Category Archives: দেশ

করোনার প্রথম আয়ুর্বেদিক ওষুধ! বাবা রামদেব করবেন সরকারি ঘোষণা

#হরিদ্বার: করোনা সংক্রমণ থেক দুনিয়া জুড়ে ওষুধ ও ভ্যাকসিনের সন্ধানে ব্যস্ত রয়েছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা ৷ মারণ করোনা সংক্রমণের ইতমধ্যেই সারা পৃথিবীর ৯০ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত ৷ করোনার সঠিক কোনও চিকিৎসা পদ্ধতি এখনও অবধি পাওয়া যায়নি ৷ করোনা সংক্রমণে বিভিন্ন ওষুধের পরীক্ষামূলক ব্যবহার হচ্ছে ৷ কোন ওষুধ কারোর কাজ করছে আবার কোন ওষুধ কারোর ওপর সঠিক ফল না দেওয়ায় প্রাণ হারাচ্ছেন মানুষ ৷ এই অবস্থায় বিভিন্ন ওষুধ -ভ্যাকসিন তৈরি হচ্ছে এই নিয়ে দাবি করা হয়েছে ৷ বাবা রামদেব পতঞ্জলি -র ওষুধ নিয়ে বড় বিবৃতি দিলেন ৷ তাঁরা আজই বৈজ্ঞানিক বিশ্লেষণ সহ নিজেদের আবিষ্কার করা ওষুধ আজই সর্বসমক্ষে আনবেন ৷ এটি করোনা ভাইরাসের লড়াইতে ব্যবহার করা যাবে এমনটাই মত তাঁর ৷ এটা করোনা নিরাময়ের আয়ুর্বেদিক ওষুধ হতে চলেছে ৷

পতঞ্জলি যোগপীঠের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) আচার্য  বালাকৃষ্ণ ট্যুইট করে এই খবর দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন করোনার আয়ুর্বেদিক ওষুধ করোনিল মঙ্গলবার ১২ টা-তে হরিদ্বারের পতঞ্জলি যোগপীঠে লঞ্চ করা হবে ৷ এই সময় সমস্ত প্রমাণ ও বিশ্লেষণ সহ সমস্ত কিছু ব্যাখ্যা করা হবে ৷ এই লঞ্চ প্রোগ্রামে বাবা রামদেব হাজির থাকবে ৷

Ratan Tata| সুশান্তের নাম না-করে ‘ভালোবাসা’র পোস্ট রতন টাটার, মন ভিজে গেল নেটিজেনদের

#মুম্বই: বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পরে বি-টাউনে নেপোটিজম বা স্বজনপোষণ নিয়ে একাধিক সেলেব্রিটিকে কাঠগড়ায় তোলা হচ্ছে৷ সোশ্যাল মিডিয়ায় কয়েকজন সেলেবের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা৷ এ হেন পরিস্থিতিতে মুখ খুললেন বিশিষ্ট শিল্পপতি রতন টাটা৷ মন ছুঁয়ে যাওয়া একটি পোস্টে রতন টাটা বুঝিয়ে দিলেন, সময়টা খুবই কঠিন৷ তাই ঘৃণা না ছড়িয়ে ভালোবাসার বার্তা দিয়ে একে অপরের পাশে দাঁড়ানো দরকার৷

 

View this post on Instagram

 

?

A post shared by Ratan Tata (@ratantata) on

ইন্টারনেটে ঘৃণা, একে অপরকে টিটকিরি, কটাক্ষ করার মতো ঘটনায় রতন টাটা মনে করিয়ে দিলেন, গোটা বছরটাই একাধিক চ্যালেঞ্জের৷ ইনস্টাগ্রামে তিনি লিখছেন, ‘গোটা বছরটাই কঠিন চ্যালেঞ্জের৷ এই পরিস্থিতিতে আমি দেখছি অনলাইনে একে অপরের পাশে দাঁড়ানোর পরিবর্তে ঘৃণা ছড়ানো হচ্ছে৷ কী ভাবে একে অপরকে কটাক্ষ করে নীচে নামানো যায়, সেই চেষ্টায় মত্ত অনলাইন কমিউনিটি৷ দ্রুত বিচারে পৌঁছে অন্যজনকে খাটো করার প্রবণতা চলছে৷ এই রকম কঠিন পরিস্থিতিতে আরও দয়ালু হয়ে বোঝাপড়া বাড়াতে হবে৷ ধৈর্য রাখতে হবে৷’

টাটার কথায়, ‘অনলাইনে উপস্থিতি খুবই সীমাবদ্ধ৷ আমার আশা, অনলাইন হয়ে উঠুক একে অপরের পাশে দাঁড়ানো, একে অপরকে সাহায্য করার প্ল্যাটফর্ম৷ যে কোনও কারণেই, ঘৃণা ও টিটকিরি, কটাক্ষ বন্ধ হোক৷’

রতন টাটার এই বার্তার পরেই নেটিজেনরা রীতিমতো মুগ্ধ৷ ট্যুইটারে অনেকে শেয়ার করলেন প্রবীণ শিল্পপতির পোস্ট৷ ইন্টারনেটে আরও একবার মন জিতে নিলেন দেশের অন্যতম নামী শিল্পপতি৷

‘খুব ভুল করেছি, তোমার সঙ্গে যোগাযোগ না রেখে’, সুশান্তের মৃত্যুতে পোস্ট করণ জোহরের

#মুম্বই: গোটা দেশ শোকস্তব্ধ ! সুশান্ত সিং রাজপুত নেই ! রবিবার এই খবরে যেন কেঁপে উঠল গোটা দেশ৷ তাঁর থেকেও ভয়ানক প্রতিভাবান নায়কের এরকম পরিণতি ! ভাবতেই পারছে না গোটা দেশের মানুষ ৷ যেমন ভাবতে পারছেন না করণ জোহর৷ তাই তো, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়লেন পরিচালক ৷ বহুদিন ধরে মনের মধ্যে চেপে থাকা ‘ইমোশন’ যেন এক ঝটকায় ঝড়ে পড়ল করণ জোহরের পোস্টে ৷

ইনস্টাগ্রামে করণ লিখলেন, ‘নিজেকে ক্ষমা করতে পারব না ৷ আমি তোমার সঙ্গে যোগাযোগ রাখিনি বলে৷ একটা সময় আমার মনে হয়েছিল, তোমার মতো মানুষ জীবনে চলার পথে পাশে থাকা দরকার৷ কিন্তু তারপর ধীরে ধীরে সব কেমন আবছা হয়ে গিয়েছিল ৷ আমাদের অস্তিত্ব ছিল খুবই শব্দপূর্ণ৷ অনেক সময় চুপ করে থেকে অবহেলাকে জায়গা করে নিতে দিয়েছিলাম নিজেদের মাঝখানে ৷ বুঝিনি সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে হয় ৷ থামাতে নেই ৷ তোমার মৃত্যুর খবর আমার কাছে ওয়েকআপ কল ৷ নিজের কাছে শিক্ষা ৷ তোমার ওই হাসি খুব মিস করব !’

করণের প্রযোজনায় তৈরি নেটফ্লিক্সের ড্রাইভ-এ শেষবারের মতো দেখা গিয়েছিল সুশান্ত সিং রাজপুতকে ৷

ট্যুইটেও শোকপ্রকাশ করেন করণ জোহর–

বয়স ৯৫, করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন উত্তরপ্রদেশের বৃদ্ধ !

#নয়ডা: বিশ্বব্যাপি করোনার প্রকোপ কমার নয় ৷ বরং প্রত্যেকদিন, প্রত্যেক মুহূর্তে করোনার প্রকোপ বেড়েই চলেছে ৷ দেশেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে রোজ ৷ ঠিক এই আবহে করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন উত্তরপ্রদেশের বাসিন্দা ৯৪ বছরের এক বৃদ্ধ !

উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে প্রায় ৬০ জন করোনা আক্রান্ত মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷ এই সুস্থ ৬০ জনের মধ্যে রয়েছেন একজন ৯৪ বছরের বৃদ্ধও ৷ তাঁর সুস্থ হওয়ার খবর পেয়ে উত্তপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের জেলা শাসক সুহাস লালিনাকেরে ইয়াথিরাজ ট্যুইট করে তাঁকে শুভেচ্ছা জানান, সঙ্গে জানান, আপনিই আমাদের কাছে অনুপ্রেরণা ৷

দেখুন সেই ট্যুইট—

গর্ভে সন্তান নিয়েও মাওবাদী অধ্যুষিত দন্তেওয়াড়ায় ডিউটি! মা হলেন সুনয়না

#ছত্তীশগঢ়: দেশের জন্য সেনার আত্মত্যাগ ঠিক কতটা হতে পারে? এই প্রশ্নে যেমন উঠে আসে অভিনন্দন বর্তমানদের নাম, তেমনই উঠে আসতে পারে সুনয়না প্যাটেলেরও নাম। গর্ভ সন্তান নিয়েও শত্রুর সঙ্গে চোখে চোখ রেখে লড়তে এতটুকুও পিছপা হননি তিনি। শনিবার সন্তানের জন্ম দিলেন সুনয়না। মা-সন্তান দু’জনেই সুস্থ আছেন।

সকলেই জানেন, দন্তেওয়ারা অঞ্চলটি মাওবাদীদের ডেরা। গত কয়েক বছরে বারংবার অপারেশনের জন্য এই অঞ্চলকেই বেছে নিয়েছে মাওবাদীরা। পোড়খাওয়া সেনা অফিসাররাও যেখানে যেতে দু’বার ভাববেন, সেখানেই ‌দায়িত্ব নিতে দ্বিতীয়বার ভাবেননি সুনয়নি। গর্ভের সন্তান যখন আট মাসের, তখনও দন্তেওয়াড়ার জঙ্গলে টহলদারি চালিয়ে গিয়েছেন তিনি।

সংবাদমাধ্যমকে সে সময়ে তিনি জানান, “আমি যখন ২ মাসের অন্তঃস্বত্ত্বা তখন আমার ডাক পড়ে দন্তেওয়াড়ায়। কর্তব্যে ফাঁকি দেওয়ার কথা কখনও ভাবিনি। সততার সঙ্গে যতদিন পারব কাজ করে যাব।”

সুনয়না মা হওয়ায় খুশির হাওয়া পরিবারে। খুশি তাঁর সহকর্মীরাও। সন্তানের কোনও দায় দায়িত্ব পালন করতে ভুলবেন না সুনয়না। ঠিক তেমনই়, শিগগির ফিরবেন ঘন জঙ্গলে দেশকে রক্ষা করতে।

Unlock 1, Not Lockdown 5.0: নতুন গাইডলাইন নিয়ে সাধারণের মিম, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

#নয়াদিল্লি: ভারতে এখনই লকডাউন তোলাটা আত্মঘাতী হতে পারে। কড়া লকডাউনের পাশাপাশি প্রয়োজন কন্ট্রাক্ট ট্রেসিং। তা না হলে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকাই ভাল। আজ, ৩১মে শেষ হচ্ছে লকডাউন ৪। ঘটনাচক্রে শনিবারই লকডাউন থেকে বেরনোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। লকডাউন নয়, আনলক ১। অর্থাৎ লকডাউন থেকে ধাপে ধাপে লকডাউন মুক্তির দিকে এগিয়ে যাওয়া। শনিবার বিকেলে কেন্দ্রের নির্দেশিকা এল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্তে দেশজুড়ে কন্টেইনমেন্ট জোনগুলিতে লকডাউন চললেও, জোনের বাইরে দেশের মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই কারণেই এবারের লকডাউনের নাম দেওয়া হয়েছে, ‘Unlock 1.0’‌। দেখে নেওয়া যাক, কন্টেইমেন্ট জোনের বাইরে ঠিক কী কী চালু করার অনুমতি ‌দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রথম ধাপ, যেটিকে Phase ।

নতুন নির্দেশিকা প্রকাশ হওয়ার পর অনেকেই ঠিক বুঝতে পারছেন না এমন লকডাউনের মানে কী? এটাকে কী  আর লকডাউন বলা যাবে? দেখে নিন কী ভাবে রিঅ্যাক্ট করলেন নেটিজেনরা

সুস্বাদু পঙ্গপাল ভাজা! ভিডিও রেসিপি দিয়ে পঙ্গপাল থেকে বাঁচতে পরামর্শ নেটিজেনদের

বেশ কয়েক দিন ধরেই চর্চার কেন্দ্রে পঙ্গপাল৷ সর্বনাশা এই পতঙ্গ ঝাঁকে ঝাঁকে ঢুকছে ভারতে৷ ফসল খাচ্ছে৷ বিশেষ করে আক্রান্ত উত্তর ভারতের রাজ্যগুলি৷ এক এক দলে প্রায় ১ কোটি করে পঙ্গপাল ঢুকছে৷

এ হেন পরিস্থিতিতে পঙ্গপাল নিয়ন্ত্রণে নানা ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র৷ কেন্দ্রীয় কৃষি মন্ত্রী জানিয়েছেন, ব্রিটেন থেকে ১৫টি স্প্রেয়ার আনা হচ্ছে পঙ্গপাল নিধনের জন্য৷ ড্রোন, হেলিকপ্টার থেকে স্প্রে করা হবে পঙ্গপাল মারতে৷

চুপ করে বসে নেই নেটিজেনরাও৷ ইন্টারনেটে তারাও নানা উপায় বলছে পঙ্গপাল থেকে মুক্তি পেতে৷ তার মধ্যে সবচেয়ে হিট টপিক পঙ্গপাল ভাজা৷ বিশ্বের অনেক মানুষই পতঙ্গ ভাজা খেতে পছন্দ করেন৷ তার মধ্যে পঙ্গপাল সবচেয়ে প্রিয়৷ ভারতেও কিছু জনজাতি পঙ্গপাল ভাজা খেতে পছন্দ করেন৷

বয়স মাত্র ২২! ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ভারতীয় অভিনেত্রীর

মঙ্গলবার এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ভারতীয় অভিনেত্রীর। ২২ বছর বয়সি মেবিয়েনা মাইকেল ছিলেন কন্ন়ড় ছোটপর্দার জনপ্রিয় মুখ। মঙ্গলবার কর্ণাটকের দেবিহেলি অঞ্চলে একটি ট্রাক্টর কার্যত পিষে দিয়ে যায় তাঁকে। তাঁর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন কন্ন়ড় টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকারা।

শো পিয়াতে হুডুগির হাল্লি লাইফ নামক একটি রিয়েলিটি শো তাঁকে রাতারাতি খ্যাতি এনে দিয়েছিল। ওই রিয়েলিটি শো-এর অ্যাঙ্কার আকুল বালাজি সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে লিখেছেন, ” মেবিয়েনা মাইকেলের প্রয়াণের খবরে আমি মর্মাহত। আমাদের অনুষ্ঠানের চতুর্থ সিরিজের বিজেতা ছিলেন তিনি। ওঁর পরিবারের জন্য সমবেদনা জানাই। প্রার্থানা করি ওঁরা যেন দ্রুত এই শোক কাটিয়ে উঠতে পারেন।

মোবিয়ানা মডেল হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন খুব কম বয়সে। মাত্র ১৯ বছর বয়সে তিনি শো পিয়াতে হুডুগির হাল্লি লাইফ উদ্যোগটিতে অংশগ্রহণ করেন। হু হু করে বাড়তে থাকে জনপ্রিয়তা। এই রিয়েলিটি শো তে ১২ জন উঠতি তারকাকে শহুরে জীবন ছেড়ে গ্রামে থাকার চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল।

বান্ধবীর সঙ্গে দেখা করানোর আবদার সোনু সুদের কাছে! অভিনেতার জবাবে হাসির রোল নেট দুনিয়ায়

#মুম্বই: পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করে ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা সোনু সুদ৷ অভিনেতার এই উদ্যোগের কথা জানতে পেরে বহু মানুষই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন৷ কিন্তু তাঁদের মধ্যেই একজন ভক্ত বিচিত্র অনুরোধ নিয়ে অভিনেতার দ্বারস্থ হলেন৷ আর তাঁকে ততধিক মজাদার জবাব দিলেন অভিনেতা!

আসলে ট্যুইটারের মাধ্যমে এক প্রেমিক নিজের বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য অভিনেতার সাহায্য চেয়ে বসেছেন৷ সোনু সুদকে উদ্দেশ করে তিনি লিখেছেন, তাঁর বান্ধবী বিহারে থাকেন, ওই অভিনেতা যেন তাঁকে সেখানে পাঠানোর ব্যবস্থা করেন৷ ওই ব্যক্তি লেখেন, ‘ভাই, দয়া করে আমার বান্ধবীর সঙ্গে আমার দেখা করিয়ে দিতে সাহায্য করুন৷ ও বিহারে থাকে৷’

ট্যুইটারে এমন অনুরোধ পেয়ে অবশ্য তা হাল্কা ভাবেই নিয়েছেন অভিনেতা৷ মজা করে তিনি পাল্টা জবাব দিয়ে লেখেন, ‘কয়েকদিন একটু দূরে থেকে দেখে নেও… সত্যিকারের ভালবাসার পরীক্ষা হয়ে যাবে!’

অভিনেতার এই জবাব দেখে স্বাভাবিকভাবে হাসি রোল ওঠে তাঁর বাকি ভক্তদের মধ্যে৷ সোশ্যাল মিডিয়াতেও তা ভাইরাল হয়৷

তবে এই প্রথম নয়৷ কিছুদিন আগেও অভিনেতার কাছে এমন আজব আব্দার করেছিলেন আর এক ব্যক্তি৷ সেবারে অনুরোধ ছিল, পরিযায়ী শ্রমিকদের জন্য অভিনেতা যে বাসের ব্যবস্থা করেছিলেন, তাতে করে ওই ব্যক্তিকে দেশি মদের দোকানে পৌঁছে দিতে হবে৷ সোনু সুদ জবাবে লিখেছিলেন, তিনি মদের দোকান থেকে কাউকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দিতে পারেন৷

গত বেশ কয়েক সপ্তাহ ধরে হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছেন সোনু সুদ৷ নিজে দাঁড়িয়ে থেকে শ্রমিকরা বাসে ওঠার সময় গোটা ব্যবস্থাপনার দেখাশোনা করছেন অভিনেতা৷

সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, ‘এই পরিযায়ী শ্রমিকরা দেশের হৃদযন্ত্র, আমার মনে হয় এঁদের সাহায্য করাটা আমার দায়িত্ব৷ এই পরিযায়ী শ্রমিক এবং তাঁদের পরিবার ও শিশুদের রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছি আমরা৷ এসি-র ঠান্ডা ঘরে বসে এই শ্রমিকদের জন্য উদ্বেগ প্রকাশ না করে আমাদেরও রাস্তায় নেমে ওঁদের মতো একজন হয়ে উঠতে হবে৷’

 

পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরাচ্ছেন, ঝড় তুলছেন টুইটারেও, দেশের নতুন ‘নায়ক’ সোনু সুদ

#মুম্বই: করোনার দিনগুলিতে তাঁর জনপ্রিয়তা, বলিউডের তারকাদের ছাপিয়ে গিয়েছে। এই জনপ্রিয়তা অবশ্য স্রেফ অভিনেতার অর্জন নয় , বরং অর্জন এক পর্বতসমান উঁচু মানবিক ব্যক্তিতের। তিনি বলিউড তারকা সোনু সুদ, স্রেফ নিজের দায়িত্বে প্রায় ১২ হাজার পরিযায়ী শ্রমিককে বাড়ি পাঠিয়েছেন। এখানেই শেষ নয়, যে কেউ যোগাযোগ করতে পারছেন সোনু সুদকে। রবিবার তাঁর সঙ্গে এক টুইটারেত্তির কথোপকথন নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।

আটকে থাকা মানুষকে আস্তানায় পৌঁছে দিচ্ছেন, এই খবর জেনেই সম্প্রতি এক তরুণ টুইটারেত্তি সোনুর উদ্দেশ্যে লেখেন, ” ঘরে আটতে আছি। আমাকে মদের আসরে পৌঁছে দিন।” সোনু সপাট উত্তরটা দিতে দেরি করেননি। তিনি পাল্টা লেখেন, আপনি বললে আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি। লাগলে বলবেন।”

সোনুর এই টুইট ঝড়ের গতিতে ছড়িয়েছে। ৪৩ হাজারেরও বেশি মানুষ টুইটটিতে লাইক দিয়েছেন।

সোনু সুদ প্রথম দায়িত্ব নিয়ে বাড়ি পাঠান কর্ণাটকের শ্রমিকদের। ৩৫০ শ্রমিককে পাঠাতে প্রথম বারে লেগেছিল ১০টা বাস। এরপরেই মুম্বইয়ের ওয়াডালা অঞ্চল থেকে পরিযায়ী শ্রমিকদের উত্তর প্রদেশে নিজের ঘরে ফেরানোর অভিযান শুরু হয়। গোটা কাজটায় সোনুর সঙ্গী হয়েছিলেন তাঁর বন্ধু নীতি গয়াল। ধাপে ধাপে ওঁরা ফিরিয়েছেন বিহার-ঝাড়খণ্ডের বহু শ্রমিককেও। একটানা ২০ ঘণ্টা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন সোনু সুদ, এমন খবরও সংবাদ শিরোনাম হয়েছে।

একটানা এই কাজ করে যাওয়ায় সোনু সুদের ইমেজটাই হয়ে উঠেছে-মুশকিল আসানের মতো। যেন সোনু চাইলে সবটাই পারেন। অনেকে তো নামই দিয়ে ফেলেছেন-রবিনহু়ড।