Category Archives: দক্ষিণ ২৪ পরগনা

Bio Village: বিষমুক্ত ফসল উৎপাদনের লক্ষ্যে সুন্দরবনে বায়ো ভিলেজ, গড়ে উঠছে মডেল গ্রাম

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে গড়ে উঠছে বায়ো ভিলেজ, তৈরি হচ্ছে ভার্মিকম্পোস্ট। পূর্ব ও পশ্চিম জটার বায়ো ভিলেজে কৃষকদের ভার্মিকম্পোস্ট পিট সাপোর্ট দেওয়া হচ্ছে। জমির স্বাস্থ্যকে অক্ষুন্ন রেখে বিষমুক্ত খাদ্য উৎপাদন করাই লক্ষ্য এই প্রকল্পের।

সেজন্য কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণের পর তৈরি করা হয়েছে প্রায় ৭৫০ টি ভার্মিকম্পোস্ট পিট। কেমন হয় এই ভার্মিকম্পোস্ট পিটগুলি? একটি জায়গাকে দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে, সেখানে পচনশীল বর্জ্য ফেলে এই পিট তৈরি করা হচ্ছে। কৃষকরা তার জন্য নিজেদের জায়গাকে ব্যবহার করছে। এর থেকে সার তৈরি করতে সময় লাগছে পাঁচ থেকে ছয় মাস। এরপর সেই সার নিজেদের জমিতেই ব্যবহার করছে কৃষকরা। বায়ো ভিলেজের মধ্যে এই কাজ করা হচ্ছে।

আরও পড়ুন: ১৪ বছর পর পালিত মা-বাবাকে ছেড়ে ঘরে ফিরল যুবক

কৃষকদের মধ্যে কেউ কেউ খুলিতে কেঁচো সার চাষ করছে। এগুলি কৃষকরা ব্যবহার করে বিষমুক্ত খাদ্য উৎপাদন করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এই পিট থেকে উৎপাদিত সার বাইরে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই বায়ো ভিলেজ ভবিষ্যতে মডেল গ্রাম হিসাবে গড়ে উঠবে এ নিয়ে আশাবাদী উদ্যোক্তারা। তাঁদের পক্ষ থেকে সৌরভ কয়াল জানান, তাঁদের ইচ্ছা বিষমুক্ত খাদ্য উৎপাদন করা। সেই লক্ষ্যেই তাঁরা কাজ চালিয়ে যাচ্ছেন।

নবাব মল্লিক

Bangla Video: ১৪ বছর পর পালিত মা-বাবাকে ছেড়ে ঘরে ফিরল যুবক

দক্ষিণ ২৪ পরগনা: মায়ের বকা খেয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলেন ১৪ বছর আগে। বিহারের সেই বালক পথে ঘুরতে ঘুরতে এরপর চলে আসেন কলকাতায়। তারপর উঠে বসেছিলেন শিয়ালদহ দক্ষিণ শাখারলক্ষ্মীকান্তপুর লোকালে। ট্রেনের মধ্যে দেখা হয় এক সবেদা বিক্রেতার সঙ্গে। ভয়ে সেই ফেরিওয়ালাকে জড়িয়ে কেঁদেফেলেছিল সেদিনের সেই বালকটি।

কোন‌ও এক মায়ার বন্ধনে তার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন ওই ফেরিওয়ালা। তারপর তাকে নিয়ে দক্ষিণ বারাসতের হরিনারায়নপুরের বাড়িতে চলে আসেন। তারপর তাকে কোলে পিঠে করে ধীরে ধীরে বড় করে তোলেন। স্কুলে ভর্তি করে পড়াশোনা শেখান। নিজের পরিচয় বেড়ে ওঠে বিহারের মোফুজ মোল্লা। সে জানত এটাই তার বাবা-মা। কিন্তু সে একদিন সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করতেই সব কিছু পাল্টে যায়।

আরও পড়ুন: ভোট প্রচারে এসে বাংলায় কথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সেই ছবি দেখতে পান বিহারে বসবাসরত আসল মা-বাবা। যোগাযোগ করে তাঁরা জানতে পারেন, ছেলে দক্ষিণ বারাসতের কাছে একটি পরিবারে বড় হচ্ছে। তাঁরা এসে হাজির হন সেইদিনের সেই সবেদা বিক্রেতার বাড়িতে। সেখানে এসে দেখেন ছেলে অনেক বড় হয়ে গেছে। তাঁদের আর চিন্তেই পারছে না। তারপর মায়ের কোলে বসে থাকা পুরনো ছবি দেখে ধীরে ধীরে সবটা খোলসা হয়। যথারীতি পালিত মা-বাবাকে ছেড়ে আসল মা-বাবার কাছে ফিরে যায় মোফুজ। যদিও তিনি জানিয়েছেন, আসল মা-বাবার মতই পালিত মা-বাবাও তাঁর কাছে নিজের। তাই দু’জায়গাতেই যাতায়াত করবেন।

সুমন সাহা

South 24 Parganas News: অতি প্রাচীন এই শীতলা মন্দিরে বৈশাখের শেষ সপ্তাহে ভক্ত সমাগম

নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: প্রতি বছর বৈশাখের শেষ সপ্তাহে কৌতলার শীতলা মন্দিরে ভিড় জমান স্থানীয়রা। স্থানীয়দের বিশ্বাস এই মন্দির খুবই জাগ্রত। প্রচীন এই মন্দিরকে ঘিরে ছড়িয়ে রয়েছে অনেক গল্পকথা।এই মন্দির আগে জঙ্গলের মধ্যে ছিল বলে দাবি মন্দিরের সেবায়েত রনজিৎ চক্রবর্তীর। পরে জমিদারি আমলে মন্দিরের জায়গা হস্তান্তিরত হয় বর্তমান সেবায়েতদের কাছে। বর্তমানে মন্দিরটিকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। বৈশাখের শেষ সপ্তাহে এই উপলক্ষে তিন দিন ধরে চলে মেলা।

এবছর শতাধিক দোকান ও প্রায় পাঁচ হাজার পুণ্যার্থী এখানে এসেছেন। বর্তমানে এই মন্দিরের পরিচিতি ছড়িয়েছে জেলার অন্যান্য জায়গাতেও।সেজন্য আগের থেকে এখন অনেক বেশি মানুষজন এখানে আসেন। তিনদিন ধরে ভক্তরা তাঁদের পুজোর উপকরণ সাজিয়ে রেখে যান। পরে সেগুলি পুজো দিয়ে ভক্তদের মধ্যে বিলি করা হয়।

আরও পড়ুন : ঘি খেলে ওজন কমে নাকি বাড়ে? কীভাবে ঘি খেলে কমবে ব্লাড সুগার? জানুন সুস্থ থাকতে রোজ কতটা ঘি খেতে পারবেন

এভাবেই বছরের পর বছর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে চলছে এই পুজো। পুরানো মন্দিরটির জায়গায় বর্তমানে নতুন মন্দির করা হয়েছে। যেখানে অনেক লোক আসেন সারা বছর ধরেই। তবে বছরের এই কিছু দিন বেশি লোক আসেন সেখানে। এই উপলক্ষে সেখানে মেলাও বসে। আপনিও সময় পেলে ঘুরে আসুন এখান থেকে।

Summer Recipe: এই গরমে বাড়িতেই তৈরি করুন তাল শাঁসের শরবত, রইল রেসিপি

কয়েদিনের বৃষ্টির পর আবার গরম পড়তে শুরু করেছে। এই সময় আপনি বাড়িতেই তৈরি করতে পারেন তাল শাঁসের শরবত। যা খেতে খুবই সুস্বাদু।
কয়েদিনের বৃষ্টির পর আবার গরম পড়তে শুরু করেছে। এই সময় আপনি বাড়িতেই তৈরি করতে পারেন তাল শাঁসের শরবত। যা খেতে খুবই সুস্বাদু।
এই শরবত তৈরি করতে হলে আপনাকে বাজার থেকে কিনে আনতে হবে কচি তালের শাঁস। সেই কচি তালের দুটি শাঁসের সঙ্গে জল মেশাতে হবে ৫ কাপ।
এই শরবত তৈরি করতে হলে আপনাকে বাজার থেকে কিনে আনতে হবে কচি তালের শাঁস। সেই কচি তালের দুটি শাঁসের সঙ্গে জল মেশাতে হবে ৫ কাপ।
নাহলে আপনি কচি তালের শাঁসের খোসা ছাড়িয়ে টুকরা করে নিতে পারেন। এরপর ব্লেন্ডারে জল ও তালের শাঁস ব্লেন্ড করে রস ছেকে নিতে পারেন।
নাহলে আপনি কচি তালের শাঁসের খোসা ছাড়িয়ে টুকরা করে নিতে পারেন। এরপর ব্লেন্ডারে জল ও তালের শাঁস ব্লেন্ড করে রস ছেকে নিতে পারেন।
এরপর মেশাতে হবে লেবুর রস ২ চা চামচ, চিনি, বরফ কুচি। এরপর সেগুলিকে মিক্সিং করতে হবে।
এরপর মেশাতে হবে লেবুর রস ২ চা চামচ, চিনি, বরফ কুচি। এরপর সেগুলিকে মিক্সিং করতে হবে।
 অপর একটি পাত্রে জল, চিনি ও লেবুর রস মিশিয়ে নিয়ে। এরপর ছেঁকে রাখা তালের শাঁসের সঙ্গে মিশ্রণটিকে মেশাতে হবে।
এরপর অপর একটি পাত্রে জল, চিনি ও লেবুর রস মিশিয়ে নিয়ে। এরপর ছেঁকে রাখা তালের শাঁসের সঙ্গে মিশ্রণটিকে মেশাতে হবে।
শেষে বরফের টুকরা মেশালেই তৈরি শরবত। তাহলে আর অপেক্ষা কিসের, বাড়িতেই তৈরি করুন এই শরবত।
শেষে বরফের টুকরা মেশালেই তৈরি শরবত। তাহলে আর অপেক্ষা কিসের, বাড়িতেই তৈরি করুন এই শরবত।

Onion Health Tips: খাবারের সঙ্গে নিয়মিত কাঁচা পেঁয়াজ খান? জানেন এতে শরীরে কী হয়? যা বলছেন চিকিৎসক

খাবারের সঙ্গে কাঁচা পেঁয়াজ খাওয়ার চল শুধুই বংলা নয়, আমাদের গোটা দেশেই। কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়া কি আদৌ স্বাস্থ্যকর? এতে শরীরে কী হয়? বিচিকিৎসক জানাচ্ছেন,কাঁচা পেঁয়াজ হার্টের সমস্যা রোধ করে, চোখের জ্যোতি ঠিক রাখে, ঘন ঘন হেচকি ওঠা, জ্বর-সর্দি, পেটের সমস্যার সমাধান করে। শরীরে ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ হলে তার থেকেও রক্ষা করে পেঁয়াজ। এতে থাকা উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
খাবারের সঙ্গে কাঁচা পেঁয়াজ খাওয়ার চল শুধুই বংলা নয়, আমাদের গোটা দেশেই। কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়া কি আদৌ স্বাস্থ্যকর? এতে শরীরে কী হয়? বিশেষজ্ঞরা জানাচ্ছেন,কাঁচা পেঁয়াজ হার্টের সমস্যা রোধ করে, চোখের জ্যোতি ঠিক রাখে, ঘন ঘন হেচকি ওঠা, জ্বর-সর্দি, পেটের সমস্যার সমাধান করে। শরীরে ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ হলে তার থেকেও রক্ষা করে পেঁয়াজ। এতে থাকা উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
কাঁচা পেঁয়াজে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ ও ফাইবার থাকে। পেঁয়াজে রয়েছে কুয়ারসেটিন ও জৈব সালফার। শরীরে ইনসুলিনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফলে ডায়াবেটিস রোগীরাও পেঁয়াজ খেতে পারেন, জানালেন বিশিষ্ট চিকিৎসক জে এন হালদার
কাঁচা পেঁয়াজে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ ও ফাইবার থাকে। পেঁয়াজে রয়েছে কুয়ারসেটিন ও জৈব সালফার। শরীরে ইনসুলিনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফলে ডায়াবেটিস রোগীরাও পেঁয়াজ খেতে পারেন, জানালেন বিশিষ্ট চিকিৎসক জে এন হালদার।
মল অপরিষ্কার হলে কাঁচা পিঁয়াজ অতুলনীয়। কাঁচা পিঁয়াজের রস অল্প পরিমাণ গরম জলের সঙ্গে মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয়। এতে মল অনেকটাই পরিষ্কার থাকে
মল অপরিষ্কার হলে কাঁচা পিঁয়াজ অতুলনীয়। কাঁচা পিঁয়াজের রস অল্প পরিমাণ গরম জলের সঙ্গে মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয়। এতে মল অনেকটাই পরিষ্কার থাকে
জ্বর-সর্দির ক্ষেত্রে পেঁয়াজের রস না খেয়ে, একটু নাকে টানলে জ্বর-সর্দি থেকে মুক্তি পাওয়া যায়। পেঁয়াজের রস টানলে সর্দি বেরিয়ে যায় নাক দিয়ে।
জ্বর-সর্দির ক্ষেত্রে পেঁয়াজের রস না খেয়ে, একটু নাকে টানলে জ্বর-সর্দি থেকে মুক্তি পাওয়া যায়। পেঁয়াজের রস টানলে সর্দি বেরিয়ে যায় নাক দিয়ে।
কাঁচা পেঁয়াজের রস দু-চামচ করে নিয়মিত খেলে হার্টের সমস্যা দূর হতে পারে। জৈব সালফার থাকে বলে পেঁয়াজের গন্ধ খানিকটা উগ্র ধরনের হয়। তবে রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে পেঁয়াজ মুখ্য ভূমিকা পালন করে। এর ফলে হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের আশঙ্কাও অনেকটা কমে যায়।
কাঁচা পিঁয়াজের রস দু চামচ করে নিয়মিত খেলে হার্টের সমস্যা দূর হতে পারে হার্টের সমস্যায় পিঁয়াজের একটি বড় উপাদান। জৈব সালফার থাকে বলে পেঁয়াজের গন্ধ খানিকটা উগ্র ধরনের হয়। তবে রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে পেঁয়াজ মুখ্য ভূমিকা পালন করে। এর ফলে হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের আশঙ্কাও অনেকটা কমে যায়।
 পেঁয়াজের মধ্যে ভিটামিন সি, ভিটামিন সিক্স, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, কপার প্রচুর পরিমাণে রয়েছে। এই উপাদানগুলো শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য ভীষণভাবে জরুরি। নিয়মিত পেঁয়াজ খেলে স্নায়ুর রোগের ঝুঁকিও কমে। নিয়মিতভাবে কাঁচা পিঁয়াজ খেলে বয়স্কদের ক্ষেত্রে চোখের জ্যোতি ঠিক রাখে এবং দৃষ্টিশক্তির সমস্যা কম হয়।
পেঁয়াজের মধ্যে ভিটামিন সি, ভিটামিন সিক্স, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, কপার প্রচুর পরিমাণে রয়েছে। এই উপাদানগুলো শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য ভীষণভাবে জরুরি। নিয়মিত পেঁয়াজ খেলে স্নায়ুর রোগের ঝুঁকিও কমে। নিয়মিতভাবে কাঁচা পিঁয়াজ খেলে বয়স্কদের ক্ষেত্রে চোখের জ্যোতি ঠিক রাখে এবং দৃষ্টিশক্তির সমস্যা কম হয়।
কিন্তু কাঁচা পেঁয়াজ খাবার অপকারিতাও আছে। পেঁয়াজে যেহেতু প্রচুর পরিমাণে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও ফাইবার থাকে, তাই পেঁয়াজ ভালভাবে হজম করতে না পারলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে।
কিন্তু কাঁচা পেঁয়াজ খাবার অপকারিতাও আছে। পেঁয়াজে যেহেতু প্রচুর পরিমাণে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও ফাইবার থাকে, তাই পেঁয়াজ ভালভাবে হজম করতে না পারলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে।

Food: শসা নয়, দই-বেদানার সঙ্গে দিন এই রসালো সুস্বাদু ফলের টুকরো, এমন রায়তার স্বাদ জীবনে ভুলবেন না নিশ্চিত, রইল রেসিপি

*এই রায়তা বানাতে লাগবে দই ১ কাপ। ছোট কিউব করে কাটা আনারস আধ কাপ। ডালিম, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো।
*এই রায়তা বানাতে লাগবে দই ১ কাপ। ছোট কিউব করে কাটা আনারস আধ কাপ। ডালিম, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো।
*চিনি, লবণ, কাটা ধনে পাতা। প্রথমে একটি পাত্রে দই ফেটে নিতে হবে। দইয়ে মশলার গুঁড়ো, চিনি ও লবণ মিশিয়ে নিতে হবে।
*চিনি, লবণ, কাটা ধনে পাতা। প্রথমে একটি পাত্রে দই ফেটে নিতে হবে। দইয়ে মশলার গুঁড়ো, চিনি ও লবণ মিশিয়ে নিতে হবে।
*আনারসের মতো রসালো ফল খেতে খুবই সুস্বাদু। এতে প্রচুর ভিটামিন রয়েছে। আনারসের রায়তা বানাতে দই ব্যবহার করা হয়।
*আনারসের মতো রসালো ফল খেতে খুবই সুস্বাদু। এতে প্রচুর ভিটামিন রয়েছে। আনারসের রায়তা বানাতে দই ব্যবহার করা হয়।
*এ বার খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন আনারসের রায়তা চাটনি। এই চাটনি দই দিয়ে তৈরি করা হয়।
*এ বার খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন আনারসের রায়তা চাটনি। এই চাটনি দই দিয়ে তৈরি করা হয়।
*রায়তা তাড়াতাড়ি পরিবেশন করতে হবে। নাহলে স্বাদ পরিবর্তন হয়ে যেতে পারে, তাই বানানোর পরে বেশি দেরী না করাই ভাল পরিবেশনের ক্ষেত্রে। তাহলে আর দেরি কিসের বাড়িতেই বানিয়ে ফেলুন এই রায়তা।
*রায়তা তাড়াতাড়ি পরিবেশন করতে হবে। নাহলে স্বাদ পরিবর্তন হয়ে যেতে পারে, তাই বানানোর পরে বেশি দেরী না করাই ভাল পরিবেশনের ক্ষেত্রে। তাহলে আর দেরি কিসের বাড়িতেই বানিয়ে ফেলুন এই রায়তা।
*এরপর তাতে কেটে রাখা আনারস দিয়ে দিতে হবে। কিছু ডালিমের দানা দিলেই তৈরি হয়ে যাবে রায়তা।
* এরপর তাতে কেটে রাখা আনারস দিয়ে দিতে হবে। কিছু ডালিমের দানা দিলেই তৈরি হয়ে যাবে রায়তা।

Bangla Video: স্বনির্ভর হওয়ার পথে রায়দিঘি কলেজ

দক্ষিণ ২৪ পরগনা: স্বনির্ভর হয়ে ওঠার কাহিনী তো অনেক শুনেছেন। কিন্তু কখনও কি শুনেছেন আস্ত একট কলেজ স্বনির্ভর হয়ে উঠছে? ঠিক এমনই ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি কলেজের ক্ষেত্রে। এই কলেজে তৈরি হচ্ছে নতুন ভবন।

দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত এলাকা রায়দিঘিতে অবস্থিত এই কলেজে গত কয়েকটি শিক্ষাবর্ষ জুড়ে ক্রমশ ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়ছে তারা যাতে সঠিকভাবে ক্লাস করতে পারে তার জন্যই বাড়ানো হচ্ছে কলেজ ভবনের পরিধি। তৈরি হচ্ছে নতুন কলেজ বিল্ডিং। এই নতুন ভবন নির্মাণ করা হচ্ছে কলেজের নিজস্ব টাকায়। এই বিষয়ে সরকার বা অন্য কোথাও থেকে সেই অর্থে সাহায্য নেওয়া হয়নি।

আর‌ও পড়ুন: চতুর্থ দফায় নজর কাড়বে এই জেলার ভোট, বাঙালি-অবাঙালি মিশ্রণে নির্ধারক একাধিক সমীকরণ

কলেজ ভবন তৈরির এই টাকা কোথা থেকে এল‍? এই প্রশ্নের জবাবে রায়দিঘি কলেজের অধ্যক্ষ শশবিন্দু জানা জানান, কলেজের ছাত্র-ছাত্রীদের প্রদেয় ফি বাঁচিয়ে সেই টাকা দিয়ে তৈরি করা হচ্ছে এই ভবন। সেই সঙ্গে কলেজ প্রাঙ্গণেই তৈরি করা হয়েছে একাধিক প্রজেক্ট। ঔষধি গাছের বাগান গড়ে তোলা হয়েছে কলেজে। এছাড়াও কলেজ প্রাঙ্গণে হয়েছে সূর্যমুখী ফুলের বাগান। কয়েক মাস আগে করা হয়েছিল মাশরুম চাষ। এভাবে গোটা কলেজ স্বনির্ভর হয়ে উঠেছে। এই কাজে কলেজের একাধিক বিভাগ সহযোগিতা করছে। রয়েছে ছাত্র-ছাত্রীরাও। এভাবে কলেজের স্বনির্ভর হওয়ার গল্প পথ দেখাচ্ছে অন্যান্য কলেজগুলিকেও। ভবিষ্যতে এই প্রকল্পগুলি আরও বড় আকারে করার পরিকল্পনা নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ।

নবাব মল্লিক

South 24 Parganas News: সকলেই পাস! উচ্চমাধ্যমিকের এই সুখবর সেলিব্রেট করতে রাস্তায় বাজল ডিজে বক্স

দক্ষিণ ২৪ পরগনা :  ঠাকুর বিসর্জন নয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আনতে ডিজে বক্স বাজিয়ে উল্লাসে মাতল পরীক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে জয়নগর থানা এলাকা দক্ষিণ বারাসত শিবদাস আচার্য হাই স্কুলের ছাত্ররা।এদিন ছিল রেজাল্ট আনার দিন আর ছাত্ররা  নিজেদের মধ্যেই ঠিক করে যে স্কুল লাইফ শেষ হয়ে গেল। স্কুলে আর যাব না। আর তাই এই শেষ দিনে এমন একটা কিছু করে দেখাতে চায় যা স্কুল লাইফের শেষ দিনটি সারা জীবন মনে থাকবে।

তাই এই ধরণের সিদ্ধান্ত নিয়েছে তারা। এই স্কুলে সমস্ত ছেলেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আর সেই আনন্দে কিছু ছাত্ররা উদযাপনের পরিকল্পনা করেন। আর সেই পরিকল্পনামাফিক রাস্তায় প্রতিমা বিসর্জনের মতন ভ্যানে করে ডিজে বক্স বাজিয়ে স্কুলে মার্কশিট আনতে ‌যায়, তার সঙ্গে চলছিল উদ্দাম নাচ।

এলাকার ব্যস্ততম রাস্তায় বেশ কিছু ছাত্ররা উদ্দাম নাচে মেতে উঠেছিল। যদিও এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ কিছুই জানতেন না। তবে এভাবে বক্স বাজিয়ে রেজাল্ট আনতে যাওয়া এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ বারাসাত এলাকার বাসিন্দারা। এলাকার রাস্তায় কেউ কেউ বলেন ‘‘এখন কি কোনও পুজো আছে?  তাহলে রাস্তায় কেন এত বক্স বাজিয়ে ছেলেরা নাচতে নাচতে যাচ্ছে৷’’

অনেকেই মজার ছলে বলছে, ‘‘ওরা রেজাল্ট আনতে যাচ্ছে আর ওদের আজ স্কুল জীবন শেষ তাই প্রতিমা বিসর্জন নয়। স্কুল জীবন বিসর্জন দিতে যাচ্ছে।’’ যদিও ছাত্রদের মধ্যে একাংশ বলে, ‘‘আমরা এটা পরীক্ষার শেষ দিন থেকেই ভেবে রেখেছিলাম যে পরীক্ষা রেজাল্ট বের হলে যদি আমরা সবাই পাস করতে পারি তাহলে এই ভাবেই বক্স বাজিয়ে আনন্দ করতে করতে আমরা আমাদের রেজাল্ট আনতে যাব সেইমতো আমরা এটা করলাম।’’

Suman Saha

Bike Accident: ভোর রাতে বাইক দুর্ঘটনায় টলিউড অভিনেতার মর্মান্তিক মৃত্যু!

দক্ষিণ ২৪ পরগনা: সাত সকালে বেপরোয়া বাইক চালানোর বড়সড় মাসুল দিতে হল অভিনেতাকে। সোনারপুরে পথদুর্ঘটনায় মারা গেলেন আজাদ শেখ (৩৫) নামে হলিউড অভিনেতা। তিনি সম্প্রতি ‘মির্জা’ নামে এক পরিচিত বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন।

সোনারপুর থানার আড়াপাঁচে এই পথ দুর্ঘটনাটি ঘটে। সোনারপুরের‌ই জগদীশপুরের বাসিন্দা আজাদ শেখ। এদিন ভোর চারটে নাগাদ বাড়ি থেকে বাইক নিয়ে বের হন মামার বাড়ি যাবেন বলে। অত ভোরে বাইক নিয়ে বেরোতে বারণ করেছিলেন বাবা। কারণ দিন দুই পর‌ই পরিবারের সকলে মিলে মামার বাড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি বাবার বারণ শোনেননি। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক ভোরে দ্রুত গতিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোট টেম্পোয় ধাক্কা মারেন। বাইকের গতিবেগ এতটাই ছিল যে সামনের চাকা খুলে যায়। সামনের অংশ একেবারে দুমড়ে মুছড়ে গিয়েছে। খবর পেয়ে পুলিশ এসে এই অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আর‌ও পড়ুন: হাওড়ার বিখ্যাত ‘দাশনগর’-এর নামকরণ কীভাবে হয়েছিল জানেন?

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, আজাদ শেখের ৯ বছরের একটি পুত্র সন্তান আছে। সন্তান জন্ম দিতে গিয়ে আজাদের স্ত্রী মারা গিয়েছিলেন। আগামী ২০ মে তার জন্মদিন। এবার জন্মদিনের আগে বাবাকেও হারাল ছোট্ট শিশুটি। আজাদ শেখ এই বছর রিলিজ হ‌ওয়া টলিউড স্টার অঙ্কুশের মির্জা সিনেমায় অভিনয় করেন। বাবা ও ছেলে দু’জনেই অভিনয় করেছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে শোকোস্তব্ধ অনুরাগীরা।

সুমন সাহা

Bangla Video: জল উঠছে নদী বাঁধের কাছে, আতঙ্কে সুন্দরবন

দক্ষিণ ২৪ পরগনা: হঠাৎ নদী ও সমুদ্রের জল ফুঁসে উঠতে শুরু করেছে। সেই জল চলে আসছে নদীবাঁধের গোড়ায়। ফলে আলগা হচ্ছে নদীবাঁধের মাটি। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে সুন্দরবনের বাসিন্দাদের মধ্যে।

কাকদ্বীপের সাতের ঘেরি এবং সাগরদ্বীপের চকফুলডুবি এলাকায় নদীবাঁধের মাটি ধসে নীচে নেমে গিয়েছে। সম্পূর্ণ বাঁধ না ভাঙলেও একটু একটু করে ক্ষতি হচ্ছে বাঁধ। আর তাতেই আতঙ্ক গ্রাস করেছে স্থানীয়দের মধ্যে। ফলে জোয়ার এলেই এলাকাবাসীরা বাঁধের উপরে ভিড় করছেন। এছাড়াও ধস নামায় নদী বাঁধ লাগোয়া একাধিক জায়গায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। যেকোনও মুহূর্তে বাঁধ ভেঙে পড়ার আশঙ্কায় ভুগছেন এলাকার মানুষ।

আরও পড়ুন: ভোটের আগে কী কী দাবি জঙ্গলমহলের মানুষের?

এমনিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে ঝড়ো বাতাসের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে সুন্দরবনের উপকূলীয় এলাকায়। যার ফলে আগেই নদীর জল বাড়ার সম্ভাবনার কথা জানানো হয়েছিল। সেই অনুযায়ী জলও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নদীর জল বৃদ্ধির সঙ্গে বাঁধের ক্ষতি হওয়ায় আতঙ্কে গ্রামবাসীরা। বাঁধের ক্ষতি রুখতে ইতিমধ্যে স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। তবুও ভয় কাটছে না মানুষের।

নবাব মল্লিক