Tag Archives: 2024 Lok Sabha Elections

saumitra khan sujata mondal: ‘সন্ধ্যা সাতটার পর…’ সৌমিত্রের বিরুদ্ধে বিস্ফোরক সুজাতা! মহিলাদের কাছে বিশেষ আবেদন

বিষ্ণুপুর: বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে বেলাগাম আক্রমণ সুজাতা মণ্ডলের। আগামী পাঁচ বছর মহিলাদের সুরক্ষিত থাকতে হলে সৌমিত্রকে ভোট না দেওয়ার আবেদন সুজাতার। জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল বেলাগাম ভাষায় আক্রমণ করেন তার প্রাক্তন স্বামী তথা বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সাংসদ সৌমিত্র খাঁকে।

তিনি মঞ্চ থেকে এলাকার মানুষের উদ্দেশ্যে বলেন “আপনাদের এখানকার লম্পট চরিত্রহীন মাতাল ধান্দাবাজ মেয়ে নিয়ে পড়ে থাকা সাংসদ আবার টিকিট পেয়েছে আপনারা জানেন।” নাম না করে সম্প্রতি ভয়েস রেকর্ড ভাইরাল হওয়া বিজেপি নেতা নীরজ কুমারের সুরে সুর মিলিয়ে সাংসদকে সন্দেশখালির বেতাজ বাদশা শাহজাহানের সঙ্গে তুলনা করেন। এবং এলাকার মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ”আপনাদের যদি মনে হয় আগামী পাঁচটা বছর ঘরের মা-বোনেদের সম্মান সুরক্ষা রাখবেন তো মহিলাদের কাছে আমার আবেদন ওই লম্পট চরিত্রহীন সাংসদকে বিজেপির প্রার্থীকে একটা ভোটও দেবেন না। ভোট চাইতে এলে জিজ্ঞাসা করবেন পাঁচ কোটি টাকা করে তো অ্যালটমেন্ট হয় এমপি ল্যাডে, দশ কোটি টাকা তো খরচ করেছ বলছে, বাকি ১৫ কোটি টাকা কোথায় গেল? আর ওই ১০ কোটির হিসাবটাও নেবেন কোথায় খরচা করেছে কোন মহিলাদের নিয়ে হোটেলে থাকতে গিয়ে খরচ গেছে আর কত টাকা গেছে বোতলের পেছনে লাল জলের পেছনে।”

আরও পড়ুন: তাপস রায়ের মান ভাঙাতে বাড়িতে ব্রাত্যরা! বেরিয়ে ‘ইঙ্গিতপূর্ণ’ মন্তব্য কুণালের! কী বললেন?

তিনি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন, ”সন্ধ্যে সাতটার পর আপনারা ওই লম্পট খাঁ-কে ফোনে পান? সুস্থ অবস্থায় পান? কারণ সন্ধ্যা সাতটার পর সাংসদকে আর পাওয়া যায় না। তাই এই লম্পটকে আপনাদেরকে যোগ্য জবাব দিয়ে এই বিষ্ণুপুরের পবিত্র মাটি থেকে ছুড়ে ফেলা অঙ্গীকার নিতে হবে।”

আরও পড়ুন: পবন সিংয়ের সরে দাঁড়ানো, ‘বাংলার মানুষের জয়…’ ভোট প্রচারে ব্যবহার শুরু তৃণমূলের

সুজাতা মণ্ডলের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সৌমিত্র খাঁকে প্রশ্ন করতে তিনি বিষয়টি নিয়ে এড়িয়ে যান। তিনি বলেন, ”ওটা কি বলেছে জানি না, ওটা কোন নেত্রী নয়, আমি কিছু জানি না।”

Tmc Candidate: কাঁথিতে সৌমেন্দুর বিরুদ্ধে তৃণমূলের কে? কর্মীদের হাতে কার ছবি? শুনলে তাজ্জব হয়ে যাবেন

পঙ্কজ দাশ রথী, কাঁথি: প্রার্থী ছাড়াই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নিয়েই ‘অধিকারী পাড়ায়’ প্রচারে নামল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রার্থী ঘোষণা হয়নি এখনও, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়েই তাই অধিকারী পাড়ায় প্রচারে নামল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

এদিকে বিজেপির পক্ষ থেকে কাঁথি লোকসভা কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই, তথা শিশির অধিকারীর পুত্র সৌমেন্দু অধিকারী। শনিবার রাতে নাম ঘোষণা হতেই কাঁথি শহরে বিভিন্ন এলাকায় মোদিজি নামাঙ্কিত পোস্টার লাগিয়ে প্রচার শুরু করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী।

আরও পড়ুন: পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ঝড়, ৫ লাখ মানুষের মৃত্যু! কোথায় হয় জানেন, নামটা শুনলেই বলবেন, ‘তাই নাকি!’

এর কয়েক ঘন্টা কাটতে না কাটতেই রবিবার সন্ধ্যায় কাঁথি শহরে বিভিন্ন এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পোস্টার দিয়ে প্রচার শুরু করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রচারের অগ্রভাগে নেতৃত্ব দেন কাঁথি পুরসভা পুরপ্রধান ও কাঁথি সংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি। কাঁথি শহরের একাধিক দোকান ও বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে দেন তিনি। তৃণমূল প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণকে আবেদনও জানান। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন কাঁথি শহর যুব তৃণমূলের সভাপতি সুরজিত নায়ক, কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী, রুমা মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা।

আরও পড়ুন: মহুয়া মৈত্রর বিরুদ্ধে বিজেপি প্রার্থী কে? চমকে দেওয়া নাম নিয়ে আলোচনা! কে জানেন?

অপরদিকে, কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী আজ পটাশপুরের চন্দনপুরে ভোটে প্রচারে এসে মিছিলে যোগ দিলেন। পাশাপাশি সাংগঠনিক বৈঠকও করেন। নিজে মিছিলে পা মেলান ও কর্মীদের সঙ্গে জনসংযোগ করেন।

Narendra Modi in Bengal: ৬ মার্চ বারাসত, তারপর…? ৯ মার্চ ‘ঘাঁটি’তে নরেন্দ্র মোদি! চমকে দেওয়া কর্মসূচি

কলকাতা: মার্চের শুরুতেই রাজ্যে ৩ দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১ মার্চ আরামবাগে, ২ মার্চ কৃষ্ণনগরে সরকারি অনুষ্ঠান ও রাজনৈতিক জনসভায় অংশ নেওয়ার পর আগামী ৫ মার্চ কলকাতায় আসছেন মোদি। ৬ মার্চ গঙ্গার নীচে মেট্রো প্রকল্প সহ একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি ৬ মার্চ বারাসাতে বিজেপির এক জনসভায় অংশ নেবেন নরেন্দ্র মোদি মোদি।

তারপর আগামী ৯ মার্চ উত্তরবঙ্গ সফরে প্রধানমন্ত্রী। শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি চব্বিশের লোকসভা ভোটের প্রচারে রাজনৈতিক জনসভাও করবেন নরেন্দ্র মোদি, এমনই খবর বিজেপি সূত্রে।

লোকসভা ভোটের প্রচারে শুরুতেই আরামবাগ, কৃষ্ণনগরকে বেছে নিলেন কেন প্রধানমন্ত্রী? রাজ্য বিজেপি সূত্রে খবর, গত লোকসভা ভোটে আরামবাগ থেকে সামান্য ব্যবধানে জিতেছিল তৃণমূল। তৃণমূল ভোট পেয়েছিল ৪৪.১৯%, আর বিজেপি পেয়েছিল ৪৪.০৩%। অর্থাৎ ব্যবধান খুব সামান্যই। আর এই আরামবাগের জেলা হুগলিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে একাধিক তৃণমূল নেতা। একইসঙ্গে হুগলিতে কৃষকদের সংখ্যাও রয়েছে প্রচুর। ফলে আরামবাগ সহ হুগলি জেলায় আলাদা নজর রয়েছে বিজেপির।

আরও পড়ুন: মহুয়া মৈত্রর বিরুদ্ধে বিজেপি প্রার্থী কে? চমকে দেওয়া নাম নিয়ে আলোচনা! কে জানেন?

অপরদিকে, ২ মার্চ কৃষ্ণনগরে সভা করবেন নরেন্দ্র মোদি। ওই লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে সাসপেন্ড হয়েছেন সংসদ থেকে। একইসঙ্গে, কৃষ্ণনগর সহ নদিয়ার বিপুল অংশে প্রভাব রয়েছে মতুয়াদের। ফলে মতুয়া ভোট টানতে কৃষ্ণনগরে মোদির সভা বিশেষ তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: বলুন তো, পৃথিবীর সবচেয়ে পুরনো রং কী? সাদা বা কালো নয় কিন্তু! তাজ্জব হয়ে যাবেন শুনে

এদিকে, সন্দেশখালি নিয়ে জাতীয় রাজনীতিতেও লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারকে নিশানা করে ইস্যু করতে চাইছে গেরুয়া শিবির। সেই সূত্রেই ৬ মার্চ বারাসতে সভা করবেন মোদি। সন্দেশখালির ‘নির্যাতিতা’ মহিলাদের সঙ্গেও আলাদা করে কথা বলতে পারেন মোদি। সাম্প্রতিক নির্বাচনগুলিতে মহিলাদের একটা বড় অংশের সমর্থন পেয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে সন্দেশখালিকে হাতিয়ার করে মহিলাদের মন পেতে খোদ প্রধানমন্ত্রীর বারাসতে সভা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যে সন্দেশখালি কাণ্ডকে হাতিয়ার করে লোকসভা ভোটের আগে কলকাতা সহ রাজ্যজুড়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করার পরিকল্পনা নিয়েছে বঙ্গ পদ্ম শিবির।

এরপরই বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গে পা রাখছেন নরেন্দ্র মোদি। ২০১৯ সালের লোকসভা ভোটে উত্তরবঙ্গে দারুণ ফল করলেও ২০২১ সালের বিধানসভা ভোটে সেই ভোটব্যাঙ্কে বড়সড় থাবা বসায় তৃণমূল। তাই লোকসভা ভোট ঘোষণার আগেই মোদির উত্তরবঙ্গে সভার দিনক্ষণ জানিয়ে দিল বিজেপি।

Mahua Moitra | Bjp Candidate: মহুয়া মৈত্রর বিরুদ্ধে বিজেপি প্রার্থী কে? চমকে দেওয়া নাম নিয়ে আলোচনা! কে জানেন?

কলকাতা: সাংসদ পদ খুইয়েছেন মহুয়া মৈত্র। ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে সাংসদ পদ খোয়ালেও তাতে ‘ষড়যন্ত্রই’ দেখেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না হলেও ফের যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে মহুয়াকেই তিনি প্রার্থী করবেন, তাও একপ্রকার স্পষ্টই করে দিয়েছিলেন মমতা। কিন্তু মহুয়ার বিরুদ্ধে কাকে প্রার্থী করবে বিজেপি? তা নিয়েও গুঞ্জন অব্যাহত। ইতিমধ্যেই বাংলার ২০ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় অবশ্য কৃষ্ণনগরের নাম নেই। তবে, বিজেপির অন্দরের যা খবর, সেই অনুযায়ী, রাজ্যের সদ্য প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সত্যব্রত মুখোপাধ্যায়ের পুত্র। নদিয়ায় সত্যব্রত মুখোপাধ্যায়, সকলের প্রিয় ‘জলু বাবু’র প্রভাব দীর্ঘদিনের। তাঁর পুত্র সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ২০০১ সালে নদিয়া নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়েছিলেন অবশ্য, তবে হেরেও ছিলেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই সত্যব্রত মুখোপাধ্যায়কে পদ্ম পুরস্কারে ভূষিত করেছে কেন্দ্রীয় সরকার। তারপর থেকেই জল্পনা চলছিল এ নিয়ে। ফলে কৃষ্ণনগরে মহুয়া মৈত্রর সঙ্গে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের লড়াই হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও মাঝে একটা সময় কৃষ্ণনগরে প্রার্থী হিসেবে মিঠুন চক্রবর্তীর নামও আলোচনায় আসে বলে খবর।

আরও পড়ুন: ‘কোটি টাকার ডিল!’ বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিস্ফোরক অনুপম হাজরা! নিশানায় কোন প্রার্থী?

এদিকে, লোকসভা নির্বাচনের আগে খাস কলকাতাতেই বড় ধাক্কা খেতে চলেছে তৃণমূল? সূত্রের খবর, বরানগরের বিধায়ক তাপস রায়কে নিয়ে সেরকমই আশঙ্কা ছড়িয়েছে শাসক দলের অন্দরে৷ কারণ ইতিমধ্যেই বরানগরের তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ মহলে দল ছা্ড়ার ইঙ্গিত দিয়েছেন বলে খবর৷ তাপসের দল ছাড়ার জল্পনার মধ্যেই কলকাতা উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে৷

আরও পড়ুন: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বিজেপিতে? প্রার্থী হবেন? শুভেন্দুর ৭ মার্চ নিয়ে জল্পনা

সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা উত্তর নিয়ে তৃণমূলের অস্বস্তি কাটছে না৷ আগেই সুদীপকে প্রার্থী করা নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিলেন কুণাল ঘোষ এবং তাপস রায়৷ সুদীপকে প্রার্থী করা হলে তিনি প্রচারে নামবেন না বলেও জানিয়ে দিয়েছিলেন বরানগরের তৃণমূল বিধায়ক৷ সূত্রের খবর, তাপস রায় তৃণমূল নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন, আগামী ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার প্রস্তুতির কোনও দায়িত্বই নিতে পারবেন না তিনি৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি কঠোর অবস্থান নিচ্ছেন, এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে দলীয় নেতৃত্বকে সেই বার্তাই ফের পৌঁছে দিলেন তাপস৷ জানুয়ারি মাসে বাড়িতে ইডি হানার পর থেকেই তাপস রায় দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন বলে খবর৷ এমন কি, গত ২১ ফেব্রুয়ারির পর থেকে তিনি নিজের কেন্দ্র বরানগরেও যাননি বলে তৃণমূল সূত্রে খবর৷

Justice Abhijit Ganguly Resigns: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বিজেপিতে? প্রার্থী হবেন? শুভেন্দুর ৭ মার্চ নিয়ে জল্পনা

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বিজেপিতে কি যোগ দিতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির পদ থেকে ইস্তাফা দিয়ে তাঁর রাজনীতিতে যোগদান করার বক্তব্য সামনে আসার পর থেকেই সেই সম্ভাবনা আরও জোরাল হয়েছে।

দিন কয়েক আগেই বিজেপির সল্টলেক কার্যালয়ে কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করা কৌস্তভ বাগচীর যোগদানের পরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইঙ্গিতপূর্ণ একটি মন্তব্য করে বলেছিলেন, লোকসভা ভোটের আগে যোগদান কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটির তিনি কনভেনর। আগামী ৭ মার্চ যোগদান পর্বের একটি উল্লেখযোগ্য দিন হতে চলেছে।

আরও পড়ুন: পদত্যাগ করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! ভোটে দাঁড়াবেন, কোন দলে? স্পষ্ট করলেন সব

শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর পরই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। বিচারপতির পদ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতির ময়দানে আসার ইচ্ছেপ্রকাশ করার পরপরই জল্পনা ছড়িয়েছে, তাহলে শুভেন্দুর ইঙ্গিতপূর্ণ মন্তব্য কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়েই? এই প্রশ্নেই এখন সরগরম ভোটের বাংলা।

আরও পড়ুন: ‘কোটি টাকার ডিল!’ বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিস্ফোরক অনুপম হাজরা! নিশানায় কোন প্রার্থী?

এদিকে নিউজ 18 বাংলা-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন,’ প্রার্থী তালিকায় অনেক চমক থাকবে। প্রথম পর্যায়ে না থাকলেও প্রার্থী তালিকার দ্বিতীয় পর্যায় গুলি থেকে অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তির নামও থাকবে।’ শুভেন্দু- সুকান্তর ইঙ্গিতপূর্ণ মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি।

প্রসঙ্গত, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী মঙ্গলবারই বিচারপতি পদ থেকে ইস্তফা দেবেন। বৃহস্পতিবারই তিনি বিজেপিতে যোগ দেবেন বলে বিশেষ সূত্রের খবর। আর বৃহস্পতিবারই শুভেন্দু অধিকারীর ‘যোগদানের উল্লেখযোগ্য দিন’ বলে মন্তব্যের সেই ৭ই মার্চ। তাই দুইয়ে দুইয়ে চার করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এদিকে, তৃণমূলের তরফে কুণাল ঘোষ বলেন, ”রাজনৈতিক মতপার্থক্য থাকবে। কিন্তু অন্য গুরুত্বপূর্ণ পেশা থেকে যদি কেউ রাজনীতিতে আসেন, তাহলে সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে তা স্বাস্থ্যকর বা ইতিবাচক। একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাগত জানাচ্ছি। নতুন ইনিংসের শুভেচ্ছা।
তবে বিশেষ করে এই পেশার কেউ রাজনীতিতে এলে, তাঁর আগের পেশাগত সিদ্ধান্তগুলি নিয়ে নিরপেক্ষতাজনিত প্রশ্ন উঠতেই পারে, সেটাও স্বাভাবিক। আপনি তৃণমূল বিরোধী হিসেবেই ওসব বলেছেন, প্রমাণ হবে। যে দলেই যান, সেখানে দুর্নীতি বা অন্য কোনও অভিযোগ থাকবেই। সেগুলো তখন মেনে নিতে পারবেন তো?”

Bjp Candidate List: ‘কোটি টাকার ডিল!’ বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিস্ফোরক অনুপম হাজরা! নিশানায় কোন প্রার্থী?

কলকাতা: শুক্রবারই লোকসভা ভোটের জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে বাংলার ২০ আসনের প্রার্থী তালিকা প্রকাশ হতেই নানা ডামাডোল শুরু হয়েছে। ইতিমধ্যেই আসানসোল থেকে প্রার্থী হবেন না বলে জানিয়ে দিয়েছেন দলের ঘোষিত প্রার্থী পবন সিং। তেমনই প্রার্থী তালিকায় নতুন মুখেরও দেখা মিলেছে। এই যেমন বোলপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রিয়া সাহা। তাঁর নামে দেওয়াল লিখনও শুরু হয়েছে।
কিন্তু বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে সংঘাতে জড়িয়ে মূল স্রোত থেকে কিছুটা সরে থাকা বিজেপি নেতা অনুপম হাজরা এই আবহে বিস্ফোরক ফেসবুক পোস্ট করলেন।

এক সময় বোলপুরের সাংসদ ছিলেন অনুপম। সেই বোলপুর থেকেই প্রিয়া সাহাকে প্রার্থী করা নিয়ে বিস্ফোরক অনুপম ফেসবুকে লিখলেন, ”জেতা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য শেষ মুহূর্তে কখন যে টিএমসি-র সঙ্গে কোটি টাকার ডিল হয়ে যাবে ধরতেও পারবেন না। অপনি তখন ব্যস্ত, জীবনের ঝুঁকি নিয়ে পার্টির হয়ে দেওয়াল লিখতে!”

আরও পড়ুন: পদত্যাগ করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! ভোটে দাঁড়াবেন, কোন দলে? স্পষ্ট করলেন সব

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বোলপুর থেকে বিজেপি প্রার্থী ছিলেন রামপ্রসাদ দাস। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন অসিত কুমার মাল। অসিতের কাছে হেরে যান রামপ্রসাদ। তবে ২০১৪ সালে এই বোলপুর থেকে জিতেছিলেন অনুপম হাজরা। যদিও তখন তিনি তৃণমূলে ছিলেন। বিজেপির কামিনি মোহন সরকারকে হারিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: ‘আসানসোল থেকে লড়ব না’, বিস্ফোরক পবন সিং! সরলেন ২৪ ঘণ্টার মধ্যেই, বিরাট বিড়ম্বনায় বিজেপি

২০১৯ সালে বিজেপিতে যোগ দেন অনুপম। আর লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে অনুপম দাঁড়ালেও তৃণমূলের মিমি চক্রবর্তীর কাছে হেরে যান তিনি। এখনও অনুপম বিজেপিতেই আছেন। তবে, রাজ্য তথা কেন্দ্রীয় নেতাদের থেকেও বেশ কিছুটা দূরে তাঁর অবস্থান। এই পরিস্থিতিতে বিজেপি তাঁকে প্রার্থী করবে না, ধরেই নেওয়া যায়। তাই এবার ফেসবুকে বিস্ফোরক পোস্ট করলেন তিনি।

Justice Abhijit Ganguly: পদত্যাগ করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! ভোটে দাঁড়াবেন, কোন দলে? স্পষ্ট করলেন সব

কলকাতা: বিচারপতি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আগামী মঙ্গলবার পদত্যাগ করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আচমকাই এই পদত্যাগের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। আর এই পদত্যাগের সিদ্ধান্তের পরই তাঁর রাজনীতিতে যোগদানের তীব্র জল্পনা ছড়িয়েছে। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস ছাড়া ২ রাজনৈতিক দল থেকে যোগদানের আহ্বান জানানো হয়েছে তাঁকে। তবে, অভিজিৎ বাবু কোনও দলে যোগ দেবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।

একটি বৈদ্যুতিন মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, কলকাতা হাইকোর্টে সোমবারই তাঁর শেষ দিন। তাঁর হাতে যে ক’টি মামলা রয়েছে, সোমবার হাইকোর্টে গিয়েই সেগুলি ছেড়ে দেবেন। মঙ্গলবার তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠাবেন। এমনকী তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা, তা নিয়ে প্রশ্ন করা হলে, সরাসরিই বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, ”আমাকে কোনও রাজনৈতিক দলে যোগ দিলে তারা আমাকে টিকিট দিলে, অবশ্যই ভেবে দেখব।”

আরও পড়ুন: বোলপুরে বড় চমক বিজেপির! লোকসভায় প্রার্থী প্রিয়া সাহা! কে তিনি? শুনলে চমকে যাবেন

সম্প্রতি বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে রাজনৈতিক মহলেও তুমুল শোরগোল পড়েছে। রাজ্যের বিভিন্ন দুর্নীতি মামলায় এজলাসে বসে মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে নানা কথা বলতে শোনা গিয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্য়ায়কে। সে সব নিয়ে পাল্টা আসরে নামে তৃণমূলও।

আরও পড়ুন: ‘আসানসোল থেকে লড়ব না’, বিস্ফোরক পবন সিং! সরলেন ২৪ ঘণ্টার মধ্যেই, বিরাট বিড়ম্বনায় বিজেপি

তৃণমূলের তৎকালীন মুখপাত্র কুণাল ঘোষ তাঁকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, ”অবসরের বেশিদিন বাকি নেই। তার আগেই আপনি স্বেচ্ছাবসর নিয়ে আসুন না রাজনৈতিক ময়দানে। তার পর দেখা যাবে।” কুণালের সেই কথাই কার্যত ফলে গেল। বিচারপতি পদ থেকে অবসর নিয়ে এবার কি ভোটের ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়? জল্পনার অবসান ঘটবে খুব শীঘ্রই।

Pawan Singh Bjp Candidate: ‘আসানসোল থেকে লড়ব না’, বিস্ফোরক পবন সিং! সরলেন ২৪ ঘণ্টার মধ্যেই, বিরাট বিড়ম্বনায় বিজেপি

কলকাতা: শনিবার অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলার ২০ আসনের জন্যও প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। সেই তালিকা অনুযায়ী, আসানসোল কেন্দ্রের প্রার্থী করা হয়েছিল ভোজপুরী গায়ক ও অভিনেতা পবন সিংকে। কিন্তু ২৪ ঘণ্টার আগেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পবন সিং জানিয়ে দিলেন, আসানসোল থেকে ভোটে লড়ছেন না তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে আসানসোলের প্রার্থী পবন সিং সরে দাঁড়ালেন বলে বিজেপি সূত্রে খবর।

গতকালই আসানসোল থেকে পবন সিংকে প্রার্থী করে নাম ঘোষণা করে বিজেপি। এরপরই পবন সিং নারী বিদ্বেষী বলে প্রচার শুরু করে তৃণমূল। রাজ্যের মন্ত্রী তথা আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়ায় লেখেন, ?আসানসোলকে পবন সিং মুবারক। পবন সিংকে শিল্পী হিসেবে কিছু বলার নেই কিন্তু ওঁর এই গানের পোস্টারের দিকে চোখ রাখলেই সবটা বোঝা যাচ্ছে। বিজেপি বাংলা এবং সেখানকার মহিলাদের নিয়ে যে ভাবে না, তার জ্বলন্ত উদাহরণ এটাই।?

আরও পড়ুন: বোলপুরে বড় চমক বিজেপির! লোকসভায় প্রার্থী প্রিয়া সাহা! কে তিনি? শুনলে চমকে যাবেন

যদিও এদিন প্রার্থী পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানাতে গিয়ে পবন সিং লেখেন, ?ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। পার্টি আমাকে বিশ্বাস করে আসানসোল কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করেছিল। কিন্তু কোনও কারণ বশত আমি আসানসোল থেকে লড়াই করতে পারব না।?

আরও পড়ুন: ?পুরনো চালেই? আস্থা, হুগলি-বিষ্ণুপুরে লকেট-সৌমিত্রকেই ?কঠিন? বাজি জিততে পাঠাল বিজেপি

পবন সিংয়ের এই বার্তা প্রকাশ্যে আসতেই আসরে নামে তৃণমূল। খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পবন সিংয়ের ট্যুইট রিট্যুইট করেন। তৃণমূল কংগ্রেস ও বিজেপির একাধিক নেতাও পবন সিংকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষোভ উগড়ে দেন। তৃণমূল কংগ্রেস বিভিন্ন ভিডিও পোস্ট করে পবন সিংয়ের। আজ তাঁর সরে দাঁড়ানোর পোস্ট রিট্যুইট করেন অভিষেক। বাংলার মানুষের অদম্য লড়াই ও ক্ষমতায় সরলেন পবন সিং বলে উল্লেখ অভিষেকের। হ্যাশট্যাগ দিয়ে জুড়লেন জনগর্জন। যদিও পদ্ম শিবির সূত্রের খবর, কেন প্রার্থী হতে চাইছেন না, তা নিয়ে আজই পবন সিংয়ের সঙ্গে কথা বলবে বিজেপি নেতৃত্ব।

Bjp Candidate: বোলপুরে বড় চমক বিজেপির! লোকসভায় প্রার্থী প্রিয়া সাহা! কে তিনি? শুনলে চমকে যাবেন

কলকাতা: লোকসভা ভোটের আগেই প্রায় ২০০ প্রার্থীর নাম ঘোষণা করে দিল কেন্দ্রের শাসকদল বিজেপি। শনিবার দিল্লিতে দলের সদর দফতর থেকে ঘোষিত ১৯৫ জন প্রার্থীর মধ্যে রয়েছেন বাংলার ২০ জন। বাংলায় বেশিরভাগ আসনে পুরনো প্রার্থীদের উপরই ভরসা রেখেছে পদ্ম শিবির। তবে বেশ কিছু নতুন মুখও তুলে আনা হয়েছে।

বিশেষ নজরে যাদবপুর, কাঁথি, ঘাটালের মতো হাইভোল্টেজ কেন্দ্র। বোলপুর, আলিপুরদুয়ারেও নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে, বিজেপি চমকে দিয়েছে বিশেষ করে বোলপুর কেন্দ্রে। সেখান থেকে প্রার্থী করা হয়েছে প্রিয়া সাহাকে। কে এই প্রিয়া সাহা? তা নিয়ে রাজ্য রাজনীতিতে গুঞ্জন ছড়িয়েছে।

আরও পড়ুন: ‘পুরনো চালেই’ আস্থা, হুগলি-বিষ্ণুপুরে লকেট-সৌমিত্রকেই ‘কঠিন’ বাজি জিততে পাঠাল বিজেপি

জানা গিয়েছে, বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহার বাড়ি সাঁইথিয়াতে। ২০২১ এর বিধানসভা নির্বাচনেও তাঁকে বিজেপি প্রার্থী করেছিল। হেরে গিয়েছিলেন তিনি। বর্তমানে রাজনীতিতে সক্রিয়ও ছিল না। মহিলা মুখ হিসেবে প্রার্থী করা হল তাঁকে। একুশের ভোটে পরাজিত হওয়ার পরে সেভাবে সক্রিয় বিজেপির কোন কর্মসূচিতেও অংশ নেননি প্রিয়া। পার্টির কোনও পদাধিকারীও নন তিনি।

আরও পড়ুন: দেব-হিরণ মুখোমুখি লড়াই? ঘাটালের রণাঙ্গনে হাইভোল্টেজ ভোটযুদ্ধ যেন শুরু আজ থেকেই

এবার ঘাটালে তৃণমূলের প্রার্থী হবেন দেব, আনুষ্ঠানিক ভাবে এ কথা আগেই জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর সেই সূত্রেই এ বার ঘাটালে তারকা লড়াই। কারণ ঘাটালে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে হিরণ চট্টোপাধ্যায়কে। ফলে লোকসভা কেন্দ্রগুলির মধ্যে ঘাটালের দিকেই আলাদা নজর যে থাকবে, তা বলাই বাহুল্য।

Locket Chatterjee Saumitra Khan: ‘পুরনো চালেই’ আস্থা, হুগলি-বিষ্ণুপুরে লকেট-সৌমিত্রকেই ‘কঠিন’ বাজি জিততে পাঠাল বিজেপি

কলকাতা: লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি। এর মধ্যে রয়েছেন বাংলার ২০ প্রার্থীও। এক নজরে প্রার্থী তালিকা। সেই তালিকায় যেমন ঘাটালে হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করে চমকে দিয়েছে বিজেপি, তেমনই পুরনোদের মধ্যে হুগলি থেকে লকেট চট্টোপাধ্যায়, বিষ্ণুপুর থেকে সেই সৌমিত্র খাঁ-র উপর আস্থা রেখেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা। হুগলিতে যেমন লকেট, বিষ্ণুপুরে সৌমিত্রকে নিয়ে দলের অন্দরেই ক্ষোভের কথা শোনা যাচ্ছিল। কিন্তু সেই সব উড়িয়ে লকেট, সৌমিত্ররাই ভরসা পদ্ম শিবিরের।

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটে হুগলি কেন্দ্র থেকে তৃণমূলের রত্না দে নাগকে প্রায় ৭৩ হাজার ভোটে হারিয়েছিলেন লকেট। যদিও ২০২১-এর বিধানসভা ভোটের নিরিখে লকেটের কেন্দ্রে প্রায় ১ লক্ষ ৫৩ হাজার ভোটে এগিয়ে ছিল তৃণমূল। লকেটের পাশাপাশি বিজেপির হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি তথা হুগলি লোকসভার আহ্বায়ক সুবীর নাগ বা হুগলির প্রাক্তন সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের নামও উঠে আসছিল প্রার্থী হিসেবে জল্পনায়। কিন্তু এদিন প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেখা গেল শেষ বাজি জিতলেন লকেট চট্টোপাধ্যায়ই।

আরও পড়ুন: দেব-হিরণ মুখোমুখি লড়াই? ঘাটালের রণাঙ্গনে হাইভোল্টেজ ভোটযুদ্ধ যেন শুরু আজ থেকেই

যদিও হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে লকেটের নাম ঘোষণার পরই কটাক্ষ করেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, এর আগেও তিনি সাংসদ ছিলেন। কিন্তু তাকে পাঁচ বছর এলাকায় দেখা যায়নি। আর এবারও তাকে প্রার্থী করা হয়েছে। তাকে ৪ লক্ষ ভোটে হারাব। উল্লেখ্য বর্তমানে এই লোকসভায় সাতটি বিধানসভা তৃনমূলের দখলে রয়েছে। পাশাপাশি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে চুঁচুড়া কেন্দ্রে তৃণমূলের অসিত মজুমদারের কাছে পরাজিত হয়েছিলেন লকেট।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বিজেপির প্রার্থী তালিকায় বিশাল চমক, কাঁথিতে প্রার্থী শুভেন্দুর ভাই সৌমেন্দু

অন্যদিকে, গত পাঁচ বছরে নিজের সাংসদ পদের জন্য যতটা আলোচিত হয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, তার চেয়ে অনেক বেশি আলোচনায় উঠে এসেছে তাঁর ব্যক্তিগত সম্পর্ক। সাংসদের প্রাক্তন স্ত্রী, বর্তমানে তৃণমূলের নেত্রী সুজাতা মণ্ডলের সঙ্গে সৌমিত্রর সংঘাত, বিবাহ বিচ্ছেদের পর দিনকয়েক আগেই ফের দ্বিতীয় বিয়ের কথা জানান সাংসদ নিজেই। সেই তাঁকে নিয়েও বিজেপির অন্দরে ক্ষোভ ছিল বলেই দলের একাংশের বক্তব্য। মাঝে বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে দূরত্বও বেড়েছিল সৌমিত্র খাঁ, এমনটাই গুঞ্জন। তবে, শেষমেশ বাজিমাত করলেন সৌমিত্রই।