ের সূচনা হবে ৷ প্রতীকী ছবি ৷
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷

IPL 2024 RR vs PBKS: টানা চার ম্যাচ হার! পঞ্জাবের বিরুদ্ধে হেরে প্লে-অফের আগে চাপে রাজস্থান

গুয়াহাটি: কলকাতার বিরুদ্ধে শেষ ম্যাচে খেলতে নামার আগে চাপে রাজস্থান। টানা চার ম্যাচে হার, প্লে-অফ অনিশ্চিত হলেও প্রথম দুইয়ে শেষ করতে পারবে কি না তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। লিগ টেবিলের সবার শেষে থাকা পঞ্জাবের বিরুদ্ধে ৫ উইকেটে হার হজম করতে হল রাজস্থানকে।

বুধবার পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৪৪ রান করে রাজস্থান। আরআর-এর হয়ে সর্বোচ্চ রান করেন রিয়ান পরাগ। তার ৩৪ বলে ৪৮ রানের পরে ১৯ বলে ২৮ করে আউট হন রবিচন্দ্রণ অশ্বিন। পঞ্জাবের হয়ে স্যাম কারেন, রাহুল চাহার এবং হর্ষল প্যাটেল ২টি করে উইকেট নেন।

আরও পড়ুন: চলতি মাসেই কেরালা হয়ে দেশে ঢুকছে বর্ষা, দিনক্ষণ জানিয়ে বড় আপডেট দিল মৌসম ভবন

পরে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারেই মাত্র ৫ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় পঞ্জাব কিংস। পঞ্জাবের হয়ে সর্বোচ্চ রান ৪১ বলে ৬৩ করে অপরাজিত থাকেন স্যাম কারান, এছাড়া ১৩ বলে ২২ করেন রাইলি রুশো।

এই ম্যাচ জয়ের ফলে লিগ টেবিলে ৯ নম্বরে উঠে এল পঞ্জাব। অন্য দিকে টানা চার ম্যাচ হেরে ২ নম্বরেই রইল রাজস্থান। রাজস্থান শেষ ম্যাচ খেলবে কলকাতার সঙ্গে, সেই ম্যাচ জিতলে তবেই প্রথম দুইয়ে জায়গা পাকা হবে তাদের।

IPL 2024 Playoff Qualification Scenarios: ‘করব, লড়ব, জিতব রে’ তৈরি করল ইতিহাস, আইপিএল প্লে অফে প্রথমবার ১ নম্বর দল হয়ে পৌঁছল KKR

KKR এবার যা করল আইপিএলের ইতিহাসে এর আগে তা কখনও হয়নি। একদিন আগেই স্থির হয়ে গিয়েছিল কেকেআর এবার আইপিএলের প্লে অফের কোয়ালিফায়ারে খেলবে অর্থাৎ তারা আইপিএল পয়েন্ট টেবলের এক নম্বরে বা দু নম্বরে থেকে শেষ করবে। কিন্তু বুধবার আইপিএলে রাজস্থান রয়্যালস পঞ্জাব কিংসের কাছে হারে। ৫ উইকেটে ম্যাচ জিতে যায় কিংস।
KKR এবার যা করল আইপিএলের ইতিহাসে এর আগে তা কখনও হয়নি। একদিন আগেই স্থির হয়ে গিয়েছিল কেকেআর এবার আইপিএলের প্লে অফের কোয়ালিফায়ারে খেলবে অর্থাৎ তারা আইপিএল পয়েন্ট টেবলের এক নম্বরে বা দু নম্বরে থেকে শেষ করবে। কিন্তু বুধবার আইপিএলে রাজস্থান রয়্যালস পঞ্জাব কিংসের কাছে হারে। ৫ উইকেটে ম্যাচ জিতে যায় কিংস।
এদিনের রাজস্থানের হারের পরেই কেকেআরের প্লেঅফে যাওয়ার জন্য এক নম্বর জায়গা নিয়ে নিশ্চয়তায় সিলমোহর পড়ে যায়। রাজস্থানের এদিনের হারের পর ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট৷ শেষ ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ ১৮ পয়েন্ট৷ কেকেআর ইতিমধ্যেই ১৯ পয়েন্ট পেয়ে গেছে৷ শুধু তাই নয় , কেকেআরের এরপর আরও একটি ম্যাচ বাকি রয়েছে৷ Photo Courtesy- KKR X Account
এদিনের রাজস্থানের হারের পরেই কেকেআরের প্লেঅফে যাওয়ার জন্য এক নম্বর জায়গা নিয়ে নিশ্চয়তায় সিলমোহর পড়ে যায়। রাজস্থানের এদিনের হারের পর ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট৷ শেষ ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ ১৮ পয়েন্ট৷ কেকেআর ইতিমধ্যেই ১৯ পয়েন্ট পেয়ে গেছে৷ শুধু তাই নয় , কেকেআরের এরপর আরও একটি ম্যাচ বাকি রয়েছে৷ Photo Courtesy- KKR X Account
IPL Playoff -এ জমে উঠেছে শেষ চারে পৌঁছনোর লড়াইয়ের হিসেবনিকেশ৷ কেকেআর প্রথম দল হিসেবে যোগ্যতা অর্জন করার পর, এবার রাজস্থান রয়্যালস দ্বিতীয় দল হিসেবে টিকিট পেয়ে গিয়েছিল। অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটাল্সের কাছে লখনউ সুপার জায়ান্টসের হারের পরেই আইপিএল ২০২৪ প্লে-অফ যোগ্যতা নিশ্চিত করেছিল  রাজস্থান রয়্যালস৷ কলকাতা নাইট রাইডার্সের পরে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের স্থান দখল করেছে।
IPL Playoff -এ জমে উঠেছে শেষ চারে পৌঁছনোর লড়াইয়ের হিসেবনিকেশ৷ কেকেআর প্রথম দল হিসেবে যোগ্যতা অর্জন করার পর, এবার রাজস্থান রয়্যালস দ্বিতীয় দল হিসেবে টিকিট পেয়ে গিয়েছিল। অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটাল্সের কাছে লখনউ সুপার জায়ান্টসের হারের পরেই আইপিএল ২০২৪ প্লে-অফ যোগ্যতা নিশ্চিত করেছিল  রাজস্থান রয়্যালস৷ কলকাতা নাইট রাইডার্সের পরে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের স্থান দখল করেছে।
এখনও আরও ৬টি ম্যাচ বাকি আছে, ৩টি দল ইতিমধ্যেই আইপিএল ২০২৪ প্লে-অফ রেস থেকে ছিটকে গেছে৷  ২টি দল তাদের সেরা ৪-এ জায়গা নিশ্চিত করে নিয়েছে কেকেআর এবং আরআর৷ বাকি দুটি স্পটের জন্য ৩ টি দল লড়াই করছে। এখানে সম্ভাব্য আইপিএল ২০২৪ প্লে অফ যোগ্যতার পরিস্থিতি এবং দলগুলিকে কী করতে হবে রইল হিসেবনিকেশ৷  কলকাতা নাইট রাইডার্স - কেকেআর যোগ্যতা অর্জন করেছে এবং ১৯ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২৪ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। এবং রাজস্থান রয়্যালসের হারের পর তারা এক নম্বরেই থাকবে কেউই তাদের সরাতে পারবে না৷ অঙ্কের হিসেবে যে দলগুলির শেষ চারের টিকিট পাওয়ার সুযোগ রয়েছে তারা সকলেই সর্বোচ্চ আঠারো পেতে পারে, এই তালিকায় রয়েছে এসআরএইচ এবং রাজস্থান রয়্যালস৷
এখনও আরও ৬টি ম্যাচ বাকি আছে, ৩টি দল ইতিমধ্যেই আইপিএল ২০২৪ প্লে-অফ রেস থেকে ছিটকে গেছে৷  ২টি দল তাদের সেরা ৪-এ জায়গা নিশ্চিত করে নিয়েছে কেকেআর এবং আরআর৷ বাকি দুটি স্পটের জন্য ৩ টি দল লড়াই করছে। এখানে সম্ভাব্য আইপিএল ২০২৪ প্লে অফ যোগ্যতার পরিস্থিতি এবং দলগুলিকে কী করতে হবে রইল হিসেবনিকেশ৷  কলকাতা নাইট রাইডার্স – কেকেআর যোগ্যতা অর্জন করেছে এবং ১৯ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২৪ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। এবং রাজস্থান রয়্যালসের হারের পর তারা এক নম্বরেই থাকবে কেউই তাদের সরাতে পারবে না৷ অঙ্কের হিসেবে যে দলগুলির শেষ চারের টিকিট পাওয়ার সুযোগ রয়েছে তারা সকলেই সর্বোচ্চ আঠারো পেতে পারে, এই তালিকায় রয়েছে এসআরএইচ এবং রাজস্থান রয়্যালস৷
আরআর বনাম কেকেআর- এই একটি ম্যাচ খেলাই কেকেআরের বাকি রয়েছে৷ কেকেআর যাই করুক আপাতত যা পরিস্থিতি তাতে আইপিএল লিগ পর্ব তারা শেষ করল টেবিল-টপার হয়ে ফলে তারা চেন্নাইয়ে কোয়ালিফায়ার ১-এ তাদের জায়গা নিশ্চিত। এর মানে KKR-র ফাইনালে যাওয়ার দুটি সুযোগ থাকবে। যদি তারা কোয়ালিফায়ার ১-এ হেরে যায়, তারা কোয়ালিফায়ার ২-খেলার সুযোগ পাবে এবং ফাইনালে যাওয়ার এটি শাহরুখ খানের দলের দ্বিতীয় একটি সুযোগ হতে চলেছে৷ এই দ্বিতীয় প্লে অফে তাদের প্রতিপক্ষ হবে এলিমিনেটরের বিজয়ীর বিরুদ্ধে খেলবে। এই প্রথম কেকেআর আইপিএল প্লে অফে এক নম্বর দল হিসেবে কোয়ালিফাই করল৷
আরআর বনাম কেকেআর- এই একটি ম্যাচ খেলাই কেকেআরের বাকি রয়েছে৷ কেকেআর যাই করুক আপাতত যা পরিস্থিতি তাতে আইপিএল লিগ পর্ব তারা শেষ করল টেবিল-টপার হয়ে ফলে তারা চেন্নাইয়ে কোয়ালিফায়ার ১-এ তাদের জায়গা নিশ্চিত। এর মানে KKR-র ফাইনালে যাওয়ার দুটি সুযোগ থাকবে। যদি তারা কোয়ালিফায়ার ১-এ হেরে যায়, তারা কোয়ালিফায়ার ২-খেলার সুযোগ পাবে এবং ফাইনালে যাওয়ার এটি শাহরুখ খানের দলের দ্বিতীয় একটি সুযোগ হতে চলেছে৷ এই দ্বিতীয় প্লে অফে তাদের প্রতিপক্ষ হবে এলিমিনেটরের বিজয়ীর বিরুদ্ধে খেলবে। এই প্রথম কেকেআর আইপিএল প্লে অফে এক নম্বর দল হিসেবে কোয়ালিফাই করল৷
রাজস্থান রয়্যালস - RR বর্তমানে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। পঞ্জাবে বিরুদ্ধে হারের পর রাজস্থান রয়্যালসের আর একটিই ম্যাচ বাকি রয়েছে সেটি কেকেআর ম্যাচ৷
রাজস্থান রয়্যালস – RR বর্তমানে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। পঞ্জাবে বিরুদ্ধে হারের পর রাজস্থান রয়্যালসের আর একটিই ম্যাচ বাকি রয়েছে সেটি কেকেআর ম্যাচ৷৷
দিল্লি ক্যাপিটাল্সের কাছে লখনউ সুপার জায়ান্টদের হারে প্লে-অফের জায়গা নিশ্চিত করার পরে রাজস্থান রয়্যালস স্বস্তির নিঃশ্বাস ফেলেছে৷   CSK এবং LSG র কাছে RR-র সঙ্গে পয়েন্টের সমান হওয়ার সুযোগ ছিল। কিন্তু, LSG ছিটকে যাওয়ায় শুধুমাত্র CSK এবং SRH RRকে পয়েন্ট টেবিলের নিচে ঠেলে দিতে পারে, সেক্ষেত্রে RR 4-এ পর্যন্ত নেমে যেতে পারে। আরও একটি গেম বাকি থাকায়, কোয়ালিফায়ার ১-এ তাদের জায়গা সিল করার জন্য RR-এর ফোকাস টপ-টুতে ফিনিশ নিশ্চিত করা।
দিল্লি ক্যাপিটাল্সের কাছে লখনউ সুপার জায়ান্টদের হারে প্লে-অফের জায়গা নিশ্চিত করার পরে রাজস্থান রয়্যালস স্বস্তির নিঃশ্বাস ফেলেছে৷   CSK এবং LSG র কাছে RR-র সঙ্গে পয়েন্টের সমান হওয়ার সুযোগ ছিল। কিন্তু, LSG ছিটকে যাওয়ায় শুধুমাত্র CSK এবং SRH RRকে পয়েন্ট টেবিলের নিচে ঠেলে দিতে পারে, সেক্ষেত্রে RR 4-এ পর্যন্ত নেমে যেতে পারে। আরও একটি গেম বাকি থাকায়, কোয়ালিফায়ার ১-এ তাদের জায়গা সিল করার জন্য RR-এর ফোকাস টপ-টুতে ফিনিশ নিশ্চিত করা।
চেন্নাই সুপার কিংস - CSK বর্তমানে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে, সিএসকে-র শেষ ম্যাচ বাকি রয়েছে৷ শেষ ম্যাচে লড়াই হবে  আরসিবি বনাম সিএসকে৷
চেন্নাই সুপার কিংস – CSK বর্তমানে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে, সিএসকে-র শেষ ম্যাচ বাকি রয়েছে৷ শেষ ম্যাচে লড়াই হবে  আরসিবি বনাম সিএসকে৷
LSG-র হার CSK-র জন্য সমীকরণ পরিষ্কার করে দিয়েছে। তাদের সোজা সমীকরণ RCB-র বিরুদ্ধে জিতুন এবং একটি প্লে অফ স্পট নিশ্চিত করে ফেলুক৷  শনিবার যদি CSK RCB-র বিরুদ্ধে জয়ী হয়, SRH হল একমাত্র দল যে CSKকে পয়েন্ট টেবিলের নিচে ঠেলে দিতে পারে৷ সিএসকে তাদের ১৬ পয়েন্ট থাকলে চতুর্থ স্থানের নিচে যেতে পারে না।  আরসিবি-র কাছে হেরে গেলে সিএসকে-র জন্য পরিস্থিতি কঠিন করে তুলবে। তারা ১৪ পয়েন্টেও সুযোগ থাকবে এবং যদি তাদের হারের ব্যবধান ১৮ রানের বেশি হয় (যদি আরসিবি প্রথমে ব্যাট করে ২০০ রান করে) তাহলে RCB পয়েন্ট টেবিলে CSK-কে ছাড়িয়ে যাবে। সেক্ষেত্রে, CSKকে আশা করতে হবে এসআরএইচ তাদের বাকি দুটি খেলায় হারবে এবং CSK এবং RCB দুই দলই প্লে-অফের টিকিট পেয়ে যাবে৷
LSG-র হার CSK-র জন্য সমীকরণ পরিষ্কার করে দিয়েছে। তাদের সোজা সমীকরণ RCB-র বিরুদ্ধে জিতুন এবং একটি প্লে অফ স্পট নিশ্চিত করে ফেলুক৷  শনিবার যদি CSK RCB-র বিরুদ্ধে জয়ী হয়, SRH হল একমাত্র দল যে CSKকে পয়েন্ট টেবিলের নিচে ঠেলে দিতে পারে৷ সিএসকে তাদের ১৬ পয়েন্ট থাকলে চতুর্থ স্থানের নিচে যেতে পারে না।  আরসিবি-র কাছে হেরে গেলে সিএসকে-র জন্য পরিস্থিতি কঠিন করে তুলবে। তারা ১৪ পয়েন্টেও সুযোগ থাকবে এবং যদি তাদের হারের ব্যবধান ১৮ রানের বেশি হয় (যদি আরসিবি প্রথমে ব্যাট করে ২০০ রান করে) তাহলে RCB পয়েন্ট টেবিলে CSK-কে ছাড়িয়ে যাবে। সেক্ষেত্রে, CSKকে আশা করতে হবে এসআরএইচ তাদের বাকি দুটি খেলায় হারবে এবং CSK এবং RCB দুই দলই প্লে-অফের টিকিট পেয়ে যাবে৷
সানরাইজার্স হায়দরাবাদ – SRH বর্তমানে ১৪ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২৪ পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। তাদের আরও দুটি ম্যাচ বাকি রয়েছে সেই দুটি ম্যাচ হল সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত টাইটান্স এবং দ্বিতীয় ম্যাচটি হল সানারাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংস৷
সানরাইজার্স হায়দরাবাদ – SRH বর্তমানে ১৪ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২৪ পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। তাদের আরও দুটি ম্যাচ বাকি রয়েছে সেই দুটি ম্যাচ হল সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত টাইটান্স এবং দ্বিতীয় ম্যাচটি হল সানারাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংস৷

 

সানরাইজার্স হায়দরাবাদের হাতে দুটি ম্যাচ আছে এবং তৃতীয় প্লে-অফ স্পট সিল করতে তাদের অন্তত একটি জয় প্রয়োজন। যদি তারা তাদের দুটি  খেলাই জিততে পারে, তবে তাদের টপ টুতে শেষ করার সুযোগ রয়েছে৷  যদি RR তাদের দুটো খেলাতেই হারে  বা অন্তত একটি  ম্যাচ হারে। SRH -র ফোকাস হবে  পরের খেলা দুটি৷  যদি SRH তাদের বাকি খেলা ২টি  হারে, এবং CSK বনাম RCB  একে অপরের যাকেই পরাজিত করবে  তাহলে SRH অনেকটা চাপে পড়ে যাবে৷  সেক্ষেত্রে নেট রান রেটে চূড়ান্ত প্লে-অফের স্থান নির্ধারণ হতে পারে। যদিও SRH-র নেট রানরেট তাদের নিকটতম প্রতিযোগীদের থেকে অনেকটাই ভাল, প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল অবশ্য নেট রানরেটের ভরসায় যেতে চাইবে না৷
সানরাইজার্স হায়দরাবাদের হাতে দুটি ম্যাচ আছে এবং তৃতীয় প্লে-অফ স্পট সিল করতে তাদের অন্তত একটি জয় প্রয়োজন। যদি তারা তাদের দুটি  খেলাই জিততে পারে, তবে তাদের টপ টুতে শেষ করার সুযোগ রয়েছে৷  যদি RR তাদের দুটো খেলাতেই হারে  বা অন্তত একটি  ম্যাচ হারে। SRH -র ফোকাস হবে  পরের খেলা দুটি৷  যদি SRH তাদের বাকি খেলা ২টি  হারে, এবং CSK বনাম RCB  একে অপরের যাকেই পরাজিত করবে  তাহলে SRH অনেকটা চাপে পড়ে যাবে৷  সেক্ষেত্রে নেট রান রেটে চূড়ান্ত প্লে-অফের স্থান নির্ধারণ হতে পারে। যদিও SRH-র নেট রানরেট তাদের নিকটতম প্রতিযোগীদের থেকে অনেকটাই ভাল, প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল অবশ্য নেট রানরেটের ভরসায় যেতে চাইবে না৷
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – RCB বর্তমানে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে রয়েছে। তাদের একটা ম্যাচই বাকি থাকলেও তাদের সম্ভাবনা থাকছে আইপিএল প্লে অফে খেলার৷ তাদের শেষ লিগ পর্বের ম্যাচ হল আরসিবি বনাম সিএসকে৷
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – RCB বর্তমানে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে রয়েছে। তাদের একটা ম্যাচই বাকি থাকলেও তাদের সম্ভাবনা থাকছে আইপিএল প্লে অফে খেলার৷ তাদের শেষ লিগ পর্বের ম্যাচ হল আরসিবি বনাম সিএসকে৷
একটানা পঞ্চম জয়ের সঙ্গে RCB প্লে-অফের জায়গার জন্য দেরিতে হলেও লড়াইতে ফিরে এসেছে৷  এখন CSK-র বিরুদ্ধে তাদের শেষ লিগ খেলার জন্য জোরকদমে নামবে৷ এই ম্যাচে RCB  হেরে গেলে তাদের প্লে অফের দৌড় শেষ হবে৷ আর যদি এই ম্যাচে তারা জেতে তাহলে  প্লে অফের জায়গা ধরে রাখবে। কিন্তু তার জন্য, আরসিবি-কে সিএসকে-র উপরে নেট রানরেটে  যেতে হবে৷  তাদের অন্তত ১৮ রানে (যদি তারা 200 স্কোর করে) CSK-কে হারাতে হবে। SRH এখনও RCBকে ছাড়িয়ে যেতে পারে, কিন্তু SRH যদি তাদের বাকি ম্যাচগুলি হারে এবং ১৪ পয়েন্টের বেশি না যায় এবং RCB যদি CSK-কে উল্লিখিত ব্যবধানে হারায়, তাহলে RCB এবং CSK দুই দলই টপ ফোরে  যেতে পারে।
একটানা পঞ্চম জয়ের সঙ্গে RCB প্লে-অফের জায়গার জন্য দেরিতে হলেও লড়াইতে ফিরে এসেছে৷  এখন CSK-র বিরুদ্ধে তাদের শেষ লিগ খেলার জন্য জোরকদমে নামবে৷ এই ম্যাচে RCB  হেরে গেলে তাদের প্লে অফের দৌড় শেষ হবে৷ আর যদি এই ম্যাচে তারা জেতে তাহলে  প্লে অফের জায়গা ধরে রাখবে। কিন্তু তার জন্য, আরসিবি-কে সিএসকে-র উপরে নেট রানরেটে  যেতে হবে৷  তাদের অন্তত ১৮ রানে (যদি তারা 200 স্কোর করে) CSK-কে হারাতে হবে। SRH এখনও RCBকে ছাড়িয়ে যেতে পারে, কিন্তু SRH যদি তাদের বাকি ম্যাচগুলি হারে এবং ১৪ পয়েন্টের বেশি না যায় এবং RCB যদি CSK-কে উল্লিখিত ব্যবধানে হারায়, তাহলে RCB এবং CSK দুই দলই টপ ফোরে  যেতে পারে।

Knowledge Story: হঠাৎ মৌমাছি তাড়া করলে কী করবেন? কোনটা একেবারেই করবেন না, হূল ফোটালেই বা সঙ্গে সঙ্গে কী করা উচিত? জানুন বিশেষজ্ঞের মতামত

গ্রাম হোক কী শহর, মৌমাছির আক্রমণের ঘটনা শুনে থাকি আমরা প্রায়ই৷ আমাদের মধ্যেই অনেকেই জানি, সাপে কামড়ালে তখনই কী করতে হয় বা কুকুরে কামড়ালে তৎক্ষণাৎ কী করা উচিত৷ কিন্তু, জানি না একটা মৌমাছি হোক কী মৌমাছির ঝাঁক, আক্রমণ করলে ঠিক ওই মুহূর্তে কী করা উচিত৷ এই প্রতিবেদনে সেই উপায়গুলি নিয়েই আলোচনা করব আমরা৷
গ্রাম হোক কী শহর, মৌমাছির আক্রমণের ঘটনা শুনে থাকি আমরা প্রায়ই৷ আমাদের মধ্যেই অনেকেই জানি, সাপে কামড়ালে তখনই কী করতে হয় বা কুকুরে কামড়ালে তৎক্ষণাৎ কী করা উচিত৷ কিন্তু, জানি না একটা মৌমাছি হোক কী মৌমাছির ঝাঁক, আক্রমণ করলে ঠিক ওই মুহূর্তে কী করা উচিত৷ এই প্রতিবেদনে সেই উপায়গুলি নিয়েই আলোচনা করব আমরা৷
গ্রামাঞ্চলে বড় গাছের ডাল পালায় পাতার আড়ালে অনেক সময়ই হয়ে থাকে মৌমাছি চাক৷ এমনকি, বাড়ির কার্নিশেও দেখা যায় তাদের৷ শহরের ক্ষেত্রেও বাড়ির কার্নিশ, ছাদের এমন জায়গা যেখানে মানুষের যাতায়াত কম, সেখানে অজান্তেই গড়ে ওঠে মৌমাছির চাক৷
গ্রামাঞ্চলে বড় গাছের ডাল পালায় পাতার আড়ালে অনেক সময়ই হয়ে থাকে মৌমাছি চাক৷ এমনকি, বাড়ির কার্নিশেও দেখা যায় তাদের৷ শহরের ক্ষেত্রেও বাড়ির কার্নিশ, ছাদের এমন জায়গা যেখানে মানুষের যাতায়াত কম, সেখানে অজান্তেই গড়ে ওঠে মৌমাছির চাক৷
 কিন্তু, মৌমাছি তাড়া করলে কী করতে হয়, বা হূল ফুটিয়ে দিলে কী করতে হয়, এই সংক্রান্ত উপদেশ বা পরামর্শ ইন্টারনেটেও তেমন ভালভাবে মেলে না৷
কিন্তু, মৌমাছি তাড়া করলে কী করতে হয়, বা হূল ফুটিয়ে দিলে কী করতে হয়, এই সংক্রান্ত উপদেশ বা পরামর্শ ইন্টারনেটেও তেমন ভালভাবে মেলে না৷
 মার্কিন অভ্যন্তরীণ ন্যাশনাল পার্ক সার্ভিস বিভাগের সাগুয়ারো ন্যাশনাল পার্কের একজন গাইডের মতে, মৌমাছি কখনও সরাসরি নিজে থেকে প্রথমে আক্রমণ করে না। যদি কোনও একটি মৌমাছিকে আপনার চারপাশে ভন ভন করতে দেখেন, হাত-পা না নাড়িয়ে সেখান থেকে দূরে যাওয়া চেষ্টা করুন৷ ছটফট করবেন না, বা হাত-পা নাড়িয়ে মৌমাছিকে দূরে তাড়ানোর চেষ্টা করবেন না৷ এতে হিতে বিপরীত হবে৷ মৌমাছিটি বিরক্ত হয়ে গেলে আপনাকে হূল ফুটিয়ে দিতে পারে৷
মার্কিন অভ্যন্তরীণ ন্যাশনাল পার্ক সার্ভিস বিভাগের সাগুয়ারো ন্যাশনাল পার্কের একজন গাইডের মতে, মৌমাছি কখনও সরাসরি নিজে থেকে প্রথমে আক্রমণ করে না। যদি কোনও একটি মৌমাছিকে আপনার চারপাশে ভন ভন করতে দেখেন, হাত-পা না নাড়িয়ে সেখান থেকে দূরে যাওয়া চেষ্টা করুন৷ ছটফট করবেন না, বা হাত-পা নাড়িয়ে মৌমাছিকে দূরে তাড়ানোর চেষ্টা করবেন না৷ এতে হিতে বিপরীত হবে৷ মৌমাছিটি বিরক্ত হয়ে গেলে আপনাকে হূল ফুটিয়ে দিতে পারে৷
একটা মৌমাছি ভন ভন করলে শ্বাস বন্ধ রেখে ওর চলে যাওয়া পর্যন্ত স্থির হয়ে অপেক্ষা করুন৷ ছটফট করে ওকে তাড়ানোর চেষ্টা করবেন না বা লাফালাফি করবেন না৷
একটা মৌমাছি ভন ভন করলে শ্বাস বন্ধ রেখে ওর চলে যাওয়া পর্যন্ত স্থির হয়ে অপেক্ষা করুন৷ ছটফট করে ওকে তাড়ানোর চেষ্টা করবেন না বা লাফালাফি করবেন না৷
মৌমাছি হূল ফোটানোর সঙ্গে সঙ্গেই মরে যায়৷ তাই একটি মৌমাছি হূল ফোটালে সমস্যা কিছু নেই, হূলটি গায়ের ত্বক থেকে টেনে বের করুন৷ জ্বালা করা জায়গায় অ্যান্টিসেপ্টিক লোশন বা মলম লাগাতে পারেন৷ জ্বর এলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন৷
মৌমাছি হূল ফোটানোর সঙ্গে সঙ্গেই মরে যায়৷ তাই একটি মৌমাছি হূল ফোটালে সমস্যা কিছু নেই, হূলটি গায়ের ত্বক থেকে টেনে বের করুন৷ জ্বালা করা জায়গায় অ্যান্টিসেপ্টিক লোশন বা মলম লাগাতে পারেন৷ জ্বর এলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন৷
একের বেশি মৌমাছি হূল ফোটালে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন৷ আপনি মৌমাছির টক্সিনে অ্যলার্জিক কি না, পারলে তা আগে থেকে টেস্ট করিয়ে রাখুন৷
একের বেশি মৌমাছি হূল ফোটালে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন৷ আপনি মৌমাছির টক্সিনে অ্যলার্জিক কি না, পারলে তা আগে থেকে টেস্ট করিয়ে রাখুন৷
একটা মৌমাছি বিরক্ত করলে খবরদার মৌমাছির চাককে ভেঙে দিতে যাবেন না৷ তাতে সেই চাকে থাকা লক্ষ লক্ষ মৌমাছি আপনাকে আক্রমণ করতে পারে৷ এমন ক্ষেত্রে হতে পারে মৃত্যুও৷ তাই মৌমাছির চাক দেখলে সেখান থেকে যত তাড়াতাড়ি পারেন, সরে যাওয়াই ভাল৷
একটা মৌমাছি বিরক্ত করলে খবরদার মৌমাছির চাককে ভেঙে দিতে যাবেন না৷ তাতে সেই চাকে থাকা লক্ষ লক্ষ মৌমাছি আপনাকে আক্রমণ করতে পারে৷ এমন ক্ষেত্রে হতে পারে মৃত্যুও৷ তাই মৌমাছির চাক দেখলে সেখান থেকে যত তাড়াতাড়ি পারেন, সরে যাওয়াই ভাল৷
 মৌমাছি তাড়া করলে অবিলম্বে আপনার হাত দিয়ে আপনার মুখ ঢেকে রাখার চেষ্টা করুন। মৌমাছিরা সাধারণত আপনার মুখ, নাক এবং চোখের মতো শরীরের অংশগুলিতে হূল ফোটানোর চেষ্টা করেন।
মৌমাছি তাড়া করলে অবিলম্বে আপনার হাত দিয়ে আপনার মুখ ঢেকে রাখার চেষ্টা করুন। মৌমাছিরা সাধারণত আপনার মুখ, নাক এবং চোখের মতো শরীরের অংশগুলিতে হূল ফোটানোর চেষ্টা করেন।
মৌমাছির আক্রমণ করলে যত তাড়াতাড়ি সম্ভব কোনও বন্ধ জায়গায় দৌড়ে যান৷ যেমন, গাড়িতে ঢুকে গাড়ির কাচ তুলে লক করে দিতে পারেন৷ কোনও ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতে পারেন৷ সোজা কথা, বদ্ধ কোনও জায়গায় ঢুকে পড়ে, নিজেকে আড়ালে রাখার চেষ্টা করুন৷
মৌমাছির আক্রমণ করলে যত তাড়াতাড়ি সম্ভব কোনও বন্ধ জায়গায় দৌড়ে যান৷ যেমন, গাড়িতে ঢুকে গাড়ির কাচ তুলে লক করে দিতে পারেন৷ কোনও ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতে পারেন৷ সোজা কথা, বদ্ধ কোনও জায়গায় ঢুকে পড়ে, নিজেকে আড়ালে রাখার চেষ্টা করুন৷
মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে জলে ঝাঁপ দেওয়া একটা পুরনো কৌশল৷ কিন্তু, বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এটি বিপজ্জনক এবং প্রাণঘাতীও হতে পারে৷ কারণ, জল থেকে বেরলেই আপনাকে হূল ফুটিয়ে দিতে পারে মৌমাছি, কতক্ষণই বা জলের নীচে শ্বাস বন্ধ করে ডুবে থাকা যায়৷
মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে জলে ঝাঁপ দেওয়া একটা পুরনো কৌশল৷ কিন্তু, বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এটি বিপজ্জনক এবং প্রাণঘাতীও হতে পারে৷ কারণ, জল থেকে বেরলেই আপনাকে হূল ফুটিয়ে দিতে পারে মৌমাছি, কতক্ষণই বা জলের নীচে শ্বাস বন্ধ করে ডুবে থাকা যায়৷
মৌমাছি তাড়াতে চাইলে মৌমাছির চাকের জায়গায় আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে রেখে আসুন৷ ধোঁয়া রেখে আসার পরে বিন্দুমাত্র ওই জায়গায় অপেক্ষা করবেন না যেন৷
মৌমাছি তাড়াতে চাইলে মৌমাছির চাকের জায়গায় আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে রেখে আসুন৷ ধোঁয়া রেখে আসার পরে বিন্দুমাত্র ওই জায়গায় অপেক্ষা করবেন না যেন৷

গরমে নাজেহাল সাধারণ মানুষ থেকে বন্যপ্রাণ! পাখিদের তৃষ্ণা মেটাতে জলের ব্যবস্থা!

গরমে নাজেহাল সাধারণ মানুষ থেকে বন্যপ্রাণ। তীব্র গরমে পাখিদের তৃষ্ণা মেটাতে জলের ব্যবস্থা। তেষ্টা মেটাতে জল ভরতি মাটির হাঁড়ি গাছে বেঁধে রাখা হয়েছে। গাছে মাটির হাড়ি ঝুলিয়ে রাখলেন গ্রামের কয়েকজন যুবক। আলিপুরদুয়ারের উত্তর মহাকালগুড়িতে পাখিদের জন্য বিশেষ উদ্যোগ।

Charak Puja: এখানে চৈত্র সংক্রান্তিতে নয়, বৈশাখে হয় চড়ক!

দক্ষিণ দিনাজপুর: বৈশাখ মাসের সংক্রান্তি তিথিতে বৈশাখী চড়ক মেলা বসল বালুরঘাটের একাধিক জায়গায়। তাতে মেতে উঠলেন বালুরঘাট শহরে বাসিন্দারা।

বাংলা ক্যালেন্ডার অনুসারে চৈত্রের শেষের দিন বা চৈত্র সংক্রান্তিতে সাধারণত চড়ক পুজো হয়। তবে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের উত্তমাশা ক্লাব সংলগ্ন মাঠের চড়ক পুজো আর দশটা পুজোর থেকে একটু অন্য ধরনের। বালুরঘাট ব্লকের ডাঙি এলাকায় বটতলার বিস্তীর্ণ মাঠে চরক সন্ন্যাসীরা একত্রিত হয়ে চড়কের আয়োজন করেছিলেন। বৈশাখের সংক্রান্তির দিন সকাল থেকেই বালুরঘাটের বিভিন্ন এলাকায় চড়ক পুজোর ভক্তেরা ঘাড়ে করে ঠাকুর নিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন দেবদেবী এবং সং সেজে রাস্তায় শোভাযাত্রা করেন।

আরও পড়ুন: কলেরা ঠেকিয়েছিলেন মা বুরুজ কালী!

উদ্যোক্তারা জানিয়েছেন, অধিকাংশ ভক্ত চৈত্র চড়ক পালন করেন। তাঁদের মধে অনেকেই বৈশাখী চড়কে মেতে উঠেন। যা গ্রাম বাংলার সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ। দেখতে অসংখ্য মানুষ ভিড় জমান। চলতি বছরেও এর কোন‌ও পরিবর্তন হয়নি। এদিনের চড়ক পুজো উপভোগ করতে বালুরঘাট শহর সহ শহর লাগোয়া এলাকার বহু সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত।

সুস্মিতা গোস্বামী

Kazi Nazrul Islam biopic: বাংলায় প্রথমবার কাজী নজরুল ইসলামের বায়োপিক, বিদ্রোহী কবির চরিত্রে কে?

কলকাতা: বাংলায় প্রথম বার হতে চলেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা কিঞ্জল নন্দ। পরিচালনায় দায়িত্বে রয়েছেন পরিচালক আব্দুল আলিম। ছবিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত তুলে ধরা হবে। নজরুলের এই বায়োপিকে থাকছে আরও চমক। অন্যান্য চরিত্রে থাকবে খ্যাতনামী অভিনেতারা।

অভিনেতা কিঞ্জল নন্দ জানান, এ বছরই শীতকালে এই ছবির শ্যুটিং শুরু হবে। ছবিতে অনেকটা ‘প্রস্থেটিক’ মেকআপের বিষয় রয়েছে। বহু ঐতিহাসিক চরিত্র এই ছবিতে জীবন্ত হয়ে উঠবে। পর্দায় কবি কাজী নজরুল ইসলামের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য বর্তমানে নজরুল ইসলাম সম্পর্কে পড়াশোনা করছেন অভিনেতা কিঞ্জল।

আরও পড়ুন: চলতি মাসেই কেরালা হয়ে দেশে ঢুকছে বর্ষা, দিনক্ষণ জানিয়ে বড় আপডেট দিল মৌসম ভবন

বাংলা এবং বাংলার বাইরে ছবির শ্যুটিং হবে। ছবির চিত্রনাট্য লিখছেন সৌগত বসু। বর্তমানে স্ক্রিপ্ট প্রায় শেষ। এখনও চলছে কাজী নজরুল ইসলামের জীবনের নানান গবেষণা। সঙ্গীত পরিচালনার জন্য কথা চলছে জয় সরকারের সঙ্গে। ছবির সম্পাদনা করবেন অর্ঘকমল মিত্র।

পরিচালক আব্দুল আলিম জানান “এই ছবিটি নিয়ে আমরা শ্যুটিংয়ে খুব তাড়াহুড়ো করতে চাই না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের সবটাই তুলে ধরা হবে এই ছবিতে৷ আমরা প্রতিটি দিক নিখুঁত ভাবে গবেষণা করছি।”

Shree Ganesh: স্যালারি বাড়াতে চান? দূর করতে চান অর্থ সঙ্কট..শ্রী গণেশকে অবশ্যই অর্পণ করুন এই ৫ গাছের পাতা

হিন্দু ধর্মে, প্রতিটি শুভ কাজে প্রথমে ভগবান শ্রী গণেশের পূজা করা হয়ে থাকে। ভগবান শ্রী গণেশ দূর্বা ঘাস খুব পছন্দ করেন। গণপতি পূজোর সময় সেই কারণে অবশ্যই দূর্বা ঘাস দেওয়া হয়ে থাকে। আমাদের কোনও কাজে আসা যে কোনও বাধা দূর করতে দূর্বা ঘাস অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়৷ তবে দূর্বা ঘাস ছাড়াও এমন আরও ৫টি গাছ এবং গাছপালা রয়েছে যার পাতা ভগবান গণেশকে নিবেদন করলে তিনি সন্তুষ্ট হন এবং ভক্তের যাবতীয় মনোবাঞ্ছা পূরণ করেন।
হিন্দু ধর্মে, প্রতিটি শুভ কাজে প্রথমে ভগবান শ্রী গণেশের পূজা করা হয়ে থাকে। ভগবান শ্রী গণেশ দূর্বা ঘাস খুব পছন্দ করেন। গণপতি পূজোর সময় সেই কারণে অবশ্যই দূর্বা ঘাস দেওয়া হয়ে থাকে। আমাদের কোনও কাজে আসা যে কোনও বাধা দূর করতে দূর্বা ঘাস অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়৷ তবে দূর্বা ঘাস ছাড়াও এমন আরও ৫টি গাছ এবং গাছপালা রয়েছে যার পাতা ভগবান গণেশকে নিবেদন করলে তিনি সন্তুষ্ট হন এবং ভক্তের যাবতীয় মনোবাঞ্ছা পূরণ করেন।
উজ্জয়ীনির জ্যোতিষী রবি শুক্লার কাছ থেকে জেনে নেওয়া যাক, কোন ৫টি গাছ এবং গাছের পাতা ভগবান গণেশকে নিবেদন করলে তুষ্ট হন তিনি।
উজ্জয়ীনির জ্যোতিষী রবি শুক্লার কাছ থেকে জেনে নেওয়া যাক, কোন ৫টি গাছ এবং গাছের পাতা ভগবান গণেশকে নিবেদন করলে তুষ্ট হন তিনি।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভগবান গণেশ অর্জুন গাছের পাতা খুব পছন্দ করেন। যাঁরা বেকার, চাকরিতে পদোন্নতি চান বা বেতন বাড়াতে চান, তাঁরা অর্জুন গাছের ৫ বা ৭টি পাতা শুদ্ধ শরীরে, শুদ্ধ বস্ত্রে ভগবান গণেশকে অর্পণ করুন। বুধবার এই গাছের পাতা নিবেদন করলে বিশেষ ফল পাওয়া যায়।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভগবান গণেশ অর্জুন গাছের পাতা খুব পছন্দ করেন। যাঁরা বেকার, চাকরিতে পদোন্নতি চান বা বেতন বাড়াতে চান, তাঁরা অর্জুন গাছের ৫ বা ৭টি পাতা শুদ্ধ শরীরে, শুদ্ধ বস্ত্রে ভগবান গণেশকে অর্পণ করুন। বুধবার এই গাছের পাতা নিবেদন করলে বিশেষ ফল পাওয়া যায়।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে কেতকী ফুলের পাতাও শ্রী গণেশকে নিবেদন করলে ভগবান প্রসন্ন হন বলে মনে করা হয়। এই গাছের পাতাগুলি বিশেষ করে সেই সমস্ত লোকদের দেওয়া উচিত, যাঁরা কোনও নতুন কাজ শুরু করতে চান। বিশ্বাস করা হয় যে, এই গাছের পাতা নিবেদন করার সময় ভগবান গণেশের ১২টি নামের জপ করলে সমস্যার দ্রুত উপশম হয়।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে কেতকী ফুলের পাতাও শ্রী গণেশকে নিবেদন করলে ভগবান প্রসন্ন হন বলে মনে করা হয়। এই গাছের পাতাগুলি বিশেষ করে সেই সমস্ত লোকদের দেওয়া উচিত, যাঁরা কোনও নতুন কাজ শুরু করতে চান। বিশ্বাস করা হয় যে, এই গাছের পাতা নিবেদন করার সময় ভগবান গণেশের ১২টি নামের জপ করলে সমস্যার দ্রুত উপশম হয়।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভগবান গণেশকে শিম পাতা নিবেদন করলে, শীঘ্রই পূর্ণ হয় মনস্কামনা। এই পাতা অর্ঘ্য দেওয়ার আগে, পাতাগুলি কাটা বা ছেঁড়া আছে কি না দেখে নিন। কোনও কাজে বারবার বাধার সম্মুখীন হলে এই প্রতিকার অবশ্যই করুন।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভগবান গণেশকে শিম পাতা নিবেদন করলে, শীঘ্রই পূর্ণ হয় মনস্কামনা। এই পাতা অর্ঘ্য দেওয়ার আগে, পাতাগুলি কাটা বা ছেঁড়া আছে কি না দেখে নিন। কোনও কাজে বারবার বাধার সম্মুখীন হলে এই প্রতিকার অবশ্যই করুন।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, মাদার গাছের পাতা নিবেদন করলে ভগবান গণেশ খুব খুশি হন। ভগবান শিবের কাছেও এই পাতা খুবই প্রিয়। আর্থিক সঙ্কটে ভুগছেন এমন ব্যক্তিরা আর্থিক স্থিতিশীলতার জন্য মাদার গাছের পাতার প্রতিকার করতে পারেন। এর জন্য তাঁদের কমপক্ষে ১১টি পাতা প্রয়োজন হবে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, মাদার গাছের পাতা নিবেদন করলে ভগবান গণেশ খুব খুশি হন। ভগবান শিবের কাছেও এই পাতা খুবই প্রিয়। আর্থিক সঙ্কটে ভুগছেন এমন ব্যক্তিরা আর্থিক স্থিতিশীলতার জন্য মাদার গাছের পাতার প্রতিকার করতে পারেন। এর জন্য তাঁদের কমপক্ষে ১১টি পাতা প্রয়োজন হবে।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, বুধবার ভগবান গণেশের প্রিয় দিন। এই দিনে সাদা বা হলুদ করবীর ফুলের পাতা নিবেদন করলে ভগবান গণেশ প্রসন্ন হন। সাধারণ বিশ্বাস, করবী পাতা নিবেদন করলে সব ধরনের সঙ্কট দূর হয় এবং মানুষ সমস্যা থেকে মুক্তি পায়।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, বুধবার ভগবান গণেশের প্রিয় দিন। এই দিনে সাদা বা হলুদ করবীর ফুলের পাতা নিবেদন করলে ভগবান গণেশ প্রসন্ন হন। সাধারণ বিশ্বাস, করবী পাতা নিবেদন করলে সব ধরনের সঙ্কট দূর হয় এবং মানুষ সমস্যা থেকে মুক্তি পায়।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।